এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 132.167.182.222 | ০২ ডিসেম্বর ২০১৩ ২৩:১৫604410
  • ল কিভাবে তৈরী হয় ? সংখ্যাগরিষ্ট মানুষ সেটাকে নুইসেন্স একটিভিটি হিসেবে কাউন্ট করে মিউচুয়ালি । সেখান থেকে বারবার রিপর্তেদ হয় । বিছিন্ন শাস্তি হয় । এক্সাম্পল সেট হয় । একটা সময় ল হয় ।
    ছেলেরা জোর করে ধরে নেয়না এটা যদি সংখ্যাগরিস্টের ক্ষেত্রে সত্যি হত ,তাহলে এতদিনে আইন ও উদ্ভাবিত হত । কোনদিন ভবিষ্যতে হতে পারে ।তখন ল হবে ।
    স্টেট কখনো সোসাইটির লেয়ার ধরে ধরে ল মেক করতে পারেনা ( ইম্প্লিমেন্টেশন-ভালনারেবিলিটি আলাদা ইস্যু ) । তুমি যেগুলো বলছ সেগুলো একটা লেয়ারে বিশাল সমস্যা হলেও গোটা মাসের কাছে এখনো নগন্য । সেটা সেই ভারত যেখানে এখনো পুরোহিত দিয়ে প্রথম রজস্বলা কে ধর্ষণ করানো হয় যেখানে মুখিয়ারাজ চলে যেখানে মেয়েরা কোথায় কোথায় তন্দুর হয় বা এমেলের ছেলে বাড়ির মেয়ে তুলে নিয়ে গেলে কারো কিছু বলার থাকেনা । ওরকম এক্সট্রিমিস্ট সোসাইটির কথাভেবে তৈরী আইন স্বাভাবিকভাবেই কতিপয় সোবার রাশানাল মেন -কাইন্ড এর প্রতি সমদর্শী হবেনা বলাইবাহুল্য । সেই কারণেই মূল সমস্যার সমাধানে আমি প্রান্তিকদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার বিপক্ষে । লেট দেম উইন ইট ।

    এখানে তুমি একটা পয়েন্ট আনতে পার যে সমস্যা ওরকম লেয়ারে সীমাবদ্ধ না , সব জায়গাতেই দিস্ত্রিবিউতেদ টোটাল কাউন্টে কম হলেও । সেক্ষেত্রে আবার অন্য কথা ।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০604411
  • আমি আইনের এই যুক্তিটাকেই খুব বিপজ্জনক বলব।

    পুরুষরা জোর করে, -- এটা সত্য। মানে আইনত সত্য।

    অন্যদিকে মেয়েরা "কনসেন্ট" নিজেরা দিতে পারেনা, এটাও আইনত সত্য। অ্যাডাল্টারির আইনে, ধর্ষণের পুরোনো (এবং নতুন আইনেও খানিকটা) সেই কথা বলা আছে। মাইনরদের চেয়ে খানিকটা বেশি পারে, কিন্তু পুরোটা না। অতএব, মেয়েরা পুরুষদের মতো স্পষ্ট হ্যাঁ ও না বলতে পারেনা -- এটাও আইনত সত্য। এবং যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠের মতামত কাজেই পুরুষ ও মহিলারা উভয়েই এই ধারণাটাকে বিলং করেন (কারণ শুধু পুরুষ দিয়ে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবেনা)।

    তাই আমি বলব, মহিলাদের এই হ্যাঁ-না দ্বর্থ্যবোধকতার ধারণা একটি সামাজিক ধারণা। এটা স্রেফ পুরুষ-জাতি ভাবে বলে এক কথায় বলে দেওয়া যায়না।
  • a x | 138.249.1.198 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:০৯604412
  • ঈশানের যুক্তিগুলো একটাও টেঁকেনা ইন দ্য বিগ পিকচার। রিপোর্টেড রেপের প্রায় ৬০% হয় আন্ডারএজ মেয়েদের। সেখানে এইসব লাস্যময়ী ছলনাময়ী মেয়েরা হ্যাঁ বলতে বলতে না বলছে এটা মাইক্রোস্কোপের তলাতেও জেনেরালাইজেশনে আসেনা।
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:০৫604414
  • ধুর অক্ষদা বাঁধা বুলি দিচ্ছে। আমি সাধারণ ধর্ষণের কথা তো বলিনি। "সহবাস" নামক ধর্ষণের কথা কইছি। যেখানে "ধর্ষিতা" মাইনর নয়। অর্থাৎ, আপনি মাইনর নন, আপনার মাথায় কেউ বন্দুক ঠেকায়নি, জোর করেনি, মাল খাইয়ে বেঁহুশ করে দেয়নি, স্বেচ্ছায় একটি লোকের সঙ্গে শুয়েছেন, তারপর বিয়ে না হওয়ায় বলছেন "এটা ধর্ষণ হয়েছে"।

    এই প্রাপ্তবয়স্ক মেয়েরা কি কচি খুকি? নিজের দায়িত্ত্বে হ্যাঁ, না বলতে পারেনা? আইন তাইই মনে করে (অন্তত করত তো বটেই)।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৬604415
  • বিয়ের গুরুত্ত্ব যতক্ষণ এইভাবে থাকবে,ততক্ষণ তার লোভও থাকবে।যে সমাজে পুরুষ মানুষ শরীর ভোগের জন্যে বিয়ের 'লোভ' দেখাতে পিছপা হয় না এবং যেখানে এখনো সেই 'লোভ' বিদ্যমান- সেখানে এত নিশ্চিত করে কিভাবে বলে দেওয়া যায় যে স্বেচ্ছায় আপনি শুয়েছেন-কাজেই দায়িত্ত্ব আপনার?
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:১৪604416
  • উল্টো দিকটা ধরা যাক। ধরুন আপনি একজন পুরুষ। একটি মেয়ে আপনার সঙ্গে "প্রেম"এর ভান করল। ধরুন ইউনিভার্সিটিতে আপনি ভালো ছাত্র। আপনার সাহায্য নিল পাশ করার জন্য। নোট পত্তর দেখল। আপনি তাকে পাবেন এই "লোভ"এ এসবে রাজি হলেন। পরীক্ষা-টরীক্ষা মিটে যাবার পর সে আপনাকে বলল যা-যা ঘটেছে ঘটেছে, এখন টাটা।

    এরকম হয় তো। গাদা হয়। আপনি, বলতে পারবেন এটা ধর্ষণ হল? লোকে হাসবে, আপনি আমিও। অথচ আপই মহিলা হলে এই সুযোগটা নিতে পারবেন। কারণ? সমাজে মেয়েদের বিয়ের "লোভ" আছে। মেয়েরা বহুযুগ ধরে বঞ্চিত, নিপীড়িত, ইত্যাদি। খুব ভালো কথা। তাহলে মেনে নিন, মেয়েরা "প্রোটেক্টেড"। বঞ্চনার কারণে, "লোভ"এর কারণে তাদের "হ্যাঁ" কে "হ্যাঁ", "না" কে "না" বলার ক্ষমতা নেই। পরিস্থিতি জাজ করার ক্ষমতা নেই। বর্তমান পরিস্থিতিতেই নেই। এতে যদি মেয়েদের সম্মানে না লাগে তো ঠিকই আছে।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৩604417
  • ভালো নাম্বার পাওয়া আর শুয়ে পড়া একসাথে কিভাবে মিলে গেলো জানি না। এরকম মহিলাকে জানি তো, যিনি নোটপত্তর দিয়ে, বইপত্তর দিয়ে একটা ছেলেকে বহু সাহায্য করলেন,ছেলেটি দিব্যি টাটা করে চলে গেলো- এরকম ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ কোনো তরফ থেকেই এসেছে বলে শুনিনি।এসেছে, যাই হোক নোট কেন, পরীক্ষকের সঙ্গে ফষ্টিনষ্টি ও খুব চেনা বিষয়।ভালো নাম্বার পাবার জন্যে ছেলেরাও বাড়ির বাজার টাজারও করে দেয় শুনেছি। তাতে কি?

    একসাথে শোয়া( গন্ডায় গন্ডায় লোকে শোয়, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ আনে বলে তো শুনিনি- তাহলে জেলে বোধহয় আর জায়গা থাকতো না) আর একটি গাজর ঝুলিয়ে শোয়ার মধ্যে অবশ্যই তফাৎ আছে। যাকে শরীর পাবার জন্যে 'লোভ' দেখাতে হয়, এবং যার 'সেই' লোভ আছে- এতো বেশ স্পষ্ট করেই দর কষাকষির খেলা। এরমধ্যে 'সম্মান'এর প্রশ্ন আসছে কেন?মানে যদি আসে তাহলে পুরুষের ও সম্মানে লাগার কথা-নয় কি?

    আর মেয়েরা বঞ্চিত, নিপীড়িত এতে কোনো সন্দেহ আছে নাকি!
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৪604418
  • হ্যা , প্রটেকটেড তো বটেই । সমগ্র পুরুষ জাতি মিলে মেয়েদের সাপ্রেস করে আর কন্যাভ্রুণ হত্যা করে এমন বেসিক জেন্ডার ইকলোজির মা কী ভোগ করে দিয়েছে যে স্টেট লেভেল প্রটেকশন দরকার । এইযে এতক্ষণ ধরে "হ্যা " আর "না " নিয়ে এট্য তক্কাচ্চি আমরা তার উত্পত্তি কদ্দিয়ে ? একটা জেন্ডার ব্যালান্সড সোসাইটিতে সেম স্তেটাসে একটা ছেলের দায় পড়েছে একটা মেয়ের না শুনেও তাকে হ্যা করানোর জন্যে বারবার চাপ দেওয়ার । তখন একটি মেয়ের ক্ষেত্রেও প্রতিযোগী বেশি তাই চয়েস লেসার । দুদিকের রোগটা এসেছেই সংখ্যাগত এবং সামাজিক অসাম্য থেকে । এটাকে ফেয়ার গেমের জায়গায় আবার নিয়ে যেতে গেলে প্রটেকশন দরকার । তবে সেটা ইন্দিভিদুয়ালের দাদাগিরি নয় । স্টেট লেভেলে ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৪604420
  • সম্পর্ক ভেঙ্গে গেলে ধর্ষণের অভিযোগ তো অনেক হয় বলেই জানতাম ! এই থ্রেডেই আগে দিয়েছিলাম , আবারো দি।

    For starters Agnes points to how there are two distinct groups of rape cases increasingly being reported, where survivors and rapists are in a prior relationship.

    One, there are cases where a man has ended things with a woman, either after a long live-in relationship or a few sexual encounters. Or, there is a man who promises marriage in exchange for sexual intercourse but then goes back on his word. "The woman is left looking for justice and usually approaches the police for help as she feels cheated and hurt with no other recourse," said Agnes.

    Helen Soy, officer-in-charge of the all-women police station in Ranchi, says that in the last year, there have been several instances of girls filing complaints of rape against their long-term boyfriends, and most of these cases are resolved when the boys agree to marry the girl. Only in these cases do officers like Soy intervene to 'arrange' the marriage. "The rape complaint is usually filed by the girl in the hope that we will help her get married to the boy," said Soy, adding that these couples are usually already in live-in relationships....
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৬604421
  • টাটা করার আগে "গাজর" তো সব পক্ষেই থাকে। আমার কল্পিত মেয়েটি যখন নোট-পত্তর নেয়, সে যে গাজরটি ঝোলায় সেটাও তো একই, --"আমাকে পাবে"। নইলে কার আর খেয়ে দেয় কাজ পড়েছে সমাজসেবা করার।

    এবার "আমাকে পাবে" প্রতিশ্রুতি ভঙ্গ = ধর্ষণ, এ যদি হয়, তাহলে মেয়েটিও ধর্ষক, নয় কি? আর তা যদি না হয়, তাহলে "সমানাধিকার"এর দাবী তাকে তুলে রাখাই তো উচিত।
  • riddhi | 146.165.223.5 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৭604423
  • আমাদের সময়ে একটা পিজে চালু ছিল, ভুলে গেছি পুরোটা
    ঐ একজন বলবে 'তুনে মের মন সে খেলা, তুনে মের তন সে খেলা, তুনে মেরা ধন সে খেলা। তুনে মেরা তন মন ধন সে খেলা...' তারপর আরো কিছু কিছু, আর একদম লাস্তে বোদ্ধা কমেন্ট্রি স্টাইলে- 'ওয়েল প্লেড, ওয়েল প্লেড ওয়েল প্লেড'
    মানে খুবি বাজে, কিন্তু মনে পড়ল।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৭604422
  • অক্ষদা, এই মাইনরদের সংখ্যা ৬০% , এটা কোথায় পাওয়া যাবে ? ২০১১ তে দেখেছিলাম, ৩০%। এই দু'বছরে এত বেড়েছে নাকি ?
  • riddhi | 146.165.223.41 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৯604425
  • এই সহবাস/ধর্ষন আইন তো পুউরো যাতা অমানবিক। এটা কি উঠে গেছে এখন? আমি তো পড়তে গিয়ে শিউরে উঠছি, সিরিয়াসলি। এটার জন্য নারীবাদীদের ওপেনলি ক্ষমা চাওয়া উচিত বলেই মনে করি।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৯604424
  • এ যে সেই অরুণাচলের না অসমের মন্দিরের সাইনবোর্ড কেস হয়ে গেল। এফবিতে একজন দিয়েছিলেন। সাইনবোর্ডে লেখা মন্দিরচত্বরের চৌহদ্দির মধ্যে তরুণ তরুণীকে একসঙ্গে দেখিলেই বিয়ে দিয়ে দেওয়া হবে আর ৫০০ টাকা জরিমানা(সেই জরিমানার টাকায় বিয়ের পুরোহিত, ফুল আর সামান্য খাওয়ার ব্যব্স্থা )
    কী অবস্থা!
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০২604426
  • গাজর ঝোলাবার আগে ক্ষেত্র মানে ক্ষেত প্রস্তুত কত্তে হয়। সব ক্ষেতে গাজর পাওয়া ও যায় না- তাও লোকে বয়েসের ধর্মে ক্ষেত কোপায়ঃ))
    পাবার আকাঙ্খার অপর নাম সমাজসেবা - যতদিন বাঁচি ততদিন শিখি!
  • riddhi | 146.165.223.7 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০৩604427
  • এককের কথা কিছু বুঝছি না। আরে কবে কি ভ্রুন হত্যা হচ্ছে, আর কবে জোয়ান ওফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্য আজকের নজোয়ান্দের গাড় মারা কেন বাওয়া?
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০৩604428
  • আরে থানার পুলিশরা তো শুনেছিলাম উল্লসিত হয়ে "চাঁদুর সহবাস কেস" বলে আনন্দে পেটাতো ধরা পড়া ছেলেগুলোকে। মানে আরকি, "আমরা স্লা খেটে খেটে মরে সংসার চালিয়ে তবে কিনা বৌ রাখতে পারি, আর এই চাঁদু ফাঁকি মেরে লুটছে! দে দুই ঝাপ্পড়।"
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০৪604429
  • এটা সত্যি খুব বাজে। মেয়েদের জন্যেও খুব অপমানজনক। আর এই মেয়ে মাত্রেই বঞ্চিত , নিপীড়িত , এই সিন্ড্রোমটা থেকে বেরোনোও দরকার।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০৫604431
  • হেই হেই হেই রিদ্ধি রোককে রোককে। স্লো ডাউন। কন্যাভ্রূনহত্যা আর সদ্যোজাত কন্যা হত্যা কি সেই সুদূর জোয়ান অব আর্কের সময়ের বলে মনে করছেন নাকি????? রীতিমতন বর্তমান কালে হয়ে চলেছে তো! এই আজও।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:০৮604432
  • বাহ, এটা সিন্ড্রোম বুঝি? বঞ্চিত নিপীড়িত এসব সবই সিন্ড্রোম?
    চমৎকার!
    কত কথাই যে জানতে পারি!
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:১৫604433
  • পড়াশোনার নোটস নেওয়া আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এই দুটো জিনিস যারা তুলনীয় করে তোলে--তাদের ক্ষেত্রে তো আমার মনে হয় ওঝা বা ডাক্তার ডাকা দরকার। ঃ-)
  • riddhi | 146.165.223.7 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:১৮604434
  • ঈশান বর্নিত নোট-প্রেম নিয়ে আমি একটা উপন্যাস নামাতে পারি।
    আমি অন্তত নোট কে এইসব ছেদো ভার্জিনিটির ওপরে রাখব।সেমেস্টারের পর সেমেস্টার ধরে রক্ত জল করে বানানো নোটের পাতা। নোট তো না, শিল্প। তাসের আড্ডার ফাকে, ক্লাসে, সেই শিল্পর তিলে তিলে গড়ে ওঠা। তারপর পুকুরপারে কোন অর্বাচীন সুন্দরীর ঐ নোট নিয়ে নিজেকে বাতাস করা। যেন কিছুই না, কাগজ। প্রেমের অছিলায় নোট হস্তগত করা, তো একরকম আত্মাকে ধর্ষন।
    যখন যখন কোন মেয়ে দেখা করতে বলত, আমরা ডিটেল্স চাইতাম। নোট নিয়ে আসতে বলেছি কি? কেন? পড়াশোনা করতে করতে প্রেম ? খবরদার আগে নোট দিবি না। দশদিন যেতে দে। বেকুবগুলো ফেরত আসত সেই রাতেই আনন্দে লাফাতে লাফাতে। কি রে নোট কই। হে হে করছে। মরগে সালা। পোস্ট-ব্রেকাপ মালের খরচা তো আমাদেরি।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:২৩604435
  • আমাকে পাবে বলে নোট নিয়ে টাটা কল্লে খুব খারাপ কাজ হবে সন্দেহ নেই। বিয়ের পরে কেন ,এসো না আগেই ফাঁকা বাড়িতে শুয়ে নেই- বিয়ে তো হবেই এটাও একইরকম খারাপ কাজ।
    খুব সিরিয়াস কিছু না প্রেমে পড়ে লেংগি খেলে ছেলে মেয়ে নির্বিশেষে খিল্লি খায়
    এইদুটিকে এককরে কবে থেকে দেখবো বলে চক্ষু হেদিয়ে গেলো- মেনিমুখো সমাজ একটুও বদলালো না গাঃ(
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:২৪604436
  • এতজ, কথা বাদ দিয়ে দিয়ে কোট করে কেন ? মেয়ে মাত্রেই বলে দুটো শন্দ ছিল। হ্যাঁ, আমি মনে করিনা, সব মেয়ে বা মেয়ে তারা বলেই বঞ্চিত, নিপীড়িত। এনিয়ে আগেও লিখেছি। আমরা মেয়েরা জাতীয় কোনো সমসত্ত্ব সত্তার অস্তিত্ব নিয়েও আমার আপত্তি আছে। আর তাতে করে যারা সত্যি নিপীড়িত, বঞ্চিত , তাদের সত্যিকারের সমস্যাকে ডাইলুট করা হচ্ছে বলেই মনে হয়। যেটা হওয়াটা সত্যি ক্ষতিকারক।
  • riddhi | 146.165.223.60 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:২৯604437
  • আরে,স্টোকস থিওরেম আর বোল্সম্যান ডিস্ট্রিবিউশানের ওপর একটা সেক্সি নোট ছিল আমার একটা সিনিয়রের সেটা আর নেই।

    ঐ গার্লফ্রেন্ড মেয়েটা কিছু নোট-ভুক ছিল মাইরি। কিছু পাবলিক আছে না, যাই ধরুন জেরক্স করতে যাচ্ছেন, হাক দেবে, ওরে আমার জন্য একটা কপি করে নিবি। ঐ মেয়েটা তার এক্স্ট্রিম। ও কম্প-লিট না বাংলা কিছু একটা যদুপুরের। কিন্তু ঐ নোট দেখে পুরো জিভ সুড়্সুড় করতে লেগেছে। মুনমুনীয় স্বরে বলেছে, আমাকে দাও, প্লীজ আমাকে দাও, আমাদের এখানে তো সেমিনার হয় , আমাকে সায়েন্স টিউশান পড়াতে হয় না, কতবার বলেছি, আমাকে ক্যালকুলাস শিখিয়ে দেবে তুমি, কিচ্ছু কর না,এখন সব জায়্গায় ক্যালকুলাস লাগছে, মাডার সোয়ের, আমার বাবা প্রেস ক্লাবে গিয়েছিল, সেখানেও দীপেন আন্কেল ক্যাললুলাস নিয়ে কিসব বলছিল, এই তোমার হাতের লেখা কি সুন্দর, কি নিপুন ভাবে ইন্টিগ্রাল টা একেছ তুমি, এই হাতের লেখার জন্যি আমার কাছে থাকুক এই নোটটা, দাও বলছি।

    নোট দিয়ে বাবু ব্যাক টো প্যাভিলিয়ন।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩০604438
  • হালকা গোলাচ্ছে । যারা "আমাকে পাবে " বলে এবং "বিয়ে করলে " ও বলে ,তারাই বিয়ে না করলে অভিযোগ আনে । এটা নিয়ে অসুবিধে কিসের বুঝছিনা । এত সিভিল কনজুগাল ডীল ব্রেক । রিটেন নয় ,তা বলতে পারো ।
    আর ,
    যারা "আমাকে পাবে " বলে এবং বিয়ে করার কথা আদৌ তোলেনা তারা কি অভিযোগ আনে ? আনে হয়ত । তবে দেখিনি । ওরম হলে প্রচুর গোলন্দাজ অনাথ ওলন্দাজ হয়ে যেত । বাতি জ্বলত অনেক স্সুখের স্সংসারে । থাকতেই পারে এর বাইরে । এই পয়েন্ট তা একেবারেই সীমিত দৃষ্টি থেকে বলছি ।
    আর ,
    যারা "আমাকে পাবে " বলে এবং কোনো এসেক্সুয়াল বারটার আদায় করে সেটাকে টেনেটুনে সেক্স বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুবিধা -অর্থ আদায় বলতে পারো । সহবাসের যুক্তি টিকছে কিকরে ? ছেলেটার বারটার এজেন্ট তো সেক্স নয় । সে তার সার্ভিসটা দেওয়ার পরে বিয়ে পাওয়ার কথা ,পায়নি । আর সার্ভিস দেওয়া কালীন যদি কিছু সেক্স পেয়ে থাকে সেটা তার একাউন্টে অলরেডি ক্রেদিতেদ । কোনো দিক দিয়েই এটা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হচ্ছেনা । কারণ সে বিবাহের শর্তে সহবাসে লিপ্ত হয়নি ।
    (একটা মেয়ে বিয়ের প্রতিশ্রুতি আদায় করে যখন সহবাস করছে ,বিয়ে না করলে পুরোটাই কিন্তু লায়াবিলিটি ।এর সঙ্গে সমাজ পরিবর্তন কবেহবে তার বিশেষ সম্পর্ক নেই )

    মানে এরকম অনেক কেস দেখা যায় কি যেখানে একদম ছেলেরা যেভাবে করে সেভাবেই মাঝখানে এইসব নোটস -পিএইচ্দি কোনো বার্টারের চিন্হ না রেখে একটি মেয়ে একটি ছেলেকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করছে এবং ছেলেটিও সেই প্রতিশ্রুতি না পেলে সহবাসে রাজি নয় ? থাকতেই পারে অনেক ,জানতে আগ্রহ রইলো ।

    বিয়ে ইটসেলফ একটা বারটার এজেন্ট । ইন্ডিয়ান সোসাইটি তে । মুশকিল ,যে সেটা একপাক্ষিক । কাজেই স্টেট কে দায়িত্ব নিয়ে উল্টো দিক টা দেখতে হয় ।
  • riddhi | 146.165.223.33 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩১604439
  • এটোজ, না না এখনি হচ্ছে। কিন্তু এসবের সাথে এই আইনের সম্পর্ক কি? আপনি এই আইনের ডিটেলস দেখেছেন? আমি এটা এক্সিস্ট করত জানতামি না।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৩604440
  • রিদ্ধি,
    ক্যাললুলাস!!!!!
    ঃ-)
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৫604442
  • আমি সহবাস করে কোনো পুং এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনি নি-ফলে আমি নিপীড়িত নই- পাশের পাড়ার বুঁচিদি শংকরদার সঙ্গে শুয়ে শুয়ে বছর বছর গর্ভপাত করাতে যেত- বুঁচিদি ধর্ষণের অভিযোগ আনেনি- ফূর্তিফার্তা ছিলো উভয়তঃ। শুধু মাথা উঁচু করে কোনোদিন চলতে পারে নি। ফলে বুঁচিদি নিপীড়িত নয় সমাজে আমার অবস্থানে দাঁড়িয়ে আমি কি মনে করি তাই দিয়ে ফুরফুরে তর্ক চলতেই পারে- তাতে করে মেয়েরা বঞ্চিত, নিপীড়িত এই সত্য মুছে যায় না।

    তর্ক আর এমপ্যাথি দুটি আলাদা জিনিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন