এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.241.112.97 | ২৫ মার্চ ২০১৩ ১৯:০৮585603
  • * কারুর কারুর মতে
  • কল্লোল | 125.241.112.97 | ২৫ মার্চ ২০১৩ ১৯:২১585604
  • আমার তো মনে হয় মমতাদের জমি আর সেজ নিয়ে স্ট্যান্ড একদম ঠিক। কতদিন রাখতে পারবে জানি না। কারন গান্ডুদের তো অন্য কোন উন্নয়নের রাস্তাও জানা নেই।
    কেন শিল্পকে এতো ছাড় দেওয়া হবে? ট্যাক্স দিতে হবে না, জমি অতি সস্তায় দিতে হবে। শ্রম আইন লাগু করা যাবে না। কেন?
    আমি কবে ট্যাক্স ছাড় পবো? চাকরীর প্রথম চার বছর আর শেষ চার বছর আমি আয়কর দিতে চাই না। চলবে তো? জানি, এক্ষুনি কিছু কথা উঠবে - আরে চার অক্ষর, শিল্পপতিরা শিল্প না করলে, তুই শালা এসব আয়কর-টর ভাবতেই পারতিস না। তাই তো ওদের ছাড়। যেন ওরা লাভ করবে না। যেন ওরা কোটি কোটি টাকা কামাবে না। এই যে শুনি এতো এতো ট্যাক্স ফাঁকি দিয়েছে এতো এতো শিল্প ও শিল্পপতিরা। তাদের কার কি কেশোৎপাটন হয়েছে?
  • চান্দু মিঁঞা | 127.208.208.39 | ২৫ মার্চ ২০১৩ ১৯:৪৩585605
  • sodexo তে কি ট্যাক্স আছে? যারা পান তারা বলতে পারবেন।
  • PT | 213.110.243.23 | ২৫ মার্চ ২০১৩ ১৯:৪৪585606
  • এসব নিয়ে অসংখ্যবার আলোচনা হয়েছে না?

    ১।এই যেমন ল্যান্ড ইউজ ম্যাপ-এটা কি বস্তু? আদৌ এই জাতীয় ম্যাপ তৈরি করে তারপরে শিল্পায়নের কথা ভাবা হয় কিনা!
    ২। হাওড়ার সমস্ত শিল্পাঞ্চলটাই মুখ্যত গড়ে ঊঠেছে উবর্র জমির ওপরে-সেই নিয়েই তো বিধান রায় পব-র রূপকার আখ্যা পেলেন! আর এদিকের জলা জমি বুঁজিয়েই তো সল্টলেক তৈরি হল যেখানে বাড়ি করে রয়েছেন শুভাপ্রসন্ন!! (এখানে হয়ত মাছের ভেড়ি হতে পারত?!)
    ৩। কৃষিভিত্তিক শিল্প বলতে ঠিক-ঠিক কি বোঝায়? আলু থেকে পোটাটো চিপস কিংবা পেয়ারার জেলি?
    ৪। শ্রমনিবিড় শিল্পের কথা কে ভাববে? সরকার তো ব্যবসা থেকে হাত গুটিয়ে নিয়েছে। টাটা কোম্পানিকে কানে ধরে বলা হবে গাড়ী কারখানায় রোবোট ব্যবহার না করে হাতে হাতে স্ক্রু-ডাইভার দিয়ে বেশী শ্রমিক নিয়োগ কর?
    ৫। পুঁজিপতিকে কেন ছাড় দেওয়া হবে সেটা নিয়ে কোন আলোচনা হওয়া বাকি আছে এখনো? তাদের ছাড় না দিলে তারা পব ছাড়বে। যেমন টাটা করেছে।
    ৬। বন্ধ কারখানা চালু কে করবে? তরল কালি দিয়ে কেউ লেখেনা এখন-তাতে সুলেখা উঠে যাওয়াটা স্বাভাবিক। সরকার কি সুলেখার মালিককে ঘাড়ে ধরে কালি তৈরির কাজ চালু রাখবে?
    ৭। বন্ধ কারকাখানার জমি সরকারের কাছে ফেরৎ আসা এক নিবিড় আইনি লড়াই। আর Board for Industrial & Financial Reconstruction-এর হাতে ব্যাপারটা চলে গেলে তো চিত্তির!!
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১৯:৪৯585607
  • সোডেক্সো ট্যাক্স ফ্রি।
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ১৯:৫২585608
  • আরে, এগুলো কেমন যুক্তি হল ? যা যা হয়না সেগুলো হয়না বলেই ঠিক নাকি ?
    ল্যান্ড ইউস ম্যাপ করে তারপর দেখা হবেনা, সরকার হাত গুটিয়েই নেবে, এগুলো কেন, তাই নিয়েই তো প্রশ্ন। সেটা সিপিএম, কংগ্রেস, তিনোমুল যে করবে তাকে নিয়েই বলা হবে।
    আর যা যা হয়ে এসেছে, তা বিধানবাবুর আমলে হয়েছে বলেই ঠিক বলে মান্যতা পেয়ে গেছে, এমনও তো নয় !

    পুঁজিপতিদের ছাড় না দিলে তারা রাজ্য ছাড়বে, এই সমস্যার সমাধানের কোন রূপরেখা পাওয়া যায় কিনা, তাই নিয়ে এই লেখার শেষদিকে কিছু প্রস্তাব ছিল।
    http://sanhati.com/wp-content/uploads/2007/04/singur.pdf
    আলোচনা করতে চাইলে পড়ে দেখতে পারেন।
  • PT | 213.110.243.23 | ২৫ মার্চ ২০১৩ ২০:০৫585609
  • ঘুরে-ফিরে সেই সংহতি!! যারা কিনা মহানন্দে নন্দীগ্রামে বাচ্চা কুচিকুচি করে স্টোনচিপসের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি করার গল্পকারদের সস্নেহে আশ্রয় দিয়েছিল। দিনের পর দিন সেটার প্রচারও চালিয়ে গেছে আর এখনো ভুলস্বীকার করেনি।

    যাঁরা সংহতিতে লেখেন তাঁরা ক্ষমতায় এসে তত্বের প্রয়োগ করে দেখালে তো সবচাইতে ভাল হয়!!
  • চান্দু মিঁঞা | 127.208.208.39 | ২৫ মার্চ ২০১৩ ২০:১০585610
  • বর্তমান ব্যবস্থায় একটি রাজ্যের পক্ষে ছোট খাট টিংকারিং করে বিশেষ কিছু করা যাবে না। আর সব রাজ্যে যে ভাবে হচ্ছে সে ভাবেই চলতে হবে যেটি নিয়ন্ত্রণে রাখা যায় তা হল দূর্ণীতি। হ্যাঁ যদি বলেন যে গোটা দেশের ক্ষেত্রে জমির ব্যবহার নীতি তৈরী হবে তাহলে আলাদা কথা। কিন্তু তাতেও সমস্যা আছে আরো গভীরে। ঢ্যাঁড়সের ন্যায্যদাম কেন এত কম তা আমার কাছে পরিষ্কার নয়।
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ২০:১৩585611
  • ল্লেঃ পচা ! ঃ)
    লিংকটা ক্লিক করে দেখতে পেতেন, লেখাটা সৈকতদার। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সংহতিতে আপলোড করা আছে বলে লিং দিতে পারলুম।
    তো, আপনার কথামতন তাহলে তো গুরুতেই কোনোরকম আলোচনা হতে পারেনা ! ঃ))

    আর তাপসী মালিকের মৃত্যু নিয়ে ডকু বানিয়ে ঐ কুৎসিত প্রোপাগাণ্ডা চালিয়েছিলেন যাঁরা , তাঁদের সিপিএম সস্নেহে আশ্রয় দিয়েছিল। তাহলে সিপিএম এর কারুর সাথেও কোন আলোচনা হতে পারেনা, তাদের কারুর লেখা পড়া যেতে পারেনা, কী বলেন ? ঃ)

    মানে, আমি এমন বলছিনা, আপনার যুক্তি অনুসরণ করে বল্লাম আর কি।
  • Sibu | 226.239.55.156 | ২৫ মার্চ ২০১৩ ২০:২৬585613
  • কোন কুৎসিত প্রোপাগান্ডা?
  • b | 135.20.82.166 | ২৫ মার্চ ২০১৩ ২০:২৭585614
  • সৈকতের লেখার (শেষের দিকে) যেটা পড়লাম তা হল রাজ্যগুলি একজোট হয়ে গ্র্যান্ড বার্গেন করবে (বা করতে পারে) পুঁজিপতিদের সাথেঃ আমি কি ঠিক বুঝলাম?

    এটা মনে হচ্ছে বড্ড বেশি সরলীকৃত আশা।
  • PT | 213.110.243.23 | ২৫ মার্চ ২০১৩ ২০:২৮585615
  • লেখাটা ক্লিক করে দেখেছি আর যথাসাধ্য পড়েওছি। মনে হল এটা এক লেখকের তাত্বিক অবস্থান-সেটা ভারতবর্ষের মত দেশে প্রয়োগ না হওয়া পর্যন্ত শেষ কথা বলা যাবেনা।

    নন্দীগ্রামের শিশুহত্যার মিথ্যা প্রচারের উচ্চকিত নিন্দা না করে তাপসী মালিকের মৃতদেহের আড়ালে আর খুব বেশীদিন আশ্রয় নেওয়া যাবেনা। সিপিএমের বা সিপিএম সমর্থকদের কেউই তাপসী মালিকের হত্যা ইত্যাদিকে সমর্থন করেবি। চন্দন সেন কোর্টে উল্লেখিত বক্তব্যের ভিত্তিতে একটা কিছু বানিয়েছিলেন। সে আমি দেখিনি কিন্তু এখানে জানলাম যে সে সব নাকি দেখার মত নয়।

    সংহতি সেই সব লেখাই ছাপায় যেগুলো তাদের সম্পাদকীয় রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে-এমনকি সেসব তথ্য যদি মিথ্যা হয় তাও।(এর মানে এই নয় যে এই লেখাটিতে ব্য়্বহৃত তহ্যগুলি মিথ্যা)
  • কল্লোল | 125.241.122.78 | ২৫ মার্চ ২০১৩ ২০:৪২585616
  • পিটি ভায়া। কৃষিভিত্তিক শিল্প বলতে কি বোঝায় তা এইখানে আছে।
    http://en.wikipedia.org/wiki/Economy_of_Punjab,_India#Industry
    এখানে বৃহত শিল্প নেই। তারপরেও মাথা পিছু জিডিপি ৭৪৬০৬ টাকা। http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP
    আমার অন্য প্রশ্নগুলোর জবাব পেলাম না। প্রশ্নগুলো এখানেই আছে Date:25 Mar 2013 -- 04:33 PM
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ২০:৫০585617
  • আর এই লেখাটাও একটু থাক। টাটার সাথে হিসেব্নিকেশগুলো নিয়ে মেমরিকে একটু রিফ্রেশ করার জন্য। ঃ)
    http://www.telegraphindia.com/1070330/asp/opinion/story_7580979.asp

    আর এই অংশটার জন্যেও ঃ)

    .."Those currently in charge of the Front government in the state have apparently convinced themselves that, in the era of globalization, ideological shibboleths are poison, development ipso facto is development sponsored by the private sector, the government has only the residuary obligations to acquire land, on behalf of private tycoons, on which industry is supposed to be set up, and, in addition, provide costly infrastructural facilities the private sector will not build on its own because of their low profitability.

    Once development is defined in such constricted terms, maximizing the rate of return for private operators becomes the only criterion by which to judge success. The logic is simple: if private profit expands, capitalists feel good; if capitalists feel good, they will expand their activities and the economy will have growth. The state government does not dare to enquire whether activities undertaken by capitalists will be on the basis of any careful analysis of costs and benefits, or whether in deciding the technology for the investments undertaken, alternative choices will be considered. Fifty years ago, when official faith in economic planning was still extant in the country, any investment proposal would be examined, taking into account the expected rate of income growth, the expected rate of employment growth and the expected rate of surplus or profit. With the eclipse of the planning era, such elementary practices have gone the way of all flesh; the only desideratum regarded as relevant is the expected rate of generation of private profit...
  • কল্লোল | 125.241.122.78 | ২৫ মার্চ ২০১৩ ২০:৫১585618
  • পিটি। আর একটা প্রশ্ন পাচ্ছে। কারা সেই সব লেখা ছাপায় যা তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে, এমনকি সেসব তথ্য যদি সত্য হয় তাও?
  • চান্দু মিঁঞা | 127.208.208.39 | ২৫ মার্চ ২০১৩ ২০:৫৫585619
  • কল্লোলদার ট্যাক্স ছাড়ের দাবীর উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি।
  • aranya | 154.160.226.53 | ২৫ মার্চ ২০১৩ ২০:৫৮585620
  • গণশক্তি নিশ্চই ছাপায়, জাগো বাংলাও হয়ত ছাপায়, আমরা দেখতে পাই না, সে আমাদের চক্ষুর দোষ :-) ।
  • PT | 213.110.243.23 | ২৫ মার্চ ২০১৩ ২১:০১585621
  • ঠিক ঠিক! কিন্তু এটাও সত্যি যে স্বাধীনতার সময় থেকে এত কেন্দ্রীয় সহায়তা পেয়েও উত্তরের হিমাচলপ্রদেশের থেকে GDP-তে নীচে। হিমাচল কি করেছে যা পাজ্ঞাব পারেনি?
  • aranya | 154.160.226.53 | ২৫ মার্চ ২০১৩ ২১:০৪585622
  • ভাল টই, ভেবেচিন্তে বাছাই করা গাল দিতে হবে। আপাততঃ একটি ডিঃ দিয়ে ইঁট পেতে যাই।
    ভবিষ্যতের যাবতীয় গালি-গালাজ সিপিএম দলের মেম্বার বা সমর্থক সেই সব মানুষের উদ্দেশ্যে যারা কিছু অন্যায়, দুষ্কর্ম করেছে বা তাকে সমর্থন করেছে, দলের সবার প্রতি নয় :-) ।
  • PT | 213.110.243.23 | ২৫ মার্চ ২০১৩ ২১:১২585624
  • কল্লোলদা
    গণশক্তি তো পার্টির কাগজ। তুমি তাকে নিরপেক্ষ মান নাকি? আমি তো মানিনা - সেজন্য আজপর্যন্ত আমি কোনদিন গনশক্তি থেকে একটিও লিং দিইনি। In fact একমাত্র শারদ সংখ্যা ছাড়া আমি পকেটের পয়সা খরচা করে গনশক্তি পড়িও না।

    সংহতি কি এমন কোন রাজনৈতিক শক্তির কাগজ যাদের প্রধানতম লড়াই সিপিএমের সঙ্গে-অন্ততঃ গত ৩/৪ বছরে? আর সেই রাজনৈতিক অবস্থান কি এমনই কদর্য যে আজকে দাঁড়িয়েও নন্দীগ্রামের শিশুহত্যার খবর সম্প্রচারের ভুল স্বীকার করে নেওয়া যায় না?
  • কল্লোল | 125.241.122.78 | ২৫ মার্চ ২০১৩ ২১:৪২585627
  • চান্দু।
    সোডেক্সো আপনার মাসিক আয়ের কতো শতাংশ?
    চাকরীর প্রথম চার বছরব ও শেষ চার বছর আয়কর না দিতে হলে কেমন হয়?
    চাকরীর শেষ চার বছরে বাড়ি বানালে বা ফ্ল্যাট কিনলে তাতে ৫০% ছাড় পেলে কেমন হয়?
    তাতে কতো ব্যথা। কিন্তু টাটাকে ২০০ কেটি টাকা ধার দেওয়া যায় ১% সুদে। ১৫০ কোটি টাকা খরচ করে ১০০০ একর জমি অধিগ্রহন করে টাটাকে নৈবদ্য দেওয়া যায়।
    শোধ? প্রথম ৫ বছরে ১ কোটি টাকা। পরের ২৫ বছরে দেবে প্রতি ৫ বছরে ২৫% করে বাড়িয়ে। পরের ৩০ বছরে প্রতি ৫ বছরে ৩৩% বাড়িয়ে। শেষ ২০ বছরে দেবে প্রতি বছর ২০ কোটি টাকা।
    এছাড়া ভ্যাটে চাড়্রের হিসেব প্রায় ৫০০ কোটি টাকা।
    পিটি। এটাতো আমার প্রশ্নের জবাব নয়। গণশক্তি বা সংহতি খুব খারাপ। কিন্তু কোন মিডিয়া তাদের পলিসিকে দুর্বল করে এমন খবর ছাপে? কাকে উদ্ধৃত করা যায়?
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২১:৪২585626
  • ট্রিকল ডাউন কথাটা আমাদের দেশে কেউ একজন আশির দশকে বলেছিল, রাজীব আমলে। সেই থেকে সব লেখাতে, সব আলোচনাতে, কোথাও না কোথাও ট্রিকল ডাউন কথাটা এসে যায়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিম্বা অসাম্য-অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বহুদিন হয়ে গেল এগুলো সাম্রাজ্যবাদীরা ব্যবহার করছে।
  • চান্দু মিঁঞা | 127.208.208.39 | ২৫ মার্চ ২০১৩ ২১:৪৭585628
  • যদি শুধু মাত্র কৃষিতে নির্ভর করতে হয় তাহলে GDP জনঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক হবে। (http://www.mapsofindia.com/census2011/population-density.html) অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব অন্তত পক্ষে পাঞ্জাবের ৯ গুণ। তাহলে আমাদের GDP হওয়া উচিত ৭৪৬০৬/৯ বা ৮৩০০ টাকার মতন। কিন্তু আসলে তা ৫৪৮৩০। (http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP)
  • চান্দু মিঁঞা | 127.208.208.39 | ২৫ মার্চ ২০১৩ ২১:৫০585630
  • কল্লোলদা আমার সোডেক্সো নিয়া কোন ধারণা নাই। ভাবতাম ট্যাক্স ফ্রী যেটা সিকি কনফার্ম করল। আসলে ঐ সব ব্যপারে আমি ও আংশিকভাবে আপনার সাথে একমত তবে তার জন্য ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। একটি রাজ্যের হাতে প্রায় কিছুই করার নাই।
  • Sibu | 84.125.59.177 | ২৫ মার্চ ২০১৩ ২১:৫০585629
  • ট্রিকল ডাউন না হয় সাম্রাজ্যবাদীরা আর ব্যবহার করে না (মানে করতে চায়, কিন্তু কনসেপ্টটা সো ডিসক্রেডিটেড যে লজ্জা পায়)। কিন্তু তারা HDI কি কাজে ব্যবহার করছে?
  • কল্লোল | 125.241.122.78 | ২৫ মার্চ ২০১৩ ২১:৫৮585631
  • পিটি।
    তাহলেই বোঝো শুধু আপেল বেচে আর পর্যটনের ওপর দাঁড়িয়েই জিডিপি কতো বেশী। শুধু তাইই নয়। হিমাচলেই সম্ভবতঃ সব গ্রামে বিদ্যুত গেছে।
    আর্থাৎ যার যেটা শক্তি তাকে তার উপরেই নির্ভর করতে হবে।
  • a | 132.172.179.220 | ২৫ মার্চ ২০১৩ ২২:০৯585632
  • এই মার্কেটে শিবুদার প্রশ্নের উত্তর পাই দিলেন না

    Name: Sibu

    IP Address : 226.239.55.156 (*) Date:25 Mar 2013 -- 08:26 PM

    কোন কুৎসিত প্রোপাগান্ডা?
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২২:১০585635
  • আত্মসন্তুষ্টিকে কন্ট্রোলে রাখার কাজে ব্যবহার করে শিবু।
  • কল্লোল | 111.63.134.131 | ২৫ মার্চ ২০১৩ ২২:১০585633
  • চান্দু। রাজ্যের করার আছে। টাটাদের অতো দান খয়রাত না করা।
    প্রশ্নটা জিডিপি বাড়ানোর নয়। আমি জিডিপি রেফারেন্স দিলাম, করন সকলেই জিডিপিকে খুব মান্য করে। আসলে ওটা তো ঢপবাজি।
    ১০০০ টাকা আয়। ১০০ জনের। জিডিপি ১০ টাকা
    আসলে ৯০০ টাকা আয় করে ১০ জন। জিডিপি ৯০ টাকা। ১০০ টাকা আয় করে ৯০ জন। জিডিপি ১.১১টাকা। এই তো জিডিপি।
    আসল কথা অসাম্য কমানো। রোজগার কম হতেই পারে। কিন্তু একটা গ্রামের আয়ের বৈষম্য যদি ১০%এর মধ্যে থাকে তবে মানুষ সুখে না থাক শান্তিতে থাকে। যেটা সমবায় অনেকটা করে ফেলতে পারে।

    আমার উন্নয়ন নিয়ে আরও প্রশ্ন ছিলো। কে জবাব দেবে কে জানে? প্রশ্ন গুলো Date:25 Mar 2013 -- 04:33 PM এখানেই আছে। উন্নয়নের ক্ষেত্রে ভৌগলিক এককটি কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন