এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৬৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.166 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:০৭578169
  • "স্মর্থন" কথাটা এই টই এর রেসপেক্টে একটু ইয়ে লাগলো।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:২৮578170
  • কি চাপ মাইরি । আকা কিন্তু অনুরোধ ও করছেন না , নিজের এক্সেলেন্স থুড়ি যুক্তি র ও ধার ধরছেন না । একদম প্রথ্গমেই জোর করছেন যে নিম্ফম্যানিয়া সারাবার জন্যে নাকি পুরুষ টি অমন করছে । অনার নিজের এক্স্ত্রাপলেষণ ছাড়া আর কিসসু নেই ।

    হে আল্লাহ আমি জানতে চাই কে জোর করছে :( :(
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:৩১578171
  • জুতো টুতো মেরে, বিভিন্ন বলপূর্বক সেক্স করে, বিভিন্ন যৌনাঙ্গ খারাপ টারাপ করে,উইশফুল থিংকিং হচ্ছে মেয়েটি খুশী হবে।

    বলা যায় না, দিল্লির ছেলেটিও মনে করেছিল আসলে রড ঢুকিয়ে ইন্টেন্স্টাইন বার করলেও বুঝি সেক্সুয়াল প্লেজার হয়। নিজে ফ্যান্টাসি করলেই সেক্স পার্টনার খুশী হয়ে যায় বুঝি?
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:৩৫578172
  • আজ্ঞে মশাই , ডমিনেশন সেক্স এ সঙ্গিনী কে আহবান করার ( করা নয় কিন্তু ) সঙ্গে জোর করে ধরে যৌনান্গ্য়ে রড ঢোকানোর পার্থক্য বোঝার যে তফাত সেটাকেই তো বাংলায় ম্যাচুরিটি বলে । আর ইনজিরিতে বলে কান্ডজ্ঞান ।
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:৩৯578173
  • পার্টনারের কনসেন্টা আছে কিনা, তার ইতিহাস ভুগোল না জেনে তার মাথায় সেক্সের ভুত চড়ে আছে, যা তাড়ানোর জন্য সেক্সের পরে পার্টনারের জুতো পেটা খাওয়া দরকার ধরে নিয়ে আহ্বান করাকেই ভার্বাল অ্যাবিউজ বলে বাংলাটা দেখে বলতে হবে।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:৫৩578174
  • কনসেন্ট এর প্রশ্ন আসছে কদ্দিয়ে ? গান তো শুরু এবং শেষ আহবান দিয়ে ।
    যে তোমার সঙ্গে এই এই কব্ব । আমার এই এই খ্যামতা । এসো এসো ।
    এবার আপনি বলতে পারেন যে প্রপসল তাই অস্বাভাবিক কিনা । তা যে নয় তা ডমিনেশন সেক্স এস আ ফর্ম এক্সেপ্তেদ এই জেনেরাল ফ্যাক্ট দিয়েই সাপর্তেদ ।

    এবার লাস্ট একটাই খুঁটি আঁকড়ে ধরা যায় :)

    "নারী পুরুষ এ সেক্স হয় " এই লাইন এ দুম করে কোনো মেয়েকে "আয় শুবি " বলা যায় কিনা । না যায়না ।
    কিন্তু গান মানে তখন ই স্টেটমেন্ট তু ইন্ডিভিজুয়াল যখন বিশেষ কে উদ্দেশ্য করে গাওয়া হয় । সেই রুল এ আধ্হেকের বেশি রবিবাবুর গানকেও ফেলে দেওয়া যায় । "আজ দুজনে মন্দ হলে মন্দ কীঈঈই " কে ইন্দিসেন্ট প্রপসল বলা যায় ।
    আর যদি ধরি নৈর্বক্তিক ভাবে গান গাওয়া বা মাইক এ বাজানো মানে কাওকে আহবান জানানো নয় তাহলে হানি সিং ফানি সিং কেও আসবে না ।
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২০:৫৮578175
  • আর্টের সবথেকে বড় কোয়ালিফিকেশন হল থামতে জানা। রবিবাবুর গানের সাথে হানিবাবুর gun এর তুলনা করে খামোকা আবার চাকা আবিষ্কার করে লাভ নেই।

    যাইহোক এটা এস্টাবলিশড যে মেয়েটির কনসেন্ট না নিয়ে মেয়েটিকে আহ্বান করা হচ্ছে এমন কিছু অ্যাক্ট ও সেক্সুয়াল অ্যাক্ট যা বাজারে ডিফেমেশন বলে চালু। যেমন জুতো মারা, রাইট?
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:০০578176
  • কে কোথায় থামবে তা আমরা ঠিক করে দেব না ।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:০৩578177
  • না রং ।
    ইটা সেক্স এর জন্যে আহবান ।
    এরকম নয় যে সেক্স না করলে জুত মারবে বলে ভয় দেখানো হচ্ছে ।
    পুরো আহবান থেকে জলের মত ক্লিয়ার যে জুতো টা ডম সেক্স এর পার্ট হিসেবে এসেছে । সেক্স বাজারেও সেটাই ধারণা । কাজেই বাজারে যে জুত মারাকে "অপমানজনক" ভাবে সেটা ইটা নয় ।
    আরে বাজার তো একটা নয় । সবকিছু হমজেনাস ঘোল এর মত ঘোলালে হবা :|
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:০৫578179
  • ধুর তা বললে হয় নাকি, রেপিস্ট, খুনে, চোর, ডাকাত এরা কোথায় থামবে ঠিক তো করতেই হবে। ফ্রি-মার্কেট, ফ্রি-সাহিত্য, ফ্রি-গান, ফ্রি-gun, ফ্রি-রেপ আদৌ ভালো না। এইসবের জন্যই আইন টাইন ইত্যাদি। সেই চাকাও আবিষ্কার করে লাভ নেই।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:০৭578180
  • আবার আপনি জলের মত ঘুরছেন । রেপ তো থামতেই হবে । তার সংযে ডমিনেশন সেক্স এ আহবান করার কোনো সম্পক্ক নাই । ইটা বুঝতে কোনো আবিস্কার লাগে না ।
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:০৯578181
  • যাকে তাকে দুম করে জুতো মেরে সেক্স করার আহ্বান যে ডিফেমেশন সেটা বোঝাতে যদি এত পাতা লাগে, যে সন্দেহ লাগে কি করতে কি লাগে।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:১১578182
  • আমার আগের পয়েন্ট পড়ুন ইচ্ছে থাকলে । কোনো মেয়ের সামনে গিয়ে তাকে "ছুট কি রানী " আর " আজ দুজনি মন্দ হলে মন্দ কি" বলা একিইরকম অপরাধ ।
    অভাবে না বললে দুটোই নির্দোষ ।
  • aka | 178.26.203.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:১৪578183
  • অচেনা মেয়েকে বললে আর পাগল না হলে ইভ টিজিংয়ের জন্য পুলিশে ধরবে। আর পাড়ার ছেলেরা কেলালে অবসিন গালাগালি দিলে বেশি কেলাবে।
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:১৯578184
  • একদম । কাজেই যতক্ষণ কাওকে উদ্দেশ্য করে গাওয়া না হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে মাথা ঘামাতে যাওয়াই ইল্লিসিত । উদ্দেশ্য করে গাইলে খাল খিঁচে দিন । সেই দলে আমিও আছি। মান্না র গান হোক কি হানি সিং কিসসু যাই আসে না । মার মাটি তে পড়তে পারবে না ।
    তার আগে কেও উজিয়ে গিয়ে অন স্টেজ গায়ক এবং ইচ্ছুক শ্রোতা দের মধ্যে মোড়লগিরি করতে গেলে সেখানেও এক ই রকম দায়বদ্ধতা থেকে হাত চালাব ।
  • UA | 176.137.191.36 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:৩১578185
  • what crap! Who is this moron Ekak?
    Doesn't even know the difference between vulgarism and sexuality.
  • কৃশানু | 213.147.88.10 | ১৬ জানুয়ারি ২০১৩ ২১:৩২578186
  • মরণ!!
  • Ekak | 125.118.74.75 | ১৬ জানুয়ারি ২০১৩ ২২:১৫578187
  • উফ আবার সেই নির্বোধ ভাটবাজি তাও আবার ইরেগুলার আইডি থেকে । এসে এক্স্পেক্তেদ ।
    কোনো ত্যান্জিব্ল পার্থক্য নেই ।যে যখন সংখ্যাগুরু তার মত করে ব্যাখ্যা করে । থাকলে হলিয়ার দ্যান দাউ পোস না মেরে এখানে লিখে ফেলুন ।
    ইন দ্য মীন টাইম কাক্কেশ্বর রা এই লেখাতে চোখ বুলিয়ে নিতে পারেন :)
    http://articles.timesofindia.indiatimes.com/2012-08-12/people/33166528_1_vulgarity-pooja-bhatt-sexuality
  • aranya | 154.160.226.53 | ১৬ জানুয়ারি ২০১৩ ২২:৫৫578188
  • আরও কিছু মেয়ে এই টইতে লিখলে, তারা ব্যাপারটা কি চোখে দেখছে জানতে পারলে ভাল হত। রেপ, মলেস্টেসন, সেক্সুয়াল ভায়োলেন্স, ভার্বাল অ্যাবিউজ, ইভ টিজিং - এ সবেরই রিসিভিং এণ্ডে তো মূলতঃ মেয়েরা।

    মেয়েদের অঙ্গ-প্রতঙ্গের নাম ব্যবহার করে খিস্তি মারার স্বাধীনতা, পাবলিক স্পেসে ডমিনেশন সেক্স-কে গ্লোরিফাই করা, যেখানে অধিকাংশ ক্ষেত্রে ডমিনেটেড হচ্ছে মেয়েরা - এগুলোতে মেয়েদের নিরাপত্তা কমছে কিনা, তারা অপমানিত বোধ করে কিনা, এ সম্বন্ধে মেয়েরা কি ভাবছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়,ঈশান, একক, আকা বা আমি কি ভাবছি তার তুলনায়।
  • pi | 127.194.10.122 | ১৬ জানুয়ারি ২০১৩ ২৩:৫১578190
  • কেউ তার পার্টনারকে উদ্দেশ্য করে এই গান গাইছে, বা এই কথাগুলো বলছে ভাবলে অপমানিত বা নিরাপত্তাহীনতায় ভোগবার কোন কারণ তো দেখিনা।
  • pi | 127.194.10.122 | ১৬ জানুয়ারি ২০১৩ ২৩:৫৫578191
  • এবং, অবশ্যই কি ওয়ার্ডটা হল কনসেন্ট। সেটা এক্ষেত্রে নেই, তা ধরে নেবার জন্য কারণ থাকলে আর তাতে কনভিন্সড হলে আপত্তি করব। কিন্তু আগে থেকেই ধরে নেবোনা, এটা একটা অচেনা মেয়েকে উদ্দেশ্য করে বা পার্টনারকে তার কন্সেন্টের অবর্তমানে বলা। গান কে অন্ততঃ সেইভাবে দেখা ও নেওয়াই প্রেফার করবো।
  • rimi | 178.26.205.19 | ১৭ জানুয়ারি ২০১৩ ০০:০১578192
  • আমার পার্টনার আমাকে উদ্দেশ্য করে এই গান গাইলে খুনোখুনি হয়ে যাবে।

    কনসেন্ট তো ম্যানুফ্যাকচার করা খুব কঠিন নয়। বিশেষ করে আমাদের দেশে, যেখানে কনসেন্ট চাওয়া হচ্ছে একটি মেয়ের থেকে।

    অরন্যদা মেয়েদের মতামত জানতে চাইলেন তাই লিখলাম। নইলে এই জঘন্য বিষয়ের জঘন্য টইতে আর কিছু লেখার কোনো ইচ্ছা নেই।
  • pi | 127.194.10.122 | ১৭ জানুয়ারি ২০১৩ ০০:০৭578193
  • আমার পার্টনার আমাকে উদ্দেশ্য করে গাইলে কী মনে হবে, সেটা মনে হয়না অরণ্যদা জানতে চেয়েছেন । চাইলেও লিখবোনা। সেটা নিতান্তই দুজনের ব্যক্তিগত পছন্দ অপছন্দের এবং নিজস্ব ব্যাপার, টইতে আলোচনা করার বিষয় নয়।
  • aka | 178.26.203.155 | ১৭ জানুয়ারি ২০১৩ ০০:২২578194
  • একক এটা হেবি দিয়েছে। ইন জেনারাল মোল্লা মেরে ফেল বললে ক্ষতি নেই যতক্ষণ না পার্টিকুলার মোল্লাকে ডেকে বলা হচ্ছে।
  • aka | 178.26.203.155 | ১৭ জানুয়ারি ২০১৩ ০০:২৬578195
  • অ্যাজ এ সোশাইটি আমরা কিছু মরাল নর্ম তৈরি করি। যেমন আমাদের সমাজের নর্ম হল জামা কাপড় পরে পাব্লিকলি ঘোরা, কিন্তু আম্রিগায় অনেক ন্যুড কলোনি আছে যেখানে লোকে নগ্ন হয়েই ঘোরে। সেই সমাজে বহির্বিশ্বের এই স্ট্যাণ্ডার্ড চলে না। অ্যামাজনের জঙ্গলে অনেক ট্রাইব আছে যেখানে সিকলি বেবিদের চিতায় খাওয়ার জন্য জঙ্গলে ফেলে আসা হয় আর আমরা ফাণ্ড রেইজ করি।

    সমাজ হিসেবে আমাদের দায়িত্ব আমাদের মরাল স্ট্যাণ্ডার্ডকে সোচ্চারে এস্টাবলিশ করা। কি করি সেটাও যেমন, কি করি না সেটাও তেমন।
  • a x | 138.249.1.206 | ১৭ জানুয়ারি ২০১৩ ০১:৩২578196
  • মাইরি!

    র‌্যাপ অতীব মিসোগাইনিস্টিক, এটা যদি না জেনে থাকেন তাহলে আপনি কেবলই পর্ণ দেখছেন, র‌্যাপ শোনেন নি। হানি সিং র‌্যাপকে কপি করে।

    এই প্রতিটি গান যা নমুনা দেখলাম পাতি খিস্তি। যে খিস্তি রাস্তাঘাটে, কলেজে, হস্টেলে, নিভৃত ঠেকে, হামেশা হয়ে থাকে। এবং আমিও করেছি। খিস্তি এবং খিস্তির জেনেরাল নিয়ম ধরেই এগুলো প্রতিটি মিসোগাইনিস্টিক। এইটা অ্যাক্সেপ্ট করতে এত অসুবিধে হচ্ছে? ব্যান ফ্যান কাটিয়ে শুধু এইটুকুও অ্যাক্সেপ্ট করা যাচ্ছেনা?

    এই ধরণের খিস্তি শুনেই তো বড় হলাম। তবে কিনা শুনে বুঝতে পারিনি কাউকে অপার্থিব যৌন-সুখ দেবার এ এক নিবেদিত প্রাণের আকুল আহ্বান।

    আর ইয়ে "আমি বলাৎকারী" হল ল্যাম্পুনিং? ঃ-))) তাতো বটেই, তাতো বটেই। তবে কিনা এমনই ল্যাম্পুনিং যে গায়ক নিজেও তা বলছেনা, বরং সাত তাড়াতাড়ি সমস্ত স্বত্ত্ব ত্যাগ করেছে।
  • a x | 138.249.1.198 | ১৭ জানুয়ারি ২০১৩ ০১:৪৪578198
  • এটা এডুকেশনাল তো। না?
  • প্পন | 126.202.148.179 | ১৭ জানুয়ারি ২০১৩ ০১:৪৮578199
  • আমাকে জিগালে?
  • a x | 138.249.1.198 | ১৭ জানুয়ারি ২০১৩ ০১:৫৮578201
  • নাহ, রেটোরিকাল ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন