এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইস্কুলের গল্প

    Abhyu
    অন্যান্য | ১৩ জুন ২০১৩ | ৭৬১৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mila | 59.128.63.126 | ১৮ জুন ২০১৩ ০৯:০৮613934
  • ইন্জিনিয়েরিং ড্রয়িং এর ক্লাস, একজন মেয়ে গিয়ে সার কে বলল, সার মে আই গো টু দা টয়লেট ?

    সার বললেন, লেটস গো
  • siki | 132.177.231.178 | ১৮ জুন ২০১৩ ০৯:৫৫613935
  • ইঞ্জিনীয়ারিং মেশিনের ওয়ার্কশপ। মেশিন চেনাচ্চ্ছেন গৌরদা। মেশিনের সামনে ভিড় করে ছেলেমেয়েরা বোঝার চেষ্টা করছে, কারণ কে না জানে, গৌরদা বছরে ঠিক ছটা ক্লাস নেয়, আর তাই থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে।

    ভিড়ে ছেলেদের সংখ্যাই বেশি, মেয়েরা তাই ভিড়ের পেছনে পড়ে গেছে, প্রায় কিছুই দেখতে পাচ্ছে না। গৌরদা স্বভাবসিদ্ধভাবেই দু লাইন করে বলবার পরে পরেই গলা তুলে বলছেন, "ব্যাপারটা বোঝা গেল"?

    বার চারেক ব্যাপারটা বোঝা গেল শোনবার পরে রাহাত নামে একটি মেয়ে অনেক সাহস সঞ্চয় করে মিনমিন করে বলল, স্যার, কিছুই তো দেখতে পাচ্ছি না, বুঝব কী করে?

    গৌরদা কখনওই আগেপিছে ভেবে কথা বলে না। শোনামাত্রই তাই, "আরে এতে বোঝার কী আছে? ওই তো তোমার বাঁদিকেরটা ইনভার্টার, ডানদিকেরটা জেনারেটর আর তলারটা স্টার্টার।

    সমবেত খুকখুক হাসি চাপার শব্দের মাঝে একটা চাপা স্বর শোনা গেল, "স্টার্ট করে দেব, স্যার?"
  • কৃশানু | 177.124.70.1 | ১৮ জুন ২০১৩ ১০:০৮613936
  • হুঃ।
    আপনারা কেউ শাহাজাহান-আকবর এর ছবি এঁকেছেন ইতিহাস পরীক্ষায়? অনুপম (নাম পরিবর্তিত) এঁকেছে। শুধু তাই?
    ঈশ্বরী পাটনী-র নৌকোয় অন্নপূর্ণা নদী পেরোচ্ছে। তারও ছবি। বাংলা পরীক্ষায় স্কুলের ইতিহাসে তার আগে বা পরে সম্ভবত: কেউ ছবি আঁকেনি।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৮ জুন ২০১৩ ১০:১১613937
  • ইতিহাস পরীক্ষায় আমার চেনা বেশ কিছু গাঁতু লোকজন ছবি আঁকতো ঃ) কি আর করবে, লেখা তো পড়ে দেখতো না কেউ, খাতার ওজন আর ঐ ডেকোরেশন দিয়ে নং আসতো ঃ)
  • kumu | 52.110.111.7 | ১৮ জুন ২০১৩ ১১:০৩613938
  • আয়োডিন বাজারে পাওয়া যায়?
  • Lama | 213.99.212.54 | ১৮ জুন ২০১৩ ১৭:২৬613939
  • স্থানঃ আমাদের স্কুল
    কালঃ ক্লাস নাইন, শারীরশিক্ষার ক্লাস, কাজলবাবুর

    পাত্র(গণ)ঃ

    ১) দেবাশিস মজুমদার- যাকে কোনো অজ্ঞাত কারণে ছাত্রশিক্ষক নির্বিশেষে সবাই 'বাপি' নামে চিনত ও ডাকত।
    ২) কাজলবাবু, শারীরশিক্ষক, পেশার তুলনায় একটু অতিরিক্ত ডাকাবুকো, খেলার মাঠে চ্যালাকাঠ নিয়ে মারপিটে পারঙ্গম, নোংরা কথাবার্তা মুখে আটকায় না।

    ক্লাসে ঢুকে কাজল স্যর দেখছেন বাপীর ঠোঁট নড়ছে

    স্যরঃ কি হইল বাপি?
    বাপিঃ স্যর একটা গান গাই।
    স্যরঃ কি গান, শুনি একটু
    বাপি (অকুতোভয়)ঃ এক দো তিন, চার পাঁচ ছে সাত আট নও দস গ্যারা, বারা তেরা। তেরা করুঁ দিন গিন গিনকে ইন্তেজার, আজা সনম আই বাহার...ইত্যাদি
    স্যর(স্তম্ভিত)ঃ ... ... ...
    বাপিঃ স্যর ভালো লাগল? আরেকটা গাই?
    স্যর(আরো স্তম্ভিত)ঃ ... ... ...
    বাপিঃ নিঝুমো সোন্ধ্যায় পান্থো পাখিরা বুঝিবা পথ ভুলে যা-আ-আ-আ-আ-আ-আ-য়

    (তার পরে কি হইল শ্যামলাল জানে না)
  • Lama | 213.99.212.54 | ১৮ জুন ২০১৩ ১৭:৩৩613940
  • পরীক্ষার হল

    মৃন্ময় স্যরঃ হাসছিস কেন?
    বাঘাঃ স্যর, আমার খাতা দেখে
    স্যরঃ নিজের খাতা দেখে নিজেই হাসছিস! কই দেখি?
    ...
    ...
    ...
    অ্যামিবার ছবিতে হাসির কি আছে?
    বাঘাঃ স্যর, আপনি বুঝতে পারছেন না। আজ ভূগোল পরীক্ষা। ভারতের ম্যাপের আউটলাইন আঁকতে বলেছে
  • Kaju | 131.242.160.180 | ১৮ জুন ২০১৩ ১৭:৪৩613941
  • তোমাদের সকলের ইস্কুলেই একটা করে বাঘা ছিল নাকি? সিকিস্যারও কে এক বেঘো-র কথা বলে।
  • siki | 132.177.231.178 | ১৮ জুন ২০১৩ ১৮:৪৬613942
  • ইশকুলে নয়। কলেজে ছিল বেঘো।
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ জুন ২০১৩ ১৯:৫৭613944
  • আর আমার আপিসে আছে।
  • টাঙন | 80.39.185.41 | ১৮ জুন ২০১৩ ২০:০৯613945
  • মহান দানবীর ছিলেন সম্রাট হর্ষবর্ধন। একবার পরনের শেষ বস্ত্রখণ্ডটাও দান করে দিয়েছিলেন। এই অবাক বস্ত্রদানের দৃশ্য কল্পনা করে বিস্তর খোরাক নেয়নি এমন ছাত্রছাত্রী মেলা ভার। কিন্তু ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লুঙ্গি বিভ্রাটের গল্পটা আপনারা জানেননা। এই রাশভারী ভদ্রলোকের বাড়িতে গরম কালের রাতে একবার ডাকাত পড়ে। আসলে ডাকাত নয়, মুখে কালিঝুলি মেখে দুই চোর ঢুকেছিল, বাড়িতে কেবল মাস্টার ও মাস্টারনী আছে জেনে। ঘুম ভেঙ্গে যাওয়ায় ভদ্রমহিলা বিকট চিত্‍কার জুড়ে দেওয়ায় এক চোর সামনে লাফিয়ে পড়ে এমন দাবড়ানি দেয় যে ভদ্রমহিলা দাঁতকপাটি লেগে চিত্‍ হয়ে পড়ে যান। পাড়ার লোক সাড়া দেয়, চোরেরা পালায়। মাস্টার মশায় লন্ঠনটা বাড়িয়ে নিয়ে খালি গায়ে কাঁপতে কাঁপতে বাইরে রাস্তার ধারে আসেন। তিনি চিত্‍কার করছিলেন, কিন্তু উত্তেজনায় ডা-ডা-ডা-ডা, ডা-ডা-ডা-ডা বলতে পারছিলেন শুধু। আসপাশ থেকে কয়েকজন প্রতিবেশী এসে একটু দূরেই থমকে দাঁড়াচ্ছিল। বেশ খানিক্ষণ ডা-ডা-ডা-ডা করার পর তিনি হঠাত্‍ বুঝতে পারেন যে ডান হাতে লন্ঠনটা সামান্য তুলে ধরে বাঁ হাতে তিনি ক্রমাগত কোমড়ের লুঙ্গিটা পাক দিয়ে গোটাতে গোটাতে পূরোটাই কখন গুটিয়ে ফেলেছেন।
  • Lama | 127.194.237.145 | ১৯ জুন ২০১৩ ২৩:২৭613946
  • আমার মাসীকে চোর বলেছিল 'রাত জেগে পড়লেই ভাল রেজাল্ট হয় না'
  • আপডেট | 118.85.89.109 | ২০ জুন ২০১৩ ০০:৪০613947
  • name: sosen mail: country:

    IP Address : 125.241.118.217 (*) Date:20 Jun 2013 -- 12:09 AM

    আমি টুকলি কি করে করতে হয় সে-ও জানিনে। বানিয়ে লিখে দিন চলে গেল, পাশ -ও কল্লুম।
    তবে উমার ইংরেজি পরীক্ষার দিন এক ঘন্টা দশ মিনিটে খাতা জমা দিয়ে বাইরে আসায় আমায় পুলিশ ধরেছিল। একটা লোক পুলিশ, সে আমার হাত ধরে চেঁচিয়ে বিচ্ছিরি হিন্দিতে বলতে লাগলো "সীমাদিদি (মহিলা পুলিশ, ডিউটিরত ) কো বুলাও, কোয়েশ্চেন পেপার লেকে ভাগতা। " আমি-ও কান গরম করে টরে একসা, ওদিক থেকে দেখি গেটের বাইরে থেকে মা দৌড়ে আসছে। আমায় আবার ধরে নিয়ে গিয়ে ক্লাসে বসিয়ে দিল। নাকি দেড় ঘন্টার আগে বেরোবার নিয়ম নেই। খাতা-ও ফেরত দিলনা। ঘুমালাম বসে বসে।
  • প্রচার | 69.93.245.216 | ২০ জুন ২০১৩ ১৯:৩১613948
  • @কুমু

    [আয়োডিন বাজারে পাওয়া যায়?]

    মাছের বাজারে মাছ পাওয়া যায় আর তরকারির বাজারে তরকারি
    কেমিক্যালের বাজারে কেমিক্যাল পাওয়া যায় , জেনে রাখা দরকারি ।

    হ্যাঁ , কে করেছিল স্বীকার করেছে নীচের পোস্টে । বিশ্বাস না হলে যেতে হবে এই লিঙ্কটায় https://www.facebook.com/?sk=nf আর ১৬ ।৬।১৩ তারিখে পোস্ট করা এই কবিতা আর তার তলার লেখাগুলো পড়তে হবে ।

    শুভেন সরকার - [Akhon bolte lojja korchhe je culprit ami -i chhiloom. Dushtu buddhi mathai gojgoj korto. Akbar bhanga blade diye desker bhetore tar bendhe sonorus korechhiloom , mone aachhe ? Tokhon oboshyo ami ix c te porrtum , pore B section e transferred hoye jai, oi shob dushtumir pore.]
  • kumu | 52.109.108.41 | ২০ জুন ২০১৩ ১৯:৪২613949
  • তা হবে, কেমিক্যাল সম্বন্ধে বিশেষ কিছু জানা নাই।আপনার কাছে জানলাম।ধন্যবাদ।
  • Lama | 127.194.246.88 | ২০ জুন ২০১৩ ১৯:৪৭613950
  • হ্যাঁ হ্যাঁ, বাজারে মাওবাদী পাওয়া গেলে আয়োডিন পাওয়া যাবে না কেন? আয়োডিন পাওয়া যায়, ক্যালকুলাস পাওয়া যায়, দাঁড়কাক পাওয়া যায়... স অ অ ব পাওয়া যায়
  • প্রচার | 69.93.253.235 | ২০ জুন ২০১৩ ২৩:০৯613951
  • বাজারে বাঘের দুধও পাওয়া যায় , তবে কোথায় তা জানতে হয় ।
  • কৃশানু | 213.147.88.10 | ২০ জুন ২০১৩ ২৩:১১613952
  • কোথায়?
  • C | 161.141.84.239 | ২০ জুন ২০১৩ ২৩:১৩613953
  • পোষা বাঘ-বাঘিনী লাগবে, তাদের অনেকগুলো ছেলেপুলেও থাকতে হবে।
  • প্রচার | 69.93.253.235 | ২০ জুন ২০১৩ ২৩:১৩613955
  • ামার দরকার হয় না তাই জানি না । যাদের দরকার হয় তারা জেনে নেয় ।
  • প্রচার | 69.93.253.235 | ২০ জুন ২০১৩ ২৩:১৫613956
  • খোঁজ রাখে কাদের ঘরে বাঘিনীর সবে বাচ্চা হয়েছে ।
  • C | 161.141.84.239 | ২০ জুন ২০১৩ ২৩:২০613957
  • বাঘ আর বাঘিনী মিলে কামড়ে দেবে, থাবা দেবে। "আমি আছি গিন্নি আছেন আছেন তাহার নয় ছেলে-"
  • + | 69.93.247.135 | ২০ জুন ২০১৩ ২৩:২৮613958
  • নিউমার্কেটের জলহস্তীর রোস্ট পাওয়া যাচ্ছে আর বাঘের দুধ! ছ্যা!
  • সৌম্য দীপ বন্দ্যোপাধ্যায় | 127.194.27.27 | ২০ জুন ২০১৩ ২৩:৩৬613959
  • আমাদের স্কুল এ জীবন বিজ্ঞান পড়াতেন নির্মল বাবু।তাঁর বাঁধা লবজ ছিল কেউ পড়া না পারলে ''এই যে বাঅবা বাড়ির কাছে কোন স্কুল আছে ? সেখানে ভর্তি হবে ? ''. তো যাইহোক নীলাঞ্জন সেদিন এমিবা র জাতি নির্ধারণ না করতে পারার পর সার ওকে একই প্রশ্ন জিগ্গেস করেন .জবাবে নীলাঞ্জন বলেছিল একদিকে .... গার্লস আর এক দিকে ভিক্টোরিয়া ইনস্টিটিউট .কোনটাতে ভর্তি হব স্যার ? ?
  • Abhyu | 118.85.89.109 | ২১ জুন ২০১৩ ০০:২২613960
  • এক্সপেরিমেন্টালে ক্লাস ইলেভেনে এক নতুন টীচার এলেন কেমিস্ট্রি পড়াতে। প্রথম দিন ক্লাসে সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করলেন - রসায়ন কেন ভালো লাগে? চাটু বলেছিল - রস আছে বলে।

    ইনি ক্লাসে বোর্ডে লিখছেন, সব চুপচাপ, হঠাৎ শোনা গেল - "গোওওল"। দোতলার জানলা দিয়ে সবাই মন দিয়ে পাশের মাঠের খেলা দেখছিল।
  • কৃশানু | 177.124.70.1 | ২১ জুন ২০১৩ ১১:১০613961
  • সমীর স্যার?
    আমাকে তিনবার প্রচুর কেলিয়েছেন। একবার লবঙ্গ খাচ্ছিলাম বলে। একবার ইঁটভাঁটার জন্য তাজমহলের কী ক্ষতি হচ্ছে তার ঠিক উত্তর দিয়েছিলাম বলে, আর একবার লিখতে লিখতে ডট পেন এর মুন্ডু উড়ে যাওয়ায়, নিচের স্প্রিং এর চাপে রিফিল ছিটকে উঠে ফ্যান-এ লেগে মেয়েদের দিকে চলে গিয়েছিল বলে।
  • টাঙন | 75.255.37.130 | ২১ জুন ২০১৩ ১৪:৪৯613962
  • বাজারে বাঘের দুধ ব্যাপারটা মিথ্যে নয়। চিনদেশে বাঘচাষ শুরু হয়েছে। অচিনদেশে চিনামাল আসতে কতক্ষণ।
  • Kaju | 131.242.160.180 | ২১ জুন ২০১৩ ১৪:৫৮613963
  • চিনে বাঘ? সে তো ঘাঁউ করে ঘাড় মটকাতে এসে নিজেই ভেঙে পড়ে যাবে !
  • Abhyu | 118.85.89.109 | ২১ জুন ২০১৩ ১৫:০৭613964
  • হতেই পারে, আমার নাম মনে নেই। আমি তো হায়ার সেকেণ্ডারী পড়ি নি কল্যাণীতে।
  • rivu | 140.203.154.17 | ২১ জুন ২০১৩ ২২:০৯613966
  • আচ্ছা কোনো সহৃদয় কেমিস্ট কি বলে যাবেন যে সোডিয়াম বাইকার্বনেট আইদেন্তিফিকেষণ এ আয়োডিন ইউজ করে কিনা? এত আয়োডিন দেখে মনে পড়ল। জয়েন্ট এন্ট্রান্সের একটা গপ্প মনে পড়ছে, তথ্যগত একুরেশির অপ্রুভ্য়ালের জন্যে ওয়েট কচ্চি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন