এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৫:৫০578468
  • বাবু কালচারের যুগে কিন্তু এসব নোংরা গান-টান গাওয়া হত। সার্বিক সামাজিক অবনমনের কারণ কিছু অংশে হলেও সেই সব অশ্লীল ও মিসোগাইনিস্ট গান তো বটেই। অথচ দেখুন কিছু হাজার বছর আগে যখন ভারতে গ্রামে গ্রামে সামগান গাওয়া হত, তখন চতুরাশ্রম-এর দ্বারা বাল্যবিবাহ কে রুখে রাখা হয়েছিল। বাল্যকালে ব্রহ্মচর্য ব্যপারটা বিজেপি বা আরেসেস কে টেনে না খেলিয়েও এইজন্যে আমি অ্যাপ্রিশিয়েট করি। (এর মধ্যে আবার মনুস্মৃতি টেনে আনবেন না)
  • dd | 132.167.28.227 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:০২578469
  • সাবালক ব্রহ্মচারী তো খাসা নাম। এটা টুকে রাখতে হবে।

    তবে সামবেদে বাল্য বিবাহ রুখে দিয়েছিলো আর মনুস্মৃতিতে তা আবার ফিরে এলো, এমন তো শুনি নি। অবশ্য বিপুলা এ পৃথিবীর কতোটুকু জানি?

    চাইল্ডের ডেফিনিশিন তো যুগে যুগেই পাল্টায়। "রাধারানী নামে যে দ্বাদশ বর্ষীয়া বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিলো",প্রথম সংসকরণে নাকি সে কুল্লে দশম বর্ষীয়া ছিলো। যোগাযোগের কুমুও খুকী ছিলো,।সমাপ্তির নায়িকাও প্রি পিউবার্টি বয়ষ্কা। এখনো কোনো কবি গান বাঁধবেন নাকি "ও গে পঞ্চদশী" বলে। দেবে না জেলে ঠুসে?

    এ সব খুব গভীর বৃত্তান্ত। ধাঁ করে জলে নামা উচিৎ না।
  • 1 | 80.39.185.20 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:২০578470
  • চাইল্ডপর্নোর পুরো উইকি পোস্ট হল, তাতে আরে কনফি বারছে|
    সফ্টকোর বলে একটা কথা আছে আর নাগরদোলায় সমতা আনডার এজতো বটেই সিনমাতেও স্কুলগাল হিসেবে দেখানো হলো অথচ এটা চাইল্ডসফ্টপর্ন নয়, দিব্যি ছাডপত্র পাইলো!
    সব অডাল্ট বুদ্ধিজিবীরা হলে খোকাখুকুর মিলন বুজলেন|
    আর পরে টিভিতে খোকাখুকুরাও দেখলো তাদের সমবয়সিদের সফ্টমিলন|
  • sosen | 24.139.199.1 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:৪৭578471
  • একক, রসিকতা টি পরম উপভোগ্য হলেও আমার লিং ছ এর :28 Jan 2013 -- 11:45 AM এ করা দু:খ ঘোচাতেই দেওয়া। ১৪ বছরের মেয়েকে সত্যি, কেন মাইনর বলা হবে? আমিও এই প্রতিবাদ সমর্থন করছি বলেই না লিং দিচ্ছি!
  • non-wiki | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৬:৫৩578472
  • ওহে 1, এবার পর্ণো আর হার্ডকোর সফটকোরের ডেফিনিশন টাও পড়ে নাও। এ আর লিং দিতে পারুম না। কিন্তু খুব স্পেসিফিক ডেফিনিশন রয়েছে।
  • sosen | 24.139.199.1 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৭:০১578473
  • আর কে জানি কি এক ফিলিমের লিং দিলেন, চাইল্ড পর্ন তো ব্যান বলেই জানি। এমনি পর্ন ব্যান নয়, এ মার্কা ছবিও ব্যান নয়। নাগরদোলা বড়জোর এ মার্কা ছবি হতে পারে।
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৭:৪৫578474
  • ১৪ বছ্করের মেয়ে অবস্যই ফীয়সিকাল সেক্সুয়াল প্র্যাকটিস এর রেসপেক্ট এ মাইনর । তাই তাকে বিয়ে দেওয়া বা তাকে দিয়ে পর্ন এ একট করানো হলে তার প্রতিবাদ করব । এত দ্য সেম টাইম সে পর্ন দেখতে চাইলে তার অধিকার কেও মেনে নেব কারন পানু দেখলেই দুরে গিয়ে সেক্স করবে এমন তা না ।
    আমরাও কেও তো তুলসীপাতা ভেজানো গঙ্গার জলে জলে ভেসে মানুষ হইনি । দেখার বয়েস দেখার । করার বয়েস করার :)
    আমার আশ্চর্য লাগলো আপনি হটাত পর্ন এর সংযে অপরিণত বয়েসে বিয়ে দেওয়া একসঙ্গে উচ্চারণ কল্লেন বলে । ইন্টেনশন হয়ত আলাদা ছিল ।
  • আইনপ্রণেতা | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:০২578475
  • না না আঠারো বছরের কমে পর্ণ দেখা বা পড়া যাবে না (ছবি, গল্প, মুভি ইনক্লুডেড)। শুধু ইস্কুলের সিলেবাস মেনে সেক্স এডুকেশন পড়তে হবে। আঠারো হলে বাকি সব। ইন্ডিয়ান পিনাল কোড। নিজে আইন ভেঙে থাকলেই আইন ভাঙাকে সাপোর্ট করতে হবে নাকি? মেয়েদের ক্ষেত্রে কেসটা খুব কম সময়ে সেরে ফেলতে হবে, আঠারো আবার লিগাল বিয়েরও বয়স কিনা। বিয়ের আগে পানু এক্সপেরিয়েন্স করতে চাইলে (ছবি, গল্প, মুভি ইনক্লুডেড) তবেই অবিশ্যি।
  • APAfinder | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:০৪578476
  • ইম্ম্যাচিওর্ড ব্রেনে পর্ণের প্রভাব নিয়ে কোনো APA রিপোর্ট নেই?
  • ladnohc | 116.218.185.45 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:১২578478
  • নাগর দোলা দেখেছি, লিংটা নাগোরদোলার, এবং এটা এ ক্যাটেগোরির, তবে সমতার ব​য়স তখন আঠেরোর নিচেই ছিলো, এবং মুভিতে মনে হ​য় নবম বা দশম শ্রেনীর ছাত্রী হিসেবেই দেখানো হ​য়েছিলো।
    এখন মুভিতে একজন অপ্রাপ্তব​য়স্ক এক্জন প্রাপ্তব​য়স্কের সাথে সেক্স করছে সেটাকে ন্যুডিটি ছাড়া বোঝানো হ​য়েছে, কিন্তু সেটাকে আবার অ্যাডাল্ট মার্কা দেওয়া হ​য়েছে!!!
    এটাকে পিজি ১৩ রেটিং দেওয়া উচিত ছিলো!
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:১৩578480
  • আমার পোস্ট আইন্প্রনেতার পোস্ট এর প্রেক্ষিতে ।
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:১৩578479
  • দূর মশাই । মানুষ কি রোবট নাকি যে ঠিক "লিগাল বয়েস" হলো আর আপনি এক টেরাবাইট দেতা এনে মগজে ট্রান্সফার করে দিলেন । মানুষের নলেজ বেস তৈরী ই হয় সোশ্যাল এক্সপিরিয়েন্স আর কন্ফ্লিক্ত্স এর মধ্যে দিয়ে । সেটা বাচ্চা বয়েস থেকেই শুরু হয় ।

    ফিসিক্যাল সেক্স - সেক্সুয়াল এবিউস এর শিকার হওয়া এগুলো বাদ দিলে বাকি কনফ্লিক্ট এন্ড এক্সপিরিয়েন্স গুলি মানুষ কে তৈরী করে । একটা বয়েসে দেখবে , ভাববে , বয়ফ্রেন্ড -গার্লফ্রেন্ড কে হালকা চুমুটুমু খাবে , আরেকটু বড় হয়ে আরও কিছু করে দেখতে চাইবে । এগুলোই স্টেপস । দুনিয়ার সব বাচ্চাই এভাবে বড় হয়েছে । এই আকুন একশ্রেনীর জনতা তৈরী হয়েছেন যাঁরা ভাবেন সেকলুশন ইস দ্য অনলি আন্স্যর । ভয় হয় তাঁরা না হাত পুড়িয়ে সেকেন । সেক্লুদেদ ইংহুদ পেরিয়ে আসা ছেলেমেয়ে "লিগাল ইজ" এ পৌছেই যে কি অসম্ভব ছাড়া গরু হয়ে ভুলভাল কাজ করে এবং চূড়ান্ত ফাঁসে তার ভুরি ভুরি উদাহরণ আচে । সেকলুশন ইস নত দ্য অন্স্য্র । আমরা নিজেরা যেভাবে ধাক্কা খেয়ে হাত্তাকাত্তা হল্লুম হটাত অতিরিক্ত সতর্ক হয়ে সেই জল-মাটি-আগুন সরিয়ে নিলে ক্ষতি বই লাভ হবে না ।
  • de | 69.185.236.52 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:১৯578481
  • ১৪ বছরে পর্ন দেখার অধিকার? জুভেনাইলদের রেপের অধিকারের দাবিও নিশ্চয়ই করা হবে এর পর -- কথায় কথায় নিজের লাইফ টেনে না আনলেই হয় না? সবাই তো আর মহাপুরুষ নয়! নিজের করা অযৌক্তিক কাজ দিয়ে সবার লাইফের মান সেট না করলেও চলবে!

    ১৮ বছরের গন্ডিটা তাহলে অমনি অমনিই টানা হয়েছে --

    সোসেন, ভাটের উত্তর এখানেই দিলাম -- আমার রাগ হচ্ছে এই টই পড়ে, মহাপুরুষদের মাঝে আমি সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করি --
  • ladnohc | 116.218.186.192 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:২১578483
  • আইনপ্রনেতা মনে হয় ব্যাঙ্গ করেছেন!
  • de | 69.185.236.52 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:২১578482
  • পর্ণ দেখাটা কি স্বাভাবিক অভ্যেস নাকি? কম বয়সে তো আরো অস্বাভাবিক --
  • :-O | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:২৫578484
  • ধাক্কা খেয়ে হাট্টাকাট্টা হওয়াকেই যে ম্যাচিস্মোর আঁটি বলে সে বিষয়ে এখনো সন্দেহ আছে?
  • ladnohc | 116.218.186.192 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:২৯578485
  • পর্নোতে মাইনরদের ব্যবহার করলে তাকে চাইল্ডপর্ন বলে ব্যান করা হবে।
    কিন্তু অ্যাডাল্ট মুভিতে চাইল্ডদের দিয়ে অ্যাক্ট করালে সেটাকে কী বলা হবে? চাইল্ড্-অ্যাডাল্ট্!!!!!!
    এবং একী যুক্তিতেসেটা ব্যান হবে না কেনো আমিও জানতে চাই।
  • ladnohc | 116.215.54.119 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:৩৫578486
  • @দে-দি,
    রেপের অধিকার কি কারো আছে?
    সেখানে জুভেনাইলদের রেপের অধিকার জাতীয় কথাবার্তা আস্ছে কেনো?
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:৪৫578487
  • সরি সরি ভীসন বকা খাব জানতুম । আমি নিজেকে মহাপুরুষ ভাবিনি । মহাপুরুষ রা কি পানু দেখে ? আমরা কেলাস এইট এই দেখতুম । আমরা ছি ছি ।যারা দেখেনা তারাই তো মহাপুরুষ ।

    আর পানু দেখার অধিকার বললে যাঁরা রেপের অধিকার টানেন তাঁরা বিলক্ষণ মহাপুরুষ :(
  • ladnohc | 116.218.182.112 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৮:৫৮578490
  • একট ১৪-১৫ বছরের মেয়ে নিজেকে অ্যাফর্ডিzয়াক ভাবে প্রেজেন্ট করতে পারবে, পার্কে বসে প্রেম করতে পারবে এবং আনুসঙ্গিক সবই করতে পারবে, অ্যাডাল্ট(পর্নো ন​য়) মুভিতে বিছানা দৃশ্যে অভিন​য় করতে পারবে কিন্তু সেই দৃশ্য দেখ্তে পারবে না! জালিম দুনিয়া!!
  • ladnohc | 116.218.182.112 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:০৭578492
  • যাঁরা পানু দেখার সাথে রেপকে টানেন, কিন্তু ফিল্ম্-ফেষ্টের অতিআদিরসাত্মক ফিল্মের গুণাগুন বিচার করেন,
    তাহারাই হলেন মহাপুরুষ/মহানারী!
    আমিও এককদার মতো আনাড়ী পাপাচারী...
  • aka | 178.26.203.155 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:০৭578491
  • পরিণত ব্রেনেই পর্নোর যা এফেক্ট, তাতে অপরিণত ব্রেনে কি হবে কে জানে। নাগরদোলা দেখেই ঘেঁটে গুবলে গেল, বিপুলা পৃথিবীতে কতই না অনুসন্ধিৎসা।
  • aka | 178.26.203.155 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৩578493
  • এটা হল n-1 সিনড্রোম। ১৮ র নগ্নতা দেখা গেলে? ১৭ নয় কেন, ১৭ র দেখা গেলে ১৬ নয় কেন? ১৬ র দেখা গেলে ১৫ র নয় কেন? ১৫ র দেখা গেলে ১৪ র নয় কেন? এইভাবে ১৪ অবধি পৌঁছেছে। কাগজ খুললে দেখা যায় এই সিনড্রোমে কেউ কেউ দুই বা আড়াই অবধিও পৌঁছে গেছে। এটা দে ও সোসেনের বোঝার জন্য বললুম।

    আদি সমাজের সাথে তুলনা অনেকেই করে। যেমন এক বালক তার মাকে যুক্তি দিয়েছিল আমি জুতো পরব না, আমাদের পূর্বপুরুষরা যখন গুহায় থাকত তখন জুতো পরত না। মা বলেছিল সান, গুহামানবেরা মাত্র ২০ বছর বাঁচত।
  • আইনপ্রণেতা | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৪578494
  • পার্কে বসে প্রেম? এই শহরে প্রকাশ্যে চুমু খাওয়া জরিমানাযোগ্য অপরাধ তা জানা আছে কি? আইনের বাইরে কথা বলবেন না কমরেড। আইন ভাঙার ইন্সটিগেশন প্রোপাগেট করার অপরাধে শাস্তি পেতে হতে পারে। ভিজুয়াল অবসিনিটি ক্রিয়েট/প্রোডিউস করাও শাস্তিযোগ্য অপরাধ জানবেন। চার্জশীটেও থাকে। প্রেমিক-প্রেমিকাদের কেউ একজন মাইনর হলে অপরজনের প্রভূত বাঁশ এইসব ক্ষেত্রে জানবেন (যদি না তখন প্রেম কে স্তেঁহ বলে প্রমাণ করতে পারেন)।

    আর চাইল্ড আর্টিস্টদের রাইটস বিষয়ে জানতে আবার উইকি করুন।
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৫578495
  • Name: :-O

    IP Address : 69.160.210.2 (*) Date:29 Jan 2013 -- 06:25 PM

    ধাক্কা খেয়ে হাট্টাকাট্টা হওয়াকেই যে ম্যাচিস্মোর আঁটি বলে সে বিষয়ে এখনো সন্দেহ আছে?

    __________________

    হ্যা সন্দেহ আছহে । প্যাসিভ আর একটিভ এ গলালে ওরকম গলা গলা ধারণা জন্মায় । বাচ্চারা পাড়ায় খেলতে গিয়ে ঝগড়া কেলাকেলি করলে বাপ-মা উজিয়ে গিয়ে পড়শীর সংযে ঝগড়া করবেন নাকি মাথা না ফাটানো অবধি চুপচাপ থাকবেন সেই ডিসিশন তা ম্যাচিস্মর আঁটি নয় ।
    আবার ক্যালাকেলি করলে হাত্তাকাত্তা হয় এই যুক্তি তে জুনিয়র দের ধরে র্যাগিং করলে সেটা ম্যাচিস্মর আঁটি ।

    নরমাল এভলুসনারী ফাইট কে মেনে নেওয়া আর এভলুসনের নামে ফাইট চাপিয়ে দেওয়া দুটো আলাদা । আমি বলিনি যে ধরে ধরে বাচ্চাদের পানু দেখান ।

    সব কিছু ঘোল পাকান ক্যান । নাকি ঘোল ছাড়া কিছুই মুখে রচে না ।
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৯578496
  • এইযে আইনপ্রণেতা ।

    পার্কে বসে চুমু খেলে পুলিশ ইম্মরাল ত্র্যফিকিং একট এ ধরে যেখানে এক্চুলায় পরিস্কার করে কিসসু লেখা নেই যে ইম্মরাল বলতে কি বোঝায় । একটা পয়সাও না ঠেকিয়ে চুপ করে থানার চেয়ার আঁকড়ে বসে থাকলে বাপ বাপ করে ছেড়ে দেয় শুঅরগুলো । কোনদিন দেখেছেন একটাও এরকম কেস এজলাস অবধি গেছে ? আমাদের দেশে মানুষ আইন জানে না ভালো করে আর থানায় যাওয়াটাকে বিশাল সামাজিক অসম্মান মনে করে বলে এই ভুলভাল ইম্প্লিমেন্টেশন গুলো চলছে । নাথিং এলস ।
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:২৫578497
  • শুনুন, এদিক দিয়ে চতুরাশ্রমের যুগে যে লোকে বহুদিন বাঁচত তার এভিডেন্স আছে কিছু পাকা দাঁড়িগোঁফ জটা-জুট। মহাভারতের লোকেদের বয়স ইত্যাদি। রানারা।
  • ladnohc | 116.216.51.67 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:৩০578498
  • আপ্নেরা কি চোখবুজে পার্ক, গঙ্গারপার চলেন? না কি কস্মিনকালেও যান নি?
    ওসব আইন ফাইন দেখাবেন না, আইনের ভ​য়ে বুড়ো(অ্যাবভ ১৮)রা সাবধান হবে, বাচ্চারা ন​য়।
  • Ekak | 69.99.230.125 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:৪০578499
  • কেজানে আমার মাঝে মাঝে মনে হয় গুরু রা অনেকেই ওয়াং গ্রহ থেকে এসে প্রাপ্তবয়স্ক অবস্থায় দুনিয়াতে ল্যান্ড করেছেন । আর এত গোল গোল যুক্তি যে ক্লান্ত লাগে । নিজেরা বইয়ের আড়ালে লুকিয়ে দফা ৩০২ আর বন্ধুর বাড়ি কাকু-কাকিমা চলে গেলেই গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে সেই পানুর ক্যাসেট মোক্ষম জায়গায় আটকে যাওয়া এই নিয়ে বড় হলুম । তাই সত্যি ই মহাপুরুষ দের বুঝতে পারিনা ।
  • aka | 178.26.203.155 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:৪৯578501
  • ইসে হয়েছে, কে যে কার পক্ষে আর কে যে কার বিপক্ষে সেইটা গুলিয়ে যাচ্ছে। এতে করে তক্কাতক্কির যোশ কমে যায়। ধুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন