এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 113.240.235.67 | ০১ ডিসেম্বর ২০১৩ ১১:০৬604343
  • একককে ক দিয়ে গেলাম।
  • s | 182.0.249.87 | ০১ ডিসেম্বর ২০১৩ ১১:৪৬604344
  • একক কে 'ক'। কিন্তু যেমন ছেলেরা 'না' কে 'হ্যাঁ' করার জন্য বিরক্তিকর ঝুলোঝুলি করে, তেমনি অনেক মেয়েরাও ছেলেদের 'না' কে 'হ্যাঁ' করার জন্য অনেক ডেস্পারেট স্টেপ নিতে পারে। দুইক্ষেত্রেই কারণ ইগো স্যাটিসফেক্সন।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১১:৪৯604345
  • একক তীব্র জেনারালাইজেশন দোষে দোষী। এবার আমি মেয়েরা কেমন বলতে শুরু করলে কি ভালো হবে? :)
  • Ekak | 132.167.220.73 | ০১ ডিসেম্বর ২০১৩ ১১:৫৮604346
  • না বলতেই পারো ।আমি যা ফেস করেছি তাই বোল্লুম । এবং সেটা কেন তার ব্যাখ্যাও আমার কাছে আছে যেটা বলিনি । তুমি তোমার জেনেরালায়সেষণ তা বলে ফ্যালো ।তারপর পোস্টার পরের অংশ আসবে :P
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১২:২৮604347
  • মোট্টেও না। আমি এখন শুধু পয়েন আউট করলাম। যাতে পরে আমি জেনারালাইজেশন নির্বিঘ্নে করতে পারি। :-)
  • san | 113.240.235.67 | ০১ ডিসেম্বর ২০১৩ ১২:৩৩604348
  • জেনারালাইজেশন যেন এতদিন থমকে ছিল।
  • san | 113.240.235.67 | ০১ ডিসেম্বর ২০১৩ ১২:৩৫604349
  • ডীঃ উভয় পক্ষেই।
  • Ekak | 132.167.220.73 | ০১ ডিসেম্বর ২০১৩ ১২:৪১604350
  • আমার জেনেরালায়সেষণ নিয়ে চাপ নেই । টিল ইট রেপ্রেসেন্ত্জ দ্য জেনেরাল সেট । আইডিয়ালিস্ট লিনিয়ারিটি হলে চাপ আছে । কারণ উহা ফন্গ্যবেনে । সানি কে সানি হিসেবে সনাক্ত করা মানে দূর করা নয় বিকস পিপল ডাসন্ট বিহেভ লাইক সিঙ্গল সার্কিট টাইম বম্ব । বরং গোড়ায় যে চাকাটা সেটা উল্টোদিকে ঘোরানো দরকার । পথ ভুল হচ্ছে ,রাস্তা ঝাঁট একমাত্র সমাধান নয় ।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১২:৫৬604351
  • গুড। সানি যদি সানি হয়, তাহলে সেটা সামগ্রিক। ছেলেদের বা মেয়েদের নয়। যেমন, না কে হ্যাঁ বোঝা। এটা ছেলেরা বোঝে শুধু এমন না, মেয়েরাও অমনটাই ভাবে। তাদের রহস্যময়ী ও ছলনাময়ী হয়ে উঠবে হবে। স্পষ্ট করে সব বললে চলবেনা। তারা এটা প্র্যাকটিসও করে।
    আপাততঃ এই সমালোচনাটা রইল। বাকি পরে।
  • Ekak | 132.167.220.73 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:১৫604353
  • উত্তর আচে ওটার । কিন্তু একী বিপদ ডেকে আনলুম । ধরে ধরে টাইপ কত্তে হবা :( যাইহোক :( আসচি !
  • π | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:৫০604354
  • কিন্তু দেবজ্যোতির লেখাটাকে ঋদ্ধি কাঁবার থিয়োরিতে কোথায় ফিট করাবে ?
  • sosen | 125.241.13.120 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৫604355
  • একককে প্রচুর ক।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:০২604356
  • কে কে জেনারাইজেশনে পক্ষে নোট করছি। :)
  • সে | 203.108.233.65 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৮604357
  • জেনেরালইজেশনের পক্ষে নই কিন্তু তবুও একটা জিনিস না লিখে পারছি না।
    "Name: Ekak IP Address : 132.167.220.73 (*) Date:01 Dec 2013 -- 10:59 AM" এই পোস্টে একজন ছেলে অকপটে লিখে দিতে পারে তার ওপরে কী ধরণের ব্যাপার হয়েছিলো। কিন্তু এতগুলো পোস্টে কোথাও কোনো মেয়ে (তাদের ওপরেই নাকি যৌন নিগ্রহের পার্সেন্টেজ বেশি) কিছুই লেখে না। সারা দুনিয়া, ভারতবর্ষ, পঃ বঙ্গ, ইঃ তে এত যৌন নিগ্রহের ঘটনা ঘটছে এবং গুরুতে যারা লেখেন তারাও প্রত্যেকেই এর বাইরে এটাও ভেবে নেওয়া অবাস্তব- অথচ মেয়েরা একজনও আজ অবধি "নিজের" ওপরে হওয়া নিগ্রহের কণামাত্র শেয়ার করে নি (এখানে)।
    ছেলেরা অকপটে এগুলো লিখতে পারে। জেনেরালাইজেশন।
  • sosen | 125.241.13.120 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:২৮604358
  • এখানে মানে এই থ্রেডে ?
  • সে | 203.108.233.65 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৮604359
  • হ্যাঁ এই থ্রেডে তো বটেই এবং যৌন নিগ্রহ (ধর্ষণ ইঃ) জাতীয় বাকি থ্রেডগুলোর একটাতেও চোখে পড়ে নি।
    সেইটা যেটা কাল/পর্শু খুঁজে দিয়েছিলাম সেটায় ছিলো কিন্তু তা ব্যতিক্রম।
    ইন জেনেরাল এগুলো শেয়ার করা হয় না সেটা বলতে চেয়েছি। ছেলেরা অনেক বেশি অকপটে এগুলো শেয়ার করতে পারে।
  • সে | 203.108.233.65 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭604360
  • এই যে ধর্ষিতার নাম গোপন রাখা, কিংবা LGBT গোত্রীয় কারো নাম গোপন রেখে লেখা প্রকাশ করা - এইগুলো এই জেনেরালাইজেশনের যথার্থতাই আরেকবার প্রমাণ করে।
    স্বনামে নিজের প্রেমের গল্প, ফুলশয্যা, বাসররাতের টুকিটাকি, চাইকি প্রেমে ছাড়াছাড়ি হয়ে যাওয়া লিখতে বাধে না। কিন্তু যৌন নিগ্রহের ঘটনা নৈব নৈব চ। এখন অবধি।
    কজন সমকামী/রূপান্তরকামী/ইঃ নিজের পরিচয় পষ্ট করে লেখেন - হ্যাঁ আমি এইরকম, আসুন এবার গল্প করি।
    তারচেয়ে স্ট্যাটিস্‌টিক্‌স্‌ দেখিয়ে দেওয়া সহজ। নিজে দূরে থাকা যায়। এইসব।
  • sosen | 125.241.13.120 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৬604361
  • যৌন নিগ্রহের ঘটনা, অভিজ্ঞতা অনেক মেয়েকেই শেয়ার করতে দেখেছি। ইন ফ্যাক্ট বেশিরভাগ মেয়েকেই। নিরাপত্তাহীনতার ভয় না থাকলে। স্বজন না হলে। এই পাতায়, খবরের কাগজে, বাসে ট্রামে, ট্রেনে।
    আর সমকামী বা রূপান্তরকামীদের যে অবস্থান থেকে নিজেদের অর্ধেক পরিচয়-ও লিখতে হয় সেটাই যথেষ্ট threatened জায়গা। যৌন পরিচয়-এর থেকেও মানুষের বেঁচেবর্তে ভালোভাবে থাকার আকাঙ্খা টুকু কম কিছু নয়। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায় কে নেবে? ধর্ষিতার নিরাপত্তা সুনিশ্চিত করার দায় কে নেবে?
    খুব অপ্রাসঙ্গিক, তবু অনেকবার, বার বার এই কথাটা শুনে মনে হচ্ছে ঠিক কতটা নিস্করুণ আমরা? অনিশ্চিত ইমোশনাল জগত, স্বজনবর্গের ছুঁড়ে ফেলার ভয়, আপন পর হয়ে যাওয়ার ভয়, পেশা হারানোর ভয়, আইনি নিরাপত্তাহীনতা এসব সরিয়ে রেখে যাঁরা এইটুকুও এগিয়ে এসেছেন, বেনামে হলেও নিজেদের কথা বলতে, তাঁদের চামড়া সম্পূর্ণ খুলে খুঁচিয়ে না দেখলে আমাদের তৃষ্ণা মেটে না? কেন এমন? এইটুকু পদক্ষেপের সম্মান দেওয়াও কি আমাদের কর্তব্য না ? যাঁরা এতটা এসেছেন, তাঁরা বাকিটা-ও এগোবেন, এইটুকু ভরসা কি করা যায় না? তাঁরা তো মানুষ-ই। স্লোগান নন, পোস্টার-ও নন।

    এ নেহাত-ই ব্যক্তিগত বোধ। ডিফেন্ড করতে পারব না পোস্টের পর পোস্টে। কিন্তু এটা বারবার পড়ে শুধু নিজের দ্বিমত ও সম্মানবোধ টুকু জানিয়ে যাওয়া জরুরি মনে হলো।
  • সে | 203.108.233.65 | ০১ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৫604362
  • ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে সেইসঙ্গে অনদিকে ঘুরে যাচ্ছে - যেতই।
    সে যাই হোক যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে জেনেরালাইজেশন নিয়ে - যে মেয়েরা অকপটে নিজের পরিচয় জানিয়ে যৌন নিগ্রহের কথা লেখে না। LGBT/ইঃ রাও নন। ইন জেনেরাল। তার পেছনে কারণ তো আছেই। নানারকমের ভয় ইঃ। সেটা আমাদের দেশে খুব বেশি। তবু লোকজন এগিয়ে আসছেন প্রতিবাদ জানাচ্ছেন সেটা খুব সুখের কথা। নিজে থেকে এগিয়ে না এলে হবে না। এইটাই বক্তব্য। যারা এগিয়ে এসে বলছে তাদেরও কি ভয়/ইঃ নেই? আছে। তবুও সেটা অতিক্রম করে প্রতিবাদ জানাচ্ছে। এটা যত বাড়বে ততই ভালো।
    আরেকটা জিনিস হচ্ছে যে এখন আশেপাশের লোকজনও ঢাকগুড়গুড় কমিয়ে আক্রান্তের পাশে দাঁড়াচ্ছে। এই দুটোই খুব পজিটিভ ব্যাপার।
  • a x | 86.31.217.192 | ০১ ডিসেম্বর ২০১৩ ২০:৫০604365
  • একটা লার্জ পার্সেন্টেজ ধর্ষণ বাড়ির লোকেদের দ্বারাই হয়। আত্মীয় পুরুষ - বাবা কাকা দাদা মেশো কাকু। সেসব ক্ষেত্রে অকপটে বাইরে বলা খুবই কঠিন। আরো বহু ইনডিরেক্ট ভিক্টিম জড়িত যে। যখন নিগ্রহকারী ইমেডিয়েট পরিবারের বাইরে হয়, তখন বলা অনেক সোজা। গুরুতে কেউ কেউ বলেছে সে নিয়ে।
  • cm | 127.247.112.160 | ০১ ডিসেম্বর ২০১৩ ২০:৫৬604366
  • বাইরে বলা দূরস্থান ঘরের লোকের দ্বারা হলে ভেতরেও বলেনা। মা তুমি সহনশীলা হয়ে সব সহ্য কর।
  • ml | 132.164.163.24 | ০১ ডিসেম্বর ২০১৩ ২১:০৪604367
  • "স্বনামে নিজের প্রেমের গল্প, ফুলশয্যা, বাসররাতের টুকিটাকি, চাইকি প্রেমে ছাড়াছাড়ি হয়ে যাওয়া লিখতে বাধে না। কিন্তু যৌন নিগ্রহের ঘটনা নৈব নৈব চ। এখন অবধি।"

    এটা একটু ভুল হলো। মেয়েরাও বলে, নিজেদের মধ্যে তো বলেই। ছেলেদের হয়তো বলেনা, বিশেষ করে যদি মনে করে যে ছেলেরা ঐ গল্পগুলো নিয়ে রসালো আলোচনা ছাড়া আর কিছু করবেনা।
  • riddhi | 117.217.133.184 | ০১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫604368
  • এই দেবজ্যোতির লেখাটা বেশ জালি হয়েছে। পুরোটাই আর্তিফিশিয়ালি একটা কাউন্তার-পার্ট তৈরি করার চেষ্টা। একটাই কন্করিট উদাহরন- সেটা অতীব ফালতু।
    ঐ অফিসের মেয়ের গল্পগাছা। ঐ স্টিফ ছেলেকে ইসিফিল করানো--
    এখানকার ছেলে মেয়ে সবাই ওটা পড়তে অনুরোধ করি। এটা কি বাই এনি স্ট্রেচ ওফ ইমেজিনেসান- সেঃহ্যাঃ সম্পর্কিত?
    এ হল ক্লাসিক ক্যাবলা ছেলে-স্মার্ট মেয়ে সিন্ড্রোম ; মেয়েটার বেশি এগোনো, ছেলেটার লজ্জা পাওয়া - হাজারটা সিনেমা রিয়াল লাইফে হয়েছে। প্লেন এন্ড সিম্পল ক্যাবলামি, বাঙ্গালী মধ্যবিত্ত ভ্যালুস, তাল সামলাতে না পারার ভয়, ভাল-ছেলের সংজ্ঞায় সাবস্ক্রাইব করার প্রয়াস আর এসবের গভীরে মেম- ফুর্তি।
    এই ন্যাকামোগুলো মফস্বলের ছেলেদের কলকাতার ছেলেদের থেকে বেশী, কলকাঅতর ছেলেদের বিদেশের থেকে বেশী-পাতি কথা।
  • riddhi | 117.217.133.184 | ০১ ডিসেম্বর ২০১৩ ২২:৩৭604369
  • কলেজের বিহারি বন্ধু আর আমি দুজনে একসাথে আমেরিকায় এসেছি। সেমি-অফিসিয়াল লান্চ। আমি, বিহার, দুটো বিদেশিনী, একটা বুথ নিয়েছি। বিহার উল্টোদিকের মেয়েটার পাশে পোদ ঠেকিয়ে টুক করে অন্য বুথে চ্লে গেল, যেখানে আর দূতো ছেলে আছে। মেয়েদুটো হাঁ। পরে বোঝানো হল এতে মেয়েটার সম্মান বাড়লো না, ও হার্ট হল। আমাদের ক্লাসে বহু ছেলে মেয়েদের থেকে এট লিস্ট তিন সীট দূরত্ব রেখে বসত। এই গান্ডুমিগুলো আমি অনেক হ্যাটা মেরে সারিয়েছি। ওদিকে মালগুলো সিরিয়াসলি থারকি টাইপ, সকাল-বিকেল লান্ড-বুর চলছে।
    এটা যাস্ট কোন পয়েন্টি না। এই পয়েন্টে পুরো মফস্বল/গ্রাম কল্কাতায় এসে বা কল্কাতা বিদেশে এসে সঃহ্যাঃ হয়। আসলে দেবজ্যোতির বং-মধ্যবিত্ত কেন্দ্রিক এক্ষপি তে এই ন্যাকামি গুলো ছাড়া আর কিছু লেখার নেই। বিদেশে বরং তাও কিছু পয়েন্ট আছে , মামুর ঐ প্রথম দিককার উদা গুলো আরেকটু চলেবল
  • π | ০১ ডিসেম্বর ২০১৩ ২৩:০২604370
  • পরিচিত জনের দ্বারা নিগ্রহ বা ধর্ষণ হলে জানানোটা বোধহয় বাড়ছে। এবং অনেকাংশেই সেখানে একটা ওয়েআউটের ট্রেন্ড হল, বিয়ে। বিশেষ করে গ্রামদেশে। যদিও সেটা আদতে খুব ফলপ্রসূ হয়না।

    এই রিপোর্টটা পড়ছিলাম।

    http://articles.timesofindia.indiatimes.com/2013-08-29/india/41579892_1_panchayat-rapist-women-activists

    ..'For starters Agnes points to how there are two distinct groups of rape cases increasingly being reported, where survivors and rapists are in a prior relationship.

    One, there are cases where a man has ended things with a woman, either after a long live-in relationship or a few sexual encounters. Or, there is a man who promises marriage in exchange for sexual intercourse but then goes back on his word. "The woman is left looking for justice and usually approaches the police for help as she feels cheated and hurt with no other recourse," said Agnes.

    Helen Soy, officer-in-charge of the all-women police station in Ranchi, says that in the last year, there have been several instances of girls filing complaints of rape against their long-term boyfriends, and most of these cases are resolved when the boys agree to marry the girl. Only in these cases do officers like Soy intervene to 'arrange' the marriage. "The rape complaint is usually filed by the girl in the hope that we will help her get married to the boy," said Soy, adding that these couples are usually already in live-in relationships....
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০০:১১604371
  • "Name: π IP Address : 118.22.237.132 (*) Date:01 Dec 2013 -- 11:02 PM" -এই পোস্টের রিপোর্ট ইঃ, এগুলো "বিয়ে"র মাধ্যমে সল্‌ভ করানো কতটা স্বাস্থ্যকর সেটা বড়ো প্রশ্ন।
    দ্বিতীয়তঃ বাড়ীর লোকের দ্বারা সেঃহ্যাঃ/ইঃ যদি স্পাউস দ্বারা হয় তখন তো "বিয়ে"র মাধ্যমে সল্‌ভ করানো যাবে না।

    রিদ্ধির দশটা পঁয়ত্রিশ সমর্থন করতে পারছি না। সেঃহ্যাঃ/ইঃ ছেলেদেরও হয় - এর সঙ্গে ক্যাবলামির কোনো যোগ নেই। (কত পার্সেন্ট হয় সেই স্ট্যাটিস্টিক্স্‌ নেই - তবে হয় এটা ঘটনা) কোনো ছেলে "ক্যাবলা" হলেই কি তার ওপর সেঃহ্যাঃ/ইঃ করা যেতে পারে? এ যুক্তি মানতে পারছি না। তা সে ছেলেগুলো যতই শহুরে মেয়েদের সঙ্গে ঠিকমতো কমিউনিকেট করতে না জানুক বা ভদ্রতা না জানুক।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০০:১৩604372
  • না, স্বাস্থ্যকর মনে করি না তো। লিখলাম তো , ফলপ্রসূ ও হয় না। বিয়ের পর অত্যাচার কি অন্যান্য ঝামেলা লেগে থাকে।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০০:২৩604373
  • একমত। হয়তো আমার লিখবার দোষ তাই বোঝাতে পারিনি। "বিয়ে" দ্বারা কোনো ধর্ষন/সেঃহ্যাঃ এর সুবিচার হতে পারে না। "বিয়ে" তো কোনো শাস্তি নয়/ অন্ততঃ হওয়া উচিৎ নয়।
    তবে "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্ভোগ ও পরে বিয়ে করতে অস্বীকার করা"= "ধর্ষন" এই ইকুয়েশন যতদিন চলবে ততদিন মেয়েদের নিজের শরীরের ওপরে অধিকারবোধ জন্মাবে না। সেসব ক্ষেত্রে বিয়েই উপযুক্ত সমাধান। কারণ মেয়েটির শরীরের ওপর "অধিকার" তার স্পাউসের।
    অনেক ক্ষেত্রেই নাকি বিয়ের পরে প্রথম সম্ভোগ মেয়েটির অনিচ্ছাতেই হয়ে থাকে = ধর্ষন (প্রথম সম্ভোগই ম্যারিটাল রেপ)
  • riddhi | 117.217.133.184 | ০২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৪604374
  • সে বাবু, দেবজ্যোতি এই ক্যাবলামিকেই সেঃহ্যাঃ বলে তুলে ধরেছেন। আপনি ওনার লেখার অফিসের মেয়ের উদাহরন টা পড়ুন। লেখক ই কোরিলেশান টেনেছে। কারণ ছেলেদের সেঃহ্যাঃ (ডিসক্লোসার টাইপ ) বাঙ্গালী মধ্য-উচ্চ-নিম্ন বিত্ত সেটিংএ যাস্ট মিলবে না।(আমার ধারনা, ইউনিভার্সালিও এর অস্তিত্ব নেই) তাই এই কষ্টকল্পিত লিন্ক।
  • সে | 203.108.233.65 | ০২ ডিসেম্বর ২০১৩ ০১:১১604376
  • রিদ্ধি,
    ছেলেদের সেঃহ্যাঃ হয়। হয়ত কম রেকর্ডেড হয় - কিন্তু হয়। সবসময় মেয়েদের দ্বারাই যে হয় তাও নয়।
    তবে এক্ষেত্রে দেবজ্যোতিবাবুর লেখাটা বাঙালী পাঠকদের জন্যে মেডিজি টাইপ - মূল ব্যাপারটাই সেখানে হারিয়ে গিয়েছে।(এখানে একমত হলাম বারোটা চুয়ান্নর সঙ্গে)।
    তবে যে সব সমাজে ফ্রি সেক্সের প্রচলন আছে সেখানে ছেলে হোক বা মেয়ে কেউ একজন তো এগিয়ে এসে প্রথম প্রস্তাবটা দেবে। সেই প্রস্তাবের সঙ্গে সেঃহ্যাঃ কে গুলিয়ে ফেলে মুশকিল। কারণ সেসব ক্ষেত্রে অনিচ্ছুক থাকলে পরিষ্কার করে "না" বলাটাই ঠিক। তা না করে নিমরাজি থেকে রাজি হয়ে পরে "জোর" করা হয়েছিলো বলে অভিযোগ আনাটা ক্যাবলামি/ন্যাকামি। ভারতীয় কনসেপ্টে "মেয়েরা" এসব ব্যাপারে এগিয়ে এসে প্রথম প্রস্তাব দেয় না (হয়ত "অসংখ্য" ব্যতিক্রম আছে - আর বাক্‌বিতন্ডার ইচ্ছে নেই) ও ছেলেরাই প্রথমে সম্ভোগেচ্ছা প্রকাশ করে - তাই এর উল্টোটার সঙ্গে অনেক তাবড় তাবড় ছেলেও অভ্যস্থ নয়।
    উদাঃ ছিলো - দিলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন