এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | 127.193.41.42 | ২৮ মার্চ ২০১৩ ০৬:২২585803
  • গুজ্জব গুজ্জব
  • চান্দু মিঁঞা | 127.193.41.42 | ২৮ মার্চ ২০১৩ ০৬:৩০585804
  • ... Date:28 Mar 2013 -- 12:19 AM এর উত্তরঃ

    আমি এই নন্দীগ্রাম নিয়া ডিবেটে নাই, তাই অমার সম্পর্কে সিদ্ধান্ত কি করে নিলেন একটু বুঝিয়ে দিলে ভাল হত।

    অবে আপনি আপনার শার্পনেসের স্বাক্ষর রাখতে পারেন তৃণমূলকে একটি আগাপাশতলা মিথ্যুকের দল বলে। ( এসুযোগ হারাবেন না) ১৮৯৯ চাকরীর ব্যবস্থা করে যারা বলে ১০লাখ কর্মসংস্থান হয়েছে তাদের বক্তব্যকে কোন স্কেলে স্কেল ডাউন করবেন? জোরগলায় বলুন ওদের মিথ্যা বলার কনফিডেন্স এমন জায়গায় গেছে যে ওরা বাজেটেও মিথ্যা কথা বলছে।

    এই ইস্যুটা সেটল হলেই এরম আরো দেব।
  • aranya | 154.160.226.53 | ২৮ মার্চ ২০১৩ ০৬:৪৫585805
  • একটা দলের শুধু নাম-টার তো কোন মানে নেই, মেম্বার, সমর্থক-দের নিয়েই দলের অস্তিত্ব। কিছু মানুষের সংগঠন, তাদের নাম হ্যাপেনস টু বি সিপিএম। সেই মানুষগুলো কেন এত অচ্ছুত হবে যে তাদের নিয়ে বাম সলিডারিটি হতে পারে না?
  • aranya | 154.160.226.53 | ২৮ মার্চ ২০১৩ ০৬:৫২585806
  • এই প্রশ্ন-টা স্বগতোক্তি মূলক, উত্তর খুঁজছি না কারো কাছে। জানি অতীতে অনেক অন্যায়, অত্যাচার, অনেক বিশ্বাসঘাতকতা-র ইতিহাস আছে। কিন্তু তারও আগে, অবিভক্ত কম্যুনিস্ট পার্টিও আছে। তেলেঙ্গানা, কাকদ্বীপে একসাথে লড়াই আছে।
  • | 127.194.82.157 | ২৮ মার্চ ২০১৩ ০৮:২৪585807
  • ১০ লাখ চাকরী র ব্যাপার টা একদম ঢপ।

    তবে রাজনীতিবিদ রা মিথ্যে বলবেন এটা আর নতুন কী? সবাই বলেন,কংগ্রেস,বসপা,বিজেপি,তিনো,এ ডিএম কে,।

    তবে হ্যাঁ, বাম বিশেষ করে সিপিএম কে আমি কখন ও মিথ্যে বলতে দেখি নি। এঁনারা হলেন উজ্জ্বল ব্যতিক্রম। বাকি রাজনৈতিক দল গুলো এঁনা দের দেখে শিখলেও তো পারে। এরা যে কবে শিখবে? ঃ(((
  • PT | 213.110.246.230 | ২৮ মার্চ ২০১৩ ০৮:৩৫585808
  • ...
    সরাসরি বক্তব্য রাখুন। কে ব্লান্ট আর কে বুদ্ধিমান সেই বিচার করাটা এত সহজ হলে মমতার নির্দেশবাহী আর "জয় মমতা" উচ্চারণ করা কবীর সুমনকে তৃনমূল থেকে নির্বাসনদন্ড দেওয়া হত না। এমন হতেই পারে কবীর সুমনের ঘাড়ধাক্কা খাওয়া দেখে শিক্ষা নিয়ে অনেক পন্ডিতই মুখে তালা মেরেছে। মমতার রাজনৈতিক অবস্থা দুর্বল হলে আমার বিশ্বাস তারাও একদিন মুখ খুলবে। আর ছ্ত্রধর কিংবা তেলেগু দীপক তো এখনও জেলে। আবার কোন দিন বামেরা ক্ষমতায় এলে তারা ছাড়া পাবে-তখন তারা স্মৃতিকথা লিখবে আশা করা যায়।
  • correction | 34.3.20.47 | ২৮ মার্চ ২০১৩ ০৯:০৪585809
  • ওনার নাম তেলুগু দীপক, তেলেগু দীপক নয়। বারবার একই ভুল চোখে লাগছে, তাই
  • PT | 213.110.246.230 | ২৮ মার্চ ২০১৩ ০৯:১৯585810
  • ধন্যবাদ!
  • treebeard | 131.241.218.132 | ২৮ মার্চ ২০১৩ ০৯:৪৪585811
  • আরেঃ মার্শাল খুড়োভস্কি! কেমন আছেন কমরেড?

    আর ইয়ে, কেউ এনক্যাপসুলেশন ভাঙেনি তো?
  • কল্লোল | 125.242.234.152 | ২৮ মার্চ ২০১৩ ০৯:৪৫585813
  • বামেরা ক্ষমতায় থাকাকালীনই দীপক ও অন্যান্যরা ধরা পড়েছিলো। তাদের আবার বাম এলে ছাড়া হবে, একথা মনে হলো কেন? অবশ্য ছাড়া না পেলেও তারা স্মৃতিকথা লিখতেই পারেন। তাতে যেমন নন্দীগ্রাম, জঙ্গলমহল থাকবে, তেমনি ছোট আঙ্গারিয়া, কেশপুরও থাকবে।

    গুজব। বিষয়টা খুব মজার। আমি অনেককাল আগে সিপাহী বিদ্রোহ নিয়ে একটা আলোচনয় ইরফান হাবিবকে বলতে শুনেছিলাম, গুজব হলো জনগনের সংবাদপত্র। যখন স্বাভাবিক পথে খবর আসে না, তখন মানুষ গুজব ছড়ায়। গুজবের মধ্য দিয়ে খবর আসে। উনি উদাহরণ দিয়েছিলেন জরুরী অবস্থার। গুজব রটলো সঞ্জয় লাখ লাখ মানুষকে জোর করে নাসবন্দি করিয়েছে। গুজব রটলো, সঞ্জয়ের বাড়াবাড়ি নিয়ে ব্রেকফাস্ট টেবিলে ইন্দিরা সঞ্জয়কে ভালোমন্দ বলতে গেলে মানেকার হাতে চড় খেয়ে যান।
    ঘটনা এই যে, নাসবন্দি নিয়ে জবরদস্তি হচ্ছিলো। সংখ্যাটা লাখ লাখ কি না সেটা তর্কযোগ্য। ঘটনা এই যে, সঞ্জয় ও মানেকার সাথে ইন্দিরার ঝগড়াঝাঁটি হয়। মানেকা ইন্দিরাকে চড় মেরেছিলেন কিনা সেটা তর্কযোগ্য অবশ্যই।
    সে জন্যই শাসক সবসময় গুজবের ভয়ে অস্থির। আইন করে বা গায়ের জোরে মিডিয়া সেন্সর করা যায়। গুজব আটকানো যায় না। তাই, সরকার বাণী টাঙ্গায় - গুজব ছাড়াবেন না, গুজবে কান দেবেন না। গুজব ছড়ানো অপরাধ - ইঃ।
  • treebeard | 131.241.218.132 | ২৮ মার্চ ২০১৩ ০৯:৫০585814
  • সরকার কেন, আম্মো বলি। লিনাক্ষ কঠিন, লিনাক্ষ শুধু নার্ডদের জন্যে ইঃ সব গুজব।
  • siki | 132.177.166.48 | ২৮ মার্চ ২০১৩ ০৯:৫৬585815
  • গু-জব ভালো জব নয়, ওটা পুরসভার জব, পুরসভাকেই করতে দিন।
  • PT | 213.110.246.230 | ২৮ মার্চ ২০১৩ ১০:০৯585816
  • নন্দীগ্রামের গুজব সাধারণ মানুষেরা ছড়ায়নি। অসাধারণ মানুষেরা ছড়িয়েছে সাধারণদের মাধ্যম করে। সেটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল-উচিৎ, অনুচিতের বিচারে না গিয়েও বলা যায়। যারা সেইসময়ে লুকিয়ে কষ্ট করে নন্দীগ্রামে যাতায়াত করত "খবর" সংগ্রহ করার জন্য তাদের দেখছি কোনই আগ্রহ নেই মৃত এবং নিরুদ্দিষ্টদের সঠিক সংখ্যা বা পরিচয় খুঁজে বার করতে। এখন তো নন্দীগ্রাম সম্পুর্ণ ভয়মুক্ত এবং অনায়াসে যে কেউ ঢুকে যেতে পারে যে কোন অঞ্চলে (নাকি পারেনা?)-তাহলে এই সহজতম কাজটা সেরে ফেলতে এত দ্বিধা কেন?
  • কল্লোল | 125.241.27.25 | ২৮ মার্চ ২০১৩ ১২:০৮585817
  • পিটি।
    যেসব "অসাধারণ" মানুষেরা গুজব ছড়িয়েছেন, তাদের তথ্যের ভিত্তি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শোনা, প্রত্যক্ষদর্শীর বিবরণ ইঃ গুজবটা কিন্তু সেখানেই তৈরী হয়ে গেছে। পরে নিশ্চই পল্লবিত হয়েছে।

    তুমি হয়তো দেখোনি, এখন ঠিক মনে করতে পারছি না, হয় আবাপ নয় এই-সময়ে আজকের নন্দীগ্রাম নিয়ে লেখা বের হয়েছিলো। আজও সাধরণ মানুষ সন্ত্রস্ত, কথা বলতে চায় না। কারন - জামা কাপড়ের রং বদলায় / শুধু মুখোশের ঢং বদলায় / দিন বদলায় না।
  • lcm | 34.4.162.218 | ২৮ মার্চ ২০১৩ ১২:৪৭585818
  • ধুর! গুজবের কি আছে!
    নন্দীগ্রামের আগে কি কখনও রাজনৈতিক খুনখারাবি হয় নি নাকি? মেরে লাশ পুঁতে ফেলা নতুন নাকি? মৃত বা নিরুদ্দেশের সংখ্যা জানা যায় না, এরকম কি আগে হয় নি নাকে?
    কংগ্রেস, সিপিএম, তিনোমুল, বিজেপি - সব পার্টিই গুন্ডা পোষে।

    দোলের দিনে আমরা সবাই একসাথে কি ন্যাকাচৈতন্য হয়ে গেলাম!
  • lcm | 34.4.162.218 | ২৮ মার্চ ২০১৩ ১৩:০৪585819
  • বাই দ্য ওয়ে, গুজবও নতুন কিছু না। নকশাল আমলে বাজারে কত গুজব ছড়িয়েছিল...
    গুন্ডা, গুজব, গুল, গুম, গুপি - এত সব গু নিয়েই তো রাজনীতি।
  • b | 135.20.82.164 | ২৮ মার্চ ২০১৩ ১৩:১২585820
  • গুয়েবলস।
  • lcm | 34.4.162.218 | ২৮ মার্চ ২০১৩ ১৩:১৩585821
  • গুয়েবল্‌স থেকে গুয়েভরা ঃ)
  • kc | 222.43.12.240 | ২৮ মার্চ ২০১৩ ১৩:৪০585822
  • গুর্চ ।
  • j | 230.227.106.153 | ২৮ মার্চ ২০১৩ ১৩:৪৮585824
  • গুরগাঁও
  • kak | 132.177.166.48 | ২৮ মার্চ ২০১৩ ১৪:০৭585825
  • এবং গু-গল।
  • Blank | 180.153.65.102 | ২৮ মার্চ ২০১৩ ১৪:২৫585826
  • name: কৃশানু mail: country:

    IP Address : 177.124.70.1 (*) Date:28 Mar 2013 -- 02:17 PM

    চিলিতে গোপনে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীরই অনুবাদ। আমি আগের বার ছড়িয়েছিলাম।
    আমি এটা পড়িনি। তবে ওনারই অনুবাদ আরেকটা মার্কেজ পড়েছিলাম 'বিপন্ন এক জাহাজের নাবিকের গল্প' - মোটেও পোষায় নি।

    --------------------------------------------------------------------------------
  • PT | 213.110.243.23 | ২৮ মার্চ ২০১৩ ১৪:৩৩585827
  • কল্লোলদা
    মানুষের কাছ থেকে শুনেই বাছা-বাছি না করে লিখে ছাপিয়ে, e.mail, internet, tv-তে করে খবর ছড়িয়ে দেওয়া যায়? ছ্ড়ানোর উদ্দেশ্য থাকলে অবশ্যই দেওয়া যায়-আর দুরবর্তী কোথাও হলে তো কথাই নেই। তুলনা করে দেখ কলকাতায় ১১-জনের গুলিতে হত্যা করার খবর সরাসরি লোকের কাছে চলে গিয়েছে গুজব-বাহিত না হয়েই। সেই গুলী যে সরকার চালিয়েছিল তারাই নন্দীগ্রামেও গুলি চালিয়েছিল-তফাৎ মাত্র তিনটে লাশের যার মধ্যে দুজনকে সনাক্ত করা যায়নি। ১১-জনের মৃত্যুও যথেষ্ট ঘৃণ্য কিন্তু তাদের হত্যাকারী সরকারকে কেন নাৎসীদের সঙ্গে তুলনা করা হয়নি? হয়নি তার অন্যতম প্রধান কারণ কলকাতা শহরে ঘটেছিল বলে হাজার হাজার মেয়েদের ধর্ষণ , শিশুদের কুচিয়ে কাটা, হাজার হাজার মৃতদেহ ভাসিয়ে দেওয়ার গপ্পের মোড়কে ১১ জনের মৃত্যু সাজিয়ে public consumption-এর জন্য পেশ করা সম্ভব হয়নি। বাম সরকারের administrative failure নন্দীগ্রামে সেই সুযোগটা অবয়বহীন নৈরাজবাদীদের হাতে তুলে দিয়েছিল।

    মানুষ তো সন্ত্রস্ত হবেই-তাকে সন্ত্রস্ত করা হলে। তার জন্য যে শুধু সরকারী দলকেই লাগে তা তো নয়। জঙ্গলমহলে মাওবাদীরা কিভাবে সাধারণ মানুষদের সন্ত্রস্ত করে রাখত সে খবর তো এখন আমরা জানি। প্রয়োজন মত সে ঘটনাগুলোকেও glorify করেছিল অসাধারণ মানুষেরা। এখন তো পরিষ্কার যে সেইসব নাটকের কুশীলবরা তৃনমূলে আশ্রয় পেয়েছে। নন্দীগ্রামেও যে সরকার বিরোধীরা সন্ত্রাস চালায়নি হয়নি সেটা কেউ জোর দিয়ে বলতে পারবে?

    আর ধরেই নিলাম নাহয় যে সেই গোলমালের সময়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। কিন্তু এখন মৃত এবং নিরুদ্দিষ্ট মানুষের সঠিক সংখ্যা আর পরিচয় নির্ধারণ করতে সেই সব অসাধারণ মানুষদের এত অনীহা কেন? তারা কি ৬ বছর বাদে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে?
  • bb | 24.96.29.44 | ২৮ মার্চ ২০১৩ ১৪:৫৯585828
  • শুধু ভয় নয়, মিথ্যা ছড়ানোর দায় নেওয়ারও সাহস নেই। এখনতো নন্দীগ্রাম মুক্ত, তাহলে কেন এখনও একটা লিস্ট করা গেলনা মৃত মানুষদের বা লাঞ্ছিতা হাজার হাজার মহিলাদের।
  • ম্যাক্সিমিন | 69.93.199.146 | ২৮ মার্চ ২০১৩ ১৫:৫৪585829
  • পিটি খালি সংখ্যা চান কেন? মরীচঝাঁপি নিয়েও দেখেছি বলেছেন সংখ্যাটা অত ছিল না।
  • কল্লোল | 125.242.187.68 | ২৮ মার্চ ২০১৩ ১৬:০৭585830
  • পিটি ও বিবি।
    তোমরা হয়তো দেখোনি, এখন ঠিক মনে করতে পারছি না, হয় আবাপ নয় এই-সময়ে, আজকের নন্দীগ্রাম নিয়ে লেখা বের হয়েছিলো। আজও সাধরণ মানুষ সন্ত্রস্ত, কথা বলতে চায় না। কারন - সেই মানুষগুলো যাদের ভয়ে তারা সেদিন কথা বলতে পারতো না, আজও তারাই..........জামা কাপড়ের রং বদলায় / শুধু মুখোশের ঢং বদলায় / দিন বদলায় না।

    খুন, ধর্ষণ ও ব্যাপক অত্যাচার যে হয়েছিলো সেটা পুণ্যদের রিপোর্টেই আছে। তক্কোটা ঠিকঠাক সংখ্যা নিয়ে। লাখ লাখ না হাজার হাজার না শয়ে শয়ে নাকি ৫০/৬০ জন।
    কিন্তু সূর্যোদয়ের নামে নন্দীগ্রামে যে ভয়ানক সন্ত্রাস নামিয়েছিলো শাসকদল, তা নিয়ে কি সন্দেহ আছে? সেটা নিয়ে সন্দেহ থাকলে বলো - না, ওসব কিস্যু হয় নি। তাহলে অন্য গল্প। নইলে সংখ্যার কূটকাচালিতে অত্যাচারটাকেই অস্বীকার করাটা বেশ খারাপ।
    আজ সেই দুষ্কৃতিরা তৃণমূলে, তাইতেই লোক মুখ খুলছে না। আশা করি এতেই বোঝা যায় তখন কি হয়েছিলো।
  • ম্যাক্সিমিন | 69.93.199.146 | ২৮ মার্চ ২০১৩ ১৬:০৮585831
  • বিবিও দেখছি লিস্ট চাইছেন। মৃতদেহ হলদি নদীতে ফেলে দেওয়াটা গুল ছিল? সিবিয়াই এনকোয়ারি তাই বলেছে? এদিকে গত বছর কিছু লোক অ্যারেস্টেড হয়েছে।
  • Treebeard | 131.241.218.132 | ২৮ মার্চ ২০১৩ ১৬:২০585832
  • মরিচঝাঁপি নিয়ে সংখ্যাটা সত্যিই গোলমেলে। এই নিয়ে চিন্টুবাবু বছর দুই আগে ধারাবাহিকভাবে লিখলোও তো TOI-তে। ওইটা মরিচঝাঁপি নিয়ে আমার পড়া সবচেয়ে factual লেখা।

    আচ্ছা, টেন টু ওয়ান বাজি ফেলি, এই টইটা অচিরেই হীরকের টইকে পিছনে ফেলবে। বছরখানেক্র মধ্যেল। এনি টেকারস?
  • Treebeard | 131.241.218.132 | ২৮ মার্চ ২০১৩ ১৬:২২585833
  • * বছরখানেকের মধ্যে *

    শালা $%#$% জাম্পিং কার্সর ঃ-(
  • a | 113.15.250.20 | ২৮ মার্চ ২০১৩ ১৬:৪৪585835
  • কে কখন কোথায় বলেছে ওখানে গুলি চলেনি বা গন্ডগোল হয়নি?
    মুশকিল হল ভয়ানকের ডেফিনিশন নিয়ে।
    (একটা উদা দিচ্ছি, এটাকে ফেস ভ্যালুতে নেবেন, রাজনৈতিক ভাবে নয়)
    আমার ডেফিনিশন একজন মানুষ মারা গেলেও সেটা ভয়ানক অত্যাচার। সেই হিসেবে গার্ডেনরিচে তিনোমুলের অত্যাচার বা লোবা গ্রামে পুলিশের অত্যাচার ভয়ানক। কিন্তু এখানে অনেকের মতেই সেটা খুব বিশাল ম্যাগনিচুডের নয়!!
    তো বলুন কত জন লোক মারা গেলে আপনি বলবেন এটা ভয়ানক বা ব্যাপক অত্যাচার? বা কিসের বিচারে বলবেন? আপনার ডেফিনিশনটা শুনি?
    এখানে আমি অন্তত দুটি জিনিস বলেছি
    ১। অনেক অনেক মিথ্যা প্রচার হয়েছিল। সাধারণ মানুষ লোকালি যা করেছেন করেছেন। সেগুলি যারা কোনরকম ভ্যালিডেশন ছাড়া মার্কেটে ছেড়ে গেছেন, ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়েছেন, তারা মেনে নিন তাদের ভুল হয়েছিল। এইটুকুই।
    ২। এখন কি? এর পর কি? সিঙ্গুরের ভবিষ্যৎ কি? নয়াচরের? শালবনির? সরকারের কথা ছেড়ে দিন, আপনার সলিউশন দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন