এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইস্কুলের গল্প

    Abhyu
    অন্যান্য | ১৩ জুন ২০১৩ | ৭৬১২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.166 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৩৯613845
  • * তৎক্ষণাৎ পেছনে ঘুরে
  • Abhyu | 138.192.7.51 | ০৪ মার্চ ২০১৪ ০১:৩৫613846
  • এইটা ব্যাংদির জন্যে তুলে দিলাম।
  • একক | 132.167.181.38 | ০৪ মার্চ ২০১৪ ০২:৩৫613847
  • একটা কদম গাছ ছিল অনেকগুলো তাতে ভর্তি কদম ফুল পারতে হতনা শুধু লাথাও আর লাথাও প্রথমে সাদা থেকে হলুদ থেকে বাদামী আর হাতে গায়ে পায়ে টক টক কদমের গন্ধ শুঁকতে কী ভালো আর আমার বেঞ্চি টা ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ একসঙ্গে মানে দুদিকের মাঝে শেষে দেয়ালে লাগানো তো তাই কেও বসতোনা শুধু কদমের গন্ধ আর ঝিম হয়ে বসে থাকা দেখে যোগেশ দা বললেন এই দাঁড়া তো পূর্ণিমা চাঁদ কেনো ঝলসানো রুটি বল বল আরে অমন বুক চিতিয়ে দাঁড়াবার কী আছে পতাকা ওরাবি নাকী চুল ঠিক্করে আবার চুল কাট চুল কাট হ্যা যা বলছিলুম বলছি কী কবি র ঝলসানো রুটি খেতে হেব্বি ভাললাগত তাই তাই তাহলে গদ্যময় কেন গদ্যময় বলা মানে তো ইঙ্গিত আসছে কোনো ভালো লাগেনা এমন জিনিসের সঙ্গে তুলনা আসবে এইবার বল বল আরে কী কান্ড অত ভেবে লিখলে তো বড় কবি হয়ে যেত মানে এইটা একটা উত্তর হলো ব্যাটা গেঁজেল দাঁড়িয়ে থাক অনেকক্ষণ ঝিমিয়েছিস শুনে ঢং ঘন্টা পরে এবং আবার কদমের গন্ধ এবং অভিষেক খুব ব্যস্ত হয়ে উঠে বলে ক্লাস ফাস থাক হেডুর পারমিশন আছে এখন সৃষ্টির কাজ হবে চল চল চলে যাই রিহার্সাল রুমে দেখি দুই নাইনের সিনিয়ার হাত ফাত নেড়ে শুধু বিঘে দুই খাই আর শুই না কী বলেই চলেছে চলেছে কানে আসেনা আর কদমের গন্ধটা আবার ধরে ফ্যালে অভিষেক বড় আর্ট পেপার বিছিয়ে নেয় মেঝেতে আর বলে আমি স্কেচ শুরু করি ওপর টা তুই কি নীচটা লিখবি না আমি ভাববো ভাববি কীরে ভাবার জন্যে কেও ক্লাস কাটার পারমিশন দেয় নাইনের ছেলেগুলো পেছনে লেগেছে এবার সৃষ্টি একদম অন্যরকম করতে হবে তুই কর বলে বেড়িয়ে যাই দেবদারু গাছ পেরিয়ে মাঠ পেরিয়ে প্রাইমারি ক্লাসের ধার দিয়ে যেতে যেতে মৃত্যুঞ্জয় দা হাঁক দেয় এই এদিকে কী একটু বাগানে ঘুরছি স্যার কুব পাখি হয়েছে কত পাখি আবার হবে কী হবে না ওফ তানয় ধান হয় পান হয় সময় নষ্ট হয় পাখি হবে কী তোর খালি ক্লাস কেটে বাগানে ঘোরার অজুহাত যত আসলে তো বাগান না বাগানে না এই বড় বড় রাস্নার গাঁঠি নাগলিন্গমের হ্যা হ্যা এইত কদমের গন্ধটা আর নেই চারপাশে আধখাওয়া ফুল বেশ অন্ধকার অন্ধকার ফুল গুঁড় গুঁড় সাদা একে মকরন্দ বলে দিব্যদা বলেছে আর অন্ধকারের নিচে থাক থাক কুবো হয়ে আছে ধীরে নড়ে মাথা নীচু এইখানে একদিন অভিষেক ব্যাগ থেকে বের করে ওয়ার্ল্ড গ্রেট আর্টিস্ট দেখিয়েছিল দুটো ওই দুটো আমার নেই বাবাকে বললে বাবা ঠিক পুরনো বইয়ের দোকান থেকে এনে দেবে লোত্রেক এনে দিয়েছে পিকাসো দিয়েছে কিন্তু গইয়া বলা কী ঠিক হবে এই পোশাক পরা মেয়েটার পাশে এই পোশাক ছাড়া মেয়েটা নাহ থাক বাবা লজ্জা পেতে পারে
  • Abhyu | 138.192.7.51 | ০৪ মার্চ ২০১৪ ০৬:৫০613848
  • ভাগ্যিস!
  • Abhyu | 107.81.103.243 | ০৪ মে ২০১৪ ০১:১০613849
  • এই টইটাই বা মন্দ কি?
  • KM | 82.70.83.183 | ০৪ মে ২০১৪ ০৬:৪৫613850
  • Jibon-bigyan er viva nicchen Salil-babu. Siddhu ke question "hna re Jol er opor naam ki?".
    Siddhu bangla synonym/antonym koshe mukhosto korechilo somproti, tai tar sawprotivo uttor: "Salil, Sir". Trapor dujone'r i ektu thotomoto khewa jawar pala. Shesh saamle niye Sir er abar proshno "Eta kon porikkhar viva?", Obosheshe kon answer ta Sir expect korchilen seta bujhte pere Siddhu'r abar uttor "Jibon, Sir"
  • KM | 82.70.83.183 | ০৪ মে ২০১৪ ০৬:৫৮613851
  • amader Physics teacher chilen khub amude. Tini je kono karon ei hok, head-master ke "buro" er asst. Head Master ke "Half-buro" bole dakten. Echara o tar special kichu tag-line chilo, jaar guro-ortho konodin i bujhte parni. Pore taar ullekh korchi.

    Physics poraten bhalo . Tobe tini odbhut dhoroner sob question class e korten ba porikkha teo set korten. Jemon " Biscuit er kouto te haat dhokale haat thanda laage keno?", "Kono patre jol fotano'r somoy , taate kichu bhanga knach er tukro rakha hoy keno?" Bolai bahulyo esob question er answer pete amader golodghormo hote hoto.

    Class e ese sobai ke bench er upor dnar koriye diten age bhage, tarpor oisob bitkel proshno korten, pora parle ba uttor kachakachi hole taake boste bolten, er na parle oi tar kichu specifc tag-line diten muchki haste haste " Bol dekhi Raajmistiri ra keno Lungi pore? janis na? are pachay mukto bayu chalachal er jonyo"
  • aranya | 154.160.226.53 | ০৪ মে ২০১৪ ০৭:০৩613852
  • আমরা গল্প করলে শান্তি মিস বলতেন - কতা, খা আ লি কতা, শু উ দু কতা।
    ক্যা ও নো কতা?
    - সেশ প্রশ্নটার সময় একটা ছোটখাট বিস্ফোরণ হত।
    বড় ভালবাসতেন সবাইকে।
    এটা কোন গল্প নয়, এমনি-ই লিখলাম। মিস-কে মনে পড়ছিল।
  • Abhyu | 107.81.103.243 | ০৪ মে ২০১৪ ০৭:৪৯613853
  • অরণ্যদা, কত যে স্মৃতি আছে ওনার...
  • Abhyu | 107.81.103.243 | ০৪ মে ২০১৪ ০৮:৪৩613855
  • KM
    জীবনবিজ্ঞানের ভাইভা নিচ্ছেন অনিলবাবু। সিদ্ধুকে কোশ্চেন "হ্যাঁ রে জলের অপর নাম কি?"। সিদ্ধু কষে বাংলা synonym/antonym কষে মুখস্ত করেছিল সম্প্রতি, তাই তার সপ্রতিভ উত্তরঃ "সলিল, স্যার"। তারপর দুজনেরই একটু থতমত খেয়ে যাওয়ার পালা। শেষ সামলে নিয়ে স্যারের আবার প্রশ্ন "এটা কোন পরীক্ষার ভাইভা?", অবশেষে কোন অ্যানসারটা স্যার এক্সপেক্ট করছিলেন সেটা বুঝতে পেরে সিদ্ধুর আবার উত্তর "জীবন, স্যার।"
  • KM | 82.70.83.183 | ০৪ মে ২০১৪ ২২:০০613856
  • ^
    জীবনবিজ্ঞানের ভাইভা নিচ্ছেন অনিলবাবু।

    অনিলবাবু noy Salil-babu
  • Abhyu | 107.81.103.243 | ০৪ মে ২০১৪ ২২:১১613857
  • ও ওটাই ক্যাচলাইন ছিল, সরি। সলিলবাবু হলে গল্পটা খোলতাই হয় :)
  • kumu | 52.104.27.186 | ১০ মে ২০১৪ ১৭:৫৫613858
  • আরো হোক স্কুলবেলার গল্প।
  • Abhyu | 78.117.214.27 | ৩০ আগস্ট ২০১৪ ২২:৪৬613859
  • হুম
  • Atoz | 161.141.84.164 | ৩১ আগস্ট ২০১৪ ০৩:১০613860
  • কই গো, তোমাদের ইস্কুলের গপ্পো কই?
  • - | 109.133.152.163 | ৩১ আগস্ট ২০১৪ ১০:০৮613861
  • এখানে সব্বাই ইস্কুলে গেছেন? কেউই রঠার মত বাড়িতে পড়াশুনা করেন্নাই?
  • Atoz | 161.141.84.164 | ০৩ ডিসেম্বর ২০১৪ ০৩:৫৬613862
  • আরে আর ইস্কুলের গপ্পো কোথায়?
  • Abhyu | 85.137.14.155 | ১৪ জানুয়ারি ২০১৬ ০১:২৯613863
  • এটাতেও কিছু নতুন গল্প পোস্ট হোক।
  • Lama | 213.132.214.84 | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৪২613864
  • হবে। সঙ্গে থাকুন পাঠক
  • | 213.132.214.81 | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৪৫613866
  • ক্লাশ সেভেন । বিশ্বজিতের সাদা জামা কোন এক সহপাঠী আনুকুল্যে র মসীলিপ্ত হয়েছে। কিন্তু কিছু তেই বলে না কোন শালা করেছে। তাই ডেস্পারেট বিশু গিয়ে চার জনের নামেই হেডু কে নালিশ করে এল ( তার মধ্যে ওর দুই ক্লোজ ফ্রেন্ড আমি আর অভীক ও ছিল)।

    তা যাই হোক। শাস্তি স্বরুপ দোতলার হেডু র ঘরের ঠিক সামানে আমাদের ৪ জন কে নীল ডাউন করে দিয়েছে। আমারা একেই ঘাবড়ে গেছি, তার ওপারে হেডুর ঘর থেকে কে এক্জন এসে বললো " একটু ওয়েট করো। টিসি লেখা হচ্ছে, হলেই দিয়ে দেবে"। অ্যাজ ইফ টিসি নেবার জন্যে আমাদের প্রবল তাড়া। তো আমরা কাঁচুমাচু মুখে বছরের এই মাঝখানে তাড়িয়ে দিলে কোথায় ভর্তি হতে পারি , আদৌ নেবে কিনা, ইয়ার লস হবে কিনা এই সব ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। হঠাৎ তারক বলে "আমার কোন চিন্তা নেই। মা পালপাড়া গার্লস এ পড়ায়। ওখানে ঢুকে যবও"। এ হেন সমাধান কত টা অসম্ভব সেঅট তলিয়ে দেখার অবস্থা অবশ্য তখ্ন আমাদের নেই।
  • Lama | 213.132.214.81 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:০১613867
  • কুনাল (কাঁদো কাঁদো মুখে): স্যর শঙ্খ আমাকে মেরেছে

    সমর স্যর (সিরিয়াস মুখ): অ্যাঁ! মেরেছে? অন্যায়! ভারি অন্যায়! এর বিচার হবে। নিশ্চয় হবে

    গৌতম তালুকদার (জনান্তিকে): শোলে...

    কুনাল (আশান্বিত): খুব মেরেছে স্যর। আর গৌতম এইমাত্র 'শোলে' বলল

    স্যর (নির্বিকার মুখে): গৌতম , একটা উপকার করবি?

    গৌতম তালুকদার (উৎসাহিত): স্যর, হেড স্যরের ঘর থেকে বেত নিয়ে আসতে হবে, তাই তো?

    স্যর (অমায়িকভাবে): না না, কষ্ট করে একটু ক্লাসের বাইরে গিয়ে কান ধরে নিলডাউন হতে হবে

    কুনাল (উশখুশ করে): উফ! কি ব্যথা

    স্যর: বিচার প্রক্রিয়ায় এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি দুঃখিত কুনাল। জানো তো বিচারের পথ বড় কঠিন। তা অপরাধ কবে ঘটেচে বাবা কুনাল?

    কুনাল: স্যর কাল মেরেছে

    স্যর (প্রবল হতাশায়): হায় হায়! ন্যায়ের পথে এ কি বিষম বাধা!

    কুনাল (ঘাবড়ে): কি হল স্যর?

    স্যর: এই আদালতের নিয়ম অনুযায়ী অপরাধ সংঘটিত হবার পর অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করা না হলে দেওয়ানী বা ফৌজদারী কোনো অপরাধেরই বিচার হয় না। বোসো কুনাল। বোসো শঙ্খ
  • T | 165.69.182.97 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:১০613868
  • :)

    ক্লাস সিক্সে নতুন জায়গায় নতুন স্কুলে ভর্ত্তি হলুম। নতুন ইশকুল, প্রথম দিন, উৎসাহ বেশী, খানিক আগেই তাই পৌঁছে গেছি। প্রার্থনা শুরু হ'ল। লাইন দিয়ে ছেলে পুলে দাঁড়িয়ে আছে। আমি যেহেতু অনেক আগেই পৌঁছে গেছিলাম তাই প্রেয়ারে সবার আগে। একদম সামনে। উল্টোদিকে অ্যাসিস্টেন্ট হেডমাস্টার মশাই। নতমস্তক, সোজা নিজের পায়ের দিকে চেয়ে আছেন। প্রার্থনা শুরু হ'ল।

    আমার মুখস্থ নেই। 'সহ নৌ' ইত্যাদি প্রথমবার শুনছি। বিড়বিড় করছি। লক্ষ্য করলুম হঠাৎই (প্রার্থনা চলাকালীন) অ্যা হে মশাই, পায়ের আঙুলের উপর ভর দিয়ে বডিটা খানিক তুললেন, এক কি দু সেকেন্ড, আবার নামিয়ে নিলেন।

    আমিও তাই করলুম। প্রার্থনার রীতি বোধহয়। পেছনে বাকীদের তো আর দেখতে পাচ্ছি না।

    ওঁর বডি আবার কিছুক্ষণ পরে উঠল। ফের সহ নৌ ইত্যাদি। আমিও পায়ের আঙুলে ভর দিয়ে ঐরূপ। এরম বার চারেক হ'ল। তারপর প্রেয়ার শেষ।

    ওমা, শেষ হতেই দেখি কিনা ছুটে এসে মারতে লেগেছে। হতভাগা বাঁদর ছেলে, মেরে ফেলবই তোকে ইত্যাদি। তা আমি কি করে জানব যে ওইটা ওঁর মুদ্রাদোষ। মিছিমিছি ঠকাস ঠকাস করে চড় থাপ্পড় খেলুম।
  • d | 144.159.168.72 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৪613869
  • :-)) মুদ্রাদোষ?
    আমি আবার পড়তে পড়তে ভাবছি বায়োগ্যাস উৎপন্ন করে চলাচলের রাস্তা করছেন।
  • d | 144.159.168.72 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৫613870
  • মানে বিপথগামী ঢেঁকুর
  • T | 165.69.182.97 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৯613871
  • আরে না না :), তারপর একদিন বাজারেও লক্ষ্য করেছি। টুক করে বডিটা একটু তুললেন, তারপর ফের ধরাধামে নেমে এসে পালংশাকের আঁটিটা ব্যাগস্থ করলেন।
  • r2h | 215.174.22.27 | ১৪ জানুয়ারি ২০১৬ ২২:১৪613872
  • ওরে বাবা এক টেবিল লোকের মাঝে বসে ফ্যাকফ্যাক করে হেসে ফেল্লাম
  • পুপে | 74.233.173.193 | ১৪ জানুয়ারি ২০১৬ ২৩:১৫613873
  • ক্লাস থ্রিতে পড়ি। সবার বসার জায়গা সেশনের শুরুতেই স্যারেরা ঠিক করে দিতেন। সবচাইতে বেঁটে বাচ্চা হবার দরুন প্রথম বেঞ্চিতে আমার জায়গা। তো ঠিক পরের বেঞ্চিতে বসতো দুই যমজ বোন। একদিন হেডস্যারের ক্লাস চলাকালীন তারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমার মাথার চুলে কি দেখে চলেছে, পারলে হুমড়ি খেয়ে মাথায় পড়ে যায় আর কি। খানিক বাদে ব্যাপারটা লক্ষ করেছি, স্যারও দেখেছেন। মাথায় ঝুল না কি একটা লেগে ছিল, নির্ঘাত টিপিন টাইমে লুকোচুরি খেলার সময় জুটিয়েছি ওটাকে। আমুদে স্যার ঐ জোড়া বোনকে বললেন- উকুন খুঁজছিস নাকি? শুনে তাদের কি হাসি। ক্লাসের বাকি বাচ্চাও হাসছে কেউ কেউ। আমি সাথে সাথে বল্লুম- আসলে স্যার, বাঁদররা উকুন খুঁজেই খায় কিনা! সাথে সাথে জোড়া ভ্যাঁ..... :P
  • ranjan roy | 24.99.158.247 | ১৫ জানুয়ারি ২০১৬ ০৬:০৭613874
  • টইটা বেশ হচ্চে। আরো গল্প আসুক।
  • রোবুর জন্যে | 85.137.4.219 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৪613875
  • name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 10:21 AM

    যাক সম্মুখ সমরে পড়ি নিয়ে একটা গল্প বলে যাই। ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষায় কবিতা বলতে হত। আমি শখ করে ঐটা মুখস্ত করে গেলাম। যুগল স্যার কারো কবিতাই দুলাইনের বেশি শুনতেন না, সুতরাং সমস্যা নেই। ওমা, আমি বলতে আরম্ভ করেছি, দেখি উনি হাঁ করে শুনছেন। থামতে বলার কোনো লক্ষণই নেই। শেষে আমারই স্টক ফুরিয়ে গেল। আমি চুপ করতে উনি ঘাড় নেড়ে বললেন - শেষ?

    আমি স্মার্টলি বললাম - হ্যাঁ স্যার। এই পর্যন্তই।

    name: b mail: country:

    IP Address : 135.20.82.164 (*) Date:26 Feb 2016 -- 10:26 AM

    ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমিক পরীক্ষার সময় একটা কবিতা আবৃত্তি করতে হত তো। আমাদের ক্লাসের ফার্স্ট বয় বনলতা সেন আবৃত্তি করার পরে এক্সটার্নাল এগজামিনার ঘেঁটে ঘ হয়ে যান, ও নিজে থেকেই বলেন, থাক থাক হয়েছে।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 10:28 AM

    হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে সব হত। শর্মিষ্ঠা আর যুগল স্যারের কথোপকথ্ন।

    শর্মিষ্ঠাঃ স্যার আসন করতে পারব না।
    স্যারঃ একটা আসন করতেই হবে। কোনো একটা আসন করলেই হবে।
    শর্মিষ্ঠাঃ স্যার সব আসন সিলেবাসে আছে?
    স্যারঃ হ্যাঁ সব আসনই আছে।
    শর্মিষ্ঠাঃ আচ্ছা তাহলে আমি সব আসন করছি।
    স্যারঃ অ্যাঁ???

    দেরী হয়ে গেছে। শর্মিষ্ঠা এতোক্ষণ তালব্য-শ বলছিল, স্যার ভেবেছেন দন্ত্য-স।

    name: sosen mail: country:

    IP Address : 184.64.4.97 (*) Date:26 Feb 2016 -- 10:34 AM

    তোমরা তো সাবান আর ফিনাইল বানাতে। বিডির ছেলেপুলেরা খালি ফিনাইলের বোতল নিয়ে আসতো যেতো। সারা বছর। সেগুলো আবার এ ডির ছেলেরা ধার নিতো

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 10:35 AM

    ফিনাইলটা ঠিক্ঠাক হত। তখনকার দিনে গুণ্ডা কম ছিল। নইলে ঐ সাবান দিয়ে কাউকে অ্যাটাক করলে আর দেখতে হত না।

    name: sosen mail: country:

    IP Address : 184.64.4.97 (*) Date:26 Feb 2016 -- 10:36 AM

    কারা যেন নিউজপ্রিন্ট সাবান বানালো একবার। খবরের কাগজের উপর রেখেছিল। তারপর কাগজটা সাবানের অংশ হয়ে গেলো। মন্দ দেখতে হয়নি। ঐ এখনকার নিউজপ্রিন্ট জ্যাকেটের মতো ই হয়েছিল।

    name: দ mail: country:

    IP Address : 24.97.110.59 (*) Date:26 Feb 2016 -- 10:39 AM

    হুঁ সাবান, ফিনাইল, বই বাঁধানো আর ৪-৫ রকমের আচার ছিল আমাদের ওয়ার্ক এডুকেশানে। ভগ্গিস সেলাই ছিল না। বাপরে!
    আমি গাতুর সাবান নিয়ে জমা দিলাম। ততদিনে সাবান মেরুণ থেকে রং বদলিয়ে হালকা কমলা হয়ে গেছে। এক্স্টার্নাল পরীক্ষক্ক একটা সাবান নিয়ে চলে গেলেন!

    ফিজিক্যাল এডুকেশানে আমাদের ফিনাইল বানাতে কাঠি নাচ দেখাতে ও একটা কবিতা বলতে হয়েছিল। বাকী দুটোই গ্রুপ পারফরমেন্স, শুধু কবিতা আবৃত্তিটা ইন্ডিভিজুয়াল। আমি কালিদাস রায়ের চাঁদ সদাগর বলেছিলাম।

    name: Tim mail: country:

    IP Address : 108.228.61.183 (*) Date:26 Feb 2016 -- 10:39 AM

    ফিজিকাল এডুকেশনে কবিতা মুখস্ত/গান এবং ক্রিকেট/ফুটবলের দক্ষতা দেখাতে হতো। এবং পিটি। এবং আসন। সে এক ভয়ঙ্কর ব্যাপার। অর্ধেকের বেশি ছেলেই দেখি খেলাধুলো করেনা, কি আপদ!

    name: Tim mail: country:

    IP Address : 108.228.61.183 (*) Date:26 Feb 2016 -- 10:41 AM

    আমি তো দু বিঘা জমি বলেছিলাম, আসলে ভেবেছিলাম পুরাতন ভৃত্য বলবো কিন্তু দেখলাম কার্য্যকালে মনে নেই।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 10:44 AM

    সাবানে একমাত্র আলতা দিলে রঙ থাকত। বাকি যাই দাও না কেন সাবান বহুরূপী - এই ছিল নীল - স্যার দেখতে দেখতে হলুদ কি সবুজ হয়ে গেল। সবচেয়ে খারাপ কপাল ছিল সাবানের খাপেদের - যত্ন করে ছবি আঁকা হত - কিন্তু ভিতরে সাবান ঢুকলেই খাপেদের চর্মরোগ হত।

    রেজাউল ইসলামকে জিজ্ঞাসা করা হল - কিরে তোর সাবানের নাম কি? লাক্স?
    উত্তর এলো, না, রিল্যাক্স।

    name: Arpan mail: country:

    IP Address : 24.195.238.155 (*) Date:26 Feb 2016 -- 10:47 AM

    সে তো ১০% লোকে পারত। বাকিদের অ্যাটেম্পট চূড়ান্ত খোরাকময় হত।

    কে যেন শুয়ে শুয়ে ট্রাই করবে বলে (নো হিনী প্লিজ) ঘুমিয়ে পড়েছিল।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 10:47 AM

    দীপুদা মরিতে চাহি না আমি সুন্দর জীবনে দিয়ে শুরু করে রানার গ্রামের রানার দিয়ে শেষ করেছিল, তবু যুগল স্যার আপত্তি করেন নি।

    name: S mail: country:

    IP Address : 108.127.145.201 (*) Date:26 Feb 2016 -- 10:49 AM

    মাধ্যমিক পরীক্ষার ওয়ার্ক এডুকেশন দিচ্ছি। এক্দলকে বলা হোলো সাবান বানাতে আর অন্যদল গেল ফিনাইল বানাতে। ঘন্টা খানেক পরে দেখা গেল সাবানের থেকে ফিনাইল বেশি শক্ত হয়ে গেছে।

    name: Tim mail: country:

    IP Address : 108.228.61.183 (*) Date:26 Feb 2016 -- 10:49 AM

    ঃ-))

    আমরা সাবান বানাইনি। মানে নিজে হাতে করতে হয়নি। খগেনদা না বিভূতিদা করে দিয়েছিলো। ঐই সবাই মিলে দেখালো।

    কিন্তু আমার সাথে একটা ইন্টারেস্টিং বাক্যালাপ হয়েছিলো ইন্সপেক্টরের। হ্যা হ্যা

    name: Tim mail: country:

    IP Address : 108.228.61.183 (*) Date:26 Feb 2016 -- 10:54 AM

    এক্সটার্নালঃ কর্মশিক্ষা মানে জানো? কোন কাজই ছোট নয় এইটা শেখা।
    আমিঃ হ্যাঁ স্যার
    এঃ কিন্তু এসব পরীক্ষা দিয়েও কি কাজের কাজ হয়? আসলে সেই তো মানুষ কাজের ছোট বড়ো করে
    আঃ ....
    এঃ তোমাকে যদি বলা হয় বাথ্রুমটা পরিষ্কার করে দাও, পারবে?
    আঃ হ্যাঁ
    এঃ (উত্তেজিত) মোটেই পারবেনা, বল্লেই হলো!
    আঃ খুব ভালো পারবোনা, কিন্তু করতে অসুবিধে নেই
    এঃ হ্যাঃ ... কই দেখি খাতা কই?

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 11:07 AM

    যাই হোক, সেই পান্নালালের ছেলেটার মতো ক জন হয়? মাধ্যমিকের খাতার মাঝে একটা দশ টাকার নোট বেঁধে দিয়েছিল।

    name: b mail: country:

    IP Address : 135.20.82.164 (*) Date:26 Feb 2016 -- 11:07 AM

    আমরা বানিয়েছিলাম কালি।

    তা সেই কালি বানানোর সাথে নোট-ও লিখতে হত। তো মাস্টারমশাই (এনাকে পুং বলে ডাকা হত, কারণ পুরো নাম মাধুরী মোহন বসু) ঈষৎ বাঙ্গাল টোনে বললেন 'ল্যাখো
    ১। কা-আ-লি কা-আ-কে ব-অ-অ-লে?

    আমরা স্তম্ভিত। শিওর যে, কেমিস্ট্রির নোবেল লরিয়েটরাও এই প্রশ্নের উত্তর জানবেন না।

    তারপরে সেই ভয়াবহ এস এস এস পি (সোশ্যাল সার্ভিস/ স্কুল পারফর্মেন্স)। আমাদের নালা নর্দমা ইত্যাদি সাফ করতে হত। মাঝে মাঝে নানাবিধ সাধারণ `জ্ঞানের প্রশ্ন হত। সেগুলো-ও টুকে রাখতে হত ও এক পিঠ শাদা, এক পিঠ লাইনটানা খাতার ডানদিকে লিখতে হত। ঐ সাইডটা লাইন টানা। যেমন একটা প্রশ্ন ছিলো

    ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?

    ক্লাস ভর্তি অসাধারণ ছেলে সব, তাই সক্কলে চুপ। মাস্টারমশায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে জানালেন, জাকির হোসেন। অমনি সুরজিতের দিমাগ কি বাত্তি জ্বলে গেলো। দাঁত টাত বার করে বললঃ হে হে স্যার, যে তবলা বাজায়?
    যে মারটা খেয়েছিলো, সেটা এখনো মনে আছে।

    name: পুপে mail: country:

    IP Address : 131.241.184.237 (*) Date:26 Feb 2016 -- 11:24 AM

    আমাদের মোজা বুনতে হত, টেবিল ক্লথ বানাতে, আর রুমাল বানাতে। সেলাই করতে আমার মোটেই ভালো লাগত না। আর ওদিকে সবচেয়ে সেরা সেলাই করিয়েকে একটা ইয়াব্বড় কাপ দিত। কোনোবারই পাইনি। ঃ(((

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 11:16 AM

    আচ্ছা তোমাদের ফার্স্ট এইড ছিল না? আমাদের একজন ডাক্তার এসে একদিন ক্লাস নিয়ে যেতেন। ব্যাণ্ডেজ বাঁধা শেখাতেন। তিনি বললেন - আচ্ছা বলো দেখি সাপে কামড়ালে প্রথমে কি করবে?
    ইন্দ্রনীল বলল - যত তাড়াতাড়ি হয় ডাক্তারখানায় নিয়ে যাবো।

    name: b mail: country:

    IP Address : 135.20.82.164 (*) Date:26 Feb 2016 -- 11:25 AM

    সে আমাদেরো লিখতে হত।
    প্রাথামিক চিকিৎসা কা-আকে বালে?

    উতারঃ বা-আ-ড়িতে অথবা প-অ-থে ঘা-আ-টে হঠা-আ-ৎ কোনো দুর্ঘটনা ঘটলে চ্সট (ওরকমি উচ্চারণ) করে ডাক্তার ডাকা অনেক সময়েই z-আ-আ-য় না-আ-আ। তই বলে তো রোগীকে রাস্তাঘাটে ফেলে রাখাও z-আ-আ-য় না-আ-আ।
    ইত্যাদি।

    আর সাপে কামড়ানোর প্রাথমিক চিকিৎসা কি- এর জবাব পেছনের বেঞ্চি থেকে এসেছিলোঃ সাপকে গিয়ে কামড়ে দেওয়া।

    name: Tim mail: country:

    IP Address : 108.228.61.183 (*) Date:26 Feb 2016 -- 11:18 AM

    ফার্স্ট এইড বক্স বানাতে হতো তো। সে অবশ্য ক্লাস সেভেন এইটে।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 11:19 AM

    আমাদের নাইন টেনে। ব্যাণ্ডেজ বাঁধা প্র্যাকটিস করা হবে বলে ভলান্টিয়ার খোঁজা হত।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 11:27 AM

    সাপে কামড়ানোর চিকিৎসা শুনে মনে পড়ল। নরেন্দ্রপুরের এক (প্রাক্তন) মহারাজকে সাপে কামড়েছে শুনে জয়ন্ত খুব নিরীহ গলায় প্রশ্ন করেছিল - সাপটা বেঁচে আছে?

    name: sosen mail: country:

    IP Address : 184.64.4.97 (*) Date:26 Feb 2016 -- 11:20 AM

    আমার বলে ফার্স্ট এইডের সাট্টিও এখনো আছে। হেব্বি টুর্নিকেট বাঁধতে শিখেছিলাম।

    name: Abhyu mail: country:

    IP Address : 85.137.4.219 (*) Date:26 Feb 2016 -- 11:22 AM

    গোটা মাথায় টুর্নিকেট বেঁধে কি লাভ? ফাটা মাথা পেতে?
    আর ডাক্তার বাবু আমাদের বলেছিলেন ফার্স্ট এইড বক্সে বোরোলীন রাখা চলবে না।

    name: sosen mail: country:

    IP Address : 184.64.4.97 (*) Date:26 Feb 2016 -- 11:21 AM

    আর ঐ ব্যান্ডেজ বেঁধে লোকের মচকে যাওয়া পা সারিয়েছি এক্সকারশনে, কলেজে। খুব কাজের স্কিল।

    name: sosen mail: country:

    IP Address : 184.64.4.97 (*) Date:26 Feb 2016 -- 11:24 AM

    টুর্নিকেটটা আজ অব্দি কাজে লাগাতে পারিনি। ব্যান্ডেজগুলো সব কাজে লেগেছিলো।

    name: quark mail: country:

    IP Address : 24.139.199.12 (*) Date:26 Feb 2016 -- 01:20 PM

    হে হে! আমাদের ছিলো লাঙলের ছোট মডেল বানানো আর লঙ্কা, পুঁইশাকের চাষ।
  • byaang | 113.2.135.110 | ১০ মে ২০১৬ ০১:২৫613877
  • ফিনাইল বানানোর ক্লাস। দোতলার বারান্দায় বড়কৃষ্ণাদি বিশাল কড়াই জাতীয় একটা কিছুতে ফিনাইল চাপাবেন, সিরিয়াস ভালো মেয়েরা ওনার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে মন দিয়ে ফিনাইল বানানোর তোড়জোড় দেখছে। ফাঁকিবাজ মেয়েদের এতে ভারি সুবিধে হয়েছে, ভালো মেয়েরা গোল হয়ে দিদিকে ঘিরে থাকায়, ফাঁকিবাজরা গোলের বাইরে এদিক সেদিক দাঁড়িয়ে গুলতানি করছে, কিন্তু বড়কৃষ্ণাদি তাদের দেখতে পাচ্ছেন না।

    এক ফাঁকিবাজ আরেক ফাঁকিবাজকে চ্যালেঞ্জ দিল, "ক্লাস এইটে পড়ার সময়ে খুব তো হিন্দি গান দিয়ে কলযুগ কা রামায়ণ বানিয়ে পপুলার হয়েছিলিস, এখন আবার মহাভারত নিয়ে একটা ঘন্ট পাকাচ্ছিস। রামায়ণ-মহাভারতের গল্প তো সবার জানা। সাহস থাকে তো আরো পিছিয়ে যা। ঐ মনুফনুর আমলে। পারলে এক্ষুনি এই মুহুর্তে হিন্দি সিনেমা আর এদের নিয়ে নতুন গল্প বানা? দেখি তুই কেমন তাৎক্ষণিক ফাজলামি করতে পারিস?"
    "মনু? হি হিহি আমার বড়পিসেমশাইয়ের ডাকনাম মনু। আর চিনি মনু মুখার্জী বলে একজনকে। বাংলা সিনেমায় অভিনয় করে। বিশেষ করে দীপংকর দে যে সিনেমায় থাকে, আর সুমিত্রা মুখার্জী যে সিনেমায় থাকে, সেগুলোয় মনু মুখার্জী থাকবেই থাকবে।"
    "চালাকি করিস না। মনে মনে ফন্দি আঁটছিস, আর মুখে অন্য কথা বলে সময় নেওয়াটা দিব্যি ধরতে পারছি। নে, শুরু কর?"
    "হয়েছে। দাঁড়া। যদ্দুর জানি এই মনু লোকটা মেয়েদের সহ্য করতে পারত না। তোর ফেভারিট কুমার গৌরব না? তবে শোন। লাভস্টোরির গল্পটা যদি মনু বলত, তাহলে কেমন হত? মানে মেয়েদের বাদ্দিয়ে বলত নিশ্চয়ই। দ্যাখ কেমন হচ্ছে? সব মেয়ে ক্যারেক্টারগুলোকে বাদ দিয়ে বলছি।

    এক যে ছিল ড্যানি। আর এক যে ছিল রাজেন্দ্রকুমার। আরে এক লাইনও বলি নি অম্নি হাসতে শুরু করেছিস? শোন। রাজেন্দ্রকুমার যাকে ইয়ে করত, ড্যানিও তাকে ইয়ে করত। রাজেন্দ্রকুমার যাকে ইয়ে করত, তাকে বিয়ে করল না। তখন ড্যানি যাকে ইয়ে করত , মানে রাজেন্দ্রকুমারও যাকে ইয়ে করত কিন্তু বিয়ে করে নি, তাকে ড্যানি বিয়ে করল। তখন রাজেন্দ্রকুমারও যাকে ইয়ে করত না, তাকে বিয়ে করল। তারপর একদিন রাজেন্দ্রকুমারেরও বাচ্চা হল। ড্যানিরও বাচ্চা হল। তুই তো হেসেই মরলি, আমি কিন্তু এখনও অব্দি একবারও কোনো মেয়ের নাম নিই নি, মনে রাখিস।"
    "মা গো! হিহিহি মনু বলছে ড্যানি ইয়ে করত! এই চুপ কর চুপ কর, ঐ দ্যাখ শম্পাটা আবার সর্দারি করতে ঘুরে বেড়াচ্ছে, এক্ষুনি গিয়ে নালিশ করে দেবে আমাদের দেখলে। চল সামনে গিয়ে দাঁড়াই।"
    "অ্যাই শম্পা শোন? তোর সবটাতে এত সর্দারি কিসের রে? নালিশ করার জন্য শিকার খুঁজছ্সি? সাহস আছে আমার নামে নালিশ করার?দিদি ফিনাইল বানাচ্ছেন, গিয়ে দ্যাখ। মনে রাখিস ওয়ার্ক এডুকেশনে কিন্তু তোকে লেটার পেতেই হবে মাধ্যমিকে। নালিশ করা নিয়ে কোনো সাবজেক্ট নেই কিনা, তাই ওটার লেটারটা তুই পেতিসই, কিন্তু পাবি না। শোন শোন শোন, এদিকে আয়, তোর চুলে একটা সুতো না কী যেন লেগে আছে, দেখি দেখি? দেখতে দে?"

    কয়েক সেকেন্ড পরেই "দিঁদিঁইঁইঁ সুঁচেঁতঁনা আঁমাঁর কঁপাঁলে ক্যাঁস্টঁর অঁয়েঁল লাঁগিয়ে দিঁয়েঁছেঁএঁএঁএঁ।"
    "ভালোই করেছে। তোমার কপালের উপর দিকের চুল তো পাতলা, এবার ভালো ঘন চুল হবে। কপালটাও ছোট দেখাবে। এর জন্য আমি শাস্তি দেব না ওকে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন