এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.220.229 | ২৯ জানুয়ারি ২০১৩ ১৯:৫৫578502
  • আমি ক্লাস এইটেই প্রথম পর্ন দেখি। ছবিটবি। তখন সিনেমা বা হাতেগরম ভিডিও লিংক পাবার যুগ ছিল না।

    বেসিক ইনস্টিংক্ট দেখি হলে বসে, আনকাট, তখন ক্লাস ইলেভেন। মানে ষোল বা সতেরো।

    আইনত অপরাধ, জানি, তবে অস্বাভাবিক কৈশোর কাটিয়েছি বলে মনে হয় না। পিউবার্টির সময়ে এ সব অত্যন্ত স্বাভাবিক। সমস্ত দেশেই এই বয়েসে ছেলেরা নুকিয়ে পানু দেখে ও পড়ে।

    মেয়েদের কথা জানি না।
  • sosen | 125.241.45.91 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:২৪578503
  • আমি কিসু কইলেই আবার তার উল্টো মানে হবে। এককের কওয়া কথার উত্তর দিয়ে কাটি।

    পর্নের প্রশ্ন সেই ইনটেনসনে, মানে "পর্ন কারণ ও চাইল্ড ম্যারেজ ফলাফল" এরকম ইনটেনসনে আমি আনিনি, আপনি ভুল বুঝেছেন। কেন এনেছি? ছ দাবি করলেন, ১৪-১৫ বছরের মেয়েদের ও ১৬-১৭ বছরের ছেলেদের মাইনর বলা উচিত নয়। অন্য কোনো প্রসঙ্গে নয় , সেই প্রসঙ্গেই এনেছি। যদি চোদ্দ বছরের মেয়ে মাইনর না হয়, বা আরো কমিয়ে আনতে চাই এই বয়েস, সেক্ষেত্রে পর্ন দেখা ছাড়াও অন্য অনেকগুলো জিনিস কম্প্রমাইজ করতে হয়। যেমন চাইল্ড ট্রাফিকিং। যেমন বাল্যবিবাহ ও টিন পেরেন্টিং। এগুলো পর্ন দেখার চেয়ে ইম্পর্ত্যান্ট সামাজিক ইস্যু। এগুলোকে সোজাসুজি ইগনোর করে মাইনরিটির বয়:সীমা কমাতে চাওয়া যায়? সত্যিই কেউ পারেন? আমি লিখেছিলাম " এই মেয়েকে মাইনর বলা হবে কিনা, কিম্বা পর্ন দেখতে দেওয়া উচিত কিনা তা নিয়ে চর্চাতেও পারেন।" ১১ বছর বয়সে ১৩ বছর বয়সের একটি ছেলের সাথে এই মেয়েটির বিয়ে হয়েছে। চোদ্দ বছরে প্রথম সন্তান। তাকে পর্ন দেখতে বাধা দিয়েও বিশেষ কোনো লাভ নেই আর। জোর করেও বিয়ে দেওয়া হয়নি তাদের, এটাই তাদের জীবনে নরমাল। তা হলে, কেন তাদের আর মাইনর বলব?

    বয়সের মাইনরিটি, ফিজিক্যাল সেক্সুয়াল রিলেশনে ইনভলভড হতে পারেকিনা, তার ওপর নির্ভর করে কি? না একটি সামাজিক অবস্থানকে সেই ব্যক্তি জাজমেন্ট ও বিচার দিয়ে সাপোর্ট করতে পারে কিনা তার ওপর নির্ভর করে? কন্সিকয়েনস কন্ট্রোল করতে পারে কিনা তার ওপর নির্ভর করে?

    আমার মনে হয়, (ভুল হতেই পারে, তবু আপাতত এটাই মনে হয়) মাইনরিটি ডিপেন্ড করে দ্বিতীয় ব্যাপারটার ওপর। পর্ন দেখা- যদিও আমার পয়েন্ট ছিলনা, ১৪ বছরের বাচ্চারা দেখতেই পারে, বেশ বুঝেই দেখবে তারা । একই ভাবে বাচ্চারা ১৪ বছরে শারীরিক সংসর্গের জন্য প্রায় -প্রস্তুত থাকে। তাই দুটোর একটাকেও আমি উড়িয়ে দিচ্ছি না, আদৌ বিপক্ষে ও নই । শুধু এটুকুই বলছি, যে তার কন্সিকয়েন্সের জন্য তারা রেডি নয় সর্বক্ষেত্রে। তাই, ফিল্টারিং দরকার বলেই মনে হয়, ১৪ বছরকে মাইনরিটি বলেই মনে হয়। আর পর্ন দেখবে কিন্তু উত্তেজিত হবে না, এক্সপ্লোর করতে চাইবে না, এ যে আরো বড় টর্চার। ১৫ -১৬ বছরে শারীরিক সংসর্গ হতেই পারে। পর্ন লোকে উত্তেজিত হওয়ার জন্যই দেখে, ছোটরা এক্সপ্লোর করার জন্য বা নিষিদ্ধ বস্তু চাখবার জন্যও দেখে। এতে আমার বক্তব্য ছিলনা কিছু। মাইনরিটি, পর্ন দেখার অধিকার অনধিকার ছাড়াও বেশ কিছু ব্যাপারের সাথে জড়িয়ে, তারই একটা উদাহরণ দিয়েছিলাম। দাবি জানানোর আগে এসব ব্যাপার ও কিছু কিঞ্চিত ভাবলে হয়, সেটাই ছ কে জানাচ্ছিলাম।

    আর ১৪-১৮ পর্ন দেখতে পারে কিনা? এ বিষয়ে একবার বলেছিলাম আগেও মনে হয়, তিমির দেশের আইন দেখতে, অর্থাত কাঝাখ্স্তানের।
    In Kazakhstan ratings (index of the movie in Movie Distribution Certificate) are applied by the Committee for Culture of the Ministry for Culture and Information.[15]

    * К: Film is allowed for any auditions.
    * БА: Film is allowed for children above 12.
    * Б14: Film not for children under 14. Accompaniation by parents recommended.
    * Е16: Film not for children under 16. Accompaniation by parents recommended.
    * Е18: Film is suitable for those above 18. Disallowed TV broadcast from 6.00 to 22.00. TV opreators should block foreign channels.
    * НА: Film is suitable for those above 21 only. Allowed in movie theaters only from 22.00 to 6.00.

    Films without classification are banned for public view.
    সুতরাং , n -১ রুল কাজ করে, অনেক জায়গাতেই। সেক্সুয়াল কন্টেন্ট থাকা ফিল্ম অবশ্যই বাচ্চাদের দেখানো যায়, কিন্তু গ্রেডেশন আছে। পর্ন এখনো বাচ্চাদের লুকিয়েই দেখতে হবে অবশ্য। পর্ন এ ক্যাটেগরিতে ও পড়েনা। তার অনেকই উপরে। পর্নের ক্লাসিফিকেশন ও আলাদা। অদূর ভবিষ্যতে বাচ্চাদের জন্য পর্ন তৈরী হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে বোধ হয়না। তবে এমন অনেকই ছবি হতে পারেতো, যেখানে ন্যুদিটি,সেক্স ইজ নট পর্ন, এবং ছবি টিন এজে দেখার মত । সেগুলো বাচ্চাদের দেখানোর জন্য ক্লাসিফিকেশন শুধরানোর দরকার আছে বলে আমি মনে করি। আমাদের দ্যাশে তা হওয়ার দরকার।
  • sosen | 125.241.45.91 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৪১578504
  • আর একটা কথা, এ নিয়ে অনেকেরই আদ্ধেক আদ্ধেক ধারণা দেখছি, তাই -
    ১। শিশু শিল্পীরা আইনত পর্ন এ অভিনয় করতে পারেনা। কারণ শিশুদের দিয়ে পর্ন বানানো ব্যান, সব দেশে। শিশুদের মুখ ও ব্যবহার করা যাবে না।
    ২। শিশুশিল্পীরা এডাল্ট মুভিতে ন্যুড বা সেক্স সিনে অভিনয় করলে তাদের বয়স্ক "বডি ডাবল" ব্যবহার করা হয়। শিশুশিল্পীর শরীরের ঠিক কতটা দেখানো যাবে তা নিয়ে পরিষ্কার নিয়ম কানুন আছে। নতুবা, ছবি এডিট করা হয়। উদাহরণ? ব্রুক শিল্ড, প্রেটি বেবি (এডিট ) , ব্লু লেগুন (বডি ডাবল )।
    ৩। সেই ছবি দেখার সময় বাচ্চাকে নিয়মানুযায়ীই দেখতে হবে। নাও দেখতে পেতে পারে।
    ৪। ভায়োলেন্সের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৪৭578505
  • স্কুলে এক্সপ্লিসিট সেক্স এডুকেশন চালু হলেই অমন ফিলিম গোছা গোছা তৈরি হবে, চিন্তা নাই। প্রাচীণ ভারতেও এই চর্চা অতি উচ্চস্তরে বর্তমান ছিল, ফিলিম ফর্মে না হলেও। এজ লিমিটটা অবশ্য ঠিক জানা নাই, তবে ব্রহ্মচর্যাশ্রমেই হবে। ভাবুন, আরো বড় টর্চার-কেও কিভাবে স্মুদলি হ্যান্ডেল করা হত। রানারা।
  • siki | 132.177.220.229 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৪৮578506
  • আমি ব্রুক শিল্ডসের প্রেটি বেবি ছবিটার কথা জাস্ট বলতে যাচ্ছিলাম। ওটা এডিট করা? পষ্টাপষ্টিই তো দেখানো আছে বলে মনে হল।
  • Ekak | 125.118.25.207 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৫০578507
  • চত্ব চত্ব বাচ্চাদের জন্যে পর্ন আচে তো ! এনিমাল প্ল্যানেত । দিনে শখানেক ইন্তার্কর্স দেখায় :দ :দ

    জকেস এপার্ত । আপনি কি বললেন বুঝলুম । আমিও গ্রেদেহন এর বিপক্ষে নই । আমি শুধু কার্পেট থিওরির বিপক্ষে । জুটু কিনে দেওয়া হোক । যে পায়ে পর্বে পর্বে। যে খালিপায়ে গুর্গুরুতে চায় গুর্গুরুবে ।

    আর কন্সিকয়েন্সেস এর পয়েন্ট তা ঠিক । মুশকিল হলো হাঁড়ির ভেতর পুরে রাখলে কন্সিকয়েন্সেস এর সেন্স গর্বে কদ্দিয়ে ? সেক্স এডুকেশন ক্লাস থাকলে খুব ই ভালো কিন্তু যে দেশে তা নেই ,সমাজ তাই ভন্ড সেখানে কিছুটা না খোলা ছাড়লে তো দেখা যাবে লিগাল এজ এ ফার্স্ট ইয়ার এ উঠেই কিত্তি বাধিয়ে বসে আছে আর বাপ মা বুঝেই পাচ্ছেনা তাদের আদরের সন্তুমন্তু তা কিভাবে নিজের জীবনে এতবড় কান্ড ঘটিয়ে ফেলল । কবে এত বড় হয়ে গ্যালো :( এরকম একাধিক অবাক পৃথিবী বাপ-মা এবং যা-কি-করে-ফেললুম সন্তুমন্তু চারপাশে দেখেই বলছি ।

    [ নতা বিল্য : যাঁরা বিশুদ্ধ অলিভ অয়েলের শৈশব ও মিতিন্মাসী কৈশোর কাটিয়ে পরবর্তী জীবনেও অপ্রচুর মধুরেণ প্রায় সমাপয়েত করে এনেছেন আমার বক্তব্য তাঁদের নিয়ে নয় । তাঁরা ভাগ্যবান । বাকি খুঁটে খাওয়া জনতা যারা প্রচুর ভুল-ঠিকের মধ্যে ধাক্কা খেয়ে বড় হয় এবং এখনো হয়ে চলেছে দেয় আর মা সেত]
  • :-O | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৫৭578508
  • তাহলে একক বলছেন পরিব্যপ্ত misogynyময় সমাজব্যবস্থায় বড় হয়ে ওঠা ও সেই সঙ্গে কন্টিনুয়াসলি তার প্রতিবাদ করে করে সম্মান আদায় করে নেওয়াই হচ্ছে নরমাল এভলুসনারী ফাইট। এইটে সকল মেয়েদের আজন্ম করে যেতে হবে কারণ দুর্ভাগ্যবশতঃ তাদের জন্মের সময় সমাজটায় প্রোফাউন্ড misogyny থেকে গেছিল। misogyny-নিরোধক আইনসমূহ আসলে জোর করে চাপিয়ে দেওয়া, যা দিয়ে কাঁচাকলা হইবেক? যথা রেপ না হওয়া অবধি বা টিজড না হওয়া অবধি চুপচাপ এই misogynyকে নানাভাবে কাউন্টার করে যাওয়া দরকার, সম্ভব হলে মিসোঅ্যান্ড্রি (দিদিমনি কাছাকাছি আছেন?) দ্বারা? কিন্তু আইনি সাহায্য চাওয়া তথা বাবা মা কে কমপ্লেন করা নট অ্যালাউড? ঠিক বুঝলাম?
  • sosen | 125.241.45.91 | ২৯ জানুয়ারি ২০১৩ ২০:৫৯578509
  • সিকিকে -প্রেটি বেবির রিলিজড ভার্সন এডিট ও রিফ্রেম করা।উইকি: In addition to the issue of child prostitution, the scenes involving a nude 12-year-old Brooke Shields were controversial. As a result, the original 109-minute film was edited to 106 minutes in some releases. The full 109-minute version is available on DVD. However, all existing DVD versions are censored by reframing: zooming forward to show less of the scene than the cinema or VHS versions. This was done whenever Shields is completely nude to avoid showing her pubic area or buttocks.[citation needed] The properly framed version circulates online, but this version is sourced from either TV broadcasts or the Laserdisc, and the quality is significantly lower than on the DVD.
    যদিও, এই সময় চাইল্ড সেক্স সেন্সরশিপ সব জায়গায় একরকম ছিলনা। ইউ এস এ তখন ও ১৯৩৮ এর আইন। তাই সেন্সর হয়েছিল মাত্র। ব্লু লেগুন স্যুড হয়, এবং বডি ডাবল ব্যবহার করা হয়েছে জানিয়ে ব্রুক ও প্রডিউসার এর শাস্তি আটকায়। তার পর থেকে অনেক ammendment হয়েছে। এখন এই আইনগুলো মোটামুটি সব জায়গায় একই।
  • siki | 132.177.166.243 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:০৬578510
  • ওকে। হ্যাঁ, প্রেটি বেবি বোধ হয় সত্তরের দশকের সিনেমা। ব্লু লেগুন মিড এইট্টিজ।
  • Ekak | 125.118.25.207 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:০৯578513
  • প্রিটি বেবি থেকে শুরু করে এই নাগরদোলা । এই ফিল্ম গুলোতে সেক্সুয়ালি অন্দারেজ দের নেওয়ার কি দক্কার সেটাই বুঝিনা । অনেকেই ১৯-২০ তেও কমবয়েসী দেখতে থাকে ।তাদের দিয়ে অভিনয় করলেই পারে । সেক্ষেত্রে স্টোরি র দাবি তাও মেতে এবং একজন অন্দারেজ এর ওপর অন্যায় হয়না । আই স্ট্রংলি ফীল প্রডিউসার -দিরেক্তার দের হালকা চুলকুনি থাকে ইচ্ছে করে কমবয়েসী নেওয়ার ক্ষেত্রে । রিসেন্টলি নাস্তাজ্য়া কিন্স্কির দায়ারী পর্ছিলুম । সী গত অলমোস্ট এবিউস্দ ।
  • | 233.228.163.89 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:৫১578514
  • নাগরদোলা পানু মুভি নাকি?
  • | 233.228.163.89 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:৫৭578515
  • পানু মুভি দেখার ব্যাপারে আমার একটা ফান্ডা আছে।

    অজানা কে জানা র, অদেখা কে দেখা র আগ্রহ আমাদের চিরদিনের।
    যদি আমাদের কে উ বলে আয় বাবা আমাদের গাছের আম হয়েছে ক'টা খেয়ে যা। আর ভর দুপুরে লুকিয়ে চুরিয়ে পেরে না আমের টেস্ট কি এক হবে?

    বুইতে পারলে?
  • | 209.190.45.31 | ২৯ জানুয়ারি ২০১৩ ২১:৫৮578516
  • ডিরেক্টরদের কথা আর কইবেন না|
    আর পাবলিকেও মাইনরদের সেক্স ভালোই খায়, শুধু পন্নোগাফিক না হলেই হবে| তাহলে আবার হলে বসে দেখা যাবে না তো|
    @এককবাবু

    বতিনদা দুপাত পিছিয়ে পড়ুন|
  • | 233.228.163.89 | ২৯ জানুয়ারি ২০১৩ ২২:২২578517
  • অ্যাই মরেছে। আবার চাপ নামলো নাকি!!

    দাঁড়াও দেখি..
  • generic letter | 146.142.168.156 | ৩০ জানুয়ারি ২০১৩ ০১:১০578518
  • এই টইটা বাধ্যতামূলকভাবে এখানে - এখানেই - সেশ ক'রে দিলে হয় না?
  • ranjan roy | 24.96.105.17 | ৩০ জানুয়ারি ২০১৩ ০১:১৫578519
  • আমার ছোটোবেলার একটা খবর মনে পড়ছে।
    লোলিতা ফিল্মের অভিনেতৃ স্যু লিয়ন, না জুলি ক্রিস্টি ওনার নিজের শহরে বইটি রিলিজ হলে দেখার অনুমতি পান নি। কারণ তখন ওনার বয়েস ১৫ ছিল। অন্য শহরে গিয়ে দেখেন, যেখানে কড়কড়ি কম।

    অশ্লীলতা, সেক্স= রেপ?
    রেপ তো জোর করে সম্মতি বিনা কারো শরীর অধিকার করা।
  • ranjan roy | 24.96.105.17 | ৩০ জানুয়ারি ২০১৩ ০১:১৭578520
  • জেনেরিক কে 'ক'। নতুন কিছুই বলার নেই। চর্বিতচর্বন হচ্ছে,
  • SC | 160.212.79.150 | ৩০ জানুয়ারি ২০১৩ ০১:৫৭578521
  • ওই বাংলা ছবিটার ভিডিও লিন্কটা দেখলাম।
    disgusting
    অপ্রাপ্তবয়স্কদের এরকম ছবিতে নামানো অনুচিত বলে মনে করি।
    অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যান করুক সরকার বাহাদুর এসব যৌন দৃশ্যে অভিনয়।

    প্রাপ্তবয়স্কদের consenting সম্পর্ক নিয়ে মাথা না ঘামিয়ে মাথা ঘামানো উচিত এইধরনের দৃশ্য নিয়ে।
    একেই বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো । এসব ছবি দিব্যি চলছে বাজারে।

    আঁতেল ছবির মোড়কে সফট পানু পরিবেশনে আন্দারেজ দিব্ব্যি চলছে।
  • aka | 178.26.203.155 | ৩০ জানুয়ারি ২০১৩ ০২:২৫578523
  • অথচ আমার নাগরদোলা সিনেমাটা ভালো লেগেছিল। মনে করি সবারই দেখা উচিত। একজন ছেলেবেলায় ভুল করে সকলের করুণার পাত্র, অন্যজন এমফিলে ফাস্টক্লাস সেকেন্ড বা ফার্স্ট।

    এটা কোন আঁতেল ছবিই নয়, বরং খুব সহজ, সরল গোলগাল ছবি। ছবির ইন্টেন্ট খুব পরিষ্কার। এটা বড়জোড় প্যারেন্টাল গাইডেন্স হতে পারে।

    ওদিকে আমি আবার হানি সিংয়ের গান ব্যান করার পক্ষে।
  • Ekak | 125.118.25.207 | ৩০ জানুয়ারি ২০১৩ ০২:২৭578524
  • ওরম হয় ।
  • S | 109.26.201.94 | ৩০ জানুয়ারি ২০১৩ ১১:২৬578526
  • দেশি বয়েজ বলে একটা হিন্দি সিনেমা আছে। সেটা যদি মেয়েরা দেখে তাহলে তো হিসেব অনুযায়ী ছেলেদের বিপদ।
  • SC | 34.3.20.47 | ৩০ জানুয়ারি ২০১৩ ১১:৫৯578527
  • আঁতেল ছবি মানে ওই আর কি, লুসলি বললাম। নন-হরনাথ।

    আমি এই সিনেমাটা দেখিনি। হয়ত বাকিটা নির্মল মজার ছবি।
    আমাকে যদি কেউ না বলে দিত যে মেয়েটি মাইনর, আমি খেয়ালও করতাম না, বা বুঝতেও পারতাম না।
    কিন্তু নিচে সেটা লিখে দেওয়ার পরে একেবারেই মানতে পারলাম না।
    এই সিনটা একজন আঠেরো বছরের মেয়েকে দিয়ে করালে কি ক্ষতি হত?
    সিনেমার মেসেজ কি পাল্টে যেত।

    আর আবাপর চিঠিটার মানে কিছুই বুঝিনি। সুস্থ সমাজ মানে যৌনতাহীন?
    আবার সেই থোড় বড়ি ইত্যাদি।
  • de | 69.185.236.52 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:১৪578528
  • অপ্রাপ্তবয়স্কদের সেক্সুয়াল এডুকেশন পর্ণ দেখে হয় নাকি? এককের পোস্টগুলো দেখে আমার তাই মনে হলো --

    প্রপার সেক্সুয়াল এডুকেশনের জন্য স্কুলের পরে বাবা-মা থাকবে, সেখানে খোলাখুলি ডিসকাশন থাকবে -- যে সব বাচ্চারা এটা পায়না, তারাই অন্য কোথাও থেকে অন্য কোন ভাবে কৌতূহল পরিপূর্ণ করার চেষ্টা করে।

    পর্ণ দেখে শেখার কি আছে তাই তো বুঝিনা? বেশী ডিটেলে যেতে চাই না, তবে অপ্রাপ্তবয়স্কদের জন্য পর্ণ অত্যন্ত ক্ষতিকারক, শারীরিক এবং মানসিক দুই ভাবেই। শরীরকে শুধুমাত্র সেক্স অবজেক্ট হিসেবে দেখার ধারণা এখান থেকেই গড়ে ওঠে -- তার কনসিকোয়েন্সও পরে ফেস করতে হয়।

    চান্দু মিঁয়ার লিং খুল্লো না ঃ(
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:১৭578529
  • দে বেশ গুছিয়ে লিখে দিয়েছে। ভারী ভালো মেয়ে।
  • Ekak | 69.99.230.125 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:২৪578530
  • কি গোছানো ভুলভাল পয়েন্ট :(

    পৃথিবীর কোনো কিছু থেকে সার্বিক নলেজ আসে না । খন্ড আসে । আবার আসে না এটাও না ।
    তাহলে তো বলতে হয় ডাক্তারি র বই পড়লে শরীর কে ক্লিনিকাল এন্ড এনাতমিকাল অবজেক্ট হিসেবে দেখার প্রবণতা আসে । আসে তো কি ??

    শরীর এক ই সঙ্গে সেক্সুয়াল -ক্লিনিকাল-এনাতমিকাল-এসথেটিক অনেক কিছু অবজেক্ট । সব ই ঘাঁট তে হবা ।জানতে হবা । অন্ধের হস্তিদর্শনের উল্টো লজিক "হাতি র ন্যাজ থাকে না " নয় :) :)
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:৩১578531
  • কিন্তু পরিনত বয়্সী তুমি বুঝতে পারো কোনটা খারপ কোনটা ভালো । কোন টা নেবে কোন টা কাটিয়ে দেবে। অপরিনত বয়েসে সেটা কি সম্ভব?
  • de | 69.185.236.53 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:৪২578532
  • ঘাঁটারও বয়েস আছে, সময় আছে -- নাহলে সবই ঘেঁটে যাবে! চটকদারীভাবে কিছু কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়াকেই সঠিক লজিক বলে না--

    কথারও দায়িত্ব থাকে --
  • নেতাই | 131.241.98.225 | ৩০ জানুয়ারি ২০১৩ ১২:৫১578534
  • একটি নাদান প্রশ্ন।

    ইন্ডিয়াতে পর্ন ব্যান নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন