এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৬৩২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.184.27.69 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৪578301
  • পাই
    না, "অর্ধ-উল্ঙ্গের" উপর নয়, "টিভি খুললেই " এইটার উপর এম্ফ্য়াসাইজ করে পড়। টিভি খুললেই যেন না দেখা যায়, অর্থাৎ PG -১৩ যেন ৩-৫ বছরের বাচ্চাকে না দেখতে হয়, কিম্বা "A " যেন ১৩ কে না দেখতে হয়, সব প্রোগ্রাম ইউনিভার্সাল রেটিং এ যেন না চলে, সেই কন্ট্রোল ব্রডকাস্টিং এ আসুক,ইহাই বক্তব্য ।
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৬578303
  • সোসেন, মানে বেসিকালি অপ্রাপ্তবয়স্করা এটা না দেখে , তার ব্যবস্থা করার কথা বলছ ? সেটার সাথে ধর্ষণ বন্ধকে কীভাবে রিলেট করছো ?
  • dd | 132.167.22.17 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৮578305
  • আমি অ্যাকচুয়ালি, (না লিখেও পারি না), ঠিক "ছেলে"দের মধ্যে পরি না। আসলে ভামেদের কোনো জেন্ডার থাকে না।

    আর উদিকে তো পুং (শার্দুল/পুংগব/সজারু ইঃ)দের মধ্যে (আঃ) ঈশেন আর আকার মধ্যে তুলকালাম মারপিট লেগেছিলো। এখন খেই হারিয়ে ফেলেছি ,কিন্তু যদ্দুর স্মরণ হয় পুং'এরা ঠিক একটা সলিডিফায়েড হোমোজিনিয়াস এনটিটি কিছু ছিলো না। যতো পুং ততো পথ।

    তবে মেয়েমানুষেরা এককাট্টা ছিলেন। হক কথা।
  • S | 139.115.2.75 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৮578304
  • বাসে ট্রামে উঠলে শুনেছি অনেক মেয়েদেরকে বিরক্ত করা হয়। সেখানে তো সক্কলে ভদ্দরলোক। কেউ হানি সিংএর গান শোনেনি, অনেকে নান্দনিক জিনিস পত্তর নিয়ে থাকেন।
  • S | 139.115.2.75 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৩৫578306
  • হ্যাঁ সত্যি কথা। আমরা বাঙ্গালী ছেলেরা যে কি? শুধু শুধু মুখে মুখে তক্ক। এতো ক্ষমতা থাকলে মাঠে নেমে দুটো মেয়ের শ্লিলতাহানি করে দেখাক তো। তবে না পুরুষ। ছ্যা।
  • rimi | 178.26.205.13 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৩৮578307
  • ডিডিদা গুরুর অধিকাংশ পুং কখনো ই সলিডিফায়েড হোমোজিনিয়াস এনটিটি হয় না। তারা কয়েকটা শব্দ নিয়ে নিজেদের ইগো বজায় রাখার জন্যে তুলকালাম মারপিট লাগায়। কিছুক্ষণ বাদে আসল ইস্যু চাপা পড়ে এ ওকে চিমটি কাটা শুরু হয়। এদের ইগো ব্যপারটা বড় ঠুনকো।

    আকা আর ইশানের ঝগড়া দেখে আমার বাড়ির পিছনের পাঁচিলে হুলো বেড়ালদের ঝগড়ার কথা মনে পড়ে যাচ্ছে।

    অথচ আশ্চর্য্য, ছোটোবেলা থেকে শুনে এলাম যে ঝগড়া ব্যপারটা মেয়েদের একচেটিয়া, ছেলেরা সব ভদ্র ব্যবহারের অবতার।
  • rimi | 178.26.205.13 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৪১578308
  • উফফ!! S বাবু আবার কোত্থিকে বাজে তক্কের বিপরীত হিসেবে শ্লীলতাহানি ফানি এনে হাজির করলেন!!!!!!
    গুরুতে লেখাই একটা ঝকমারি।
  • Ishan | 214.54.36.245 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৪২578309
  • রিমির বক্তব্যের উপর মহিলাদের কমেন্ট চাইছি। :)
  • | 233.237.67.101 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৪৯578310
  • ইয়ে মানে মেনী বেড়াল দের ঝগড়া নিয়ে কোন ডেটা পয়েন্ট আছে? ঃ)
  • dd | 132.167.22.17 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫০578312
  • রিমি- হ্যা হ্যা হ্যা।

    পুরুষমানুষ থেকে তুমি "অধিকাংশ" পুরুষে নামলে ? কতোটা ডিসকাউন্ট দিলে - ২০% না ৩০%? দলিত,সিনিয়র সিটিজেন,সংখ্যালঘু,গ্রামীন ইঃদের জন্য কি আরেকটু কমবে?

    ভাবতে পারো এই গু চর মতন শষাগরা লেফ লিবেরেল রঙ্গভুমিতে কৈ মাঈ কা লাল পুংভাল্লুক হ্যায় যে কইবে "এই গুচর মহিলারা না, অসহ্য ন্যাকা"।

    আর S যে "বাবু , সেটা ক্যামনে জানলে? চেনো না কি?

    তর্ক যুদ্ধে নামবার সময়, হা হা হা হা বালিকার দল, খ্যাল রেখো আমার সময় অফুরন্ত।
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫২578314
  • রিমিদি গরুর রচনা হাজির করে ফেলেছে। হানিবাবু এবার আর এই টইয়ের হাজারী হওয়া কে আটকায় ? ঃ)
  • | 233.237.67.101 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫২578313
  • পলেটিক্যালি কারেক্ট থেকে শুধু এই টুকু বলতে চাই রিমি ভারী ভালো মেয়ে।ঃ))
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৩578315
  • ধুত্তোরি ! হানিবাবুকে বাদ দিয়ে পড়ুন।
  • dd | 132.167.22.17 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৭578316
  • ওম্মা। এ ত্তো পু উ উ উ রো অপ লাইন কথাবার্ত্তা।

    হায়। ক্যামনে জানাই। রিমি যে ফাসক্লাস মে সে আমি জানি সে ও ও প্রায় এক দশক হয়ে গ্যালো। অপ লাইনে।

    শ্রী ব কে জানালাঅম।
  • sosen | 111.62.76.151 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৯578319
  • :( ধর্ষণ বন্ধকে এখানে রিলেট করিনি তো। মিডিয়া ডিস্ট্রিবিউসনের কন্ট্রোলের কথা হচ্ছে। ক্লাসিফিকেশনের ক্ল্যারিটি আনার কথা হচ্ছে। সেক্সুয়াল ইঙ্গিতসম্পন্ন দৃশ্য, গ্রোপিং, টিজিং এগুলো আইটেম সং এর মধ্যে বেশিরভাগ জুড়ে থাকে। যা কিছু বিক্রি করার দরকার সবই মেয়েদের চামড়া মুড়ে বিক্রি হয়। কমার্শিয়াল এবং নিউজের অর্ধেক জুড়ে থাকে সেই চামড়া। এখানে যে একট করছে তার কনসেন্ট আছেই, সে নিয়ে কেউ প্রশ্ন করছে না। কিন্তু যে দেখছে তার কনসেন্ট আছে কি? পাঁচ বছরের বাচ্চা যখন ওগুলো দেখে তখন তার মগজে এই লেজিটিমেসি প্রোথিত হয়ে যায়, যে শেভ করা নির্লোম পা দেখলে সিটি দিতে হয়, অমুক করলে তমুক করতে হয় । তার জাজমেন্ট নেই তো। জেন্ডার স্টিরিও টাইপিং তো হয়ই। তাই কন্ট্রোলের কথা হচ্ছে।

    SC
    যে কেউই যখন মা, বোন, বাবা, ভাই ইত্যাদি সংক্রান্ত যৌন সম্পর্ক তুলে গালি দেন , তখন তাঁর শিক্ষা সম্পর্কে আমার একটু সন্দেহ জাগে। মা , বোন, বাবা, ভাই, কে কার সঙ্গে শোবে বা শোবে না, সেটা সমাজ ঠিক করেছে, তাই এই গালিগুলো একধরনের মরাল পোলিসিং মাত্র, যার কোনো মানে নেই। আমি কার সঙ্গে শোব বা শোব না, সেটা আমার কাছে ব্যক্তিগত। সমাজের কোন রোল এতে নেই, থাকা উচিত নয় । কাজেই কেউ যখন এগুলো বলেন, এবং আধুনিকতা প্রমাণ করার জন্য বলেন, তারা আদতে একটি ট্রিভিয়া মেনে চলেন মাত্র। যেটা হাজার কয়েক বছর পুরনো, আধুনিকতার কোনো সারাত্সার তাতে নেই। তাতে বাহবা পাওয়ার কোনো এলিমেন্ট ও নেই। আমি সেই ট্রিভিয়া মানিনা, তাই আমার চারপাশে কেউ বললে আমি এটাই বোঝানোর চেষ্টা করব। করে থাকি।
  • | 24.97.27.186 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৯578318
  • কিন্তু ছয় ইঞ্চির কম ব্লেড বা ছুরি নিয়ে কারো কোনও বক্তব্য নেই?
  • | 209.190.45.38 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:৫৯578317
  • টিভিতে অর্ধনগ্নতা যাতে আমার শিশুটির চোখে না পরে তার ব্যবস্থা করব, কিন্তু রাস্তায় চলমান অর্ধনগ্নতাকে দেখা থেকে বাচ্চাটিকে কীভাবে আটকাব? কারণ কারও পোশাক স্বাধীনতাতে সে অর্ধনগ্ন হয়ে ঘুরতেই পারে!
    নাকি শুধু টিভিতে অর্ধনগ্নতা শিশুর ক্ষতি করে, বাস্তবেরটা কোনও দাগ কাটে না?!
  • | 24.97.27.186 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:০১578320
  • হুঁ তখন রিমি ভুতিনি ছিল
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:০৬578321
  • "যারা বলছেন, এই গানটা না শোনা গেলে কি রেপ হবে না? সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস, অবজেকটিফিকেশন সরিয়ে দিলেই কি রেপ হবে না? ---এমন কোনো গ্যারান্টি আজকে দেওয়া যায় না, যে কাল থেকে হবে না- কিন্তু পরীক্ষামূলক ভাবে ভারতীয় সমাজ যদি আজ থেকে আইন করে স্ত্রীলিঙ্গের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো এবিউজিভ ভাষা বন্ধ করে, যে কোনো ভার্বাল / ফিজিক্যাল মলেস্টেশন এর ঘটনায় মেয়েটির চরিত্র বিশ্লেষণ না করে সঙ্গে সঙ্গে জড়িত অপরাধীকে জেলে পোরে, এবিউজিভ ব্যবহারে পুলিশেরও যদি চাকরি যায়, টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা, কথা বলতে পারেনা এমন তিন বছরের বাচ্চাকে দিয়ে শীলা কি জওযানি নাচানো, অঙ্গভঙ্গি করে, যদি বন্ধ করা হয়, প্রত্যেক আপিসে, স্কুলে ও হসপিটালে যদি সুরক্ষার বন্দোবস্ত হতে পারে, রেপ হলেই চাট্টি রাজনৈতিক, স্পিরিচুয়াল নেতাদের তা নিয়ে সুচিন্তিত খিল্লি করা যদি বন্ধ হয় আগামী কুড়ি বছরের জন্য, তা হলে লিখে নিন, ওই সময়ের মধ্যে ভারতীয় সমাজ পরিণতির দিকে একটা বেবি স্টেপ ফেলবেই।
    --------------------------------------------------

    তোমার এই পোস্ট থেকে মনে হয়েছিল, এটা রেপ বন্ধ রিলেটেড পরিণতির প্রসঙ্গেই বলেছো। যাই হোক।
  • dd | 132.167.22.17 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:০৮578324
  • ছ ইঞ্চি ছুরি নিয়ে আমি তো কইতে পারি।
    শুনুন, কোনো ইঞ্চি ফিঞ্চির ব্যাপার নেই। ভয়ংকর অস্ত্র হচ্ছে ব্লেড। আদখানা ব্লেড। ক্লোজ কোয়ার্টার স্ট্র্রীট ফাইটিং এ এর থেকে বয়ানক অস্ত্র আর কিছু নেই - মানে অ্যামেচারদের এগেইন্স্টে। আপনেরা ক্ষুরগোপালের নাম শুনেছেন? না? কলকেতা কাঁপিয়ে দিয়েছিলো লেট সেভেন্টিসে।

    ছুরি নিয়ে দু চার কথা কইতে পারতেম। কিন্তু স্ট্রীট অনভিজ্ঞতা ও শুদুমাত্র নেট বেসড ও বই মাত্রিক জ্ঞান থাকায় ও বিষয়ে বিরত থাকলেম।
  • sosen | 111.62.76.151 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:০৮578323
  • ছ এর প্রশ্নের উত্তর ও তাই। টিভি তে , রাস্তায় নগ্ন , অর্ধনগ্ন মানুষ থাকা আপনার শিশুর মনে কোনই প্রভাব বিস্তার করবে না, যতক্ষণ না তার কারণে অন্য মানুষের আপত্তিজনক রিয়েকশন সে দেখতে পায়। যে কোনো একটা বন্ধ করতে হয়। হয় রিয়েকশন, নতুবা এক্সপোজার। দেখুন কোনটা পারেন।
  • | 209.190.45.38 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:১৩578325
  • সোসেনদি, টিভির অঙ্গভঙ্গি গুলো আটকালেন, সহমত।
    কিন্তু বাস্তবের অঙ্গভঙ্গিগুলো কীভাবে আটকাবেন?
    তখন হয়তো আপনি মহিলাদের স্বাধীনতা নিয়ে লড়বেন আর মামু সিটিদেবার স্বাধীনতা নিয়ে লড়বেন!
    তখন কী বাচ্চাটিকে ঘরে বন্দি করবেন যাতে রাস্তাঘাটের কোনও প্রভাব শিশুমনে না পড়ে?
  • sosen | 111.62.76.151 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:১৯578326
  • বাস্তবের অঙ্গভঙ্গিগুলো কালচার হিসেবে স্প্রেড করা আটকাতে হয়, ছ। ঘরে কেন বন্দী করতে হবে? যাতে এই অঙ্গভঙ্গি, এই কালচারকে গ্লোরিফাই না করা হয়, কেউ করলে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তার চেষ্টা কি আমরা কেউ করতে পারি না? রাস্তাঘাটে যাতে এমন সব জিনিস যথাসাধ্য কম হয় তার চেষ্টা কি করা যায় না? সে কথাই তো এতক্ষণ ধরে বলে আসছি।
  • | 209.190.45.38 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:২৬578327
  • অর্থাত টিভিতে আইটেম নাচ যদি এমন হয় যে মহিলাটি নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য করছেন কিন্তু বাকি পুরুষরা কোনোরকম রিএকশন ছাড়া গোমডামুখে বসে আছেন তবে সেটা শিশুদের দেখতে কোনও অসুবিধা হবে না|
  • lcm | 138.48.127.32 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:২৮578328
  • প্রথম পক্ষ -
    বন্দুক ব্যান আটকাতে হবে, নইলে কাল যদি ছুরি ব্যান করে দেয় তখন টম্যোটো কাটবো কেমন করে?
    গান(সঙ্গীত) ব্যান আটকাতে হবে, নইলে কাল যদি স্পিচ ব্যান করে দেয় তখন স্পিচলেস ঝগড়া করব কেমন করে?

    দ্বিতীয় পক্ষ-
    বন্দুক ব্যান চাই, নইলে কাল ড্রোন দিয়ে পুরো কলেজ শুদ্ধু উড়িয়ে দেবে।
    গান ব্যান চাই, নইলে নিউজ অ্যাংকরের কাঁচা খিস্তি টিভিতে শুনতে হবে।

    তৃতীয় পক্ষ-
    এই নিয়ে ক্যালোরব্যালোর চালিয়ে যেতেই হবে, টইকে হাজার পাতায় নিয়ে যেতেই হবে

    বোঝাই যাচ্ছে কোন পক্ষের পক্ষপাতিত্ব বেশীঃ)
  • sosen | 111.62.76.151 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:২৯578330
  • একদম। যতই বাঁকিয়ে বলুন, এই কথাটাই সঠিক। সেটা কি আইটেম নাচ হিসেবে গ্রাহ্য হবে? সেটা আমার জানা নেই।
  • | 209.190.45.38 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:২৯578329
  • নেট স্লো তাই পোস্ট করার আগে অনেক পোস্ট ঢুকে যাচ্ছে|
  • riddhi | 74.134.125.56 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:৪৫578331
  • "যে কেউই যখন মা, বোন, বাবা, ভাই ইত্যাদি সংক্রান্ত যৌন সম্পর্ক তুলে গালি দেন , তখন তাঁর শিক্ষা সম্পর্কে আমার একটু সন্দেহ জাগে। মা , বোন, বাবা, ভাই, কে কার সঙ্গে শোবে বা শোবে না, সেটা সমাজ ঠিক করেছে, তাই এই গালিগুলো একধরনের মরাল পোলিসিং মাত্র, যার কোনো মানে নেই।"

    ঃ))))))))))))))
    যাই হোক, পরে লিখছি।
  • | 209.190.45.38 | ১৮ জানুয়ারি ২০১৩ ২৩:৫৭578332
  • "যে কোনো একটা বন্ধ করতে হয়। হয় রিয়েকশন, নতুবা এক্সপোজার। দেখুন কোনটা পারেন।"
    কোনও একটাকেই কেন বন্ধ করতে হবে?
    দুটোকেই কেন নয়?
  • ::) | 127.194.204.229 | ১৯ জানুয়ারি ২০১৩ ০০:০১578334
  • হ্যাঁ, গালি থেকে মিসোগাইনি বাদ গিয়ে মরাল পোলিসিং ঢুকল দেখে আনন্দ পাইলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন