এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 226.239.55.156 | ২৫ মার্চ ২০১৩ ২২:২২585636
  • কোন সাম্রাজ্যবাদীরা সেরকম করছে মক্ষিমিন? আমার তো ধারনা ছিল ইউএস সরকার ওটা কোন পলিসি ফর্মুলেশনেই ব্যবহার করে না। আমি যদি ভুল জানি তো শুধরে দিন প্লিজ।
  • চান্দু মিঁঞা | 127.193.37.101 | ২৫ মার্চ ২০১৩ ২২:৩৫585637
  • কল্লোলদা যদি অন্য রাজ্য টাটাদের দান খয়রাত করে রিলেটিভ অ্যাডভান্টেজ নেয় তাহলে আমাদের ও নিতেই হবে। মানে আমার বোধ বুদ্ধি তাই বলছে।
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪০585638
  • ডোমেস্টিক পলিসিতে না করুক, ওয়ার্লড ব্যাঙ্কের মাধ্যমে নানারকম প্রোগ্রাম স্পন্সর করে। ইমার্জিং ইকনমিরাও যে গরীব দেশ, সেটা ধরা পড়ে ঐ ইন্ডেক্সগুলো দিয়ে।
  • PT | 213.110.246.230 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪১585639
  • কল্লোলদা
    CNN-IBN-এ আলোচনা চলছে। কৃষিভিত্তিক শিল্প গড়তে গিয়ে আখ উৎপাদনের কারণে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে খরার "সৃষ্টি" করা হয়েছে। কেননা আখ উৎপাদন এই মুহুর্তে লাভজনক। তবে আখ গজাতে বজরার চাইতে দশগুণ জলের জোগান লাগে।
    Out of the total 225.6 Lakh hectares of land under cultivation, only a small 39.67 Lakh hectares are under irrigation which is only 17.5%, while the rest is left to the mercy of the rains. The irrigation area has not increased by even 0.1% even after spending 70000 Cr rupees. (This is the crux of the famous Irrigation Scam). http://www.ibtl.in/news/exclusive/2079/maharashtra-drought-2013/

    শান্তি নেই। হয় টাটা নয় বরুণদেব কাউকে না কাউকে তুষ্ট রাখতে হবে। টাটাকে তুষ্ট রাখা বোধহয় সহজতর কাজ!!

    তোমার অন্য প্রশ্নের উত্তরে জানাই যে TOI, Telegraph, Hindusthan Times ইত্যাদি ইত্যাদিদের মুখটা পরিষকার বোঝা যায়। গনশক্তির বা জয়-বাম্লারও। সংহতি?-সবটাই কেমন মুখোশ মনে হয়!!
  • b | 135.20.82.166 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪২585640
  • কল্লোলদা, 25 Mar 2013 -- 10:10 PM
    সবার আয় ১ টাকা করে হলেও সাম্য, আবার ১০ টাকা করে হলেও সাম্য। কোনটা বেছে নেবেন?
    আর রেফারেন্স পয়েন্ট? ও আপনার আত্মপরিচয়। ভারতের প্রধানমন্ত্রী যেমন ইকুইটোরিয়াল গিনি-র লিটেরাসি রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট নিয়ে মাথা ঘামাবেন না ( যদি না কোনো উপযুক্ত পলিসি-র উদাহরণ থাকে), অসমের মুখ্যমন্ত্রী যেমন ভাববেন কাজিরাঙা অভয়ারণ্য (কানহা বা সুন্দরবন নয় কিন্তু) থেকে কি ভাবে আরো এনক্রোচমেন্ট কমানো যায় , আবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সভাধিপতি বরাদ্দ সর্ব শিক্ষা অভিযানের টাকা এবারেও খরচ হল না বলে হা হুতাশ করবেন।

    আর জিডিপি অবশ্যই ঢপ, কারণ তা একটা গড় এনে দ্যায়। তা উন্নয়নমূলক (সাক্ষরতার হার, প্রসূতির মৃত্যুর হার, স্কুলছুটের হার, কলকাতার রাস্তায় সাস্পেন্ডেড পার্টিকল ম্যাটারের পরিমাণ) সব সূচক-ই তো তাই।
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪৩585641
  • আমিও ভুল হলে শুধরে দিও শিবু।
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪৪585642
  • a ও এই মার্কেটে ... ঃ))

    যাগ্গে, এনিয়ে ঐ টইতেই অনেক তর্ক হয়ে গেছে। এক কথায় বলি, যেখানে অন্তঃসত্ত্বা কিনা তার প্রমাণ নেই, বাবাই মেয়েকে মেরেছেন সে নিয়েও কোন প্রমাণ নেই, কীসের ভিত্তিতে ওগুলো দেখানো হয়েছিল, তাই জানা নেই, সেখানে ডকুটা প্রোপাগাণ্ডাই মনে হয়েছে, আর বাবা মেয়েকে পুড়িয়ে মেরেছেন এবং সেটাকে তারপর রাজনৈতিক ইস্যু করছেন, এই পুরো বক্তব্যটাই কুৎসিত মনে হয়েছে। কারুর কুৎসিত মনে নাই হতে পারে, তাঁর সাথে আমার এনিয়ে তর্কে যাবার প্রবৃত্তি নাই।
  • চান্দু মিঁঞা | 127.193.37.101 | ২৫ মার্চ ২০১৩ ২২:৪৮585643
  • শুতে যাবার আগে আরেকটা সুখবর রেখে যাই,

    মহিলাকে 'মার', অভিযুক্ত তৃণমূল নেতা
    (বিস্তারিত http://www.abpananda.newsbullet.in/state/34/35014)
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২২:৫১585644
  • মানুষের দুঃখ ইত্যাদি নিয়ে এত কথা হচ্ছে যখন, তার মধ্যে অসুখও পড়বে। গতকাল ২৪ শে মার্চ বিশ্ব স্বাস্থ্যের একটা বিশেষ দিন ছিল কেন? চটপট জবাব চাই।
  • Sibu | 84.125.59.177 | ২৫ মার্চ ২০১৩ ২৩:০১585646
  • ওয়ার্ল্ড ব্যাংক HDI অন্য দেশের ওপরে লাঠির মত ব্যবহার করে তো ঠিকই। সেটা জানি। আমি ভেবেছিলাম আপনি বলছেন ডেভেলপড দেশগুলো ওদের নিজেদের পলিসি ডিসিশনের জন্য HDI ব্যবহার করছে। আমি ভুল বুঝেছিলাম।
  • Sibu | 84.125.59.177 | ২৫ মার্চ ২০১৩ ২৩:০৭585648
  • তাপসী মালিক প্রেগন্যান্ট ছিল কিনা সেটা জানার সবচেয়ে সহজ উপায় হল অটোপ্সি রিপোর্ট দেখা। সেটা চেক করার চেষ্টা না করে কুৎসিত প্রচার বলে চেঁচিয়ে যাওয়া আমারও লাশ নিয়ে রাজনীতি বলে মনে হয়, অত্যন্ত কুৎসিত বলে মনে হয়। হতেই পারে চন্দনবাবু হয়তো অটোপ্সি রিপোর্ট দেখেছিলেন? আবার এও হতে পারে উনি একটা সম্ভাবনার কথা বলছিলেন (স্পেকুলেশন)। ডকুটাতো কেউই দেখেনি শুনলাম।

    একটা গোটা লাশ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা কার আর হজম হয়? সংহতি বলে কি আর পলিটিক্যাল অর্গানাইজেশন নয়?
  • PT | 213.110.246.230 | ২৫ মার্চ ২০১৩ ২৩:০৭585647
  • যারা তাপসীর নগ্ন-আধপোড়া শরীরের ছবি প্রচারে ব্যবহার করে নিজেদের দিকে ভোট টানার চেষ্টা করেছিল এবং সফলও হয়েছিল তাদের অবস্থানটা কুৎসিত নয়?
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২৩:১৯585650
  • আমার প্রশ্নের উত্তর পেলাম না। গতকাল ২৪ শে মার্চ বিশ্ব স্বাস্থ্যের একটা বিশেষ দিন ছিল কেন?
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৫ মার্চ ২০১৩ ২৩:১৯585649
  • আমার প্রশ্নের উত্তর পেলাম না। গতকাল ২৪ শে মার্চ বিশ্ব স্বাস্থ্যের একটা বিশেষ দিন ছিল কেন?
  • siki | 132.177.200.170 | ২৫ মার্চ ২০১৩ ২৩:৪৮585651
  • বিশ্ব টিবি দিবস ছিল কাল।
  • S | 109.26.201.94 | ২৬ মার্চ ২০১৩ ০০:২৩585652
  • জিডিপির প্রব্লেমটা বোধয় অ্যাভারেজ নয়। আর পার ক্যাপিটা জিডিপি আর পার ক্যাপিটা ইনকাম কি একই জিনিস? কিন্তু জিডিপির একটা অন্য প্রব্লেম আছে।

    যেমন মনে করুন আপনার পাড়ায় একটা বড় পুকুর আছে। সেই পুকুরে সুন্দর নীল জল আ্চে। সেই পুকুরের চারপাশে লোকে সকালে সন্ধ্যায় ঘুরে বেড়ায়, হাওয়া খায়, আড্ডা বাড়ে। এবারে মনে করুন ঠিক হোলো সেই পুকুর বুজিয়ে বড় ফ্ল্যাট বাড়ি তৈরী করা হবে। এই প্রজেক্টের ফলে পাড়ার জিডিপি অনেক বেড়ে যাবে, কিন্তু পুকুরটা আর তার সৌন্দর্য্য চলে যাবে।

    জিডিপি বাড়ে মুলতঃ তিন উপায়েঃ ১) পপুলেশন বাড়লে, ২) টেকনলজি ইম্প্রুভ করলে, ৩) রিসোর্স এক্স্প্লয়েট করলে। দুনম্বরটা হোলো বেস্ট ওয়ে - ডেভেলপড কান্ট্রিগুলোতে হয়। তিন নম্বরটা হোলো উপায় না থাকলে করতে হবে - যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো তে হয়।
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৬ মার্চ ২০১৩ ০০:৩২585653
  • Yes siki. On 24 March, 1882, Robert Koch disclosed in a public lecture his result on Mycobacterium tuberculosis.
  • ম্যাক্সিমিন | 69.93.217.11 | ২৬ মার্চ ২০১৩ ০০:৩৫585654
  • চার নম্বর উপায় হল, এ মোর এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস। প্রোডাক্ট মিক্স পাল্টে দিয়ে।
  • S | 109.26.201.94 | ২৬ মার্চ ২০১৩ ০০:৫৮585658
  • ম্যাক্সিমিন, আসলে আপনার পয়েন্টটাই তিন নম্বর। আমি ওটাকেই নেগেটিভ সেন্সে লিখেছি।
  • b | 135.20.82.166 | ২৬ মার্চ ২০১৩ ০০:৫৮585655
  • এঁড়ে তক্ক করছি।
    ধরুন ঐ পুকুর বুজিয়ে একটা স্কুল তৈরী হল যেখানে পাড়ার বাচ্চারা পড়াশুনো করবে। তাতেও কিন্তু পাড়ার সাক্ষরতা বাড়বে অথচ সৌন্দর্য্য নষ্ট হবে।
    তাই "পরিবেশ নষ্ট' শুধু জিডিপি-র প্রব্লেম?
    কল্লোলদা সমালোচনা করছেন বন্টনের জায়গা থেকে, ওটা তো অ্যাভারেজের-ই সমস্যাঃ গ্রীন জিডিপি বা ইত্য়্যদির বাইরে গিয়ে।
  • S | 109.26.201.94 | ২৬ মার্চ ২০১৩ ০১:০৫585659
  • সে তো যেকোনো ডেটার আল্টিমেটলি অ্যাভারেজ নেওয়া হয়। আবার আমিও একটু এঁড়ে তক্ক করি। মনে করুন দুটো দেশের কোয়িফিসিয়েন্ট অব ভ্যারিয়েন্স সমান, কিন্তু একটা দেশের অ্যাভারেজ আরেকটার থেকে অ্যাভারেজ বেশি, সেক্ষেত্রে আপনি কোন দেশে থাকতে চাইবেন। এটা ঘটনা যে ইন্ডিয়াতে জিডিপি বৃদ্ধি হওয়াতে ধনী থেকে মধ্যবিত্ত সকলের ভালো হয়েছে, কিন্তু সমাজের একেবারে নিচে সেই সুফল হয়তো তেমন পৌছায় নি। সেটা বোধয় টার্গেট ছিলো না। মানে আম আদমির ভোট চাওয়া হচ্ছে। আম আদমি মানে মধ্যবিত্ত যাদের হাতে মোবাইল, কালার টিভি, বাইক, কেবল চ্যানেল দিয়ে দেওয়া হোলো।

    আপনার ইস্কুল নিয়ে কোস্নোটা খুব ভ্যালিড। চাড্ডি ভাত খেয়ে উত্তর লিখছি।
  • S | 139.115.2.75 | ২৬ মার্চ ২০১৩ ০২:১১585660
  • ওয়ার্ল্ড ব্যান্কের নাকি একটা কথা আছে - পার্সু অ প্রজেক্ট ওনলি ইফ ইট ইজ viable technically, economically, environmentally and socially. বা কাছাকাছি ঐরকম একটা কিছু। অতএব।
  • কল্লোল | 125.241.52.187 | ২৬ মার্চ ২০১৩ ০৬:০৫585661
  • চান্দু।
    অন্য রাজ্য টাটাকে তোয়াজ করে তো করুক। সানন্দায় ন্যানো হলো তো। তাতে গুজরাটের হাল কতোটা ফিরেছে, তাই নিয়ে পাই একটা লিং দিয়েছিলো তো।
    পিটি।
    আমার তো উল্টোটা লাগে গণশক্তি, জাগো বাংলা, সংহতি বরং মুখোশ পরে নেই। নিরপেক্ষতার মুখোশে আবাপ, আজকাল বা অন্যান্য মিডিয়াগুলো তাদের স্বার্থই দেখে।
  • S | 139.115.2.75 | ২৬ মার্চ ২০১৩ ০৭:০৩585662
  • নিরপেক্ষ মিডিয়া - হে হে সোনার পাথর বাটি। খবর দেখার থেকে মিরাক্কেল দেখলে জেনারেল নলেজ অনেক বাড়বে।
  • PT | 213.110.246.230 | ২৬ মার্চ ২০১৩ ০৮:৫০585663
  • আমি আবাপ-কে সংহতির চাইতে বেশী "ভ্রম সংশোধন" ছাপতে দেখেছি। আবাপ ইত্যাদি কার স্বার্থ দেখে সেটাও আমার কাছে পরিষ্কার-আর তারা "নিরপেক্ষ" সে দাবী আমি করিনি। কিন্তু সংহতি ঠিক কার স্বার্থ দেখে সেটা অন্ততঃ আমার কাছে পরিষ্কার নয়। তবে প্রচুর মিথ্যে কথা যে নির্দ্বিধায় ছাপে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। অথচ এই সব কাগজের বিশ্বাসযোগ্যতা মূল-স্রোতের কাগজগুলোর থেকে বেশী হওয়া উচিৎ ছিল।
  • | 127.194.86.3 | ২৬ মার্চ ২০১৩ ০৯:৪৭585664
  • কল্লোল দার 6:05 এ এগ্রী করলাম না। সিঙ্গুর এ ন্যানো হলে ঐ অঞ্চলের অনেক উন্নতি হতো। বেশ খানিক টা হতে শুরু ও করেছিল। আমি তারকেশ্বরের ছেলে। আগে ও ই অঞ্চরের রাস্তাঘাট আর পরে রাস্তাঘাট দেখেছি।

    মারুতি র আগে আর পরে "গুরগাঁও" র অবস্থা তো আমরা জানি।

    টাটা র ন্যানো সিঙ্গুর থেকে চলে যাওয়া অপূরনীয় ক্ষতি। রাজনৈতিক রঙের উর্ধে উঠে এটা স্বীকার করা যাক কোন দ্বিধা ছাড়াই।
  • S | 109.26.201.94 | ২৬ মার্চ ২০১৩ ০৯:৫৫585665
  • পরিবত্তনের প্রাক্কালে এক বিয়ে বাড়িতে এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো। বললো দেখছো তো পরিবত্তন হচ্ছে। আমি বললাম যে সেটা কি ভালো জিনিস হচ্ছে? বললো নিস্চই। তার মনে হয় ধারনা ছিলো পরিবত্তনের পরে সত্যি পরিবত্তন হবে। এনিওয়ে বললাম সিঙ্গুরের কি হবে? বললো কি হবে? আমি বললাম যে ঐ জমিতে আর চাষ হবে না, তাহলে কি হবে? উত্তরে জানলাম যে ওখানে নাকি অন্য ইন্ডাস্ট্রি হবে। জানতে চাইলাম তাহলে টাটা হতে ক্ষতি কি ছিলো? তার কোনো উত্তর পেয়েছিলাম বলে মনে পড়ছে না।
  • aranya | 154.160.130.16 | ২৬ মার্চ ২০১৩ ১১:০৬585666
  • ঐটাই দুঃখের। সিমেন্ট-টিমেন্ট ঢেলে কারখানার মেঝে হয়েছে। ঐ জমিতে আর জীবনে কোনদিন চাষ হবে না। অথচ ৯০% কাজ হয়ে যাওয়ার পরও ফ্যাক্টরি হল না। বুদ্ধ-বাবুর একটা ইন্টারভিউ শুনে মনে হয়েছিল, সিকিওরিটি থ্রেট খুবই নগণ্য ছিল। টাটা-দের চলে যাওয়ার সিদ্ধান্ত-টা আকস্মিক , উনি খুবই শকড হয়েছিলেন। হয়ত শুধু আন্দোলনের জন্য নয়, অন্য কোন কারণও ছিল, টাটাদের চলে যাওয়ার পিছনে।
  • GoF | 24.96.75.142 | ২৬ মার্চ ২০১৩ ১১:১৩585667
  • ওই সময়ে কিছু নিউজ ক্লিপিংস হয়তো এখনো খুঁজলে পাওয়া যাবে। ফ্যাক্টরি তৈরীর কাজ যারা করছিলো বা সিকিউরিটি গার্ড ছিলো তাদের একটা ফ্ল্যাটে একদল লোক বন্ধুত্বপূর্ণ উপদেশ দিতে যান - "হাম আপসে হাত জোড় কর বিনতি করতে হ্যাঁয় কে আপ ইঁহাসে চলে যাইয়ে" - এইটা ছিলো তাদের লীড নেত্রীর মুখের কথা (মমতা নয়, অন্য কেউ)। কিন্তু বাকি চোখমুখ আর হাবভাব দেখলে কথাগুলোকে অনায়াসে "%&$% যাবি না তোর বাপ যাবে, না গেলে মেরে পুঁতে দেবো $^%*&^&$" দিয়ে রিপ্লেস করা যায়।
  • aranya | 154.160.130.16 | ২৬ মার্চ ২০১৩ ১১:২৫585669
  • মমতা+অন্য অনেকে তো চাইছিলেনই যে কারখানা না হোক। কিন্তু হোস্টের প্রশ্নের উত্তরে বুদ্ধবাবুর উত্তর ছিল এরকম - মমতা ওর মত আন্দোলন করুন, ওদিকে কারখানা-ও প্ল্যান মত এগোচ্ছে,নো প্রবলেম। রতন টাটাও বরাবর-ই বলছিলেন, আমরা থাকবই। ইন ফ্যাক্ট, প্রয়োজন হলে প্রশাসন বাই ফোর্স আন্দোলনকারী-দের সরিয়ে দিত। কিন্তু, তেমন প্রয়োজন আছে বলে ওর মনে হয় নি।
    হঠাৎ-ই টাটা-রা সরে যাবার সিদ্ধান্ত নেন।
    অবশ্য তাতে টাটাদের কি লাভ হল জানি না। সিঙ্গুর এবং বাংলার ক্ষতি হল। - শেষ লাইন দুটো ইন্টারভিউ থেকে নয়, আমার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন