এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 182.0.249.87 | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০৩604610
  • তার মানে মামু বলতে চায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন রিলেশন করার পর কোন পুরুষ যদি রিলেশনটাকে জাস্ট কাটিয়ে দেয়, ও মেয়েটি তার পরে রেপ কেস আনে, তাহলে মেয়েটার দোষ? আইনের অপব্যবহার। ঠিক বুঝলাম?
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০৮604611
  • হ্যাঁ। ওটা ধর্ষণ নয়। আমার মতে। প্রতারণা কিনা ডেবেটেবল।

    আর যদি ধর্ষণ হয়, তাহলে মেয়েটি কাটিয়ে দিলে তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনতে দেওয়া উচিত। সেটা মধ্যযুগীয়, কিন্তু সমানাধিকারপন্থী।
  • π | ০৭ ডিসেম্বর ২০১৩ ২৩:১৬604612
  • সাম্প্রতিক ইন্ডিয়া টুডে - MRDA সমীক্ষা থেকে ঃ
    If 64 per cent men insist on having sex despite a reluctant partner, 60 per cent women also do so.

    তাহলে ম্যারাইটাল রেপ হলে উভয়পক্ষেই হবার সম্ভাবনা ?
  • সে | 203.108.233.65 | ০৮ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪604614
  • এই টইয়ের প্রথম কেস স্টাডিটা তাহলে কি ধর্ষণ ছিলো?
  • Ishan | 183.17.193.253 | ০৪ আগস্ট ২০১৪ ০৫:৩০604615
  • ধর্ষণের কেসগুলির কতটা কী ধরণের, কোনগুলি "ধর্ষণ" আর কোনগুলি নয়। এ নিয়ে এটা নিয়ে এই টইয়ে অনেক তর্কাতর্কি হয়েছে। তখন আমাদের হাতে খুব পুংখানুংখ ডেটা পয়েন্ট ছিলনা। এখন সেটা এসেছে। এইটা দেখুনঃ

    http://www.thehindu.com/news/national/stories-behind-sexual-assault-rulings-shine-light-on-reality-of-rape/article6265285.ece?homepage=true
  • Ishan | 183.17.193.253 | ০৪ আগস্ট ২০১৪ ০৫:৫৪604616
  • একটু সংক্ষেপে লিখে দিই। "ধর্ষণের রাজধানী" দিল্লীর জেলা কোর্টে ২০১৩ তে মোট ৪৬০ টা কেসের পুরো বিচার হয়। শহরে হিন্দুর পক্ষ থেকে এই ৪৬০টি কেসের কোনটা কেমন, তার একটা অনুসন্ধান চালানো হয়। তাতে যা ফলাফল, তা এরকমঃ

    ১। ৪০% ক্ষেত্রে "ধর্ষণ"এর অভিযোগ এসেছে, সম্মতিক্রমে ঘটির যৌন আচরণের জন্য। এগুলোকে আমরা সিধে ভাষায় বলি "পালানো"র কেস। ছেলেটি ও মেয়েটি পালিয়েছে, পরে মেয়েটির বাপ-মা-আত্মীয়স্বজন-পুলিশ অপহরণ ও ধর্ষণের কেস দিয়েছে। এটা হল ধর্ষণের অভিযোগের সিংহভাগ।

    ২। ২৫% শতাংশ ক্ষেত্রে (এটাও সম্মতিক্রমে যৌন সংসর্গের ঘটনা), যৌন সংসর্গের পর বিয়ে না হওয়ায়, মেয়েটি ধর্ষণের অভিযোগ এনেছে। -- এটা হল দ্বিতীয় সর্বোচ্চ কেস।

    ৩। ১৭% ক্ষেত্রে, যে অভিযোগগুলি আসে, সেখানে আক্রান্তরা বস্তি বা রাস্তার বাচ্চা (ছেলে এবং মেয়ে) যারা রাস্তায় ঘুমোয় বা সময় কাটায় এবং ফুটপাথবাসিনীদের ধর্ষণ। এগুলো অবশ্যই বলপূর্বক। এবং শাস্তি হয় ৭৫% ক্ষেত্রে।

    ৪। বাকি রইল ১৮%। এটা কোনো আলাদা ক্যাটেগরি না, জাস্ট সংখ্যা মেলানোর জন্য বললাম। সংগে এটাও উল্লেখ থাক, যে, এই ১৮% এর মধ্যে দিল্লী গণধর্ষণের মতো ঘটনা গোটা দিল্লীতে ২০১৩ তে হয়েছে ১২ টা। যেখানে সম্পূর্ণ অপরিচিত এক বা একাধিক লোক একটি অপরিচিত মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।

    দিল্লী জেলা কোর্টের ২০১৩ সালের সম্পূর্ণ পরিসংখ্যান এটা। কোনো স্যাম্পল সার্ভে নয়।
  • d | 116.77.107.33 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৪৪604617
  • তো কী বলতে চাইছ?
  • Ishan | 183.17.193.253 | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৫604618
  • দু-তিনটে অনুসিদ্ধান্ত টানা যায়ই।

    ১। ধর্ষণবিরোধী আইন বেশিরভাগ ক্ষেত্রেই সামন্ততন্ত্রের হাতিয়ার। লিবারালিজমের নয়। তাই স্রেফ কথা আইনের বদলে অন্যরকম করেও ভাবা দরকার।

    ২। মেয়েরা রাস্তাঘাটে বিপন্ন -- এই চিত্রটা মনে হয় ঠিক না। এক বছরে ১২ টা নৃশংস ধর্ষণও ভালো জিনিস না, কিন্তু খুন-খারাপি মনে হয় এর চেয়ে বেশি হয়। কাজেই মেয়েরা ভয় না পেয়ে গেলে ভালো হয়।

    ৩। বস্তি আর ফুটপাথবাসীদের উপর ক্রমাগত নির্যাতনের ঘটনা মনে হয় একটু বেশি নজর টানার যোগ্য।
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৯604620
  • ১ আর ৩ একমত।
    ২ নং নিয়ে একটু কথা আছে। পরে লিখছি।
  • quark | 24.139.199.12 | ০৪ আগস্ট ২০১৪ ১১:১৭604621
  • "মেয়েরা রাস্তাঘাটে বিপন্ন -- এই চিত্রটা মনে হয় ঠিক না। এক বছরে ১২ টা নৃশংস ধর্ষণও ভালো জিনিস না, কিন্তু খুন-খারাপি মনে হয় এর চেয়ে বেশি হয়। কাজেই মেয়েরা ভয় না পেয়ে গেলে ভালো হয়"

    যাক্‌! তা হ'লে চলুক আর কি!
  • | ০৪ আগস্ট ২০১৪ ১২:০৩604622
  • ঈশান মনে হয় বলতে চাইছে খুনটা ধর্ষণের চেয়ে বেশী কনসার্নড হবার মত ব্যপার ঘটছে।

    সেটাতেও একেমত নই অবশ্য।
  • Ishan | 183.17.193.253 | ০৬ আগস্ট ২০১৪ ০৭:০৬604624
  • এইটা একটা সমস্যা। আমার পয়েন্টটা দাঁড়ান বুঝিয়ে বলি। নানা ঘটনার কথা লিখব, দয়া করে দলীয় রাজনীতির রং খুঁজবেন না। আগেই বলে রাখলাম।

    খুব নিন্দনীয় নারীনির্যাতনের ঘটনা, এর আগে কি ঘটেনি? ঘটেছে। ধরুন, ওই নব্বইয়ের দশকের শুরুতেই হয়েছে। বানতলা, বিরাটি, সিঙ্গুর, ফুলবাগান। সে সময় খুবই হট্টগোল হয়েছিল এ নিয়ে। জ্যোতি বসুকে তো ফাটিয়ে গালাগাল দেওয়া হয়েছিল মনে আছে। প্রতিবাদও প্রচুর হয়েছিল। কিন্তু তখন যে জিনিসটা দেখিনি, সেটা হল, "চারিদিকে প্রচুর ধর্ষণ হচ্ছে" বলে মেয়েদের ভয় পাওয়া এবং পাওয়ানো। ওইটা আমাদের অনেকেরই কৈশোর-যৌবনের সময়। আমাদের বাপ-মারা আগমার্কা লিবারাল ছিলেন এমন নয়। বরং উল্টোটাই। মেয়েদের উপর, বিশেষ করে কিশোরী মেয়েদের আচরণের উপর বিধিনিষেধ গুচ্ছের ছিল। কিন্তু তার উপর আলাদা করে, "দ্যাখ বাইরে কী হচ্ছে" বলে নারীনির্যাতন বা ধর্ষণের ঘটনা নিয়ে বিধিইষেধ চাপাতে দেখতাম না। বিধিনিষেধ যা ছিল, সে এমনিই ছিল। আমাদের বান্ধবীরা যারা সেসব টপকাবার টপকাতো। যারা টপকাবার নয়, টপকাতনা।

    এই পরিস্থিতিটার বদল হতে দেখলাম ২০০০ সালের একটু পর থেকে, যখন থেকে আমাদের প্রজন্ম অভিভাবক হয়ে উঠল। ওই দুহাজার সালে সবমিলিয়ে এমনিই খুব বড়ো হাওয়াবদল হল। মেয়েরা বেশি বেশি করে স্বনির্ভর হয়ে উঠল, কলকাতায় মল কালচার শুরু হল, আর সেই সঙ্গে এল স্ট্রেস, আর অজানা দুনিয়ার আতঙ্ক। এর পুরো গতিপথটা কী আমার জানা নেই, কিন্তু চোখের সামনে দেখতে পেলাম, আমাদের সেইসব বান্ধবীরা বা দিদিরা, যারা বাড়ির বিধিনিষেধকে কাঁচকলা দেখিয়েছে, কিংবা দেখাতে পারেনি বলে বাপ-মাকে গালমন্দ করেছে, তাদের রোল রিভার্সাল হয়ে গেছে পুরোপুরি। তারা মেয়ে সন্তানের প্রতি আরও বেশি প্রোটেক্টিভ, আরও বেশি বিধিনিষেধ আরোপ করছে। যে কলেজ থকে সময়মতো বাড়ি ফিরতে হয় বলে কমপ্লেন করত, সে শুধু সময়সীমা বেঁধে দেওয়াই নয়, নিজের মেয়েকে কলেজে পারলে দিয়ে এবং নিয়ে আসে। এবং এ সবই হচ্ছে আতঙ্কের কারণে। ওরে বাবা কী হয়ে যাবে। আর তার যুক্তি হিসেবে আসছে, টিভি ও খবরের কাগজের উদাহরণ, "দ্যাখ বাইরে কী হচ্ছে"। আতঙ্কের কারণ ঠিক বা বেঠিক যাই হোক, ফল, একটাই, এঁরা বা এঁদের বৌরা যেটুকু স্বাধীনতা পেয়েছেন, এঁদের মেয়েরা সেটুকুও পাচ্ছে না। এঁরা কিন্তু লিবারাল, নিজেদের ছোটোবেলায় ছেলেদের সমান অধিকার পাননি বলে ক্ষোভ আছে, অনেক ক্ষেত্রেই বাবা-মাকে দোষেন তার জন্য। কিন্তু নিজেদের প্রজন্মে মেয়েকে নিরাপত্তা দিতে গিয়ে উল্টো রাস্তায় হাঁটছেন।

    এবার, আমি দোষ দিচ্ছি না। সন্তানদের মঙ্গলকামনায় বাপ-মা উৎকন্ঠিত হবেনই। মানে, আমি নিজেও এর বাইরে না। আমার কন্যাসন্তান থাকলে আমিও হয়তো খানিক এরকমই করতাম। নাও করতে পারতাম। জানিনা। এটা তাই বাকিদের স্সঙ্গে নিজেকেও বলা, যে, তথ্য দেখলে, অবস্থা কিন্তু আগের থেকে খুব খারাপ হয়ে গেছে এমন না। কোনো কোনো ক্ষেত্রে একটু বেটারই হয়েছে। কাজেই অতো ভয় না পেলেও চলবে। আর মাস স্কেলে ভয় পেয়ে প্রোটেক্টিভ হতেই থাকলে লিঙ্গবৈষম্য বাড়বে বই কমবে না।
  • Ishan | 183.17.193.253 | ০৬ আগস্ট ২০১৪ ০৭:১৩604625
  • আর এই ফটো শুটটার মানে বুঝলাম না। আগাপাস্তালা। এর সঙ্গে নির্ভয়াকে জোড়া হল কেন? অদ্ভুত রকম বিচ্ছিরি লাগল।
  • :D | 127.194.193.1 | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৫১604626
  • 'তথ্য দেখলে, অবস্থা কিন্তু আগের থেকে খুব খারাপ হয়ে গেছে এমন না। কোনো কোনো ক্ষেত্রে একটু বেটারই হয়েছে। "

    তথ্যটা দেখানো যাবে? তথ্যসুত্র সহ?
  • Ishan | 183.17.193.253 | ০৬ আগস্ট ২০১৪ ১০:০১604627
  • নিশ্চয়ই যাবে। ২০০৭ থেকে ২০১২ -- এই সময়কালে পশ্চিমবঙ্গে ধর্ষণের হার মোটামুটি একই জায়গায়। ২০১২ তে সামান্য হলেও একটু কমেছে।

    সূত্রঃ NCRB রিপোর্ট।
  • Ekak | 24.96.181.223 | ০৬ আগস্ট ২০১৪ ১০:০৫604628
  • ফটো শুট টা প্রথম প্রকাশিত হয়েছিল যে সাইট এ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে । সেখানে স্পষ্ট করে হত এন্ড সেক্সি ফ্যাশন শুট অন রেপ বলা ছিল । নির্ভয়া সরাসরি বলা নেই কিন্তু স্টোরী লাইন দেখে একটা বাচ্চাও বুঝবে । চেঁচামেচি শুরু হওয়ার পরে ফটোগ্রাফার / রা বলেছেন যে এটা সরাসরি নির্ভয়া নিয়ে নয় ।

    এখন এটাই প্রশ্ন যে সিনেমা থেকে পেইন্টিং সর্বর্ত্র যদি রেপ দেপিক্ত করা যায় তবে ফ্যাশন শুট এ করা যাবে না কেন বা যাবে কেন ?
  • Ishan | 214.54.36.245 | ০৬ আগস্ট ২০১৪ ২০:০১604629
  • অধিকারের প্রশ্ন? নিশ্চয়ই ফটোশুট করা যেতে পারে। সে হিসি করা নিয়েও ফটোশুট করা যেতেই পারে। অধিকার নিয়ে প্রশ্ন করলে একশবার ফোটোশুটের অধিকারের সঙ্গে আছি।

    কিন্তু জিনিসটা কেমন হয়েছে, সে নিয়েও তো মত দিতে পারি। সেটা তো আলাদা প্রশ্ন। ছবি গুলোয় কোনো শিল্পসুষমা দেখিনি, কোনো ধাক্কাও না। এমনকি যৌনতাও নেই। যা আছে, সেটা হল, "এই দেখ ক্কী কেতার রেপ"। এই মাত্র আরেকবার দেখলাম। অতি অখাদ্য এবং অতিমাত্রায় বিচ্ছিরি লাগল।
  • একক | 24.96.184.146 | ০৬ আগস্ট ২০১৪ ২০:১১604631
  • হমম , তারমানে বলচ এসথেটিক হলে গ্রহণযোগ্য । এটা তো চরম গ্রে এরিয়া । আজ একজন করেছে এসথেটিক হয়নি । কাল আরেকজন করবে ,হবে । তাহলে রেপ ফ্যাশন এন্ট্রি নেবে । আর এস্থেটিক্স এ কুলনেস ফ্যাক্টর ব্যাপারটা অলরেডি এসে গেছে । এই ধরো এই ফটো শুট টা । ইটস কুল । রেপ টেপ কিছু না । প্রচন্ড সমালোচিত ।

    http://www.wherecoolthingshappen.com/photographer-gives-lollipop-then-takes-it-away/
  • ... | 177.124.124.21 | ০৬ আগস্ট ২০১৪ ২০:২৩604632
  • এককবাবুর লিন্ক টা দেখার পর থেকে হাত পা নিশপিশ করছে।
  • Ishan | 202.43.65.245 | ০৬ আগস্ট ২০১৪ ২০:৪২604633
  • হ্যাঁ, গ্রে এরিয়া তো থাকবেই। আমার গোবিন্দোর সিনেমা অখাদ্য লাগে, কারো নিশ্চয়ই "কুল" লাগে, নইলে আর হিট হয় কিকরে?

    একটা ফ্যাশন প্যারেডের ভিডিও দেখেছিলাম। সমালোচকরা সেজেগুজে খাতা-পেন্সিল বাগিয়ে বসে আছেন, দুজন মডেল এল, গায়ে সুতোটি নেই। তা সে হয়েই থাকে, সমালোচকরা প্যাশান দেখবেন বলে আরও গুছিয়ে বসলেন, ও মা পরের দুজনও এল সুতোহীন। এরপর এইই চলল, প্রথম থেকে শেষ অবধি সুতোহীন মহিলাদের আনাগোন। এবং তাতেই শেষ। দর্শকদের ভাবভঙ্গীও দেখাচ্ছিলো, অবাক ও বিরক্ত, এঁরা বেরিয়ে ডিজাইনারকে নির্ঘাত ধুইয়ে দেবেন। দিয়েওছেন হয়তো, আমি তো আর ফ্যাশান রিভিউ পড়িনা, তাই জানিনা। ওদিকে আমি ফ্যাশান প্যারেডও দেখিনা, কিন্তু এই ভিডিও এতই পপুলার হয়েছিল, যে আম্মো দেখে ফেলেছি। মানে ফ্যাশান শো টি নিন্দিত ও হিট, একই সঙ্গে। ওরকমই হয় তো। কে জানে হয়তো চমক দিয়ে, নিন্দিত হয়ে, পপুলার করাটাও একটা উদ্দেশ্য। সে অবশ্য গ্যারান্টি দিয়ে বলা যায়না।
  • sosen | 84.65.191.214 | ০৭ আগস্ট ২০১৪ ০৩:১৫604634
  • এককের দেওয়া লিংকটা দেখে ইস্তক মাথা আগুন হয়ে আছে।
  • sm | 233.223.154.207 | ০৭ আগস্ট ২০১৪ ০৯:১০604635
  • গোবিন্দার সিনেমা বাজে লাগে; এটা কেমন কথা হলো ঈশান বাবু। এটা তো গত ২-৩ দশকের সেরা স্ট্রেস রিলিভার।
    যখন ই কোনো স্ট্রেস এ থাকবেন, হিরো নাম্বার ওয়ান, রাজা বাবু,বড়ে মিঞা ছোটে মিঞা এই সব ফিলিম দেখবেন।
    যদি না দেখে থাকেন আবার দেখুন বার বার দেখুন। লোক কে দেখান।
    আমার তীব্র পিতিবাদ জানিয়ে গেলাম।
    আলুচনা চলুক।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১১:৫৮604636
  • আঁখে - গোভিন্দা,চাঙ্কি পান্ডে, কাদর খান
  • quark | 24.139.199.12 | ০৭ আগস্ট ২০১৪ ১১:৫৯604637
  • এইটে কুল? বেশ!
  • sm | 233.223.158.150 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৪১604638
  • হাঁ ,হাঁ জরু ক গুলাম, জোরী নাম্বার ওয়ান, আখিয়ন সে গোলি মারে ভি আছে। তবে সিরিয়াস টোই টাকে বেপথু করার ইচ্ছে নেই।
  • Ishan | 202.43.65.245 | ০৭ আগস্ট ২০১৪ ২০:০৬604639
  • এটাই তো বললাম, আমার বাজে লাগে, কারো ভালো লাগতেই পারে।

    তবে গোবিন্দোর নামটা খুল হাল্কা ভাবে বলা। শুধুই প্লেসহোল্ডার। আমি গোবিন্দোর সিনেমা সম্পর্কে একেবারেই অথরিটি না। দেখে উল্টে দিয়েছি।
  • Ekak | 24.99.128.50 | ০৭ আগস্ট ২০১৪ ২১:২০604640
  • যাক , কেও ঘুরে দাঁড়ালো :

    The Logical Indian

    A 17 year old Bihari girl took a knife to a tantric who allegedly tried to ‪#‎rape‬ her for a second time and cut off his penis.

    The man, who is also the girl’s uncle, is currently being hunted by detectives who applauded the young woman’s bravery and courage.

    Police in the Madhepura district of Bihar said the young woman, believed to be aged either 17 or 18, had been raped last month by her uncle, who is known in the local area as a tantric and who performs rituals. When he allegedly tried to assault her a second time, she was prepared , having armed herself with a knife.

    The girl then reported what had happened to a village council. When the council failed to tackle the matter to her satisfaction, the young woman contacted women police officers, located at the local station.

    Senior officer AK Singh, superintendent at the Alam Nagar police station, located around 200 miles east of the state capital, Patna said that the man had abused his position as a member of the family and her trust.

    “The incident happened 20 days ago. Initially the girl went to the [village council] but when that was unable to resolve the matter the case was brought to me,” said Mr Singh. “We then filed a case at the women’s police station.”

    The alleged attacker had fled after the incident and that officers were looking for him. Asked whether any charges had been filed against the young woman, he replied: “Why should we file a case against her? We should applaud her bravery and courage.”

    News Source: http://goo.gl/VNUUsF
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৪ ১২:০১604642
  • মামুর দেওয়া হিন্দুর এই খবরটা কিছুদিন আগেই দেখছিলাম, আর দেখে এই টইটার কথাই মনে হয়েছিল। মনে পড়ে গেছিল, হিন্দুর স্টাডিতে প্রকাশিত এই পরিসংখ্যান গুলো যখন পুলিশ, সমাজকর্মী, উকিলরা বলেছিলেন বলে কোট করা হয়েছিল, তখন সেই কোট করাকে সুবিধাবাদী আখ্যা দেওয়া হয়েছিল, পরিসংখ্যানগুলো দেখে তখন কারুর কারুর হাসিও পেয়েছিলো। সে যাগ্গে। মামুর দেওয়া হিসেবটাকে একবার কোট করিঃ
    '১। ৪০% ক্ষেত্রে "ধর্ষণ"এর অভিযোগ এসেছে, সম্মতিক্রমে ঘটির যৌন আচরণের জন্য। এগুলোকে আমরা সিধে ভাষায় বলি "পালানো"র কেস। ছেলেটি ও মেয়েটি পালিয়েছে, পরে মেয়েটির বাপ-মা-আত্মীয়স্বজন-পুলিশ অপহরণ ও ধর্ষণের কেস দিয়েছে। এটা হল ধর্ষণের অভিযোগের সিংহভাগ।

    ২। ২৫% শতাংশ ক্ষেত্রে (এটাও সম্মতিক্রমে যৌন সংসর্গের ঘটনা), যৌন সংসর্গের পর বিয়ে না হওয়ায়, মেয়েটি ধর্ষণের অভিযোগ এনেছে। -- এটা হল দ্বিতীয় সর্বোচ্চ কেস।

    ৩। ১৭% ক্ষেত্রে, যে অভিযোগগুলি আসে, সেখানে আক্রান্তরা বস্তি বা রাস্তার বাচ্চা (ছেলে এবং মেয়ে) যারা রাস্তায় ঘুমোয় বা সময় কাটায় এবং ফুটপাথবাসিনীদের ধর্ষণ। এগুলো অবশ্যই বলপূর্বক। এবং শাস্তি হয় ৭৫% ক্ষেত্রে।

    ৪। বাকি রইল ১৮%। এটা কোনো আলাদা ক্যাটেগরি না, জাস্ট সংখ্যা মেলানোর জন্য বললাম। সংগে এটাও উল্লেখ থাক, যে, এই ১৮% এর মধ্যে দিল্লী গণধর্ষণের মতো ঘটনা গোটা দিল্লীতে ২০১৩ তে হয়েছে ১২ টা। যেখানে সম্পূর্ণ অপরিচিত এক বা একাধিক লোক একটি অপরিচিত মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।'
    ---------

    ঘটনা হল, অস্বীকার করে তো লাভ নেই, যে, ধর্ষণের অভিযোগের একটা বড় অংশ এগুলো। মানে, যেখানে, যৌন সংসর্গের পর বিয়ে না হওয়ায়, মেয়েটি ধর্ষণের অভিযোগ আনছে।
    আর এটাও তো ঘটনা, যে, অনেকেই এই ধরণের আইনের সপক্ষে। এর আগেও লিখেছিলাম, এখনো মনে করি, এই ধরণের আইন আরো পিছনেই ঠেলে নিয়ে যাচ্ছে, একটা পশ্চাদপদ মানসিকতাকে ইন্ধন যোগাচ্ছে। আর প্রথম ক্যাটেগরি টা নিয়েও আগে জানতাম, কিন্তু সেটা যে সংখ্যায় এত বেশি, জানা ছিল না, পড়ে কিছুটা চমকেই গেছি। এবং এই দুটি ক্যাটেগরির জন্যেই বোধহয় এই পরিচিত ব্যক্তিদের দ্বারা ধর্ষণের পরিমাণ ৯৮% হয়ে যায় !

    এবার ৩ কি ৪ নং ক্যাটেগরিতে ধর্ষণ একটা হলেও খুব খারাপ ঘটনা, কিন্তু তার সাথে প্রথম দুটো ক্যাটেগরি তুলনীয় নয়, আর একসাথে এসে শুধু শুধু পরিসংখ্যান বাড়িয়ে যেগুলো সত্যি বড় অপরাধ, তাকে লঘুই করে দেয় বলে মনে করি।

    আর হ্যাঁ,কয়েক বছরের মধ্যে তুলনামূলক পরিসংখ্যানের কথা কেউ জিগেশ করেছিলেন।
    প ব তে এই সব রকম ক্যাটেগরির ধর্ষণ মিলিয়ে মোট ধর্ষণ
    ২০১১ তে ঃ ২৩৬৩
    ২০১২ঃ ২০৪৬
    ২০১৩ঃ ১৬২৫

    পুরো ভারতে এই সময়ে ধর্ষণের সংখ্যা বেড়েছে। ~ ২৪০০০ থেকে প্রায় ৩৩০০০ ( ধর্ষণের হার বেড়েছে কিনা দেখতে হবে)। তার জন্য বড় কন্ট্রিবিউশন দিল্লি, উঃ প্র ও রাজস্থানের। এবার এর মধ্যে রিপোর্টিং বেটার হয়েছে, সেটাও একটা ফ্যাক্টর।

    (ডিঃ এগুলো নিছক NCRB র পরিসংখ্যান। এর মধ্যে কেউ আবার তিনো-সিপিএম গন্ধ পেয়ে ঝাঁপিয়ে আসবেন না যেন।)

    যেটা বলার ছিল। একটা ধর্ষণ হলেও আর তাই নিয়ে পুলিশ প্রশাসন নীরব থাকলে বা ভুলভাল ভূমিকা নিলে তাই নিয়ে অবশয়ই প্রতিবাদ হওয়া উচিত, আপত্তি হওয়া ইচিত, কিন্তু তার জন্য , সাধারণতঃ যে কথাগুলো শুনি, ধর্ষণ বহুমাত্রায় বেড়ে গেছে, যাচ্ছে, এগুলো বোধহয় না বললেও যে নিন্দনীয় অপরাধ গুলো হচ্ছে, তার গুরুত্ব বা তাই নিয়ে পুলিশ প্রশাসনের বা সমাজের দায়িত্ব কিছু কমেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন