এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯604543
  • নোটসের খাতা নিয়ে ব্যাপারটা অদ্ভুত লাগলো। নোট্‌সের বিনিময়ে সেক্সের চুক্তি হয়েছিলো কি? চুক্তি হয়ে থাকলে সেখানে চুক্তিভঙ্গ হয়েছে নচেৎ মেয়েটা ছেলেটার "হ্যাঁ" কে "না" ভেবেছে (গ্রে জোন)।
    নোট্‌সের খাতার ব্যাপারে জেনেরালাইজেশনে যাচ্ছিনা।
  • jhiki | 212.67.46.25 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:০৭604544
  • ভাগ্যিস আমাদের নোটভিত্তিক পড়াশোনা ছিল না ঃ))
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:১৪604545
  • আমাদেরো। নিতেও হয় নি দিতেও হয় নি। ঃ-)
  • sm | 122.79.36.37 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:২৩604546
  • চুক্তি নিয়ে ই তো এত গন্ডগোল। নোটস নেবার সময় যেমন চুক্তি হয় না তেমনি সহবাস এর সময় যে চুক্তি টি হয়েছিল সেটি ও অলিখিত। বিয়ে কে যেমন লোকে একটি চুক্তি ভাবে, সহবাস এর ব্যাপার টাও একটা চুক্তি ভাবলে ভালো হয়। চুক্তি র আইন ই স্বীকৃতি র জন্য সেটি কোনো না কোনো ভাবে docoumented হওয়া উচিত। রেশন দোকান থেকে মাল না পেলে কেউ ( যত গরিব বা অশিক্ষিত ই হন না ) যেমন ডু স্লিপ নিতে ভোলেন না এক্ষেত্রে ও তেমনটি হলে ভালো হয়। জন মানসে এই বিবাহ পূর্ব সহবাস টি, বিবাহের মত ই স্বাভাবিক ও মর্যাদা পূর্ণ বলে তুলে ধরতে হবে। এর জন্য চাই জোরদার প্রচার। ডকুমেন্টেশন এর ব্যাপার টা সরকারী সংস্থা, সোশ্যাল নেট ওয়ার্কিং সাইট, রেজিস্টার্ড NGO যে কেউ করতে পারে। তাহলে এই সম্পর্ক কে ধর্ষণ বলা ও যাবেনা, আবার যে ব্যক্তি কে ধর্ষণ এ অভিযুক্ত করা হলো তাকে বিয়ে করার মত মহান কাজ করতে হবে না। নতুবা আর্থিক জরিমানায় সন্তুষ্ট থাকতে হবে।
  • Quatre dans une rangée | 125.112.74.130 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:২৭604547
  • ঝিকি কলেজের উদা ভুলে গেছে।
  • (?) | 69.160.210.2 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:২৯604548
  • একটা ছেলে নোট নিয়েছে, সেক্স দিয়েছে, বিয়ে করেনি। ছেলে হিসেবে এইটা কোন ক্যাটিগোরিতে পড়বে? (সেক্স চুমুর মতো দিলেই নেওয়া হয়, এটা ধরে নেওয়া হবে জেনেই লিখলাম)

    আর শরীরে হাত ঘোরার সময়ে বাসে ট্রেনে কে সত্যি ঘুমোয় আর কে জাস্ট চোখ বন্ধ রেখে আরো বেশি কাছে ঘেঁষে আসে - এইটে মাপা হয় কোন প্যারামিটারে? যুগ যুগান্ত সঞ্চিত বঞ্চনায়? (নাবালিকা কেস বাদ দিয়ে লিখলাম)

    (... সকল ধিক্কারকে জবাব দিয়ে, ইত্যাদি ..)
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩১604549
  • সহবাসে মৌখিক চুক্তি থাকে। লিখিত চুক্তি না থাকাই স্বাভাবিক। দুঃস্থ মেয়েদের বিছানা অবধি নিয়ে যাবার জন্যে বিয়ের প্রতিশ্রুতি যথেষ্ট।
    ঠিক যেমনি বাড়ির বাসন মাজবার মাসির বেতন মৌখিক চুক্তিভিত্তিক। কোনো লিখিত এমপ্লয়মেন্ট কন্‌ট্র্যাক্ট নেই।

    নোট্‌সের সময়ে "নোট্‌সের বিনিময়ে সেক্স করব" গোছের মৌখিক চুক্তি হয় কিনা জানি না। কষ্টকল্পিত লাগছে।
  • jhiki | 212.67.46.25 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৪604550
  • আমাদের তো নোটস লাগত না, ক্লাস নোটসের কথা বলছি না, বই পড়লে ক্লাস নোটস ও তেমন দরকারী কিছু ছিল না। থাকবেই বা কি, সবই তো প্রবলেম আর সল্যুশন।
    তবে ক্লাস মিস করলে কারোর একটা খাতা কপি করে নিতাম।
  • Quatre dans une rangée | 125.112.74.130 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৬604551
  • ওই হল। ওজ্জন্যেই তো...
  • jhiki | 212.67.46.25 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৮604554
  • আমি অবশ্যই ল্যাম্পপোস্টের নীচের বিদ্যাসাগরদের ভুলিনি ঃ-))
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৮604553
  • বিয়ের পর শারীরিক সম্পর্ক না থাকলে যখন ডিভোর্স সেই খাতে ফাইল করা যায়, তখন বিয়ের কন্ট্রাক্ট-এ সহবাস রয়েছে বলেই তো ধরে নেওয়া হচ্ছে নাকি?

    কাছে ঘেঁষে আসলে তো সম্মতি হলো। তক্ষুনি ঘুম থেকে তুলে সই করিয়ে নিতে হবে, ডকুমেন্টেশন।
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৪604555
  • হিন্দু ম্যারেজ এ বাইন্ডিং কন্ট্রাক্ট নেই। শুধু রেজিস্ট্রেশন আছে। ইসলামিক/ক্রিশ্চিয়ান বিয়েতে বাইন্ডিং কন্ট্রাক্ট এ prenup থাকে, ওখানে যদ্দুর মনে হচ্ছে সহবাসের উল্লেখ করে দেওয়া আছে। কেউ কনফার্ম করুন। হিন্দু মন্ত্রে নেই?
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৬604556
  • উইকি বল্লেন-
    One important purpose of the contract is that which makes sexual intercourse legal. This is supported by various Hadiths and quotations:

    Sahih Bukhari, Book 62, #81:

    Narrated 'Uqba: The Prophet (peace and blessings of Allah be upon him) said: "The stipulations [in the marriage contract] most entitled to be abided by are those with which you are given the right to enjoy the (women's) private parts."

    Al-Mughni (by Ibn Qudaamah), Kitab al Nikah:

    ... the Prophet (peace and blessings of Allah be upon him) [said]: "The most deserving of conditions to be fulfilled are those by means of which sexual intercourse becomes permissible for you."
  • sm | 122.79.36.37 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:০৪604557
  • @ সে, দেখুন গরিব ও অশিক্ষিত বা অল্প শিক্ষিত দের কথায় পরে আসছি। তারা তো সমাজের সর্বস্তরেই বঞ্চনার শিকার। আমি অতি আধুনিক' যেমন IT তে কর্মরত মহিলা বা ডাক্তার ইঞ্জিনিয়ার, এরাও কি বিবাহ পূর্ব সহবাস কে বিবাহের সমান মর্যাদা দেন? তারাও কেন ডকুমেন্টেশন নিয়ে কথা বলেন না। বরং আইন এটাকে ধর্ষণ বলেছে তাতেই আংশিক সন্তুষ্ট থাকেন। এই আইন টি কোনো পার্টনার কেই খুশি করে না।অনেক তা ৪৯৮ অ ধারার মত। এটি খালি অবদমিত জ্বালা কে শান্ত করে মাত্র।
    গরিব মানুষদের কথা হিসেবে বলতে পারি তারা যখন, বিবাহ পূর্ব সহবাস এটি কে ঘৃনা না করে, মর্যাদা দিতে শিখবে তখন সমাজের সব স্তরেই আইন টির প্রয়োজন ফুরোবে।
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৫604558
  • শুধু আইটি ও ডাক্তার/ইন্জিনীয়ারের বাইরেও যে একটা প্রকান্ড বিরাট ভারতবর্ষ রয়েছে। আইটি ও ডাক্তার/ইন্জিনীয়ার অতীব সংখ্যালঘু। শুধু তাদেরকে দিয়ে মাপলে চলবে? তারা কি এইসব সহবাস কেস ফাইল করে?
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৪২604559
  • হিন্দু বিয়ের মন্ত্র কজন বুঝে আওড়ায়? কিন্তু সেই সিনেমাটার নাম ভুলে গেছি সুচিত্রা সেনের ডবল রোল। উত্তর ফাল্গুনী কি? সেখানে হিন্দু ম্যারেজের একটা জোর ছিলো - বউ কে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়া। সেটা সম্ভবতঃ উঠে গেছে।
  • প্রশ্ন | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:৫২604560
  • সহবাসের ডকুমেন্টেশন কেমন করে করব বুঝতে পারছিনা। একটা গোলাপী বিলবই ছাপিয়ে রসিদ নেব, না কি?
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৩604561
  • কোনো কোনো দেশে সহবাস ডকুমেন্টেড থাকে। লিভ ইন্‌ পার্টনারদের ট্যাক্স ডিক্ল্যারেশন একসঙ্গেই করতে হয়। একটা গোটা ফ্যামিলি হিসেবেই ধরা হয়। সেক্ষেত্রে লিভ ইন্‌ পার্টনারদের বাচ্চা জন্মালেও একই নিয়ম। অনেক দেশেই এখন বিয়ে খুব একটা পপুলার নয়।
    তবে ছাড়াছাড়ি হয়ে গেলে ফর্ম্যাল ডিভোর্সের কেস করতে হয় না। কিন্তু তখন আলাদা আলাদা ট্যাক্স ডিক্ল্যারেশন। ভারতবর্ষে সেটা এখনো নেই। একই ঠিকানার মধ্যে থাকলে এটা করা যেতেই পারে। গে/লেস্‌বিয়ান কাপ্‌ল্‌রাও এই নিয়মের মধ্যে থাকতে পারে।
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৬604562
  • সহবাস মানে সেক্স , না লিভ-ইন ?
    আমি সহবাস মানে সেক্স ভাবছিলুম
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭604564
  • আমি ভাবছিলাম লিভ্‌-ইন্‌।
    সেক্স্‌ তো নোট্‌সের সঙ্গে এক্স্‌চেঞ্জেবল্‌।
  • aka | 79.73.9.7 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:১১604565
  • আমাকেই উল্টে নোটস নিতে হত। দেশ ও দশের কথা ভাবতে গিয়ে নোটসের কথা ভাবা হয় নি। কিন্তু হায় কেউ তো কোনদিন .... অভাগা যেদিকে যায় ইত্যাদি ইত্যাদি।

    বিটিডাব্লু, আমাদের এজি নোটস দিতেন বোর্ডের পর, ভালই লাগত পড়তে। পরে চালাক হয়ে দেখলাম আউটলাইনটা পড়া থাকলেই যথেষ্ট।
  • সাবধানী | 181.25.193.131 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩604566
  • বিনে রসিদে কিস্যু করা চলবেনা।
  • sch | 132.160.114.140 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬604567
  • রসিদ দিলেই তো ভ্যাট লাগবে
  • সে | 203.108.233.65 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৮604568
  • বিয়ের সার্টিফিকেট ও রসিদ। ভ্যাট আলাদা।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৩604569
  • যা দেখছি, এই যে ধর্ষণের বেশিরভাগই হয় পূর্বপরিচিতের দ্বারা, তার আবার বেশিরভাগই এই ক্যাটাগরিতে ধর্ষণ।

    সোসেনের দেওয়া লিংটা থেকে , এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস=ধর্ষণ , এই কেসগুলো কীরকম হারে হয় ঃ
    It is difficult to find precise records on these cases. A senior official at the Delhi Commission on Women, which tracks sex crimes, said that false-promise cases account for about a quarter of the average 250 cases a month that the police refer to nonprofit counseling centers.

    A review of one Delhi police district's reports shows that, of 200 referrals to the agency in the first 10 months of the year, 111 were rape complaints, 48 of which involved adult women. About half of those involved couples in long-term relationships, the report noted, in some cases living together.

    In Mumbai, lawyer Flavia Agnes, who works with rape survivors, says, "I would roughly put it that one-third of total cases recorded as rape belong in this category."

    আগেও কিছু হিসেব দিয়েছিলাম। সেগিলোও বেশি বই কম নয়।

    ডিঃ পুলিশ বা আইনজীবীর উল্লেখ আছে দেখেই লোকে না বুঝে আবার ঝাঁপিয়ে পড়বে না আশা করি। রিপোর্টেড কেস এদের রেকর্ডকেই বোঝায়, সেটা আশা করি বোঝানো গেছে।

    btw, এই রেফারেল এজেন্সিগুলোর কাজ কী ?
  • (?) | 69.160.210.2 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৮604570
  • কাছে ঘেঁষে আসলে তো সম্মতি হলো। তক্ষুনি ঘুম থেকে তুলে সই করিয়ে নিতে হবে, ডকুমেন্টেশন।

    - ওরে বাবা, সেই কাছে ঘেঁষে আসা অন্য লোকেদের কেউ গেজ করছে বুঝলেই তক্ষুনি ছিটকে দূরে সরে যাওয়াও থাকবে, মুখ বিকৃতিও থাকবে। ডকুমেন্টেশন? অন্যের কাছে নিজের মর্যাদা কমে যাওয়ার মূল্যে? কভি নেহি। এমনকি যার থেকে স্পর্শসুখ নেওয়া হচ্ছে অনবধানের অভিনয়ে, সে বুঝতে পেরেছে বুঝলেও সরে যাওয়া থাকে অনেক সময়। আবার উল্টে আরো বেশি লজ্জাত্যাগে গায়ে গায়ে মিশে যাওয়াও থাকে কনসেন্সুয়াল। ডেসপারেশন। স্টারভেশনের ম্যানিফেস্টেশন খুব সহজ নয় সব সময়। জেনারেলাইজেশনের মা বাপ করার সময় অবশ্য এসবই বিচ্ছিন্ন ঘটনা।
  • sosen | 125.241.49.175 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৯:১০604571
  • স্পর্শসুখ দেওয়ার অত দরকার কি বাপু?
  • sm | 122.79.36.86 | ০৩ ডিসেম্বর ২০১৩ ২০:১৮604572
  • এখানে সহবাস বলতে একটি বেশ কিছু দিন ব্যাপী প্রক্রিয়া কে বলা হচ্ছে, যেখানে দীর্ঘদিন সহাবস্থান এর পর সম্পর্ক কে বিবাহ এর দিকে নিয়ে যাও আ হবে। তাই এই প্রতিশ্রুতি। এখানেই ডকুমেন্টেশন এর প্রয়োজনীতা। এটি কোনো বিছিন্ন ঘটনা নয়। ডকুমেন্টেশন, সম্পর্ক কে আলদা মর্যাদা বা গুরুত্ব আরোপ করতে সাহায্য করে।
  • sosen | 125.241.49.175 | ০৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩৮604573
  • সহবাস আইনের সহবাস মানে সেক্সুয়াল ইন্টারকোর্স। তাই নয় কি?
  • riddhi | 84.138.207.162 | ০৪ ডিসেম্বর ২০১৩ ০২:২৬604575
  • ঈশানদা যে কেসগুলোর কথা বলছিল, তারা কোন স্রেটা থেকে আসছে? যাস্ট কিউরিয়াস। কতখানি অপপ্রয়োগ হচ্ছে, দেখা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন