এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইস্কুলের গল্প

    Abhyu
    অন্যান্য | ১৩ জুন ২০১৩ | ৭৬১৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ০৮:২১613820
  • name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:30 AM

    ক্লাস টেনে রচনা এসেছিল একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ, তাতে এই কোটেশনটা দিয়েছিলাম "যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী চিহ্ন নাহিকো আর।" ভাবলাম কেমন দিলাম!
    তারাপদ স্যার শুধু বললেন, তবে কি দেখতে গিয়েছিলি?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:36 AM

    জীবনানন্দের ১৯৪৬-৪৭।
    'মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো'।

    তারাপদ স্যারের প্রিয় প্রশ্ন ছিল - মৃতেরা কেন কখনো এ পৃথিবীতে ফেরে না?

    name: aka mail: country:

    IP Address : 34.181.43.28 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    তারাপদ স্যারের মতন উত্তর।

    ফিরলে আর তাদের মৃত বলব কেন?

    name: aka mail: country:

    IP Address : 34.181.43.28 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    তারাপদ স্যারের মতন উত্তর।

    ফিরলে আর তাদের মৃত বলব কেন?

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    ভদ্রলোক খুব ডেঞ্জারাস লোক ছিলেন। আমাদের সময় একটা প্রশ্ন আসতোই - আশাকে কেন লতার সঙ্গে তুলনা করা হয়েছে? (ভরত ও দুষ্মন্তের মিলন)
    তাতে একটা ছেলে লিখেছিল - লতা যেমন কোনো একটা জিনিসকে অবলম্বন করে বেড়ে ওঠে, আশাও তেমনি মানুষকে অবলম্বন করে বেড়ে ওঠে।
    তারাপদ স্যার পরীক্ষার খাতায় কমেন্ট লিখলেন - রাস্তাঘাটে দেখিস বুঝি?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:42 AM

    আরো বলি, কেন ভালো লাগত। আমাদের তো ইলেভেন টুএলভ-এ প্রবাদ-প্রবচন দিয়ে বাক্য রচনা করতে হত।

    ধরা যাক 'সাপের পাঁচ পা দেখা' ।

    কেউ লিখল : বাপের প্রশ্রয়ে অভ্যুদয় যেন সাপের পাঁচ পা দেখেছে।

    আমার চেনা বাকি সমস্ত টিচার রা নাম্বার দিতেন। তারাপদ স্যার দিতেন না। কেন? সাপের পাঁচ পা যে দেখেছে, তা বুঝব কেমন করে?

    এই রকম হলে নাম্বার পাওয়া যাবে:
    বাপের প্রশ্রয়ে অভ্যুদয় যেন সাপের পাঁচ পা দেখেছে, সেদিন ক্রিকেট খেলতে খেলতে কৃশানুকে মাঠের মধ্যে বেমালুম কেলিয়ে দিল!!

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:43 AM

    ক্লাস এইটে রচনা লেখাতেন উনি। তোমার প্রিয় মহাপুরুষ। কেন প্রিয় সেটা ভালো করে লিখতে হবে। একজন লিখেছে (উনি ক্লাসে পড়তে বলতেন - প্রচন্ড আবেগভরে সে পড়ে যাচ্ছে) শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। হিংসা আজ সমাজকে গ্রাস করেছে, মানুষ আজ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে* ...
    তারাপদ স্যার থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কখনো শুনেছিস মানুষ গরু ছাগলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে?

    (*সদ্য ইরাক আমেরিকা যুদ্ধ হয়েছে)

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:53 AM

    আমাদের সময় পথের দাবীর একটা অংশ পাঠ্য ছিল। গিরিশ মহাপাত্র বলেছিল সে নিজে গাঁজা খায় না, কিন্তু অন্যকে সেজে দ্যায়। তো, সেই গিরিশের পোশাকের বর্ণনা দাও। তিন/চার নম্বর। উনি বলেছিলেন যে এই প্রশ্নে সবারই ফুল মার্কস পাওয়া উচিত, কিন্তু কেউ ৫০%এর বেশি পায়নি। কারণ সবাই মাথার চুলে তেলের কথা লিখেছিল। চুলে তেলটা পোশাকের মধ্যে পড়ে না।

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:59 AM

    আমাদের সময় বাংলায় মৌখিক পরীক্ষা হত - দশ নম্বরের। জুতা আবিষ্কার কোর্সে ছিল। "ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে/ধুলার হায় নাহিকো পায় অন্ত।"
    তারাপদ স্যার - অভ্যুদয়, বলতো মানুষ চোখে সর্ষে ফুল কখন দেখে?
    অভ্যুদয় - স্যার, এই রকম প্রশ্ন করলে!

    পাশে বসা তপতী মিস হেসেই খুন!

    আরেকটা কবিতায় ছিল - "দোরোখা এই বিধান পরে হয় না বজ্রপাত?" মৌমিতা ঘটক বলে খুব ভালো একটা মেয়ে ছিল। তাকে তারাপদ স্যার বললেন - ফিজিক্স পড়েছিস তো, বল দেখি বজ্রপাত কেন হয়?
    ঘটক এতো রাগ করেছিল যে সত্য স্যারের বাড়ি পড়তে এসে গল্পটা বলেছিল।
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ০৮:২২613888
  • name: byaang mail: country:

    IP Address : 132.167.70.137 (*) Date:13 Jun 2013 -- 08:13 AM

    আমাদের একবার অ্যানুয়াল পরীক্ষায় লেটাররাইটিং এসেছিল (ইংরিজি হলে লেটাররাইটিং, বাংলা হলে পত্ররচনা) পুজোর ছুটি কেমন করে কাটালে জানিয়ে বন্ধুকে চিঠি লেখ। এদিকে কোনো বন্ধুর সঙ্গে আমাদের বন্ধুত্ব প্রগাঢ় হয়ে উঠলেই পরের বছরে "সেকশন চেঞ্জ" পদ্ধতির মাধ্যমে সেই বন্ধুত্ববিকাশের সমস্ত সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করে দেওয়া হত। আমার কোশ্চেনপেপার হাতে পেয়ে চিন্তা হল কোন বন্ধুকে চিঠিটা লেখা যায়, যাকেই লিখি তার সেকশনটি পাল্টে দেওয়া হবে আমার অসৎসঙ্গ থেকে তাকে দূরে রাখার জন্য। অনেক ভেবেচিন্তে চিঠি লিখলাম ইংরাজির টিচার সিস্টার লিলিয়ানকে, ডিয়ারেস্ট লিলিয়ান বলে। ভেবেছিলাম ঐ একই লজিকে পরের বছর ওনাকেও আমার থেকে দূরে রাখার জন্য আমি যে ক্লাসটিতে উঠতে যাচ্ছি সেই ক্লাসের টিচার করা হবে না। কিন্তু না। আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরের বছরের নতুন ক্লাসে প্রথম দিন উনি ক্লাসে ঢুকলেন আমার পরীক্ষার খাতাটি হাতে করে। এবং তারপরেই উত্তাল ঝাড়।
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ০৮:২৫613899
  • name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:36 AM

    জীবনানন্দের ১৯৪৬-৪৭।
    'মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো'।

    তারাপদ স্যারের প্রিয় প্রশ্ন ছিল - মৃতেরা কেন কখনো এ পৃথিবীতে ফেরে না?

    name: aka mail: country:

    IP Address : 34.181.43.28 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    তারাপদ স্যারের মতন উত্তর।

    ফিরলে আর তাদের মৃত বলব কেন?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:38 AM

    আকাদার উত্তরে তারাপদ স্যার বলতেন - 'এটা যদি তোমার উত্তর হয়, তাহলে প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শেষ হলো কেন?'
  • byaang | 132.167.70.137 | ১৩ জুন ২০১৩ ০৮:২৭613921
  • কোনো মানে হয়!! ঃ-(
  • byaang | 132.167.70.137 | ১৩ জুন ২০১৩ ০৮:২৭613910
  • name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:30 AM

    ক্লাস টেনে রচনা এসেছিল একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ, তাতে এই কোটেশনটা দিয়েছিলাম "যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী চিহ্ন নাহিকো আর।" ভাবলাম কেমন দিলাম!
    তারাপদ স্যার শুধু বললেন, তবে কি দেখতে গিয়েছিলি?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:34 AM

    তারাপদ স্যার খুব যুক্তিপূর্ণ আর ইমোশন-রহিত ভাবে বাংলা পড়াতেন। আমার ব্যাপক লাগত। কিন্তু খুব কম ছেলে-মেয়েরাই পছন্দ করত।

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:36 AM

    জীবনানন্দের ১৯৪৬-৪৭।
    'মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো'।

    তারাপদ স্যারের প্রিয় প্রশ্ন ছিল - মৃতেরা কেন কখনো এ পৃথিবীতে ফেরে না?

    name: aka mail: country:

    IP Address : 34.181.43.28 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    তারাপদ স্যারের মতন উত্তর।

    ফিরলে আর তাদের মৃত বলব কেন?

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:37 AM

    ভদ্রলোক খুব ডেঞ্জারাস লোক ছিলেন। আমাদের সময় একটা প্রশ্ন আসতোই - আশাকে কেন লতার সঙ্গে তুলনা করা হয়েছে? (ভরত ও দুষ্মন্তের মিলন)
    তাতে একটা ছেলে লিখেছিল - লতা যেমন কোনো একটা জিনিসকে অবলম্বন করে বেড়ে ওঠে, আশাও তেমনি মানুষকে অবলম্বন করে বেড়ে ওঠে।
    তারাপদ স্যার পরীক্ষার খাতায় কমেন্ট লিখলেন - রাস্তাঘাটে দেখিস বুঝি?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:38 AM

    আকাদার উত্তরে তারাপদ স্যার বলতেন - 'এটা যদি তোমার উত্তর হয়, তাহলে প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শেষ হলো কেন?'

    ame: ম্যাক্সিমিন mail: country:

    IP Address : 69.93.247.72 (*) Date:13 Jun 2013 -- 02:40 AM

    সাউথ পয়েন্টের বাংলা টীচার নিয়ে আমার একটা গল্প আছে। 'রোগ সারিল বটে কিন্তু রোগী বাঁচিল না'
    বাংলা আন্টির ব্যাখ্যা -- রোগী মরল ঠিক কথা, কিন্তু রোগ কি সারল?

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:42 AM

    আরো বলি, কেন ভালো লাগত। আমাদের তো ইলেভেন টুএলভ-এ প্রবাদ-প্রবচন দিয়ে বাক্য রচনা করতে হত।

    ধরা যাক 'সাপের পাঁচ পা দেখা' ।

    কেউ লিখল : বাপের প্রশ্রয়ে অভ্যুদয় যেন সাপের পাঁচ পা দেখেছে।

    আমার চেনা বাকি সমস্ত টিচার রা নাম্বার দিতেন। তারাপদ স্যার দিতেন না। কেন? সাপের পাঁচ পা যে দেখেছে, তা বুঝব কেমন করে?

    এই রকম হলে নাম্বার পাওয়া যাবে:
    বাপের প্রশ্রয়ে অভ্যুদয় যেন সাপের পাঁচ পা দেখেছে, সেদিন ক্রিকেট খেলতে খেলতে কৃশানুকে মাঠের মধ্যে বেমালুম কেলিয়ে দিল!!

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:43 AM

    ক্লাস এইটে রচনা লেখাতেন উনি। তোমার প্রিয় মহাপুরুষ। কেন প্রিয় সেটা ভালো করে লিখতে হবে। একজন লিখেছে (উনি ক্লাসে পড়তে বলতেন - প্রচন্ড আবেগভরে সে পড়ে যাচ্ছে) শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। হিংসা আজ সমাজকে গ্রাস করেছে, মানুষ আজ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে* ...
    তারাপদ স্যার থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কখনো শুনেছিস মানুষ গরু ছগলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে?

    (*সদ্য ইরাক আমেরিকা যুদ্ধ হয়েছে)

    name: কৃশানু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:13 Jun 2013 -- 02:48 AM

    হ্যা, অভ্যুদা যেগুলো বলল একদম টিপিক্যাল উদাহরণ। আবেগের থেকে ওঁর কাছে যুক্তি বড় ছিল। আমার সেটাই ভালো লাগত, কারণ বাকি সবাই আবেগটাকে সাহিত্যে বড় করে দেখতেন। অন্যরকম ছিলেন বলেই আমার পছন্দ ছিল।
    একবার ওঁর একটা কার্টুন এঁকেছিলাম ক্লাসে বসে।
    গতবছর মারা গেলেন। আমাদের তিন-চারটে বাড়ি পরেই ওঁদের বাড়ি। গত বছর মারা গেলেন। এইবারের মাধ্যমিকে নাতি খুব ভালো রেসাল্ট করেছে। মনে হয় মাধ্যমিকে দাঁড়িয়েছে।

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:53 AM

    আমাদের সময় পথের দাবীর একটা অংশ পাঠ্য ছিল। গিরিশ মহাপাত্র বলেছিল সে নিজে গাঁজা খায় না, কিন্তু অন্যকে সেজে দ্যায়। তো, সেই গিরিশের পোশাকের বর্ণনা দাও। তিন/চার নম্বর। উনি বলেছিলেন যে এই প্রশ্নে সবারই ফুল মার্কস পাওয়া উচিত, কিন্তু কেউ ৫০%এর বেশি পায়নি। কারণ সবাই মাথার চুলে তেলের কথা লিখেছিল। চুলে তেলটা পোশাকের মধ্যে পড়ে না।

    name: ম্যাক্সিমিন mail: country:

    IP Address : 69.93.247.72 (*) Date:13 Jun 2013 -- 02:57 AM

    কী কঠিন কঠিন প্রশ্ন! সাধে কি তোমরা এত ব্রিলিয়ান্ট হয়েছ?

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:59 AM

    আমাদের সময় বাংলায় মৌখিক পরীক্ষা হত - দশ নম্বরের। জুতো আবিষ্কার কোর্সে ছিল। "ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে/ধুলার হায় নাহিকো পায় অন্ত।"
    তারাপদ স্যার - অভ্যুদয়, বলতো মানুষ চোখে সর্ষে ফুল কখন দেখে?
    অভ্যুদয় - স্যার, এই রকম প্রশ্ন করলে!

    পাশে বসা তপতী মিস হেসেই খুন!

    আরেকটা কবিতায় ছিল - "দোরোখা এই বিধান পরে হয় না বজ্রপাত?" মৌমিতা ঘটক বলে খুব ভালো একটা মেয়ে ছিল। তাকে তারাপদ স্যার বললেন - ফিজিক্স পড়েছিস তো, বল দেখি বজ্রপাত কেন হয়?
    ঘটক এতো রাগ করেছিল যে সত্য স্যারের বাড়ি পড়তে এসে গল্পটা বলেছিল।

    name: ম্যাক্সিমিন mail: country:

    IP Address : 69.93.247.72 (*) Date:13 Jun 2013 -- 03:00 AM

    জুতো আবিষ্কার নয়, কবিতার নাম জুতা আবিষ্কার।

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 03:02 AM

    তারাপদ স্যারই স্কুলে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তপতী মিসকে নাম ধরে ডাকতেন।

    name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 05:10 AM

    এক মাস্টারমশাই প্রত্যেক কথা একবার ইংরেজীতে আর তারপরে বাংলায় বলতেন। একদিন এক বজ্জাত ছেলে ক্লাসে দেরী করে এসেছে -
    - May I come in Sir? আমি কি আসতে পারি?
    - What? কি?
    - May I come in Sir? আমি কি আসতে পারি?
    - Are you joking with me? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছ?
    - No Sir. না স্যার।

    এর পরে বাংলা উত্তম মধ্যম।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.70.137 (*) Date:13 Jun 2013 -- 08:03 AM

    কৃশানুর ১৩ই জুন ২ঃ৪২এর পোস্টের বাক্যরচনা পড়ে লীলা মজুমদারের গল্পে সেই দুটো পোষা বাঁদরের নাম হাবু আর টুনু রাখার কথা মনে পড়ে গেল।
    গুজ্জব কৃশানু। কালে কালে তোর হবে।
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ০৮:২৯613932
  • পাঠ্য ছিল - "ড্রপ্‌সিন উঠিয়াছে। বোধকরি বা তিনি লক্ষ্মণই হইবেন—অল্প-স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এম্‌নি সময়ে সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সুমুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মড়মড় করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল—ফুটলাইটের গোটা পাঁচ-ছয় ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাঁহার নিজের পেট-বাঁধা জরির কোমরবন্ধটা পটাস্‌ করিয়া ছিঁড়িয়া পড়িল। একটা হৈচৈ পড়িয়া গেল! তাঁহাকে বসিয়া পড়িবার জন্য কেহ বা সভয় চিৎকারে অনুনয় করিয়া উঠিল, কেহ বা সিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল—কিন্তু বাহাদুর মেঘনাদ! কাহারও কোন কথায় বিচলিত হইলেন না। বাঁ হাতের ধনুক ফেলিয়া দিয়া, পেণ্টুলানের মুট্‌ চাপিয়া ধরিয়া ডান হাতের শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন।

    ধন্য বীর! ধন্য বীরত্ব! অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছে মানি, কিন্তু ধনুক নাই, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়—শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে! অবশেষে তাহাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল।"

    তারাপদ স্যার প্রশ্ন করলেন -
    "ধন্য বীর! ধন্য বীরত্ব!" এত ধন্যবাদের কারণ কী?
  • byaang | 132.167.70.137 | ১৩ জুন ২০১৩ ০৮:৩৮613943
  • কোনো এক স্কুলের মরাল সায়েন্সের ক্লাস।
    মারাল সায়েন্স টিচার খুবই ব্যস্ত, কোনো এক বিশেষ জরুরি কাজে তাঁকে যেতে হবে, ক্লাসে থেকে পড়ানোর সময় নেই। তাই ক্লাস থেকে বেরিয়ে আওয়ার আগে তিনি পড়ুয়াদের কাজ দিলেন, "সবাই ইংরিজিতে একটা গল্প মন থেকে বানিয়ে লেখো, তবে মনে রেখো, গল্পের কিন্তু একটা মরাল থাকতে হবে, গল্পের শেষে গল্পের মরালটা কী সেটা কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে"

    তো এক পড়ুয়া লিখল, ঃ
    দেয়ার ওয়াজ আ ক্যাট হু অলওয়েজ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হেভেন। সো দা ক্যাট ডিসাইডেড টু ডাই অ্যান্ড অ্যাজ ইট হ্যাড ডিসাইডেড টু ডাই, ইট ডায়েড।
    মরাল অফ দা স্টোরি ইজ, "কিউরিওসিটি কিলড দা ক্যাট"

    মরাল সায়েন্সের টিচার ফিরে এসে সেই গল্প পড়ে কী করলেন, সেটা অন্য এক গল্প। মরাল সায়েন্সের টিচারের সাথে মাননসই নয় মোটেও তাঁর পাঠপ্রতিক্রিয়া।
  • byaang | 132.167.70.137 | ১৩ জুন ২০১৩ ০৮:৩৯613954
  • *মরাল সায়েন্সের টিচার,
    মানানসই
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ০৮:৪৮613965
  • :)))
  • byaang | 132.167.70.137 | ১৩ জুন ২০১৩ ০৮:৫৫613821
  • ভূগোল পরীক্ষায় নব্বই নম্বরের লিখিত পরীক্ষা আর বাকি দশ নম্বরের মৌখিক পরীক্ষা।
    যিনি ভূগোল পড়ান, তিনি বিশেষ এক পড়ুয়াকে মোটেই পছন্দ করেন না। অপছন্দ করলেই বা কী, তার মৌখিক পরীক্ষা নিতে তো হবেই। তার রোল নম্বর ডাকা মাত্রই, সেই পড়ুয়া এক বিচ্ছিরি ফ্যাঁচফ্যাঁচে হাসি হাসতে হাসতে উঠে দাঁড়াল। দেখলেই বোঝা যায়, কোনো শক্ত প্রশ্ন একে করা যাবে না। কিছুদিন আগে এই পড়ুয়াই ম্যাপ পয়েন্টিংয়ে তিস্তা নদী কে সিকিমে শুরু করে বিহার দিয়ে টেনে এনে উড়িষ্যার উপর দিয়ে বইয়ে দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল, সেই ম্যাপ পয়েন্টিং দেখার বিভীষিকা স্মৃতি ভোলা তো অত সহজ নয়! তাই পড়ুয়াকে ক্ষমাঘেন্না করে প্রশ্ন করা গেল, "ব্যাক-ওয়াটার কাকে বলে? কোথায় দেখা যায়?"
    পড়ুয়া শুনল, ব্ল্যাক-ওয়াটার। সে ভারি অবাক হয়ে ভাবল, এটা একটা প্রশ্ন হল? এ কেমনতর প্রশ্ন ভূগোল পরীক্ষায়? সে যে অত করে মুখস্থ করে এল চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা, আর বার্নপুরেও যেন কিসের একটা কারখানা, তাহলে বোধ হয় রেলের বগি তৈরির কারখানা আর হ্যাঁ আসানসোলেও কী একটা না, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে রেলের চাকা আর রেললাইন বানানোর কারখানা, সেগুলো অত করে পড়ার মানে কী রইল! তার বদলে এই এত সহজ প্রশ্ন! কোনো মানে হয়! সে নিরাশ হয়ে উত্তর দিল "কালো জল"। যিনি প্রশ্ন করেছিলেন তিনি "কীঈঈঈঈঈঈঈ?" বলে একটা আর্তচিৎকার করে চেয়ারের উপরে প্রায় একটা আড়াই ফুট হাই জাম্প দিলেন। পড়ুয়া ভাবে "একী উনি হাওয়ায় ভাসছেন কেন? তাহলে কী ভুল শুনলেন উনি?" ওনাকে চেয়ারে নামিয়ে আনার চেষ্টায় মরীয়া হয়ে সে উত্তর দিল "কালো জল , কালো জল, বুঝলেন না ব্ল্যাকওয়াটার মানে হিন্দিতে যাকে বলে কালাপানি!" তারপরে সে শুনল, কেমন ধরা গলায় চিবিয়ে চিবিয়ে তাকে বলা হচ্ছে "কালাপানি? কালাপানি? অসভ্য মেয়ে, কখনো বইটা খুলে দেখেছ? তোমাকেই কালাপানি দেওয়া উচিৎ।"
  • সে | 203.108.233.65 | ১৩ জুন ২০১৩ ১০:১০613832
  • ভাগ্যিস তখনো ফ্রেঞ্চ ছিলো না সিলেবাসে।
  • paTal | 165.201.35.63 | ১৩ জুন ২০১৩ ১১:০১613843
  • বিডি স্কুলের গপ্প এইখানে লেখা যাবে?
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ১১:১৬613854
  • লিচ্চয়। শিগ্গির শিগ্গির লিখুন। বেশি বেশি করে লিখুন।
  • paTal | 165.201.35.63 | ১৩ জুন ২০১৩ ১৩:২৫613865
  • আজ রাতেই লিখব। এই সবে ভাট পড়ে উথলুম। এখন আবার গপ্প লিখতে গেলে অফিস থেকে তাইড়ে দেবে ঃ)
  • paTal | 165.201.35.63 | ১৩ জুন ২০১৩ ১৩:২৭613876
  • *উঠলুম।

    অবশ্য উথলুমও বলা যায়, নষ্টালজি ইত্যাদি পড়ে উথলে উঠলুম তো বটেই ঃ)
  • টাঙন | 80.39.185.110 | ১৩ জুন ২০১৩ ১৩:৪২613884
  • ইলেভেন সায়েন্স। পাম আর বকুল ফল টাক্ করে মাথায় লাগানোর ক্যাওরামো ক্লাসরুমেও ঢুকে পড়ত। ডানদিকের সামনের বেঞ্চে বসে থাকা মেয়েদের মাথাও বাদ যেতনা, যদিও তখন তাদের সমবেত কাঁইকিচির সামলান দায় হত।
    একদিন। গণপতি স্যার বোর্ডে রসায়ন কষছেন। টাকে গিয়ে টকাস করে পড়ল একটা। হাতের চক থেমে গেল, কিন্তু পেছনে ফিরলেননা। ফলত পিনড্রপ সাইলেন্স। ক'দিন আগেই হেডুর আদেশে গোটা ক্লাসের সমস্ত ছাত্রকে লাইন দিয়ে নীল ডাউন হয়ে ও সমস্ত ছাত্রীকে লাইন দিয়ে দাঁড়িয়ে কান ধরতে হয়েছে গোটা স্কুলের সবার সামনে। যদিও তা কোন গ্লানির বদলে একধরনের অহঙ্কারের জন্ম দিয়েছিল ব্যাচটার মধ্যে। কিন্তু এবার কী হবে? গণপতি স্যারের বাঁ হাতের অভ্যস্ত ডাস্টার রসায়নের ক্যারাক্টারগুলো মুছে দিল ধীরে ধীরে। ৮০ জন ছাত্র ছাত্রীর ভরাট ক্লাসে নিশব্দ হাতুরী পেটাচ্ছে। কিন্তু না, বোর্ডের ওপর গোটা গোটা অক্ষরে ফুটে উঠল
    'বিচি বড়ই শক্ত',
    পেছনের বেঞ্চ থেকে উত্থিত হাসির রোল হো হো রব হয়ে ছড়িয়ে পড়তে পড়তে থেমে গেল। 'চোপরাও' হুঙ্কারে ঘুরে দাঁড়িয়েছেন গণপতি স্যার। হাতুরী পেটানো মিলিয়ে গিয়ে নিশব্দ তখন মুচকি হাসি। গম্ভীর আদেশ জারী হল "অন্য স্কুল থেকে যে ছাত্ররা এসেছ তারা উঠে দাঁড়াও।" পনের বিশ জন উঠে দাঁড়ালে স্যার হুঙ্কার ছাড়লেন "তোদের মধ্যে কে করেছিস বল।" এবার গোটা ক্লাসে কলকলকাকলী শুরু হয়ে গেল, প্রশ্ন যেটা দাঁড়াল তা হল: স্যার আপনি কিভাবে অন্য স্কুল থেকে পড়তে আসা ছাত্রদের ঘারেই দোষ চাপাচ্ছেন? স্যার বললেন: বইস্যা পড়, বইস্যা পড়। বললেন: সিম্পল এনাফ। করোনেশনের ছেলেদের টার্গেট মিস হওয়ার কথা নয়, কারন তারা ক্লাস ফাইভ থেকেই চালাচ্ছে!

    কিন্তু আমার সন্দেহ হয়। প্রইস্যা বা গাপ্পুদের কি চিনিনা! সত্যিই কি টার্গেট মিস ছিল? গণপতি স্যারও কি অতটা নিশ্চিত ছিলেন?
  • I | 24.99.90.14 | ১৩ জুন ২০১৩ ২৩:৪৩613885
  • বিয়াপ্পোক !
  • aranya | 154.160.130.16 | ১৪ জুন ২০১৩ ০৯:৪২613886
  • টু গুড হচ্ছে, এই টইটা। চীয়ার্স, অভ্যু & আদার্স :-)
  • Abhyu | 118.85.89.109 | ১৪ জুন ২০১৩ ২২:৫০613887
  • বিডি স্কুলের গল্প কই?
    অন্য স্কুলের ছাত্রছাত্রীরাই বা কই?
  • baahaa | 218.87.233.180 | ১৪ জুন ২০১৩ ২৩:০৫613889
  • এটাও বি ডি স্কুলের গপ্পো, তবে সাউথের বি ডি মেমোরিয়াল। ক্লাস ফাইভের অ্যানুয়াল পরীক্ষা। হিন্দি। বাক্য রচনা এসেছে 'কেলা'। ছাত্রটির মনে পড়ল হিন্দি বইয়ের অক্ষর পরিচয়ের পাতায় অনেক ছবি। পাশাপাশি দুই কলামে। ক দিয়ে কেলা, চ দিয়ে চুহা ইঃ। ছাত্র লিখল 'কেলা এক জানোয়ার হ্যায়'। (ঐ পাতায় কোনোভাবে কলার ছবির পাশে জ দিয়ে 'জানোয়ার' ছিল।)
  • *** | 127.195.171.223 | ১৪ জুন ২০১৩ ২৩:৫১613890
  • স্বপন দা অংক পড়াচ্ছেন - সামনের বেঞ্চে মেয়েরা বসে আছে। স্বপন দার হাতে চক সামনে বইয়ের পাতা খুলতে হবে, উনি বললেন ভাস্বতীকে "তুমি খোল আমি দেখি" - পিছন থেকে আওয়াজ এল এই খোল না স্যার দেখতে চাইছেন। তারপর কি হইল জানে শ্যামলাল।
  • Abhyu | 179.237.31.232 | ১৫ জুন ২০১৩ ০৩:৫২613891
  • পুরুলিয়া রামকৃষ্ণমিশনে এক মহারাজ ছিলেন যিনি বাংলা ভালো জানতেন না। ক্লাসে দেরী করে আসায় -
    লেট হইল কেন?
    দেবদীপ (প্রচণ্ড স্পীডে) - মহারাজ, কর্মব্যস্ততার জন্য বিলম্ব হইল, বিলম্ব হইল বলিয়া দেরী হইল, দেরী হইল বলিয়া লেট হইল।
    - আচ্ছা যা বোস গিয়ে।
  • C | 161.141.84.239 | ১৫ জুন ২০১৩ ০৩:৫৬613892
  • অ-বিলম্বিত লয়ে বিলম্ব থেকে লেট এ পৌঁছল। ঃ-)
  • Abhyu | 179.237.31.232 | ১৫ জুন ২০১৩ ০৩:৫৮613893
  • আরেকবার ক্লাস ফাইভে বাঙলায় আনসীন প্যাসেজ অংশে মহেশ থেকে দু তিন অনুচ্ছেদ তুলে দিয়ে প্রশ্ন করা হয়েছে - মহেশ কে? (প্রসঙ্গতঃ গল্পটা জানা না থাকলে সত্যিই ঐ দুই প্যারাগ্রাফ থেকে বোঝা সম্ভব নয় মহেশ কে) - সুতরাং উত্তর এল
    - মহেশ একজন দরিদ্র চাষী।
    আমিনা কে?
    - মহেশের মেয়ে।
  • C | 161.141.84.239 | ১৫ জুন ২০১৩ ০৫:৫৯613894
  • আমাদের ইতিহাসের ক্লাসগুলো থাকতো সব টিফিনের পরে, স্বভাবতই ভীষণ ক্যালোরব্যালোর চলতে থাকতো ক্লাস শুরুর আগে। নাইনের ইতিহাসের দিদিমণি ছিলেন মাখনদি(আগের ছাত্রীদের দেওয়া নাম, আসল নাম দেওয়া হলো না। ) সেই মাখনদি ক্লাসে ঢুকেই বলতেন, 'মেয়েরা চু উ উ উপ করো। বাপরে কী টকেটিভ কী টকেটিভ!"
    ইতিহাস বই খুলে গড়গড় করে রিডিং পড়ে যেতেন, আর এক এক জায়্গায় এসে বলতেন, "এসব জায়্গা পড়তে হবে না তোমাদের, সময় নষ্ট। "
    একবার উনি বলেছিলেন সম্রাট অশোক যখন কিনা ধর্মাশোক হলেন, তখন তার আমলে যুদ্ধ টুদ্ধ না থাকায় সেনাবাহিনি প্যারালাইজ্ড হয়ে গেছিল, তাই তার সাম্রাজ্য ভেঙে গেল!
    এই সেনাবাহিনি প্যারালাইজ্ড শুনে একজন উঠে তাড়াতাড়ি জিগ্গেস করলো, "সৈন্যদের সবারই প্যারালিসিস হয়েছিল, দিদিমণি?"

    ভুগোলের টিচারের দশাসই চেহারা ছিল, সেই দিদিমণিকে আগের ছাত্রীরা নাম দিয়েছিল শালবৃক্ষ। ভদ্রমহিলা বেশ কড়া ছিলেন, কিন্তু সিরিয়াস পড়াতেন। একবার সবাইকে ভারতের ম্যাপ আঁকতে দিয়েছেন, তারপরে দেখাতে হবে। লাইন করে সবাই দেখাবার জন্য দাঁড়িয়েছে, উনি প্রথমজনের খাতা দেখেই ব্যোমকে গেলেন! বললেন "এ কী? এ কী ম্যাপ এঁকেছিস? এটা তো একটা পরোটা এঁকেছিস!!!!"
  • C | 161.141.84.239 | ১৫ জুন ২০১৩ ০৬:৪৬613895
  • "<<name: Abhyu mail: country:

    IP Address : 179.237.46.187 (*) Date:13 Jun 2013 -- 02:30 AM

    ক্লাস টেনে রচনা এসেছিল একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ, তাতে এই কোটেশনটা দিয়েছিলাম "যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী চিহ্ন নাহিকো আর।" ভাবলাম কেমন দিলাম!
    তারাপদ স্যার শুধু বললেন, তবে কি দেখতে গিয়েছিলি?

    "

    বললেই পারতে, "গিয়া দেখি আজ পড়ে আছে শুধু ভাঙাচোরা তার হাড়"

    ঃ-)))))
  • rivu | 140.203.154.17 | ১৫ জুন ২০১৩ ০৬:৪৯613896
  • এটা নরেন্দ্রপুরের অজিত সেনগুপ্তর গল্প। পরীক্ষায় কোশ্চেন ছিল প্রজাপতির জীবনচক্র। তো পোকা, গুটি এবং সব শেষে প্রজাপতি ইত্যাদি আঁকতে হবে। একটি ছেলে টাইম পায়নি, খাতায় সুধু লাস্ট দশা মানে প্রজাপতির ছবি এঁকে এসেছে, পার্ট মার্কিং এর আশায়। অজিতদা শুন্য দিয়ে গোলের মধ্যে লিখে দিলেন, "শুভ বিবাহ"।
  • C | 161.141.84.239 | ১৫ জুন ২০১৩ ০৬:৫৮613897
  • শুঁয়াপোকা গুটি এসব আঁকা বরং প্রজাপতি আঁকার থেকে অনেক সোজা আর দ্রুত সম্ভব।
  • Abhyu | 118.85.89.109 | ১৫ জুন ২০১৩ ০৮:২৩613898
  • নরেন্দ্রপুরে ফিজিক্সের AKT একবার সৌম্যদীপের খাতায় শূন্য দিয়ে লিখেছিলেন - new theory?
  • potke | 132.172.227.223 | ১৫ জুন ২০১৩ ০৮:৩১613900
  • বড়ুয়া স্যার এসেছেন সাব হয়ে,অন্য কারো ক্লাসে-নাইন। তা ইতিহাস পড়াতে গিয়ে হঠাৎ বল্লেন " তোঁরা সঁবাই বুদ্ধের মত হঁ!"--এক ছিল তালঢ্যাঙা ছেলে,ফস করে বলে বসল"স্যার আমাদের বৌ-বাচ্চা ফেলে পালানোর প্ল্যান দিচ্ছেন?"

    ব্যাস,"শাঁস্ত্র-শিক্ষা,নীঁতি-শিক্ষা নাই" বলে তার কান টেনে ছিঁড়ে নেবার জন্য খেপে উঠলেন,এদিকে চেয়ার ছেড়ে নড়বেন না; সেই সার্কাস যদি ভিডিও করে রাখা যেত ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন