এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩604510
  • উঁহু ! ওগুলো সাংবাদিকের বক্তব্য !
  • riddhi | 117.217.133.184 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪604511
  • একেবারেই শহর ধরে বলছি না। শহরটাকে আলাদা স্পেসিফিক কেস হিসেবে নিয়েই বলেছি। ওটা মূল পয়েন্ট ও না।

    যেটা এখনো একেবারেই পরিষ্কার হল নাঃ
    বিয়ে হবে ভেবে(প্রমিস পেয়ে) কেউ সেক্স করে নিল তো তার এক্স্যাক্ট লস টা কি হল, কেউ বলতে পারছে না। ধরা যাক বাচ্চার কেস নেই। তাহলে ? এখানেই আমি বলছি একটা ইকোনমিক এঙ্গেল থাকলেও থাকতে পারে, এট মোস্ট। আমি দু বছর ওয়েস্ট করলাম এক্জনের পেছনে, বিয়েশাদী হয়ে গেলে আমি সিকিওর হয়ে যেতে পারতাম। এইটা হয়্তো ছেলেদের থেকে মেয়েদের বেশী আমাদের দেশে।
    মেয়েরা খুব খুব পিছিয়ে হ্যানা ত্যানা, কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা পয়েন্ট আউট করে ঠিক সেই জায়গাটাকে নিয়েই তো পড়তে হবে। তার বদলে আর্বিট আইন এনে কিছু ছেলেকে জুটিয়ে কি লাভ? এই অর্থনৈতিক এঙ্গেল এস্ট্যাবলিশ করা আর তার ভিত্তিতে কিছু কম্পেন্সেশানের ব্যবস্থা করাও খুব তর্কসাপেক্ষ। কিন্তু তাও কিছুটা কন্ক্রিট। কিন্তু বিয়ে না করা সহবাসী= রেপিস্ট বলাটা গান্ডুমি।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫604512
  • আর বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে ধর্ষণ আর তার শাস্তি হল বিয়ে, এটা যদি মেয়েদের পক্ষে রিগ্রেসিভ মনে না করিস আর তার সাথে রেসিজমের তুলনা আনিস, তাহলে কিছু বলার নেই !
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০১604513
  • আর এইভাবে জোর করে বিয়ে দিয়েই বা মেয়েদের কি উন্নতি সাধিত হচ্ছে, সেটাও বোধগন্যতার বাইরে। এইসব কেসগুলোতে আরো বেশি স্পাউজাল ভায়োলেন্স হয় বলে রিপোর্টে পড়লাম, সেটা এক্সপেক্টেডও ।
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৩604514
  • পুরোটাই ইকনমিক অ্যাঙ্গেল। এতে অসুবিধের কি আছে।
    ১৮র আগেই অধিকাংশ মেয়ের বিয়ে হয়, স্বামীর পয়সা ও ঘর তার একমাত্র আর্থিক সাপোর্ট, তার পরিবর্তে শ্রম, দেহ ইত্যাদি দিতে হলেও একটা রিটার্ন থাকে, না থাকলে সেটা প্রতিশ্রুতিভঙ্গ। ১৮তে উচ্চমাধ্যমিক পাশ করেও মেয়েরা কিছু এমন উপার্জনক্ষম হয়না। রিদ্ধি কি এসব এই এখুনি জানছেন?
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৫604515
  • জোর করে বিয়ে দেওয়াটাকে আমি একেবারেই সাপোর্ট করিনা , BTW । কিন্তু প্রতিশ্রুতিভঙ্গ প্রমাণ করতে পারলে পুরুষের শাস্তির দাবি যথাযথ। এই অবস্থানে। জরিমানা ও জেল, বোথ।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:১০604517
  • শাস্তি হলো বিয়ে এটা কোন ল্য -এ লেখা আছে ? কোথায় সমর্থন করলুম ।বিয়ে একটা আউটফ দ্য কোর্ট সেটলমেন্ট । শাস্তির কথা হচ্ছে ।ধরে বিয়ে দিয়েদেওয়া নয় ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:১০604516
  • btw, এই প্রতিশ্রুতি দেওয়া ইঃ প্রমাণ করা হয় কীকরে ? শুধু মেয়েটির অভিযোগের ভিত্তিতে ?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৫604520
  • নাঃ, কোর্ট থেকেও বিয়ের কথা বলা হয়। এরকম অভিযোগ উঠলে বিয়ে করে নিলে অভিযোগ প্রত্যাহৃত হয়ে যায়, জামিন পেয়ে যায় ইঃ।
    এই টইতেই আগে দিয়েছি।

    ইন ফ্যাক্ট, এটা নিয়ে খটকা লাগলো তেজপালের কেসের জাজের কথায়। উনি বলেছিলেন, At this stage, the judge commented that many a time when an accused seeks anticipatory bail in such cases, they promise to marry the victim, only to retract later.
  • riddhi | 117.217.133.184 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৫604518
  • তাই?? আপনারা এতক্ষন ইকোনমিক এঙ্গেল নিয়েই লড়ে যাচ্ছিলেন বুঝি ?!
    আর এই ইকোনমিক লসের শাস্টি হবে রেপের শাস্তি?

    তার থেকেও বড় কথা, এই প্রেম-বিয়ে প্রতিশ্রুতিভঙ্গের জন্য ঠিক কতটা ইকনমিক লস হল? সেটা শহর/গ্রাম বিভিন্ন অর্থ-সামাজিক স্তরের মেয়েদের জন্য সমান? একটা শহুরে আই-টি মেয়ে আদৌ কি লস খাবে এই প্রতিশ্রুতিভঙ্গের জন্য?
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৭604521
  • "বিয়ে হবে ভেবে(প্রমিস পেয়ে) কেউ সেক্স করে নিল তো তার এক্স্যাক্ট লস টা কি হল, কেউ বলতে পারছে না।"

    রিদ্ধির বক্তব্যটা কী ? রেপ কেন নুইসেন্স একটিভিটি ? রেপ পাওয়ার প্লে অমুক তমুক তো সোশ্যাল ব্যখ্যা । যুদিশিয়ারী কিভাবে দেখে । এন্ক্রচ্মেন্ট অন ফিসিক্যাল প্রপার্টি উইদৌত কনসেন্ট ।
    সেম হিয়ার , এন্ক্রচ্মেন্ট অন ফিসিক্যাল প্রপার্টি অ লিউ অব ফলস কমিটমেন্ট । কারণ এখানে উইদাউত কনসেন্ট কে উইথ করা হচ্ছে ধাপ্পা দিয়ে । এটা বুঝতে এত চাপ কিসের ?
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:২০604522
  • কোনো কোর্টের অফিসিয়াল পেপারে বিয়ে করারুপদেশ দেওয়া হয় আন্ডার সেকশন দিস এন্ড দ্যাট ?
    জানি পুলিশ বলে ,জাজ বলে । পেপারস এর বাইরে ওরা সবাই প্যাত্রিয়ার্চি কে রিপ্রেসেন্ট করে ছাড়া কিছু না । কোনো ল্য বলেনা । এনেক্দত আর ল্য এক নয় ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:২৬604524
  • প্রতিশ্রুতি দিয়ে সহবাস না করে প্রেম করলে সেটা অপরাধ নয় ? তার শাস্তি কী ?
    সহবাস করলে ধর্ষণ, সহবাস না করে যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললেও মোলেস্টেশন , সেঃ হ্যাঃ এর শাস্তি হওয়া উচিত। একই যুক্তিতে।
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:২৭604525
  • না সমান না। তাই শাস্তি-ও সমান না। সে তো বটেই।
    এই ধরুন আমায় কেউ বিয়ে করবে বলে, চার বছর ঘুরিয়ে, কেটে পড়ল। ইট হার্ডলি ম্যাটারস, ইকনমিকালি। আমার জন্য। ইটস জাস্ট আ ব্রেক আপ। যদি এর মধ্যে আরো বেশি রাগ, চিটিং জড়িয়ে থাকে তাহলে আমি মামলা করলেও করতে পারি,৯৯ % গ্যারান্টি করবনা, এবং কোর্ট বিয়ে করে নিতে বললে অভিযোগ প্রত্যাহার করব না। অবভিয়াসলি জজ আমার সামাজিক অবস্থান, ক্ষতির মাত্রা এসব বুঝে রায় দেবেন, উকিল সেভাবেই প্রসিড করবে, আদৌ স্ট্রং কেস নয় আমারটা।

    আমার বাড়ির কিশোরী কাজের মেয়েটির ক্ষেত্রে এটা খুব স্ট্রং কেস। কিন্তু তার বিয়ে দিয়ে দিলে সে সেটা মেনে নেবে। জজ এই আউট অফ কোর্ট সেটলমেন্ট করেননা। ক্রিমিনাল কোর্টে । সিভিল কোর্টে এই রকম উপদেশ দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই অভিযোগ কারিণী মেনে নেয়, এটা খুব প্রচলিত। এটা হওয়া আদৌ প্রশংসাজনক নয়, ওই ব্যক্তির শাস্তি-ই হওয়া উচিত। হবেও।
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:২৯604526
  • ২০১৩ ORIGINAL AMMENDMENT এ শুধু সেক্সুয়াল assault ছিল , রেপ তুলে নিয়ে, জেন্ডার নিউট্রাল ছিল। পরে সেটা পাশ হলো না, রেপ শব্দটা ব্যাক করলো।
    আর প্রেম না সহবাস সেটা মাপার উপায় কি?
  • চাষী | 159.126.0.93 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩২604527
  • আমার বেগুন চাষে খুব উৎসাহ কিন্তু আপনাদের পার্টিসিপেশন পাবনা বলে টই খুলতে সাহস পাচ্ছিনে। ওরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা উৎসাহ পাননা কেন?
  • Bhagidaar | 218.107.71.70 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৪৮604528
  • আমার বেগুনে এলার্জি
  • চাষী | 41.172.30.3 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৫৭604529
  • তাহলে লাউ নিয়ে হোক। আজ তেরোদিন হল জমির রস মরার জন্য মাটি উল্টে দিয়ে এলাম কিন্তু এখন কিছু হয় নি। তবে এবার কিছু একটা ফলাবই নিদেন পক্ষে উচ্ছে।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:০০604531
  • এখনি বা প্রেম না সহবাস কীভাবে মাপা হয় ? শুধু অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে ?
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:০৪604532
  • ধুর। এতো তক্কের কি আছে?

    এই তো পশশু দিন তেজপাল কেসে বিচারক বলে দিয়েছেন, ধর্ষণ কেসে বেল দেওয়া হয়না, কারণ অনেকে ধর্ষণের দায়ে ধরা পড়ে, তারপর কোর্টে বিয়ে করব বলে প্রতিশ্রুতি দিয়ে, বেল নিয়ে বিয়ে না করে পালায়।

    মনে রাখবেন, সহবাস করে বিয়ে না করলে ধর্ষণ। এবং ধর্ষণের শাস্তি বিয়ে। বিয়েই ধর্ষণের মহৌষধ। ভারতীয় পেনাল কোড ও নারীর সমানাধিকার জিন্দাবাদ। :)

    (এর সঙ্গে তেজপাল কেসের কোনো সম্পর্ক নেই, কেবল সাম্প্রতিকতম ঘটনা বলে বললাম।)
  • প্রেমিক | 104.23.54.185 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:০৫604533
  • কি জ্বালা, ফুচকাওয়ালার থেকেও সব রিসিট রেখে দিতে হবে নাকি?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:০৮604534
  • ধরেই নেওয়া হল ফুচকার বিল প্রেমিকই পে করেছেন , প্রেমিকা নয়। ঘোর পুরুষতন্ত্র ! :P
  • Ekak | 24.96.18.210 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:১৮604535
  • "ধর্ষণ কেসে বেল দেওয়া হয়না, কারণ অনেকে ধর্ষণের দায়ে ধরা পড়ে, তারপর কোর্টে বিয়ে করব বলে প্রতিশ্রুতি দিয়ে, বেল নিয়ে বিয়ে না করে পালায়।"

    এর মাঝে একটা বিটুইন দ্য ওয়ার্ডস আছে । খোঁজ নিয়ে দেখো । পুরুষ টি বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর মেয়েটির এডভোকেট বেইলের এগেইনস্ট এ রীট করেনা আর । সেই কারণেই বেইল পায় । "বিয়ে" -র চেয়ে যদি অন্য কোনো অফার হত তাহলেও কেস টা এক থাকত । কোর্ট এই ভালনারেবল সিচুএশন থেকে বেরোনোর জন্যে বিয়ের অজুহাতে বেইল দিতে আর রাজি নয় । এটার মধ্যে ভারতীয় আইন -নারী স্বাধীনতা এসব কদ্দিয়ে এলো ?
    মানি ফর্জারী কেসে আমি আমি আউট অফ কোর্ট সেটলমেন্ট করব বলে বেইল নিলুম ।এদিকে আমার এসেট জিরো । দিলুম চম্পট । কোর্ট কয়েকবার এরকম কেস ডীল করার পরেই বলবে আগে এসেট ক্রোক কর তারপর বেইল হবে কিনা ভাবব । জিরো এসেট হলে নো বেইল । এটা তো একেবারেই প্রিয়েম্প্তিভ মেসার । বিবাহ নাহয়ে মেয়েটি সেই মুহুর্তে মেনে নিচ্ছে এরকম যে কোনো আউট অফ কোর্ট সেটলমেন্ট হলে কোর্ট বেইল এর সুযোগ দিত । কিসের মধ্যে কী এনে পান্তাভাতে ঘি ছেটানো হচ্ছে বুঝছিনা ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:২৮604536
  • Paradoxically, filing a rape complaint to try to secure a marriage is one of the few tools these women have to achieve social acceptance. Interviews nationwide with more than two dozen law-enforcement officials, lawyers and women's advocates, as well as women who themselves used India's rape law this way, suggest the practice is relatively common. And it is legal, as courts have ruled...
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪604537
  • এটা আইনে আছে একক। :)

    ধর্ষণ কখন হয়? নানা সময়ে হয়। তার মধ্যে একটিঃ
    Fourthly – With the complainant's consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant's consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.

    মেয়েটি একবার স্বামী "ভেবে" নিলেই সহবাস ধর্ষণ হয়ে গেল। এবার বিয়ে করে নিলেই আর ধর্ষণ রইলনা। কারণ, when the man knows that he is not the husband of such complainant -- এই ব্যাপারটা আর রইলনা। এখন তো স্বামীই।

    খুব অদ্ভুত এই বস্তুটি ভারতীয় আইনে আছে (এমনকি নতুন প্রগতিশীল আইনেও), এবং মেয়েরা তার সুযোগ নেয় মানতে অসুবিধে কোথায়? বাস্তবকে চোখ ঠেরে কি লাভ?

    বাকি আবার কাল। এখন খালি তেজপাল কেসের বিচারকের মন্তব্যটি দিয়ে খাতা খতম করি। তাহলেই একক পুরোটা বুঝতে পারবে।

    Describing the new rape law as "stringent", she said it was all the more required for her client to defend himself for which his liberty needed to be protected. A false allegation of rape can bring distress to the accused and cause equal damage to the complainant, she said.

    At this stage, the judge commented that many a time when an accused seeks anticipatory bail in such cases, they promise to marry the victim, only to retract later.

    অর্থাৎ, অভিযুক্ত বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে বেল নেয়। আমার কথা নয়, বলছেন বিচারক। অভিজ্ঞ বিচারক, এত বড়ো কেস সামলাচ্ছেন, নিশ্চয়ই ভুল বলেননি।

    http://articles.timesofindia.indiatimes.com/2013-12-01/india/44618541_1_bail-plea-custodial-interrogation-tehelka
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:১৯604538
  • "Name: ঈশান IP Address : 214.54.36.245 (*) Date:02 Dec 2013 -- 10:09 PM

    "সহবাস" আইনে যে কেসগুলি হয়েছে,..মেয়েরা "দুর্বল", তার "হ্যাঁ মানে হ্যাঁ নয়" এসব তো আপিসিয়াল যুক্তি। আমার নয়।"
    এর উত্তরে-

    "সহবাসের পরে বিয়েতে আপত্তি=ধর্ষন " এটাতো আমিও মানি না এবং তার কারণ ও লিখেছি ভালো করে বুঝিয়েই, যে এটা মেয়েটার গায়ে দাগ লেগে যাবার সমস্যা- তাই বাসস্থান সমস্যা -সুতরাং কারো ঘাড়ে বোঝা চাপিয়ে দেওয়া -ইঃ।
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:২৯604539
  • anticipatory bail ছেলেদের দেওয়া হয়। তবে বিয়ের প্রতিশ্রুতি সাপেক্ষ বেইল এপ্লিকেশন হয় বলে মনে হয় না।

    পড়ুন।

    Mohd. Iqbal V. State , Bail Application no. 2145 of 2009, held as under:-

    “There is an old Jewish saying “if you are close when you

    should be distant, you will be distant when you should be

    close”. It is for both man and woman to restrain

    themselves and not to indulge in intimate activities prior to

    the marriage. Undoubtedly it is responsibility, moral &

    ethical, both, on the part of men not to exploit any woman

    by extending false promise or through devious acts to force

    or induce the girl for sexual relationship. But ultimately, it is

    woman herself who is the protector of her own body.

    Promise to marry may or may not culminate into marriage.

    It is the prime responsibility of the woman in the

    relationship or even otherwise to protect her honour, dignity

    and modesty. A woman should not throw herself to a man

    and indulge in promiscuity, becoming source of hilarity. It is

    for her to maintain her purity, chastity and virtues”

    এটাকে সাইট করে

    Bail Appn. 311/2013 রুলিং

    In the facts of the present case, here is a complainant who appears to be

    quite an ultra-modern lady with an open outlook towards life, enjoying

    alcohol in the company of মেন which is evident from the photographs

    placed on record, which have not been denied by the prosecutrix present

    in court.She does not appear to be such a vulnerable lady that she would

    not raise her voice on being immensely exploited over such a long period

    of time. As per the prosecutrix, she had a physical relationship with the

    petitioner for the last more than 2 ½ years and it is not just a single act of

    sharing physical intimacy but the same continued for almost a long period

    of three years. There lies a possibility that the petitioner might have then

    refused to marry the prosecutrix and this refusal on the part of the

    petitioner gave a serious jolt to the prosecutrix who then with the help of

    police, solemnized the marriage with him, in the wee hours of the night

    when petitioner was in his casual apparels(track suit). It is only on

    30.01.2013, that the complainant raised her voice for the first time and

    made allegations of rape against the petitioner. It is an admitted case that

    the said marriage ultimately did not consummate as the complainant was

    never brought to the matrimonial home and the petitioner has already

    filed a civil suit to seek decree of declaration for declaring the said

    marriage as null and void. Bail Appn. 311/2013 Page 13

    16.The court can also not be oblivious of the fact that the marriage between

    the complainant and the petitioner had indeed taken place and both the

    parties have not disputed this fact. Therefore, this circumstance by itself

    entitles the petitioner to the grant of the anticipatory bail. We are not

    commenting here upon the circumstances which led to the solemnisation

    of the said marriage as there is a civil suit already pending before the

    court.It would be worthwhile to mention that being the victim of such a

    reprehensible crime, one should lodge a complaint immediately, or within

    a reasonable period of time unless there are sufficient reasons to explain

    the long delay. Delay in lodging an FIR, in such like cases can ultimately

    diminish the chances of conviction, as due to such delay, the medical

    evidence and the other circumstantial evidence may rarely be available to

    support the case of prosecution.

    17.It is a settled position of law, that every case is to be dealt based on its

    individual factual matrix and no set principle or straight jacket formula

    can be applied specifically while dealing with bail matters where only

    prima facie view can be taken to appreciate the facts in a given case.

    18. Considering the facts of the present case, in light of the aforesaid

    discussion and the material on record, I am inclined to grant anticipatory

    bail to the petitioner. Accordingly in the event of arrest, the petitioner

    shall be released on bail subject to furnishing of his personal bonds in the Bail Appn. 311/2013 Page 14

    sum of Rs. 50,000 with one surety of the like amount to the satisfaction of

    the arresting officer.
  • | 127.194.81.209 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:২৭604542
  • দেখুন ধর্ষন নিয়ে আমার কোন বক্তব্য নেই। শুরু নোটেস র খাতা নিয়ে আছে।

    আমি দেখে এসেছি চিরকাল ক্লাস করার ব্যাপারে মেয়ে রা ছেলে দের থেকে অনেক বেশী যত্নবান। চির কাল ওদের থেকে নোট্স জেরক্স করিয়ে ই ছাত্র জীবনে পাস করলাম। অবশ্য এটা আমার নিজের দেখা এর সঙ্গে অন্য কারোর দেখা না মিলতে ই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন