এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ২৯১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 146.165.223.43 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৮604443
  • এসেক্সুআল বার্টার- নোট্স ইঃ আপাতত থাক। আমার মনে হয় এটা একদম তুলনীয়, কিন্তু সে কথায় পরে আসছি।

    এখানে এককদার প্রথম পয়েন্টটা বুঝছি না।
    "আমাকে পাবে বিয়ে করলে", তার অগে সেতো নিজেই সেক্স করছে ছেলেটার সাথে। মানে একটা প্রেমের প্যারাডাইমের ভেতর (সে লিভ-ইন হোক বা কলেজ ক্যান্টিন বা ফুচকা) সে এটা করছে তো?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৯604444
  • আমি সহবাস করে কোনো পুং এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনি নি-ফলে আমি নিপীড়িত নই

    এরকম কথা কোদ্দিয়ে এল কে জানে। কিছু বুঝলাম না। যাই হোক।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪০604447
  • নোট দিয়ে সেক্স পেলাম না- এ হাহাকারের কি হবে রিদ্ধি? এইটা কোন খোপে বসবে?
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪০604446
  • পাই বা এত ত্যানা প্যাঁচায় কেন? সবার অবস্থা যে একরকম হয় না তা সবাই জানে। সে পুরুষ হোক বা নারী বা অন্য জেন্ডার। কিন্তু তাবলে নিপীড়িত বঞ্চিত ব্যাপারটাই সিন্ড্রোম, সেটাই বা কেমন কথা?
  • riddhi | 146.165.223.22 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪০604445
  • বুঁচি দি এটা কেন করত ? কি কম্পালশানে?
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৩604449
  • নোট দিয়ে কী চেয়েছিল? সেক্স না বিয়ে? বক্তব্য পড়ে তো মনে হল দুটোই !!!! বড়ই কন্ফুজিং হয়ে যাচ্ছে।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৩604448
  • বুঁচিদি শংকরদা সঙ্গে ছোটবেলা থেকে প্রেম করতো। শংকরদা ছোট্খাটো গুন্ডা মত ছিলো- কম্পালশান জানা নেই।
    ভাবছিলাম এইটা হয়তো নিপীড়ন,এখন ভাবছি ঐটা হয়তো ভালোবাসা হবে।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৬604450
  • "তর্ক আর এমপ্যাথি দুটি আলাদা জিনিস।"

    ডিং ডিং ডিং উই হ্যাভ এ উইনার!
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৮604451
  • 'আমি' মানে যারা সহবাস করে ধর্ষণের অভিযোগ আনেন নি- যাদের শুয়ে পড়ার 'পেছনে' ছাদনাতলায় যাবার অ্যাজেন্ডা ছিলো।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৪৯604453
  • ওহ, ভাগী কিং হাজির!
    তা প্রাইজটা কী দিচ্ছেন মহারাজ? ঃ-)
  • riddhi | 146.165.223.46 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫২604455
  • ম দি, এটাই পয়েন্ট। যদি ভালবাসা না কম্পালশন বোঝা না যায়, তাই নিয়ে এত ডেফিনিট আইন কেন। যেমন গুন্ডা, ফোর্স এগুলো এটা একটা কন্ক্রিট ব্যাপার।

    নোট দিয়ে (এবং অবশ্যই প্রেম করে) সেক্স/বিয়ে না পাওয়া টা খুব একটা ত্রিভিয়াল কিছু না। এ নিয়ে পরে বলছি ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫২604454
  • আর ছেলেরা বিয়ে বা যা কিছুর 'লোভ' দেখিয়ে শরীর ভোগ করে, এই কথাগুলো ওঠে, অথচ এই কথাগুলো বলার সময় একটা ব্যাপার পুরো অগ্রাহ্য করে যাওয়া হয়। মেয়েটির শারীরিক চাহিদার গল্প পুরো বাদ। এটা যে আদতে মেয়েদের পক্ষেই অপমানজনক এই ফ্যাক্টরটাই বাদ দিয়ে দেওয়া হয়।
    আর এই ভাবে জোর করিয়ে বিয়ে , এটাও যে আসলে কতটা অপমানজনক !
  • riddhi | 146.165.223.2 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫৩604457
  • এই ভাবে এককদার পয়েন্ট টাকে বুঝছি।
    মেয়েটার ভিউঃ সেক্স টা খারাপ হয়ে যাবে যদি বিয়ে না হয়।
    এখানে সেক্স ইন ইট্সেল্ফ , মেয়েটা সেটা এনজয় করছে কি না, এসব ট্রিভিয়াল, এটার ভাল/খারাপ নির্ধারিত ফিউচারে একটা সামাজিক অনুষ্ঠানের দ্বারা। ব্যাপারটার বেসিস টাই যেখানে ইল্লজিকাল, সেখানে প্রতিশ্রুতির কি মানে দাড়াই বুঝি না।

    সেক্স টা করে মেয়েটা কি খোয়াল? যদি বিয়ে না হয়? ওবজেক্টিভলি কিছুই না। এইসব আইনে ভার্জিনিটি ফার্জিনিটিকেই তো তোল্লাই দেয়া হচ্ছে। ফালতু ফালতু মেয়েটার মন খারাপ করানো যেন হেবি কিছু লস হয়ে গেছে।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫৩604456
  • এতজকে ত্যানা প্যাঁচানো সিনড্রোমে ধরেছে ঃ)
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫৪604459
  • হ্যাঁ পাই, পাইকে দেখেই ধরেছে মনে হয় সিন্ড্রোমে। এখন যাই অ্যান্টিডোট এর খোঁজে দেখি দিয়ে। ঃ-)
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:৫৪604458
  • ভোগ, ভোগ, বলুন ভোগ, ছেলেদের ব্যাপারে ভোগ আর মেয়েদের ব্যাপারে চাহিদা ক্যানো?
    হে হে হে সমান ফুটিং এ খেলতে এলে সবদিকেই সমান করুন।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০২604461
  • রিদ্ধি, ভার্জিনিটি ফার্জিনিটি হ্যাজানো ছেড়েই দিন, প্রতিশ্রুতিভঙ্গ আরো অনেক জটিলতা মেয়েটার জীবনে ডেকে আনতে পারে কিন্তু ছেলেটার কিছুই না হতে পারে। সে স্রেফ ধুলো ঝেড়ে চলে যাবার মতন দায়িত্ব ঝেড়ে ফেলে সব অস্বীকার করে চলে যেতে পারে। এটা স্রেফ যৌন অপরাধের চেয়ে অনেক বেশী অপরাধ, দায়িত্ব অস্বীকার করা ও এক বা কোনো ক্ষেত্রে একাধিক জীবনের সর্বনাশ করা। কোনো কোনো ক্ষেত্রে মেয়েগুলো তো গর্ভপাত করাতে গিয়ে মরে, কোনো কোনো ক্ষেত্রে স্রেফ নিজের হাতে মরে অজাত সন্তানসহ। সেইক্ষেত্রে ছেলেটার কিন্তু গায়ে কুটো লাগে না, সে আরেকটা সুবিধেমতন বিয়ে করে সংসার করে বা হয়তো করেও না, ভাদাইম্যা গিরিই করে, কিছুই এসে যায় না।
  • Atoz | 161.141.84.239 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০৪604462
  • আজ এই পজ্জন্ত। টা টা। ঃ-)
  • a x | 86.31.217.192 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০৬604465
  • অমা মিঠু এসেছে দেখি!
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০৬604464
  • *,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০৮604466
  • আমি একটা বেসিক প্রশ্ন করেছিলুম ।উত্তর পাইনি । এরকম কত কেস দেখা যায় যেখানে একটি ছেলে বিবাহের প্রতিশ্রুতির পরিবর্তে সহবাস করে ?
    একদম ডেবিট -ক্রেডিট । কটা কেস ?
    আর ভার্জিনিটি কমপ্লেক্স সমাজ থেকে দূর করার ঠেকা আইন নিয়ে রাখেনি । আইনের কাজ যখন যেদিকে দরকার প্রটেকশন দেওয়া । তদ্দিন অবধি নাকে তেল দিয়ে ঘুমাসলে চলবে না । ইদীয়লোজিকাল চেঞ্জ সোসাইটি আনুক । সেখানে স্টেট আইন -বেয়াইন কোনটাই ঢোকাতে পারেনা ।
    এনিওয়ে , ৮ তায় মিটিং ।সোজা হই ।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:১৬604467
  • মানে মেয়েটি প্রতিশ্রুতি দিচ্ছে । "পরিবর্তে" টাও খেয়াল করবেন ।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:২২604468
  • একক, আমি ফ্ল্যাভিয়া অ্যাগনেসের কিছু কথা কোট করেছি। দ্যাখ। পূর্বপরিচিতের, বিশেষ করে পার্টনারের দ্বারা 'ধর্ষণ' তো অনেক হয়। তার একটা ভাগ এই কেসগুলো।
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:২৯604469
  • ঋদ্ধি সেটাই, একদিকে বলা হচ্ছে, প্রেম করেছে, অন্য দিকে আবার সেখানে কম্পালসন ও চলে আসছে !

    'সেক্স টা করে মেয়েটা কি খোয়াল? যদি বিয়ে না হয়? ওবজেক্টিভলি কিছুই না। এইসব আইনে ভার্জিনিটি ফার্জিনিটিকেই তো তোল্লাই দেয়া হচ্ছে। ফালতু ফালতু মেয়েটার মন খারাপ করানো যেন হেবি কিছু লস হয়ে গেছে।'

    এটার সাথেও একমত। আর আইন দেখিয়ে বিয়েতে 'বাধ্য' করাতে পারলেই সব ঠিকঠাক আছে, এটাই আদতে মেয়েটির জন্য অপমানজনক। খুব রিগ্রেসিভ ভাবনা।
    তার সাথে এই সেক্স করা মানে পুরুষের চাহিদা মেটালো, পুরুষটি বোগ করলো, এতে তার নিজস্ব কোন ভালোলাগার কিছু নেই, থাকতে পারেনা, তার নিজের এনজয়মেন্ট নেই, এটাকেও রি ইটারেট করা হচ্ছে।
  • riddhi | 146.165.223.45 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৪604472
  • আগেরটা এককদাকে।
  • riddhi | 146.165.223.18 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৪604471
  • দূর করার ঠেকা আইন না নিক, অদ্ভুত নিয়ম বানিয়ে সেটাকে প্রোপেগেট করার দায় আইন নেবে কেন?
    আগের প্রশ্নঃ খুব কম ছেলেই করে হয়তো। কিন্তু তাতে প্রেমিসটা এক থাকছে। এই প্রতিশ্রুতিকে অত্যধিক গ্লোরিফাই করা। নোট নেয়া/না নেয়ার থেকে এর বেশী গুরুত্ব থাকার কথা না।

    এই প্রতিশ্রুতি/আইনের ব্যপারটাকে সরিয়ে দিলে কি হবে? মেয়েরা জানবে সেক্স করলে বিয়ে নাও মিলতে পারে। প্রতিশ্রুতিটাকে আইনী করা যাবে না। কিন্তু তারপরেও যথেষ্ট চয়েস। হয় ব্রেকাপের কস্টে উইথহোল্ড কর, বা শুয়ে পড়ো, কিন্তু কাউকে দায়ী করতে পারবে না।
    রিলেশনশিপ কন্তিনিউ না করার একটা কস্ট আছে, একশোবার্র। কিন্তু সেটা শোয়া না। প্রচুর ইমোশনাল এনার্জি, টাইম ওয়েস্ট হয়। সে নোট-পাবলিকেরো হয়। পুরুষ নারী উভয়ক্ষেত্রে প্রায় সমানভাবে হয়। সেটাকে রিট্রিভ করার কোন ভাল এলগো নেই, তাই এইসব নিয়ে জেনারাল কোন আইন-ও নেই।
    কিন্তু তাই বলে একটা ফালতু আইন বানিয়ে বাজে লোকদের হাতিয়ার তুলে দেবার মানে নেই।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৪604470
  • ওমা, অপমানজনক না দারুন সম্মানের তাই নিয়ে কথা আসছে কোথা থেকে? আমাদের সোসাইটি মেয়েদের সেক্স ভালোলাগা নিয়ে বেশি উচ্চকিত হবার সুযোগ আছে বুঝি? সমাজের কোন স্তরের মেয়েদের সেক্সুয়াল প্লেজার নিয়ে কথা হচ্ছে?
    মহিলামাত্রই জানেন, যৌনতা মানে কি?তা থেকে আনন্দ পাওয়া যায়
    সকল পুং রা জানেন যৌনতা থেকে মেয়েদেরও আনন্দ পাবার থাকে?
    রামরাজ্য আর বাকি নেই।
  • | 60.82.180.165 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৪২604473
  • রিদ্ধি, সত্যিই তো, সেক্সকে পাত্তা দেবার কিছুই নেই। পেয়েছে, হয়েছে। হওয়ার পরে গর্ভপাত করার জন্যে হাতুড়ের কাছে গিয়ে প্রাণ হারানোটা বন্ধ করতে হবে। মেয়েটি গর্ভবতী জানার পরে ছেলেটির মনে এবং পুরুষাঙ্গে নেমে আসা গভীর শীতলতা বন্ধ করতে হবে। বাপমার মেয়েকে পিটিয়ে ছাতু করে দেবার চক্রান্ত রুখতে হবে। পাড়াপ্রতিবেশীর মুচকি হাসি বন্ধ করতে হবে।- এইসব বন্ধ হলে আপসেই সেক্সের ভালোলাগাটুকু থাকবে।
    এইগুলো শুরু হলেই ব্যাস।
  • riddhi | 146.165.223.27 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৪৯604476
  • গর্ভপাত আলাদা জটিলতা। তার জন্য আলাদা করে আইনী প্রোটেক্সান থাকতে পারে।
    কিন্তু এই যে সহবাস কেসে এতদিন ছেলেদেরকে তুলছে, এদের কত পার্সেন্টে গর্ভপাত জড়িত? আমার মনে হয় খুব কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন