এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ক্যাকটাসপ্রমী | 127.194.196.237 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:৪৩578602
  • "চেপে রাখা সেক্সে চরিত্র নষ্ট" - ক্যাকটাসের গানের লাইন।

    আর সিকি আবার বিদেশ টেনে আনে কেন? আমাদের সমাজে যেখানে এখনো, এই ২০১৩ সালেও এত অসম অবস্থানে ছেলে মেয়েরা - সেখানে ন্যাংটো হয়ে রোদ পোয়ানোর কথা এনে সে কি আদতে আবার অবজেক্টিফিকেশনই করছে না মেয়েদের? তদুপরি ৪ থেকে ১৬? নিজের প্রথম পানু দেখার যে বয়সের উল্লেখ সিকি করেছে, তার তুলনায় এই রেঞ্জটা যে কি বিপজ্জনক সে কি বুঝছে না?
  • Yan | 161.141.84.239 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:৪৮578603
  • রিমির ৭ঃ৫৭ এর পোস্টের প্রতিটি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ক ক ক্ক। এতখানি গুছিয়ে যুক্তিসম্মত করে অথচ বেশ সংক্ষেপে আসল কথাগুলো লেখা সহজ নয়। পাতার পর পাতা তো বহু লোকের বহু হ্যাজানো আর প্যাঁচানো দেখলাম! এখন রিমিকে অনেক ধন্যবাদ সত্য কথা স্পষ্ট করে শুনতে পেলাম বলে।
  • | 80.39.187.119 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৬578605
  • missionary position অবশ্যই ব্যান করতে হবে, এটা discrimination promote করে|
  • ছ্যাবলা আঁতেল | 127.194.196.237 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২১578606
  • আমার অবস্থানটাও ক্লিয়ার করে যাই। কোনো শিল্পীর অধিকার বা স্বাধীনতার বিষয়ে আমার কোনোই বক্তব্য নেই। শুধু "চু*" গানটি শুনলে সমাজে রেপ প্রোমোট হয় আর পানু দেখলে হয় না, সিনেমায় আইটেম সং থাকলে রেপ প্রোমোট হয় আর ন্যুডশ্যুট মডেলিং-এর মিডিয়া প্রোমোশনে হয় না - এবংবিধ নানাপ্রকার ধ্যান ধারণাকে আঁতলামো বলব না ছ্যাবলামো সেইটে বোঝার চেষ্টাই চালিয়ে যাচ্ছি। পার্সোনালি কার পানু দেখলে গা গোলায় না "চু*" গানটি শুনলে বমি পায় জানার কোনো ইচ্ছেই নেই। কিন্তু কোনো গানের কনটেন্টকে সমাজের কোনো কঠিন ক্রাইমের কারণ হিসেবে দেগে দেওয়ার মধ্যে একটা পলিটিক্স আছে, সমস্যার গভীরে যাওয়ার বদলে সহজ স্কেপগোট ধরবার প্রবণতা আছে - সেইটে কেই আদতে ইন্টেলেকচুয়াল মাস্টারবেশন বলা যায় কিনা বোঝার চেষ্টা করছি।
  • Ekak | 125.118.170.33 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৮578607
  • রিমি
    আপনি কোন অধিকারে এই কথাগুলো বলেন ? মেয়ে হওয়ার অধিকারে ???

    ফু ::

    এরকম ভাবে কারোর সঙ্গে কথা বলিনা কিন্তু আপনার কথার ধরন দেখে বলতে বাধ্য হচ্ছি । আমি পুরুষ বলে মন্তব্য করতে পারিনা আর আপনি শারীরিক ভাবে মেয়ে বলে মেয়েদের নিয়ে মরলি করার অধ্জিকার নিয়ে বসে আছেন এসব গাম্বাট যুক্তি কদ্দিয়ে পান বলুন তো ? আর পান যদি তো নিজের কাছে রাখতেই তো পারেন ।

    যে মেয়েরা আইটেম নাচে তারা অনেকেই নিজের কাজকে গ্লোরিফাই করে । তাহলে ধরে নিতে হবে যে তারা যেহেতু মেয়ে হয়ে গ্লোরিফাই করছে তাই যা বলছে তাই ঠিক ??? সেক্ষেত্রে আবার কায়দা করে বলবেন তারা ব্রেন ওয়াশ্ড ।
    "মেয়েদের নিয়ে মন্তব্য " করতে গেলে শেষ অবধি মেয়ে হতে হবে তাই তো ?? দেন হওয়াই নট টেক শেরলিন চোপরা'স ভয়েস এবাউট উঅমান্কান্দ এস এক্সাম্পল ?? হওয়াই নট ?? তিনিও তো মেয়ে !!

    ইন জেনেরাল কোনো যুক্তি নেই । অক্লান্ত ভাটের যুক্তি দিচ্ছেন আর মাঝে মাঝেই মেঝাজ হারিয়ে পুরুষদের বকছেন । এছাড়া কোনরকম পসিটিভ এপ্রোচ আপনার দেখিনি ।
    কি টিপলে কি মনে হয় আর কথা দিয়ে কি ঢোকায় সেই নিয়ে আমি এক্সপ্লিসিট এ যাবনা । মোটামুটি গুরু র মোড়ল দের পালস আমার বোঝা হয়ে গেস্সে । মুখ খুললেই এক্ষুনি এসে আবার কেও গম্ভীর গলায় বিরক্তি প্রকাশ করে যাবে । মাথা ঠান্ডা করুন ম্যাডাম । যুক্তি না পেয়ে বেদম রেটরিক দিচ্ছেন অনেকক্ষণ । আপনি মেয়ে বলে "মেয়েদের হয়ে" শেষ কথা বলবেন আর গুটি গুটি সবাই তাই মেনে নেবে এরকম চূড়ান্ত হাস্যকর ধারণা যদি পুষে থাকেন নিজের কাছেই রাখুন । "আমরা ছেলে " এরকম কোনো ইংল থেকে আমি অন্তত কোনো কথা বলি নি কাজেই কোন অধিকারে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আপনাকে জাস্ট যোগ্য ই মনে করছিনা ।

    ,,,,,,,,,,,,,,,,,,নিন এবার সবাই দলে দলে এসে মিউচুয়াল ব্যাক্স্ক্রাচীন করুন গুরুজনেরা । হামি কাট তা হায় । মাছের মাথা দিয়ে মুগের ডাল বসিয়েছে । হেব্বি খস্বাই বেরিয়েছে :) :) :)
  • | 75.255.37.137 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩৯578608
  • এককদা ছাড়ান দেন, বরঙ একটা টই খোলেন জীবনের প্রথম পানুপাঠ ও পাতিদেখার গপ্প নিয়ে|
    আর দিসক্লেমার দিয়ে দেন উমেন নত এলাউদ!
    কারং তাঁহারা এরসে বঞ্চিত কিনা|
  • rimi | 178.26.205.19 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৮578609
  • "মেয়েদের নিয়ে যেকোনো মন্তব্য" নয়, হানি সিংএর কদর্য্য গানটির পরিপ্রেক্ষিতে মেয়েদের যৌন আনন্দ কিম্বা তৃপ্তি, মেয়েদের অপমানবোধ কিম্বা যন্ত্রণা - এগুলো নিয়ে মতামত দেবার কথা বলেছি। না, এগুলো নিয়ে কথা বলতে হলে ভ্যাজাইনা কিম্বা ইউটেরাস থাকতেই হবে এমন নয়, পেনিস, স্ক্রোটাম ইত্যাদি থাকলেও চলবে যদি তার সঙ্গে ঘাড়ের উপরে একটি মাথাও থাকে, আর মাথার ভিতরে কিছুটা চেতনা।

    হ্যাঁ, তার সঙ্গে বাংলা ভাষা আর বানানের খানিকটা জ্ঞানও খুব জরুরী... নয়ত আদ্ধেক কথা তো বোঝাই যায় না স্যার।
  • Ekak | 125.118.75.176 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৩578610
  • অব্জেক্তিফিকেষণ নিয়ে ইন জেনেরাল কিছু কথা , নতুন কিসসু না আমার নিজের মনে হওয়া । "ওসব অনেক সুনেছি " এবং "আমি সব জানি" দের জন্যে পিজি স্টেটাস দেওয়া রইলো :)

    এরকম বস্তাপচা থিওরি গুরুতে উঠে আসবে ভাবিনি । আশা ছিল এখানকার লোকজন জার্গন তলার আগে হেজিমনি তা খেয়াল রাখেন । সতের দশক -প্রি এন্ড পোস্ট ব্রা বার্নিং মুভমেন্ট - অব্জেক্তিফিকেষণ এগুলো নিয়ে পরিস্কার ধারণা রাখেন । ইভান্জেলিয়া বা স্তেন্বার্গ এর বেশ কিছু লেখা আছে পরে নিতে পারেন । বা আরও পিচ্চিয়ে গিয়ে নাওমি র জার্নাল গুলো । মজার কথা হলো একটা সময় আমি অব্জেক্তিফিকেষণ থিওরি র বেশ ভক্ত ছিলুম । মানে ছোটবেলায় ।যখন সবে সেকন্ড সেক্স পরে শেষ করেছি । মডার্ন ফেম দের লেখা হাতে আসছে।পরে বুঝেছি এই থিওরি তার মত বড় করে কবর আর কোনো থিওরি খুঁড়তে পারেনি কেও , এত লিস্ট হাও এভার ফেমিনিস্ম ইস কন্সার্ন্দ । ছোটবেলায় যা হয় আরকি , ছোট স্কার্ট পরা সহপাঠি র পা মুরে বসা দেখে উত্তেজনা এবার সমাজ যেহেতু শিখিয়েছে যে যৌন উত্তেজনা ভালো কথা নয়কো অমনি মেয়েটার দোষ খোঁজার চেষ্টা কর্ত্তম । মেয়েদের সেক্স অবজেক্ট হিসেবে দেখা উচিত নয় এই ধারণা তা মিলে মিশে যেত আমাদের রামকৃষ্ণ মিশনে সেখান ভালো-মন্দের কনসেপ্ট এর সংযে । তবু মনের মধ্যে খচখচ করত । আমি সেক্স অবজেক্ট হিসেবে দেখব না আর তুমি রাস্তায় বসে পা ফাঁক করে জুতোর ফিতে বারবার বাঁধবে এ কেমন তামাশা বাপু :( :( বচ্ছর সাতেক আগে দেখি আমার প্রানের দোসর মার্কেট এ এসেছেন । ফেমিনিস্ট নারী আরিয়েল লাভী র বিখ্যাত জার্নাল "ফিমেল শভিনিস্ট পিগ " । পরেই মাথা তা গরম হলো । এজা বলছে সবকটা কথাই অব্জেক্তিফিকেষণ থেকে দিরায়ভ্দ । কিন্তু ফাইনাল ইন্তার্প্রিতেষণ তা তো মেনে নিতে পারছি না ?? লাভী পরিস্কার দাবি করছেন যে মেয়েরা যে সাজগোজ করে-ছোট পোশাক পরে এগুলু অব্জেক্তিফিকেষণ ছাড়া কিসসু নয় । নিজে মেয়ে হও বা ছেলে অব্জেক্তিফিকেষণ ইস অব্জেক্তিফিকেষণ । একটি ছেলে একটি মেয়েকে ছোট পোশাক পড়তে প্ররোচিত করলে বা সাবানের বিজ্ঞাপন এ মডেলিং করলে যেমন অব্জেক্তিফিকেষণ হয় ,যে মেয়েটি ছোট পোশাক পরে রাস্তায় বেরয় সেও আসলে নিজেকে অব্জেক্তিফাই করেন । খাঁটি যুক্তি যদি অব্জেক্তিফিকেষণ মানতে হয় । নিজে মেয়ে বলে নিজেকে অব্জেক্তিফাই করা যাবে আর এক ই কথা ছেলে রা বললে বলবে ভুল এত পাঁঠা র মত যুক্তি হলো। যা ভুল তা যেদিক থেকেই দেখো ভুল । লাভী এও বলছেন যে নিজেকে লোভনীয় করে পেশ করে পুরুষদের দোষ দিয়ে লাভ নেই । এবার আর সহ্য করা গেল না । নেড়া মাথা চাদ্দি আর এই ফেমিনিস্ট অব্জেক্তিফিকেষণ থিওরি যে আদতে এক ই ইস্কুলের মাল তা চোখের সামনে ক্লিয়ার হয়ে গ্যালো । ব্রাউনমিলার এর ও বেশ কিছু লেখা আছেঃ এর ওপর । আমার মাথার মধ্যেঘন্ট তে শুরু করলো এই যে ইস্কুলের দিদিমনি কে শুধু দিদিমনি ভাবি , নার্স গা ধুয়ে দিলেও আলাদা করে কিছু মনে হয়না এগুলো তো তাহলে চূড়ান্ত অব্জেক্তিফিকেষণ ।নার্স কে শুধু নার্স বলেই ভাবছি ! খিই কান্ড !! কেও কোনদিন শুনেছে যে কোনো লেখক কান্নাকাটি করছে লেখক হিসেবে অব্জেক্তিফাই হওয়া নিয়ে ? ইন জেনেরাল মানুষ হিসেবে নয় । তাহলে কেস তা কি এই যে যখন আমার ভাল্লাগে তখন অব্জেক্তিফিকেষণ ভালো আর নইলেই খারাপ ? আর আরিয়েল লাভী এই কুখ্যাত পেপার তা লিখে এমন ক্যাচাল পাকালেন যে সারা ফেমিনিস্ট স্কলার্কুল ঝাঁপিয়ে পরেও ড্যামেজ কন্ট্রোল করতে পারল না । রল রিভার্সালের যুক্তি এনে অনেক তর্ক হত গরমের দুপুর গুলো তে সহপাঠি ছেলে-মেয়ে মিলে । কিন্তু সমাধান এলো না । গড়ায় গলদ আছে কথাও এই সন্দেহ বসে গেল মনে । লাভী র সঙ্গিনী র পেপার গুলো উ পারলে পরবেন ।ইনি ই মূলত পাতার পর পাতা লিখে প্রমান করার চেষ্টা করেছেন পর্ন মানেই খারাপ এবং সেইকারনে সমাজে যত খারাপ কাজ হচ্ছে । জাস্ট নাম তা মুছে দিয়ে পড়ুন মনে হবে পুরীর সকরাচার্য (এক্ষেত্রে একজন মহিলা ) ফতোয়া দিচ্ছে মেয়েদের কিভাবে চলা উচিত কেন নুদ মডেল হিসেবে এপিয়ার করা উচিত নয় ইটিসি ইটিসি ।আমার আবার ফতোয়া দেখলেই চিরকাল মটকা বিলা হয় !

    এই পৃথিবী তে কে বা কি অবজেক্ট নয় ? সবাই-সবকিছু অবজেক্ট । কখনো সেক্সুয়াল অবজেক্ট -কখনো এসথেটিক অবজেক্ট -কখনো ইন্টেলেকচুয়াল । কিন্তু অবজেক্ট । তাহলে অসুবিধে কি ? একদল চিল্লে বললেন : অসুবিধে আছে,,,,,,,,,,,,,,,,,,,,,,, তুমি সব গলাচ্ছ ! শুধুমাত্র সেক্স অবজেক্ট হিসেবে ভেবে নিতে পারনা কাওকে !! কেন পারিনা ? যখন যা করছি তাই তো ভাবব !! যে মেয়েটির সংযে ঝরা ৫ ঘন্টা এন্টি দুরিং নিয়ে তর্ক করি কি তার বুকের খাঁজে চোখ যায় না তো ?? সে তখন আমার কাছে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল অবজেক্ট । তাহলে যখন যার সংযে শুছ্চি সে সেই মুহুর্তে সেক্ষুআল অবজেক্ট ছাড়া কি ?? চাপ কথায় ??

    চাপ আছে বস । আছে । সেক্সুয়াল ফিটনেস -ইভলুসনারী হায়ারার্কি এগুলো সবার জন্যে নয় । যন্ত্র সভ্যতা যত এগিয়েছে বিভিন্ন কারণে ( যার একটা কারণ অবস্যই নারী ভ্রুণ হত্যা , আমি কিছুতেই বুঝিনা মেয়ে কমে গেলে কার সংযে সেক্স করব এইটাও কি গাড়ল গুলো ভাবেনা ?? ) , জন্ত্রসভ্যতা জনিত জীবনের জটিলতা ও ব্যস্ততা মানুষের সেক্সুয়াল পতেন্শিয়ালিতি এন্ড প্লেসার লেভেল কে চ্যালেঞ্জের মুখে নিয়ে এসেছে । ইন্টেলেকচুয়াল স্ট্রেস বেড়েছে ।হরমন এফেক্ট করেছে ।এটার সংযে ফাইট করার জন্যে মানুষ এমন একটা স্ত্যান্দার্দ সেট করতে চেয়ে ছে যে এস ইফ ইন্তেলেক্চুআল অব্জেক্তিফিকেষণ ইআ ওয়ে বেটার এপ্রোচ দ্যান সেক্সুয়াল অব্জেক্তিফিকেষণ । কম্প্লেত্লি ভাবের ঘরে চুরি করা যাকে বলে আর কি :) :) এই করতে গিয়েই প্রতিনিত মানুষ নিজেকে মিথ্যে বলে আর ভুল বোঝায় । অব্জেক্তিফিকেষণ হাস নাথিং রং র্যাদার ওটাই ফ্যাক্ট । যে কোনো এন্টি অব্জেক্তিফিকেষণ ক্যাম্পেন অবদমন ছাড়া কিস্সুর জন্ম দেয়না ।
    তাহলে বলছ মেয়েদের কে সেক্স এর সময় জুত মারা ঠিক ? রোগ তা তো জুত মারায় নয় বস ! রোগ তা পাওয়ার ডিভিশন এ । যে দুর্বল তার জন্যে গোটা পৃথিবী তাই একপেশে । যে জিনিস দুপক্ষেই চললে সুন্দর ইরোটিকা হয় সেই জিনিস ই দিনের পর দিন এক্পাখ্হিক হলে কুত্সিত পর্ন এর জন্ম হয় । তখন গলা তুলে মিসজায়নি মিসজানি বলে চেল্লাতে হয় । ওরে ফাগল গালভরা নাম দিলেই সমস্যা সমাধান হয় না । পাওয়ার ইকুয়ালিটি তে এস তাহলে এই সমস্যা গুলো সমাধান এর দিকে যাবে । ডমিনেশন ইস পার্ট অফ সেক্স । কিন্তু সেটা সুধু পুরুষের ডমিনেশন নয় । মেয়েদের ও । তবেই সেটা গেম । নৈলে একপেশে । আমার কাছে বোরিং । ন ফান । কারো ভাষায় খারাপ ।আমি আবার যা বোরিং তা ভালো না খারাপ তা নিয়ে লিস্ট কন্সার্ন্দ । পর্ন -হলুদ বই-চটি সাহিত্য এগুলো তো বাইরের গ্রহ থেকে আসেনা ! সমাজের এ প্রতিফলন । আঙ্গিক তা খুব শ্যালো কিন্তু প্রতিফলন অবস্যই ।তাহলে সমাজে পাওয়ার ইনেকুয়ালিতি থাকলে ওখানে তার প্রতিফলন পর্বে না ? একশবার পর্বে । তা আমি আইনা তাকে ভাংবো না মুখের রোগ সরাব ?? জ্ঞান হয়ে থেকে দেখছি মেয়েরা শ্যামা-শাপমোচন এ নাচতে যত উত্সাহী ভলিবল খেলতে বা মার্শাল আর্ট এ নয় । আর কতদিন "আমাদের সমাজ মেয়েদের ওগুলো তে উত্সাহ দেয় না " নামক বুলি আওড়ানো হবে ? কতদিন ? যে মেয়েটি রাত্রদিন আপিসে পরিশ্রম করে তার রোজগার কোথায় ইনভেস্ট হবে ঠিক করে দেয় বর । তাহলে বাল্টা চাকরি করিস কেন ?? একটা গাড়ি র পাশে আরেকটা গাড়ি কেনার জন্যে ? উত্তর নাই । মূল জায়গায় কেও আঘাত করবেনা । তাহলে সুখের ঘর ভেঙ্গে পরে । তাসে টোকা পরে । বরং অনেক সুবিধা কিছু বই পরা বস্তাপচা বুলি আওরাও । অব্জেক্তিফিকেষণ এর মত বোকা বোকা জিনিস হাজির কর । বুহেও মূল সমস্যা না বোঝার ভান কর । কে বাবা ডিসিশন মেকার হওয়ার চাপ নেই । তার চেয়ে যা আছি ভালো আছি মাঝে মাঝে চূড়ান্ত ইর্রেলিভেন্ট দিস্কানেক্তেদ এবং সবার ই খোলা গলায় কথা বলতে একটু "ইয়ে মত" লাগে সেরকম সফট কর্নার যেমতি প্রনগ্রাফি খুঁজে নিয়ে তার দিকে তোপ দাগ । ব্যাস ।

    মোটামুটি সবাই আমাকে হুলিয়ে পানুবাজ ভেব নিয়েছেন :) শেষ কবে দেখেছি মনে নাই। কেলাস ৭-৮ থেকে দেখে দেখে বিরক্ত হয়ে গেসলুম ওই একপেশে কাজকম্ম দেখেই । শুধুই পুরুষ এতক করে নারী না । ভার্গাস এইঅসা র ইরোটিকা পড়তে যে পাওয়ার-প্লে পাই সেটা পানু তে পাইনা । কিন্তু এই থ্রেড এ যখন দেখলুম রেপ এর মত একটা সমস্যা জেতার কারণ ও এই পাওয়ার ইনেকুয়ালিতি সেটার সঙ্গে পর্ন কে এক করা হচ্ছে তখন হাবলাম তা আর সহ্য হলো না । সেই মুখের ব্রণ অপছন্দ বলে আয় না ভাঙ্গার পুরনো গপ্প । তাই এট্টু বেশি লিকে ফেলেছি । একটু হওয়া না তুললে সবাই মুখোশ খুলছিলো না । একটা অদ্ভূত ধরি মাছ না চুই পানি জায়গা থেকে একদিকে বেশ্যাবৃত্তি কে সমর্থন করি আরেকদিকে আইটেম সং মানে অব্জেক্তিফিকেষণ এরকম লাইন এ খেলছিল । এন্ড এত এন্ড আই মাস্ট সে "দে" খুব অনেস্ট । অনার মনে হয় পর্ণগ্রাফি অস্বাভাবিক পরিস্কার বলে দিয়েছেন । পলিটিকাল কারেক্ত্নেস এর ধার ধরেন নি ।সসেন এর লেখা আগাগোড়া যুক্তি তে বাঁধা সুধু "অর্ধ উলোন্গ্য" জায়গা তা মিসফিট । তাও সেটা যুক্তি ভুল বলে নয় । অনার এপ্রোচ অব ব্রিং আপ আলাদা বলে । সে হতেই পারে । অনেকেই ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে লিখেছেন । নিজেদের "আমি ছেলে" বা "আমি মেয়ে " জেন্ডার ক্রাইসিস থেকে যতটা পারা যায় সরে দাঁড়িয়ে । কাওকে ব্যক্তিগত আক্রমন করে থাকলে ষাট ষাট ষাট । ক্ষমা চাইব না কারণ কাজ করার আগে ভেবেই করি । হাবলাম তা আর সহ্য হচ্ছিল না । তাই কদিন নিজের সময় নষ্ট কল্লুম । অন্যদের ও । সবার ই সময় দামী :) এই তই তে আর কিছু লেখার proyojon phuriyechhe। তাই seshbarer মত বোর করে niloom । খুদা হাফিজ ।
  • Ekak | 125.118.75.176 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৬578612
  • আমার এই পেল্লাই চক্খুপীড়ক পোস্ট কোনো ব্যক্তিবিশেষ কে উদ্দেশ্য করে নয় । এমনিতেই ভাবছিলুম এই রেগুলার হ্যাজ তা এবার কাটিয়ে দি। তাই শেষবার হ্যাজ দিয়ে নিলুম ।
  • aka | 85.76.118.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২১578613
  • ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে আলোচনা চালান।

    যাইহোক, এই গানটি হানি সিং ডিসওন করার পরে আর কিছু বলার নেই। কারণ কোন এক স্যাম ডিক হ্যারি ইন্টার্নেটে ফালতু জিনিষ প্রডিউস করলে এক, আর হানি সিংয়ের মতন বিখ্যাত পার্সোনার গান বহুল প্রচারিত হলে এক। এই গান নিয়ে আমার আর কোন বক্তব্য নেই। গানটি বাজে কিন্তু এমন কিছু ওয়াইডলি পপুলার নয় যে সেই নিয়ে মাথা ঘামাতে হবে।
  • | 233.228.168.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৮578614
  • একক এবার থামা যাক প্লিজ।
  • | 233.228.168.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৩০578615
  • হয়তো দু পক্ষের যুক্তি আছে। কিন্তু ব্যাপার টা বড় বিরক্তকর জায়্গায় চলে যাচ্ছে।

    একক আর রিমি দু জন কেই অনুরোধ থামার জানাচ্ছি। প্লিজ।
  • UA | 176.137.191.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৭578616
  • The big mouth moron Ekak has opened his mouth again. Watches porn but worries about people calling him addict.
    Comes under a fake name and blames people about anonymity. What a shitty hypocrite!
  • h | 127.194.226.33 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৭578617
  • http://www.guardian.co.uk/music/2013/jan/31/rapper-angel-haze-religion-rape-survival

    Haze says: "People say, maybe you shouldn't have worn such a short skirt, instead of, maybe you – as a male – shouldn't have raped. And even though it's so prominent in our culture – stories every day! – people always say: You're lying. Every rapist is quick to tell the victim: Nobody's gonna believe you. When I finally told someone, they did nothing about it, and that's the worst thing of all"
  • | 75.255.37.197 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪২578618
  • এককদা ভোমরার চাকে হাত দিছেন, এবার সামলান|
    মহিলারা মেকআপ, গয়না, ননকমফর্টবল কিন্তু টাইটফিটিং ডেরেস, পার্তিকুলার কিছু অংশ খোলা পোশাক, পুশাপব্রা ইত্যাদি পরেন শুধুমাত্র সুন্দর দিখানোর জন্য, ইহাকে অবজেক্টিফিকেশনের সাথে গুলায়েন না|
    মাথায় ঢুকায়ে নেন এগুলান|
    আর সুন্দর জিনিসেও আপনি উত্তেজিত হলে মূলবন্ধ, মহাবন্ধ, শক্তিচালনী এসব মুদ্রার সাহায্যে মন শান্ত করুন
  • সাবালক ব্রহ্মচারী | 69.160.210.2 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২578619
  • কেন, মাস্টারবেশনে তো ব্যান নাই, বাছা ছ। উত্তেজনা প্রশমণের বিবিধ উপায় রয়েছে, আইন না ভেঙেও। অন্তত এ তো আর প্রাচীণ ভারত নয় যে বীর্যধারণের উপর জোর দেওয়া হবে। হত সে যুগের সময়, দু-চারটে মেনকা উর্বশীকে শাপ দিয়ে কাজ সমাধা হত। দুর্ভিক্ষপীড়িত গ্রামে বিরিয়ানি উৎসব করা যাবে না কেন বলতো?
  • ranjan roy | 24.99.2.69 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৮578620
  • এককের লেখা পড়তে চোখে ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি না--- কম্পূ'র প্রবলেম? দীর্ঘমাত্রা ও মহাপ্রাণ বর্ণ গুলো গায়েব কেন?
  • ranjan roy | 24.99.2.69 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫578621
  • আর আকার বক্তব্যের সাথে একমত যে বিষয়মুখীন আলোচনা হোক, ব্যক্তিমুখীন নয়।
    আর হানি সিং এর কথিত গান উপলক্ষ মাত্র, লক্ষ্য নয়। এই টই খোলার উদ্দেশ্য ছিল আমাদের ভ্যালুসিস্টেম, পিতৃতন্ত্র, যৌনতা, শ্লীল-অশ্লীলবোধ, স্বাধীনতার সীমা ও মনের বিভিন্ন পরতগুলোকে নেড়েচেড়ে দেখা। কোন একটি মতকে প্রতিষ্ঠা করা নয়, বরং সব গুলোরই গ্রে-এরিয়াটা দেখা। তা যথেষ্ট হয়েছে। এবার টই শুধু আয়তনেই নয়, মূল উদ্দেশ্যের দিক থেকেও অপ্রাসংগিক হয়ে গেছে।
    কাজেই এর গঙ্গাযাত্রাকে মেনে নেয়া হোক।
  • dd | 132.167.27.252 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০578623
  • বহুক্ষন বহুদিন হয়ে গ্যালো আমি ঘাপটি মেরে আছি। শেষ কথাটি আমি কইবো এরম একটা ইচ্ছায়।

    আর কেউ না লিখলেই সেটি পুরণ হয়।
  • ঢিংকাচিকা | 24.96.55.76 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৮578624
  • ইচ্ছেপূরণ কি অত সহজ? আরেকটু অপেক্ষা করেন;-)
  • sosen | 24.139.199.1 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০১578625
  • আমার মনে হয় এই থ্রেড টা বেশ উপকারী থ্রেড হয়েছে। অত রাগারাগির কি কারণ?
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৮578626
  • হে হে ডিডিদার ইচ্ছেতে জল ঢেলে...
    যাকগে, এখানে কি নিয়ে যেন কথা হচ্ছিল, র‌্যাদার, কি নিয়ে হচ্ছিল না?
  • | 202.151.243.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৮578627
  • হে সাবালক ব্রহ্মচারী,
    মাস্টার্বেশন ব্যান নয় কিন্তু কেন নয়?
    ইহার সইতে কল্পে কিংবা বাস্তবে অবজেক্তিফিকেশন এবং পানু জড়িত|
    সুতরাং অবজেক্তিফিকশন বন্ধ করা পানু জ্বালানোর সাথে মাস্টারবেশন (পুরুষদের) ব্যান করাও যুক্ত!
    ছোটবেলায় একটা গপ্পে পডেছিলাম যেই মনে কামভাব জাগিবে বৈঠক মারতে হইবে, 100 200 যতখন না মাথার থেকে কামেচ্ছার অবনমন হয়ঃ))))
    আর যোগপন্থা তো আগেই কইছি,স্কুলে জীবনশৈলি (যাহাকে ভদ্রজনে কয় সেক্ষ এডুকেশন)শিক্ষায় উপরোক্ত মুদ্রা অনুশীলন বাধ্যতামূলক করিতে হইব........
    এই বিশাল আলুচানা থেকে কইতে পারি
    রঞ্জনদার গল্পের মেয়েটি প্রায় সবারে থাপ্পর মেরে জিতে গেছেন!!
  • | 202.151.243.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৪578628
  • আর এই টইতে বেশ কয়েকবার নিজের স্ট্যাণ্ড পাল্টাতে বাধ্য হলাম|
    বেশ কয়েক জায়গায় পুরুষদের কথাটি লেখার কারন এখানে বেশিরভাগ পুরুষরাই পানু এবম্ মাস্টারবেটকে স্বাভাবিক মানেন, বেশিরভাগের আঠারোর অনেক আগেই পানুর অভিজ্ঞতা...
    আর বেশিরভাগ মহিলারা সেই বেঙ্গলিগার্লের ছাঁদ, পানু ছ্যা গাগোলানো, মাস্টারবেশন ইস্স্স্স, এনারা আঠেরোর আগে ভাজা মাছটিও সোজা খেতে জান্তেন না.....
    এ টইএ আর কিছুই লেখার নেই|
  • wiki | 69.160.210.2 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৪578629
  • রিমি বললেলঃ "জুতো খেয়ে যৌন আনন্দ পেতে কেমন লাগে? ভেবে দেখেছেন? .... মানুষের যন্ত্রণা নিয়ে আঁতলামো হচ্ছে!!!!!!! ছ্যাবলামির একটা সীমা থাকা উচিত।
    ---

    কি ওয়ার্ডটা হচ্ছেঃ "erotic spanking"
    A spanking may be carried out with the use of a bare hand, or with any of a variety of implements, including a paddle, strap, hairbrush or belt.[2] Other popular tools are canes, riding crops, whips, switches, birches, sneakers, rolled-up newspapers

    এখানে sneakers টা জুতো।
    এই পোস্টটা কে এডুকেশনাল ও ধরতে পারেন।
  • sosen | 24.139.199.1 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫২578630
  • ছ এর আনন্দিত কনক্লুসন দেখে আমার য্যানো কেমন কেমন একটা সন্দেহ জাগছে।
    কিন্তু সব কথা সর্বত্র কইতে নেই। আর মানুষের আনন্দেও বাধা দিতে নেই। আনন্দম। :)
  • aranya | 154.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫১578631
  • রিমি বড় রেগে যায়। অবশ্য দিল্লীর মেয়েটির ওপর যা নৃশংস অত্যাচার হয়েছিল, রেগে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু রাগ-টা তো ঠিক লোকেদের ওপর দেখাতে হবে। এই টইটা যেটুকু পড়েছি, একক তো কোন অপমান করে নি কাউকে। ঠাট্টা করেছে, আওয়াজ দিয়েছে, সারকাস্টিক কমেন্ট করেছে, ব্যক্তি আক্রমণ কিছু করে নি। রাস্তাঘাটে মেয়েদের ওপর, বা ছেলেদের ওপরও, কোন আক্রমণ হলে হয়ত দেখবে একক-ই এগিয়ে এসে বাধা দিচ্ছে, গুরুতে ওর লেখাপত্তর পড়ে আমার তো তাই মনে হয়।
  • aranya | 154.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৪578632
  • ব্যক্তিগত ভাবে নীল ছবি থেকে আইটেম সং, মুজরো, ন্যুড মডেলিং, খবরে কাগজের সাপ্লিমেন্টে বা টিভি-র পর্দায় হাফ ন্যুড মেয়েদের ছবি - এ সব-ই বছর কুড়ি-তিরিশের জন্য বন্ধ হলে যদি সমাজে রেপ, মলেস্টেশন কমে, সোসেন যেমন বলেছিলেন, অমি সর্বতো ভাবে তার পক্ষে, ব্যক্তিগত ভাবে আমার সেগুলো ভাল লাগলেও।
    টোটালিটারিয়ান মেজার কারও মনে হতে পারে, আমি তার পক্ষে, শিল্পীর স্বাধীনতা বা ব্যক্তিস্বাধীনতায় লাগাম পরানোর পক্ষে, যদি তাতে মেয়েদের ওপর আক্রমণ বন্ধ হয়। মুস্কিল হল এতে সত্যিই কিছু লাভ হবে কিনা, তা জানা নেই।
  • pinaki | 132.174.31.238 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩২578634
  • ভালোই তো তক্কো হচ্ছে। জানছি। ভাবছি। রাগারাগির কী আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন