এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৬৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ১৭ জানুয়ারি ২০১৩ ২১:৩৮578235
  • হ্যাঁ, ব্যান মানে তো আইনী ব্যান। নইলে তো পলিটিকালি ইনকারেক্ট বলা হত। ভদ্রলোকেরা সভ্য সমাজে নিগ্রো কথাটা আর ব্যবহার করেন না, যেমন বাপ-মার সামনে কেউ "বোকাচোদা" বলেনা। সেসব আমি জানি। :)
  • চান্দু মিঞা | 127.193.44.166 | ১৭ জানুয়ারি ২০১৩ ২১:৪৩578236
  • আপনারা কী গম্ভীর আলোচনা করতে পারেন দেখলেও হিংসে হয়। আমি তো গানটা কষ্ট করে পড়তেই পারলাম না।
  • dd | 132.167.29.59 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:০০578237
  • (আঃ) ঈশেনের এগজাম্পলগুলো যথাযথ হচ্ছে না। প্রায়ই বেশ খানিকটা দুর দিয়ে যাচ্ছে। ডিরেকশনটা মোটামুটি হলেও অ্যালাইনমেন্টে সমুহ গন্ডগোল রয়ে যাচ্ছে। "যেমন বাপ-মার সামনে কেউ "বোকাচোদা" বলেনা" আর "ভদ্রলোকেরা সভ্য সমাজে নিগ্রো কথাটা আর ব্যবহার করেন না" সমান সমান নয়।

    প্রথমটি সব সময়েই সত্যি ছিলো। আর দ্বিতীয়তঃটি সামাজিক বিবর্তনের ফসল।

    প্রথমটি একটি ভদ্রতা,সৌজন্যতাবোধ। বাবা মা না থাকলে স্বচ্ছন্দে অন্য পরিবেশে বলা যায়।। দ্বিতীয়টি আমাদের সমাজ থেকেই উচ্ছেদিত হয়েছে। খ্যাল করুন (আঃ) ঈশেনকেও "আর" শব্দবন্ধটি ইউজ করতে হোলো। প্রসংগত স্মরন করুন একদা পপুলার গান "নিগ্রো ভাইন আমর পল রবসন" এদানী লিখলে নিগ্রো শব্দের বদলে কালো মানুষ বা অমনি কিছু লিখতেন স্থান কাল উদ্দিষ্ট ব্যক্ত নির্বিশেষ।

    প্রথমটি (সামাজিক অর্থে) কনট্রোলড আর দ্বিতীয়টি (সামাজিক অর্থে) ব্যানড।

    এর মধ্যে শিশি বোতোল কিছু নেই।
  • aka | 178.26.203.155 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:০৩578238
  • ব্যান সম্বন্ধে ঈশানের ধারণা ভিক্টোরিয়ান প্রুডারির থেকেও পুরনো। ব্যান অনেক রকম হয়। আর নয়ত ঈশান এই খবরটি জানে না।

    http://news.bbc.co.uk/2/hi/americas/6406625.stm

    হানি সিংয়ের ঐ বিশেষ গানটি এইরকম ব্যান হলেও হয়।
  • shampa | 37.62.110.46 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:০৯578239
  • Tomra ki asovyo go, khali aaje baaje alochona koro..
    aachchha choot maane ki go?
  • s | 123.21.74.212 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:৩২578240
  • যারা ফ্রীডম অফ এক্সপ্রেসনের ধ্বজা আকাশের দিকে তুলে ধরেছেন আশা করি তাদের বঊ, মেয়ে ইত্যাদিকে এই গানটি ডেডিকেট করলে সাধু সাধু বলে আলিঙ্গন করবেন। ব্যাস, আর কিছুই চাই না, শুধু বাড়িতে একবার নেমন্তন্ন করে দেবেন ঠিকানা দিয়ে। লিরিক্‌স টা মুখস্থ করেই যাব।
  • kosno | 127.194.1.156 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:৪০578241
  • কারুর বউ, মেয়েকে অন্যে কোন কোন গান ডেডিকেট করলে সেই ব্যক্তি সাধু সাধু বলে আলিঙ্গন করেন, জানার ইচ্ছা রইলো ঃ)
  • SC | 160.212.79.12 | ১৭ জানুয়ারি ২০১৩ ২২:৪১578242
  • নিগ্রো, বা নিগার কথাটা আদৌ ব্যান নয় মার্কিন যুক্তরাষ্ট্রে। লিঙ্কে লেখা আছে সিম্বলিক ব্যান। কোনো শাস্তি নেই ব্যাবহার করলে।
    সিটি কাউন্সিল ওরকম হাজারটা রেসোলিউশন পাস করে।
    কিন্তু কোনো কথা বলার জন্য কেউ শাস্তি দিতে পারে না। হেট স্পিচও ফার্স্ট এমেন্ডমেন্ট দিয়ে প্রোটেক্টেড।
    টারান্টিনোর সিনেমাতে মুড়ি মুড়কির মতো ব্যাবহার হয়। টারান্টিনো নিজে সেদিন গোল্ডেন গ্লোবের ব্যাকস্টেজে বলেছেন শুনলাম।

    নিগার শব্দটা অনেকেই ব্যাবহার করেন না, শব্দটার একটা পাস্ট আছে, সেইটা মাথায় রেখে। এর সাথে ব্যানের কোনো সম্পর্ক নেই।
  • lcm | 138.48.127.32 | ১৭ জানুয়ারি ২০১৩ ২৩:০২578243
  • আমেরিকান এবং কানাডিয়ান টিভি-তে (পাবলিক চ্যানেল) অনেক শব্দ ব্লক করে দেওয়া হয়, কখনও একটা বিপ সাউন্ড দেয় ঐ শব্দের জায়গায়।
    এই যেমন, এখানে একটা লিস্ট আছে

    এই লিস্টে নিগার শব্দটি আছে।
    এটা অফিসিয়াল কিছু নয় বোধহয়, একটা প্রোটোকল ভিস্যুয়াল মিডিয়া মেনে চলার চেষ্টা করে।

    অফিসিয়াল লিস্ট মনে হয় এটি। সেভেন ডার্টি ওয়ার্ডস ইউ নেভার সে ইন টিভি -
    http://en.wikipedia.org/wiki/Seven_dirty_words
    FCC রেগুলেশন আছে এ নিয়ে।

    এছাড়া মর‌্যালিটি ইন মিডিয়া আছে - http://www.moralityinmedia.org/
  • lcm | 138.48.127.32 | ১৭ জানুয়ারি ২০১৩ ২৩:২৩578245
  • FCC-র অফিসিয়াল টেক্সট্‌ থেকে স্নিপেট -

    Obscene, Indecent and Profane Broadcasts

    The FCC has defined broadcast indecency as “language or material that, in context, depicts or describes, in terms patently offensive as measured by contemporary community standards for the broadcast medium, sexual or excretory organs or activities."

    The FCC has defined profanity as “including language so grossly offensive to members of the public who actually hear it as to amount to a nuisance.”

    http://www.fcc.gov/guides/obscenity-indecency-and-profanity
  • S | 109.26.201.94 | ১৮ জানুয়ারি ২০১৩ ০০:৫৩578246
  • সেতো আমেরিকায় এখন লোকে অ্যাফ্রো আমেরিকান বলাটাকে পলিটিকালি কারেক্ট ধরে, কিন্তু আমি অনেক কালো ছেলেদের সামনেই ব্ল্যাক বলি, নিজেকে ব্রাউন বলি।

    এনিওয়ে, আলোচনাটা বড্ড গুরু(চন্ডালী)গম্ভীর হয়ে যাচ্ছে। একখানই কথা। আমার ভালো না লাগলে আমি শুনবো না। কিন্তু অন্য কাউকে ঘার ধরে না শোনানোর কি আছে। আর এই গান গেয়ে তো কারো কিছু ক্ষতি হয়নি, ক্ষতি করা হয়নি, বা হচ্ছেও না। আমার শাহরুকের সিনেমা ভালো লাগেনা। কাল থেকে কেউ দেখবেন না - আমি বলে দিলাম। এটা ব্যান হয়ে গেলো।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৭:৩৭578247
  • আকা কি নিজের লিংক নিজে পড়েছে?
    The resolution to ban the so-called "N-word" is largely symbolic as it carries no weight in law and those who use the word would face no punishment.
    এরকম রেজলিউশন যে খুশি নিতে পারে, এবং তাতে আমি বেশ খুশিই হব। কারণ এটা ব্যানের ঠিক উল্টো। এতে পাবলিসিটি হয়। "ব্যান" হয়না।

    ডিডিদা। তুলনাটা অন্য জায়গায় ছিল। এইটুকুই, যে দুটোই সামাজিক ট্যাবু। বাকি সব আলাদা।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৭:৪৭578248
  • আর সোসেনকে যে কটি প্রশ্ন করেছিলাম, তার উত্তর পাইনাই। আরেকবার লিখে দিলাম।

    এটা ছিল সোসেনের বক্তব্যঃ "যারা বলছেন, এই গানটা না শোনা গেলে কি রেপ হবে না? সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস, অবজেকটিফিকেশন সরিয়ে দিলেই কি রেপ হবে না? ---এমন কোনো গ্যারান্টি আজকে দেওয়া যায় না, যে কাল থেকে হবে না- কিন্তু পরীক্ষামূলক ভাবে ভারতীয় সমাজ যদি আজ থেকে আইন করে স্ত্রীলিঙ্গের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো এবিউজিভ ভাষা বন্ধ করে, যে কোনো ভার্বাল / ফিজিক্যাল মলেস্টেশন এর ঘটনায় মেয়েটির চরিত্র বিশ্লেষণ না করে সঙ্গে সঙ্গে জড়িত অপরাধীকে জেলে পোরে, এবিউজিভ ব্যবহারে পুলিশেরও যদি চাকরি যায়, টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা, কথা বলতে পারেনা এমন তিন বছরের বাচ্চাকে দিয়ে শীলা কি জওযানি নাচানো, অঙ্গভঙ্গি করে, যদি বন্ধ করা হয়, প্রত্যেক আপিসে, স্কুলে ও হসপিটালে যদি সুরক্ষার বন্দোবস্ত হতে পারে, রেপ হলেই চাট্টি রাজনৈতিক, স্পিরিচুয়াল নেতাদের তা নিয়ে সুচিন্তিত খিল্লি করা যদি বন্ধ হয় আগামী কুড়ি বছরের জন্য, তা হলে লিখে নিন, ওই সময়ের মধ্যে ভারতীয় সমাজ পরিণতির দিকে একটা বেবি স্টেপ ফেলবেই। মুশকিল হলো, এটা হবে না। কারণ এই প্রত্যেকটি স্টেপেই বিরুদ্ধ পক্ষ বন্ধ করার বিপক্ষে একটা যুক্তি খুঁজে নেবে, যেটা এখানে দেখা যাচ্ছে। যুক্তির ও আত্মপরায়নতার গজদন্তমিনারে বসে কোনো একটি ধর্ষিতা মেয়ের চটকে যাওয়া নাড়িভুঁড়ি হাতে ধরা যায় না। যে মেয়েকে কাটারি নিয়ে প্রসপেক্টিভ ধর্ষকের জন্য তৈরী হয়ে থাকতে হয় তার ট্রমা বোঝাও খুব সহজসাধ্য নয়, তাকে বাহবা দেওয়াই যায়, কিন্তু সেটা একরকম নিজেরই পিঠ চাপড়ানো।"

    এটা পড়ে আমার এই প্রশ্নগুলি ছিলঃ

    ১। বাংলা ও হিন্দি ভাষার বেশিরভাগ খিস্তিই মেয়েদের প্রতি অ্যাবিউজিভ। তাহলে সোসেনের প্রস্তাবানুসারে কি খিস্তি ব্যান হবে? কোথায় কোথায় খিস্তি দিলে জেল হবে? সিনেমায়, গানে লেখায়? "শালা" লিখলেও জেল হবে কি?

    ২। টিভি খুললেই অর্ধোলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা বন্ধ করা হবে? মানে আমরা ডিডি ওয়ানের যুগে ফিরে যেতে চাই?
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:০৬578249
  • খুব ছোট্ট করেঃ

    ১। ব্যান কথাটার অনেক রকম অর্থ হয়, ঈশান যদি আইনি ব্যানের কথা বলে নিগ্রো কথাটা আইনি ব্যান নয়। কিন্তু স্কুলে কলেজে নিগ্রো বলে বন্ধুকে ডাকলে প্রিন্সিপালের ঘরে যেতে হয়, এমনকি সাসপেনশন অবধি হয়। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল যে স্টান্সটা নিয়েছে সেটা এভার গোয়িং ডিবেটে (এন-ওয়ার্ড ব্যানের) নিজেদের নৈতিক অবস্থান জানাতে। তো, ডিডিদা যা বলেছেন আমি যখন নিগ্রো কথাটা ব্যান বলেছি সেই অর্থেই বলেছিলাম। তবে হ্যাঁ ঈশান যে অর্থে ব্যান মনে করে মানে ব্যান বলতে সব কিছুতে সব সময়ে ব্যান।

    ২। যদি হানি সিংয়ের গান যে অর্থে ব্যান বলছি তার সাথে সামঞ্জস্য রেখে বলতে হয় তাহলে যে উদাহরণটি হলে "ডিকনস্ট্রাকশন" রোখা যায় তাহল আমেরিকান টিভিতে ফা*(বিপ) ইত্যাদি।

    ৩। একটা গান রুখে ধর্ষণ রোখা যায় না। নারীদের প্রতি অবমাননাও নয়। সেই দাবীও কেউ করে নি। সমস্যার সমাধান করতে হলে অ্যাপ্রোচটা হওয়া উচিত মাল্টিপ্রঙ্গড। লং টার্ম - ইস্কুলে শিক্ষা, পাড়ায় পাড়ায় প্রচার, আইনি প্রোটেকশন। শর্ট টার্ম - যেখানে দেখিবে অবমাননা হিট ইট হার্ড, আইনি প্রোটেকশন ইত্যাদি। গালির মতন জিনিষ ব্যান করা যায় না, শিক্ষার মাধ্যমে ম্যাচিওরিটি তৈরি করতে হয়। আর হানি সিংয়ের গান ব্যান করে শিল্পের নামে ডিফেমশনকে বন্ধ করার চেষ্টা করা উচিত।
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:০৭578250
  • *সেরকম ব্যান নিগ্রো কথাটা নয়। তবে ব্যানের এই ডেফিনিশনটি ঈশানের নিজের তৈরি আমি বলি ঈশান বাদে সারা পৃথিবী ব্যান বলতে যা বোঝে তাই।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:২৪578251
  • মানে? সারা পৃথিবী ব্যান মানে বোঝে নিজের নৈতিক অবস্থান জানানো? এইটাই বলতে চাওয়া হল কি? :)
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:২৫578252
  • আর কবি এখানে "ডিকনস্ট্রাকশন" বলতে কি বোঝাতে চেয়েছেন, সেটিও একটু ব্যাখ্যা করবেন প্লিজ। নইলে এরপর হয়তো শুনব ডিকনস্ট্রাকশন মানে রাজমিস্ত্রির কাজও বোঝায়। :)
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:২৯578253
  • ব্যান বলতে এখানে কি বোঝায় সেটা লিংকেই আছে। বাইদাওয়ে গান ব্যানের সাথে গুলিয়ে ফেলবেন না।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:৫৪578256
  • বাঃ, আকা ডিকশনারিও দেখতে জানে। তাহলে ব্যান মানেটা দেখেনি কেন?

    এই যেঃ http://www.merriam-webster.com/dictionary/ban :)

    হ্যাঁ, এই ডিকশনারিতে ডিকনস্ট্রাকশন মানেটা ঠিকঠাকই দেওয়া আছে। এবং ওই মেথডটি "রোখা" যায়না। ব্যান করলে অবশ্য অন্য কথা। :)
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৮:৫৯578257
  • ব্যান দেখেছি তো। ঈশান কি ডিকশনারিরও ব্লার্ব দেখে? ঃ)

    censure or condemnation especially through social pressure

    এটা একটা মানে। অন্য মানে

    legal or formal prohibition a ban on beef exports
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:০১578258
  • legal or formal prohibition e.g. a ban on assault guns

    ঠিক লিংকই দিয়েছেন, শুধু লিংকটা পড়ে দেখতে হত।
  • sosen | 125.241.69.234 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:০৮578259
  • ১। অ্যাবিউজিভ খিস্তি কারোর উদ্দেশ্যে,কোন বিশেষ জনগোষ্ঠীর উদ্দেশ্যে, শিল্প, সাহিত্য, লেখায় ব্যবহৃত হলে সেটার গুরুত্ব যাচাই করার এবং তবেই রিলিজ করার দরকার।
    পাবলিক প্লেসে ব্যবহৃত হলে কেউ যদি অভিযোগ জানায় তা হলে শাস্তির প্রভিসন থাকুক।
    কোন শব্দগুলি ব্যবহৃত হলে শাস্তিযোগ্য হতে পারে, সেটা ঠিক করতে হবে এরকম আইন তৈরির জন্য। ব্যক্তিগতভাবে মা: ফা: সি: ফা: টেনে আনায় আমার আপত্তি আছে। তার কাউন্টার হিসাবে ছেলেদের ওরকমই জিনিস বলায়ও আপত্তি আছে। তবে এই ব্যাপারটা কমিউনিটি সেনসিটিভিটি অনুযায়ী ঠিক করার প্রয়োজন।
    ২। ডিডি ওয়ানের যুগে ফিরে না গিয়ে ব্যাপারটা আর একটু উন্নত হতেও তো পারে। ব্রডকাস্টিং এ কিছু আইন আসতেই পারে, আওয়ার স্পেসিফিক ভিউইং আসতে পারে, সেল্ফ রেগুলেশন অফ চ্যানেলস আসতে পারে। যেগুলো বিভিন্ন দেশে আছে, আগে লিংক দিয়েছি, আর দেব না। বাচ্চাদের যৌন ইঙ্গিতপূর্ণ নাচাগানা ও রিয়েলিটি শো বন্ধ করাই সমীচীন, ইট কলস ফর এ কন্টেন্ট কন্ট্রোল ।

    এই সব কথাগুলিই পুনরাবৃত্তি; এই ভাষায় না হলেও। :)
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:১২578260
  • উফ। আকা না।

    এই যে, ব্যান (ভার্ব) এর অর্থঃ

    1. archaic : curse
    2: to prohibit especially by legal means ban discrimination; also : to prohibit the use, performance, or distribution of ban a book
    3: bar 3c

    যে টেক্সট প্রসঙ্গে দিলাম, সেটা এটাঃ The resolution to ban the so-called "N-word" is largely symbolic as it carries no weight in law and those who use the word would face no punishment.

    এবার জিগাবেন না to ban ভার্ব কিনা। :)

    আর হ্যাঁ, অ্যাসাল্ট গান ব্যান করা মানে অ্যাসাল্স্ট গান নিষিদ্ধ করা। হানি সিংএর গান ব্যান করা মানে হানি সিং এর গান নিষিদ্ধ করা। আমি যদ্দূর বুঝি। সারা পৃথিবী হয়তো অন্য মানে বোঝে। হবেও বা। :)
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:১৩578261
  • সোসেনকেঃ

    পুনরাবৃত্তি নয়। কারণ কথাগুলি ভাসা ভাসা। যেমনঃ " লেখায় ব্যবহৃত হলে সেটার গুরুত্ব যাচাই করার এবং তবেই রিলিজ করার দরকার।" এই যাচাইটা কে করবে? লেখক হলে আপত্তি নেই। নাকি অন্য কোনো অথরিটি?
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:২২578262
  • উফফ ঈশান সত্যি পারেও। ঃ)

    censure or condemnation especially through social pressure - এটাও একটা মানে রে বাবা।

    একই কথার অনেক রকম মানে হয়, অনেক রকম ভাবে ব্যবহার হয়। যেমন ব্যান, কখনো আইনি ব্যান, কখনো সোশাল কন্ডেমনেশন।

    বাই দা ওয়ে ব্যান নাউন ও হয়। ঃ)

    হ্যাঁ হ্যাঁ গান ব্যান বলতে গান নিষিদ্ধ করা। হানি সিংয়ের গানও।

    নিগ্রো কথাটা ব্যান বলতে কি বোঝানো হয়েছে? censure or condemnation especially through social pressure ।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:২৯578263
  • ওহ To ban দেখতে হলে নাউনের মানে দেখতে হবে। আমি আর ব্যকরণ নিয়ে তক্কো করবনা। ক্ষান্ত দিলাম। :)

    আর হ্যাঁ এরপর কেউ যদি দাবী করেন হানি সিং এর গান ব্যান করতে হবে, মানে কনডেম করতে হবে বলা হয়েছে, তাইলে প্লিজ আগেই বলে দিন। । আমি ফালতু তক্কো করবনা। কে কাকে কনডেম করবে তা নিয়ে আমার অ্যাবসলিউটলি কোনো বক্তব্য নাই।
  • sosen | 125.241.69.234 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩০578264
  • ঈশান- অবশ্যই লেখক নিজে নয়। আপনার লেখা আপনি নিজেই যাচাই করে ছাপাবেন? আমার পেপার আমি নিজেই রিভিউ করব? ইহা পৃথিবীতে কোথাও ঘটে না। এনিয়ে ভাসা ভাসা আইডিয়া থাকার কোনো কারণ নেই তো। আমার বক্তব্যেও কোনো ধোয়াশা নেই। সেল্ফ রেগুলেশনের কথা বলা হচ্ছে না, বারংবার আইনের কথা বলা হচ্ছে।
    লেখা নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে না। অডিও ভিজ্যুয়াল ও লেখার সেন্সরিং একরকম হয়না। এই কথাটাও বহুবার বললাম। কেন হয়না? সেটা বলতে গেলে আবারও সেই বহুচর্বিত তথ্য তুলে আনতে হয়।
    মোদ্দা কথা- আগের পোস্টেই বলেছি- আপনি আপনার স্পেসের জন্য লড়ুন, আমি আমার স্পেসের জন্য। দুটো কনফ্লিক্টিং, তাতে কিছু করার নেই। এটাই হওয়ার, এবং হবে।
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩২578265
  • আবার পড়ে না। হানি সিংয়ের গান ব্যান নিয়ে কি বক্তব্য লেখাই আছে।

    হ্যাঁ বিবিসির ইংরিজি ব্যকরণ নিয়ে আমিও তক্কো করি না। ঃD

    তবে ঈশান করতেই পারে বিবিসির সাথে।
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩৭578269
  • সোসেনকে। হ্যাঁ, ওইটা আমার সেন্সরশিপ মনে হয়। কি আর করা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন