এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Treebeard | 131.241.218.132 | ২৮ মার্চ ২০১৩ ১৬:৫৪585836
  • :-<

    (এইটা দীর্ঘশ্বাসের ইমোটিকন)
  • চান্দু মিঁঞা | 127.202.92.148 | ২৮ মার্চ ২০১৩ ১৭:১২585837
  • লোকে সংখ্যা চায় কেন? অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। প্রথম প্রতিপাদ্য প্রচুর মিথ্যার কারবার চলছে এই যেমন ১৮৯৯ চাকরি হয়েছে যেখানে সেখানে দাবী হচ্ছে ১০ লাখ। এর থেকে coefficient of exaggeration বা সংক্ষেপে CEই এস্টিমেট করতে হবে। তার পরে স্কেল ডাউন করলে আসল সত্য উৎঘাটিত হবে। এখন চাকরির দাবীতে আমরা ভবিষ্যতে এই এস্টিমেট ব্যবহার করব। সেই রকম বিভিন্ন পরিস্থিতিতে CE বের করার জন্যই সংখ্যা চাওয়া হচ্ছে।

    আর দ্বিতীয় প্রতিপাদ্য মিথ্যাবলার সাহস এত বেড়ে গেছে যে বাজেটে অব্দি নির্জলা মিথ্যা বলা হচ্ছে। বলাই বাহুল্য এ এক মারাত্মক ট্রেন্ড।

    আর খালি সংখ্যা নয় শিবুদা আবার অটোপসির রিপোর্ট চায়।
  • bb | 127.213.214.65 | ২৮ মার্চ ২০১৩ ১৭:১৩585838
  • মিনিদি এবং কল্লোলদা,
    শাসকদলের নৃশংসতার বিরোধিতা করা ঊচিত এবং তাদের সাধারণের উপর আক্রমণের বিরুদ্ধে রুখে ওঠা উচিত। কিন্তু নন্দীগ্রামে যখন জমি দখলের প্রশ্নই ছিল না, সেখানে গুজব ছড়ানোর পিছনে স্বার্থনেষী গ্রুপ কাজ করে্ছ বলে আমার বিশ্বাস। এখানে অনেক ব্যাপারকেই ইচ্ছে করে ভয়াবহ বলে দেখান হয়েছে এবং তার জন্য অনেকেই দায়ী। আজ সেই সব লোক তাদের এই লোক খেপানোর দ্বায়িত্ব এড়াতে চাইছেন।
  • pinaki | 24.99.155.9 | ২৮ মার্চ ২০১৩ ১৭:১৬585839
  • হুমম। লোবাগ্রাম আর নন্দীগ্রাম একই রকম ভয়ানক হলে অবশ্য আলোচনার কিছুই থাকে না।

    "অনেক অনেক মিথ্যা প্রচার হয়েছিল। সাধারণ মানুষ লোকালি যা করেছেন করেছেন। সেগুলি যারা কোনরকম ভ্যালিডেশন ছাড়া মার্কেটে ছেড়ে গেছেন, ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়েছেন, তারা মেনে নিন তাদের ভুল হয়েছিল। এইটুকুই।"

    না ভুল হয় নি। কারণ ঐসময় যাঁরাই নন্দীগ্রাম গেছেন, রেসিডুয়াল যেটুকু অত্যাচারের চিহ্ন দেখতে পেয়েছেন, তাঁরা ঐ গুজবগুলোকে জেনুইননলিই ঠিক বলে ভেবেছিলেন। কারণ পরিস্থিতিটা সেরকমই ছিল। ঐ পরিস্থিতিটা নিরাপদ দূরত্বে বসে অনুমান করা সম্ভব নয়। আর ভ্যালিডেট করবে কিভাবে? দিনের পর দিন যে সিপিএম খেজুরিতে 'হাজার হাজার' ঘরছাড়ার গল্প শুনিয়ে গেল আর অর্কুট, গুরুর সিপিএম সাপোর্টাররা সেই সংখ্যাকে বেদবাক্য মেনে চোখের জল ফেললেন, তাঁরা ভ্যালিডেট করেছিলেন প্রকৃত ঘরছাড়ার সংখ্যা কত? আর কতটা গুজব? করেননি। কারণ করার মত পরিস্থিতি ছিল না। আর কেনই বা করবেন? যুদ্ধের পরিস্থিতিতে ওসব করা যায় না।

    আর এখন ওখানে দিনের পর দিন গিয়ে ঘুরে ঘুরে, বিভিন্ন লোক ও সরকারি বেসরকারি এজেন্সির সাথে কথা বলে অচিন্ত্যরূপের মত তথ্যনিষ্ঠ তদন্তও করা সম্ভব নয়। সে পরিস্থিতি নেই। করতে গেলে তিনোরা পেঁদিয়ে বিন্দাবন দেখিয়ে দেবে।
  • চান্দু মিঁঞা | 127.202.92.148 | ২৮ মার্চ ২০১৩ ১৭:১৯585840
  • ভবিষ্যত আবার কি? খাই দাই বগল বাজাই আর উৎসব শিল্প করি।
  • PT | 213.110.243.23 | ২৮ মার্চ ২০১৩ ১৭:২৯585841
  • কল্লোলদা, আমি তো সূর্যোদয় পর্যন্ত যেতে চাইনি। আমি ১৪-ই মার্চের ঘটনাতে থাকতে চাই। কেননা ওটাতে বাম সরকার সরাসরি জড়িত। আর প বঙ্গের রাজনীতিটা কবে সহিংস ছিলনা বলে তোমার মনে হয়? এখানে যারা লেখে তাদের অনেকেই সেই যুক্তফ্রন্ট আমলের রোমহর্ষক "ট্রাক ভর্তি ব্রা আর ছেঁড়া ব্লাউজের" সন্ত্রাসের গল্পগাথা জানে না। আমার দিন তারিখ সঠিক মনে নেই তাই লিখতে পারলাম না। তুমি লিখলে সবাই জানতে পারবে যে নন্দীগ্রামের ঘটনার ৩০/৪০ বছর আগেও বাম-সমর্থিত সরকারের আমলেও হাজার-হাজার মেয়েরা ধর্ষিত লাঞ্ছিত হয়েছিল!!

    সংখ্যা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে তাদের জানাই যে যতই গুজব চালু থাকবে ততই আসল অপরাধীদের শাস্তি দেওয়া কঠিন হবে। কঙ্কাল কান্ডে সরকার যে সুশান্ত ঘোষকে হেনস্থা ছাড়া আর বিশেষ কিছু করতে পারবে না সেটা অরুণাভ ঘোষ অনেক দিন আগে জানিয়েছিলেন। কেননা তাঁর মতে সরকার নাকি কেস সাজিয়েছিল ঐ যাকে বলে লোকের মুখে মুখে ফেরা ঘটনা দিয়ে। তাপসীর কেসও বোধহয় হারিয়ে যাওয়ার মুখে।

    কাজেই এই সন্দেহটা কিছুতেই যাচ্ছে নাঃ "এই গুজব যতই রটবে" ততই তৃণদের ভোটের সুবিধে। কাউকে শাস্তি দিয়ে দিলে তো আর গুজব-যন্ত্র চালু রাখার কোন উপায় নেই। আর না হলে আসল ঘটনা বেরিয়ে এলে তাদের অসুবিধে আছে। নাহলে এই সব কেস ঠিক মত সাজিয়ে সিপিএমের লোকেদের ধরতে পারলে তো বাম-বধ পালা সুচারুরূপে সম্পুর্ণ হত।

    ম্যাক্সিমিনঃ
    মৃতদেহ কেটে হলদিতে ভাসানো হয়েছিল কিনা সেটা জানার সব চাইতে ভাল উপায় হচ্ছে যে সেইসব "মৃত" মানুষদের সমপ্রকে পরিজনদের বাড়িতে খোঁজ নেওয়া। সেটা করতে অসুবিধে কোথায়? এটা তৃ-সরকারের বুজীরাই করতে পারে-CBI/CID কারোকে দরকার হবেনা।

    আর মরিচঝাঁপী নিয়ে ২ থেকে ২০,০০০ পর্যন্ত মৃতের সংখ্যা আছে। সংখ্যাটা বামসরকার বিরোধী রাজনীতিতে বিশাসের সঙ্গে সমানুপাতিক। একমাত্র অচিন্ত্যরূপের লেখাটাই বিশ্বা্সযোগ্য মনে হয়েছিল। তিনি অবিশ্যি কোন দলের সমর্থক তা আমার জানা নেই।
  • কল্লোল | 125.241.58.161 | ২৮ মার্চ ২০১৩ ১৭:৩২585842
  • অ।
    আপনি লিখলেন, "কে কখন কোথায় বলেছে ওখানে গুলি চলেনি বা গন্ডগোল হয়নি?"
    গুলি চলেছে অস্বীকার করার জায়গা নেই। গুলি যখন চলেছে, তখন গন্ডোগোল তো নিশ্চই হয়েছে। তবে এর মধ্যে ভয়ানক কোনটা?
    ভায়ানক কি? গন্ডোগোল?
    খুন, ধর্ষণ ও অত্যাচার হয়েছে কি? আপনার কি মনে হয়? হয় লাখ লাখ, নয় হাজার হাজার, নয় শয়ে শয়ে, নয় ৫০/৬০ জন।
    পূণ্যব্রতর রিপোর্টে দেখুন অত্যাচারের বিবরণ। না, ঐ রিপোর্টে সংখ্যার উল্লেখ নেই, শুধু অত্যাচারিতদের বলা বয়ান আছে।
    একে শুধু গন্ডোগোল বলার মধ্যে যে ঘটনাকে অস্বীকার করার মনোভাবই ফুটে বেড়ায় সেটা কি আপনার চোখে পড়ছে?

    ভবিষ্যত কি, তা নিয়ে লিখেছি বহুবার। আমার ভাবনা বন্ধুদের সাথেও মেলে না।
    ১) সিঙ্গুরের জমি আইনতঃ এখনো টাটার। সেটা যেমন করে হোক ফেরৎ চাই। মামলা করে হোক, আইন করে হোক, আন্দোলন করে- টাটার প্রডাক্ট বয়কট করে হোক। তারপর সরকারী খরচে ঐ জমিকে পুনরুদ্ধার করতে হবে। এই সব ক্লাবে টাকা, ইমাম টাকা অনেক ফালতু খরচ হয় - তা না করে জমিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। প্রচুর খরচ জানি। সরকার তবে আছে কি করতে। খরচ করবে - মানুষের জন্য।
    ২) কৃষিতে সমবায় চালু করা। চান্দুর প্রশ্ন ছিলো কাদের নিয়ে সমবায়? জমির মালিক, ভাগচাষী ও ক্ষেতমজুরদের নিয়ে সমবায়।
    ৩) বন্ধ কারখানাগুলোকে দরকার হলে অধিগ্রহন করে ওখানে ছোট ও মাঝারী শিল্প চালু করা। হয় সরকারী মালিকানায় নয় শ্রমিক সমবায় করে।
    ৪) গ্রামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার দিকে যাওয়া। প্রতি গ্রামে স্কুল, স্বাস্থ্য কেন্দ্র চালু করা। টিউবকল বসানো।

    আর লিখছি না। কারন এই পর্যন্ত পড়েই অনেকেরই হাহাপা হবার অবস্থা।
    কে করবে ? তৃণমূল? না করবে না। সিপিএম তো করেই নি। তবে?
    আসলে আমরা এই সব দলেদের দেখে দেখে চাইতেও ভুলে গেছি।
    চাইতে হবে। জোর গলায় চাইতে হবে। এটা আমাদের অধিকার।
  • ম্যাক্সিমিন | 69.93.199.146 | ২৮ মার্চ ২০১৩ ১৮:২০585843
  • বিবি
    গার্ডেনরীচ বিশাল ম্যাগনিচুডেরই। মৃতের সংখ্যা যাই হোক না কেন। তবে রুখে দাঁড়ানোর কেস নয়, কারণ প্রক্রীয়াগুলো বহুদিন ধরে আস্তে আস্তে গড়ে উঠেছে, রুখে দাঁড়িয়ে কিছু করা যাবে না।
  • PT | 213.110.246.230 | ২৮ মার্চ ২০১৩ ১৮:২৭585844
  • কল্লোলদাঃ
    পুণ্যব্রত বাবুকে আমি চিনিনা। তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল। কিন্তু আপনি বার দুয়েক তাঁর লেখা রিপোর্টের কথা উল্লেখ করলেন বলে আপনাকে মনে করিয়ে দিই যে তিনি তাঁর পোস্টিং-এ জানিয়েছেন যে তাঁদের "একটাই" উদ্দেশ্য ছিল-"ন্যায্য আন্দোলনের পাশে থাকা।" অর্থাৎ তাঁরা নন্দীগ্রামের অন্দোলনকে "ন্যায্য" মনে করেছিলেন। আমি সংহতির থেকে একটি লিং দিয়েছি পোস্টারের যেখানে ডাক্তারী পাঠরত ছাত্ররা নন্দীগ্রামকে ভিয়েৎনামের সঙ্গে তুলনা করেছেন। এই দৃষ্টিকোণের কারণেই বোধহয় ডাক্তারদের রিপোর্টে চিকিৎসা না করেও শিশু নিধনের উল্লেখ আছে।

    আর পিণাকি জানাচ্ছেন যে এখন নন্দীগ্রামে যেতে গেলে তৃনমূলীরা "পেঁদিয়ে বিন্দাবন" দেখিয়ে দেবে। আগের সরকারের আমলে যারা পেঁদানি খেয়েও অথবা জেল-হাজতের ভয় থাকা সত্বেও নন্দীগ্রামে গিয়ে খবর সংগ্রহ করতে পিছপা হননি তাঁরা হঠাৎ মিইয়ে গেলেন? কেন মিয়োলেন তারো তো তো একটা সদুত্তর পাওয়া প্রয়োজন!
  • চান্দু মিঁঞা | 127.193.47.150 | ২৮ মার্চ ২০১৩ ১৮:৩২585846
  • কল্লোলদা সমবায়ে কে ক আনার অংশীদার? মানে সেখানে কি ক্ষমতার পিরামিড ভাঙ্গা হবে? জমির মালিক রাজি হবে কেন আর সেই যদি রাজি হয় তাহলে আম্বানিই বা নয় কেন? হওয়া উচিত সবাই মিলে। এবং তাত্ত্বিকভাবে টয় মডেল ওয়ার্ক আউট করা উচিত। তবে ডিটেল চাই।
  • pinaki | 132.164.161.127 | ২৮ মার্চ ২০১৩ ১৯:০৯585847
  • পিটিদা, এটা খুব সিম্পল ব্যাপার। তখন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জায়গা থেকে যাওয়া হয়েছিল। এখন গেলে কেবল সত্যান্বেষণের ইন্টারেস্ট থেকে যাওয়া হবে। দুটো ব্যাপার কি এক?

    আর তাছাড়া আপনি যেমন সংখ্যাকে (মৃতের সংখ্যা, ধর্ষিতার সংখ্যা, ইত্যাদি) ঘটনার গুরুত্বের একটা প্যারামিটার ভাবছেন, বাকিরা তো তা ভাবছেন না। তাঁরা তো এটা মনে করছেন না যে হাজার হাজার মেয়ের স্তনবৃন্ত কেটে নেওয়ার গুজবটা মিথ্যে মানেই এমন নয় যে ব্যপক হারে মহিলাদের উপর অত্যাচার হয় নি। ঐ পার্টিকুলার গুজবটা (বা এরকম আরো কয়েকটা) মিথ্যে কি সত্যি তাই দিয়ে তাঁদের কিছু আসে যায় না। কারণ তাঁরা নিজে চোখে রেসিডুয়াল যা কিছু দেখেছেন, সেগুলো তো মিথ্যে নয়। সেটুকুই এপ্রসঙ্গে স্ট্যান্ড নেওয়ার এবং মানুষকে স্ট্যান্ড নিতে বলার জন্য যথেষ্ট।
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ১৯:১৮585848
  • ঐ রিপোর্টে আহতদের আঘাতের বিবরণ রয়েছে, যে কেসগুলো তাঁরা দেখেছিলেন, সেগুলোর।
    সেই নিয়ে কী বক্তব্য, পিটিদার বা এই সুতোর আরো কারুর কারুর ( মানে যাদের পোস্ট পড়ে মনে হয়েছে, নন্দীগ্রামে আসলেতে এমন কিছু হয়নি বলে তাঁরা মনে করেন)।
    এবং এই কেসগুলো, অন্যান্য হাসপাতালে নিয়ে যাবার পরে পড়ে থাকা কেস, সেটাও মনে রাখতে হবে। শুধু মেডিক্যাল ক্যাম্পেই এই অবস্থা ছিল। অন্য সবকিছু বাদ দিয়ে , শুধু এটুকু পড়লেও যাঁদের ভয়াবহ বলে মনে হয়না, তাঁদের, কী আর বলব।

    কেন ভয়াবহ এইসব নিয়েও তর্ক করতে হবে কোনোদিন, ভাবিনি।
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ১৯:২৪585849
  • আর এবার একটা উল্টো প্রশ্ন করব। ঐ মরিচঝাঁপির উদাঃ টা দিয়ে। পিটিদা নিজেই বলেছেন, সংখ্যাটা সরকারি লেভেলে ২ থেকে শুরু করে বিরোধীদের বলা ২০,০০০ অব্দি রয়েছে। অচিন্ত্যদা এর মাঝামাঝি কিছু বলেছিল, যেটা উনি বিশ্বাস করেন ( সেটা নিয়েও অবশ্য অনেকে প্রশ্ন তুলেছেন)। এবারে এই ২০,০০০ বলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো, আমার প্রশ্ন , ২ নিয়ে কেন কোন প্রশ্ন নেই ?
  • PT | 213.110.246.230 | ২৮ মার্চ ২০১৩ ২০:০৭585850
  • pi
    নন্দীগ্রামে কিছু হয়নি, সিপিএম কিছু করেনি এসব তো বলিনি। শুধু বলতে চেয়েছি যে নন্দীগ্রামের "সাধারণ" মানুষের response-টা খুব অস্বাভাবিক রকমের organized। আর মৃতের সংখ্যা অস্বাভাবিক হলে অপরাধীও ভাল উকিল ধরে ছাড়া পেয়ে যাবে। সেক্ষেত্রে গপ্প ছড়ানোটা হিতে বিপরীত হবে। অন্যদিকে ১১ জনের গুলি খেয়ে মরা যাদের কাছে ভয়াবহ মনে হয় না শুধু ১৪ জনের মৃত্যুটাই ভয়াবহ মনে হয়-তাদের-well- কি আর বলব!

    মরিচঝাঁপিঃ মৃতদেহ লুকিয়ে ফেলা খু-উ-উ-ব কঠিন কাজ। সেইজন্য সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর আগে ভাবা উচিৎ। আর আরও একটা ঘ্যানঘ্যানে উত্তর আছে। ঐ ২০,০০০ লোকের সম্ভব্তঃ ৪০,০০০ পরিজন থাকবে। তাদের মধ্যে থেকে কমকরে ১০,০০০ জন ১০,০০০ হারানো লোকের পরিচয় হাজির করতে পারবে। ২/৪ টে মৃতদেহ লুকিয়ে ফেলাটা সেই তুলনায় সহজতর কাজ।

    নন্দীগ্রামে এই ইন্টারনেটের যুগে বসেও ৫০/৬০-টি মৃতদেহ আইডেন্টিফাই করা গেল না-আর ২০,০০০? মহাশ্বেতা দেবীও ঐজন্য ১০৮৪-র বেশী যাওয়ার চেষ্টা করেননি।

    আর অচিন্ত্যরূপের দেওয়া সংখ্যাটা (এখন মনে নেই) আমার কাছে বড় কথা নয়। তাঁর পুরোন ঘটনাক্রমের analysis করার পদ্ধতিটা আমার কাছে যুক্তিযুক্ত ঠেকেছে। (তাঁর সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু)।
  • a | 132.179.13.91 | ২৮ মার্চ ২০১৩ ২০:৩৭585851
  • কল্লোলদা, ভুল বুঝলেন। আমি ইচ্ছা করেই গন্ডগোলের কোন বিশেষণ দিইনি।
    সিম্পল প্রশ্ন করি, গার্ডেনরিচের ঘটনা কি তিনোমুলের ভয়ানক অত্যাচার বলে মনে করেন? বা মাওবাদীদের হাতে রাজনৈতিক কর্মীদের মৃত্যু তাদের ভয়ানক অত্যাচার বলে মনে হয়কি? আমি আমার কথা বলতে পারি। নন্দীগ্রাম, সিঙ্গুরে যা ঘটনা হয়েছে, পুরোটাই সরকারের মিসহ্যান্ড্লিং আর পার্টির ওভারকনফিডেন্সের উপর ভিত্তি করে চূড়ান্ত দম্ভের প্রকাশ ছিল। পেইড ইন দেয়ার ওন কয়েন, আমরা-ওরা, লাইফ হেল করে দেব, সবকটাই একবাক্যে নিন্দাযোগ্য।
    একইভাবে, যারা প্রতিদিন কাগজে, ইন্টারনেটে, ফোনে মিথ্যার পর মিথ্যা প্রচার করে গেছেন, তাদের ক্ষমা করতে পারি না। যুদ্ধক্ষেত্র থেকে সাংবাদিকতা করা সোজা নয়, গুজব থেকে আসল খবর বার করে নিরপেক্ষভাবে, অন্তত ফ্যাকচুয়ালি সঠিক খবর দেওয়াই প্রকৃত কাজ। নইলে, ঐ "আমি ঐ সময়ে ওখানে গেছি, আপনি মশাই নিরাপদ দূরত্বে বসে কি জানবেন" এই আত্মরতিই সার। আর দুঃখজনকভাবে অন্তত এই সাইটের পক্ষে বিপক্ষে ৯৫% লোকই স্পটে যাননি, বস্তুত আমার থেকেও নিরাপদ দূরত্বে বসে ছিলেন।
  • a | 132.179.13.91 | ২৮ মার্চ ২০১৩ ২০:৪৯585852
  • আর ভবিষ্যৎ এর ব্যাপারে, ঐ যে বল্লাম - হাওয়ায় না, বাস্তব প্রস্তাব দিন। বিকল্প বাজেট দিন।
    ১। জমিনীতি বলেছেন আগে, কিন্তু কোন তথ্য দেননি। কিসের ভিত্তিতে বলছেন ঐভাবেই মানুষের উন্নতি হবে?
    ২। বলুন সিঙ্গুরের জমি পুনরুদ্ধার কেন সরকারের প্রায়োরিটি? কত টাকা লাগবে? প্ল্যান দিন।
    (ধরে নিচ্ছি জমি ফিরে পেয়েছেন।)
    বাকিগুলোর ক্ষেত্রেও, তথ্য দিন। আপনার উন্নতির মডেলের বেন্চমার্ক কি আর মেজারই বা কি? কি হলে আপনি মনে করবেন যে উন্নতি হল? সেই লক্ষ্যে কতদিনে পৌছতে চান?
  • Ishan | 202.43.65.245 | ২৮ মার্চ ২০১৩ ২০:৫২585854
  • এই নিয়ে কোনো সন্দেহ নেই, যে, সঠিক সংখ্যা, ঠিক কী ঘটেছিল, সবকটাই সামনে আসার দরকার আছে। অপরাধীদের শাস্তি পাওয়ার জন্য দরকার। ইতিহাস লেখার কারণে দরকার। কিন্তু খুব অদ্ভুত কারণে এ ধরণের ঘটনার পরে, কিছুদিন হইচই হয়, তারপর সবই ধামাচাপা পড়ে যায়। ধরুন, বাম জমানায় চিরকাল শুনে গেলাম, ৭২ থেকে ৭৭ সালে সিপিআইএম এর ১১০০ কর্মী খুন হয়েছেন। মনে হয় বাড়িয়ে বলা নয়। কিন্তু কই তার লিস্টি? খুনীরা শাস্তি পেলনা কেন? কোনো উত্তর নেই।

    বরানগর-কাশীপুর। কেউ বলে ৮০, কেউ বলে ১০০। বহু যুবককে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বহু প্রত্যক্ষদর্শী। কিন্তু লিস্টি? নেই নেই।

    নন্দীগ্রামে, প্রত্যক্ষদর্শীদের যা বিবরণ, তার সঙ্গে সত্যি সত্যিই মৃতের সংখ্যাটা মেলেনা। একটা বড়ো ফাঁক আছে। অনেক গল্প ধামাচাপা দেওয়া আছে। ঘটনাচক্রে সাতেঙ্গাবাড়িটা জানা গেছে। এরকম আরও কতকিছু আছে কে জানে। ইতিহাসের স্বার্থেই এগুলো ডকুমেন্ট করা উচিত। অ্যাট লিস্ট এই ইন্টারনেটের যুগে।
  • a | 132.179.13.91 | ২৮ মার্চ ২০১৩ ২০:৫২585853
  • আজকের শেষ পোস্ট (হোপফুলি)ঃ অদ্ভুত লাগল যে পরিচয়হীন আইডি থেকে ব্যাক্তি আক্রমণ করা হল, অথচ গুরুর বিবেকরা কোন প্রতিবাদই করলেন না। এটা বেশ খানিকটা পক্ষপাতমূলক আচরণ বলেই ঠেকল।
  • Treebeard | 24.99.72.139 | ২৮ মার্চ ২০১৩ ২০:৫৬585855
  • এখানে একটা ফুট কাটবো। পিনাকীর "যুদ্ধের পরিস্থিতিতে ওসব করা যায় না" - এইটা মানা গেলো না। সবাই রবার্ট ফিস্ক হয়তো হয় না, কিন্তু একটা বড় ঘটনা নিয়ে খবর দিচ্ছি, সেখানে এই কথাটা অজুহাতের মত মনে হল।
  • Ishan | 202.43.65.245 | ২৮ মার্চ ২০১৩ ২১:০১585857
  • আরে আমাদের সবই আধা খ্যাঁচড়া। আমরা মানে এখানে আমিও আছি। গুজরাত নিয়ে অতোকিচু হল। তিস্তা শেতলবাদ অতকিছু করলেন। কিন্তু ডকুমেন্টেশন? কিস্যু নাই। কেন নাই ঈশ্বরই জানেন। যোগ্য লোক আছেন, সাহসী লোক আছেন, পরিশ্রমী লোক আছেন। তাইলে আটকায় কোথায়? কে জানে।
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ২১:০৬585858
  • সেদিনই একটা টই খুলবো ভাবছিলাম, কোন কোন কেসের ফলোআপ আর হয়নি বা হলেও আমরা জানিনা, মিডিয়ায় আসেনি,ঠিকঠাক ডকুমেন্টেশন নেই, সেই নিয়ে। আর সেগুলো নিয়ে কিছু করা যায় কিনা, সে নিয়ে।
  • dd | 132.167.1.187 | ২৮ মার্চ ২০১৩ ২১:৩৯585859
  • বরানগর কাশীপুরে গনহত্যার একটা প্রামান্য ডকুমেন্ট তৈরী হয়েছিলো। নাম ধাম ঠিকানা সহ, কানু স্যান্নাল ছিলেন সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে। খুব ভেগলি মনে পরছে একশোর নীচে ছিলো সংখ্যাটা। তারমধ্যে "নিখোঁজ"ও ছিলো।

    সেই সব কোথায় ধুলো খাচ্ছে বা পোকায় কাটছে কে জানে। নেটে কি থাকতে পারে?

    জ্যোতিবাবু থেকে সিদ্ধার্থ শংকর রায় থেকে মমতা ... সকলেই "এইবারে খুনীদের দেখে নেবো" বলেছিলেন নানান সময়ে। এটাও মনে আছে।

    জানেন, আমার খুব ইসসে ছিলো ,বহুদিনের, এই নিয়ে সে সময়কার লোকদের নিয়ে,পুলুশ,খুনে ও ভিকটিমদের নিয়ে সাক্ষাতকার নিয়ে একটা বেস সেলার টাইপের গড়গড়ে লেখা লিখতে। দিস ওয়ান অ্যান্ড আজিজুলদের জেল ভাঙা নিয়ে। সোস্যাল হিস্টরী,বুঝলেন না? একেবারে যুগান্তোকারী।

    আকাশে ফন ফন করে পাখীদের মতোন উড়বার ইসসেও ছিলো।
  • Ishan | 214.54.36.245 | ২৮ মার্চ ২০১৩ ২১:৪২585860
  • অলরেডি টু লেট। এখনও না করলে আর করাই যাবেনা।
  • Yan | 161.141.84.239 | ২৮ মার্চ ২০১৩ ২১:৪৪585861
  • ডিডি, তারা সাক্ষাৎকার দিতে রাজী হতো? ভিক্টিমরা নাহয় দিলো কিন্তু পুলিশ আর খুনেরা????
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ২১:৪৫585862
  • ইসসে আর নাই ?
  • Yan | 161.141.84.239 | ২৮ মার্চ ২০১৩ ২১:৪৭585863
  • ডিডি, আকাশে ফন ফন করে ওড়া? সে তো অভ্যুকে জিগালেই শিখিয়ে দেবে। ও তো প্রায়ই ওড়ে বললো। ঃ-)
  • dd | 132.167.1.187 | ২৮ মার্চ ২০১৩ ২১:৫৪585864
  • আর হবে না। এভার।

    সবাই বড়ো বুরো হয়ে গেছে বা স্রেফ মরে গেছে।
  • dd | 132.167.1.187 | ২৮ মার্চ ২০১৩ ২২:২০585865
  • আরেকটা কথা মনে পরলো। ভামেদের হয়তো খ্যাল থাকবে।

    ঐ যে ঈশেন বলোলো জ্ঞানেশ্বরী নিয়ে, নকুরা কখনো মিছে কয় না বা ঘটনা লুকায় না। এটা একেবারে ফ্যাক্ট।

    দেশব্রতী যখন ছাপা হোতো তখনও এটা সর্বাংশে মানা হোতো। এক সংখ্যায় বেড়িয়েছিলো অমুক যায়গায় এরপর বিপ্লবীরা লাল পতাকা তুলে দেয় (বোধয় কোনো কোর্টে)। পরের সংখ্যায় ক্ষমা চেয়ে ছাপা হোলো সংবাদটি সত্য নয়। আন্দোলন হয়েছিলো কিন্তু লাল পতাকা তোলা হয় নি।

    এ গুলো ,এইসব খুব মনে গেঁথে থাকতো। এখন নন্দীগ্রাম নিয়ে একশো হাজারটা অবিশ্বাস্য মিথ্যের ও নিছক গুল্পের নানান তাত্বিক ব্যাখ্যা শুনে মনে হয় - হবেও বা। এখন গেমটাই চেঞ্জ হয়ে গেছে।
  • aranya | 154.160.226.53 | ২৯ মার্চ ২০১৩ ০৬:৪৯585866
  • পিটি উবাচ - 'নন্দীগ্রামেও যে সরকার বিরোধীরা সন্ত্রাস চালায়নি হয়নি সেটা কেউ জোর দিয়ে বলতে পারবে?'

    এর মানে কি? কি এই সম্ভাব্য সন্ত্রাস - সিপিএম সমর্থক-দের গ্রাম ছাড়া করে খেজুরীতে পাঠান? না কি সাধুচরণ এবং শঙ্কর সামন্ত-র হত্যাকাণ্ড?

    নাকি কবি বলছেন নন্দীগ্রামে সরকার বিরোধীরা মার্ডার, রেপ ইত্যাদি চালিয়ে গেছে !!! এইটা বক্তব্য হলে পাই-কে আর বেশিদিন ওয়েটিয়ে থাকতে হবে না। ১৪-ই মার্চ, ২০০৭ সরকার বিরোধী মাওবাদীদের গুলিতে ১৪ জন গ্রামবাসী খুন হন - এই ভাষ্যও শীঘ্র-ই আসতে চলেছে।
  • aranya | 154.160.226.53 | ২৯ মার্চ ২০১৩ ০৬:৫৬585868
  • 'পুণ্যব্রত বাবুকে আমি চিনিনা। তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল। কিন্তু আপনি বার দুয়েক তাঁর লেখা রিপোর্টের কথা উল্লেখ করলেন বলে আপনাকে মনে করিয়ে দিই যে তিনি তাঁর পোস্টিং-এ জানিয়েছেন যে তাঁদের "একটাই" উদ্দেশ্য ছিল-"ন্যায্য আন্দোলনের পাশে থাকা।" অর্থাৎ তাঁরা নন্দীগ্রামের অন্দোলনকে "ন্যায্য" মনে করেছিলেন। '

    পুণ্যব্রত মানুষের জন্য যা কাজ করেছেন এবং করছেন, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। ব্যক্তিগত ভাবে চেনার কোন প্রয়োজন নেই, গুরু-তে ওনার যা লেখাপত্তর বেরিয়েছে, তা থেকেই যথেষ্ট ধারণা করা যায়।

    তো আমি যা বুঝলাম, পুণ্যব্রত-র রিপোর্ট-ও সন্দেহের আওতায়, কারণ উনি নন্দীগ্রামের অন্দোলনকে "ন্যায্য" মনে করেছিলেন।

    ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন