এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:০৯578535
  • ব , দে

    ঠিক কত তম বয়েসে এসে "বয়েস " হবা ?

    আগেই এই নিয়ে লিখেছি বারবার লেখা ক্লান্তিকর , মানুষ রোবট নয় যে ১৮ হলো আর তার নলেজ বেস এ টেরাবাইট দেতা চালান করে দিলুম । ছোটবেলা থেকে এক্সপিরিয়েন্স আর কনফ্লিক্ট ই তার নলেজ বেস তৈরী করে । আর এই
    ব যে বললে "পরিনত বয়্সী তুমি বুঝতে পারো কোনটা খারপ কোনটা ভালো " এই বোঝা তা একটু দেতা ফ্লো ডায়াগ্রাম এঁকে বোঝাবে আমায় ? আমি এই কথা তা অনেকের মুখেই শুনি কিন্তু ফ্লো লাইন তা বুঝিনা :)

    ধর তোমাকে বল্লুম : এই একদম ভুতুম করবে না । ভুতুম করা খারাপ !!!
    তুমি কি বুঝলে ? হাতির ডিম বুঝলে । ভুতুম কি সেই নলেজ বেস তাই তো নেই তোমার সিস্টেম এ :) :) সেটা না জানলে কি বুঝবা ?? প্যাটার্ন রেকগ্নায়স এন্ড ম্যাচ এর বেসিক পারাম ই তো নাই :(

    (এবার অনেকে এগিয়ে এসে হায়মাই জুর্বেন সেই সাত বাস্টে "আগুনে হাত দিয়ে বুঝতে হবে হাত পরে কিনা ? " লগিক এ । ভাবের ঘরে চুরি না করলে এই উত্তর সবার নিজের কাছেই আছে । শৈশব কোনো না কোনো সময় উত্তাপ এর ছেঁকা খায়নি অথচ আগুন সম্পর্কে সতর্ক এমন টি কে ? দ্বিতীয়ত আগুনে হাত দিতে হয়না কাছে গেলেও তাপ পাওয়া যায় । কাজেই বেসিক তাই ছেঁদ ।)

    যা বলছ একবার শুধু ফ্লো লাইন ভেবে দেখো সেটা ফীসিব্ল কিনা ।
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:২৫578536
  • একক ঃ))

    সব কিছু কি s/w ?যে ফ্লো ডায়াগ্রাম খাটবে?

    দেখো,নীচু ক্লাসে ভালো রেজাল্ট করে আসা অনেক ছেলে কে আমি দেখেছি পরবর্তী কালে হারিয়ে যেতে। তার অনেক কারন র মধ্যে অন্যতম যেটা সেটা হল ভালো বা খারাপ বেছে না নেবার ক্ষমতা। এবং কোথায় থামতে হবে সেট ঠিকমতো না জানা।আমি উত্তর পাড়া গভঃ এ পড়তাম।ক্লাস সিক্স/সেভেন থেকে অনেক ছেলে ক্লাস কেটে বা টিউটরের পড়া কেটে সিনেমা দেখতে যেত শ্রীকৃষ্ণ বা গৌরী তে। একটু বেশী সাহসী রা দীপক বা নারায়নী তেও যেত। আমি যে সময়ের কথা বলছি সেই সময় ও ই স্কুল টা কে ভালো স্কুল গুলো র মধ্যে ই ধরা হত। ছাত্র নির্বাচন এবং অত্যন্ত উঁচু মানের কিছু শিক্ষক। মাধ্যমিকের রেজাল্টে এদের অনেক ই কিন্তু এমন তলিয়ে যায় যে জীবন এদের আর দ্বিতীয় সুযোগ দেয় নি। কিন্তু এই প্রচুর সিনেমা দেখেও পড়া শুনা মোটামুটি করে অনেক এ খুব ভালো না হলেও উতরে গেছে। এখন যখন স্কুল ছাড়া র ২৪ বছর পরে তাদের কারোর সাথে দেখা হয় তাদের সামাজিক অবস্থান এবং আরো অনেক কিছু বলে দেয় সে দিনের সেই নিয়ম ভাঙা ছেলে রা সবাই ভালো নেই।
  • de | 69.185.236.53 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৪৯578537
  • মগজে টেরাবাইট চালান করলে অ্যাভ্যালাঞ্চ হবে এই আশঙ্কাতেই তো আঠেরোর কম বয়সে পর্ণ দেখাতে আপত্তি করছি। সেক্সুয়াল এডুকেশনে তো আপত্তি করিনি! গ্রাজুয়াল প্রসেসে ১৪ থেকে ১৮ র মধ্যে পর্ণ না দেখেও স্বাভাবিক ভাবে অনেক কিছুই শেখা, বোঝা না অনুভব করা যায়। মিছিমিছি একটা অস্বাভাবিক কার্য্যকলাপকে বৈধতা দিতে উঠেপড়ে লাগবো কেন?

    সেইভাবে দেখলে আকার n-1 থিওরি আর কত কিছুতে প্রযোজ্য হবে তা কে জানে!
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৫৭578538

  • তোমার ইস্কুল থেকে আমার ইস্কুল খুব বেশি দুরের না :) বরানগর মিশন ।
    কেলাস ৬ থেকে ছেলেপুলের ব্যাগে "হলুদ বই" পাওয়া যেত । টিফিন এ সমবেত পানুপাঠ এর বয়েস ক্লাস ৮ । গর্ব করে বলছিনা , কেও ই সেভাবে "হারায় " নি । বেদো হারামি তৈরী হয়েছে , টিচার দের ত্রাস ছিল কিন্তু রেসাল্ট তা ধরে রেখেছে । এমনকি যাদের রেসাল্ট খুব ভালো নয় এই যেমন আমি তারাও "হারায়" নি । আমরা জানতুম খন্না -জয়শ্রী-গুরি যেখানেই যাই না ক্যান রেসাল্ট ভালো না করলে ভিক্ষে করতে হবে । এই সেন্স তা ছিলো । আমাদের ফার্স্ট বয় এর বাড়িতে পর্ণ কুটির এবং তার রেগুলার পানু সেশন এর কথা বাদ ই দিচ্ছি কারণ সেক্ষেত্রে আবার "এক্সেপশন প্রুভস,,,,,,,,,,,,," এর তত্ব টানা হবে ।
    এগুলোর ওপর দিপেন্দ করে না বস । ফোকাস থাকতে হয় । পানু দেখলুম না নার্কেল্দান্গা বস্তি তে গিয়ে গাঞ্জা তান্লুম তার সঙ্গে রেসাল্ট এর কি ? ফোকাস ফোকাসেই থাকে । কারণ জানি আমরা গরিব বাপ-মা এর সন্তান । নিজের পায়ে না দাঁড়ালে ভিক্ষে করতে হবা । যে কয়েকজন কে "হারাতে " দেখেছি আজ অবধি তাদের ওই ফ্যাক্টর তা ছিলো না । না চাইতেই সব পাওয়া সন্তুমন্তুর দল ।
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০১578539
  • দে
    আপনি ধরেই নিয়েছেন পর্ন "অস্বাভাবিক " । ব্যাস ,জাজমেন্ট এর পরে আর কথা চলে না । আমার কাছে এই পৃথিবী তে মানুষের স্বভাব থেকে যা জাত সব ই স্বাভাবিক । কে কোনটা নিজের করে নেবে চয়েস ওপেন রাখা উচিত । বৃহত্তর সমাজের ত্যান্জিব্ল লস হতে পারে এমন একটিভিটি না হলে লিভ এন্ড লেট লিভ ।
    কাজেই জাজমেন্ট দিয়ে দেওয়ার পর বেকার সময় নষ্ট করব না । আপনার ও সময় বাঁচবে । আমার ও ।
  • siki | 132.177.242.173 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০১578540
  • পনেরো বছর বয়েস থেকে প্রচুর পানু দেখেছি ও পড়েছি। খুব চাপ তো কিছু হয় নি। এখন পেছন ফিরে তাকালে তো সেসব বয়েসের ধর্ম বলেই মনে হয়। আঠেরোর কমে পানু দেখা খারাপ হলে তো আঠেরোর কমে মাস্টারবেট করাও খারাপ বলে মনে করতে হয়। মাস্টারবেট করতে গেলে তো পানু দৃশ্যকল্প মনের মধ্যে আনা ছাড়া গতি নেই।

    এটা একটু ভিক্টোরিয়ান চিন্তাভাবনা হয়ে যাচ্ছে না?
  • siki | 132.177.242.173 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০৩578541
  • নেতাইকে,

    পর্ন ইন্ডিয়াতে ব্যান নয়। পর্ন ব্যান করা কী জিনিস সেটা বুঝতে গেলে দুবাই ঘুরে আয়। :) সব সাইট ব্লকড। ইন্ডিয়াতে রাস্তার ফুটপাতে দিব্যি হলুদ চটি, ডেবোনেয়ার, ফ্যান্টাসি সব বিক্কিরি হয়। শিলিগুড়ির হিলকার্ট রোডের স্টলগুলো মনে নেই?
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০৪578542
  • আমার ব কে লেখা পোস্ট তা নেহাতী নিজের অভিজ্ঞতা শেয়ার । যেহেতু ব নিজের অভিজ্ঞতা শেয়ার করলো । নাথিং এলস । সবাইকে এমন করতে হবে এরকম গায়দ্লায়ন নয় । বলে দিলুম কারণ গুরু দিন দিন জেনেরেলায়সেষণ এর বাটখারা হচ্ছা :|
  • | 116.197.135.188 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০৮578543
  • একক, আমি ও তো তাই লিখলাম নাকি। কিছু ছেলে হারিয়েছে।কিছু হারায় নি। কিন্তু আমরা সবাই একই জায়গা থেকে শুরু করেছিলাম।

    প্রশ্ন টা হল ও ই বয়েসে তোমার যথেশ্টা ম্যাচুওরিটি আছে কিনা। সুইচ অন সুইচ অফ টা ঠিক্ঠাক করতে পারো কিনা।
  • নেতাই | 131.241.98.225 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:০৯578545
  • ইন্ডিয়াতে স্ট্রিকটলি ইম্প্লিমেন্ট হয়্না সেটা অন্য কথা, কিন্তু এমনিতে পানু ব্যবসার আইনি মান্যতা আছে?
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:১৮578546
  • অতি তো প্রায়রিটি সেন্স ।
    এবার একটা বায়লোজিকাল সিস্টেম যেখানে কোনো এলগ এম্বেড করা নেই সে তো সেল্ফ লার্নিং প্রসেস এই প্রায়রিটি সেন্স গ্র করে নাকি ? তার কাছে এ এবং বি দুটো ইনপুট দেতাসেত । ইটা ইনফরমেশন । আবার কিভাবে প্রীয়ৃতি সেট করবে সেই এলগ তাও ইনফরমেশন । এভলুসনারী লজিক বিল্ডিং হবে ।
    আমি যদি কনফ্লিক তাই বাইরে থেকে সুইচ অফ করে দি তাহলে লজিক বিল্ডিং তাও হবে না । ইটা তো পানু দেখা ছেড়ে দাও ,,,,,,,,,,,, সন্ধ্যে অবধি ফুটবল পেটাবো না বাড়ি ফিরে ভূগোল এর বই নিয়ে বসব ; এই রকম কেস এও খাটে । সিচুএশন ফেস না করলে খাক এলগ জেনেরেট হবা !

    এবার তুমি আবার বলবে সফটওয়ার । না বস দিস ইস বেসিক লগিক ডায়াগ্রাম । সফওয়ার এর যখন জন্ম উ হয়নি সেই জেনো থেকে শুরু করে হেগেল হয়ে আজকের লাকা অবধি এই বেসিক লজিক প্যাটার্ন মেনে চলতে বাধ্য । ইটা অস্বীকার করলে ইউতপিয়া । প্লেটোর সঙ্গে প্লেট ভাগ করে আরিস্ততলের বিয়ের ভোজ খাও :)
  • siki | 132.177.242.173 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:৩০578547
  • ব্যবসা মানে কী? ডেবোনেয়ার তো ইন্ডিয়ান ম্যাগাজিন। তাদের রেজিস্ট্রেশন নাম্বারও আছে। তথ্য-সম্প্রচার মন্ত্রকে ডেবোনেয়ারের স্যাম্পেল কপিও পাঠানো হয়, আর দশটা ম্যাগাজিনের মত। ইরোটিক ম্যাগাজিনের মান্যতা ভারতে অবশ্যই আছে। অনেক রকমের অসুখের চিকিৎসায় এইসব ইরোটিক ম্যাগাজিন, ইরোটিক ভিডিও কাজে লাগে। অবশ্যই কিছু গাইডলাইন মেনটেন করে সেসব প্রকাশিত হয়।

    এইবারে সফটকোর পর্ন ভিডিও তোলার ব্যবসা ভারতে লিগালি আছে কিনা, সেটা আমি জানি না। তবে কেরালা আর তামিলনাড়ুতে প্রচুর দেশি পর্ন মুভি বানানো হয়। সফট পর্নই বলা যায় সেগুলোকে। সেগুলো সিনেমাহলে রিলিজও হয়।
  • de | 190.149.51.69 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:৪১578548
  • সিকি, সরি, এই টেকনিক্যাল রিকোয়ারমেন্টের ডিটেলটা মাথায় ছিলোনা ঃ)) --

    -------------------
    লাইফের বিভিন্ন ঘটন-অঘটনের ম্যাপিং প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার মাপকাঠিতেই হয়ে থাকে। তাই এই বিতর্কে ইতি টানলাম আমিও! এই নিয়ে বৃথা সময় নষ্টের মানে হয় না!
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৪:৫০578549
  • সিকি
    দ্য অযর্দ পর্ন ইস মোর সোশিও কালচারাল দ্যন আ লিগাললিন্গুইস্তিক এনটিটি ।
    যুদিশিয়ারী বল বা সেন্সর বোর্ড এদের কাছে এসব হলো এডাল্ট মুভি উইদ ভেরিআস দিস্ক্রিমিনেতিভ ট্যাগিং অন বিউআর্শিপ । যেটা খুব দরকার । এই কারণে নয় যে বাচ্চারা দেখবেনা ,সেটা ছেলেমানুষী এক্সপেক্টেশন । এই কারণে যে বড় রা যাতে দেখার আগে বুঝতে পারে কি দেখতে চলেছে । যারা যা পছন্দ করেন না তাই নিয়ে বিব্রত হবেন না । যেটা ভীষণ ভ্যালিড পয়েন্ট ।
  • sosen | 24.139.199.1 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৫:১৬578550
  • নেতাই এর প্রশ্নের উত্তুরে কিন্তু-ভারতে পর্ন ভিডিও বেচা, তৈরী ইত্যাদি কিছুরই স্বীকৃতি নাই। ভারতে x -রেটেড মুভি নাই।

    নিজের কাছে জমিয়ে রাখতে পারা যায় বিদেশ থেকে এনে বা ইন্টারনেট থেকে নামিয়ে। বেচতে পারেন না।

    তাইলে সিকি ও একক কথিত পানু কি করে বিক্কিরি হয়? কিম্বা সাউথ ইন্ডিয়ান দেশী গার্ল ই: ?
    খুব সহজ কথা। আমাদের দেশে ক্লাসিফিকেশন সিস্টেম এমন ই যে শুধু লাইসেন্সড মুভিরই সার্টিফিকেট হয় । এই সব নন-মেইন স্ট্রিম ভিডিও সার্টিফিকেশনের মধ্য দিয়ে যায় না। তাহা রাস্তাঘাটে বেচলেও কেউ ধরেনা। ভিডপার্লার লাইসেন্সড নয়। শুধু ট্যাক্স দিতে হবে এমন এস্তাব্লিশমেন্তে, অর্থাৎ কাগজে কলমে দেখানো যায়না। আইনত যা যা সম্ভব নয়, আইন শিথিল হওয়ায় সবই সম্ভব। ঘুষ সমাজের অঙ্গ হওয়ায় আরো সম্ভব।

    এক্স রেটেড মুভির ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচার বেশির ভাগ দেশে, যেখানে পর্ন সচল, এমনি মুভির চে আলাদা। বেশি টাকা দিতে হয়। কনসেন্ট সার্টিফিকেশন লাগে ই:।
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৫:২১578551
  • একক ক্ষ্যামা দাও। আমার অক্ষমতা । তোমাকে বোঝাতে পারলাম না ঃ))
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৯:৫৯578552
  • প্রশ্ন টা হল ও ই বয়েসে তোমার যথেশ্টা ম্যাচুওরিটি আছে কিনা। সুইচ অন সুইচ অফ টা ঠিক্ঠাক করতে পারো কিনা।

    ------------------------

    এই ম্যাচুওরিটি ও ই বয়েসে তোমার কিভাবে আসিবে? সুইচ অন সুইচ অফ টা ঠিক্ঠাক করতে পারার জন্য কী করিতে হইবে?

    -----------------------

    একক বলেন জলে না নামিলে কেহ শেখে না সাঁতার। তাবলে জোর করে জলে ফেলে দেওয়া যাবে না। এটা নিজে নিজে জলে নেমে সাঁতার শেখার চেষ্টা করে করে জল খেয়ে না খেয়ে, হেঁচে কেশে শিখতে হবে। আছাড় না খেয়ে কে কবে হাঁটা শিখেছে?

    অনেকে আবার জলে নামলে আগাগোড়াই লাইফ সেভিং জ্যাকেট বা হাওয়া ভরা টায়ারে ভরসা রাখেন। সাঁতার শিখতে গেলেও প্যারেন্টাল গাইড বা প্রফেশনাল প্রশিক্ষকে ভরসা রাখেন। একক পরিবর্তে নিজে সাঁতার শেখা পটু-অপটু বন্ধু বান্ধবে ভরসা রাখেন। কেউ কেউ সাঁতার আদৌ না শিখেই একটা জীবন কাটিয়ে দিলেন, যথেচ্ছ স্টীমার নৌকো জাহাজ চড়ে বা না চড়েই। ইত্যাদি আর কি। যত মত তত পথ। এমনটা প্রাচীণ ভারতীয় দর্শন ভালোকরে পড়লেই বোঝা যাবে। দ্বৈত, অদ্বৈত বিশিষ্টাদ্বৈত ইত্যাদি।
  • a x | 109.45.103.153 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:০৯578553
  • এই আলোচনাটা আমি বুঝতে পারছিনা।

    মানে ছোটবেলাতে পানু দেখার সাথে কিসের কি সম্পর্ক?

    সেক্সুয়াল কিউরিওসিটি আর সেক্সুয়ালাইজেশন এক নাকি? ছোটবেলাতে কাজিন ইত্যাদির সাথে পারষ্পরিক যৌনাঙ্গ খুঁটিয়ে পরীক্ষা থেকে আরো বেশ কিছুটা - এগুলো কেউ শোনেনি/করেনি? নিজের মাসি, বোন, দিদি, মা-র জামা কাপড় বদলের সময় হঠাৎ করে ঐ নিষিদ্ধ নগ্নতা চোখে পড়লে কিছু মনে হয়নি? এগুলো তো সব পার্ট অ্যান্ড পার্সেল অফ গ্রোইং আপ বলেই জানতাম, যা নিয়ে গুজগুজ ফিসফিসের বাইরে কথা হয়না।

    কিন্তু এর সাথে ধর্ষণের কি সম্পর্ক?
  • \\\ | 69.160.210.2 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:১৬578554
  • "চু*" গানটি শোনার সাথে ধর্ষণের যা সম্পর্ক।
  • a x | 109.45.103.153 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:১৭578556
  • আর সত্যি কথা বলতে কি, আমার মেয়ের ওপর পানুর ইনফ্লুয়েন্সের চেয়েও হানা মন্টনা, বা ডিজনি ইত্যাদির ইনফ্লুয়েন্স নিয়ে আমি অনেক বেশি চিন্তিত।
  • a x | 109.45.103.153 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:১৯578557
  • এই হয় মিসপ্লেসড যুক্তির ফলে।

    চু গানটিতে ধর্ষণকে গ্লোরিফাই ও সমাজে নর্মালাইজ করা হয়েছে।

    ছোটবেলাতে অসংখ্য ধনাত্মক শব্দ মিলিয়ে শ্বশুর আর বৌদি মিলে কি করছে তাতে ধর্ষণ নেই।
  • a x | 109.45.103.153 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:২৩578558
  • ছোটবেলাতে পড়া*
  • lcm | 34.4.162.218 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:২৪578559
  • হ্যানা মন্টানা-য় কি প্রবলেম?
  • \\\ | 69.160.210.2 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:২৬578560
  • চু গানটিতে ধর্ষণকে গ্লোরিফাই - কিভাবে করা হয়েছে টু দ্য পয়েন্ট বুঝিয়ে দিলে যুক্তিও মিসপ্লেসড হয় না, আমিও পরের পোস্ট টা তড়িঘড়ি করতে পারি।।
  • \\\ | 69.160.210.2 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:২৯578561
  • Name: de Date:30 Jan 2013 -- 01:49 PM

    শরীরকে শুধুমাত্র সেক্স অবজেক্ট হিসেবে দেখার ধারণা এখান থেকেই গড়ে ওঠে -- তার কনসিকোয়েন্সও পরে ফেস করতে হয়।

    - এই হল ছোটবেলাতে পানু দেখার সাথে ধর্ষণের সম্পর্ক
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:৩৫578562
  • সাবালক ব্রহ্মচারী, আপনি কি সোমনাথ? তাহলে ই আমি উত্তর দেবো অন্যথায় না।
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:৪২578563
  • বৎস,
    কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে যদি প্রশ্নকর্তার পরিচয় প্রয়োজন হয়, তবে উত্তরের অবজেক্টিভ হওয়ার সম্ভাবনা এত পরিমাণে কমে যায় যে সে উত্তর নিয়ে আর কোনো কথা না বাড়ানোই ভালো।
    প্রাচীণ ভারতে প্রশ্ন কে নিরঙ্কুশ শূন্যাবলম্বী শুধুমাত্র প্রশ্ন হিসেবে ধরে নিয়েই এগোনো হত বলেই সেকালে অবজেক্টিভ জ্ঞানচর্চা সম্ভব হয়েছিল। রানারা।
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:৪৫578564
  • না চেনা লোক ছাড়া আমি কারো প্রশ্নের উত্তর দি ই না। কারন নেটের exp আমাকে এটা শিখিয়েছে। ভালো থাকবেন।
  • a x | 138.249.1.202 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৩১578565
  • সেই চক্রবৎ ...
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৪০578567
  • হতে পারে। কিন্তু আমি একটু গাঁট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন