এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৫৫৯২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.241.109.156 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৪৭578568
  • ওরে বাবা রে ----------
    অক্ষদা, ডিজনির প্রভাব বোলে তো? আমিও ডিজনি দেখতে খুব ভালোবাসি।
  • dd | 132.167.0.101 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৫৯578569
  • এই তথ্যটি না জানলে কারই বা কি ক্ষেতি হোতো? জেনেই বা গরীবের কি উবগারে লাগবে?

    তাও জানুন, অগ্নিপুরাণ,১৫৩/১৫।গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছেন। তাতে এটাও কইলেন "স্ত্রীর সাথে আলাপ করিবে না। অশ্লীল পুস্তকাদি পাঠ করিবে না।"

    খুব মনে হয় ঐ ব্রহ্মচর্য্যশ্রমের বাইরে বোধিবৃক্ষের আড়ালে গিয়ে , গোতম স্যার, যাজ্ঞবল্ক্য স্যারের চোখ এড়িয়ে উদ্দালক,জীমুত,মধ্যপদোলোপী,কর্মধারয় এইসব মুনিছানারা হাতে লেখা/আঁকা পানু পাঠ করছে।

    অহো,কল্পনা করতেই ভাবাশ্রুতে বিগলিত হচ্ছি।
  • sosen | 111.62.71.43 | ৩০ জানুয়ারি ২০১৩ ২২:০১578570
  • মুনিছানা :D :D
  • SC | 160.212.79.179 | ৩০ জানুয়ারি ২০১৩ ২২:৩৫578571
  • ফর দি রেকর্ড, নারীকে সেক্স অবজেক্ট হিসাবে দেখা, আর "শুধু সেক্স অবজেক্ট হিসাবে দেখা" র মধ্যে যোজন যোজন দূরত্ব।
    আমি রাতে বন্ধুদের সাথে মাতলামি করি বলে সকালে আপিসে বসের সাথে মিটিঙে বেহেড মাতাল হয়ে নিশ্চয় যাই না।
    কিন্তু যাতে আমি আপিসে মাতলামি না করি, তার জন্য মদ খাওয়াই বন্ধ, এটা কিরকম যুক্তি?
  • aranya | 154.160.226.53 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:০০578572
  • সিনেমার আইটেম নাম্বার, বিহার ইউ-পির মুজরো - মেয়েরা নাচছে আর আট থেকে আশি হাঁ করে দেখছে - এখানে দর্শক, উপভোক্তা প্রায় সকলেই পুরুষ। ছেলেরা আনন্দ পাচ্ছে, ভিড় করে দেখছে, ঠিক আছে। ডিমান্ড আছে বলে মেয়েরা এই প্রফেশনে আসছে। তবে যে মেয়েরা নাচছে তারা অনেকেই কাজ-টা এনজয় করে না, বাধ্য হয়ে করে (বাধ্য হয়ে মানে জোর করে করানো হচ্ছে তা বলছি না), এমনটাই মনে হয়। বেশ্যাবৃত্তির মত, অন্য অপশন থাকলে অনেক মেয়েই হয়ত এই কাজগুলোতে আসত না।
    একটা ডিঃ দেওয়া উচিত - বেশির ভাগ মেয়ে এই পেশাগুলো উপভোগ করে না, এটা আমার ব্যক্তিগত ধারণা, কোন স্টাডি-বেসড স্ট্যাট নেই।
  • riddhiman | 74.134.26.52 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:৪৬578573
  • আর এইভাবে দেখা, ঐভাবে দেখা... নারীকে নানা এঙ্গেলে এবং সারাক্ষন যে লোকে দেখছে সেটাই ইলিউশান ওপ্ফ গ্র্যন্জার। কলেজে পড়ার সময় আমি তো 'নারী'কে সব মিলিয়ে পনেরো মিনিটের বেশী দেখতামি না। সেটারো যদি হিসেব পেশ করতে হয় তো এরকমঃ

    উঠলামি ভেতর থেকে খাড়া হয়ে( কাউকে না দেখেই)। নতুন ক্যালেন্ডারে মা কালীর জিভ টা দেখেই কিন্তু আবার সোজা নিচে। ক্যান্টিনে সোসোলজি ডিপের একটা সেক্সি মেয়েকে দু মিনিট দেখলাম (সেক্স ওবজেক্ট হিসেবেই ).. ক্লাস বান্ক করে খেলা দেখলাম। মাঝে বিয়ারের এডে একটা হট মেম দেখলাম । তারপর তাস খেলতে খেলতে সব ভুলে গেলাম। বাসে উঠতে ঊঠতে চশমাটা ভেঙ্গে গেল। বাড়ি এলাম, ঘুমিয়ে। এসে ভয়ে মা র চোখের দিকেই তাকালাম না, অসুস্থ দিদাকে দেখলাম বিছানা ভিজিয়ে দিচ্ছে। ধুম মেরে বসে হাতের শিরা ফিরা দেখলাম, শাড়ীটা ঠিক করে দিলাম।
    তারপর রাত্তিরে ঘুম না আসার জন্য বিয়ার এডের মেম+ সোসলজি র মেয়েটাকে একটা ভাল ফ্যান্টাসিতে মিশিয়ে খিচে ঘুমিয়ে পড়লাম। এই তো জীবন। এর মধ্যে দেখা দেখি, সাবজেক্ট, ওবজেক্ট এত কিছু আসে কোত্থেকে?
  • Pathak | 127.194.203.114 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:৫১578574
  • a x
    খুব স্পেসিফিকালি বলছি,, "চু গানটিতে ধর্ষণকে গ্লোরিফাই ও সমাজে নর্মালাইজ করা হয়েছে।" এটার সমর্থনে এই গত ৩০ পাতায় আপনি কোনো যুক্তি দেন নি। কিছু স্টেটমেন্ট দিয়েছেন, যার বেশিটাই "বলাৎকারী" গানটি বিষয়ক। ("বলাৎকারী" গানটির লিরিককে আবার j "সমাজসসেবামুলক লাইন" বলে গেছেন। রঞ্জন রায় "রেপিস্ট ল্যাম্পুনিং" বলে গেছেন। সে যাক।)

    আশা করব সম্ভব হলে আপনার Date:30 Jan 2013 -- 08:19 PM এর "চু গানটিতে ধর্ষণকে গ্লোরিফাই ও সমাজে নর্মালাইজ করা হয়েছে।" বক্তব্যের সমর্থনে কিছু নন-মিসপ্লেসড যুক্তি দিয়ে যাবেন। আর, অ্যালেজড গায়কের গানটি ডিসওন করাকে "গানটিতে ধর্ষণকে গ্লোরিফাই" করার প্রমাণ হিসেবে দাখিল করবেন না, বা আকার পোস্ট রেফার করবেন না।

    কাল পড়ব।
  • riddhi | 74.134.26.52 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:৫২578575
  • অরণ্য দাকেঃ আমার চেনাশোনা গুটিকয়েক মেয়ে দারুন এনজয় করে।
    আমারো স্ট্যাট নেই। যেমন কিছু একাদেমিকালি দারুন কোয়্লিঅফায়েড ও অন্য প্রতিভাধারী মহিলা সব ছেড়ে ছুড়ে পর্নস্টার হতে চাই, আর হয়েছেও।
  • Ekak | 125.118.71.43 | ৩১ জানুয়ারি ২০১৩ ০১:১০578576
  • আহা অরন্যদা কে মেয়েরা এনজয় করে সেকথা এখানে কেন বাপু :|
  • Ekak | 125.118.71.43 | ৩১ জানুয়ারি ২০১৩ ০১:১২578578
  • ওহহহ কি পড়তে কী পরেছি । এসব হচ্ছে হ্হতবেলায় পানু দেখার কুপ্রভাব :(
  • aranya | 154.160.226.53 | ৩১ জানুয়ারি ২০১৩ ০২:১০578579
  • অরণ্যদা কে মেয়েরা এনজয় করলে সেটা অরণ্যদার কাছেও এনজয়েবল হবে, সন্দেহ নেই :-) ।

    ঋদ্ধির চেনাশোনা মেয়েরা যদি বলিউডের আইটেম নাম্বার, হিন্দীবলয়ে মুজরো বা প্রস্টিটিউশন এই সব পেশায় থেকে থাকে এবং তা এনজয় করে, তবে বন্ধুবৈচিত্র্যে ঋদ্ধি আমায় দু গোল দিয়েছে। আমার জ্ঞান সবই খবরের কাগজ থেকে।
  • riddhi | 74.134.26.52 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৬:৫০578580
  • না, সেট টা হল বি-গ্রেড টলিউড, আর আমেরিকার স্ট্রিপ ক্লাব। হ্যান বঙ্গ-বলয়েই একটা বি-টেক ফেস্টে (কলেজের নাম টা বলছি না) মুজরোর কথাও বলব । নর্তকী আমাদের ওর্গাইনাজারের চেনা ছিল।
    কিন্তু বলিউডের আইটেম নাম্বারে অসুখী মেয়েদের কথা কোন কাগজে ছেপেছে?

    সবচে বড় কথা, একজন আইটেম নাম্বার নেচে অসুখী কেন হবে, সেটাই বোঝা গেল না। আমাদের মধ্যে যারা হু-হা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, তাদেরো একটা বিশাল স্ট্রেচ ওফ টাইম ধরে প্রচন্ড বিরক্তি আসে। উডি এলেন কোথায় বলেছিলেন লেখার নাম শুনলে জ্বর আসে। ঠিক একি কারনে, কোন ছেলেকে পরপর দশটা ফিল্মে মাথায় জাঙ্গিয়া পরে নাচতে বল্লে তার খানিকটা এক্সিস্টেন্শিয়াল ক্রাইসিস আসতে বাধ্য। বাট হাউ ইজ দ্যাট দিফারেন্ট ফ্রমঃ কেরানীগিরী, বা একটা কমেডি শোতে পুরনো জোক দিনের পর দিন রিসাইকেল করে যাওয়া বা শারুখের অভিনয়?
  • aka | 85.76.118.96 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৭:২৬578581
  • রিদ্ধি কি বলে বুঝি না। অসুখ আসে বহুবিধ জিনিষ থেকে, তবে এসব ক্ষেত্রে আসে এক্সপ্লয়টেশন থেকে। তাও এমন কিছু জিনিষ করতে হয় বাধ্য হয়ে যা করলে সোশাল হায়ার্কিতে অনেক নেমে যেতে হয়। সেটাই একমাত্র কারণ নয়, কিন্তু অন্যতম কারণ তো বটেই। শিল্পা শেঠি হলে এসব কিছু যায় আসে না। কিন্তু ঐ যারা দিনে ৩০ টাকায় আইটেম নাচে বা যারা বিটেক কলেজে মুজ্ররো নাচে তাদের অসুখ এক্সপ্লয়টেশনের, স্ট্রাগলের, সোশাল হিউমিলিয়েশনের ইত্যাদি। উডি এলেনের সখের অসুখের সাথে এই অসুখের তুলনা করলে হবে?
  • aranya | 78.38.243.161 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:০১578582
  • আকা-কে ক, শিল্পা শেঠি-দের মত সেলিব্রেটি-দের কথা বলছি না। বিহার-ইউপির মুজরোয় পঃ বঙ্গ থেকে অনেকে নাচতে যায়, গরীব ঘরের মেয়েরা, তাদের ওপর প্রতিবেদন বেরিয়েছিল আবাপ-তে; যৌনকর্মী-দের ইন্টারভিউ ইঃ তাও কাগজেই পড়া। সিনেমায় আইটেম নাম্বার যারা নাচে, তাদের অ-সুখের ব্যাপারে কোন রিপোর্ট পড়ি নি, ওটা গেস।
    বেশ কজন আইটেম নর্তকীকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার মেয়ে থাকলে তাকে কি এই পেশায় আসতে এনকারেজ করবে, বেশির ভাগেরই উত্তর হবে 'না' - এটাও গেস।
  • riddhi | 118.218.136.234 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:১২578583
  • ১) শিল্পা শেঠী আর দিনে ৩০ টাকায়( ! ) রোজ মুটেমজুরের মত স্টুদিওয় এসে আইটেম নাচ নাচনেওয়ালাদের (ধরে নিলাম তর্কের খাতিরে এদের একটা বিশাল ক্লাস এক্সিট করে) মাঝখানে একটা বিশাল স্তর আছে। আমার স্যাম্পেল ঐ স্তর থেকে।

    ২) আর সে ক্ষেত্রে তো সবি এক্স্প্লয়েটেশান, একটা হরিদাস পাল ভাল চাকরি না পেয়ে কায়িক পরিশ্রমের বোরিং কাজ করছে। বাধ্য হয়ে করছে। আবার তার কোন লাকি আত্মীয় উডি এলেন। যার কাছে ছোট-খাটো কম্প্রোমাইজো শোষন লাগে। ফাইন। এই দুটো অসুখ কে ইকুএট করাটা আমার উদ্দেশ্য ও না। আমার বক্তব্য হল এই উডি এলেন থেকে হরিদাস পাল কন্টিনিউয়াম টা সব পেশায় এক্সিট করে ইন্কুডিং আইটেম নাচ। আমি কি ভিত্তিতে নাচকে অন্যদের থেকে আলাদা করছি? আলাদা কষ্ট? আলাদা হিউমিলিএশান? রিকশাওয়ালা হয়ে গেছি শুনলেও তো হেবি অপমান। ( আর আমার দেখা ঐ মধ্যবর্তী স্তরে হিউমিলিয়েশানের গপ্পো প্রায় নেই বল্লেই চলে)। আলাদা টা কিসে হচ্চে? ঔ ঝট্কা-মটকার অন্তরালে কি গভীর যন্ত্রনা লুকিয়ে বসে আছে?
  • aka | 85.76.118.96 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২১578584
  • এই নিয়ে সিনেমা হয়েছে চাঁদনি বার।
  • | 214.130.244.200 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২৭578585
  • 'চাঁদ্নী বার" এ অসাধারণ অভিনয় করেছেন টাবু।
  • aranya | 78.38.243.161 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২৯578586
  • ঋদ্ধি-র পয়েন্ট-টা জানি। এক্সপ্লয়টেশন, হিউমিলিয়েশনের গল্প আরও অনেক পেশাতেই আছে বা থাকতে পারে - রিকশা চালানো, বাড়ীতে কাজের লোক, ভিক্ষা করা ইঃ।
    নিজের দেহ ব্যবহার করাটা - আইটেম নাচ হোক, বেশ্যাবৃত্তি হোক; অন্য পেশাগুলোর থেকে আলাদা কিসে ? হয়ত আলাদা নয়, জানি না।
  • বীরপুরুষ | 69.160.210.2 | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:৪৬578587
  • "Name: didimoni Date:28 Jan 2013 -- 07:35 PM
    ই কি কান্ড দেখো!!! মিসজিনি উচ্চারণ নিয়ে যেই না ধমক দিলাম অম্নি বীরপুরুষেরা সব স্পিকটি নট!!!! নিজেদের ভুল উচ্চারণ করার স্বাধীনতা নিয়ে কেউ একটা রা পর্যন্ত কাড়লে না। অথচ...... মাইরি!! কি চূড়ান্ত এন্টারটেইনমেন্ট!!!"

    শব্দটা প্রথম "মিসোগাইনি" হিসেবে বোধহয় a x উচ্চারণ করেন প্রথম পাতায় h এর সাথে কথা বলতে গিয়ে,

    "Name: a x Date:07 Jan 2013 -- 09:22 PM
    এই এক্সট্রীম মিসোগাইনির সাথে মনে হয় হাই ড্রাগ/অ্যালকোহল অ্যাবিউস আর হাই ইন্কারসেরেশন রেটের একটা সম্পর্ক আছে।"

    অনুমান করলাম "বীরপুরুষেরা" বিশেষণে a x কেও ইনক্লুড করা হল। এন্টারটেইনমেন্ট সাপ্লাই দেওয়ার প্রশংসাতেও।
  • \\\ | 69.160.210.2 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৩২578589
  • এটা ছোটোদের পড়ার জন্যে নয়
    ===================

    "চু*" গানটি কেন এমনকি পর্ণের চেয়েও বেশি আপত্তিজনক মেয়েদের ডিফেমেশন করার ক্ষেত্রে, তাই নিয়ে আকার কিছু "যুক্তি" রয়েছে। সেগুলো নিয়ে স্পেসিফিকালি কথা বলে যাই। প্রতি পোস্টের ডেট স্টাম্পের উল্লেখ করলাম না। প্রয়োজন হলে বলবেন, সেটাও করা যাবে।

    ১) অশ্লীল বাজে মাল। সম্পূর্ণ A মার্কা গান।
    - একদম একমত।

    ২) এই বস্তুটি বর্ডার লাইনের অনেক অন্যদিকে।
    - কিসের বর্ডার লাইন বোঝা না যাওয়ায় কিছু বলা গেল না, তবে সহ্যসীমার হলে আবার একমত।

    ৩) একটু পাশবিক টাইপ।
    - এটা পার্সোনাল ওপিনিয়ন। পশুপ্রেমীরা আপত্তি করতে পারে। আমি অন্তত পাশবিকতাটা ঠিক বুঝিনি। আকা ও বোঝায় নি।

    ৪) এই গান পারভার্ট, এই গানের মধ্যে এক্সপ্লিসিট যৌন পার্ভার্শন আছে
    - সেক্সুয়াল অ্যাক্ট বা ভায়োলেন্ট সেক্সের কোন অংশটা পারভার্শন সেটা কে ঠিক করে? কোনো গাইডলাইন আছে কি, না আকা যেটা করে না, সেটাই পারভার্শন?

    ৫) আইনের অন্যতম দরকার হল ভার্বাল অ্যাবিউজ বন্ধ করা। ভার্বাল অ্যাবিউজ এর আরও একটু বন্য ও আরো বেশি ইনট্রুসিভ ফর্ম এই গান।
    - গোটা গানের লিরিকে কোথাও কোনো স্পেসিফিক খিস্তি নেই। "চুত কি রাণী" কে আকা খিস্তি বলেন, অথচ একইসাথে নিজেকে "লন্ড কে রাজা" বলা আছে, সেটাও হয়তো তাহলে নিজেকে দেওয়া খিস্তিই হবে। প্রাইভেট পার্টসের কলোকিয়াল নাম উচ্চারণ আছে। সেক্স বা ভায়োলেন্ট সেক্সের আহ্বান আছে। অনুমতি সম্মতি চাওয়া আছে। বলা যেতে পারে কুপ্রস্তাব আছে। অশ্লীলভাবেই আছে। সেক্ষেত্রে "ভার্বাল অ্যাবিউজ" থাকা মানে যদি "খারাপ কথা বলা" হয় তবে তা অবশ্যই আছে। তবে সেই খারাপ কথা কোনো মেয়েকে অপমান বা হিউমিলিয়েট করার জন্যে বলা হয় নি। এইসব কথা বলে ইরোটিকালি এক্সাইট করে সারা রাত ধরে কাজটি গায়কের সাথে করার জন্যে উৎসাহীত করা হচ্ছে। এমন একজন কে, যে গুচ্ছ লোকের সাথে এমনকি বলিউডের বড় বড় স্টারের সাথেও দামী দামী কামরায়, লম্বা লম্বা গাড়িতে প্রচুর শুয়েছে। স্পষ্টতই স্ট্যাটাসে মেয়েটি গায়কের চেয়ে বেশ খানিকটা উপরেই। তাকে কিভাবে ফুঁসলে বিছানায় নেওয়া যায় তার জন্যেই গায়কের নিজের জাঠত্ব ও যৌনক্ষমতার গুণকীর্তন।
    (এই প্রসঙ্গে খিস্তি উচ্চারণকেও রেপ করার সাথে রিলেট করা হচ্ছে কিনা জেনে নেওয়া ভালো। পানু দেখা ও রেপ যে রিলেতেড হতে পারে সে তো জানা ই।)

    ৬) অ্যাডাল্ট সিনেমা, অ্যাডাল্ট সাহিত্য এসবই আছে, থাকবে, আইন যা করে তা হল একটা ব্যরিয়ার তৈরি করে, যেমন শিশুরা সহজে পাবে না। এক্ষেত্রে এই অসভ্য মালটা হল গান।
    - একমত, যদিও আবার ফোকাসটা ডিফেমেশন থেকে "অশালীন ভাষার গান সমূহ" তে শিফট করল। "চুস মেরা ল্যা**, আজা চুস মেরা ল্যা** জাতীয় এক্সপ্লিসিট, অ্যাবিউসিভ গানের কলি" তে শিফট করল। "ক্লাসিফায়েড" করে "ডোন্ট ডু ইট ইন ফ্রন্ট অফ চিলড্রেন্স অর ইন পাব্লিক" করলে তাহলে সেই ব্যারিয়ারই তৈরি করা হল তো? "পৃথিবীর কোন আইন এর এগেইন্স্টে কোন ব্যারিয়ার তৈরি করতে পারবে না, আনলেস দিস ইজ ব্যান্ড।" - এইটে তাই ঠিক মানা গেল না। আকা যখন বলেন এই গান "রাস্তায় ব্যান করার ক্থা হচ্ছে" তখনও অথচ সেটা যে ক্লাসিফিকেশন দিয়েই মিট করা সম্ভব এটা অনবধানে স্বীকার করেন না।

    ৭)গানটি মেয়েদের ও আকার পার্সোনাল লাইফকে অ্যাফেক্ট করছে। মেয়েরা ইন্টিমিডিটেড ফিল করছে, আকা করছেন ছেলের কথা ভেবে।
    -"গুরুর উচ্চ শিক্ষিত, লিবারাল {ইত্যাদি ইত্যাদি] একটা স্যাম্পেল থেকে এমন কনক্লুশন টানা উচিত নয় বলেই মনে হয়। " এবং অ্যাফেক্ট করলেও এটাকে ক্লাসিফিকেশনের ব্যারিয়ার দিয়ে সলভ করা সম্ভব।

    ৮) এই গানের লিরিক শুধুই অশ্লীল নয়, মেয়েদের প্রতি চূড়ান্ত অবমাননাও বটে। এইটেই আকার মূল দাবি। এই অবমাননার প্রমান আকার মতে কি কি? ক) জুতো মারা, খ) ওরাল সেক্স করা, গ) ফুদ্দি খারাপ করার দাবি প্রকাশ করা।ঘ) উইশফুল থিংকিং হচ্ছে মেয়েটি খুশী হবে।
    - ক) জুতো প্রসঙ্গে বলা হয়েছে সভ্যতার ইতিহাসগত ডিফেমেশনের যোগসূত্রে থাপ্পরটাও ইকুয়ালি অপমানজনক হওয়া উচিত। অথচ খুব সাধারণ পর্ণেও বাটস্ল্যপের মাধ্যমে আনন্দ পাওয়া ও দানের উদাহরন আকছার। এ থেকে কি বোঝা যায়? সাধারণভাবে যে কাজটি অবমাননাকর মনে হতে পারে, সেক্স ফ্যান্টাসির ক্ষেত্রে তার মাধ্যমে আনন্দ পাওয়া ও দানের উদাহরণ আকছার। অর্থাৎ জুতো মারা মাত্রেই অবমাননা এভাবে দেখলে কিছুই বোঝা যাবে না। বিশেষতঃ যখন জুতো মারার ভয় দেখিয়ে সেক্স করার আদেশ দেওয়া হচ্ছে না।
    খ) ওরাল সেক্স নিয়ে কিছুই মনে হয় বলার নেই। গুচ্ছ লোকজনের ধারণা এটি অস্বাভাবিক। তবু মিনিমাম মাত্রার পানুতেই এর দেখা মেলে।
    গ) ফুদ্দি খারাপ করার দাবি পাঞ্জাবীতে বলেই বেশি অপমানজনক লাগছে কিনা জানিনা। বাংলা পানুর বইপত্রে গুচ্ছ গুচ্ছ এই "আয় আজ তোর *দ মেরে ফাটিয়ে দিই, বা প্লীজ *পে *পে আমার *দ আজ ফাটিয়ে দাও গোছের কথাবার্তা থাকে। আকা কোনোদিন পড়ে নাই বিশ্বাস করতে কষ্ট হইল।
    ঘ) উইশফুল থিংকিং বা ফ্যান্টাসী মেয়েটিকে খুশি করার চেষ্টাও যে নরমাল পানুতে একেবারে দুষ্প্রাপ্য এটাও নতুন খবর।

    এই গানের লিরিক মেয়েদের প্রতি চূড়ান্ত অবমাননা , অশ্লীলতা বাদে, এমনকি পর্ন-এর প্রচলিত ফর্ম এর নিরিখেও - এই দাবিটা এস্ট্যাবলিশ করতেই রিকোয়েস্ট করছি। সেটা আমার কনভেনিয়েন্ট বা ইনকনভেনিয়েন্ট না বোঝার সাথে রিলেট না করে হলেই ভালো। মেয়েটি অসম্মত হলেও যে তার উপর বলপ্রয়োগ করা হবে - এইরকম কোনো দাবি এই গানটিতে অন্তত কোথাও নেই (আমার না বোঝা পাঞ্জাবী অংশে কি আছে জানিনা)। তাই এই পার্টিকুলার গানটি কিভাবে রেপ কে গ্লোরিফাই করছে, প্রোমোট করছে বা নর্মালাইজ করছে, লেজিটিমেসি দিচ্ছে ব্যঙ্গ ও বিশেষণ বাদে একটু নৈর্ব্যক্তিক ভাবে লিখলে ভালো হয়।
  • A | 209.190.45.47 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৭:১৩578590
  • ইটা কোনও A মুভির গান নয়,
    কিন্তু দেখেন মেয়েটি শিখাচ্ছে কীভাবে অল্পসপ্প টর্চার করিয়া আনন্দ দান করতে হয়!
  • aka | 178.26.203.155 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৮:৫৭578591
  • আর পারি না বাপু। একই কথা বারবার করে বলে রেকারিং ডেসিমেলে চাকা আবিষ্কার করা খুবই পরিশ্রমের।

    ১। নিজেকে গালি দিলে বড়জোড় আত্মোপলব্ধি বলা যেতে পারে, অন্যকে গালি দিলে তাকে গালি বলে, ডিফেমেশন বলে।

    ২। ভাই জুতো টুতো মেরে "চু*" ভুত উৎরানো এবং মেয়েটির কোনরকম কনসেন্টের তোয়াক্কা না করে তাকেই বাংলায় রেপ বলে।

    বাস আর পারি না ইন্টারনেটে চলা একটি ফালতু গান যে কিনা বাস্টার্ড, তার ইন্টেন্ট নিয়ে তক্কো করতে। রানারা।
  • Ekak | 24.99.239.130 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৯:১৮578592
  • ১) "রেখেছ বাঙালি করে মানুষ করনি " । নিজে বাঙালি হলেও ইটা বলা মানে সব বাঙালি কে মনুষ্যেতর প্রাণী বলা । দিফেম শব্দটার সঙ্গে নিজেকে আলাদা স্টেটাস এ রেখে ত্যান্ত্রাম থ্রো করার কোনো সমপক্ক নাই ।

    ২) মেয়েটি সুযোগ দিলে কি কি করা হতে পারে বলা হয়েছে ।কিসসু করা টরা হয়নি । একী কথা বারবার ঘ্যানঘ্যান সত্যি আর ভাল্লাগেনা । একটা প্রস্তাব পেশ করা মানেই কনসেন্ট চাওয়া । এরপর মেয়েটি কনসেন্ট দিতে পারে । নাই পারে ।
    প্রস্তাব পেশ করবে কিনা সেটার আবার কনসেন্ট হয় নাকি ? তার মানে আগে একটা গান লিখতে হত "ম্যা এক গণ গাউ?? " । তারপর এই গান ??? বলিহারি যাই !!!

    আর কোনো জিনিস ফালতু না মহত না কাঁচকলার কান্দি সেই পারসনাল বাযাস থেকে তর্ক থেকে সরে থাকা যায় । এই যেমন আমি ই আছি।সমাজ্সচেতনতার মড়কএ চাদ্দি হ্যাজ আর পশাচ্চেনা বলে । কিন্তু তর্ক উ কব্ব শেষ লাইন এ জাজমেন্ট ও জুড়ে দেব ইটা খেলার নিয়ম না :) :)
  • rimi | 85.76.118.96 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৯:৫৭578593
  • বীরপুরুষ ওরফে /// মশায়, আজ্ঞে না, a_x কে বীরপুরুষদের মধ্যে ধরি নি বলাই বাহুল্য। তিনি তো "হানি"র গানে শিল্পীর স্বাধীনতা রক্ষার জন্যে লড়েন নি, আর গানের প্রতিটা শব্দের চূড়ান্ত বিশ্লেষণ করে এন্টারটেইনমেন্টও সাপ্লাই দ্যান নি।

    "হানি"র গানের জন্যে আপনার অসাধারণ দরদ এবং বুদ্ধিদীপ্ত বিশ্লেষন খুবই মর্মস্পর্শী তাতে সন্দেহ নেই।

    ভারতবর্ষে মেয়েরা যদি এত কোনঠাসা অবস্থায় না থাকত, তাদের অবস্থান এবং অধিকার যদি ছেলেদের সমান হত (বা অন্তত কাছাকাছিও যেত), তাহলে এই গান এবং আপনাদের বিশ্লেষণাদি পাতি ট্র্যাশে ফেলে দিয়ে মুচকি হেসে নিজের কাজে যেতাম।

    কিন্তু এখন সেটা পারছি না। A নামক আরেক বীরপুঙ্গব একখানি ভিডিও দাখিল করেছেন, যেখানে মেয়েটি "অপ্পসপ্প" টর্চার করে পুরুষকে আনন্দ দান করছে। হানির গানের সঙ্গে তুলনীয় হত যদি রাস্তায় ঘাটে ছেলেদেরও রেপড হবার ভয় থাকতে, যদি ইভ টিজিংএর মতন আদম টিজিং ব্যপারটাও বহুল প্রচলিত হত, যদি ছেলেদেরও সন্ধ্যে ৬টার পর বাড়ি ফিরে আসতে বাধ্য হতে হত। কিম্বা ট্রেনে বাসে চলাফেরা করতে গিয়ে নোংরামো ছেলেদেরও সহ্য করতে হত প্রতিদিন প্রতি মুহুর্তে। যদি বধূহত্যার মতন স্বামীহত্যার ফ্রিকোয়েন্সিও একই রকম হত। পুরুষ ভ্রুণ গর্ভে এসেছে জানার পরে মেয়েরাও যদি সেইসব ভ্রুণকে নির্বিচারে হত্যা করতে পারত।

    কিন্তু আমাদের সমাজে এখনো, এই ২০১২ সালেও এত অসম অবস্থান ছেলে মেয়ের যে সেখানে, মশাই, এই গান শুনলে, আর আপনাদের মতন বীরপুরুষদের বাতেলা শুনলে ঘুষি মেরে নাকসহ আরো অনেক কিছু স্রেফ ফাটিয়ে দিতে ইচ্ছে করে। বুঝলেন?

    জুতো খেয়ে যৌন আনন্দ পেতে কেমন লাগে? ভেবে দেখেছেন? রাস্তায় ঘাটে ভীড়ে চলাফেরা করার সময় মেয়েরা পেনিস ধরে টান মারলে কিম্বা অন্ডকোষ ধরে টিপে দিলে কি অসাধারণ আরাম লাগে, অনুভব করেছেন কখনো? অ্যানাল সেক্সের সময় একটি মেয়ে পিছন দিয়ে রড ঢুকিয়ে দিলে কতখানি যৌন আনন্দ পাবেন? একবার কল্পনা করে দেখুন না।

    মানুষের যন্ত্রণা নিয়ে আঁতলামো হচ্ছে!!!!!!! ছ্যাবলামির একটা সীমা থাকা উচিত। যৌন আনন্দের বিশ্লেষন করতে হলে নিজেদের পেনিস কিম্বা অন্ডকোষের কিম্বা পায়ুদ্বারের উপর "অপ্পসপ্প" টর্চার নিয়ে আলোচনা করুন। মেয়েদের কোনটা অপমান আর কোনটা নয় তা নিয়ে বিশ্লেষণ করার আপনারা কে?
  • aka | 178.26.203.155 | ৩১ জানুয়ারি ২০১৩ ১৯:৫৮578594
  • না বলে নেওয়াকে চুরি বলে। তেমনি এক্সপ্লিসটলি কনসেন্টের কথা না বললে কনসেন্ট আছে ধরে নেব? কোন জাজমেন্টে মানে যুক্তিতে?
  • rimi | 85.76.118.96 | ৩১ জানুয়ারি ২০১৩ ২০:১৮578595
  • মিস্টার একক, একটি মেয়ে আপনাকে অ্যানাল সেক্সে আহবান জানিয়ে ভালোবেসে পিছনে রড ঢুকিয়ে দেবে জানালে আপনি কন্সেন্ট দেবেন তো তাকে? কিম্বা যৌনতা হয়ে গেলে আপনার অন্ডোকোষে কষিয়ে একটি লাথি মারবে জানালে আপনি প্রেমে বিগলিত হবেন তো? দয়া করে এইসব নিয়েই আলোচনা করে আপনাদের ইন্টেলেকচুয়াল মাস্টারবেশনের কামনা চরিতার্থ করুন।

    এটা আপনাদের কাছে জাস্ট "খেলা" তাই না? ঐ গান বা যেকোনো সাধারণ পানুতে মেয়েদের যে অবজেক্টিফিকেশন হয়, আপনাদের হানির গানের এই আলোচনায় মেয়েদের সেই একইরকম অবজেক্টিফিকেশন হচ্ছে মশায়। বোঝেন সেটা? কোন অধিকারে আপনারা একটি মেয়ের কন্সেন্টের আলোচনা করেন?

    কোন অধিকারে??????
  • ভুল দেখেছি হ​য়তো!!! | 116.209.100.100 | ৩১ জানুয়ারি ২০১৩ ২০:৪৩578596
  • A-এর ভিডিওতে মেয়েটি অপ্পসপ্প টর্চার কর্লো কৈ?
    নায়িকাতো অক্ষ​য় কুমার কে দেখিয়ে দিচ্ছে কিভাবে তাকে(মেয়েটিকে) পেয়ারসে বেত মারতে হবে! মেয়েটি পশ্চাতে বেত-পেটা খেয়ে উত্তেজিত হতে চাইছে!!!!
    আমিতো ভিডিওতে তাই দেখলাম, ভুল দেখেছি হ​য়তো! :(
  • ছ্যাবলা আঁতেল | 127.194.210.222 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:১১578597
  • পানুতে মেয়েদের অবজেক্টিফিকেশন হয়। রিমি বললেন। রিমি কি পানু ব্যান করার পক্ষে? "নীল ছবি জ্বালিয়ে দাও" ? অন্তত আমাদের সমাজে যেখানে এখনো, এই ২০১৩ সালেও এত অসম অবস্থান ছেলে মেয়েরা ? এটুকু জানলেই চলবে আপাততঃ।
    ওঃ, আর প্রসটিটিউশন বন্ধ করা না লিগালাইজ করা কোনটার পক্ষে, সেটাও একেবারেই জানিয়ে দিলে চলে।
    কার কার কী কী করতে ইচ্ছে করে, বা কে কে কী কী কল্পনা করবে সেসব ফ্যান্টাসি-সম্ভাবনা নিয়ে আলোচনা আপাতত নাহয় মুলতুবিই থাকুক।
  • চুচীল | 116.218.177.16 | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৩৫578598
  • পানু ব্যান, নীলছবি জ্বালিয়ে দাও, অনুর্দ্ধ আঠেরোরা যেনো কোনোমতে অ্যাডাল্ট্-ছবি দেখতে না পায় তার এনসিওর করা(**তবে অনুর্দ্ধ আঠেরো দিয়ে নাগোর্দোলার মতো বিছানাদৃশ্যর অভিন​য় চলতে পারে)!
    অনুর্দ্ধ​-আঠেরোদের মাষ্টারবেশন নিষিদ্ধ​। টিভি-সিন্মায় ছোটোদের জন্য বিশুদ্ধ নগ্নতা দেখাতে হবে যাতে বাচ্চা(ছেলে)দের চোখ স​য়ে যায়। ফলে রাস্তাঘাতে স্বল্পবাস দেখলে তাদের কোনোরকম প্রতিক্রিয়া না হ​য়।
    প্রস্টিটুশন বন্ধ করতেই হবে, তবে তন্ত্রমতে কিছু সাধন চলতেই পারে! ইঃ
  • siki | 132.177.52.246 | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:২৯578601
  • কী ঝাম! সবাই কী সব নামের আড়ালে বাণ হেনে যাচ্ছে। পরিচিত নামে ল্যাখার ক্ষমতা নেই কারও।

    নগ্নতা আর যৌনতা এক নাকি? বিদেশে ন্যুড বিচে মায়েরা দিব্যি ছানাপোনা নিয়ে গিয়ে তাদের সামনেই ন্যাংটো হয়ে রোদ পোয়ায়। চার থেকে ষোল, সব রকম বাচ্চার সামনেই নিজের মা এবং অজস্র অপরিচিত মহিলা জামাকাপড় খুলে রোদ পোহান। তাদের বাচ্চারা তাতে বখে যায় না, বখে যায় ইন্ডিয়ান বাচ্চা। কিছু দেখতে না-পেয়ে। এই জন্যিই বলে, চাপা সেক্সে চরিত্র নষ্ট :) ( এটা আমাদের হস্টেলের ফেমাস ডায়ালগ ছিল)।

    প্রতিক্রিয়াটা কোন মাইন্ডসেট থেকে আসে? নগ্নতা আর যৌনতা কি সর্বদাই এক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন