এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৯604477
  • কী অদ্ভুত ! জানেন না, কারণ সামাজিক নির্মাণ সেটাই আর সেই না জানটাকেই আরো বৈধতা দেওয়া হচ্ছে হয়েছে এর মাধ্যমে, সেটাই তো বলা হল !
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:০২604478
  • অন্ধকার রাস্তায়, ভিড় বাসে, নির্জনতায় মেয়েদের গায়ে, বুকে হাত দেওয়া ছেলেদের পার্সেন্টেজ কিরকম রিদ্ধি? এদেরকে কি কেসে,কি সংখ্যায় তোলা হয়েছে,হয়-এর কোনো পরিসংখ্যান আছে?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:১১604479
  • এই যে, একক এবং অন্যদের জন্য। এরকম কেস কত হয় ঃ

    Sex after a false promise of marriage is the leading category of rape in the state, as per a CID report. While 760 cases were registered in 2011, 880 were filed last year, an increase of 15.8%.

    এটা মহারাষ্ট্রে। বলচে এটা লিডিং ক্যাটেগরি।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:১৫604480
  • এটা পঞ্জাব।

    Amid a high rate of registration of rape cases in Punjab, numbering 63 in December alone, a top state police official today said many sexual harassment cases are lodged due to "ill will, illicit relations and false promises to marry."
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:১৯604481
  • এটা একটু পড়া হোক।

    ...Across India, police and women's advocates say they are dealing with a flood of rape complaints like Ms. Gautam's. No one keeps a tally, but the cases are common enough that police in the capital city of New Delhi have a special term for them: "false promise" complaints, referring to men who promise marriage in hopes of persuading a woman to agree to sex.

    Young women in India are gaining far greater social freedoms—to work, to study, to date—than in the past. However, for large parts of the population, tradition still holds that premarital sex is an absolute no-no with harsh consequences. Pregnant, unmarried women in particular may suffer ostracism from families, a sole avenue for support, as well as harassment.

    Paradoxically, filing a rape complaint to try to secure a marriage is one of the few tools these women have to achieve social acceptance. Interviews nationwide with more than two dozen law-enforcement officials, lawyers and women's advocates, as well as women who themselves used India's rape law this way, suggest the practice is relatively common. And it is legal, as courts have ruled....

    http://online.wsj.com/news/articles/SB10001424052702303460004579192040826366178
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:২৮604482
  • এই সামাজিক নির্মাণ হ্যানো ত্যানো কতগুলো আঁতেল বকবক করার মতন পজিশন থাকে কটা মেয়ের? চারিদিকে যেখানে উঁচিয়ে আছে হাজারো ধারালো বল্লম! সেইসব মেয়েদের একচুলও উপকার হবে এইসব আঁতেল বকবক শুনে বা পড়ে?
  • sm | 122.79.36.248 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৩০604483
  • বিবাহ পূর্ব সহবাস ও প্রতিশ্রুতি ভাঙ্গা করা পারস্পরিক অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। এখানে মেয়েটি অ্যাডাল্ট না হলে (ধরা যাক পুরুষ টি অ্যাডাল্ট ) তাহলে ছেলে টির শাস্তি ধর্ষণ হওয়ায় জন্য যে শাস্তি প্রাপ্য তাই হওয়া উচিত।
    মেয়েটি অ্যাডাল্ট হলে চিত্র টি আলাদা। এখানে যেহেতু কোনরকম জোর করা হয় নি, তাই এটি ধর্ষণ পদবাচ্য নয় । রিলেশনশিপ ভাঙ্গার অপরাধে আর্থিক জরিমানা করা যেতে পারে বড়জোর । অবশ্যই আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে, মেয়েটির জন্য আইন এর biasness থাকবেই। কারণ আমাদের সমাজে সিঙ্গেল mother এর কোনো স্থান নেই।
    কিন্তু আইন সবসময়েই ডকুমেন্টস এর পক্ষপাতি। তাই সহবাসের সাথে সাথেই, বিসয় টি কে documented করা উচিত। এটি রেজিস্ট্রি ম্যারেজ এর মত, আইন ই আপ্তসহ্য়াহক এর উপস্থিতি তেও হতে পারে বা কোনো রেজিস্টার্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ টিক বাক্স মারফত ও হতে পারে। অপসন দেও আ থাকবে,পার্টনার দুজন ভবিষ্যতে বিবাহ করতে ইচ্ছুক কিনা অথবা রিলেশনশিপ ভেঙ্গে গেলে উপযুক্ত compensation দিতে অথবা সন্তান সন্ততি র দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা। এর জন্য চাই জোর সামাজিক প্রচার ও সচতনতা। যাতে ভবিষ্যতে মেয়েটির অবস্থা না ঘরকা না ঘাটকা হয় বা ছেলে টি কে ধষণ এর অপবাদ বা শাস্তি ভোগ করতে হয়।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৩৬604484
  • অত্যন্ত ইমব্যালেন্স্ড একটা সমাজে যেখানে সমস্ত দায়দোষ বেশীরভাগ সময়েই এসে পড়ে মেয়েদের ঘাড়ে, ভিক্টিমকেই ভিক্টিমাইজড করা হয়, সেখানে " এইসব যৌনতা তার ফুর্তি এই হলো তোমার মুক্তি" এটাকে শয়তানি সূক্ষ্ম একটা চাল বলেই মনে হয় আমার ব্যক্তিগতভাবে। কারণ এতে সামাজিক বা অর্থনৈতিকভাবে কোনো ক্ষমতায়ন মেয়েদের তো হয়ই না, বরং ফাঁদগুলো আরো হা হয়ে ওঠে। আল্টি প্রফিট ওঠায় পুরুষরাই।
    সেই যে কোন নেকুনেকু ছোঁকমার্কা লেখক লিখেছিলেন "ট্রামে বাসে এইসব খোঁচা এনজয় করুন, এই তো আপনার মুক্তি!"
    মাঝে মাঝে অবাক লাগে!
    আমি আমার বোন, কন্যা, বা কন্যাসমাদের সবসময় এই শয়তানি ফাঁদটি সুযোগ পেলেই দেখিয়ে দেবো। তাদের খুব মজবুত করে বোঝাবার চেষ্টা করবো, আগে অর্থনৈতিক ভাবে ক্ষমতা হস্তগত কর, সামাজিকভাবে উপরে ওঠ, তারপরে আঁতলামোর অনেক সুযোগ পাবি।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪০604485
  • তাহলে এই সব 'শয়তান' দের কে বিয়ে করতেই বা চাওয়া কেন ? ঃ)

    ইন ফ্যাক্ট বিয়েটাই বা আদৌ করা কেন ? সেটা পুরুষের 'আল্টি প্রফিট' ওঠানোর ব্যবস্থা করা একটা 'শয়তানি ফাঁদ'অকে সামাজিক ও আইনি বৈধতা দেওয়া নয় কি ?
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৪604487
  • এই মেরা ভারত মহান সমাজে একমাত্র বিয়েতেই সমাজস্বীকৃত মানটুকু পায় কিনা মেয়েগুলো, সন্তানগুলো ও জারজ হয়ে সবার চোখে হেয় ও কোনো ক্ষেত্রে সমাজবিরোধী হয়ে পড়ার হবার হাত থেকে বাঁচে, সেটাই মনে হয় আপত্তির?
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৪604488
  • যে দেশে পুড়িয়ে মারা, খাপ, অনার কিলিং জলভাত সেখানে পুলিশ ধোয়া তুলসি পাতা এবং তাদের মুখনিঃসৃত বাক্য বেদবাক্য মেনে নিয়ে পারলে ক্ষেত্রবিশেষে সুবিধে হয় বটে, বাস্তব অবস্থার পরিবর্তন হয় নাঃ)

    সমাজের বস্তাপচা ধারনাগুলোকে বদলানো গেলে তারপর মেয়েদের যৌনতাবোধ এবং তার উপভোক্তা হিসেবে মেয়েদের অবস্থান কি হবে সেই নিয়ে চায়ের কাপে তুফান তুল্লে শুনতে বেটার লাগবে।

    আর আইন সাধারণ ভাবে বহুমানুষের সুবিধের কথা ভেবে তৈরি হয়। তার সুযোগ অন্যায় ভাবে কিছুলোক নেয় বলে- সেই লোকেরাই সংখ্যাগুরু এমন ধরে নেবার কোনো কারণ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এখনো দেখছি না।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৭604489
  • বস্তাপচা ধারণা গুলো আছে বলে বস্তাপচাতর ধারণাগুলোকে প্রোপাগেট করা হোক। আইন বানিয়ে। রানারা ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৯604490
  • women's advocates শব্দটাও ইগনোর করে গেলে ক্ষেত্রবিশেষে সুবিধা হয় বটে ঃ)
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫১604491
  • না মেয়েরা রামরাজ্যে বসে যৌনতা উপভোগ করতে শিখুন- আমরা বস্তাখুলে রকেট চড়ে মঙ্গল অভিমুখে যাত্রা করি।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫২604492
  • আহা, উইমেন্স অ্যাডভোকেটরা যেন নেমে এলেন বেহেস্ত থেকে, ফেরেস্তা, ডানায় উড়ে এলেন, মহান কর্ম করে আবার চলে যাবে। যেন এই খাপ হনার কিলিং পুড়িবে কন্যা উড়িবে ছাই সমাজের কেউ না তারা।
    বাহবা!
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৩604493
  • ওহো, এক্ষেত্রে আবার women`s advocates শব্দটা ধারেভারে খুবই শক্তপোক্ত!
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৮604494
  • শক্তপোক্ত বলেই বোধহয় অথচ সেটাকে কনভেনিয়েন্টলি ইগনোর করা হয় ঃ)
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:০২604495
  • নাঃ সুযোগসুবিধে মত নিজের দিকে ঝোল টানাকে সুবিধেবাদ বলা হয়ঃ)
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:১০604496
  • আর যেখানে রিপোর্টেড কেস নিয়ে কথা হচ্ছে, সেটার সংখ্যা জানতে চাওয়া হয়েছে, সেখানে পুলিশ ফাইলে কোটেড কিসের সংখ্যা জানালে সেটাকে বেদবাক্য বলে টন্ট করাটা জাস্ট হাস্যকর।
    Sex after a false promise of marriage is the leading category of rape in the state, as per a CID report. While 760 cases were registered in 2011, 880 were filed last year, an increase of 15.8%.
  • riddhi | 117.217.133.184 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৯604498
  • এটোজ আর ম দি;
    যে বেসিক পয়েন্টে গোলমাল- রাস্তাঘাটে মেয়েদের নিগ্রহের সাথে এই আইন কিভাবে সম্পর্কিত? অমুক জায়্গায় হিন্দুরা মার খাচ্ছে বলে তমুক জায়্গায় মুসলমানদের মারতে হবে- এইরকম যুক্তি হচ্ছে।
    আমাদের দেশে মেয়েদের বিয়ে করার একটা আলাদা তাগিদ থাকতে পারে স্বনির্ভরতার কারণে। সেখানে তাও একটা ইকনমিক লসের এঙ্গেল আছে, কিন্তু রেপ, ক্রাইম এসব এনে কি মুক্তি আসবে?

    আর আজকের যুগের শহরান্চলের মেয়ে !- তারা এই ৬০এর দশকের হিরৈনদের মত প্রতিশ্রুতিকে গসপেল ভেবে সেক্স করছে, আর বিয়ে না হলে আকাশ থেকে পড়ছে-এত নাইভ স্ক্রিপ্ট কোন বি-গ্রেড সিনেমা প্রডিঊসারো এক্সেপ্ট করবে না। (এটা এখনকার শহুরে মধ্যবিত্ত নিয়ে আমার ওবসার্ভেশান)
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪০604499
  • রিদ্ধি, নিজের যুক্তি নিজেই কন্ট্রাডিক্ট করছেন তো! এতই যদি মুক্তসেক্স সমাজ, তাহলে ঐ শুতে গিয়ে ঐ প্রতিশ্রুতিটা কেন? তাহলে তো পরিষ্কার এই বলতো, "আয় তুই আর আমি ফুর্তি করে নিই, তারপরে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। এতে রাজী আছিস? " তা তো না ব্যাপারটা!
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৫০604500
  • কী বিচিত্র আইন !

    With the complainant's consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant's consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.
    .. এরকম হলে সেটা আইনতঃ সেক্স্যুয়াল অ্যাসল্ট।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:০৪604501
  • রিদ্ধি, শহরাঞ্চলের মেয়ে নিয়ে আর বেশি কিছু বলার নেই। এরা সিরিয়ালের ঢং এ সাজে, সন্তোষীমাতার ব্রত করে, হাতে তাবিজ-কবচ,আংটি, মাদুলির বিরাম নেই- সেক্স উপভোগে এরা অসম্ভব আধুনিক আর মুক্তচিন্তার এইরকম ভাবতে পারলে আমারও দিব্যি লাগতো। আপাতত তা যখন দেখছি না, তখন সি-ডি গ্রেড না,আমার তো চিন্তা হচ্ছে,সহমরণ কি অন্তর্জলীযাত্রার রিপিট টেলিকাস্ট না দেখতে হয়।
    আর আলোচনা যে কেবলমাত্র শহরের মেয়েদের নিয়ে হচ্ছে, শহরতলি আর গ্রামের মেয়েরা যে তালিকাতে ঠাঁই পায়নি, বুঝতে পারি নি।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১৪604502
  • পাই
    এই কেসগুলো তো মেয়েদের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে ছেলেরা ।
    আমি তখন থেকে ইশেনের উল্লিখিত কেস চাইছি । যেখানে মেয়েরা ছেলেদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গেসহবাস করে পরে আর বিয়ে করেনি ।
    দাবি অনুযায়ী , এরকম কেস নাকি বাড়ছে । যেখান থেকে ঐসব নোটস এর গল্প এলো । আগের উদাহরণ থেকে তো আমার বক্তব্যই প্রতিষ্ঠা হয় যে আমাদের দেশে এই ঘটনার ভিকটিম একপেশে ভাবে মেয়েরা ।
    আর উকিল-পুলিসেরা কী বলছেন ওটাকে কাউন্ট করতে পারছিনা ,স্যরি । ওটা একটা হাইপার প্যাত্রিয়ার্চাল ক্লাস। ওখানে মেয়েরা অবধি মেয়ে ভিকটিমকে অপমান করে । ওদের কোট করা শুরু করলে যেকোনো সামাজিক ইস্যু তে আগমার্কা সব বক্তব্য পাওয়া যাবে । ডিভোর্স লয়ার রা যেভাবে অফ টাইমে মেয়েদের চোদ্দগুস্টি উদ্ধার করে নিজেদের পিয়ার গ্রুপে সে এক দেখার জিনিস ।
    এনিওয়ে ।আবার উদাহরনেরপেক্ষায় রইলুম ।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১৬604503
  • a top state police official today said many sexual harassment cases are lodged due to "ill will, illicit relations and false promises to marry''.
    হাসির খোরাক উপচে পড়ছে।
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১৮604504
  • কিন্তু কথা হচ্ছিল, আইন কেন মেয়েদের দিকে ঝুঁকে তৈরী করা হয়েছে। রাস্তাঘাটে মেয়েদের নিগ্রহ হয় কি না হয় সেটা তো প্রশ্ন না। হলে পর কি ভাবে তাকে এনকাউন্টার করা হবে সেটাই প্রশ্ন।

    রিলেটেড প্রশ্ন- যে কোনো প্রটেকশন ল কেন তৈরী করা হয়? এস সি এসটি ট্রাইবাল দের সুরক্ষা জনিত বা মেইন স্ট্রীমে নিয়ে আসার জন্য যে বহুবিধ আইন রয়েছে সেগুলি থাকা কি দরকার? নাকি প্রথমে আদতে যে সমাজে সাম্য নেই, সেটাকে সাম্যযুক্ত সমাজ বলে ধরে নেব? নিয়ে নতুন আইন ফ্রেম করব?

    অথবা সাম্য এসে গেছে , আমরা টের পাই নি, কোনটা ?

    আট বা নয় বছর বয়সে মামার বিয়েতে হাওড়া থেকে গাড়ি করে শ্যামনগর ফিরছিলাম মাঝরাতে। বরযাত্রীর গাড়িতে নয়, আলাদা একটি গাড়িতে, পিছনে মা, দুই মাসি তাঁদের ছোট ছেলেমেয়েদের নিয়ে। আমি সামনে, ড্রাইভারের পাশে, কোনো আত্মীয় পুরুষের কোল ঘেঁষে। না, পরিচয় লুকচ্ছি না, আমার মনেই নেই কে ছিলেন তিনি। কিন্তু ফ্যামিলির-ই কেউ। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে খুব ব্যথা লাগতে থাকে, শরীরের বিভিন্ন অংশে, খাবলানো হাতের স্পর্শ। কিন্তু খুব ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন ভাবছিলাম, জেগে উঠি, আবার ঘুমিয়ে পড়ি, এইরকম। পরের দিনও শরীরে সেই ব্যথা ছিল। ছোটবেলা কেটে যেতে থাকলে যখন বুঝেছি ঐটি মলেস্টেশন ছিল, তখন অনেক মনে করার চেষ্টা করেছি, উনি কে ছিলেন। মা, মাসীরা কারোর-ই মনে ছিল না। এখনো একা থাকলেই মনে করার চেষ্টা করি। আমার আশে পাশেই কোথাও সেই লোকটি আজ-ও আছেন। আমি শুধু তাঁকে চিনিনা। আমার আরো কতগুলি ছোট ভাইবোন আছে। কাদের আর নাড়াচাড়া করেছেন তিনি জানিনা। কিন্তু আজ-ও কোনভাবে যদি মনে পড়ে, একবার-ও না ভেবে, যে তিনি কে, আমি অভিযোগ করব ভাবি। প্রমাণ করতে পারবই না। কোনো এভিডেন্স নেই। কিন্তু তবু কেসটা উঠবে। কারণ there is a presumption of 'no consent'। সেটুকুও আমার কাছে যথেষ্ট।

    এই জন্য উল্লেখ করলাম যে এরকম অভিজ্ঞতা বা এর থেকে কঠিন অভিজ্ঞতা অনেক মেয়েদের রয়েছে, এবং এভিডেন্স নেই। বিযে হবে না জেনে সেক্স করার মত মেয়েও ভারতে খুব কম। বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েদের হাতে কোনো এভিডেন্স থাকেনা। সুতরাং presumption of 'no consent' আমার খুব জরুরি মনে হয়।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:২২604505
  • প্রশ্ন তো এখানেই , যে একে ভিক্টিম বলা হবে কিনা ! এরা রেপের ভিক্টিম বলে তুই মনে করিস ? সেই ভাবনাটা রিগ্রেসিভ নয় ?

    আর, নিজেকে কন্ট্রাডিক্ট করলি। এই কেসগুলো থেকে যদি এটা প্রতিষ্ঠা হয়, মেয়েরাই ভিক্টিম হচ্ছে, উকিল পুলিশও কিন্তু সেটাই বলছেন। বলছেন, এরকম প্রতিশ্রুতিভঙ্গের কত বেশি কেস রিপোর্টেড হচ্ছে, সেই নিয়ে। সেগুলো না ধরার কী কারণ ? উকিল পুলিশ বলেছে বলেই কত কেস রিপোর্টেড হচ্ছে, সেটাও মিথ্যে হয়ে যাবে ?! আর সেটা হলে তোর প্রথম পয়েন্ট ই বা ভ্যালিড হচ্ছে কীকরে ?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:২৪604506
  • কী অদ্ভুত ! এই গ্রাউণ্ডে কেস নথিভুক্ত হলে সেটা বলা যাবে না ! এগুলো তো ভারতীয় আইন অনুযায়ী অপরাধই।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:২৭604507
  • ill will, illicit relations and false promises to marry প্রসঙ্গে বললাম। এগুলো নিয়ে হাসি পাবার কারণ দুর্বোধ্য।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬604509
  • যেখানে সোসাইটি রিগ্রেসিভ সেখানে ল্য কি সোশ্যাল রিফর্ম করবে ? ল্য এর কাজ পটেনশিয়াল ভিকটিম কে প্রটেক্ট করা । ল্য নিজে প্রগ্রেসিভ বা রিগ্রেসিভ কিছুই হয়না । আমি প্রথম থেকেই ল্য -এর ঘাড়ে ওই এদ্জেক্তিভ তা চাপছে কেন তাই বুঝিনি ।
    ল্য যদি পটেনশিয়াল ভিকটিম কে প্রটেক্ট না করে সেটা ইনএপ্রপ্রিয়েট । যেমন শরিয়া ল্য । মেয়েদের দোষী ধরে নিয়েই সব স্ট্রাকচার ইম্প্লিমেন্তেদ ।

    আর "ভিকটিম " কথায় চাপ কী ? এর মধ্যে অত মান-অপমান ই বা আসেকদ্দিয়ে ? যেকোনো নুইসেন্স একটিভিটি যার ওপর করা হচ্ছে বলে মনে হচ্ছে সেই ভিকটিম ।
    এবং এখানে সেটাকে নুইসেন্স একটিভিটি হিসেবে সনাক্ত করছে ভিকটিম ও রাষ্ট্র সবাই । এই যে রেসিসম , আমি যদি মাঙ্কি বলি কাওকে সে অপমানিত হবে সেটাও তো
    স কলড "সামাজিক নির্মান " । তাতে কী ? তাহলে এর বিরুদ্ধে ল্য রিগ্রেসিভ ? একচুয়াল ঘটনা হচ্ছে আমি একটা লোককে রেসিয়াল ডিফারেন্স টেনে অপমান করছি এন্ড দ্য ইন্তেন্ট ইস ক্লিয়ার । আমি একটা ছেলেকে "লেডিস " বলে র্যাগ করলেও তাই । "লেডিস " বললে অপমানিত বোধ করা তো সামাজিক নির্মান এটা সেখানে পয়েন্ট নয় । ইন্তেন্ট ওয়াস রাগ্গিং । সানি টা জাস্ট টুল । তখন ল্য সেই ছেলেটিকে সাপোর্ট দিলে সেটা রিগ্রেসিভ নাকি ।

    আর ,পুলিশের কাজ কে ধর্তব্যের মধ্যে ধরি । "বক্তব্য " কে নয় । দে আর নত দেয়ার তু স্টেট দেয়ার অপিনিয়ন । তোর্ কোটেশনে ওরা এই কেসগুলো নিয়ে কি "ভাবছে " এই দিক তা বেশি ছিল । তাই নেগেট করেছি । কত কেস রিপর্তেদ ইত্যাদি ওদের পেপারস বলুক । সাথে কেন রিপর্তেদ এর ব্যাখ্যা ওদের কাছ থেকে ধার করলে কাল দেখবি কোন জজ সাহেব গম্ভীর হয়ে বক্তব্য রাখছেন মেয়েদের দোষেই সমাজের বেশিরভাগ ডিভোর্স হয় । তখন সেটা কাউন্তেব্ল রেফারেন্স হবে তো ? ইটা সমাজের সবচে রিগ্রেস্দ ক্লাস । গড কমপ্লে ক্সে ভোগে । তাই তাদের ডেটা নিলেও ব্যাখ্যা কাউন্ট করছিনা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন