এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০১:২৭604377
  • ছেলেদের এই আচরণ মানেই ক্যাবলামি, সেটা সানি নয় ? ঃ)
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০১:৩৭604378
  • সানি কী বস্তু?
    "ছেলেদের এই আচরণ মানেই ক্যাবলামি" - কোথায় লিখলাম বা সমর্থন করলাম দেখিয়ে দিন। বরং উল্টোটাই লিখছি।
    সেইসঙ্গে লিখছি যে "যে সব সমাজে ফ্রি সেক্সের প্রচলন আছে সেখানে ছেলে হোক বা মেয়ে কেউ একজন তো এগিয়ে এসে প্রথম প্রস্তাবটা দেবে। সেই প্রস্তাবের সঙ্গে সেঃহ্যাঃ কে গুলিয়ে ফেললে মুশকিল। কারণ সেসব ক্ষেত্রে অনিচ্ছুক থাকলে পরিষ্কার করে "না" বলাটাই ঠিক। তা না করে নিমরাজি থেকে রাজি হয়ে পরে "জোর" করা হয়েছিলো বলে অভিযোগ আনাটা ক্যাবলামি/ন্যাকামি।"

    ভারতবর্ষে ফ্রিসেক্সের সমাজ কি এসে গেছে? এলেও সর্বত্র আসে নি। কাজেকাজেই কোনো ক্ষেত্রে সম্ভোগের প্রস্তাব একটা মেয়ে আনলে সেটাকে সেঃহ্যাঃ-র প্রস্তাব বলাটা ন্যাকামি/ক্যাবলামি। মুশকিল হচ্ছে যে, পারষ্পরিক সম্মতিতে সম্ভোগ হতে গেলে একজন প্রস্তাব আনে অন্যজনকে রাজি হতে হয়। সেটা না হলে, অর্থাৎ অন্যজন রাজি না হলে তা সত্ত্বেও জোর করে কিছু করলে তখনই সেটা সেঃহ্যাঃ। সেই রাজি না হওয়াটা জানানো দরকার। সেটা না জানানোটা ন্যাকামি (নাকি আপনাদের ভাষায় সানি - মানে জানি না)।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০১:৫৯604379
  • রিদ্ধি ক্যাবলামি লিখেছে। এর উল্টোদিকের সানি হল মেয়েদের বিশুদ্ধ ন্যাকামি।
    কিন্তু একক কই গেল?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১২604380
  • মানে, রাজি না হওয়াটা জানানো তখনই হবে, যখন ফার্মলি কেউ রাজি হবেনা। আমি নিজের কার্যসিদ্ধির জন্য একটা ধোঁয়াটে এলাকা রেখে দিলাম, চোখে চোখ রাখলাম, দুষ্টু কথায় মিষ্টি হাসি দিলাম। স্লাইট রহস্যময়ী করে রাখলাম, যার হ্যাঁ মানে নাও হতে পারে, আর না মানে হ্যাঁ। এবং কর্ম মিটলে বললাম আমি হ্যারাসড। -- এ খুবই কমন স্টিরিওটাইপ। এবং জেনারালাইজ করলে বলা যায় নারীজাতির বহু সাধনা ও অভ্যাসের ফল।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৯604381
  • একদম। এইভাবে চাকরিতে উন্নতির চেষ্টা করে গেলাম - উন্নতি না হলে বল্লাম হ্যারাস্‌ড্‌। ড্রাইভিং এর পরীক্ষায় প্রোভোকেটিভ ড্রেস পরে গেলাম-পরীক্ষককে ছুঁতে দিলাম- জানি এমনিতে ড্রাইভিং এর পরীক্ষায় ফেল হবো - কিন্তু পাশ করে গেলাম।
    ঠিক তেমনি লিভ-ইন্‌ করে গেলাম পরে ব্যাপারটা বিয়েতে গড়ালো না - তখন বল্লাম রেপ হয়েছে। এক্ষেত্রে "আমি" একটি প্লেসহোল্ডার।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:২৫604382
  • হ্যাঁ, ধর্ষণ আইনের এই অপব্যবহারটি দীর্ঘদিন ধরেই হয়েছে। মেয়েরাই করেছে। জেনারালাইজ করলে যেটাকে বলা যায় নারীকর্তৃক আইনের অপব্যবহার।
  • riddhi | 117.217.133.184 | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:২৬604383
  • এক্দম প্রথমে সানির পরিধি কে খুব সংকীর্ণ করে দিয়েছিলাম। বেসিকালি কাঁবার পথে একমাত্র বাধা হল ধর্মীয় বা কালচারাল অর্থোদক্সি। এই ক্যাবলামি ঐ ক্যাটিগরীতে পড়বে।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৩৫604384
  • সেইজন্যেই মেডিক্যাল টেস্ট জরুরী। বল প্রয়োগ করা হয়েছে কিনা তার প্রমান থাকা দরকার। আঁচড় কামড়ের দাগ বলপ্রয়োগের অন্যান্য ক্ষতচিহ্ন।
    বিয়ের আস্বাস দিয়ে লিভ-ইন সম্পর্কের পরে হঠাৎ সিদ্ধান্ত বদলালে সেটা কোন বিচারে ধর্ষনপদবাচ্য হবে সেটাও খুব অদ্ভুত ব্যাপার।
    অন্যদিকে শুধু এই আইনের অপব্যবহার নয়- শ্বশুরবাড়ীর লোক ডাউরি চেয়ে টর্চার করছে (মিথ্যে করে বলে) ডিভোর্সের কেস করা ও জোর করে বিপুল টাকা আদায় করবার ঘটনাও খুব চলছে এখন। কিংবা প্রচুর টাকা আদায় করতে না পারলে ডিভোর্সের কেস ঝুলিয়ে রাখা ও ক্ষেপে ক্ষেপে টাকা আদায়।
    এরাই আইনের অপব্যবহার করে।
    অন্যদিকে প্রচুর জেনুইন কেস সুবিচার পায় না অথবা আইনের দ্বারস্থই হয় না।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৪০604385
  • সে, আমি ঋদ্ধিকে বলেছিলাম। এই থ্রেড প্রথম থেকে পশ্য।

    সানি = সামাজিক নির্মাণ
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৪৫604387
  • বুঝেছি।
    কিন্তু "সামাজিক নির্মাণ" বুঝিনি। বোঝাতে হবে না। চেষ্টা করে বুঝে নেবো।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৫২604388
  • এই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস = ধর্ষণ সম্বন্ধে সে র মতামত নিয়ে একমত।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:১১604390
  • সহবাস করে বিয়ে না করা = ধর্ষণ -- এর পিছনে তো একটাই অ্যাসাম্পশান। মেয়েদের "স্বইচ্ছা", "স্বইচ্ছা" নাও হতে পারে। অর্থাৎ, "হ্যাঁ, মানে না" হতেই পারে।
    তা, সহবাস মামলা তো কম হলনা (যদ্দিন না সুপ্রিম কোর্ট অন্যরকম একটা রুলিং দিল)। মেয়েরা সেটার সুযোগ নিতে ছাড়লওনা।

    এই টইয়ের জেনারালাইজেশনের পদ্ধতি অবলম্বন করলে বলতে হয়, যে, মেয়েরা দিব্যি ধর্ষণ আইনের সুযোগ নেয়। দিব্যি "হ্যাঁ মানে না" ধারণাটার সুযোগ নেয়। লিগালি নেয়। এফাইআর করে নেয়। এবং তারপরে "পুং জাতি কেন মেয়েদের হ্যাঁ কে না ভাবে" বলে কমপ্লেন করে। জেনরালাইজ করে "নারীজাতির যখন যেমন তখন তেমন সুবিধেবাদ" বলব কি?
  • একক | 132.166.171.252 | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:১০604391
  • স্ব ইচ্ছার গ্রাউন্ড কে ধরা হয় মেয়েটির মতামতের দিক দিয়ে নয় ,মতামত প্রকাশের ভালনারেবিলিটির গ্রাউন্ড এ । যাইহোক এনিয়ে পরে কথা হবে । আমি কাজে ফেঁসে গিয়ে লিখতে পারছিনা একেবারেই ।
    তবে একটা কথা লিখেজাই : জেনেরালায়সেষণ করতে একটা জেনেরাল সেট লাগে । মায়নিস্কিউল ডেটা কে এক্স্ত্রাপলেত করাকে বালখিল্যতা বলে ।জেনেরালায়সেষণ না । আমাদের সমগ্র ভারতীয় সমাজে কটা কেসে মেয়েরা রেপ সংক্রান্ত আইনের সুযোগ নিয়ে সহবাস ভেঙ্গে রেপ বলে চালাচ্ছেন ? কোনো ফিগারে আসে ? যেদিন জেনেরাল সেট এ আসবে সেদিন শুনব । তার আগে ওটা এমনকি জেনেরালায়সেষণ ও না । একই কথা বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রেও খাটে । আমাদের পরিবারেই গত বচ্ছর একজন ৬৫ বছরের বৃদ্ধা জেইল খেটেছেন । আমার দুই বন্ধু ঘটি বাটি বেচে কোনরকমে ডিভোর্স পেয়েছেন । তো ? এর বাইরেও এরকম শয়ে শয়ে দেখেছি যেখানে পরিত্যক্তা মেয়েটি সামান্যতম এলামনি পায়নি । তাহলে জেনেরালায়সেষণ কাদের নিয়ে করব ? কোন ডেটা পয়েন্ট বেশি ? হাজারে একটাও ঘটে না এমন দৃষ্টান্ত কে জেনেরালায়সেষণ বলে চালালে হালকা ক্লোসেট গন্ধ পাই ।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:০৪604392
  • "Name: ঈশান IP Address : 60.82.180.165 (*) Date:02 Dec 2013 -- 08:11 AM
    সহবাস করে বিয়ে না করা = ধর্ষণ -- এর পিছনে তো একটাই অ্যাসাম্পশান। মেয়েদের "স্বইচ্ছা", "স্বইচ্ছা" নাও হতে পারে। অর্থাৎ, "হ্যাঁ, মানে না" হতেই পারে।"

    না। এটা "হ্যাঁ, মানে না" এর মতো ব্যাপার নয়।
    এটার মূলে আছে সামাজিক ইন্‌সিকিওরিটির ভয়।
    মেয়েটা সহবাসের পরে পরিত্যক্ত - তাকে এবার বিয়ে করতে কেউ রাজি হবে কিনা। সে একটা ব্যবহৃত বস্তু। আনকোরা নয়। এই দৃষ্টিভঙ্গী থেকে সে নিজেকে দ্যাখে। এবং তার ধারনা সমাজ ও তাকে সেই দৃষ্টিভঙ্গী থেকেই দেখবে। এখানেই তার ভয়। তার আর্থিক সামর্থ কতটা সেটাও একটা পয়েন্ট। তার নিজের আত্মীয়রা তাকে "ফিরিয়ে নেবে" কিনা (অনার কিলিং অবধি যাচ্ছি না) সেটাও জানা দরকারি। তার থাকবার জায়গা (মাথার ওপরে নিরাপদ একটা ছাদ) আছে কি? কিছু ব্যতিক্রম ব্যতীত মেয়েদের "বিয়ে" তো ছাদবদল (বাসস্থান বদল)। এক আশ্রয় ছেড়ে অন্য আশ্রয়। সহবাস করার পরে পরিত্যক্ত মেয়ের ছাদ কোথায়?
    সবচেয়ে সুবিধা যখন তাকে একটা ছাদ গচিয়ে দেওয়া যেতে পারে ব্যাপারটাকে ধর্ষনের কেস বানিয়ে।
    সমাজের অন্য একটা সমস্যাকে ডজ করে একটা ভিক্টিম খুঁজে নিয়ে তার ঘাড়েই দায়িত্ব চাপিয়ে দিয়ে।
    এই কারণেই ডিভোর্সের কেসে অ্যালিমনির চলন - আর্থিক কম্‌পেন্‌সেশন।
    "একটা ব্যবহৃত বস্তু" র বাজারে চাহিদা কম। সেইকারণে কম্‌পেন্‌সেশন। এখানে ইচ্ছে অনিচ্ছের গল্প নেই। বিয়ের পরের প্রথম সম্ভোগগুলোর মধ্যে মেয়েটির অনিচ্ছের গল্প থাকে না? সেগুলো ধর্ষন হিসেবে নথিভুক্ত হয় কি? শুধু প্রথম কেন? দ্বিতীয়, তৃতীয়, তার পরেরটা, তার পরেরটা, ইঃ..।
    যেসব ধর্ষনে "সহবাস"এর ব্যাপারটা নেই - মানে বেশ আক্রমন করে ধর্ষন - সেসব ক্ষেত্রেও তো সমস্যাটা হয়ে দাঁড়ায় মেয়েটার বাসস্থান সমস্যা ( কোনো কোনো ক্ষেত্রে "হোম" - তাই নয়?)। অবশ্য আক্রমন করে ধর্ষন এর পরে মৃত্যু হয়ে গেলে তখন জিনিসটা অনেক বেশি মহিমান্বিত হয়ে যায়। তখন মোমবাতি মিছিল বিদগ্ধজনের সমাবেশ টিভি চ্যানেলের টিআরপি ইঃ।
    এবার ডেটা নিতে হলে কোন আর্থসামাজিক গ্রুপ থেকে নেবেন? শহরের গরীব, গ্রামের গরীব, শহরের মধ্যবিত্ত (এটাতো বি ই রা আ ট একটা ডোমেইন), মিড্‌ল্‌ ইনকাম গ্রুপ, এলিট, বড়োলোক, শিক্ষিত, আধাশিক্ষিত, অশিক্ষিত, কর্পোরেট চাকুরিজীবী, চাষী, মজুর, ইঃ কোন গ্রুপ থেকে ডেটা নেবো সেটা ঠিক করা হোক।
    আইনের অপব্যবহার যারা করছে তারা তুলনায় নগন্য সংখ্যক।
    তারপরে লিখলেন ঃ
    "দিব্যি "হ্যাঁ মানে না" ধারণাটার সুযোগ নেয়। লিগালি নেয়। এফাইআর করে নেয়।" বলপ্রয়োগ করা হলে তার মেডিক্যাল টেস্ট হয় জানেন তো? সেটা মুখের না/হ্যাঁ নয়। শরীর সেখানে "না" বলছে, ফলে বাধা দেবার চেষ্টা, নখের আঁচড়, চড় থাপ্পড়, কাপড় ছিঁড়ে দেওয়া, মোচড়, যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, রক্তপাত, ইঃ। এই লেভেল অবধি যখন ধর্ষন পৌঁছয়, তখন ধর্ষকের বোঝা উচিৎ যে "না" টা "হ্যাঁ" ছিলো না।
  • sosen | 24.139.199.11 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:০৯604393
  • বলপ্রয়োগ না করেও , গানপয়েন্টে ধর্ষণ হতে পারে।
    ম্যারিটাল রেপ এ বলপ্রয়োগ নামমাত্র হয়ে থাকে। বোঝার সুযোগও কম, তা হলে কি রেপ বলব না?
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:১৮604394
  • এক্ষেত্রে "না=হ্যাঁ" ও তজ্জনিত আইনের সুযোগ নেবার ব্যাপারে কথা হচ্ছিলো। গান পয়েন্ট যখন তখন তো ধর্ষক "না" জিনিসটা বুঝেই "গান পয়েন্ট" করছে। কিন্তু যেসব জায়গায় মেয়েটা "না" বলতে চাইছে অথচ ধর্ষক ভাবছে "হ্যাঁ", সেই গুলো।
    গান পয়েন্টে ধর্ষন হয় খুব। যুদ্ধের সময়। সেগুলোর বিচার হয় না।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:১৯604395
  • ম্যারিটাল রেপ কতগুলো রিপোর্টেড হয়?
  • sosen | 24.139.199.11 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৩604396
  • হ্যাঁ সে। মানে আমার পয়েন্ট হলো এই, যে ধর্ষণ রিলেটেড সব ক্ষেত্রেই ভিকটিমের কথা মেনে নিয়ে , অথবা সত্যি ধরে নিয়ে তাকে রিফুট করার চেষ্টা করা হবে, এভাবেই তো আইন তৈরী। না পারা গেলে মেয়েটির/ ভিকটিমের কথা সত্যি। এবং সে ধর্ষিত। সমস্ত ক্ষেত্রেই রেপের সঙ্গে সম্পর্কিত সব আইন এইভাবে বানানো। কারণ সম্মতি, শারীরিক ভাবে হয়না। মানসিক সম্মতি হয়। সেই মনের বিচার ভিকটিমের হাতে। তাই এভাবেই আইনের বিন্যাস। একটা শ্রেণীকে আইনে বেনিফিট অফ ডাউট দিয়ে রাখার পিছনে একটা লম্বা কারণ ও ইতিহাসের লিস্ট থাকে তো। অবশ্যই মেয়েদের বেনিফিট অফ ডাউট দেওয়া আছে। কিন্তু সেটা না দেওয়া থাকলে এই জাতীয় আইন হয়না। ইমপ্লিমেন্ট ও করা যায় না। মেয়েদের সুযোগ নেওয়া, এককের কথা মত যখন কনসেপ্ট এর উপরে প্রচুর ইন্সিডেন্ট দিয়ে সমর্থিত হবে তার আগে অবধি এ নিয়ে আইন হওয়া মুশকিল। বায়াসড সোশ্যাল কন্টেক্স্টকে কাউন্টার করতে গেলে আইনকে অন্য দিকে ঝুঁকতে হবেই । কারণ সুরক্ষামূলক আইন এগুলো, সমানাধিকারের আইন নয়।

    আর যতক্ষণ না প্রচুর পরিমানে ছেলে মেয়েদের করা এবিউজ লিপিবদ্ধ করবে, ততক্ষণ এই ভিউ পয়েন্ট টা যে সোশ্যাল কন্ডিশনকে কাউন্টার করতে আইন এসেছিল তার প্রতিভূ হয়েই থাকবে " মেয়েদের-ই দোষ, ও-ই গায়ে পড়া" ধরনের। ছেলেরা-ও অভিযোগ করুন। সচেতন হন। নিপীড়িত হওয়াটা কোনদিকেই কাজের কথা নয়।

    সে, এটা আপনার বক্তব্যের পরিপূরক। বা এক্সটেনশন হিসেবে মনে হচ্ছিল।
    আর কালকের এই লেখাটা খুব প্রাসঙ্গিক মনে হলো
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=8005&boxid=16143453
  • sosen | 24.139.199.11 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৫604398
  • হওয়া প্রয়োজন। সচেতনতা আসার প্রয়োজন। ম্যারিটাল রেপ খুব কুয়াশাচ্ছন্ন জায়গা। স্থির হ্যাঁ বা না সেখানে খুব গোলমেলে।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৭604399
  • ঐ লিঙ্কটা পড়েছি কিছু আগে।

    এবার অন্য কয়েকটা পয়েন্ট বলি? আপনি লিখলেন ঃ
    "কারণ সম্মতি, শারীরিক ভাবে হয়না। মানসিক সম্মতি হয়।"
    এর উল্টোটাও কি হয় না?
    "নিপীড়িত হওয়াটা কোনদিকেই কাজের কথা নয়।" কেন? দুর্বলকে সবল অত্যাচার করলে সেখানে নিপীড়িত হওয়াটা আটকাবে কেমন করে?
    দেখুন তখন প্রিভেন্টিভ পদ্ধতি নিতে হবে। "ভদ্র" পোশাক আশাক, প্রগলভতা কমানো, "একা" চলাফেরা না করা, "অন্ধকার" এড়িয়ে চলা, বেশি রাত করে বাড়ি না ফেরা, বিয়ের আগে সহবাসে রাজি না হওয়া (যদিও এটাকে ধর্ষন হিসেবে আমি মানি না)।

    ডিভোর্সের অ্যালিমনি শুধু প্রাক্তন স্ত্রীকে দিতে হয় কেন? (সন্তান থাকলে, ইঃ)। উল্টোটা হচ্ছে না কেন? যদি হয় তবে কত পার্সেন্ট?
    মোট প্রপার্টির কীরকম ভাগাভাগির ব্যবস্থা আছে ডিভোর্সের সময়? (ট্যাক্সেবল ডিক্ল্যায়ার্ড প্রপার্টি)। ইংল্যান্ড/অ্যামেরিকায় শুনেছি প্রপার্টি আধাআধি ভাগ হয়ে যায় (ম্যারেজ কন্ট্র্যাক্টে বিশেষ করে অন্য কোনো ক্লজ উল্লেখ করা না থাকলে)।
    সহবাসের সময়ে সন্তানের জন্ম হলে তার প্রতিপালনের আর্থিক/সামাজিক দায়িত্ব কার এবং কতটা?
    সুরক্ষামূলক আইন কেন দরকার হচ্ছে? কারণ সমানাধিকার সমাজে নেই। সমানাধিকার স্থাপিত হয়ে গেলে সমানাধিকারএর আইনের প্রয়োজন হবে।

    ম্যারিটাল রেপ আইনি স্বীকৃতি পেলে এবং সেই গ্রাউন্ডে ডিভোর্স হলে এবং তখন প্রপার্টির আধাআধি বখরা দিতে হলে (সবই যদি, যদি, যদি, যদি...) তখন কিছুটা হলেও পরিবর্তন আসবে। ডাউরি ফাউরি তো ছেড়েই দিলাম। অনেক কিছুই ইন্টাররিলেটেড সমস্যা। অ্যালকোহল অ্যাবিউজ, স্ত্রীকে (স্বামীকেও হয়তো অপেক্ষাকৃত কম কেসে) মারধোর, ম্যারিটাল রেপ, ফিমেল ( মেল হয়তো অপেক্ষাকৃত কম কেসে) ফিটাস অ্যাবর্শান, জেন্ডার ডিস্ক্রিমেনেশান, আন্ডার এজ ম্যারেজ, চাইল্ড অ্যাবিউস, অতি অল্প বয়সে মাতৃত্ব, অপুষ্টি, প্রসবকালীন মৃত্যু (শিশুর), প্রসবকালীন/প্রসবজনিত কারণে মৃত্যু (প্রসুতির), শ্বশুরবাড়ীর নতুন পরিবেশে দুর্ব্যবহার (শারীরিক ও/বা মানসিক অত্যাচার), অসুস্থ/রোগাক্রান্ত হলেও প্রাথমিক ধাপে চিকিৎসার সুযোগ না পাওয়া, ফ্রিডম অফ্‌ মুভমেন্ট এর হ্রাস, অত্যধিক কায়িক শ্রম, ইঃ/প্রভৃতি।

    চাকুরিক্ষেত্রে শিক্ষা ও/বা যোগ্যতানুসারে সমান বেতনের কনসেপ্ট আছে কি? একই ভাবে পদোন্নতির সিঁড়ি। এগুলো ভাববার বিষয়।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৫604400
  • আরো ঃ - বৈবাহিক যৌন সম্পর্কের সময়েও সম্ভোগকালীন অবস্থায় মেয়েদের প্যাসিভ থাকা। অনেকক্ষেত্রেই যৌন উদ্দীপনা/অনুভূতির প্রকাশ মেয়েদের চেপে রাখতে হয়। সেটা চরিত্রবতীর লক্ষন হিসেবে গুডবুকে লেখা হয়ে যায়।
    নিজের শরীরের ওপরেই যাদের অধিকার নেই (লক্ষ্য করে দেখুন পু উ রো জেনেরালাইজ করে দেখালাম) তাদের আইনী রক্ষণাবেক্ষনের প্রয়োজন পড়ে বৈকি।
    অন্যদিকে দেহব্যবসায়ে যারা রয়েছে (ফোর্স্ড প্রস্টিটিউশান বা চাইল্ড প্রস্টিটিউশান নয় কিন্তু) তাদের অন্ততঃ নিজের শরীরের ওপরে অধিকারএর স্বাধীনতা আছে।
  • sosen | 24.139.199.11 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৬:১৯604401
  • সমানাধিকার থাকলে সুরক্ষামূলক আইনের প্রয়োজন উভয়ের জন্য সমান। কিন্তু সেটা আসার আগে অবধি সুরক্ষামূলক আইন থাকবেই।
    ম্যারিটাল রেপ-এ ডিভোর্স কিন্তু আইন অনুযায়ী স্বীকৃত ছিল, যেমন ক্রুয়েলটি বা অন্যগামিতার জন্য। ১৯৫৪র স্পেশাল ম্যারেজ আইন যদি দেখেন। শুধু নাম করে ডিফাইনড ছিল না। আর প্রপার্টির আধাআধি বখরা তো হয় না, জয়েন্ট প্রপার্টি ছাড়া। নির্ভরশীল পুরুষের কমপেনসেশন এর বন্দোবস্তও আছে, তবে হিন্দু বা জৈন ম্যারেজ একট এ নেই, সিভিল ম্যারেজ একট এ আছে। হিন্দু ম্যারেজ একট মুসলিম ও ক্রিশ্চিয়ান ম্যারেজ ছাড়া সব ক্ষেত্রে বলবৎ। নির্ভরশীল পুরুষ কমপেনসেশন চাইলেই এইটি উঠে আসবে। দুজনে আয় করলে সম্ভবত উভয়ের সম্মিলিত আয়ের এক পঞ্চমাংশ মাসিক কমপেনসেশন হতে পারে। হয় অ্যালিমনি নতুবা কমপেনসেশন। আইন মেয়েদের দিকে ঝুঁকে আছে, ও ঝুঁকছে একথা আমি বারবার বলছি। কিন্তু সেটা থাকা জরুরি।

    ম্যারিটাল রেপ প্রমাণ করতে পুরুষ নারী উভয়ের-ই মুখে ফেনা উঠে যাবে। যদি না সাথে পিটানোর ইতিহাস থাকে। কি কি কারণে বিচ্ছেদ হতে পারে তার একটি সুনির্দিষ্ট লিস্ট আছে। সে তো খুব-ই ধোয়াটে। তাতে বিভিন্ন কারণকে ফিট করাতে হয় রীতিমত।
    চাকরিতে সমান বেতন নেই? এটা বুঝলাম না।
    আর প্রিভেন্টিভ পদ্ধতির কথা আপনি আমি , মা বাবারা বললে ঠিক আছে। প্রশাসন বা রাষ্ট্র বলতে পারে না। সেরকম আমি যদি বলি না আমি ধর্ষণ বা মলেস্টেশনকে নিমন্ত্রণ জানাইনি, তা হলে ধর্ষকের দায়িত্ব আমাকে ভুল প্রমাণিত করার। আমার না আসলে হ্যাঁ ছিল এটা বলার মত আইন ভাগ্যিস এখানে নেই। কিছু কিছু রাষ্ট্রে কিন্তু আছে।
  • sosen | 24.139.199.11 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৬:২০604402
  • প্রয়োজন পড়ে তো। সেটাই তো বলতে চাইছি।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৫604403
  • বউ পেটানোর ব্যাপারটা ডিভোর্স লইয়ার অনেক সময়ে জোর করে দরখাস্তে লিখে দেয়। এতে ডিভোর্স পেতে সুবিধে হয় (যখন মিউচ্যুয়াল ডিভোর্স নয়)। অনেক বেশি বেশি জিনিস ইনিয়ে বিনিয়ে লেখা থাকে। এটাই প্র্যাকটিস হয়ে গেছে। মহামান্য বিচারক সেটা জানেন। তিনিও ফিল্টার করেই পড়েন। মিউচ্যুয়াল ডিভোর্স-এ আউট অফ্‌ দ্য কোর্ট সেটল্‌মেন্ট একটা থাকে (অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়) - ভয় দেখিয়ে।

    অন্যগামিতা জিনিসটা গোলমেলে।
    একজন লোক যদি অন্য কারো স্ত্রীর সঙ্গে যৌনসম্পর্ক করে - তবে সেই মহিলার স্বামী লোকটির বিরুদ্ধে কেস করতে পারে (এন্‌ক্রোচিং এর)। স্ত্রী তার প্রপার্টি।
    অন্যদিকে, এক্জন মহিলা যদি কোনো একজন বিবাহিত লোকের সঙ্গে যৌনসম্পর্ক করে, তবে সেই বিবাহিত লোকটির স্ত্রী কিন্তু ঐ মহিলাটির বিরুদ্ধে এন্‌ক্রোচিং এর মামলা করতে পারে না। স্বামী তার প্রপার্টি নয়। মহিলাটি স্বামীর বিরুদ্ধে কেস করতে পারেন অন্যগামিতার।
    বিয়ে যেদেশের আইনে হয়, ডিভোর্স ও সেই দেশের আইনেই হয়।
    আমি ভারতের আইনে বিবাহিত। এখন আমি ইংলন্ডে গিয়ে ডিভোর্স চাইলে আমার ওপরে ভারতীয় আইন ই বলবৎ হবে। সৌদি আরবে গিয়ে ডিভোর্স চাইলেও একই ব্যাপার। ডিভোর্সটা বিয়ের যেদেশে হয়েছে সে দেশেই করতে হবে। অ্যালিমনি (চাইল্ড কম্পেনসেশনের) ব্যাপারেও ব্যাপারটা তখন ঘেঁটে যাবে।

    চাকরিতে সমান বেতন নেই। সব চাকরিতে নেই (কোনো কোনো চাকরিতে আছে)। অধিকাংশ উন্নত দেশে একেবারেই নেই। যথাঃ অ্যামেরিকা, ইংলন্ড, অস্ট্রেলিয়া, ইঃ। মেয়েদের বেতন কম। বেশ অনেকটা করেই কম।
    শুধু বেতন কেন, খেলার প্রাইজ মানি কম। উইম্বিল্ডন থেকে শুরু করে টেনিসের যেকোনো প্রোফেশনাল টুর্ণামেন্টের প্রাইজমানি হিসেব করে দেখলেই বোঝা যায়।
    ভারতবর্ষেও কম। চা বাগানে একজন কুলির রোজ ও একজন কামিনের রোজ এর মধ্যে ২০%-৩০% তফাৎ। এরা হচ্ছে গরীব লোক।
    প্রাইভেট সেক্টরেও এমন আছে। কর্পোরেট লেভেলেও।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৪604404
  • "Section 497 in The Indian Penal Code, 1860
    497. Adultery.-- Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor. "

    লক্ষ্য করুন "without the consent or connivance of that man"- প্রপার্টি।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৬604405
  • "Section 498 in The Indian Penal Code, 1860
    498. Enticing or taking away or detaining with criminal intent a married woman.-- Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, from that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both."
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:৫৭604406
  • এগুলো পড়েছেন ?

    'The group is working to bring the Dowry Prohibition Act and other gender-biased laws such as the Domestic Violence Act and Sexual Harassment of Women at Workplace Act under civil laws. It is also working for the passage of a bill called Saving Men from Intimate Terror Act (SMITA) in Parliament; the group drafted the document.

    The group is also trying to make Section 498a of the Indian Penal Code (IPC) — under which a woman can put her husband or his family behind bars for treating her cruelly — bailable. It is demanding that the words ‘husband’ or ‘wife’ be replaced with ’spouse’ in all related laws to ensure equality in law for men and women.

    Gender neutral laws have found acceptance in western countries but not in India, believes Deshpande. “Laws relating to sexual harassment at work have been made gender neutral in 77 countries, but not in India. In the west, the concept of shared parenting is accepted. However, in India, once a couple parts ways, the mother is given custody of the child. Cases relating to child custody last for years and many times young children are unable to recognise their fathers when they meet them.”

    http://www.dnaindia.com/lifestyle/report-gender-neutral-laws-are-the-way-forward-as-men-s-rights-too-need-attention-1927472
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ২১:২৬604407
  • আইনের সংশোধন প্রচন্ডভাবে দরকার।
    আইনের দ্বারা সমানাধিকার না দিলে সমানাধিকার কোনোদিনো আসবে না।
    ফাদার হচ্ছে লীগ্যাল গার্ডিয়ান। মাদার লীগ্যাল গার্ডিয়ান নয়। কাস্টডি পেলেও নয়। মাদার হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান।
    দুটোর মধ্যে তফাৎ আছে।
    লীগ্যাল = ন্যাচারাল ? উঁহু।
    কাস্টডিতেও বয়েসের ব্যাপার থাকে। সঠিক মনে পড়ছে না, কিন্তু আট নাকি ১২ বছরের পর মাদার গার্ডিয়ান থাকে না।
    দুটো জিনিস মনে রাখা দরকার।
    মাদার যদি কাস্টডি পায় ও ফাদার কি বাচ্চাকে সঙ্গে রাখতে চাইছে?
    যদি ফাদার বাচ্চাকে সঙ্গে রাখতে না চায়, তখন সে অ্যালিমনি দিয়েই খালাস। নিয়মিত দেখা করতে চাইবে না। তখন বাচ্চা ফাদার কে ভুলে যাবে।
    দুই, এর উল্টো কেস। ফাদার বাচ্চাকে সঙ্গে রাখতে চায়। তখন সে যেখানেই থাকুক না কেন এসে দেখা করে যাবে। কোয়ালিটি টাইম কাটাবে।

    ওয়েস্টার্ণ কান্ট্রিজে শেয়ার্ড পেরেন্টিং কন্সেপ্ট চালু আছে সেটা ভালো। খুব রিসেন্টলি মেক্সিকো ঘুরে এসেছি। খুব কম সময় এবং স্যাম্পেল সাইজ ও বড়ো নয় কিন্তু বিভিন্ন ওয়েস্টার্ণ কান্ট্রির কিছু মানুষজনের কাছে যা শুনলাম তা হচ্ছে চাকরির ইন্টারভিউয়ে মেয়েদের জিগ্যেস করে কটা বাচ্চা, বাচ্চারা কতো বড়ো, বাচ্চা ও চাকরি ব্যালেন্স করতে পারবে তো? ছেলেদের এটা নাকি জিগ্যেস করে না। শুধু মেক্সিকোতে নয় অন্যখানেও। তবে ইউএসেতে এই একই প্রশ্ন করে কিনা জানি না।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ২২:০৯604409
  • একক। পয়েন্টটা কি? ডেটা পয়েন্ট ছাড়া আরবিট জেনারালাইজ করা হয়েছে? সে তো হয়েইছে। আমি জানিনা, কজন নারীকে পুরুষরা প্রেমের পরে ছেড়ে চলে যায়, বা উল্টোটা। তাদের মধ্যে কজন সহবাস আইনের সুযোগ নেয়, তাও জানিনা। কমই হবে।
    কিন্তু সেটা তো উল্টো দিকেও সত্য। পুং জাতি "না কে হ্যাঁ বলে ধরে নেয়" -- এর পিছনে ডাটা পয়েন্ট কি? কজন পুরুষ ওয়ার্কপ্লেসে মেয়েদের গা ঘেঁষে দাঁহায়? তাদের মধ্যে কজন "না" শুনেও জোর করে? কোনো ডেটা পয়েন্ট আছে কি? নেই।

    ডেটা পয়েন্ট ছাড়াই গ্রস জেনারালাইজ করব, এবং অন্যের গ্রস জেনারালাইজেশনকে বলব ডেটা নেই কেন, এটা তো ঠিক হজম হলনা।

    সে। বাকি সবেতেই একমত। কেবল মেডিকাল টেস্টে নয়। "সহবাস" আইনে যে কেসগুলি হয়েছে, তার জেনারাল ট্রেন্ড একটাই। মেয়েটির 'সম্মতি" ছিল। সে "না" বলেনি। বাধা তো দেয়ইনি। পুরোটাই কনসেনসুয়াল। ফলে মেডিকাল টেস্ট করার প্রয়োজন হয়নি। তবুও এটা ধর্ষণ, কারণ বিয়ে হয়নি। অর্থাৎ, তার "হ্যাঁ"কে "হ্যাঁ" হিসেবে বোঝা যাবেনা। ওটা আসলে কনডিশনলা "হ্যাঁ" ছিল, যাকে "না" হিসেবে বুঝতে হবে।
    এসব বানিয়ে বলছিনা মোটেই। সবই কলকাতা হাইকোর্টের রায়। মেয়েরা "দুর্বল", তার "হ্যাঁ মানে হ্যাঁ নয়" এসব তো আপিসিয়াল যুক্তি। আমার নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন