এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 132.164.161.127 | ২৭ মার্চ ২০১৩ ২২:৫০585772
  • না না, তপনবাবু আর সুকুরবাবু ঐ ইন্জিওরড লোকগুলোকে নিয়ে আসছিলেন মেডিক্যাল কলেজে ভর্তি করবেন বলে। চিকিৎসার জন্য। আপনারা এটাও জানেন না?
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২২:৫০585771
  • ইয়ে, চান্দু মিঞা, হলদিয়া ?
  • Ishan | 202.43.65.245 | ২৭ মার্চ ২০১৩ ২২:৫০585770
  • বাকি কথা পরে হবে। আগে পিটি বলুন, ১৪ই মার্চের গুলির সঙ্গে হিংসা বা গুজব কোনোটারই কোনো সম্পর্ক ছিলনা -- এটায় একমত তো? না হলে কেন?
  • চান্দু মিঁঞা | 127.193.54.8 | ২৭ মার্চ ২০১৩ ২২:৫৫585773
  • হলদিয়ায় ১০ লাখ লোকের কাজ হয়েছে নাকি?
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২২:৫৬585774
  • তাও না।

    Sarkar claimed that the CPM leaders had nothing to do with the ambulance. "They had gone to Digha for the Kali puja and were returning.

    ঃ)
  • চান্দু মিঁঞা | 127.193.54.8 | ২৭ মার্চ ২০১৩ ২৩:০০585775
  • a Date:27 Mar 2013 -- 10:36 PM
    শেষ লাইনে সমর্থন জানালুম।
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২৩:০৭585776
  • হলদিয়ার দেড় লাখ জব ?

    এটা আবার রইলো।
    http://sanhati.com/articles/664/
    লেখায় কিছু প্রশ্ন তোলা হয়েছে, সেগুলোর উত্তর পেলে ভাল হয়।
  • প্পন | 126.203.152.234 | ২৭ মার্চ ২০১৩ ২৩:০৯585777
  • ১৪ই মার্চের ৫ দিন পরে সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলতে হল জমি নেওয়া হবে না। আগে জারি করতে কী হয়েছিল সেটা নিয়ে কোন কোশ্ন নয়, নো কোয়েশ্চন প্লিজ।

    http://www.anandabazar.com/archive/1070320/20raj1.htm

    মুখ্যমন্ত্রী বলে যাচ্ছিলেন বটে জমি নেওয়া হবে না, কিন্তু ইতি গজের মত "মানুষ চাইলে" এই শব্দবন্ধ জুড়ে দিতে ভোলেননি। বোঝাই যাচ্ছে মানুষ সেকথা বিশ্বাস করেনি।

    এইবার সত্যি এইসব চাপন উতোরের মানে হয় না। কিন্তু প্রসঙ্গে উঠলই যখন কিছু জিনিস "ডকুমেন্টেড" থাকা ভালো। নইলে অচিরেই শুনতে পাবো পুলিশ আত্মরক্ষার্থে ১৪ই মার্চ গুলি চালাতে বাধ্য হয়েছিল।

    আর কোর্ট কাছারিতে এইরকম সওয়াল জবাব চললে সেই নিয়ে সিডি ইত্যাদিও তৈরি হয়ে যেতেই পারে!
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২৩:১১585778
  • আমি তো অপেক্ষা করছি, মাওবাদীরা ১৪ জনকে মেরেছিল, শোনার জন্যে।
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২৩:১৬585780
  • Ishan
    আপনি আমাকে যা বলতে বলছেন সেটা আমার পক্ষে মোটেই বলা সম্ভব নয়। কেননা আমার কাছে সবটাই ধোঁয়াশা। দুটো unidentified-দেহ সহ। শংকর সামন্তকে পুড়িয়ে মারা, সাধুচরণকে খুন করা, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এসবই তো হয়েছে তার আগে। তেলেগু দীপক জানিয়েছে তারা ২০০৬ থেকেই নন্দীগ্রামে ছিল। মুসলমানদের জমি, মসজিদ, কবরখানা নিয়ে নেওয়া হবে এই গুজবই বা কে ছড়িয়েছিল আগে? আর গুলী চলার সাথে সাথে প্রায় গোয়েবলী কায়্দায় গুজব-যন্ত্র চালু হয়ে গেল-কোন "অন্য" মস্তিষ্কের পুর্ব উপস্থিতি ছাড়াই? এ হয় নাকি? তাই ১৪-ই মার্চের ঘটনার নিন্দে করলেও আমি সেটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারিনা। আমার যুক্তিবোধ বাধা দেয়। এর সঙ্গে আমার রাজনৈতিক অবস্থানের সংযোগ অনেকটাই কম।
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২৩:২১585781
  • pi
    আপনি যাদের প্রদত্ত সংবাদে আস্থা রাখেন তাদের বলুন নন্দীগ্রামের বাড়ি বাড়ি ঘুরে মৃত ও নিরুদিষ্ট মানুষের সংখ্যাটি নির্ধারণ করতে। তাহলে তো এত তক্কাতক্কি করতে হয় না।
  • a | 132.179.31.201 | ২৭ মার্চ ২০১৩ ২৩:২৫585782
  • অরণ্যদা, সে তো একশ বার। যারা ক্রিমিনাল অফেন্স করেছে, আইন শাস্তি দেবে। যদি সিপিয়েম করেছে বলেন, তো রাজনৈতিক শাস্তি তো পেয়েই গেছে, ২৩৫ থেকে এক ধাক্কায় ৫০ এর ঘরে।
    কিন্তু এই গুজব রটিয়েছিলেন যারা, তাদের নিয়ে এমনকি প্রশ্নও তোলা যাবে না? ঘটনার এত দিন পরেও?

    তপন সুকুরের মামলার রায় নিয়ে কেউ বল্লেন না?
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২৩:৩১585784
  • প্পন
    আমাকে কোট করার প্রয়োজন হলে দয়া করে ঠিক ঠিক কোট করুন। আমি Date:27 Mar 2013 -- 10:26 AM এর পোস্টিং-এ আমি যা লিখেছি আর আপনি যেভাবে কথাটি সাজিয়েছেন 10:18 PM তাতে আমার লেখা বাক্যের অর্থ সম্পুর্ণ বদলে যায়। ইচ্ছে হলে পোস্টিঁটি আরেকবার পড়ে নেবেন।

    manufactured গুজব এই ভাবেই ছড়ায়!!
  • pinaki | 132.164.161.127 | ২৭ মার্চ ২০১৩ ২৩:৩১585783
  • অরণ্যদা, একটা ভুল হচ্ছে মনে হয়। গুজব সেসময় যাই রটেছে সেটা কেউ চক্রান্ত করে রটিয়েছে - এমনটা নয়। আক্রান্ত গ্রামবাসীদের মধ্যে থেকেই এগুলো রটেছে। তাদের ভীতি, আতঙ্ক - ইত্যাদি থেকেই সেগুলো রটেছে। সেজন্য তাদের দোষ দেওয়া, এমনকি শাস্তি অব্দি চেয়ে বসাটার সাথে সহমত হলাম না। যারা সেসময় নন্দীগ্রাম গেছে তারা জানে পরিস্থিতি কি ছিল সেসময়। ওরকম অবস্থায় গুজব না রটাটাই অস্বাভাবিক। আজকে দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারি যে যা রটেছিল তার মধ্যে অনেক কিছুই বাড়াবাড়ি ছিল। কিন্তু সেগুলো ছেঁটে বাদ দিলেও ঘটনার বীভৎসতা একটুও লঘু হয় না।
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২৩:৫০585785
  • হ্যাঁ, অরণ্যদার ঐ পোস্ট প্রসঙ্গে বলার ছিল।

    গুজব ছড়ানো প্রসঙ্গে পিটিদা এই লিংটা দিয়েছিলেন। http://sanhati.com/news/180/
    তো, সেখানে লেখা আছে,
    Many women saw people, even children being killed, wounded people snatched...

    From the dialogue with the villagers that included many eye- witnesses of the ghastly incident, a horrifying story of torture, murder, molestation, rape and killing of children gradually unfolded...

    তাঁরা তো লিখেছেম, শুনে লিখেছেন। এই গুজব ছড়ানোর কী শাস্তি হওয়া উচিত বলে মনে করেন ?
    যেখানে বাচ্চারা সত্যি আহত ছিল !

    রিপোর্টের সেই অংশ নিয়েও কথা হোক ? এগুলোকেও কি গুজব বলা হচ্ছে ? তাহলে অবশ্য আলাদা কথা।

    About three-fourth of the victims are children and women. Interestingly the preferred part of the woman body for such attack was below the umbilicus and above the knees. A rod was forcefully driven to the private part of a lady....

    The medical team also saw other cases of bullet injuries at face level in the village.
    3. The number of victims was found to be very large and included a large number of women and children also.
    4. The lathi charge was extensive, it was inflicted even on women who had already fled from the place of assembly and was hiding in nearby houses and bushes in and around the place. This lathi charge was severe, producing multiple blunt injuries with bruises which was evident on medical examination even on 4/7/11/12 days after the event. These injuries included fracture, spine injury, chest injury etc. Injury marks were mostly found on the upper part of the boby upwards. It may be mentioned here that when the medical team had reached the scene, the people with major injuries had already been taken to various hospitals....

    Many women complained of sexual assault. They were also found to bear injury marks on their breasts, abdomen and private part. However, lack of privacy and other infrastructure prevented the medical team from proper physical examination and even thorough history taking.

    ......

    Ear injury 2 (children)

    Cases directly related to the incident of 14.3.2007 230

    Female 147 (64%)
    Child 9

    শুধু একটা ক্যাম্পের কথা লিখলাম। এরকম আরো কয়েকটা ক্যাম্প হয়েছিল।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২৩:৫৫585786
  • @a, নিশ্চয়ই প্রশ্ন তোলা যাবে, তোলা তো হচ্ছে, এখানে, গুরুর পাতাতেই।
    পিনাকী, গ্রামবাসীদের শাস্তি চাই নি। গুজবের উৎস সম্বন্ধে তোমার সাথে একমত নই। আমার মনে হয় মাওবাদীরা, তাদের মুক্তাঞ্চল ধরে রাখার জন্য এবং/অথবা তিনো, জমিয়তে এই সব দলের কিছু লোক পরিকল্পিত ভাবে এগুলো রটিয়েছিল।
    এটা জাস্ট আমার ধারণা। যদি গ্রামবাসীদের ভীতি, আতংক থেকেই অমন অদ্ভুত সব গল্প ছড়িয়ে থাকে, তাহলে তো সেগুলো কোন আল্টিরিয়র মোটিভ নিয়ে কেউ রটায় নি, ঘটনাক্রমে, পরিস্থিতির কারণে ছড়িয়েছে, সেখানে অবশ্যই কারও শাস্তির প্রশ্ন আসে না।
    এটা আগেও লিখেছি, এতদিনেও যখন বহু শিশু হত্যা প্রমাণিত হয় নি, সেটা আমি হয় নি বলেই ধরে নেব। বাবা-মার কাছে বাচ্চা হারানোর শোক এত গভীর, কোন ভাবে অন্তত কিছু ঘটনা নাম-ঠিকানা সহ পরে মিডিয়াতে আসতই।
    তবে, কিছু নারকীয় অত্যাচার হয়েছে বলে মনে হয় - এটাও জাস্ট ধারণা। মিডিয়া বা বাইরের কাউকে ঢুকতে না দেওয়ার ঐ একটাই অর্থ হয়। বিরোধীদের দৃষ্টান্ত মূলক, 'হাড় হিম' করা শাস্তি দেওয়া। সেই শাস্তির এক ভিক্টিম-এর কথাই হয়ত অক্ষ-র লেখায় এসেছে,যার গায়ে কোন মারের দাগ নেই, কোন কথা বলেন না, শুধু শিউরে শিউরে ওঠেন।
    আশা করব, কখনও সত্যি গুলো সামনে আসবে।
  • aranya | 154.160.226.53 | ২৮ মার্চ ২০১৩ ০০:০০585787
  • পাই, আমি শুধু শিশু হত্যা-র 'গুজব'-এর কথা বলছি। আহত শিশু বা মেয়ে অনেকে ছিলেন, অনেক মেয়ে ধর্ষিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেটা জানা। কারুর সন্তান খুন হলে বাবা, মা সেটা নিয়ে বছরের পর বছর চুপ থাকবেন এবং এরকম বহু সন্তান-হারা বাবা, মা এত বছর চুপ করে থাকবেন, এটা সম্ভব বলে মনে হয় না।
  • aranya | 154.160.226.53 | ২৮ মার্চ ২০১৩ ০০:০৫585788
  • ওয়েল, ধর্ষণ কথাটা বলা ঠিক নয়, তাহলে আবার গুজব ছড়ানোর অভিযোগ আসবে। অনেক মেয়ে-র ওপর যৌন অত্যাচার হয়েছে।
  • প্পন | 126.203.152.234 | ২৮ মার্চ ২০১৩ ০০:১৮585789
  • পিটি, আমি আপনার বক্তব্যকে পাল্টাবার কোন অভিপ্রায় থেকে আমার পোস্টটি করিনি। আমার পোস্টের মূল বক্তব্যটি যা ছিল ঐ লিংকে বলা আছে।

    এখন ক্রনোলজিকালি আপনার পোস্ট আমার পোস্টের আগে আছে, কাজেই যাদের আপনার পোস্টটির সঠিক তাৎপার্য যাদের অনুধাবন করার কথা, তারা ঠিকই করতে পারবেন বলে আমার বিশ্বাস। যারা আমার পোস্টটি পড়ে আবার আপনার পোস্টের অন্য অর্থ খুঁজে বের করতে যাবে (যদিও আমার মনে হয় না এরকম কিছু ঘটবে বলে) তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিজস্ব বিচারবুদ্ধি দ্বারা চালিত এইরকমই বুঝতে হবে।
  • ... | 151.0.8.155 | ২৮ মার্চ ২০১৩ ০০:১৯585791
  • PT স্যার , চান্দু মিঁঞা , a , ( অচেনা) ... ইত্যাদি --- এঁরা কি সত্যিই এতটাই blunt !!!

    অবিশ্বাস্য !!!
  • প্পন | 126.203.152.234 | ২৮ মার্চ ২০১৩ ০০:২৫585792
  • যাই হোক হাইকোর্ট পরেও রিইটারেট করেছে ১৪ই মার্চের গুলি চালনা "আনজাস্টেফায়েড" ও "আনকনস্টিটিউশনাল"।

    http://www.anandabazar.com/archive/1071117/17raj1.htm
  • a x | 138.249.1.194 | ২৮ মার্চ ২০১৩ ০০:৪৬585793
  • যাক, কুচি কুচিটা সংহতিতে বেরিয়েছিল থেকে এখন কবীর সুমন বলেছিলেন - এতে এল।

    তাপসী সংক্রান্ত মিথ্যে কোন খবর - সেটা এখনও জানা যায়নি। অপেক্ষায় আছি।
  • a x | 138.249.1.206 | ২৮ মার্চ ২০১৩ ০০:৫১585795
  • ঈশানের 8:31PM আমার অনেকদিন থেকেই মনে হচ্ছিল। তবে পিটি একা না অনেকেরই পোস্ট পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, হয় তাদের একেবারেই মনে নেই, নয়ত তারা কোনোকালেই জানতনা ঘটনাক্রম, আজ হঠাৎ করে নেমে পড়েছেন আর থার্ড পসিবিলিটি - আশা রাখছে আর কারোরও মনে নেই।
  • প্পন | 126.203.152.234 | ২৮ মার্চ ২০১৩ ০০:৫১585794
  • আর গ্রামবাসীরাও "গুজব" ছড়ায়। এই যে সেরকম একটি প্রতিবেদন।

    http://www.anandabazar.com/archive/1071112/12raj6.htm

    তো, ওই যুদ্ধপরিস্থিতিতে কীভাবে গুজব পল্লবিত হতে পারে সেটা আন্দাজ করা কঠিন কিছু নয়। তবে উদ্দেশ্যমূলকভাবে কিছু গুজব ছড়ানো হয়নি একথাও ঠিক নয় বলেই মনে করি। (কাগজ উল্টে দেখলাম তাপসী মালিককে পোড়ানোর আগে ধর্ষণ করা হয়েছিল এ কথা তৎকালীন বিরোধী দলই প্রচার শুরু করেছিল)

    কিন্তু তখন লাইফ হেল করে দেবার নামে সিপিয়েম মিডিয়া ইত্যাদি আটকে যা কেলো করেছিল, সেইটা বুমেরং হয়েই ফেরত এসেছিল। একজন আউটসাইডারের পক্ষে এইসব "গুজব"-এর কতটা ঠিক আর কতটা রং চড়ানো তা বোঝা, বিশেষ করে ওই সময়ে, একদমই সম্ভব ছিল না।
  • পুণ্যব্রত গুণ | 151.0.9.76 | ২৮ মার্চ ২০১৩ ০১:১০585796
  • যে মেডিকাল রিপোর্টটার কথা বলা হচ্ছে, সেটা অংশতআমার লেখা। নন্দীগ্রামে মেডিকাল রিলিফ দিতে গিয়ে যা দেখেছি, যা শুনেছি, তা-ইআছে রিপোর্টে।
    আহতদের দেখে যা পেয়েছি,তা নথিভুক্ত করা হয়েছিল। প্রত্যেকের দুটো করে প্রেসক্রিপশন থাকত-একটাআমাদের রেকর্ডের জন্য, অন্যটা তাঁদের দেওয়া হত।
    যা শুনেছি, তারও কিছু আছে রিপোর্টে, তাতে অতিরঞ্জন থাকতে পারে। এত বড় ঘটনার পর ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রভাবিতরা কখনও কখনও অতিরঞ্জন করে ফেলেন, এমনটা দেখেছি ১৯৯২-এর ভিলাই গুলি কান্ডের পরও, তাতে শাসক দলের ও সরকারের ৃশংসতা কোনও অংশে লঘু হয় না।
    আমাদের রিপোর্টে উদ্দেশ্য খোঁজার চেষ্টা ৃথা।আমাদের একুটাই উদ্দেশ্য ছিল ন্যায্য আন্দোলনের পাশে থাকা।
    নন্দীগ্রামে মেডিকাল রিলিফ করার জন্য যে নন্দীগ্রাম স্বাস্থ্য উদ্যোগ গড়ে ওঠে তার এক আহ্বায়ক ছিলাম আমি। শতাধিক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মার্চ থেকে জুন, নভেম্নর থেকে জানুয়ারী বার বার নন্দীগ্রামে গেছেন। জোরের সঙ্গে বলতে পারি সিপিএম কে হঠিয়ে ৃণমূলকে ক্ষমতায় আনা আমাদের উদ্দ্যেশ্য ছিল না।
    তার প্রমাণ পাওয়া যাবে জ্ঞানেশ্বরী কান্ডের পর আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে।
  • রুদ্র ঘোষ দস্তিদার | 69.93.192.119 | ২৮ মার্চ ২০১৩ ০৩:১৭585797
  • পূণ্যব্রত গুণ-কেও হলফনামা দিতে হচ্ছে এই পাতায়?! তাও এতো বছর পর?

    পূণ্যর কাছে, ওদের চেঙ্গাইলস্থিত শ্রমিক কৃষক স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্যান্য যে ডাক্তাররা আর স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন তাঁদের কাছে ঐ সময়ের সমস্ত নথি না হলেও অনেক কিছুই রাখা আছে। কিছু লোকের নাম পূণ্য অনুমতি দিলে এ পাতায় দেওয়া যেতেই পারে।

    সেই কবেকার শহীদ অর্চনা গুহর ভাই সৌমেন গুহর ক্যামেরায় তোলা ছবি নিয়ে একটি পুস্তিকা বেরিয়েছিলো। তাতেও ওই সময়ের অনেক তথ্য পাওয়া যাবে।

    এ পাতার আরেকজন লেখক/লেখিকাও সেই সময় নন্দীগ্রামে গিয়েছিলো, বেশ কিছু লোকের সাথে দেখা করেছিলো, নিখোঁজ বা "শংকর সামন্তর ভাই নব সামন্তর হাতে মৃত" বাইশ বছরের বাবার পস্থুমাস ছেলে আর তার মাকেও দেখে এসেছিলো। সেখান থেকে ফিরে এই পাতায় লিখেওছিলো।

    এটা প্রত্যেক প্রত্যক্ষদর্শীই দেখেছে যে খেজুরি-র দিকের ব্রীজে ওঠা যাবে না, জননী ইঁটভাটার উল্টোপারেও যাওয়া যাবে না। পরে খেজুরি-র ব্রীজের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, সবাইকে যেতে হোতো গড় চক্রবেড়িয়ার রাস্তা দিয়ে। এ সমস্ত তথ্যই থাকবে পূণ্য এবং তার লোকজনের কাছে।

    কিন্তু এ দিয়ে কি প্রমান হবে? লাভই বা কি বা কার?

    দুটি যুযুধান দল লড়েই চলেছে, সম্ভবতঃ দুই দলই বাম আদর্শে বিশ্বাস করেন। এঁদের মধ্যে কে বিপ্লবমুখী আর কে প্রতি বিপ্লবী, এটা প্রমান করার কাছারীতে তৃণমুল বা অন্য আরও বড় মূল জয়ী হয়ে বেরিয়ে যাচ্ছে, যাবে। আরও বড় আকারে। ঠিক যেমন এই নন্দীগ্রামের ঘটনার রাজনৈতিক ফায়দা তুলেছিলো শুভেন্দু অধিকারী ও তার দলবল। যে শেখ সুফিয়ান এককালে সি পি আই এম-এর পার্টি সদস্য ছিলো, পরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা এবং পুরো অঞ্চলটাই ছিলো যে সমস্ত নিষ্ঠাবান পার্টি কর্মীদের হাতে, তারা আজ কোথায়? সবটাই চলে গেছে তৃণমূলীদের হাতে।

    এই কাজিয়ায় না হবে বাম সলিডারিটি, না হবে সি পি আই এম-এর সাংগঠনিক অগ্রগতি।
  • Ishan | 202.43.65.245 | ২৮ মার্চ ২০১৩ ০৩:৩৪585798
  • বাপ্পা দা?
  • a x | 138.249.1.202 | ২৮ মার্চ ২০১৩ ০৩:৩৬585799
  • আইব্বাস!!! কারা সব আসছে!

    তবে রক্ত মনে হচ্ছে মিইয়ে গেসে, নইলে সিপিএমকে নিয়ে বাম সলিডারিটি, এও দেখতে হল? :-))
  • Yan | 161.141.84.81 | ২৮ মার্চ ২০১৩ ০৩:৪৭585800
  • ওব্বাবা! এ যে সেই বহুযুগের ওপার হতে!!!! ঃ-)
    ভবানী খুড়ো!!!!!
  • কল্লোল | 111.63.237.234 | ২৮ মার্চ ২০১৩ ০৫:৩৭585802
  • রুদ্রবাবু।
    অর্চনাদি শহীদ হলেন কবে? আমি তো জানি ওঁরা তিনজনে বেঁচে বর্তেই আছেন - অর্চনাদি, লতিকাদি আর সৌমেনদা। অর্চনাদি সম্ভবতঃ সুইডেনে ওনার বরের সাথে।
    যদি ভুল জেনে থাকি তো জানাবেন। ওঁরা আমার বড়ো প্রিয়জন। প্রেসিডেন্সি জেলে সৌমেনদা আমার পাশের কম্বলওয়ালা ছিলো। অনেককাল যোগাযোগ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন