এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Condemn the arrests of Dipankar Bhattacharya, Balasundaram and S. Kumaraswamy of CPI ML at Koodankulam.

    Salil Biswas
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১২ | ১১০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.129.44.87 | ০৫ আগস্ট ২০১৩ ২৩:০৮575782
  • এই যুক্তি(?) র সাথে কোন তক্কো চলে না ঃ)

    আপাততঃ জাপানের তাজা খবর,
    Japan's nuclear watchdog has said the crippled Fukushima nuclear plant is facing a new "emergency" caused by a build-up of radioactive groundwater.
    http://www.bbc.co.uk/news/world-asia-23578859

    তবে জাপানে যেহেতু বাচ্চাদের জন্য খাবার আছে, ওখানকার জলের তেজস্ক্রিয়তা নিয়ে আশা করি কথা বলা যাবে ঃ)
  • কল্লোল | 125.242.215.40 | ০৫ আগস্ট ২০১৩ ২৩:২৯575783
  • এইটা পিটি হেব্বি দিয়েছে। সত্যি তো যে দেশে বাচ্চারা খেতে পায় না, সে দেশে এতো টাকা খচ্চা করে লোকে পড়াশোনা করে কেন? লোকে ফিলিম বানায় কেন? গান গায় কেন? ভোটে দাঁড়ায় কেন? এগুলো সব বেআইনী করে দাও। তাতে কত্তো টাকা বাঁচবে। তাই দিয়ে সবাইকে খাওয়াও। এই সোজা কথাটা কেউ যে কেন বোঝে না কে জানে।
  • anirban basu | 78.65.169.66 | ০৬ আগস্ট ২০১৩ ০২:১১575784
  • http://www.theguardian.com/world/2009/aug/30/india-punjab-children-uranium-pollution

    এই খবরটা দেখুন। এই ইউরেনিয়াম অবশ্য খনি থেকে আসেনি, এসেছে কয়লার ছাই থেকে। অনেক জায়গায় ফসফেট ফার্টিলাইজার থেকেও আসতে পারে, প্রাকৃতিক ভাবেও আসতে পারে। যেভাবেই আসুক না কেন, জলের সঙ্গে শরীরে গেলে তার ফল ভয়াবহ। এইটা তেজস্ক্রিয়তা থেকে নয়, রাসায়নিক বিষক্রিয়ার ফল। ফলে প্রতিটি নাগরিকের (বিশেষ করে শিশুদের) জন্য বিষমুক্ত পানীয় জল পাওয়া যাবে কিনা, সেই চিন্তার অবশ্যই প্রয়োজন আছে।
  • PT | 213.110.246.230 | ০৬ আগস্ট ২০১৩ ০৮:৫৫575785
  • তক্কে জেতার জন্যে প্রতিদিনের ৩০০০ শিশুমৃত্যু এড়িয়ে যাওয়া মোটে ভাল কাজ না। নাকি তেজস্ক্রীয়তা নিয়ে লড়াই করাটা সোজা-তাড়াতাড়ি বিখ্যাত হওয়া যায়? অনাহারে শিশুমৃত্যু তো গা সওয়া হয়ে গেছে আর সেই লড়াইটাও বেজায় কঠিন। "শিশুদের জন্য খাদ্য চাই" শ্লোগান দিয়ে রাস্তায় গড়াগড়ি খেলেও বোধহয় পুলিশ ফিরেও তাকাবে না।

    কিন্তু ভারতে তেজস্ক্রীয়তায় মৃত বা অসুস্থ মানুষের সংখ্যাটা পেলে আলোকিত হতাম।
  • anirban basu | 34.5.197.153 | ০৬ আগস্ট ২০১৩ ০৯:২৬575786
  • তক্কের কিছু নেই এখানে। এই দূষণ প্রতিরোধ করা যায়, মনিটর করা যায়, সস্তায় রেমেডিয়েশন ও সম্ভবে। ভারতে তেজস্ক্রিয়তা বা জলদূষণে মৃতের সংখ্যা পাওয়া মুশ্কিল কারণ সরকারী বেসরকারী কোনো প্রতিষ্ঠানই পাত্তা দেয় না। আর্সেনিকমুক্ত পানীয় জল তখনই সবাই পাবেন যদি সরকারী লেভেলে আর্সেনিক দূষণ স্বীকার করে প্রতিকারের চেষ্টা করা হবে। পরমানু বিদ্যুতের আলোচনায় ইউরেনিয়াম জনিত দূষণের কথা আসেই না। এইটা আসা দরকার আছে।

    এই লিংকটা দেখুন। আমাদের ভবিষ্যতও যে এই রকম করতে হবে তার তো কোনো মানে নেই। http://www.epa.gov/region9/superfund/navajo-nation/
    এটা অনেক সাইটের মধ্যে একটা। এরকম আরো অনেক আছে। আর এই নিয়ে সেরকম কোনো কাজও আমাদের দেশে হয়নি। ফলে এই ধরনের সার্ভের দরকার আছে, এবং জলে ইউরেনিয়াম পাওয়া গেলে সরকার থেকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দরকার আছে।
  • PT | 213.110.246.230 | ০৬ আগস্ট ২০১৩ ০৯:৪৭575787
  • সার্ভে করা, আলোচনা করা কোনটাতেই আমার কোন আপত্তি নেই (আর থাকলেই বা কি?)। আমার সমস্যা হচ্ছে ভরতীয় এলিটদের "প্রায়োরিটি" নিয়ে। যারা যথেচ্ছ কয়লা, তেল পুড়িয়ে CO2 বাতাসে ছেড়ে ২৪ ঘন্টা আলো, পাখা, ফ্রীজ, এসি, কম্পু ব্যবহার করছে তারা হঠাৎ পারমানবিক বিদ্যুতের বিরুদ্ধে খুব ব্যস্ত হয়ে পড়েছে।

    ইউরেনিয়াম ছেড়ে দিন। আর্সেনিক বা অতিরিক্ত ফ্লোরাইড মুক্ত জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের বা রাষ্ট্রের। সরকারের বিরুদ্ধে সেই লড়াইটা কোথায়? JU-র দীপঙ্কর চক্রবর্তীর লেখালেখি ছাড়া আর কাউকে তো পব-র রাস্তায় নেমে গ্রেপ্তার হতে দেখিনি।

    এখন আবার দেখছি নলবাহিত জল ঘরে পৌঁছে দিতে "ভারতকে সাম্র্যাজ্যবাদী শক্তিতে" পরিণত হতে হবে বলে যিনি তাত্বিকতা করেন তিনি পারমাণবিক শক্তির বিরুদ্ধে সওয়াল করছেন।

    এই অবস্থানগুলো কি মানুষের প্রকৃত উপকারের জন্য নেওয়া নাকি সম্পুর্ণই রাজনৈতিক?
  • PT | 213.110.243.23 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:০৬575788
  • আমার আর একটা প্রশ্ন ছিল। দীপঙ্কর ভট্টাচার্য বিহারের মানুষের জন্য মাটি কামড়ে লড়াই না করে কুদানকুলামে কি করছেন? নাকি নীতিশকুমার বিহারের মানুষের সব দুঃখ ঘুচিয়ে দিয়েছেন তাই CPI(ML)-এর আর বিহারে করার মত কিছু নেই?
  • ? | 56.23.68.178 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:২৬575789
  • এতোসব কঠিন কঠিন প্রশ্ন করলে কিন্তু আর কেউ খেলবেনা।
  • pinaki | 148.227.189.9 | ০৬ আগস্ট ২০১৩ ১৮:৫৬575790
  • লাস্ট ডিঃপাঃ ব্যবহার। উইথ ডিউ অ্যাপোলজি টু ডিডিদা।

    ১) আপনি কিকরে জানলেন দীপংকর বাবু বিহারে লড়াই করছেন না?
    ২) দীপংকরবাবু কি করছেন সেটা জানার জন্য আপনি কতটুকু শ্রম দিয়েছেন, গুরুর পাতায় আপারহ্যান্ড নেওয়ার চেষ্টা করা ছাড়া? গুরুতেই পবিত্র নামের একজন আছে যে লিবারেশনের সাথে যুক্ত, তাকে জিজ্ঞেস করে জেনে নিন।
    ৩) ভারতের শিশুরা খেতে পায় না, সে নিয়ে এলিটদের মধ্যে কেউই (মানে যারা নিউকের বিরুদ্ধে কথা বলে) কথা বলে না- এ তথ্য আপনাকে কে দিল? নাকি আর সব কিছুর মত এটাও মনগড়া?
    ৪) আপনি কি এইটা দাবী করছেন যে ভারতের সব শিশুরা খেতে পাওয়ার পরে তবেই নিউক পাওয়ার নিয়ে কথা বলা যাবে? আর তদ্দিনে আরো একশোটা নিউক প্ল্যান্ট বসে যাবে?
    ৫) আপনি কি নিউক পাওয়ারের বিরুদ্ধে? মানে আপনার আপত্তিটা শুধু এলিটদের প্রায়োরিটি নিয়ে? সেটা এখনো ক্লিয়ার করেন নি। শুধু তাই নয়, সেই তর্কটা সযত্নে এড়িয়ে যাচ্ছেন। কেন? সেরকম জানাবোঝা নেই, অথচ একটা অবস্থান নিয়ে ফেলেছেন। তাই সেই অবস্থান রক্ষার দায়? আগেরদিন যেমন কোনো ধারণা ছাড়াই আরবিট কমেন্ট দিলেন চায়নার কনজাম্পশন বেশী, তাই ওরা নিউক পোস্টপন করার বিলাসিতা দেখাতে পারে।
    ৬) আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবীতে কেউ কোথাও আন্দোলন করছে না, এ তথ্য আপনি কোত্থেকে পেলেন? নাকি আপনি যেটুকু দেখেছেন সেটুকুই দুনিয়া?
    ৭) সব ব্যাপারে আপনার এরকম সবজান্তা আপারহ্যান্ড মূলক অবস্থান কেন? গুরু কি আপনার সুপিরিয়রিটি কমপ্লেক্স ফুলফিল করার জায়গা? খোলা মনে শোনা, জানা বা বোঝার জন্য আজ অব্দি একটাও রাজনৈতিক পোস্ট আপনি করেননি - কেন? যখন কোনো কিছু জানতে চাওয়ার কথা লেখেন, তখন হয় সেটা ব্যাঙ্গাত্মক, নয় সে ব্যাপারে আপনার অলরেডি একটা অবস্থান আছে, কেবল একটু 'বাজিয়ে দেখি' গোছের তাচ্ছিল্য? আপনার এই মনোভবের উৎস কি?

    ইচ্ছে হলে প্রশ্নগুলো কপি পেস্ট করে তার নীচে নীচে উত্তরগুলো লিখে দেবেন। না ইচ্ছে হলে লিখবেন না। প্রশ্নগুলো রইল।

    ব্যাক টু বিরিয়ানি মোড।
  • pi | 118.22.232.92 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:১২575614
  • পিনাকীদা লিখেই দিয়েছে। ৩, ৪, ৬ আমারো প্রশ্ন ছিল।
  • PT | 213.110.243.23 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:১৩575615
  • আমাদের কেমিস্ট্রির মাস্টারমশাই ক্ষেত্রপ্রসাদ সেনশর্ম্মা বলতেন যে অনেকে কম লেখাপড়া করে "অজানার আনন্দ" উপভোগ করে।
  • PT | 213.110.243.23 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:১৪575616
  • pi
    আপনার কাছ থেকে "বঙ্গে ল্যান্ড ইউস ম্যাপ ও ব্যবসায়ীর উপকারীতা" প্রসঙ্গে কিছু বক্তব্যের অপেক্ষায় আছি এখনও।
  • উত্তর | 56.23.68.178 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:২২575617
  • বাব্বা, ১ থেকে ৭ প্রশ্নগুলো তো দেখে মনে হচ্ছে কোশ্চেন দ্য ফলোইং আন্সারস মোডে করা হয়েছে!
  • pi | 118.22.232.92 | ০৬ আগস্ট ২০১৩ ১৯:৩০575618
  • ল্যান্ড ইউজ ম্যাপ নিয়ে যা বলার ওখানে বলে দিয়েছি।
  • pi | 118.22.232.92 | ০৮ আগস্ট ২০১৩ ২০:২৩575619
  • 'Radiation-contaminated water has been pouring into the Pacific Ocean from the disabled Fukushima Daiichi nuclear plant for the past two years, an industry ministry official told reporters on Wednesday.

    A Japanese government official said an estimated 300 tons of contaminated water is leaking into the Pacific Ocean per day from the wrecked Fukushima nuclear plant.'

    এই নিয়ে অবশ্য কিচ্ছুটি বলা বা করাও ঠিক নয়, কেননা পৃথিবীতে বহু বাচ্চা বিশুদ্ধ জল পায়না।
  • anirban basu | 34.5.197.153 | ০৯ আগস্ট ২০১৩ ২৩:৩২575620
  • এই লিংকটাও এখানে থাক। http://www.epa.gov/region9/superfund/navajo-nation/index.html

    একই কারণে ভারতের ইউরেনিয়ামের খনির আশেপাশে এইরকম দূষণ আছে কিনা সেই নিয়ে কাজ অবশ্যই দরকার। এখনও অবধি পাবলিশড কাজ যা আছে তা খুবই কম - একদমই পর্যাপ্ত নয়। আর কুদানকুলাম প্রসঙ্গে এই কথাগুলো যদি উঠে আসে তাহলে ক্ষতি কি? এইগুলো নিয়ে একদিন না একদিন ভাবতে হবেই। ফলে আগে থেকে ব্যবস্থা নিলে (নিয়মিত মনিটরিং ও রেমেডিয়েশন) অনেক লাভ হবে।
  • a x | 86.31.217.192 | ১০ আগস্ট ২০১৩ ২২:০৯575621
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১২:১৫575622
  • যারা কয়লা পোড়ানো বিদ্যুত ব্যবহার করে পারমানবিক বিদ্যুতের বিরুদ্ধে আন্দোলন করে তাদের জন্য খবর।

    "১৯৮৭ থেকে ৯০ দশক পর্যন্ত শুধু কয়লা খনির জন্য ৪৫ লক্ষ মানুষ উৎখাত হয়েছে।

    কয়লার ছাইয়ে (শ্রমনিবিড় স্প্ঞ্জ আয়রণ কারখানার ছাই সহ) "আশেপাশের গ্রামে চাষ-আবাদ প্র্যায় বন্ধ, পুকুরের জল নষ্ট, গরু ছাগলের খাওয়ার ঘাস পর্য্ন্ত নেই।"

    আবাপ, ১১।৮।১৩-লিং নেই।

    Coal Curse:


    আসুন শহরে কয়লা-বিদ্যুতের ব্যবহার বন্ধ করার আন্দোলন শুরু করি ও গ্রেপ্তার হই!!!
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১২:২৫575623
  • *১৯৮৭ নয় ১৯৪৭
  • pinaki | 227.211.165.111 | ১১ আগস্ট ২০১৩ ১৪:০১575625
  • আপনার তথ্যের জন্য - এখানে যারা পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে কথা বলে তারা ইকুয়ালি তাপ বিদ্যুৎ প্রকল্পের জন্য উচ্ছেদ, দূষণ - এসব নিয়েও কথা বলে। তাই তারা এর বিকল্প হিসেবে রিনিউএবল এনার্জির দাবী করে। তাদের মতে সরকারের একটা সুসংহত পলিসি থাকলে রিনিউএবল সোর্স দিয়ে চাহিদার একটা বড় অংশ মিটিয়ে ফেলা যায়। কাজেই আপনার মারাত্মক শ্লেষটা আবারও মাঠে মারা গেল। ঃ-)
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১৪:১২575626
  • (এ দেশে) রিনিউএবেল সোর্স = কাঁঠালের আমসত্ব = সোনার পাথরবাটি।
  • T | 24.139.128.15 | ১১ আগস্ট ২০১৩ ১৫:১৭575627
  • কেন কাঁঠালের আমসত্ব কেন? ওয়েবরেডা তো প্রশংসনীয় কাজ করেছে।
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১৫:৪১575628
  • The amount of solar energy produced in India in 2007 was less than 1% of the total energy demand
    http://en.wikipedia.org/wiki/Solar_power_in_India

    পঃবঃ-র ৭৫% বিদ্যুত আসে কয়লা পুড়িয়ে।(আজকের আবাপ)। আর ২০১২-র রিপোর্ট অনুযায়ী - Two percent (2%) of the total power requirement of the
    State is met from Renewable Energy (RE) sources. http://www.wbreda.org/wp-content/uploads/2012/06/policy-renewable-wb.pdf

    বোধহয়, যবে দিনপ্রতি ৩০০০ শিশুর মৃত্যু বন্ধ হবে সেই সময়েই আমরা Renewable Energy-তে স্বয়ম্ভর হব।
  • pinaki | 148.227.189.9 | ১১ আগস্ট ২০১৩ ১৫:৫৬575629
  • পিটিদা, ইনস্টলড ক্যাপাসিটির লিস্টটা দেখুন, ভারতে। (ডিসেঃ ২০১২)

    http://en.wikipedia.org/wiki/Energy_policy_of_India

    রিনিউএবল - 12.25%
    নিউক - 2.26%

    আমাদের আপত্তিটা এইখানেই। নিউককে এমনভাবে পুশ করা হচ্ছে যাতে মনে হবে নিউক দিয়ে ভারতের এনার্জি ঘাটতি মিটিয়ে ফেলা যাবে। অথচ বাস্তব হল ভারতে নিউকের চেয়ে রিনিউএবল দিয়ে অনেক বেশী বিদ্যুৎ অলরেডি এই মুহুর্তে তৈরী হচ্ছে - তাও কোনোরকম সুসংহত পলিসি বা মিশন ছাড়াই। সেক্ষেত্রে বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্যে কেন প্রয়োরিটিটা রিনিউএবলের দিকে হবে না? কারণ কি এইটা যে বিদেশের নানারকম সিকিওরিটির কড়াকড়িতে নিউকের যে টেকনলজিগুলো চালানো যাচ্ছে না সেগুলোকে ভারতে ডাম্প করতে চাওয়া জনিত চাপ?
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৩ ১৬:০৬575630
  • আমি "পুশ" করা পাবলিকদের মধ্যে নেই। যারা "পুশ" করতে পারে তারাই যদি 12.5% আর 2.26% সংখ্যাটা নির্ধারণ করে থাকে তাহলে আর বিপ্লব কিসের? তাহলে কারা ভাবছে যে "নিউক দিয়ে ভারতের এনার্জি ঘাটতি মিটিয়ে ফেলা যাবে"?

    আমার মনে হচ্ছে যে আমাদের দেশে এক্দল মানুষ তাত্বিকতার কারণে পারমাণবিক বিদ্যুত নিয়ে শুচিবায়ুগ্রস্ত হয়ে পড়েছে। তাদের কপাল ভাল যে বছরে ৬-৭ মাস তাদের (-)১০ ডিগ্রি তাপমাত্রায় থাকতে হয়না।

    অবিশ্যি বিপ্লব শেষে ঘরে ফেরার পথে যে বিরিয়ানি তারা রাস্তার থেকে কিনে খায় তাতে লেড কম্পাউণ্ড দিয়ে কেশরের কাজ চালানো হয়। গোটা কলকাতায় রাস্তার ধারের বিরিয়ানি দোকানে নাকি এই রং-ই ব্যবহার হচ্ছে। অবিশ্যি এইসব ছোটখাটো তার ওপরে শ্রমনিবিড় কাজ-কর্ম নিয়ে বেশী মাথা ঘামালে অন্য বিপদ আছে।
  • pinaki | 148.227.189.9 | ১১ আগস্ট ২০১৩ ১৬:৩১575631
  • পুশ করা হচ্ছে সরকারের দিক থেকে। তারাই প্রজেক্ট করছে নিউক ছাড়া ভারতের এনার্জি ঘাটতি মেটানোর অন্য কোনো রাস্তা নেই। যেটা বাস্তবতঃ সত্যি নয়। অন্য রাস্তা তো আছে। অন্যদিকে নিউকের ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনলজি এখনো নিরাপদ নয়। আর নিউকে একটা দুর্ঘটনা অনেক বেশী এরিয়া জুড়ে দীর্ঘস্থায়ী সমস্যা তৈরী করার ক্ষমতা রাখে। এই দুটো সমস্যাকে আরো ভালোভাবে হ্যান্ডল করতে পারার মত জায়গায় টেকনলজি না যাওয়া অব্দি হাতের কাছে অন্য যে তুলনামূলক নিরাপদ রিসোর্স রয়েছে ফোকাসটা তার উপরে রাখা হোক। যে ঘাটতি মেটানোর কথা উঠছে সেটা তাদের দিয়ে মেটানো হোক - এইটাই দাবী। এবং যেখানে এটা ভালোমতই দেখা যাচ্ছে ঘটতি মেটানোর ক্ষমতা রিনিউএবলের রয়েছে। তাহলে কেন প্রায়োরিটির অভিমুখ চেঞ্জ হবে না? এর সাথে শুচিবায়ুগ্রস্ততার কোনো সম্পর্ক নেই।
  • বিদ্যুত | 208.7.62.204 | ১১ আগস্ট ২০১৩ ১৬:৫১575632
  • গুরুতে বেশীরভাগ মেম্বার এত আইদার-অর মনোভাব নিয়ে চলেন কেন?

    পশ্চিমবঙ্গে শ্রমনিবিড় শিল্পই করতে হবে, তাই বড়ো কারখানা খোলা যাবেনা। কেন, দুটো একসাথে করা যেতনা?

    তেমনি, আনবিক আর রিনিউঅএবল, দুটো একসাথেই করা যায় তো! আর তামিলনাড়ুতে দুটো একসাথে চলছেও! আমি চেন্নাইতে থাকি, তাই মাঝেমাঝে স্থানীয় পেপারে এই দুটো নিয়েই নানারকম খবর দেখি। এখানে উইন্ড-ফার্ম অনেক আছে, আবার ব্যব্সায়ে ক্ষতি হবার দরুণ তাদের অনেকে উঠেও যাচ্ছে। আবার অন্যরা উইন্ড বা সোলার এনার্জি নিয়ে ব্যবসা করতে এগিয়ে আসছে।

    তামিলনাড়ুতে আগেরব্ছর অবধি দারুণ বিদ্যুতের ঘাটতি ছিল। চেন্নাইতে রোজ ঘড়ি ধরে দুঘ্ন্টা, আর মাসে একবার সকাল নটা থেকে বিকেল পাচটা অবধি পাওয়ার কাট হতো। চেন্নাইয়ের বাইরে বাকি তামিলনাড়ুর অবস্থা আরো ভয়ানক ছিল, দিনে ছয় থেকে আট ঘন্টা বিদ্যুত থাকতোনা। তখন এই উইন্ড-ফার্মগুলো কিছুটা ঠেকা দিয়েছে। এ বছর কয়েক মাস হলো অবস্থার একটু উন্নতি হয়েছে, রোজকার পাওয়ার কাট দেখছি আর হচ্ছেনা। আর কুড়ানকুলাম এর বিদ্যুত এই মাসের শেষ থেকে গ্রিডে আসবে, আশা করা হচ্ছে। তো যা বলছিলাম, দুরকম বিদ্যুতই ব্যবহার হোকনা!
  • PT | 213.110.243.23 | ১১ আগস্ট ২০১৩ ১৭:১৯575633
  • আমার ধারণা যারা "পুশ" করতে পারে তাদেরও অবস্থান এই রকমই খানিকটা। আমি শ্রীকুমার ব্যানার্জীর স্লাইড সহ বক্তৃতা শুনেছি। সেখানে কোথাও পারমাণবিক বিদ্যুতকে কোন রকম "অগ্রাধিকার" দেওয়ার ব্যাপার নেই। আর এটাতো গোপনে করে ফেলা যাবে না। অতিরিক্ত কিছু করতে গেলে তো চোখে পড়বেই।

    ৭৫% বিদ্যুত কয়লা পুড়িয়ে আসে। রিনিউএবেল বিদ্যুত সেই জায়গা নিতে পারবে? পারে হয়ত যদি সাদারা হঠাৎ কিছু একটা আবিষ্কার করে বসে। কাজেই কয়লাও পোড়াতে হবে, বাঁধও দিতে হবে, সোলার এবং পারমাণবিক সবই ব্যবহার করতে হবে। অবিশ্যি যারা ১০-১২ ঘন্টা বিদ্যুতবিহীন জীবন যাপন করছে তারা কি ভাবে কে জানে!!

    তবে একটা তালিকা বানালে দেখা যাবে যে যারা পারমাণবিক বিদ্যুতের বিরোধীতা করে তাদের একটা বৃহদাংশই সিঙ্গুরে ন্যানোরও বিরোধীতা করেছিল।
  • pi | 118.22.232.92 | ১১ আগস্ট ২০১৩ ১৮:৪৫575634
  • বিদ্যুত, আপনার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে দেখলাম পিনাকীদা তো ৪ঃ৩১ এ উত্তরগুলো লিখেই দিয়েছে।
  • dd | 132.167.24.199 | ১১ আগস্ট ২০১৩ ১৮:৫৬575636
  • বিদ্যুতকে। আণবিক বিদ্যুৎ নয়, পারমানবিক বিদ্যুত। আমরা ভুলেও মলেকিউলার বোমা বা পাওয়ার প্ল্যান্ট বলি না, কিন্তু স্বচ্ছন্দেই বাংলাতে এই ভুলটা করে যাই।

    তামিলনাডুতে উইন্ডমিলে প্রচুর বিদ্যুত জেনারেটেড হয় কিন্তু সেটা বছোরে মাত্রো তিন মাস। টেনেটুনে চার। ট্যাক্স বেনেফিটের জন্য ঐ রাজ্যে ঐ প্রাইভেট উইন্ডমিল একদা খুব পপুলর হয়েছিলো তারপর সম্পুর্ন ব্যবসায়িক কারনেই ওটার পপুলারিটি কমে যায়।

    আর পিটিস্যারের সাথে একমত এই ব্যাপারে "তবে একটা তালিকা বানালে দেখা যাবে যে যারা পারমাণবিক বিদ্যুতের বিরোধীতা করে তাদের একটা বৃহদাংশই সিঙ্গুরে ন্যানোরও বিরোধীতা করেছিল।"। এটা একটা লিনিয়র ইকুয়েশন। নকুটেরা কি কি জিনিস পছন্দো /অপছন্দো করে আর মাকুদের সেরম আরেকটা তালিকা। একেবারে হুবহু জন্মপত্রী দেখে প্রেডিক্ট করে দেওয়া যায়।

    আর নকুটেদের প্রায় সবাই (প্রায় সবাই) বিদেশে থাকেন। এটা কোনো পাপ না হলেও এই ইকুয়েশনে কি অদ্ভুত ভাবে মিলে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন