এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 111.62.66.106 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১২578635
  • ডিসক্লেইমার :

    আমি নীল ছবি বন্ধ করতে বলি নাই, নীল ছবির সাথে ধর্ষণের কোনো সম্পর্কসূত্র ও খুঁজি নাই। মেইনস্ট্রিম মিডিয়ার প্রপার অডিয়েন্স ওয়াইজ ক্লাসিফিকেশন ও তদনুযায়ী কন্ট্রোল, তৎসংক্রান্ত আইন ও তার ইমপ্লি প্রয়োজন কয়েছিলাম। তাতে শিল্পীর বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার কারণ নেই।
    এছাড়া বিশেষ সেবা ক্ষেত্রের কর্মচারীদের, যেমন পুলিশ, উকিল, ডাক্তার, আর্মি, মন্ত্রী এদের পেশাক্ষেত্রে ঘটা যৌন হেনস্থায় জড়িত থাকলে দ্রুত এবং কঠোরতর শাস্তির কথা বলেছিলাম।
    পাবলিক প্লেসে, কর্মক্ষেত্রে যৌন ইঙ্গিত সম্পন্ন গালাগালি যদি কারুকে উদ্দেশ করে দেওয়া হয় তাহলে উদ্দিষ্ট ব্যক্তির ইচ্ছে করলে আইনি স্টেপ নেওয়ার অধিকার থাকা উচিত, এটাও বলেছিলাম। সেই ইমপ্লিমেন্টেসনের জন্য গালাগালের পিছনে কি সামাজিক ব্যাকগ্রাউন্দ আছে তা রেকগনাইজ করা প্রয়োজন, সেটা বলার চেষ্টা করেছিলাম।
  • aranya | 154.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৫578636
  • সরি, গুলিয়েছি তাহলে। ঠিকঠাক আইন আর তার চেয়েও বড় যেটা, সেই আইনের প্রয়োগ - এগুলো দরকার।
  • জয় মা | 202.151.242.247 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২২578637
  • কোনও আইন দ্বারাই কিছু হইবে না, প্রাচীন ভারতীয় পদ্ধতি একমাত্র উপায়, শুধু মদিফাই করে প্রয়োগ করিতে হইবে|
    চতুরাশ্রম চাই!
    হস্টেল জীবন তথা ব্রহ্মচর্য্য, এই আশ্রমে আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি সেক্ষএডুকেশন অডিওভিডিও সহকারে শিক্ষা দেওয়া হবে!
    প্রয়োজনে প্রাকঠিক্যাল ক্লাস থাকবে, ক্লাসানুযায়ী তার রকমফের হবে|
    মার্শালআর্ট ক্লাসে যেমন ছাত্ররা স্প্যারিং করলেও ক্লাসের বাইরে বন্ধুতপূর্ণ বিহেভ করে, তেমনি বিশেস ক্লাসটির প্রয়োজনীয় প্যাকটিকাল ছাড়া কখনও কিছু করিবে না, অন্যথা কঠোর সাজা হবে!
    ছাত্রদের পোশাক স্কার্ট বা কাপড হইবে এবং তারা বিভিন্নরূপ অলংকারে সজ্জিত হইয়া অবজেক্তিফিকেশন জাতীয় বিভেদ কমানোয় রত হবে|
    উদ্ভব হইবে শিক্ষিত সুসীল জেনারেশতন আলফা,
    ভারতাবার্জগত্সভায়......
  • sosen | 111.62.66.106 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৩578638
  • অরণ্যদা, অনেকেই নীল ছবি নিয়ে আমাকে টানাটুনি করছেন । তাই আবার একবার কইলাম :)

    ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই টই এ যা বিতর্ক এখন অব্দি হয়েছে, তা মোটামুটি ভাবে সেক্সুয়াল কনফ্লিক্ট এর একটা খন্ডচিত্র। অর্থাত, এমনই হওয়ার কথা।

    মেয়েদের মধ্যে রিমি, দে, অনেকেরই তীব্র প্রতিক্রিয়াশীল মন্তব্যে ছেলেরা আহত হয়েছেন, নিন্দেমন্দও করেছেন। কিন্তু এটা ভাবার ও দরকার আছে , বেশিরভাগ মেয়েই এরকম আক্রমনাত্মক প্রতিক্রিয়া কেন দিচ্ছেন? আনবায়াস্ড দৃষ্টিকোণ থেকে দেখে মন্তব্য কেন কেউ করবেন, কেন সেটা এক্সপেক্ট করা হচ্ছে, যখন গোটা আদানপ্রদান টাই একটা দোষারোপের উপর প্রতিষ্ঠিত? যখন মা নিজের সন্তানকে বাবা ছাড়া কোনো পুরুষের কাছেই একা ছাড়তে চান না, ভিড় বাসে শরীরের যে কোনো স্থানে একটি হাত লাগলেই পার্শ্ববর্তী একটি পুরুষকে দোষী সাব্যস্ত করেন, তাঁর দোষ থাক বা না-ই থাক, তখন কি এটা ভাবার সময় আসেনি, কেন? মেয়েরা এই বোধ মাথায় নিয়ে জন্মান নি, তাঁদের মায়েরাও না। কেন আপাতদৃষ্টিতে কার্যকারণহীন ক্রোধ? সত্যি ই কি কোনো কার্যকারণ নেই এই ক্রোধের?

    অন্যদিক থেকে, নিতান্ত অপ্রাসঙ্গিকভাবেই , বাঙালি মেয়েরা পর্ন দেখেন না, পিউরিটান, ছোটবেলায় পর্ন দেখাকে দোষাবহ মনে করেন, আত্মরতিকে দোষাবহ মনে করেন ইত্যাদি শুনলাম। কাউকে কিন্তু রিমি কে জেন্ডার-বায়াসড বলে বকে দেওয়ার ফাঁকে, এই কথাগুলিকে একটিবারও জাজমেন্টাল মনে হলো না। রিমি র কথা অবশ্যই পলিটিক্যালি কারেক্ট নয়, কিন্তু অন্য কোন সিচুয়েশনটা এখানে পলিটিক্যালি কারেক্ট?

    একটি ধর্ষিত মেয়ের যন্ত্রণা , শুধু "সতীত্বহানি " সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার যন্ত্রণা নয়। একান্ত ব্যক্তিগত স্পেসে অনধিকার হানার যন্ত্রণা। বিভিন্ন রকম ভাবে প্রত্যেকদিন ডিসক্রিমিনেসনের সাথে লড়ে যাওয়ার যন্ত্রণা, এটা মেয়েরাই জানেন। না, ছেলেরা অনুভব করার চেষ্টা করতে পারেন, কিন্তু ফার্স্ট -হ্যান্ড জানতে পারেন না, টেক ইট ফ্রম আস। এও ঠিক, ছেলেদের অনেক ব্যাপারই মেয়েরা ও ফার্স্ট -হ্যান্ড বোঝেন না। তাই কারুকে জেন্ডারবায়াস্ড বলে বকে দিয়ে, লাভ নেই। সত্যি-ই তো নারী -পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কম-বেশি জেন্ডারবায়াস্ড আমরা। প্রকাশ বিভিন্ন হতে পারে, উভয়েই নিজস্ব স্পেসের জন্য লড়ছে । এই লড়াই বাড়বে বই কমবে না।

    [ এটা এককের জন্য: এককের objectification নিয়ে মতের সঙ্গে আমি সহমত নই, কিন্তু সেটা তত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ন যেটা মনে হয় , যে টাইম ও সিচুয়েশন-স্পেসিফিক যে objectification এর কথা একক লিখেছেন, সেটা কন্ট্রোল হবে ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়েই । বাসে আমার পাশে যে সহযাত্রী মহিলাটি যাচ্ছেন, তাঁর শরীরে হাত বুলিয়ে নেওয়াটা দুটো objectification এর ওভারল্যাপ। ওই সময় তো মহিলা আমার সেক্স পার্টনার নন, আমার কো-প্যাসেঞ্জার, আমার objectification আমাকে সেটাই বলে দেবে, দেওয়া উচিত । কিন্তু বহু ক্ষেত্রেই পুরুষের এই জাজমেন্ট ভুল হয়না কি? হয়। তা নৈলে এই সব আলোচনা আসতো না। অর্থাত একটি অবজেক্ট যখন একই সঙ্গে একজন মহিলা ও আমার সহযাত্রী, তখন অনেক সময়েই মহিলা রূপটি সহযাত্রী রূপের ওপর ডমিন্যান্ট। তাই অনেক পুরুষই এই অবাঞ্ছিত ব্যবহারটি করবেন। Subjectification এর তো প্রশ্নই উঠছে না। এই ওভারল্যাপ কেই তো ইন্টেলেক্ট, কালচার নিয়ন্ত্রণ করবে। তাহলে, সেক্সুয়াল objectification এর সাথে অন্যান্য objectification ও যখন উপস্থিত, তখন কেন মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল objectification বেশি গুরুত্ব পায়? এটা ফুড ফর থট । এই সিচুয়েসনাল ওভারল্যাপ কন্ট্রোল করা সম্ভব নয়। কিন্তু শিক্ষার আত্তীকরণ কিছুটা জাজমেন্ট আনে, কোনটা প্রাইমারী হবে। যদি বলেন সেটা অপ্রেসন আনবে , সমাজ তৈরী করার সাথে সাথে মানুষ বিভিন্ন অবদমন নিয়েছে, নিতেই হয়েছে। সমাজ না থাকলে অবদমন থাকার কথাই না। তো, কতটা অবদমন নেব সমাজে থাকতে গেলে? বা কিভাবে নেব? এটাই প্রশ্ন।
    একই সঙ্গে প্রশ্ন, পুরুষ কেন নারীর স্বার্থে অবদমিত হবে? বা নারী পুরুষের স্বার্থে? হলে ঠিক কতটা হবে?

    কোনো সময় এই প্রশ্ন ধরে আলোচনা এগোনোর ইচ্ছে রইলো। আপাতত এখানে খিল্লি চলছে, সেটা চলুক, অতীব স্বাস্থ্যকর বলেই মনে হয় সেটা এই কচলানোর পর । :)। আমেন। ]
  • aka | 178.26.203.155 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪৬578639
  • না না দেগে টেগে দেবার কি আছে।

    বেশির ভাগ ভারতীয় মহিলাই পানু টানু নিয়ে এমন মত প্রকাশ করে থাকে। প্রশ্ন হল কেন? সবকিছুর মতন এই নিয়েও আমার মূল্যবান মতামত আছে।মূলত যার মধ্যেই এই টইয়ের কোরটা লুক্কায়িত। তো সেটা লিখব, আপাতত মিটিং মিছিলে ব্যস্ত আছি।
  • SC | 160.212.78.41 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪৪578640
  • তাহলে কি দাঁড়ালো?
    সিপিএম/তিনু আর দাদা বাদে আরেকটা বিষয় আছে, যেটাতে বাঙালি কথা শুরু করলে শেষ হয় না। :)
    যারা শেষের আশা করছেন, বৃথা তাদের আশা। কারণ এখনো intermission ও হয়নি। সঙ্গে থাকুন।
    কাজ সেরে এসে আবার লাগছি।
  • S | 139.115.2.75 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৫৭578641
  • কেন আরেকটা টপিকও তো রয়েছে। সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র।
  • S | 139.115.2.75 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:১৮578642
  • http://timesofindia.indiatimes.com/city/kolkata/Bikers-molest-schoolgirl-on-road-beat-up-father/articleshow/18298406.cms

    এবারে দুটো কোস্নো থেকে যায়। এক, পুলিশ কি আদৌ কিছু করবে? নাকি কয়েকদিন পরে সব চেপে দিয়ে ছেড়ে দেবে? আর দুই, বাকি লোকগুলো কি করছিলো? মানুষের কর্তব্য কি শুধু নিজেরটুকু গুছিয়ে নেওয়া? তাহলে তো সেই মাৎসন্যায়ের যুগে চলে যাচ্ছে। আর যেসব গন্যমান্য লোকেদের রাজনীতির ব্যাপারে এতো উৎসাহ দেখি তাঁরা কি এখন চুপচাপ কাটিয়ে দেবে?
  • aranya | 154.160.226.53 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৩৮578643
  • আবার সেই বারাসাত, ডিসগাস্টিং। একসময় গো বলয়ের তুলনায় পঃ বঙ্গ অনেক বেটার ছিল, মেয়েদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে। পুলিশকেও মোটামুটি অকর্মণ্য করে দেওয়া হয়েছে, ওপর থেকে নির্দেশ না এলে নড়ে বসবে না। কেউ ধরা পড়লেও তার শাস্তি হতে বছর গড়িয়ে যায়, যদি শাস্তি হয় আদৌ। শুধুই অন্ধকার :-(((
  • aranya | 154.160.226.53 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৪৬578645
  • ' জবরদস্ত বোমাটি কিন্তু ফাটিয়েছেন ‘জাপানিজ ওয়াইফ’-এর গল্পকার কুণাল বসু। শুধু কি ধর্ষণকারীরাই খলনায়ক না কী? তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিনোদন-শিল্প তথা চলচ্চিত্রকেও। ‘ম্যায় তন্দুরি চিকেন’ বলে আইটেম-গানের সঙ্গে যখন আমরা নাচানাচি করি, তখন কী হয়? যারা ওই গান বাঁধছেন এবং যাঁরা চেটেপুটে উপভোগ করছেন তাঁরাও কি ধর্ষকের থেকে আলাদা কিছু?
    শর্মিলাও মানলেন, পুরুষতন্ত্রের নির্মাণ বা ধর্ষণে প্ররোচনায় বিজ্ঞাপনের ছবিও সমান দোষে দোষী। '

    - বইমেলায় ডিবেটের অংশবিশেষ, আজকের আবাপ থেকে
  • ranjan roy | 24.96.43.128 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:১৬578646
  • সোসেনের পোস্ট পড়ে আমি মুগ্ধ। খুব বড় ক।
  • ranjan roy | 24.99.90.190 | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৮578648
  • খাপে খাপ, পঞ্চার বাপ!
  • সিদ্ধার্থ | 233.239.143.72 | ২৪ এপ্রিল ২০১৩ ২০:৩১578651
  • পর্ন মিনিস্টার? :O :O

    মানে?
  • pi | 78.48.231.217 | ২৪ এপ্রিল ২০১৩ ২০:৩৭578652
  • ঃ)
    পর্ন আর মিনিস্টারের মধ্যে একটা গ্যাপ আছে ।

    লিংটা আসছে না কেন কে জানে।

    মোট কথা, এই।
    The Junior Minister for Information and Technology says experts have to be consulted on whether porn is provoking sexual violence. "I think we need some consensus as a society if such material causes violence," he said to NDTV. One of the two suspects arrested for raping a 5-year-old in Delhi has reportedly said they watched porn on a mobile phone hours before they abducted and tortured her.
  • Ekak | 24.96.128.96 | ২৪ এপ্রিল ২০১৩ ২০:৪৫578653
  • ইটা তো ,কাওকে পেটাতে যাবার আগে বিশ টা ডন-বৈঠক মেরে গেলে ; মার্ডার কেস এর চক্করে ডন-বৈঠক নিষিদ্ধ করার মত যুক্তি !!
  • ladnohc | 116.196.250.37 | ২৪ এপ্রিল ২০১৩ ২২:৪১578654
  • এককদা এখনো ডনবৈঠকের যুগে আছেন, জিম করা কোনো পাব্লিক কাউকে খুন করলে জিমগুলো তুলে দিতে হবে!
  • ladnohc | 116.196.250.37 | ২৪ এপ্রিল ২০১৩ ২২:৪৮578656
  • অথবা মার্ডারার যদি অ্যাক্শন মুভি দেখে থাকে তবে অ্যাক্শন মুভি ব্যান করতে হবে!!
  • ranjan roy | 24.96.108.16 | ২৫ এপ্রিল ২০১৩ ০০:১২578657
  • আমি বর্তমান প্রজন্মের মহিলাকে জিগাইলাম --- আপনেরা কি কন?
    ---- কাকু, তাহলে শুধু পর্ন কেন, ভায়োলেন্সওলা সমস্ত সিনিমাকেই ব্যান করা উচিত, কারণ বহুবার এই কথা এসেছে যে ডাকাতি বা সুইসাইড বা অন্যান্য ভায়োলেন্সের আগে অপরাধীরা কোন সিনিমাতে দেখে নিজেরা করে থ্রিল অনুভব করতে চাইছে।
    অনেক ধর্মগ্রন্থ ব্যান করতে হয় তাতে ধর্মযুদ্ধ/ ক্রুসেড/জেহাদ করে স্বর্গে/ হেভেনে/ বেহেস্তে যাবার কথা বলা আছে।
    ---- তারমানে কি এই কথা মিথ্যে? কোথাও কোন অপরাধী পর্ন দেখে অপরাধ করেনি?
    ---- কাকু, আপনি কখনো পর্ন দেখেন নি?
    আমি নিরুত্তর।
    --- আমি দেখেছি, তাতে কোন সামাজিক/ নৈতিক বা আইনি অপরাধ করেছি? আর আপনি সত্যি বলছেন না। তাহলে আর কথা এগুবে না।
    আমতা আমতা করে বলি-- হ্যাঁ, মানে একটু-আধটু দেখেছি বইকি!
    ---আর রোমান্টিক ফিল্ম? পরকীয়ার গল্প?
    -- হ্যাঁ, তাও।
    --- তা আপনি কটা পরকীয়া রোম্যান্স করেছেন? যৌন ভায়োলেন্সের কথা নাহয় নাই তুললাম।
    ---- বলতে কি চাও?
    -- আসলে কোন জিনিস থেকে কার কোন প্রবৃত্তির ট্রিগার হয় বলা মুশকিল। জেনেরিক ভাবে দায়ী করা, তাও দোষীর সামাজিক ইতিহাস-পরিপ্রেক্ষিত না বুঝে, ভুল মনে হয়। আমি পর্ন ব্যানের বিপক্ষে। গ্রেডিং এর পক্ষে, সার্টিফিকেশনের পক্ষে।

    আমি ঠিক সহমত নই। জুতসই যুক্তি খুঁজছি।
  • siki | 132.177.24.51 | ২৫ এপ্রিল ২০১৩ ০০:৩৬578658
  • কেন সহমত নন?

    আমি তো পানু দেখি। এখনও। পবলেমটা কোথায়?
  • Ekak | 125.118.24.165 | ২৫ এপ্রিল ২০১৩ ০১:০০578659
  • মাথা ফাথা ধরে গেলে "ফ্রিভালাস লোলা " র চেয়ে ভালো মুভি আর হয়না :)
  • 420 | 116.204.239.130 | ২৬ এপ্রিল ২০১৩ ০৯:১৭578661
  • পানু দেখেন তো বেশ করেন, আজ কাল তো স্কুল syllabus -এও পানু ঢোকানোর চেষ্টা শুরু হয়েছে | বিশ্বাস না হয় তো নিচের লিংকটা দেখুন না, বাঙালি হয়েও যাদের মানসিকতা রক্ষনশীল তারা রাজ্যের বাইরে বেরোলে কেউ বাঙালি বলে বিশ্বাস-ই করবেনা যে :-\

    http://www.dailymail.co.uk/news/article-2315030/Teachers-told-introduce-porn-classroom-explain-bad-all.html#socialLinks
  • 420 | 116.202.150.187 | ২৬ এপ্রিল ২০১৩ ১৩:১২578662
  • "রক্ষনশীল" নয় পড়ুন "সংকীর্ণ"
  • pi | 78.48.231.217 | ৩০ মে ২০১৩ ১৮:৪২578663
  • মেয়েদের পণ্যায়ন, ধর্ষণ -এসব নিয়ে এখানেই প্রচুর তর্ক হয়েছিল না ?
    এটা পেলাম, এখানে থাক ঃ
  • pi | 118.22.237.164 | ৩১ আগস্ট ২০১৩ ১১:২৭578664
  • ধর্ষণের সাথে যৌনতা, এনিয়ে এখানে কিছু তর্ক হয়েছিল।

    লেখাটা বেশ ঠিকঠাক লাগলো।
    http://www.theguardian.com/commentisfree/2013/aug/29/rape-about-power-not-sex

    '।।।Rপে ইস অ পর্তিুলর্ল্য দিফ্ফিুল্ত ্রিমে বেউসে ইত'স অবৌত বোথ পোের অন্দ ভিওলেে। Rপিস্ত্স উসে সেক্ষ ওর্গন্স অস থে লোুস ওফ থেইর ভিওলেে, বুত রপে ইস্ন'ত অবৌত সেক্ষ, অত লেঅস্ত নোত ইন থে সেন্সে ওফ বেইঙ্গ মোতিভতেদ ব্য সেক্ষুঅল অত্ত্র্তিওন ওর অন উোন্ত্রোল্লব্লে সেক্ষুঅল উর্গে। Rপে ইস অবৌত সেক্ষ ইন থে সেন্সে থত রপিস্ত্স নোত ওন্ল্য োম্মিত অ্ত্স ওফ সেক্ষুঅল ভিওলেে, বুত থত থে পের্ভসিভে থ্রেঅত ওফ সেক্ষুঅল অস্সউল্ত ইস উসেদ তো লিমিত োমেন'স সোভেরেইগ্ন্ত্য অন্দ জুস্তিফ্য সেক্ষুঅল অস্সউল্ত ইত্সেল্ফ। ঠে রেঅলিত্য ইস থত মেন অরে মুচ মোরে লিকেল্য থন োমেন তো বে ভি্তিম্স ওফ ভিওলেে ঔত্সিদে ওফ থেইর ও্ন হোমেস, য়েত ঈ ক্নো ফর মোরে োমেন থন মেন ্হো ইন্তের্নলিএ ের্তইন সুপ্পোসেদ ভিওলেে-অভৈদে মেথোদ্সঃ ল্ক িথ য়ৌর কেয়্স ইন য়ৌর হন্দ, তকে ব্স অত নিঘ্ত, দোন'ত অেপ্ত দ্রিন্ক্স ফ্রোম স্ত্রঙ্গের্স, বে রেফুল ্হত য়ৌ েঅর, দোন'ত ল্ক অলোনে অফ্তের দর্ক। হেন োমেন অরে থে ভি্তিম্স ওফ রপে, থেরে'স অন ইম্মেদিঅতে অস্সেস্স্মেন্ত ওফ ্হত শে দিদ ব্রোঙ্গ অন্দ ্হিচ ওফ হের পেেইভেদ মিস্তকেস মদে হের ভুল্নেরব্লে তো অন অস্সইলন্ত। আন এলেভেন-য়েঅর-ওল্দ গির্ল ইস গঙ্গ-রপেদ ইন টেক্ষস ব্য অ গ্রৌপ ওফ গ্রো্ন মেন অন্দ থে প্রোব্লেম স থত শে োরে মকে-উপ অন্দ "প্রোভোতিভে" ্লোথিঙ্গ। ওমেন ইন গ্য়্প্ত অরে স্ত্রিপ্পেদ অন্দ অস্সউল্তেদ অন্দ থেইর ব্রিঘ্ত্ল্য-োলোরেদ উন্দের্বেঅর ইস এভিদেে ওফ ইম্মোদেস্ত্য।

    Rপিস্ত্স দোন'ত রপে বেউসে থেয় ন'ত "গেত" সেক্ষ এল্সে্হেরে। Rপিস্ত্স দোন'ত রপে বেউসে থেয়'রে উোন্ত্রোল্লব্ল্য তুর্নেদ ওন ব্য থে সিঘ্ত ওফ সোমে ্লেঅভগে, ওর অ মিদ্রিফ্ফ, ওর রেদ লিপ্স্তি্ক, ওর অন অন্ক্লে। ঠেয় রপে বেউসে থেয়'রে মিসোগ্য়্নিস্ত সদিস্ত্স, অন্দ থেয় ফ্লৌরিশ ইন প্লেস ্হেরে মিসোগ্য়্ন্য ইস জুস্তিফিএদ অস ত্রদিতিওন অন্দ মলেনেস্স োমেস িথ অ প্রেসুম্প্তিওন ওফ ভিওলেে।

    ওম্বতিঙ্গ রপে অন্দ সেক্ষুঅল অস্সউল্ত গোএস বেয়োন্দ জুস্ত ্রিমিনলিইঙ্গ অন্দ প্রোসেুতিঙ্গ ইত। ঈত রেqউইরেস অন উন্দের্স্তন্দিঙ্গ ওফ হো মন্য মিসোগ্য়্নিস্ত পুলে পিএেস ফিত তোগেথের – থত অ ুল্তুরল বেলিএফ থত থে ফেমলে বোদ্য ইস ইন্হেরেন্ত্ল্য তেম্প্তিঙ্গ অন্দ দির্ত্য ন্নোত বে সেপরতেদ ফ্রোম অ্তিওন্স থত দো ভিওলেে তো ফেমলে বোদিএস; থত অ োেইত ওফ এলিতেনেস্স ওর পুরিত্য মেঅন্স পের্পেত্রতোর্স িথিন স্পেিঅল এলিতে ওর পুরে গ্রৌপ্স িল্ল গেত অয় িথ োম্মিত্তিঙ্গ ্রিমেস; থত োম্মুনিত্য পোলিিঙ্গ ইস উসেলেস্স ফোর এন্ফোিঙ্গ গেন্দেরেদ ্রিমেস ্হেন োম্মুনিত্য নোর্ম্স প্রিভিলেগে মেন; থত থে পোলিতিিঅতিওন ওফ ফেমলে সেক্ষুঅলিত্য সেন্দ্স অ মেস্সগে থত থে ফেমলে বোদ্য ইস পুব্লি প্রোপের্ত্য অন্দ থত োমেন অরে লেস্স দেসের্ভিঙ্গ ওফ বসি রিঘ্ত্স থন মেন।।।।।।'
  • pi | 118.22.237.164 | ৩১ আগস্ট ২০১৩ ১১:২৮578665
  • ধুস !

    ...Rape is a particularly difficult crime because it's about both power and violence. Rapists use sex organs as the locus of their violence, but rape isn't about sex, at least not in the sense of being motivated by sexual attraction or an uncontrollable sexual urge. Rape is about sex in the sense that rapists not only commit acts of sexual violence, but that the pervasive threat of sexual assault is used to limit women's sovereignty and justify sexual assault itself. The reality is that men are much more likely than women to be victims of violence outside of their own homes, yet I know far more women than men who internalize certain supposed violence-avoidance methods: walk with your keys in your hand, take cabs at night, don't accept drinks from strangers, be careful what you wear, don't walk alone after dark. When women are the victims of rape, there's an immediate assessment of what she did wrong and which of her perceived mistakes made her vulnerable to an assailant. An eleven-year-old girl is gang-raped in Texas by a group of grown men and the problem was that she wore make-up and "provocative" clothing. Women in Egypt are stripped and assaulted and their brightly-colored underwear is evidence of immodesty.

    Rapists don't rape because they can't "get" sex elsewhere. Rapists don't rape because they're uncontrollably turned on by the sight of some cleavage, or a midriff, or red lipstick, or an ankle. They rape because they're misogynist sadists, and they flourish in places where misogyny is justified as tradition and maleness comes with a presumption of violence.

    Combating rape and sexual assault goes beyond just criminalizing and prosecuting it. It requires an understanding of how many misogynist puzzle pieces fit together – that a cultural belief that the female body is inherently tempting and dirty cannot be separated from actions that do violence to female bodies; that a conceit of eliteness or purity means perpetrators within special elite or pure groups will get away with committing crimes; that community policing is useless for enforcing gendered crimes when community norms privilege men; that the politicization of female sexuality sends a message that the female body is public property and that women are less deserving of basic rights than men...'
  • maximin | 69.93.215.151 | ৩১ আগস্ট ২০১৩ ২২:৫০578667
  • Oh but they also rape because they're uncontrollably turned on. What had turned them on is another matter. Misogyny -- hatred or dislike of women -- is not the only reason.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন