এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ২৭ মার্চ ২০১৩ ২১:১১585737
  • আপনার হিসেবটি অর্ধেক।

    জমি নেওয়া হবে, এই মর্মে স্থানীয় পর্যায়ে একটি নোটিস জারি না করলে, সিঙ্গুর নিয়ে সরকার একটু সহানুভূতিশীল হলে(এখানে সিঙ্গুর কেন এল আবার জিগাবেন না, কারণটা জমি হারানোর আতঙ্কের), বিনয় কোঙার লাইফ হেল করে দেব না বললে, সিপিএমের গড় নন্দীগ্রাম, সিপিএমরই থাকত। অবরোধ, ১৪ই মার্চ, ১৪ই নভেম্বর, কিচ্ছুটি হতনা। :)
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২১:১১585736
  • গুলিগুলো কোমরের ওপরে লক্ষ্য করে ছোঁড়া না হলেও ১৪ জন মারা যেতেন না।
  • Ishan | 214.54.36.245 | ২৭ মার্চ ২০১৩ ২১:২৬585738
  • এবং শুধু অর্ধেকই না, ভুলও। আপনি যে গুজব ইত্যাদির কথা লিখেছেন, তার কোনোটাই ১৮ইমার্চের আগে ছড়ায়নি। ফলে ১৪ই মার্চের কারণ হিসেবে ওটা আসেইনা।
  • প্পন | 190.215.43.117 | ২৭ মার্চ ২০১৩ ২১:৪৭585739
  • একটা প্রশ্ন ছিল। নভেম্বরের সূর্যোদয়ের সময় কতজন মারা যান?

    পিটি, ঈশান, মাকু, নকু, আবাপ, গণশক্তি যে কেউ উত্তর দিলেই হবে। আমার মনে পড়ছে না বলে জিগালাম।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:০০585740
  • পিটি উবাচ -
    'আরো একটা কথা উচ্চৈঃস্বরে বলা দরকার। সরকার মোটেই একদল "নিরস্ত্র" গ্রামবাসীর ওপরে গুলি চালায়নি। বাচ্চা আর মেয়েদের সামনে রেখে একদল কাপুরুষ সশস্ত্র নৈরাজ্যবাদী নন্দীগ্রামে উপস্থিত থেকে ইন্ধন যোগাচ্ছিল।'

    এই 'কাপুরুষ সশস্ত্র নৈরাজ্যবাদী '-রা ১৪ই মার্চ, ২০০৭-এ পুলিশের ওপর একটি গুলিও চালায় নি। পুলিশের ওপর সেদিন কোন গুলি-ই চলে নি। কিছু ইঁট আর বোমা ছোঁড়া হয়েছিল। একজনও পুলিশ মারা যান নি।

    সুতরাং এটা উচ্চৈঃস্বরে-ই বলা দরকার, সরকারের পুলিশ সেদিন পরিকল্পনা মাফিক এক্দল নিরস্ত্র গ্রামবাসীর ওপরে গুলি চালিয়েছিল। মানুষ মারার জন্য পরিকল্পনা মাফিক পুলিশের হাতে ইনসাস, এস এল আর দেওয়া হয়েছিল। গ্রামবাসীদের জমায়েত-কে ছত্রভঙ্গ করা উদ্দেশ্য ছিল না, তাহলে পুলিশের হাতে রবার বুলেট,জল কামান থাকত, আধুনিক আগ্নেয়াস্ত্র নয়।

    জ্যোতি বসু-র বিবৃতি-ও কাগজে বেরিয়েছিল, যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে। পলায়নপর গ্রামবাসী-র পিছনে ধাওয়া করে গুলি করা, মেয়েদের গুলি করা, পিঠে গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে মানে পুলিশ কোন সশস্ত্র প্রতিরোধের সামনা করতে গিয়ে গুলি চালায় নি - এসব উনি বলেছিলেন।
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২২:০২585741
  • সিআইডি রিপোর্টে ছ'জন মারা যাবার উল্লেখ ছিল।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:০৯585742
  • আবারও পিটি উবাচ - '"একটা জায়গা অবরুদ্ধ"-মানে? সরকার অবরুদ্ধ করে রেখেছিল না অবয়বহীন মানুষেরা গ্রামের মানুষদের দিয়ে রাস্তা কাটিয়ে, গাছ ফেলিয়ে অবরোধ তৈরি করেছিল। '

    রাস্তা কেটে, গাছ ফেলে বহু মাস ধরে নন্দীগ্রাম-এ প্রশাসন-কে পা ফেলতে না দেওয়ার প্রসঙ্গে এই অবরোধের কথা বলা হয় নি। ১৪-ই মার্চ পুলিশি অভিযানের সময়, সেদিন রাতে , বোধ্হয় তার পরের দিনও (?) মিডিয়া-কে, বাইরের কাউকে সিপিএম ক্যাডার-রা ঢুকতে দেয় নি।

    এই ঢুকতে না দেওয়ায় অনেক রিউমার ছড়ায় নন্দীগ্রামে সেই সময় পুলিশ ও ক্যাডার-রা কি করেছিল, তাই নিয়ে। গ্রামের লোকদের রসগোল্লা খাওয়ানোর জন্য তো আর মিডিয়াকে সেদিন আটকানো হয় নি।

    এই মিডিয়াকে, বাইরের কাউকে ঢুকতে না দেওয়ার কথা অনেকবার বলা হয়েছে, আমি নিজেও কয়েকদিন আগে লিখেছি অন্য টইতে। তা পিটি সেসব পোস্ট দেখেন না, কি আর করা যাবে।
  • প্পন | 126.203.152.234 | ২৭ মার্চ ২০১৩ ২২:১১585744
  • পাই, কোথাও ছ'জন মারা যাবার খবরটা পাচ্ছি না। উইকি বা খবরের কাগজ কোথাও কেউ মারা যাবার উল্লেখ নেই।

    সূত্র খুঁজে পেলে জানিও।
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২২:১৬585746
  • এরপরে শুনতে হবে যে সিপিএম ক্যডাররাই সাধুচরণ নামক পুলিশটিকে খুন করে জলে ভাসিয়ে দিয়েছিল।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:১৭585747
  • এই অপারেশন সূর্যোদয়ে (ভাল নাম দিয়েছিল বটে) কি প্রশাসন, পুলিশের কোন ইন্ভলভমেন্ট ছিল, না কি পুরোটাই সিপিএম ক্যাডার আর গুন্ডাদের কাজ?

    সুমনের লেখা পড়ে মনে হয় পুলিশের কোন বালাই ছিল না।
  • প্পন | 126.203.152.234 | ২৭ মার্চ ২০১৩ ২২:১৮585748
  • সে যাক, "কাপুরুষ সশস্ত্র নৈরাজ্যবাদী"-দের ওপর পুলিশের গুলি চালানো অসাংবিধানিক - হাইকোর্টের মন্তব্য।

    http://www.anandabazar.com/archive/1070316/16raj1.htm

    পুলিশের ওপর গুলি চলেনি সেটারও লিং খুঁজে পেলে দিয়ে দেব।

    তবে, ভাবা যায় না, ছ' বছরের মধ্যেই আবার এইসব নিয়ে লড়তে হবা!
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:১৯585749
  • 'সরকার মোটেই একদল "নিরস্ত্র" গ্রামবাসীর ওপরে গুলি চালায়নি' - এই মিথ্যা বাক্যটি পিটি উইথড্র করলে ভাল লাগত।
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২২:২৩585751
  • http://articles.timesofindia.indiatimes.com/2012-01-31/kolkata/31008835_1_cpm-leaders-bupc-khejuri

    যদিও এখান থেকে পরিষ্কার নয়, তপন , সুকুর যে লাশ পাচার করেছিল, সেগুলো এই ছজনেরই কিনা।

    কারণ, In its preliminary report, CID informed the court that all six were murdered and their bodies dumped in Haldi river.

    নভেম্বর দশেও দুজন মারা যান।

    লাশ পাচার করতে গিয়ে তপন , সুকুর ধরা পড়ে কবে ? ১১ ?
  • Ishan | 202.43.65.245 | ২৭ মার্চ ২০১৩ ২২:২৩585750
  • পিটি, বক্রোক্তি করে কোনো লাভ নেই। সাধুচরণ নামক একজন একলা পুলিশকে মেরে ফেলা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। কিন্তু এর সঙ্গে ১৪ই মার্চ গুলি চালানোর কোনো সম্পর্ক নেই। যেমন গুজবের সঙ্গে ১৪ই মার্চের গুলিচালনার কোনো সম্পর্ক নেই।

    অর্পণ, সিআইডি পরে একটা রিপোর্ট দিয়েছিল, যেটার কথা পাই লিখেছে, তাতে মনে হয় ৬ জনই ছিল। কিন্তু পুরো ব্যাপারটাই এত ধোঁয়াশা, যে বোঝা ভারি মুশকিল। ইন ফ্যাক্ট মিছিলে গুলি চালানোর ঘটনাটা সব কাগজেই বেরিয়েছিল। তাতেও কতজনের মৃত্যু হয়েছিল বোঝা যায়নি। আবাপর আর্কাইভে খোঁজ করলে পাওয়া যাবে। আবাপতেও বেরিয়েছিল।
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২২:২৫585752
  • অরন্য
    আপনার বক্তব্য আপনি রাখুন। আমার বক্তব্য আপনারপছন্দ না হতেই পারে। কিন্তু তক্কের খেই হারিয়ে আমাকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার কোন কারণ বা প্রয়োজন নেই।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:২৬585753
  • পিটি-কে মিথ্যা কথা উইথ্ড্র করতে লেখার পর মনে হল, ইঁট, বোমাও তো অস্ত্র বটে। সুতরাং গ্রামবাসীরা সশস্ত্র-ই ছিল। 'নিরস্ত্র' মানুষের ওপর পুলিশ গুলি চালায় নি।
    পিটি, আপনি অফ দ্য হুক। সবই ঠিক বলেছেন, কোথাও কোন গলতি নাই।
  • প্পন | 126.203.152.234 | ২৭ মার্চ ২০১৩ ২২:২৮585754
  • লাশ না আহত লোকজনকে পাচার করছিল।

    লাশ বলার দায়ে পাইকে লাশের রাজনীতি এবং গুজব ছড়ানো এই দুই গুরুতর ধারায় শীঘ্রই অভিযুক্ত হতে হল বলে!
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:৩০585755
  • আমার কথা গুজব মনে হলে আপনে সেটা পয়েন্ট আউট করবেন, আপনি মিথ্যা কথা বললে আমি বা অন্য কেউ সেটা দেখিয়ে দেবে, এটা তো ন্যাচারাল।

    যদি তক্ক করতেই চান, পরিষ্কার করে বলুন, ১৪-ই মার্চ পুলিশের ওপর একটাও গুলি না চলা সত্ত্বেও আপনি এই নির্জলা মিথ্যাটি কেন বলছেন -

    'সরকার মোটেই একদল "নিরস্ত্র" গ্রামবাসীর ওপরে গুলি চালায়নি' ।
  • প্পন | 126.203.152.234 | ২৭ মার্চ ২০১৩ ২২:৩৪585758
  • ঈশান, আনন্দবাজারের আর্কাইভে পেলাম না বলেই জিগালাম। এদিকে তখন ইউনিকোড ইউজ করত না বলে খোঁজা মুশকিল। অন্য কাগজ খুঁজে দেখব।
  • a | 132.179.31.201 | ২৭ মার্চ ২০১৩ ২২:৩৬585759
  • অদ্ভুত, তাহলে যে সুমনের কথা আবার মিথ্যে হয়ে যায়!! যদি ১৪ তারিখ গ্রামবাসীরা নিরস্ত্রই হবে, তো ৩ তারিখে ওয়ান শটার নিয়ে কারা লড়াই করছিল?
    তবে এতে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলা মুশকিল!! নন্দীগ্রামে পুলিশ গুলি চালিয়েছিল, তাতে ১৪ জন মানুষ মারা যায়, এতে কেউ আপত্তি করেছে বলে জানা নেই। এই ঘটনা যে তীব্রভাবে নিন্দনীয়, তাতেও কেউ অন্যমত পোষণ করেন বলে শুনিনি।
    যেটুকু বলা হয়েছে, একটা স্ট্যাগারিং লেভেলে ধর্ষণ, খুন, ডেডবডি পাচার হচ্ছে, এই মর্মে গুজব তখন মার্কেটে ভীষণ ভাবে রটেছিল। আর যারা রটিয়েছিলেন তারা অনেকেই রাজ্নৈতিকভাবে বায়াসড ছিলেন, এখনো আছেন। তো এই দায়টা স্বীকার করে নিতে হবে।
    আর বলতে হবে যে এর বদলে কি করা উচিত, হাওয়ায় নয়, সংখ্যা দিয়ে, বাস্তবের জমিতে নেমে। একটা বিকল্প বাজেট নামান না, সেটা নিয়ে তর্কাতর্কি হোক?
  • pi | 78.48.231.217 | ২৭ মার্চ ২০১৩ ২২:৩৮585760
  • ১৪ তারিখটা মার্চের।

    আর ৩ তারিখটা নভেম্বরের।

    ঃ)
  • a | 132.179.31.201 | ২৭ মার্চ ২০১৩ ২২:৩৮585761
  • ইয়ে তপন সুকুরের মামলার রায় বেরিয়ে গেছে? সিরিয়াসলি জানতে চাইলাম।
  • a | 132.179.31.201 | ২৭ মার্চ ২০১৩ ২২:৪১585762
  • অ বাজে ছড়িয়েছি, উইথড্রন ঃ(
  • siki | 132.177.50.24 | ২৭ মার্চ ২০১৩ ২২:৪৬585764
  • পুরনো পাতা উল্টোতে গিয়ে মনে পড়ল, Du অনেকদিন আসেন না। ভালো আছেন আশা করি।
  • aranya | 154.160.226.53 | ২৭ মার্চ ২০১৩ ২২:৪৭585766
  • @a, গুজব যারা রটিয়েছিলেন, তাদের দায় আছে, অব্শ্যই আছে, সম্ভব হলে এজন্য তাদের শাস্তি হওয়া উচিত।
    তেমন-ই এরা যে কারণে গুজব রটাতে পেরেছিলেন, সেটা রেক্গনাইজ করতে হবে, সিপিএম পার্টি এবং সিপিএম সমর্থক-দের। ১৪-ই মার্চ সকালে, পুলিশি অভিযানের সময়, ১৪-ই মার্চ রাতে এবং সম্ভবত তার পরের দিন - পরিকল্পিত ভাবে বেশ কিছুটা সময় মিডিয়া এবং বাইরের লোককে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয় নি। তখন গুজব রটে যে মিডিয়াকে ঠেকিয়ে রেখে গ্রামবাসীর ওপর অত্যাচার চালান হয়েছে।

    যারা মিডিয়াকে ঢুকতে দেন নি, যারা এর পরিকল্পনা করেছিলেন, তাদেরও অনেক দায়। তাদেরও শাস্তি হওয়া উচিত।
  • PT | 213.110.246.230 | ২৭ মার্চ ২০১৩ ২২:৪৭585765
  • যে কাজটা খুব সহজেই করা যেত সেটা করার চেষ্টা বোধহয় কেউ করেননি। এমনকি সম্ভবতঃ সংহতি জাতীয় পত্রিকার থেকেও করা হয়নি। সে কাজটা হচ্ছে, যে গ্রামগুলোতে পুলিস/ক্যাডার ইত্যাদিরা গ্রামবাসীদের "হত্যা" করেছে সেই গ্রামগুলোতে গিয়ে পরিবার পিছু "নিরুদ্দেশ" মানুষের সংখ্যা ও পরিচয় নির্ধারণ করা। আমার বিশ্বাস (প্রমাণ নেই) এই সরকার এবং ঐ সময়ে যারা আগুনে হাওয়া দিচ্ছিল তারা কেউই এই কাজটা করবে না। কেননা তারা নিজেরাই সত্যটা প্রকাশ করতে চায় না। নাহলে এটা কি করে সম্ভব যে এতদিন পরেও ১৪ জনের মধ্যে দুজনকে সনাক্ত করা যায় নি (সত্যি?)?

    অথচ এই কাজটা গত দুবছরে সেরে ফেললে বাম সরকারকে আরও অনেক বেশী গালাগাল করা যেত আর নেতাদের আরো অস্বস্তিতে ফেলা যেত।

    মাসুম প্রদত্ত এই সংখ্যা নিয়ে বর্তমানে মাসুমের অবস্থান কি কেউ জানেন? On 10.11.2007, the CPI (M) goons fired on a peaceful procession of B.U.P.C. killing officially 3 persons and injuring more than twenty. The unconfirmed report suggested killing of 50 persons and their bodies were carried by the killers to restrict the numbers of dead. পরেরটারও ব্যাখ্যা পেলে ভাল হয়ঃ Tapan and Sukur were carrying injured people of Nandigram who were supporters of BUPC to coceal the bodies so that number of deaths can be diminished. http://nandigram-bangalore.blogspot.in/2007/11/what-masum-did.html

    injured কেউ মারা গেলে তবে তো মৃতের সংখ্যা বারে! এই মনুষগুলো কি মারা গিয়েছিলেন?
  • চান্দু মিঁঞা | 127.193.54.8 | ২৭ মার্চ ২০১৩ ২২:৪৮585769
  • হয়তো বা মনে হয় বা স্বপ্নে দেখেছিনু সি পি এম এই ঐ তাই করেছে কিন্তু https://aitmc.org/news_details.php?nid=1233 বলছে যে "
    10,24,521 job opportunities were created during 2012-13 fiscal year."

    কোন হয়তো বা মনে হওয়া বা স্বপ্নের কথা নেই। তা কেউ এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। মানে এতে মিথ্যা আছে কিনা। এরপরে এরম আরো দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন