এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.62.61.195 | ২৯ মার্চ ২০১৩ ০৭:১৬585869
  • অ।
    যে প্রস্তাবগুলো দিয়েছি, সেগুলো বাস্তব প্রস্তাবই। কিন্তু আজকে আপনার কাছে অবাস্তব ঠেকছে।
    আমি অর্থনীতিবিদ নই। কাজেই বাজেট ইঃ কোনটাই দিতে পারবো না।
    জমি ফিরিয়ে দেওয়া সরকারের অগ্রাধিকার হওয়া উচিৎ, কারন ঐ স্লোগান দিয়েই তারা ক্ষমতায় এসেছেন।
    আমার মানুষের উন্নতির ধারণা আপনার সাথে মিলবে না বলে মনে হয়।
    আপনাকে ব্যক্তি আক্রমনের নিন্দা করি। হয়তো সেই পোস্টটা মিস করে গেছি।

    ক্ষমা চাইতে বলছেন, যারা অতিগুজব রটিয়েছে। যারা ঘ্টনা ঘ্টালো, তারা ভোটে হারার আগে এই নিয়ে ক্ষমা চেয়েছে কি?
    ভোটে হারার পরেও কি ক্ষমা চেয়েছে? উল্টে সাফাই দিয়েছে, গুলি চালানোর কথা নাকি জানতেনই না। এখন যেমন মহাকরণ অভিযানে কে যে গুলি চালানোর আর্ডার দিলো সেটা বোঝাই যাচ্ছে না। পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব থেকে সেদিনের ভারপ্রাপ্ত আফিসার কেউই গুলি চালাতে বলেননি। কিন্তু গুলি তো চলেছিলো।

    চান্দু। জমির মালিক কি অপারেশন বর্গায় রাজি ছিলো? বোধহয় না। তাতে তো অপারেশন বর্গা আটকায় নি। সমবায়ই বা আটকাবে কেন?
    কৃষি সমবায়ে হঠাৎ আম্বানী কেন?
    ভাগ কি হবে, সেসব আলোচনা সাপেক্ষ। তবে সমবায় যখন, সমান ভাগই হওয়া উচিৎ।
  • PT | 213.110.246.230 | ২৯ মার্চ ২০১৩ ০৮:২৭585870
  • aranya
    নন্দীগ্রামের আন্দোলনকে অনেকেই "ন্যায্য" মনে করেছেনঃ মমতা, মেধা, অগ্নীবেশ, কিষেনজী, শুভাপ্রসন্ন, শাঁওলী, অর্পিতা, ইত্যাদি-তালিকায় আরও অনেক নাম ডোকানো যায়। এদের অনেকেই স্বনামধন্য গুণী মানুষ। পুণ্যব্রতও সেরকম একজন। এইমাত্র। আমি তাঁকে ছোট করার কোন চেষ্টা করিনি।

    তবে রিপোর্ট সন্দেহের বাইরে নয়। কারণ ঐ রিপোর্ট-অন্ততঃ আমি লিংকের মাধ্যমে যা দেখেছি তা কোন মেডিকাল রিপোর্টের মত রাজনীতি নিরপেক্ষ নয়।

    আর নন্দীগ্রামের ভেতরের সন্ত্রাসের আসল খবর কেই বা জানে? অবশ্যই শঙ্কর সামন্ত, সাধুচরণের হত্যা, পুলিশের জীপে আগুন এ সবই অস্বাভাবিক রকমের সুনিয়ন্ত্রিত অভিযান। আমরা গ্রামে ডাইনি বলে পিটিয়ে মারার খবর দেখছি-এ তার সঙ্গে মেলেনা। ভেতরে যে অস্ত্রের রমরমা কিছু কম ছিলনা সেটা তো পরে তৃ-র নেতার হত্যা থেকে প্রকাশ্যে আসে। এসব তো আমি নতুন কিছু দাবি করিনি। অনিন্দিতার ডকুতেও (যদি স্টুডিওতে বানানো না হয়) তো দেখা গেল যে এক্জন লোক অন্যদের কি বলতে হবে শিখিয়ে দিচ্ছে। কোন খবরের কাগজ বা সাংবাদিক ভেতরে ঢুকবে সেটাও নিয়ন্ত্রিত হত। সন্ত্রাস তো বিভিন্ন রকমের হয়। নন্দীগ্রামকে বিছিন্ন রাখার জন্য ভেতর থেকেও যা যা প্রয়োজ্ন সন্ত্রাস সহ সবই করা হয়েছিল বলে আমার ধারণা।
  • bb | 24.99.112.54 | ২৯ মার্চ ২০১৩ ০৮:৩৮585871
  • অরণ্য -
    নন্দীগ্রামে মাওবাদীরা যে বদমাইসি করেছিল আর লোককে সরকারের এবং সিপিএম করা লোকেদের বিরুদ্ধে উস্কে ছিল এটা প্রমাণিত সেটাই পিটিদা বলেছেন। আপনি ও পাই তার বক্তব্য ইচ্ছে করে বিকৃত করছেন যাতে আপনাদের সুবিধা হয়।
    পুণ্যবাবুর ভাল কাজ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, কিন্তু তার রাজনৈতিক বিশ্বাস তাকে প্রভাবিত করেছে এই ক্থা ভাবতে অসুবিধা কেন?
    এই যে কল্লোলদা সমবায়ের কথা লিখছেন এটা তার রাজনৈতিক বিশ্বাস থেকে, যেটা অমি মনে করি এখন ইউটোপিয়া। কিন্তু উনি যদি এটার প্রয়োগ করে দেখাতে পারেন তাহলে ওনাকে সম্মান জানাব। কিন্তু য্তদিন সেটা না হয় আমি প্রথাগত উন্নতি পক্ষেই কথা বলব।
    বিরোধিতা মানে কিন্তু অন্যের মুখে কথা বসানো নয়।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৮:৪৩585873
  • হ্যাঁ, মুখে কোন কথা বসিয়েছি, সেটাও।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৮:৪৩585872
  • আমি পিটিদার কোন লাইন কী বিকৃত করলাম ?? লাইনটা তুলে দেখালে ভাল হয়।
  • Ishan | 60.82.180.165 | ২৯ মার্চ ২০১৩ ০৮:৫৭585874
  • শঙ্কর সামন্ত হত্যা আর পুলিশের জিপে আগুন, কোনোটাই সুনিয়ন্ত্রিত হবার কোনো কারণ নেই। আর যেদিন শঙ্কর সামন্ত মারা যান, সম্ভবতঃ সেদিনই (তার আগের দিনও হতে পারে), জনা ছয়েক মানুষ মারা যান। ওই নন্দীগ্রামেই। ওই একই এলাকায়। তাঁরা শঙ্কর সামন্তের বিপক্ষের লোক ছিলেন। এটা কনভিনিয়েন্টলু ভুলে গিয়ে পিটি কোন সত্য উদ্ধার করছেন, কে জানে। নাকি দাবী এরকম, যে, নিজের পক্ষের লোক মারাও "নিয়ন্ত্রণ"এর অংশ?

    সাধুচরণ হত্যা সম্পর্কে একমত। পুলিশকে লোকে ঝপ করে মেরে ফেলেনা। ওটা ভেবেচিন্তে করা খুন ছিল বলেই মনে হয়।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৯:০৭585875
  • পিটিদা, বেশ তো। অচিন্ত্যদার দেওয়া সংখ্যাটা সরকারের থেকে তো বেশি ছিল। সরকারী ভাষ্য নিয়ে আপনার কী মত, সেই নিয়ে কোন সমালোচনা আছে কিনা, আমার তো প্রশ্ন সেটা ছিল।

    আর এই যে, সেরকম কিছু সারভাইভরদের নিয়ে রিপোর্ট , গত মাসে।

    http://articles.timesofindia.indiatimes.com/2013-02-01/kolkata/36683701_1_survivors-boat-narayan

    কারা কারা কোথায় কোথায় ছড়িয়ে আছেন, সেটাও। তাঁদেরকে এখন জিজ্ঞাসা করে করে জানাটা কতটা কী সম্ভব , সেটাও বলবেন।
    ও হ্যাঁ, এটাও পড়বেন ঃ 'Many of us were killed'.

    আর এঁদের অ্যাকাউন্ট পড়ে ভয়াবহ কিছু মনে হয় কিনা, সেটাও জানাবেন।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৯:১৯585876
  • Name: s

    IP Address : 69.177.199.88 (*) Date:17 Mar 2013 -- 12:36 AM

    পিটিদাদা @ Date:16 Mar 2013 -- 11:23 PM
    এই যে শঙ্কর সামন্তের দুখানি ডকুমেন্ট
    http://www.sacw.net/Nation/Jan07reportSingur_Ngram.html
    A police camp was set up on the border between Nandigram and Khejuri. On 6 January, at around 5 PM, villagers saw the police vacating that camp. That night, a launch drew up on Haldi river at the ferryghat there. According to villagers of Sonachura and adjoining villages, a very large number of strangers, fully armed, disembarked, and occupied the police camp. At around 3 AM, villagers woke to the sound of bombs and gunfire, coming from the house of Sankar Samanta, a CPM activist. As they rushed towards the spot, they found the dead bodies of two village youths, Bharat Mondol and Sheikh Selim. When the body of thirteen year old Biswajit Mondol was found, villagers, in their fury, turned upon the Samanta residence and torched it, killing Sankar Samanta. Since then, they live under daily intimidation from CPM cadres, expecting massive retaliation. We found village women extremely apprehensive, begging us to spend the night with them.
    http://khetmajoorsamity.blogspot.in/2010/10/report-on-peoples-uprising
    -in-nandigram.html
    According to Mr Narayan Bhunia, a resident of Sonachura village, the CPI(M)’s “cadre bahini” had been assembling at some houses in Khejuri about seven days back. They were also carrying weapons that included automatic firearms and stocking them at these houses. On 7th January, in the shadow of the midnight these armed men allegedly crossed over from Satkhanda of Khejuri-2 Block to Sonachura via the Bhangabera bridge and took shelter at the house of Shankar Samanta, a member of the CPI(M) controlled Sonachura 10 number Gram Panchayat. Mr Pranab Manna, another eyewitness to that incident, said the armed men started firing indiscriminately at a peaceful gathering of the BUPC that led to the deaths of 3 people. “We could only throw some stones in retaliation as we don’t have any firearms here. As day broke, we could identify Rabiul, Kebal, Satya and Shankar as they kept firing on us from Shankar Samanta’s house,” he said.

    এটা বিরোধীদের সুনিয়ন্ত্রিত পরিকল্পনা ছিল বলছেন ? মানে, পোস্টটাতো আপনার উদ্দেশ্যেই করা ছিল। তাই এগুলো পড়ে টড়েও তাই বলছেন ?
  • bb | 24.99.112.54 | ২৯ মার্চ ২০১৩ ০৯:১৯585877
  • উফ্ফ এই ctr C+ Ctr V করে আর কি করব? এর আগেও আপনি বলেছিলেন যে এরপর শুনব ১৪ জন মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিল।
    আর "নিরপেক্ষ" অরণ্যও ঐ একই কথাই একটু আগে রিপিট করলেন।

    নিচের টা পাই আপনার লেখা তুলে দিলাম, নন্দীগ্রামে কিছু হয়নি কেউ বলেন নি,-শুধু জনতা নিরীহ ছিল না, তার মদতপুষ্ট ছিল মাওবাদীদের এটা বলা হয়েছ
    -----------------------------------------------
    ঐ রিপোর্টে আহতদের আঘাতের বিবরণ রয়েছে, যে কেসগুলো তাঁরা দেখেছিলেন, সেগুলোর।
    সেই নিয়ে কী বক্তব্য, পিটিদার বা এই সুতোর আরো কারুর কারুর ( মানে যাদের পোস্ট পড়ে মনে হয়েছে, নন্দীগ্রামে আসলেতে এমন কিছু হয়নি বলে তাঁরা মনে করেন)।
    এবং এই কেসগুলো, অন্যান্য হাসপাতালে নিয়ে যাবার পরে পড়ে থাকা কেস, সেটাও মনে রাখতে হবে। শুধু মেডিক্যাল ক্যাম্পেই এই অবস্থা ছিল। অন্য সবকিছু বাদ দিয়ে , শুধু এটুকু পড়লেও যাঁদের ভয়াবহ বলে মনে হয়না, তাঁদের, কী আর বলব।

    কেন ভয়াবহ এইসব নিয়েও তর্ক করতে হবে কোনোদিন, ভাবিনি।
  • কল্লোল | 111.63.153.190 | ২৯ মার্চ ২০১৩ ০৯:২০585880
  • পিটি ও বিবি।
    পুণ্য নন্দীগ্রামের আন্দোলনকে ন্যায্য মনে করেছিলো। তাই পুণ্যর রিপোর্ট সন্দেহের চোখে দেখা হবে।
    কিন্তু পুণ্য যে পোস্টে নন্দীগ্রামের আন্দোলনকে ন্যায্য মনে করেছিলো সে পোস্টে আরও একটা লাইন ছিলো। সেটা দেখতে পাওনি বোধহয়।
    পোস্ট ঃ Date:28 Mar 2013 -- 01:10 AM
    "জোরের সঙ্গে বলতে পারি সিপিএম কে হঠিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনা আমাদের উদ্দ্যেশ্য ছিল না।
    তার প্রমাণ পাওয়া যাবে জ্ঞানেশ্বরী কান্ডের পর আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে।"
    তাহলে কি হলো পুণ্যর নন্দীগ্রাম নিয়ে কথা সন্দেহজনক, কিন্তু জ্ঞানেশ্বরী নিয়ে কথা সন্দেহের ঊর্দ্ধে!!

    এভাবে কোন আলোচনা হয় কি? তোমরা নন্দীগ্রামের আন্দোলনকে ন্যায্য মনে করো না। তাহলে তোমাদের নন্দীগ্রাম নিয়ে কথাও বায়াসড।
    তবে তো হয়েই গেলো। এতো আলোচনার কি আছে। তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার। ব্যস।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৯:২৪585881
  • 'এরপর শুনব ১৪ জন মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিল।'

    এটা কার বক্তব্যকে বিকৃত করা বা কার মুখে কথা বসানো !!
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৯:২৮585882
  • 'মানে যাদের পোস্ট পড়ে মনে হয়েছে, নন্দীগ্রামে আসলেতে এমন কিছু হয়নি বলে তাঁরা মনে করেন' বলা মানে, এটা বলা যে, তাঁরা বলেছেন, নদীগ্রামে কিছু হয়নি !!

    আর এটাতেও কোথায় কার বক্তব্য বিকৃত করেছি বা মুখে কথা বসিয়েছি।
    সেটা বরং আমার বেলায় আপনি করছেন বলে বলতে পারি।

    এর আগেও এমনি পুরানো পোস্ট পেস্ট করতে গিয়ে পুরো ছড়িয়েছিলেন, আবার ... ঃ((
  • Ishan | 60.82.180.165 | ২৯ মার্চ ২০১৩ ০৯:৩৩585883
  • ctrl c, ctrl v ই তো করবেন। টাইপ তো করবেন না। অভিযোগ করলে এইটুকু তো করতেই হবে। বিশেষ করে এখানে যখন সবই ডকুমেন্টেড আছে। :)
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ০৯:৩৪585884
  • *আর এটাতেও কোথায় কার বক্তব্য বিকৃত করেছি বা মুখে কথা বসিয়েছি ?
  • bb | 127.213.213.9 | ২৯ মার্চ ২০১৩ ১০:৪৫585885
  • কল্লোলদা -
    পুণ্যবাবুর রাজনৈতিক বায়াস কি ওনার কথায় প্রতিফলিত হয়নি?উনি যে জ্ঞানেশ্বরীর কথা বলেছেন সেটাও সত্যি, তাই উনি তৃণমুলী নন,কিন্তু তাতে মাও সমব্যথী হওয়া আটকায় না। আর সেটা হলে অব্শ্যই ওনার রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেখানে শুধু সিপিএমের অত্যাচারের কথা থাকে কিন্তু মাওদের পাঠ উহ্য থাকে।
    আমি এটা মনে করি যে নিরেপেক্ষ বলে কিছু হয় না,যে লোকের নিজের মতবাদ আছে সে অন্ততঃ নিজের বিবেকের কাছে সৎ। রাজনৈতিক নিরপেক্ষতা একটি ভানমাত্র।
  • bb | 127.213.213.9 | ২৯ মার্চ ২০১৩ ১০:৪৭585886
  • পাই-
    এখানে কে বলেছেন যে নন্দীগ্রামে কিছু হয় নি একটু দেখাবেন? আর এরপর শুনব ১৮ জন মাওবাদীদের হাতে মরেছে কি আরোপিত কথা নয়?
    এগুলি কি আপনার লেখা থেকে সরাসরি নেওয়া নয়?
  • a | 113.15.250.20 | ২৯ মার্চ ২০১৩ ১০:৫৬585887
  • কল্লোলদা, এই তো হাত তুলে দিলেন ঃ) অর্থনীতিবিদ হতে হবে না, অন্তত তথ্যগতভাবে তো বলবেন কিভাবে বাস্তব করবেন? আর অন্তত এটা তো বলবেন যে কি কি আপনার ইন্ডেক্স আর মেজার যেটা থেকে আপনি বুঝবেন "উন্নয়ন" হচ্ছে?
  • lcm | 34.4.162.218 | ২৯ মার্চ ২০১৩ ১১:০০585888
  • তাইলে আমি, আমার মতন পাবলিকরা - কোন দলে পড়লাম? যে দিকগুলোতে আমার সুবিধে হয়, আমি সেগুলো সাপোর্ট করি। যার ফলে, সকালে সিপিএম, দুপুরে কংগ্রেস, বিকেলে তিনোমুল হয়।
    আমি কি তবে ভান করছি, অ্যাঁ!
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ১১:১২585889
  • না, নয়।
  • কল্লোল | 125.241.91.101 | ২৯ মার্চ ২০১৩ ১২:২৬585891
  • উন্নয়নের ইন্ডেক্স?
    একটা ভৌগলিক সীমায় আয়ের অসাম্য কমে যাওয়া।
    হিংসা যথেষ্ট রকম কমে আসা।
    পারষ্পরিক সম্মানবোধ প্রতিষ্ঠিত হওয়া।
    সমস্ত অর্থনৈতিক কাজে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলা।
    আমার কাছে উন্নয়নের এই মাপকাঠি।
  • চান্দু মিঁঞা | 127.193.60.250 | ২৯ মার্চ ২০১৩ ১৩:৩০585892
  • কল্লোলদার উন্নয়নের মাপকাঠিগুলো আমার খুব পছন্দ হয়েছে। খালি একটা জিনিস জোগ করতে চাই, ক্রমে ক্রমে ঐ ভৌগোলিক সীমা ছড়িয়ে পড়তে হবে, পড়তেই হবে নইলে সমস্যা আছে। তবে বয়স হচ্ছে আর বুঝি যে এ জীবদ্দশায় উন্নয়ন দেখে যাওয়া হবে না। তবে সে লক্ষ্যে যাত্রাটুকুও শুরু হলে অনেক হত।
  • a | 113.15.250.20 | ২৯ মার্চ ২০১৩ ১৩:৩৪585893
  • ভৌগলিক সীমার মধ্যে মানে? কত বর্গ কিমি হলে ভৌগলিক সীমা? অসাম্য মানে কি? মিন/মিডিয়ান/std deviation কোনটা?
    ধরুণ আমার পাড়াতে একটি লোক ছিল, ব্যাবসায়ী। সে বেশ পহা কড়ি করেছে। বাকিরা করেনি। তো সে বাড়ি করে পাশের পাড়ায় উঠে গেল। ফলে আমার পাড়ায় আয়ের অসাম্য কমে গেল। তো এতে কি আমার পাড়া উন্নত হল বলবেন?

    হিংসা কমা মানে কি? পুলিশের কাছে কম রিপোর্ট হওয়া? নাকি অন্য কিছু?

    পরের দুটো মাপবেন কি করে বুঝিনি। একটু বুঝিয়ে দিলে ভাল হয় ঠিক কিভাবে, কি পদ্ধতিতে, কোথায় কোথায় মাপবেন।
    সত্যি বুঝতে চাইছি। হোলিয়ার দ্যান দাউ না হয়ে বোঝালে ভাল লাগবে
  • bb | 24.99.77.143 | ২৯ মার্চ ২০১৩ ১৩:৪৩585894
  • @LCM সুবিধাবাদী ও একটা দল, তার মতবাদ যে আমাকে দেখবে আমি তাকে দেখব। তাতে তো কোন অসুবিধা নেই, নিজের একটা কনসিস্টেন্ট স্ট্যান্ড আছ ঃ)
  • PT | 213.110.246.230 | ২৯ মার্চ ২০১৩ ১৪:১১585895
  • আমি যে নিরপেক্ষ নই সেটা তো সকলেই প্রমাণ করে ছেড়েছে। এমনকি কে এক্জন জানালেন যে আমি (একা নই এই বাঁচোয়া!!) ব্লান্ট-ও। শুধু এখানে যারা বাম সরকার বিরোধী কথাবার্তা লেখে তারাই নিরপেক্ষ-এটা মানতেও আমার অসুবিধে নেই। আমরা তো "নিরপেক্ষ" আনন্দবাজারের "নিরপেক্ষ" সাংবাদিক বরুণ সেনগুপ্তর বিশ্লেষণ পড়ে বড় হয়েছি-কাজেই দুর থেকে গন্ধ শুঁকেই নিরপেক্ষতার ডিগ্রি মাপতে পারি।

    বাকি রইলেন পুণ্যব্রত বাবু ও জ্ঞানেশ্বরী কান্ডে তাঁর অবস্থান। একমাত্র নির্লজ্জ ও নির্জলা মিথ্যাবাদী শুভাপ্রসন্ন ছাড়া সকলেই বোধহয় জানত যে জ্ঞানেশ্বরীতে সিপিএমকে জড়ানো খুব কঠিন কাজ। তার একটাই কারণঃ ঐ ১১-জনকে গুলি করে মারার মত এই ঘটনাটাকেও হাজার হাজার ধর্ষণ, শিশু জবাই ইত্যাদির মত রোমহর্ষক মোড়কে সাজিয়ে পরিবেশন করা যায়নি। যদিও চেষ্টার ত্রুটি হয়নি। স্টিফেন হাউসের আগুনেও মৃতদেহ পাচারের গপ্প মমতা চালানোর চেষ্টা করেছিলেন। শহরে চোখের সামনে ঘটেছিল বলে পাবলিক খায়নি। কাজেই জ্ঞানেশ্বরী কান্ডে পুণ্যব্রতবাবুর "লোকমুখে শুনে" রিপোর্ট দাখিল করা বেশ কষ্টকর কাজ হত।

    তবে পুণ্যব্রতবাবু মানুন বা না মানুন নন্দীগ্রামের মেকি কৃষি-জমি আন্দোলন বাম সরকারকে ক্ষমতা থেকে হটানোর একটা বড় নীলছকের একটি অংশবিশেষ মাত্র ছিল। সেই কর্মযজ্ঞে হয়্ত অনেকেই না জেনেই ঘৃতাহুতি দিয়েছেন।

    (পুণ্যব্রতবাবুর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করা রইল। আমি তাঁর কাজকম্ম নিয়ে কিছু বলতে চাচ্ছিনা। কিন্তু কিছু প্রশ্ন বা উত্তর আমার উদ্দেশ্যে নিক্ষেপিত হচ্ছে বলে আমাকে বার বার তাঁর নাম করে কিছু না কিছু লিখতে হচ্ছে)।
  • b | 122.79.36.4 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩০585896
  • প্রশ্ন

    আমরা কে রাজনৈতিক নয়?
  • b | 122.79.36.4 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩২585897
  • আমার তো মনে নিরপেক্ষতা র দাবী টা একটা সুবিধা গত অবস্থান।
  • PT | 213.110.246.230 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৪৯585898
  • pi
    আমি নন্দীগ্রামের ঘটনাকে টুকরো টুকরো করে দেখতে রাজী নই। আমার কাছে এটা একটা process-এর শুরু যেটা বামেদের ভোটে হারানো দিয়ে শেষ হয়। শংকর সামন্তর ব্যাপারে উত্তর দিয়েছি আগেও। আমি এই ৬ বছর বাদে আর citizen's committe বা ক্ষেতমজুরসমিতির বক্তব্যে আস্থা রাখতে রাজী নই। আমার উত্তর দেওয়া ছিল আগেই-আপনি পড়েননি।

    যে কমিটিতে একজন Senior Supreme Court Advocate রয়েছেন তিনি নিশ্চই অনেক কেস-টেস লড়েছেন। গাড়ী পোড়া নিয়ে তাঁর সমর্থনপুষ্ট রিপোর্টের তথ্য দেখুনঃ a police jeep drove offcourse and hit a lamp post while trying to escape. The jeep got completely burnt through the ensuing electric short circuit!! -আপনি যদি গবেষনার সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এই তথ্যটি "প্রমাণ" করাটা কতটা অসম্ভব বলে মনে হয়? কিন্তু গ্রামবাসীদের কোন ভাবেই যাতে এই গাড়ী পোড়ানোর সঙ্গে যুক্ত না করা হয় সেই সিদ্ধান্ত কি আগেই নেওয়া হয়েছিল?

    আর দুটি রিপোর্টই কোন না কোন স্থানীয় মানুষের বক্তব্য। সে ঠিকও হতে পারে ভুলও-ইচ্ছাকৃত না হলেও। সাংবাদিকতা কাজটা বোধহয় অত সোজা ব্যাপার নয়। আর এদেশের অনেক রাজনৈতিক হত্যাকেই মানুষের "স্বতঃস্ফুর্ত" কাজ বলে আখ্যায়িত করা যায়। বামেরা আবার ক্ষমতায় ফিরলেও হয়ত সেই চেষ্টা করবে।

    শুধু আমি citizen's committe আর ক্ষেতমজুরসমিতিকে অনুরোধ করব (বা আপনার সঙ্গে যোগাযোগ থাকলে আপনিও করতে পারেন), আবার নন্দীগ্রামে গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে। নাকি এনারাও "পেঁদিয়ে বিন্দাবন"-এর ভয়ে আর ওমুখো হচ্ছেন না অথবা সত্যটা তাঁরাও জানতে চাননা?
  • কল্লোল | 111.63.243.86 | ২৯ মার্চ ২০১৩ ১৬:৪৫585899
  • ভৌগলিক এলাকা - একটা গ্রাম।
    গোটা গ্রামটাই সমবায়ে চলে। জমি চাষ হয় সমবায় ভিত্তিতে। মুদীর দোকানও সমবায় চালায়। গবাদি পশু পালনও সমবায়ে।
    সমবায় সংগঠনে কোন পিরামিড স্ট্রাকচার নেই। সকলে মিলে সিদ্ধান্ত নেয়। মেজরিটি-মাইনরিটি ভিত্তিতে নয়,সর্বসম্মতিক্রমে।
    হিংসা কমা মানে, পারষ্পারিক শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাওয়া। নিজেদের মধ্যকার মতভেদ নিজেরাই আলোচনা করে মিটিয়ে নিতে পারে।
    এই আরকি।
  • PM | 105.131.110.104 | ২৯ মার্চ ২০১৩ ১৬:৫৭585900
  • আমি বহুকাল আগে নেট-এ একটা ডকু দেখেছিলাম। যেদিন নন্দীগ্রামে পুলিশ অ্যাকসান করে সেই দিনের। অনিন্দিতার তৈরী ডকু কিনা মনে নেই। খুঁজেও পাচ্ছি না।

    সেখানে ক্যামেরায় বিক্ষোভরত গ্রাম বাসীদের পেছনে বন্দুক হাতে মুখ ঢাকা মানুষ দেখা গেছিলো। কেউ কি দেখেছিলেন ডকুটা? ওটা নোয়ে কি এখানে কি কোনো আলোচনা হয়েছে?

    ঐ ফুটেজটা যে ফোর্জ্ড সেটা কি প্রমান হয়ে গেছে?
  • s | 130.59.224.224 | ২৯ মার্চ ২০১৩ ১৭:১৪585902
  • পিটিদাদার 02:49 PM
    গাড়ী পোড়া নিয়ে তাঁর সমর্থনপুষ্ট রিপোর্টের তথ্য দেখুনঃ a police jeep drove offcourse and hit a lamp post while trying to escape. The jeep got completely burnt through the ensuing electric short circuit!! -আপনি যদি গবেষনার সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এই তথ্যটি "প্রমাণ" করাটা কতটা অসম্ভব বলে মনে হয়? কিন্তু গ্রামবাসীদের কোন ভাবেই যাতে এই গাড়ী পোড়ানোর সঙ্গে যুক্ত না করা হয় সেই সিদ্ধান্ত কি আগেই নেওয়া হয়েছিল?

    কিছু তথ্যঃ
    http://news.silobreaker.com/burned-car-caused-by-electricity-short-circuit-5_2266709950493360274
    The incident of the burning Toyota Avanza with license plate number B 1656 ZFC drove by Nicky Perdana Sembung (34) in front of Chase Plaza Jl Jenderal Sudirman, South Jakarta, is suspected to have been caused by a spark of fire inside the gasoline tank.
    http://www.team-bhp.com/forum/technical-stuff/71367-why-does-car-catch-fire.html
    Electrical short circuit and sparking near the fuel lines or other combustible material is the most common cause of automotive fires worldwide. This is followed by other causes like overheating of certain components of the automobile leading to other parts catching fire, abrasion of components resulting in sparks and heat and subsequently fire.
    http://vietnamnews.vn/society/224015/electric-short-circuits-cited-as-main-cause-of-auto-fires.html
    Electrical short-circuits were the main cause of vehicle fires over the past two years, a public meeting was told yesterday morning.
    Other causes were technical problems, negligence, traffic accidents and arson.

    নাঃ সব গুজ্জব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন