এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ২৬ মার্চ ২০১৩ ১১:২৬585670
  • আবার শুরু হল সিঙ্গুর নিয়ে নতুন গপ্প ফাঁদা বা গুজব ছড়ানো কিঁবা আরও এক ধাপ এগিয়ে "অন্য কোন" কারণের অনুসন্ধান!!
  • aranya | 154.160.130.16 | ২৬ মার্চ ২০১৩ ১১:৩২585671
  • পিটি, এটা কথার পিঠে কথা। এস-এর পোস্টের কনটেক্সটে। আপনার মনে হচ্ছে গুজব ছড়ান। বেশ। আপনি লিঙ্ক চাইলে বলুন। এই ইন্টারভিউটা ইউটিউবে দেখেছি কদিন আগেই।
  • S | 109.26.201.94 | ২৬ মার্চ ২০১৩ ১১:৩৩585672
  • এইসব ঝামেলা করে কেউ বিজনেস করে ভাই। আর ক্রমশ টাইম পিছিয়ে যাচ্ছিলো। তাতেও প্রবলেম।
  • aranya | 154.160.130.16 | ২৬ মার্চ ২০১৩ ১১:৩৫585673
  • গুজব ছড়ানোর মোটিভেশন-টা কি বলে আপনার মনে হয়, সেটাও কাইন্ডলি লিখে দেবেন - দিদির হাত থেকে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড না কি যাত্রী সুরক্ষা টাইপস কোন কমিটিতে চাকরী ?
  • aranya | 154.160.130.16 | ২৬ মার্চ ২০১৩ ১২:০৭585674
  • লিঙ্ক-টা রইল, বুদ্ধদেবের এই ইন্টারভিউ-টার কথা বলছিলাম -

    ৩০:২০ থেকে পরের চার মিনিট শুনুন। বুদ্ধবাবু কনফিডেন্ট ছিলেন যে কারখানা হবে, নিরাপত্তার কোন সমস্যা হবে না। রতন টাটাও ওনাকে বলছিলেন যে উনি কিছুর তোয়াক্কা করেন না, কথা দিয়েছেন, কারখানা সিঙ্গুরেই হবে। হঠাৎ মত পাল্টান।
  • PT | 213.110.243.23 | ২৬ মার্চ ২০১৩ ১৩:৩৮585675
  • তামাদি হয়ে যাওয়া ইতিহাসঃ

    ২৮-শে অগাস্ট, ২০০৮-এর আগের ঘটনাঃ
    The uneasy calm nearly blew apart on Wednesday morning when a group of Trinamool Congress supporters roughed up a few workers on way to the Tata Motors small car factory site. http://articles.timesofindia.indiatimes.com/2008-08-28/india/27893368_1_tata-motors-small-car-singur-durgapur-expressway

    ২৮-শে অগস্টের ঘটনাঃ
    Late in the afternoon of August 28, Trinamool supporters prevented the exit of buses taking home the employees of the plant and the entry of those reporting for the evening shift. Among the victims of the blockade, which lasted over three and a half hours, was a Japanese team of experts. Naxalite leader PURNENDU BOSE ANNOUNCED THAT NO EMPLOYEE WOULD BE ALLOWED TO ENTER the factory premises, thus bringing to a halt all work at the plant site. http://www.frontlineonnet.com/fl2519/stories/20080926251912200.htm

    ৪-ঠা অক্টোবর
    "I think some time back I mentioned that if somebody puts a gun to my head, you will pull the trigger or you take the gun away because I will not move my head. I think Ms Banerjee has pulled the trigger," Tata said today......It has made us wonder where some of the funds for the agitation and the arrangements and the logistics have come from and that led us to some degree of pondering what may be behind the agitation." http://www.rediff.com/money/2008/oct/04tata.htm

    আর কার্য-কারণ তো পরিষ্কারঃ
    "It is a victory of the people and the peaceful movement at Singur. And, now it is time to bid farewell also to the Buddhadeb Bhattacharjee government," Banerjee told reporters. http://www.indianexpress.com/news/tatas-pullout-is-victory-of-people-mamata/369434

    টাটা আর বুদ্ধদেবকে ভাগানোটা একটা প্যাকেজ। বাকিটা তো ইতিহাস আর মিথ্যা আশ্বাসের চাষ!!
  • a x | 109.45.100.61 | ২৬ মার্চ ২০১৩ ১৪:১২585676
  • আইস্সাটা, সংহতির জ্বালা হঠাৎ এদ্দিন বাদে আবার ফিরে এসেছে দেখিনি তো! হেবি আনন্দ হল দেখে ঃ-)) শিবু আর পিটি একটু রেফারেন্স দিয়ে কথা বলুন, তারপর আগে বাড়া যাবে।

    মানে ঐ কুচি কুচি করে স্টোন চিপসে মেশানো আর তাপসী সংক্রান্ত কী মিথ্যে খবর। সংহতির কোন অরিজিনাল আর্টিকলে এরম পেয়েছেন আশা করি দেখাতে পারবেন।
  • a x | 109.45.100.61 | ২৬ মার্চ ২০১৩ ১৪:১৫585677
  • এখনও এই গলাবাজি দেখলে হাসিও পায়না আর।

    সংহতিতে এটাও বেরিয়েছিল -

    All of a sudden peasants were told: leave the land, the masters would set up industries here. If it had learned minimum lessons from the protests, clashes and the blood letting of Singur, the government would have been more careful in Nandigram. But that was not to be. It remained as arrogant as ever. Even the top leaders of the ruling party have been saying there was no existence of the opposition parties in Nandigram. The government itself provided them with the opportunity to grow. The loyal followers of the ruling party declared revolt and those who were not with them were driven out. The onus of this rests on the government as well.

    For eleven months complete silence and inactivity were carefully maintained, no political or administrative alternative was explored. And suddenly a new plot was hatched. As has been repeatedly admitted by the home secretary, the police was instructed to remain inactive. Mercenaries were collected from across the state. Workers of the ruling party encircled Nandigram from all directions. Birds, bees, flies, journalists none was given the permission to penetrate the blockade. And then the light brigade of the ruling party charged in, beat the wayward militants of Nandigram to a pulp and into submission. Those who had fled returned. However the moment of their return saw a parallel and opposite incident. Houses were torched anew, those who were inside Nandigram were butchered in a massive celebration of revenge. Presently, the Nandigram sky is reverberating by the scream of the recent batch of refugees.

    বলুন দেখি কার লেখা এটা কোন মিথ্যুক সংহতি "সাংবাদিক"এর?
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৩০585678
  • অশোক মিত্র।
  • a x | 109.45.100.61 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৩৩585680
  • আহ! দিল জল ঢেলে! ঃ-)
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৩৪585681
  • আনন্দবাজারের লেখাটা আছে অক্ষদা?
  • ম্যাক্সিমিন | 69.93.210.214 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৩৫585683
  • এ বাবা বলে দিলাম বুঝি? :(
  • GoF | 24.96.75.142 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৩৫585682
  • অশোক মিত্রকে তো দরকার মত disown করে দেওয়া হয়

    (এইটা লিখে মনে হল নজরুল সেই কবে আগে লিখেছিলেন - স্বরাজীরা বলে আমি নারাজী ইত্যাদি। তো এখন হলে হয়তো লিখতেন -

    মাকু বলে তুই নকুঘেঁষা
    নকু কয় ব্যাটা সিপিয়েম...)
  • a x | 109.45.100.61 | ২৬ মার্চ ২০১৩ ১৪:৪০585684
  • ম্যাক্সিমিন, না নেই আমার কাছে, আমি সংহতিতে সার্চ করে পোস্ট করলাম।
  • PT | 213.110.243.23 | ২৬ মার্চ ২০১৩ ১৫:০২585685
  • শিশুহত্যার খবর সংহতির লিং সহ জানিয়েছিলাম হীরকের রাণী টইতে। সে খুঁজে বের করতে হবে। তবে চট-জলদি একটা পেলামঃ "killing of children gradually unfolded" http://sanhati.com/news/180/। তবে গোলপোস্ট একটু সরেছে-"অরিজিনাল আর্টিকল" হতে হবে। মানে আমার কাগজে আমি সরকারের কাজকে planned genocide-বলে অন্য লোককে বা সংগঠনকে দিয়ে লেখাচ্ছি। কেউ চেপে ধরলে বলব যে আমি তো লিখিনি-ওয়াও!!

    সিপিএম-কে সমর্থন করে লেখা অশোক মিত্রর কটা নিবন্ধ সংহতি চাপিয়েছে জানালে বাধিত হব। আর এই লেখায় শিশুহত্যা নিয়ে কিছু নেই তো!
  • a x | 109.45.100.61 | ২৬ মার্চ ২০১৩ ১৫:১৭585686
  • কুচি কুচি করে স্টোন চিপসের সাথে মেশানোর লিংকটা দিন।

    "From the dialogue with the villagers that included many eye- witnesses of the ghastly incident, a horrifying story of torture, murder, molestation, rape and killing of children gradually unfolded"

    মেডিকাল সার্ভিস সেন্টারের রিপোর্ট এটা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে বাসিন্দারা যা বলেছে, তারা সেটা রিপোর্ট করেছে। আমি যখন নন্দীগ্রাম গেছিলাম, এক্স্যাক্টলি একই জিনিস আমি নিজের কানে শুনেছি। এসে যদি রিপোর্ট লিখতাম, সেটা চেপে যাওয়াই উচিৎ হত? ঐ সময় ওরা স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা দেখে শিশুদের মেলাচ্ছিল। ঘটনার ঠিক পরে পরে, নন্দীগ্রাম কলেজের প্রিন্সিপালও ঠিক একই কথা বলেছিলেন।

    যতই ট্রিভিয়ালাইজ করার চেষ্টা করুন, ভয়াবহতার এই নজির এত সহজে ভোলাতে পারবেন না মানুষকে। একটা বাইরের লোককএ ঢুকতে না দিয়ে পুরো ঘিরে ধরে তাণ্ডব চলেছে। laaiph hel kare deb অক্ষরে অক্ষরে পালন করেছে ক্যাডারকূল। কলকাতায় শহরে পিজিতে এমন মহিলা ছিলেন, যাঁর শরীরে কোনো আঘতের চিহ্ন নেই, অথচ কোনো কথা বলেন না, কিছুক্ষণ বাদে বাদে শিউড়ে ওঠেন শুধু - এত সহজ এগুলো ভুলিয়ে দেওয়া?
  • PT | 213.110.243.23 | ২৬ মার্চ ২০১৩ ১৬:৩৯585687
  • "killing of children gradually unfolded" -এর মিথ্যাটি যেন যথেষ্ট ভয়াবহ নয়? অনিন্দিতার ডকুতেও দেখলাম যে বিভিন্ন জায়গার মানুষ একই কথা বলছেন-অর্থাৎ কোন একটি জায়গা থেকে অর্ধসত্য গুজব ছাড়ানো হয়েছিল।

    কানে শুনে এসে বাছাই না করে মুখে গল্প ছ্ড়ায় সাধারণ মানুষেরা। সাংবাদিকরাও যদি একই ভাবে কাজ করে তাহলে আর সংবাদপত্র পড়া কিসের জন্য? আর ডাক্তারাইবা এই কচকচির মধ্যে যাবে কেন-তাদের কাজ তো চিকিৎসা করা। তার যদি কোন মৃত শিশুর চিকিৎসা করে থাকে তবে তারা শিশুহত্যার দাবী করলে তার একটা অর্থ হয়।

    অবশ্য অর্ধসত্য প্রচার করা যদি কোন কাগজের রাজনৈতিক উদ্দেশ্য হয় তাহলে অন্য কথা। নাহলে ঘটনার ৪/৫ বছর পরেও তো লেখা যায় যে নন্দীগ্রামে শিশুহত্যার গপ্পটি নেহাৎই উদ্দেশ্যমূলক প্রচার ছিল।
  • PT | 213.110.243.23 | ২৬ মার্চ ২০১৩ ১৬:৪৯585688
  • সংহতির পাতায় প্রচারঃ-

    Singur to Nandigram, Bangla will be Vietnam;

    আর যে মেডিকাল রিপোর্ট সংহতি ছাপাচ্ছে সেই একই রিপোর্ট পাচ্ছি http://www.revolutionarydemocracy.org/nandigram/medrepnand.htm।

    সংগঠিত (অপ)প্রচার?
  • চান্দু মিঁঞা | 127.217.174.216 | ২৬ মার্চ ২০১৩ ১৮:২৬585689
  • খাসা আলোচনা চলছে, প্রথমে দেখেনি সানন্দের কি হাল, উৎস S,Date:24 Mar 2013 -- 11:33 PM প্রদত্ত লিঙ্ক।

    ১। "Tata Motors in June 2010 rolled out the first Nano cars from its main manufacturing plant at Northcote Cattle Farm. The construction time was a record breaking 14 months. The cost amounted to 20 Milliard Indian Rupees (Ca. 20 Milliard Euro). During the starting period the production plant employed 2.400 staff. Including the indirect jobs around the plant there were about 10.000 people depending on the initial production. The plant has a capacity to manufacture 250,000 cars a year in the first phase, which will be scaled up to 500,000 cars a year. The project, including Tata Motors plant, vendor facilities and a railway transportation hub near Nidhrad Village, will together generate over 20,000 direct and indirect jobs."

    ২।"On 28 July 2011, Ford announced a deal to invest Rs 40 billion[13] (U$906m)[14] to build a plant in Sanand.

    The plant, spread over 460 acres,[12] will have a capacity to make 240,000 cars/year and 270,000 engines/year.[14] 5000 people will be employed at the plant,[14] another 25,000 indirectly and another 6000 in ancillary engineering, totalling 36,000 jobs.[8]"

    ৩। French car maker PSA Peugeot Citroen has chosen the Indian state of Gujarat to build a 650-million-euro ($928-million) factory capable of turning out 165,000[16] vehicles per year.

    The integrated manufacturing and engine and gearbox facility, which should come on line in 2013, will generate 5,000 new jobs in the rapidly developing Sanand automotive cluster.[17]

    ৪। এখানে ৬১ হাজার কাজের কথা আছে। উইকি বলছে আরো আসছে। আর এর পরেও আমরা বলছি আমরা কিছু হারাইনি।
  • চান্দু মিঁঞা | 127.217.174.216 | ২৬ মার্চ ২০১৩ ১৮:৩০585691
  • তবে হ্যাঁ ও কটা চাকরি আসা যাওয়া নিয়ে ছিঃPM রা মাথা ঘামাতে পারে নইলে চিন্তার বিশেষ কিছুই নেই। এবারের বিশেষ রকমের স্বচ্ছ বাজেটেই ১০ লাখ চাকরির কথা আছে। ম্যাক্সিমিনদি কি বলেন?
  • ঐশিক | 132.181.132.130 | ২৬ মার্চ ২০১৩ ১৮:৩২585692
  • @চান্দুদা
    আমরা তো সর্বহারার দল তাই ওতে কিসসু যায় আসে না
  • aranya | 154.160.98.31 | ২৬ মার্চ ২০১৩ ২০:২৬585693
  • লে ম্যান হিসেবে সিঙ্গুর সম্পর্কে আমার মনোভাব গুরুতে কয়েকবার লিখেছি। সিঙ্গুরের বহুফসলী জমিতে না করে, অন্য জায়গায় কারখানা করার চেষ্টা করা উচিত ছিল, যেখানে অনুর্বর জমি, ফসল কম হয় বা চাষ হয় না। বুদ্ধদেব ইন্টারভিউ-তে বলেন টাটাদের প্রথমে খড়গপুরে জমি দেখিয়েছিলেন (গুজব নয়, আমার দেওয়া লিঙ্ক ফলো করলেই পাবেন)। কিন্তু ওরা নাকি কয়েকটা জায়গা দেখে সিঙ্গুর পছন্দ করেন। ১০০০ একরের ওপর অব্যবহৃত জমি, ইন্ডাসট্রিয়াল জোনে, কল্যাণীতেও আছে।
    ২০০৬-এ গায়ের জোরে জমি নিয়ে কারখানা করার বিরোধী ছিলাম। ২০০৯-এ যখন দেখছি, জমি রক্ষা-র আন্দোলন কাজে লাগে নি, কারখানা ৮০%-৮৫% কমপ্লিট, তখন মনে হয়েছিল ঐ সিচুয়েশনে কারখানা -টা সম্পূর্ণ হয়ে প্রোডাকশন শুরু হলেই ভাল। কারণ জমির চরিত্র পাল্টে গেছে, ঐ জমিতে আর কখনও চাষ হবে না। বরং ন্যানো ফ্যাক্টরী আর তার অনুসারী শিল্প গুলো এলে কি্ছু লোক কাজ পাবে।

    পিটি, আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। ২৪ ঘন্টায় বুদ্ধ-বাবুর ইন্টারভিউ-টা শুনে জানাবেন কেন আপনি অভিযোগ করলেন যে আমি গুজব ছড়াচ্ছি, কোন কথাটা গুজব এবং এই গুজব ছড়ানোর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার মনে হয়।
  • a | 132.166.143.105 | ২৬ মার্চ ২০১৩ ২৩:২৫585694
  • আমি ইন্টারভিউটা দেখেছিলাম, যদ্দুর মনে পড়ে বুদ্ধবাবু বলেছিলেন টাটাবাবু তাকে বলেন আনোয়ান্টেড হয়ে উনি পবতে থাকতে চাননা। এটাই কারণ ছিল উইথড্র করে নেবার। আর সিঙ্গুরের বিষয়ে আপনার হনেস্ট স্ট্যান্ড ভাল লাগল।

    এনিওয়ে, ওসব ভেবে লাভ নেই। আমার একটা প্রশ্ন বহুবার করেছি এই পাতায়, আবারো করছিঃ এই টোটাল আন্দোলনে মমতা বাদে আর কার লাভ হল? জানতে চাই না তামাদি হয়ে যাওয়া ইতিহাস, জানতে চাই বর্তমানে কিরকম আছেন সিঙ্গুরের মানুষ? যদ্দুর টিভিতে দেখি খুব ভাল নেই। তো এর দায় কার?
  • কৃশানু | 213.147.88.10 | ২৬ মার্চ ২০১৩ ২৩:২৯585695
  • অরণ্য-দার সিঙ্গুর স্ত্যান্দ পছন্দ হলো। আমার স্ত্যান্দ-ও কাছাকাছিই।
  • ম্যাক্সিমিন | 69.93.199.116 | ২৬ মার্চ ২০১৩ ২৩:৩৮585696
  • দায় কার?

    "Suspend the debate over the ideology of development. Also steer clear of the pastime of apportioning moral responsibility for the deaths and other incidents in Singur and Nandigram. Forget for the moment the dubious economics too. What about one’s sense of aesthetics though? Does it not appear obscene that a state government, carrying a burden of debt of more than Rs 150,000 crore and with a countless number of problems, would offer a freebie of Rs 850 crore to an industrial group which has made an outlay of over Rs 50,000 crore only the other day to satisfy their expansionary ego overseas?"
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ০০:০৩585698
  • সেই ক্লান্তিকর তাত্বিকতা-এবং শেষ ভরসা অশোক মিত্র যখন তিনি বামফ্রন্ট পরিত্যাগ করেছেন!!

    কোন শিল্পাঞ্চল দেখার দরকার নেই। যে সমস্ত IIT-গুলো প্রধান শহরের বাইরে চালু করা হয়েছিল তারা কিভাবে তাদের চারিপাশের আর্থিক পরিবেশ বদলে দিয়েছে সেটা চোখে পড়ার মত। এখান থেকে সরকারের কোন লাভ তো হয়ইনা-উল্টে ভর্তুকি দিতে হয় কোটি টাকায়।
  • ম্যাক্সিমিন | 69.93.199.116 | ২৭ মার্চ ২০১৩ ০০:১৭585699
  • আমার বক্তব্য হল, সরকার যারা চালাত তারা হিসেবটাই করে নি। অত সময় পায় নি।
  • kc | 188.61.96.29 | ২৭ মার্চ ২০১৩ ০০:২০585700
  • আপনার বক্তব্যের ভিত্তি কী?
  • kc | 188.61.96.29 | ২৭ মার্চ ২০১৩ ০০:৩৬585702
  • মাইরি, গলা বড় হতে হতে তো এবার লোকে রাজহাঁস বলা শুরু করবে,

    Many small children of the K.G. school are missing in Bhangabera (another badly hit village). The villagers say that during the commotion they were released from the school. Many of them had been butchered by the attackers. Their throats were slit or heads chopped off, put in gunny bags, loaded in trucks and transported to unknown destinations. The locals feel that either the bodies had been burnt in brick-kilns, thrown to Haldi River / Bay of Bengal (not very far off) by tying with stones in fishing nets or dumped in marshy land or jungles. It may so happen that the bodies to the ditches and the overlying roads repaired. Some people said that they have either witnessed themselves or heard from other that the legs of a small child were torn apart. A breast-fed baby was reportedly thrown to a pond.

    লিং ,
    http://sanhati.com/news/180/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন