এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ২০ মে ২০১৩ ২১:১০604310
  • কাজু থাকলে বলত, সেক্স-এ আপত্তি নাই কিন্তু সেক্সি (সেক্সই) -তে আছে :-) ।
  • sosen | 116.196.100.114 | ২০ মে ২০১৩ ২১:৩৩604311
  • আমি কোন কমেন্টে আপত্তি জানিয়ে থাকলে সেই আপত্তি এখানে কোট আন কোট এ দেখালে ভালো হয়। নতুবা ধরে নেব এটা কারোর উর্বর মস্তিষ্ক প্রসূত।
  • riddhi | 118.218.136.234 | ২০ মে ২০১৩ ২১:৪০604312
  • landoch, এটা জানি তো ! কিন্তু এটা প্রায় সম্পূর্ণ আলাদা টপিকঃ স্টিমুলাস। এ নিয়ে কিছুই বলার নেই। স্কুলে ক্লিভেজের টুকরো দেখেই আমাদের ড্ন্কাতে টান পড়ত (সরি, আমাদের না, ছেলেদের মধ্যে যৌন-উপোসী, হাউ মাউ- পার্ভার্টদের ছোট্ট সাব্সেট টার, বাকিরা তো বিবেকানন্দের বাপ ছিল) এখন পড়ে না। তো? সেন্সিটাইজেশান তেশন কিসব বলে না।

    কিন্তু মূল বিষয়টা "রাজী" হওয়া নিয়ে। কোন মেয়ে শাড়ী বুর্খা বা বিকিনি পরেই হোক, এপ্রোচ করলে রাজী কিনা।
  • riddhi | 118.218.136.234 | ২০ মে ২০১৩ ২১:৪৭604313
  • ঈশান, গ্রিসে লোক কম ক্লোসেটেড ছিল ,না , বাইসেক্সুয়াল পারসেন্ট এখনকার থেকে বেশী ছিল? আর ওরিয়েন্টেশনে সাঃনিঃর ভূমিকা বড় হলে, জবরদস্ত কাউন্সেলিং বা ভাল সাঃনীঃ কন্ডিশন স্টিমুলেট করে "হোমো" অসুখ ও সারানো যায়? মানে সারানোটা পাঠামো এটা আমি আপনি অব্শই এগ্রী করি, কিন্টু এই টেকনিকটা কাজ করতে পারে বলে মনে হয়?

    সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হবে না এই লেখা টা। বাই ওরিএন্টেশান নিয়ে
    http://www.nytimes.com/2005/07/05/health/05sex.html?pagewanted=all&_r=0
  • কৃশানু | 213.147.88.10 | ২০ মে ২০১৩ ২১:৪৮604314
  • রিদ্ধি দিন কয়েক আগে খোঁজ পেরেছিল, স্পেসিফিকালি আমার না হোক, তাই ব্যাকলগ ক্লিয়ার করে কর্তব্যবোধ এ কিছু লিখে যাই।

    আমার মনে হয় মামুবাবু যে লাইন এ খেলতে যাচ্ছিল, নির্মাণ এর লাইনে, সেটাই এক এবং একমাত্র নয়। উত্তাল তর্কাতর্কি-র পর ব্যাপারটা এখন একটা ঠিক ঠাক জায়গায় এসেছে, যেখানে নিয়ে আসার জন্য রিদ্ধিকে ক্রেডিট দিতেই হবে। সেটা হলো, সবাই বলছে যে আমি কোনো একটাই যে ঠিক তা নয়। অরণ্যদাও বেশ কিছু ভালো পয়েন তুলেছেন।

    তবে রিদ্ধিকেও উঙ্গ দেওয়ার আছে। একদম শুরুতে একটা 'সব সময়' বলে এমন গা* মেরে রেখেছ, এখনো সামলানো যাচ্ছে না :-)

    আর পেরেনিয়াল ইটার এর জন্য পুরো বর্ণমালা দিয়ে গেলাম :-)
  • SC | 160.212.61.235 | ২০ মে ২০১৩ ২২:১৪604315
  • কেউ একটা সামারি নামান না বাজারে।
    টপিক দেখে লিখতে ইচ্ছে করছে, কিন্তু এই ১৬ পাতা আঁতলামি পড়তে হবা?
  • aranya | 154.160.226.53 | ২০ মে ২০১৩ ২২:৩৩604316
  • হ্যাঁ, ১৬ পাতাই পড়তে হবা, এক লাইন-ও বাদ দেওয়া যাবা না।
    ছোকরার স্পর্ধা দেখে অবাক হয়ে যাই, দেশের টপ বুজীদের চিন্তা উদ্রেককারী গভীর সব মিনিময়কে বলে কিনা আঁতলামি !!!
  • sosen | 116.196.100.114 | ২০ মে ২০১৩ ২২:৪৫604317
  • এরে কয় আস্পদ্দা।
  • ন্যাড়া | 213.83.248.37 | ২০ মে ২০১৩ ২৩:১৮604318
  • এ টইতে কবে থেকে ভাবছি কিছু একটা লিখে নিজের মনন ও প্রজ্ঞার গভীর ছাপ রেখে যাই। লজ্জায় পারছিলাম না। কিন্তু আর নয়। আজ লিখেই দিই -

    এ মিনিময় আমায় নাহি সাজে।
  • riddhi | 118.218.136.234 | ২০ মে ২০১৩ ২৩:৩৮604320
  • আরে কৃশানু, লিখতে আহবান মানে আমাকে সাপোর্ট করার আহবান মিন করতে চাইনিঃ) ভুল মেসেজ গেছে, বিশ্বাস করুন। লিখলেই হল। 'সব' না হয়ে যদি ৯৯% হয় সেটাও পয়েন্ট করলেও হত।
    আমার তো মনে হয় ৯৯% আর ৯২% নেহাত নিটপিকিং। আর ঐটুকু টেকনিকাল ভ্রান্তিতে সব পুরুষ রিপাল্স্ড হয়ে গিয়ে আর এই টই মারালো না, এইটা মানে একটু হে হে হে।
  • Ishan | 214.54.36.245 | ২১ মে ২০১৩ ০১:১২604321
  • ধুর কে কোন কমেন্টে আবার আপত্তি জানিয়েছে? টপিকে কিছু লিখলে আপত্তি জানানোর কথা উঠত। এইসব ওয়ানলাইনার বিরক্তিকর লাগে। ব্যস। আর কিছু না।
  • sosen | 125.242.184.216 | ২১ মে ২০১৩ ০৮:২৪604322
  • যাব্বাবা! :D আমারই আপত্তি জানানোর কথা হচ্ছিল তো। অবিশ্যি গরু হারালে---
    মাঝে মাঝে ওয়ানলাইনারেরা ১৬ পাতার বিরক্তি ঠ্যাকাতে না পেরে চলে আসে। উহা অনৈচ্ছিক প্রতিক্রিয়া। নির্মাণ বা বিনির্মাণ ছাড়াই।
  • Ishan | 60.82.180.165 | ২১ মে ২০১৩ ০৮:৫৪604323
  • বাপু একটা কথা পরিষ্কার করে বলি। রাগারাগি কোরোনা। এটা আমার সাজেশন। টপিকে কিছু লেখার থকলে লেখো। খুব বিরক্ত লাগলে লিখোনা। ফালতু এই টইটাকে অর্থহীন ওয়ান-লাইনারে ডাইভার্ট করে কী লাভ?
  • sosen | 125.242.184.216 | ২১ মে ২০১৩ ০৯:০১604324
  • এহে, আমি তো ভাবছিলাম ওয়ান লাইনারেরা টইকে অর্থ সাপ্লাই কচ্ছে। যাহা নিতান্ত ল্যাকিং।
  • sch | 125.242.254.160 | ২১ মে ২০১৩ ০৯:১৯604325
  • @ঋদ্ধি
    "স্কুলে ক্লিভেজের টুকরো দেখেই আমাদের ড্ন্কাতে টান পড়ত" - এখন সার্ভে করে দেখুন বিশেষ পড়ে না। তাহলে সারাক্ষণ টান টান উত্তেজনা। আসলে সবটাই হচ্ছে availability. ওই নুদিস্ট কলোনির লোকগুলোর কোনো অনুভূতি হয় না - দেখে দেখে হাবিচুয়েটেড। তালিবান এরিয়াতে মিনিস্কার্ট পড়া একটা মেয়ে যে হইচই ফেলবে লন্ডনের রাস্তায় কি তা ফেলবে?

    "সবসময় রাজী" ৯৯% সময় রাজীর বিপক্ষে একটাই বলতে পারা যায় এটা সেই চয়েসের প্রশ্ন। ্যদি উপোস করে না থাকে তাহলে ভেজিটেরিয়ান লোকটা কখনোই মাংসের কোর্মা খাবে না। কিন্তু যে ১০ দিন না খেয়ে আছে সে ব্যাং পেলেও হয়তো খাবে।

    আপনার সেই ম্যাসাজ পার্লারের ঘটনা প্রসঙ্গে বলি - ওই ছেলেটি সেই বিশালদর্শনা মেয়েটির সাথে শুতে রাজী হতো না হয়তো - কারণ তার চয়েসের সাথে মেলে না - ঝুঁকিও প্রচুর- কিন্তু ওই ইন্টু মিন্টু টুকু তার পুষিয়ে গেল - কারণ অল্প স্টার্ভড এবং ওতে কোনো ঝুঁকি নেই।

    বেসিক দ্রাইভার হচ্ছে স্টার্ভেশান - যে লোকটার সব সেক্সুয়াল ইম্যাজিনেশান নিজের প্রেমিকা/বৌ/সঙ্গিনী - এদের মধ্যেই পরিপূর্ণ, সে হাজার প্রভোকেশানেও সরবে না হঠাৎ কিছু পেলে। আর প্রচুর তেস্টা থাকলে পেপসির ব্রান্ড আম্বাসাদারও RC cola খেয়ে দেখবে

    ব্যক্তিগত ইম্যাজিনেশান/ফ্যন্টাসি ইত্যাদি কিভাবে তৈরী হয় সেটা বোধহয় বড়ো হয়ে ওঠা, সামাজিক অবস্থান ইত্যাদি অজস্র পারামিটারের ওপর নির্ভর করে। সেটাকে বিশ্লেষণ করা শক্ত
  • riddhi | 118.218.136.234 | ২১ মে ২০১৩ ০৯:৪৯604326
  • sch তার মানে পরকীয়া করার ইচ্ছে বলে কোন কিছু এক্সিস্ট করে না?

    টি-র লেখাটা ভাল লেগেছে। ১)এর সাথে ভীষন একমত। ইন্ফ্যাক্ট টি, ভেবে দেখুন, কোন অবস্থান টা নিলে আজকের সমাজে ছ্যা ছ্যা বেশী? কোনট প্রমিনেন্ট ? বোকা-সুন্দরীকে কে না লাগানোর জন্য হ্যাটা আমি ভাই আমার জীবনে দেখিনি। এই সবে কালকে চন্দ্রিল এই নিয়ে কিছু বক্তব্য রাখলেন আর সেটাও বেশ বৈপ্লবিক ওনার মনে হয়েছে তাই রেখেছেন।
    ৩) টা অতটা একমত নই। মানে খুব খুব একমত হতে চাইলেও। আসলে সাঃ নি; মৌলিক কিছু নয় এটা বোধহয় সাঃনিঃ ওয়ালারাও জানে। সেইভাবে দেখতে গেলে কাঁচা বায়োলজিও মৌলিক কিছু নয়, আসল কাঁচা তো অন্ক আর কাঁচা ফিসিক্স। হিস্ট্রি, সোসোলজি সব উঠিয়ে দাও, কারণ আল্টিমেটলি তো সব কি বলে ঐ চারটে না এখন দুটো ফোর্সের প্রোডাক্ট। কিন্তু যেহেতু এত গুচ্ছের ভেরিএবল, আপনি শুধু কাঁচা দিয়ে প্রেডিক্ট করতে পারবেন না, কিছু এপ্রোক্সিমেসান কিছু মডেলিং দরকার। ইন প্রিন্সিপল, পেছনে কাঁচা ই কাজ করছে এটা ধরে নিয়েও।
  • কনক্লুডার | 69.160.210.2 | ২১ মে ২০১৩ ০৯:৫০604327
  • sch ভারতের মতো সেক্স স্টার্ভড সমাজে যে রেপ ও অবৈধ যৌন সম্পর্ক (তৎসংক্রান্ত যাবতীয় রিস্ক সহ) হবেই সেটা এস্ট্যাবলিশ করলেন। উপোসের কথা বললেন বলেই আগের দেওয়া একটা উপমা রিইটারেট করি, দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে বিরিয়ানী উৎসব। এপ্রসঙ্গে সিনেমা ও/বা গণমাধ্যমের ভূমিকা দিয়ে কনক্লুড করলে সাঃনিঃ -র গুষ্টিতুষ্টির অলমিতি আশা করে চেনা গলিতে পৌঁছনো যায়।
  • dd | 132.167.11.227 | ২১ মে ২০১৩ ১০:১২604328
  • অনেকদিন পর একটা ভালো তক্কো পড়ছি। (আঃ) ঈশেন আর রিদ্ধিবাবুর মধ্যে।

    ক্ষী ক্ষুরোধার ল্যাখা, কি টানটান যুক্তি। তাও তো এখনো সাহেবদের নাম কন্টকিত লিংএরা এসে পরে নি।

    আমি সজারুর মতন কান খাড়া করে পরবর্তী পোস্টিং সমুহের জন্য অপেক্ষাচ্ছি।
  • xyz | 131.241.218.132 | ২১ মে ২০১৩ ১০:২৭604329
  • রিদ্ধি কে,
    কেলাস এগারো বারো তে ছেলেমেয়েরা দেবনিয়ার ফ্যান্টাসি পানু দেখে - ওঠে ।আমিও সেই ধাপ পেরিয়ে এসেছি । এখন starvation কেটে গেছে। আম্মো স্যাম্চাচার দেশে (অপশনাল) নুড বিচে গেছি- দ: ক্যালির ব্ল্যাক বিচ , সেখানে তো মুক্ত জনতার সেরকম "উঠে গেছে" বলে মোটেও হলো না । মুক্তি দেখে পান্টুল পরা আমার ও ওঠেনি । তার মানে কন্ক্লুদ করবেন না এখন আমার ওঠে না। আবার স্ট্রিপ ক্লাবেও গেছি। উত্তেজক লাস্যময় নৃত্য দেখে উঠেছে।
  • কৃশানু | 177.124.70.1 | ২১ মে ২০১৩ ১১:০১604331
  • রিদ্ধি, না না, সাপোর্ট কোথায় করলাম। আমি লেখাটা যখন প্রথম থেকে পড়ছিলাম তখন বেশ নিজেকে (মাইন্ড করবেন নিজেকে) পেন্ডুলাম এর মত ফিলিং মনে হচ্ছিল, তাই আমার মনে হলো দুজন তার্কিকই এদের নিজস্ব অননুকরণীয় স্টাইল-এ ভালই তর্ক করেছেন।
    আপনাকে সাপোর্ট করলাম, প্রথম কাঁচা বায়োলজি-র জায়গাটা আনায়। তার আগে মামুবাবু খালি সানি ( লিওন নয়) নিয়ে ফাঁকে খেলছিলেন। আপনার কথা পড়ে মনে হলো আমার ভাবনাটা তো এই রকমই। 'সব সময়' হ্যা (আক্ষরিক অর্থে নয়) , অরণ্য-দা যার অনেকটা স্পেসিফিকেশন দিয়েছেন। কিন্তু উল্টো তর্ক পড়তে পড়তে মনে হলো, এই হ্যা করতেও অনেক কটা কন্ডিশন লাগাচ্ছি। তবে তাও ইন জেনেরাল , হ্যা ই থাকছে। তাহলে ফ্যাক্টর এলো তিনটে। সা: নি:, কা: বা: আর স্তার্ভেশন।
    স্তার্ভেশন কে আমি এর মধ্যে আনছি না, কারণ তাহলে মেয়েদের 'হ্যা' বেশি হবার কথা, রিসার্চ বা এনেকদোট কেউই কনফর্ম করছে না।
    অতয়েব এটা হলো ফান্ক্ষণ অব সা নি এন্ড কা বা। ওয়েতেজ কার বেশি? জানি না।
  • sch | 132.160.114.140 | ২১ মে ২০১৩ ১২:৪৫604332
  • ঋদ্ধি আমি কোথায় বললাম পরকীয়ার ইচ্ছে নেই? "যে লোকটার সব সেক্সুয়াল ইম্যাজিনেশান নিজের প্রেমিকা/বৌ/সঙ্গিনী - এদের মধ্যেই পরিপূর্ণ, সে হাজার প্রভোকেশানেও সরবে না হঠাৎ কিছু পেলে" - অর্থাৎ যদি তার কোনো একটা চিলতে ইচ্ছেও না মেটে (this also includes কোনো নতুন ইচ্ছে জাগে,) সে অন্যত্র খাবার খুঁজবে। তার মানেই আপনার সেই পরকীয়া

    তবে ইদানীং কালে পরকীয়া শব্দটা বড়ো কমপ্লিকেটেড ওটাকে নিয়ে মাথা ঘামাতে চাই না -- আরো দুশো থিয়োরী চলে আসবে।

    টই টা শুরু হয়েছিল ইদানিং কালে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে এই নিয়ে। আমার বুদ্ধিতে তার থেকে অনেক দূরে চলে গেছে আলোচনা। আমার একটা জিনিস মনে হয় খুব দায়ী সেটা হল স্তিমুলান্ট। এটা নিয়ে খুব একটা আলোচনা দেখলাম না। মে বি আমি বুঝি নি

    স্টিমুলান্ট আর সোস্যাল ব্যাকগ্রাউন্ড একটা বড়ো ফ্যাক্টর। না কোনো স্টাদি চোখে দেখি নি। কিন্তু মনে হয়েছে এটা মাথা ঘামানোর মতন।

    পিউবার্টি লেভেলে একটা ছেলের প্রথম এক্সপোজার আগে হতো অধিকাংশ ক্ষেত্রে পানু বই পড়ে /ছবি দেখে। প্রথমে কিউরিওসিটি - তারপর সেটা নিজে করার ইচ্ছে আর পরিচিতদের মধ্যে সেই ইচ্ছে প্রথম চরিতার্থ করার সুযোগ খোঁজা । স্টাতিস্টিক্স দেখেছিলাম কোথাও একটা যে একদম আননোন লোকের দ্বারা রেপের শতাংশ খুব কম।

    এখন কিন্তু অবস্থাটা একটু অন্যরকম। প্রথমেই এক্সপোজার আসছে ইন্টারনেটে - ভিসুয়ালি- একজন পিউবার্টি বা সদ্য পিউবার্টি ক্রস করা পুরুষের মধ্যে ইচ্ছেটা আরো জেগে উঠছে ভিসুয়াল এফেক্টে। আর নেটে যেসব বিভিন্ন ভিডিও পাচ্ছে সেগুলো কিন্তু শুধু সোজাসুজি সেক্স না - তাতে নানান ভেরিয়েশান আছেু (রেপ/বিডিএস এম/পেডো...) - যেগুলো অধিকাংশই বিদেশী। এবং এই তৃতীয় বিশ্বের লোকেরা কিনতু অধিকাংশ ক্ষেত্রেই জানছে না এগুলো কনসেন্সুয়াল গেম - দুজনেই রাজী হয়ে নেমেছে খেলায়। আর এগুলো ট্রাই করতে গিয়েই হয়তো ভালনারেবল পপুলেশানকে আটাক করছে।

    এই একই এফেক্ট হয়তো previously unexposed adult -দের ওপরে। মোবাইলে দেখা পর্ণ ক্লিপ স্টিমুলান্ট হিসেবে কাজ করছে। এটা সবটাই একটা আইডিয়া

    এখুনি ঝাঁপিয়ে পড়বেন সব্বাই - তাহলে কি নেট বন্ধ করে দিতে হবে ব্যান করে দিতে হবে?...না না ওভাবে আটকে কিচ্ছু হবে না - এদিকে আটকাবে ওদিক দিয়ে আসবে। কোনো উপায় নেই। একমাত্র উপায় এইটা নিয়ে ওপেনলি কন্সাসনেস ক্রিয়েট করা - জাপানী তেলের বিজ্ঞাপন দিতে পারব টিভিতে তো সেক্স ক্লিপের ইন রিয়েলিটি নিয়ে দিতে ক্ষতি কি?
  • চান্দু মিঁঞা | 233.234.190.87 | ২১ মে ২০১৩ ১৩:১৫604333
  • ঋদ্ধির 9:49 a.m আসল কাঁচার নির্ধারণে যারপরনাই প্রীত হইলাম।
  • pi | 78.48.231.217 | ২২ মে ২০১৩ ০৩:১৪604334
  • মামু ঐ বইয়ে রংগন চক্রবর্তীর লেখাটাতে বেশ কিছু মেয়ের সাক্ষাতকার আছে, দেখেছো ?

    আর মধুশ্রীর লেখা, বা ঐ সার্ভেগুলো প্রসঙ্গে তোমার বক্তব্য নিয়ে কিছু প্রশ্ন আছে, পরে করছি।
  • Ishan | 60.82.180.165 | ২২ মে ২০১৩ ০৬:৩৬604335
  • সার্ভেগুলো টোকা অসম্ভব। স্ক্যান করে তুলে দিলে বেশ হত।
  • aka | 80.193.72.6 | ২২ মে ২০১৩ ০৭:২০604336
  • রিদ্ধি এত কথা বলল অথচ ভায়াগ্রার কথা বলল না। কাঃবাঃ না হলে ভায়াগ্রা কবেই হোমিওপ্যাথির দোকান খুলত।

    এর পরেও অবশ্য তক্কো আছে ইরেকশন কাঃবাঃ কিন্তু পেনিট্রেশন সাঃনিঃ।
  • Ishan | 60.82.180.165 | ২২ মে ২০১৩ ০৯:০৫604337
  • ধুর স্ক্যানের প্রচেষ্টা কাটিয়ে দিলাম। কালকে নাহয় খানিক টুকেই দেব।
  • pi | 172.129.44.120 | ২৩ মে ২০১৩ ০০:৩৪604338
  • হ্যাঁ, মধুশ্রীর ঐ সার্ভেটা নিয়ে।
    দুটো প্রশ্ন ছিল।
    ১। মেয়েদের বেলায় উনি যেটা দেখাচ্ছেন, অভাবটা আর্টিকুলেশনের নাকি সেই অভাবটা যৌন ফ্যাণ্টাসি ঠিকঠাক শেপড না হওয়া জনিত অভাব , এদুটোকে কি আলাদাভাবে বলা যায় ? এই সার্ভেটুকুর বেসিসে ?

    ২। মধুশ্রীর লেখাটা আরেকবার পড়ে দেখলাম। ঐ সার্ভের জায়গাটা যদি আলাদা করে পড়ি, তাহলে ওটাকে কি ঋদ্ধির কাঁঃ বাঃ র থিয়োরিতেও ফিট করানো যায়না ? কারণ, এক্ষেত্রে মেয়েরা এগুলো নিয়ে কিছুটা পারস্পরিক ( বা পুরুষ সঙ্গীর সাথে) চর্চা করেছে, সেটাও উনি বলছেন। তারপরেও যদি সার্ভের বক্তব্যগুলো অমন হয়, আর ছেলেদের বক্তব্য এই টইয়ে ঋদ্ধি , সিদ্ধার্থর বক্তব্যর সাথে হুবহু মিলে যায়, তাহলে কাঁ বা দিয়ে ব্যাখ্যা করারও একটা স্কোপ থেকে যায় মনে হয়। যদিও সেটা উনি করেননি। সাঃ নিঃ দিয়েও আলাদা করে ব্যাখ্যা করেননি, ঐ গুরুত্ব বেড়ে যায় জাতীয় কিছু কথা ছাড়া। সেটাও ঋদ্ধি বলেছিল, নিজের কাছে গুরুত্ব বাড়া হতে পারে, মানে সাঃ নিঃ নয়।
  • π | ০১ ডিসেম্বর ২০১৩ ০৯:৫২604340
  • Ekak | 132.167.220.73 | ০১ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯604342
  • পড়লুম । ঘটনা গুলো ভুল নয় । ইনফ্যাক্ট জেন্ডার নিরপেক্ষ ভাবে দুমদাম কেও জড়িয়ে ধরলে বা গায়ে হাত রাখলে অস্বস্তি হয় ( টপ অফ এনিথিং হয় ঘামের নয় সস্তার্পার্ফিউমের বিটকেল গন্ধ ) এটা ঘটনা , কিন্তু ওনাকে প্রতিবাদ করতে বা এড়িয়ে যেতে কে বারণ করেছে সেইটে বুঝলুম না ।

    আমি মানুষকে বেসিক জায়গায় পশু হিসেবেই দেখি এবং সেটা কোনো খারাপ অর্থে নয় । দুটি পশু বিভিন্ন অছিলায় কাছে আসার , যৌন বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক । কিন্তু যেহেতু মানুষ তাই স্পষ্টভাবে অসম্মতি জানালে দ্বিতীয়বার এটা করবেনা । এই জায়গায় কিন্তু পুরুষ রা পিছিয়ে । উনি যেরকম লিখেছেন অমন এগ্রেসিভ মেয়ে কল্পনা নয় বাস্তবেও অনেক দেখেছি । কাজ বোঝাতে গিয়ে পেছন থেকে ঝুঁকে পরে কম্পিউটার অপারেট করার অছিলায় দিব্য শরীর ঘসতেন আমাদের এক সিনিয়র । ওনাকে দেখলেই চেয়ার ছেড়ে উঠে জায়গা দিতুম । ব্যাপারটা আর রিপিট করেনি ।
    আমার চোখে , মেয়েরা এই জায়গাতে একটু বেশি সভ্য ,বুদ্ধি ধরে । "না" টা অনেক সহজে বোঝে । রেগে যেতে পারে ,"আহত " হতে পারে , এমনকি নানারকম বুদ্ধি খাটিয়ে ক্রিটিকাল সব সিচুয়েশন বাধাতে পারে ( হুইচ ইস , সেরিব্রালি ; মোর একসেপ্টেবল ফ্রম আ হিউম্যান এনটিটি ) কিন্তু অনাগ্রহ দেখানোর পর বা "না " বলার পরেও গায়ে গা ঘষে এমন মেয়ে কিন্তু খুববেশী দেখিনি । বরং এসব ক্ষেত্রে "না " বলতে ছেলেদের কোথায় আটকায় সেটা বুঝিনা ।
    বরং উল্টোদিকে কোন এক বিকট থিওরিযোগে পুরুষ জাতি ঠিক্করে নিয়েছে মেয়েদের "না " মানে "হ্যা " এবং তারা সেই স্বকপোলকল্পিত থীয়রীর জোরে যে উত্পাত টা চালায় সেটা খুব লো লেভেলের । ছেলেদের "না " বোঝানো এক শাঁখের করাত কারণ তার মানেটাও পুরুষের অভিধান দেখে হয় :। ইন্ডিভিজুয়ালের দোষ না । ছেলেদের ও তো এইসব বাল্বীচি শেখানো হয় .......লের্কিয়া নাখরেওয়ালী , মেয়েদের না মানেই হ্যা ,সাপ ব্যাং বগের ঠ্যাং ছোটবেলা থেকে মাথায় ঢুকছে । ( কবিতায় পড়েচে নারী ছলনাময়ী । মার গাঁড়িয়েছে :( :( পাশের মেয়েটা বারবার হাত সরিয়ে দিচ্চে ও থিওরি আঁকড়ে খাবলে যাচ্চে ...................চড় টা মেয়েটা মারুক , এরকম মোটা দাগের অন্দার্স্ত্যান্দিং এর জন্যে কাব্যপ্রেমী হিসেবে আমাদের পক্ষ থেকে পাছায় একটি করে লাথ থাকতে পারে না কি ? )

    মোদ্দা কথা , ভালো না লাগলে ততক্ষনাত প্রতিবাদ করুন । সমাজ-রাষ্ট্র-আইন-ওয়ার্কস্পেস এসব ভারী ভারী শব্দের চেয়ে অনেক সহজে যাকে বোঝা যায় সে নিজের ইনসটিনকট । ইনসটিনকট যদি বলে গায়ে হাত রাখলে ভাল্লাগছে বা কিছুই "লাগছে না " তাহলে সেটা নিজের কাছে স্বীকার করুন ,নইলে কড়াভাবে প্রতিবাদ করুন । এত কান্নাকাটির দরকার পরবেনা । মহিলা সহকর্মী হাগ করলে তাই নিয়ে পুরুষ কলিগ দের কাছে কলার তুলব আবার পরে পশ্চাতে কান্নাকাটি ইয়ে জম নাহি রহ হায় । মেয়েরা ইন জেনেরাল অনেক টাচি । মুখটা ব্যাজার করে একবার কিছু বললে অধিকাংশ ক্ষেত্রেই তারা আর ধারে ঘেঁষে না । ইন জেনারেল ছেলেদের আগে এই লেভেলের সেনসিটিভিটি হোক । তারপর সমান আইন নিয়ে লড়ব ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন