এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৬৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩৭578269
  • সোসেনকে। হ্যাঁ, ওইটা আমার সেন্সরশিপ মনে হয়। কি আর করা। :)
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৪৪578270
  • উফ সত্যি ঈশান, 'কেউ যদি বলেন ইত্যাদি ইত্যাদি তাইলে ফালতু তক্কো করিনা'। এরপরে আমি কনফার্ম করলাম অ্যাট লিস্ট একজন হানি সিংয়ের গান ব্যানই চায় (ভার্ব অর্থে ঃ))। কনফার্ম করলাম। লোকের ভালো করতে নেই। ঃ(
  • Ishan | 60.82.180.165 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৪৭578271
  • উঁহু। আপনি কনক্লুড কল্লেন, যে, আমি লেখা না পড়েই কমেন্ট করছি। সেইটা মোটেও ঠিক করেননি। স্লাইট আলটপকা হয়েছে।
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৫০578272
  • আরে লেখা পড়লে আর কনফিউশন কেন? আলপটকা কোথায়? ঐ পোস্টের আগেই লিখেছি।
  • lcm | 34.4.162.218 | ১৮ জানুয়ারি ২০১৩ ০৯:৫৪578273
  • আমি সবসময়ই না পড়ে কমেন্ট করি। কনসিসটেন্ট। তাই কেউ কিছু বলেও না।
  • lcm | 34.4.162.218 | ১৮ জানুয়ারি ২০১৩ ১০:০৩578274
  • মনে পড়ল, ঐ যে, সাইমন গার্ফুন্কেলের গান ছিল না - পিপল টকিং উইদাউট স্পিকিং, পিপল হিয়ারিং উইদাউট লিসেনিং...

    হানির গানের ক্ষেত্রে - পিপল ড্যান্সিং উইদাউট লিসেনিং...
  • ব্যাং | 132.167.99.4 | ১৮ জানুয়ারি ২০১৩ ১০:১১578275
  • আলটপকা নাকি আলপটকা?????
  • dukhe | 212.54.74.119 | ১৮ জানুয়ারি ২০১৩ ১০:৪০578276
  • হ্যাঁ, টিভি দেখতাম এককালে। সেই ডিডি ওয়ানের যুগে। ডিডি টু তো আর পুরুলিয়ায় পৌঁছত না।
    কীসব বেশ হত-টত - বুনিয়াদ, ইন্তেজার, মালগুডি ডেজ। মোটামুটি সময়গুলো জানতাম। হপ্তায় একদিন। বাংলা সিনেমা রোববারের বিকেলে কি?
    তারপর বিপ্লব এল। কোটি কোটি চ্যানেলে ২৪ বাই ৭ অনুষ্ঠান। কার বাপের সাধ্য হিসেব রাখে। হতাশ হয়ে টিভি দেখাই ছেড়ে দিতে হল।
  • de | 69.185.236.51 | ১৮ জানুয়ারি ২০১৩ ১০:৪৬578277
  • টপকা!
  • de | 69.185.236.51 | ১৮ জানুয়ারি ২০১৩ ১০:৪৮578279
  • দুখেকে ক্ক! (বেশ খুশী খুশী লাগচে ঃ)))
  • a x | 118.193.100.125 | ১৮ জানুয়ারি ২০১৩ ১১:৫০578280
  • সত্যি বলতে কি আমিও একবারও বুঝিনি নিগ্রো শব্দ ব্যান মানে আকা ঐ সামাজিক চাপ ইত্যাদি বুঝিয়েছে। ইনফ্যাক্ট ইহাকেও যে ব্যান বলা হয় জানতাম না।
  • SC | 34.3.20.47 | ১৮ জানুয়ারি ২০১৩ ১২:২২578281
  • কমরেড শুনেন:
  • aka | 85.76.118.96 | ১৮ জানুয়ারি ২০১৩ ১৭:০১578282
  • অক্ষ, বুঁচির স্কুলে এমন কিছু সাইন করতে হয় নি?

    Any person or student who alleges harassment based on race, color, national
    origin, sex, or disability by a staff member or student in the school district may
    complain directly to the principal. In addition, each school shall designate at
    least one male and one female employee, either assistant principals or guidance
    counselors, to whom complaints may be made.

    আমি যত জায়গায় কাজ করেছি তত জায়গায় এমন একটা ক্লজ আছে, সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের। একে আইনি ব্যান বললে আইনি ব্যান, সামাজিক ব্যান বললে সামাজিক ব্যান।

    যখন লিখেছি, তখন এইকথাগুলোই মাথায় ছিল আর একটা ওভারঅল ইমপ্রেসন, সাথে বহুকাল আগে দেখা নিউ ইয়র্কের রেগুলেশন বা হোয়াটএভার। মূলত বলতে চাইছিলাম, শিল্পই বলুন, সাহিত্যই বলুন অবাধ ছাড় হয় না। এবারে সেক্ষেত্রে যদি বলো যে উদাহরণটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় নি, তাহলে বলব বদলে f*** বসিয়ে নিতে। কিন্তু তাতে বক্তব্য পাল্টে যায় না। মূল বক্তব্য থেকে গাঁইতি কোদাল দিয়ে একটি ওয়ার্ড তুলে নিয়ে ঘেঁটে যাওয়াকেই আমি "ডিকনস্ট্রাকশন" বলি।
  • rimi | 178.26.205.19 | ১৮ জানুয়ারি ২০১৩ ১৯:২১578283
  • ভারতে রেপের পর রেপ হয়েই চলেছে। এমনকি দিল্লির ঘটনার পরেও। মেয়েদের নিরাপত্তার হাল দেখে মনে হয় না এটা ২০১২ সাল। মেয়েদের সন্ধ্যে ৬টার পর কাজ করা বন্ধ করার চেষ্টা চলছে, অর্থাৎ ৬টার পরে বাইরে না থাকলেই ভালো - এই তো হচ্ছে কন্সেন্টের স্বরূপ।

    এদিকে গুরুর বঙ্গপুঙ্গবেরা নিজের ইগো স্যাটিসফাই করার জন্যে ফালতু, একেবারে ফালতু বিষয় নিয়ে "তক্কো", মানে যাকে পাতি বাংলায় ঝগড়া বলে তাই করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। এদের কি আর কোনো কাজ নেই নাকি?? বোঝেও না যে নিজেদের কিরকম হাস্যকর করে তুলছে ক্রমশ!!!!
  • চান্দু মিঞা | 127.216.43.73 | ১৮ জানুয়ারি ২০১৩ ১৯:২৯578284
  • হক কথা কয়েছেন।

    হ্যাঁ ব্যানার্জি এবং না ব্যানার্জি রা এবার ক্ষান্ত হোন।
  • Ishan | 202.43.65.245 | ১৮ জানুয়ারি ২০১৩ ২০:৪৬578285
  • আকা কেন, আমি যেখানে কাজ করেছি সর্বত্রই নানাবিধ হ্যারাসমেন্টের ক্লজ আছে। কিন্তু আপিসে যা বললে চাকরি যাবে, সিনেমায় সেইগুলোই অনেকেক্ষেত্রেই এসেনশিয়াল। আপিসে কাজ করার অভিজ্ঞতা দিয়ে শিল্প-সাহিত্যের বিচার করতে গেলে ওই যত্রতত্র ইটপাটকেলের মতো "ডিকনস্ট্রাকশন" শব্দটা বসিয়ে দেবার মতো প্রলয়ংকর ব্যাপারই হয় আর কি। :)

    আর রিমির কিছু বক্তব্য থাকলে যুক্তি দিয়ে বললেই হয়। বা নিজের পোচ্চুর কাজ থাকলে এই টইকে ইগনোর করলেও হয়। এখনে অনেক মেয়েও বক্তব্য রাখছেন। তার মধ্যে অকারণে "বঙ্গপুঙ্গব" তুলে বলা বেসিকালি সেক্সিস্ট কথাবার্তা। আমি অ্যাবিউজ হিসেবেই নিলাম। এবং নিন্দা করলাম। আশা করি রিমি এর ব্যাখ্যা দেবে।
  • aka | 178.26.203.155 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:০১578286
  • হ্যাঁ ঠিক যখন আম্রিগার টেলিভিশনে ফা* ব্যান হইল তখনই পৃথিবীতে প্রলয় আসিল, নোয়া তার নৌকো গড়িলেন, গুটি গুটি পায়ে দু চারটি প্রাণী নৌকোয় উঠিয়া কহিল ওঃ শি*।
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:১১578288
  • 'টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা... যদি বন্ধ করা হয় কুড়ি বছরের জন্য ..' সোসেন কি সিনেমার আইটেম নং কি কোনরকম দেহ প্রদর্শনেরও বিরুদ্ধে ? মানে, সেরকম মডেলিং ও বন্ধ করার কথা বলছো ?
  • aka | 178.26.203.155 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:১১578287
  • নোয়া কহিলেন বৎস তোমরা গোল করিও না, তোমাদের আনন্দ দানের জন্য বানায়েছি সেল্ফ সার্ভিং কিয়্স্ক, প্রতি কেবিনে একটি করিয়া। সবই পাইবে তাতে ব্যান শুধু চাইল্ড পর্নো - যাঁরা পরে এসেছেন তাঁদের জন্য হানি সিং তখনও গান লেখেন নি, কবি তাই নিয়ে কিছু লেখেন নি। ইহার সাথে সাথে আকাশে বিদ্যুত রেখা, ধেয়ে এল প্রলয়ংকারী জলের পাঁচিল, সেই থেকে পৃথিবীর সভ্যতায় শিল্প, সাহিত্য, গান, নাটক থমকে আছে নোয়ার নৌকোয়, প্রলয়ের পাঁচিল ঘেঁষে।
  • a x | 138.249.1.206 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:১৬578290
  • আরে এগুলো ট্যাবু ওয়ার্ড। ফাক বিচ কান্ট ইত্যাদি অবসিনিটির জন্য। নিগার মুলাটো ইত্যাদি রেসিসমের জন্য। কিন্তু তাই বলে ফাক শব্দ ব্যান তো না। বিপ বিপ করে, কিন্তু টিভিতে বললেও তো পুলিশে ধরে না। এনিওয়ে, তুমি কি বলছ বুঝেছি।
  • Ishan | 214.54.36.245 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:২২578291
  • আমি কিন্তু কিছুই বুঝি নাই। আকা কি খুবই রেগে গেছে? :)
  • aka | 178.26.203.155 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:২৮578292
  • অক্ষ, আমি একবারও বলি নি হানি সিংকে পুলিশে দিতে হবে। হানি সিংয়ের গান নিয়েও আপত্তি নেই, শুধু একটি গান যেটি আদতে ভালগার, যেখানে মেয়েদের খুল্লম খুল্লা ডিফেম করা হয়েছে আপত্তি শুধু সেই গানটিতে। এতে শিল্পের স্বাধীনতা ক্ষুণ্ন হল? হল, আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে মেয়েদের মর্যাদা রক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

    কথা হল ফ্রিডম অফ স্পীচ আর এই অবসিনিটি, ভালগারিটি ইত্যাদি নিয়ে ডিবেট আমেরিকাতেও চলেছে। মূলত ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিস্বাধীনতার পক্ষে, ফ্রিডম অফ স্পীচের পক্ষে। কিন্তু কতটা? আমি মনে করি না দায়িত্বজ্ঞানহীন স্বাধীনতা কোন সমাজের পক্ষেই ভালো। বিশেষত ভারতের মতন দেশে বর্তমান পরিস্থিতিতে হানি সিংয়ের ঐ বিশেষ গানকে শিল্প বলে ছাড় দিতে পারলাম না। এই আর কি। জয় হিন্দ। মিটিং করি।
  • Ishan | 202.43.65.245 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:৩৪578293
  • উফ কত বার যে বোঝাবো। আকার আপত্তিতে শিল্পের স্বাধীনতা ক্ষুণ্ণ কেন হবে। ব্যান করলে ক্ষুণ্ণ হবে। হ্যাঁ, ব্যান মানে আবার যদি নিন্দা করা হয়, তাইলে অন্য কথা। :)
  • aka | 178.26.203.155 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:৩৫578294
  • ঈশান সে আর কি করব, এক্গাদা ডাইনে স্ল্যাশও বোঝে নি হানি সিংয়ের গান কি করে মেয়েদের ডিফেম করছিল। আমি যেমন বুঝছি না, সেটা কেন লোকে বুঝছে না। এইসব না বোঝা, এরপরও পরে আর একটি বস্তু আছে, তাহল কনভেনিয়েন্টলি না বোঝা, সেটাও বোঝা না গেলে ছাত্রবন্ধু লাগিবেক, কলেজ স্ট্রীটে পাওয়া যায়।
  • dd | 132.167.22.17 | ১৮ জানুয়ারি ২০১৩ ২১:৩৭578295
  • আমি বুঝি আমার নিজের মতটা জানাই নি? তাইলে আপনেদের বলে দি? খামোখাই আপনেরা রুদ্ধশ্বাসে রয়েছেন। ওতে অ্যাজমা হয়।

    আমার এই "গানটি" বা র‌্যাপটি খুব হাঁদাটে লেগেছে। কিন্তু আমি ডিকেটটর/প্রধানমন্ত্রী/চীফ জাজ হলে মোটেও ব্যান করতেম না। পাত্তাই দিতেম না।

    আর আমি মোটেই বংগপুংগব নই, সামান্য বংগোশার্দুল গোছের।
  • rimi | 178.26.205.13 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:১৫578297
  • ঃ-))))
    হানি সিংএর গানে শিল্পীর স্বাধীনতা নিয়ে এত কথা, আর আমি বঙ্গপুঙ্গব বল্লে সেইটা হল "অ্যাবিউজ"??? কি ভয়ংকর পুরুষতান্ত্রিকতা চলছে এখানে, ভাবাও যায় না!!!! ঃ-)))

    যাগ্গে, শব্দ নিয়ে খেলা আমার আসে না। বঙ্গের ছেলেদের, বিশেষ করে যাদের মুখেই মারিতং ব্যপার, তাদের আমি পুঙ্গব বলে থাকি। এর বেশি ব্যাখ্যা নেই। কাটিলাম।
  • rimi | 178.26.205.13 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২১578298
  • ওহো বাই দ্য ওয়ে, এখানে কোনো মেয়েই এইরকম বাজে তক্কো করে নি, অ্যাট লিস্ট এই টইতে। বেচারা সোসেন লড়াই চালিয়ে গেছে, কিন্তু ওর একটা স্পষ্ট বক্তব্য আছে, যেটাকে সব্বাই সমানে ইগনোর করে শব্দের খেলা চালিয়ে গেছে।
    নিজেদের ইগোর জন্যে হাস্যকর ভাবে লড়ে যেতে ছেলেদেরই দেখছি।
  • S | 139.115.2.75 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৩578299
  • এখানে কেউ কোনো ভদ্র শিক্ষিত মেয়েদের মা-বোন নিয়ে গালি দিতে দেখেনি দেখছি।
  • pi | 127.194.8.126 | ১৮ জানুয়ারি ২০১৩ ২২:২৪578302
  • বেসিকালি দুই সেট ধন্দ হতিছে। এখানে ও নানা জায়গায় নানা দাবিদাওয়া দেখে। টিভিতে সিনেমায় অর্ধনগ্ন নারীশরীর প্রদর্শন বন্ধ হোক, যেমন সোসেন লিখেছে, তার সাথে, নীল ছবি বন্ধ করা হোক, পেজ থ্রি বন্ধ করা হোক, এই দাবিগুলো বেশ কিছু জায়গায় উঠতে দেখলাম।
    এগুলোর সাথে ধর্ষণকে রিলেট করা হচ্ছে। এগুলো বন্ধ করার সাথে ধর্ষণের প্রবণতা কমার কোরিলেশনের কথা বলা হচ্ছে।

    এবারে এই দাবিও তো ওঠে যে, মেয়েদের নিজেদের যেমন খুশি পোশাক পরার, শরীর প্রদর্শনের অধিকার আছে, সেগুলিকে ধর্ষণের কারণ হিসেবে বলা যাবে না ( যার সাথে আমি একমত)।

    দুটো দাবির বা ধর্ষণের কারণ বিশ্লেষণে এই দুটো পয়েন্ট আসার মধ্যে কি কোথাও একটা পরস্পরবিরোধিতা নেই ?

    সিনেমা টিভি অ্যাডে শরীর প্রদর্শনের ক্ষেত্রে যদি স্বেচ্ছায় প্রদর্শন না হয়, জোর থাকে, এক্সপ্লয়েটেশন থাকে, সেগুলো অবশ্যই আপত্তিকর। কিন্তু সে বাদে স্বেচ্ছায় কেউ প্রদর্শন করলে ? নাকি আপত্তিটা সেখানে শুধু ধর্ষণে উৎসাহ দেবার কারণেই নয়, এই 'স্বেচ্ছা' নামক কনসেন্ট পুরুষতন্ত্রের 'ম্যানুফ্যাকচার' জনিত ও ?
    তাহলে সেখানেও ধন্দ থেকে যাচ্ছে। মেয়েদের 'নিজেদের' যেমন 'খুশি' পোশাক পরাটাও ইচ্ছাকেও ম্যানুফ্যাকচারড ইচ্ছা বলা যাবেনা কেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন