এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২২:৫৬615001
  • ৪) রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে তদন্ত হোক, কোন ইন্ডিপেন্ডেন্ট কমিশন বসানো হোক।

    ৫) এধরণের কোন অপরাধের সাথে সাম্প্রদায়িক রং লাগানো চ্লবেনা।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২২:৫৭615002
  • বলেছি।
  • a x | 138.249.1.194 | ১৪ জুন ২০১৩ ২২:৫৮615003
  • একটা টাইমলাইন কর - কতক্ষণের মধ্যে সব মতামত নিয়ে, ফাইনালাইজ করতে চাও?
  • -তাতিন | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:০০615004
  • জয়াদিরর পয়ন্টের সঙ্গে ১০০% একমত। তাপসী মালিকে ক্ষেত্রে যেমন নারী নির্যাতন, যৌন হিংসা মূল কারণ নয়। বারাসতে ক্ষেত্রেও সেরকম। মূল ইস্যুগুলো আনা হোক
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:০২615006
  • লিখে ফ্যাল।

    এটা কি শুধু বাংলাতেই হবে ?
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:০২615005
  • আমি আজকে রাতে ফাইনাল করে ফেলতে চাই। মানে আমার রাতে। ভারতীয় সময় সকাল ৯ টার মধ্যে মতামত পড়ে গেলে ভালো হয়।

    সময় বাড়াতে চাইলে বাড়ানো যেতে পারে। কিন্তু উইকেন্ডটা জনতা ব্যবহার করতে পারলে প্রচার এবং সইসাবুদ করানোর সুবিধে হবে। জনতাকে উইকেন্ডে একটু বডি ফেলে দিয়ে শেয়ার এবং সই করানোর অনুরোধ করছি।
  • tatin | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:০২615007
  • বারাসাতে তো সবার আগে দরকার পুলিশ চৌকি, থানা এগুলো। পুলিশের কাছে যেতে পারলে তারপর তো পুলিশ কি ব্যবহার করছে সেই প্রসঙ্গ আসবে!
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:০৩615008
  • বাংলা, ইংরাজী দুটোতেই হোক। কে অনুবাদ করবে ? অক্ষদা বা ডিডিদা ?
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:০৪615009
  • পাইয়ের ৪ আর ৫ ঠিক আছে। কিন্তু "মূল" ইস্যুটা কী? তাতিনের মতে? প্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ তৎপর ও মানবিক হতে হবে, এইটা নয়?
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:০৫614613
  • বারাসাতে থানা নেই? চৌকি নেই? সবই আছে তো। সদর গঞ্জ বলে কথা।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:০৬614614
  • জায়গায় জায়গায়, আরো ঘন ঘন পুলিশ চৌকি, থানা করা হোক, এই পয়েন্টটা দেওয়া যেতে পারে।
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:০৮614615
  • আমি একেবারেই একমত নই। পশ্চিমবঙ্গে থানার কোনো অভাব নেই। চৌকিরও না। সেগুলো কাজ করেনা, সে অন্য বিষয়।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:১০614617
  • কোথাও একটা পড়েছিলাম, এই কমিশারেটের চক্করে বারাসাতে কিছু একটা অসুবিধা হয়েছে।
  • tatin | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:১০614616
  • কত বর্গ কিমিতে পুলিশ পোস্টিং তার হিসেব আবাপ দিয়েছিল তো
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:১৩614620
  • পাইয়ের ১০-১৪ আমারো ১০০% মনে হয়।
    দাবীগুলোর সাথে সাথে, এদ্দিন ওখানে কি চলছে, আর কি করা হয়নি, আর কেন কিছু হয়নি, এসব নিয়ে একটা লেখা হলে ভাল। যারা সাংবাদিকতার সাথে যুক্ত, তারা এক্টু যদি তথ্য রিসার্চ দিয়ে হেল্প করে।
    একটা নির্দিষ্ট জায়গায় গত কয়েক্বছর করে অনবরত ক্রাইম -লোকাল ডায়নামিক্স বড় ফ্যকটার। কিছু পুরনো লিন্ক পড়ছিলাম , শুধু রেপ না, খুন কিডন্যাপিং, গুন্ডাবাজি। আগের বছরের খবর দেখ্লাম সন্ধ্যের পর ওয়ার্ড সিক্সে বেরোনো যায় না ইঃ সেই রিপোর্টেগুলো একটা জায়্গায় কমপাইল করা যেতে পারে। আর তার সাথে পুলিশের নিষ্ক্রিয়তার গল্প গুলো। সিনিয়র পুলিশ অফিসার বলছেন লোকাল পুলিস কাজের কাজ করেনি। আগের বছর জনতা পুলিশের ওপর আস্থা হারিয়ে দিদিকে চিঠি লিখেছিল।

    যারা আরো বেশী খবর রাখেন, তারা এই নিষ্ক্রিয়তা, যোগসাজস, রাজনৈতিক ব্যাকাপ, এসব নিয়েও লিখুন। দাবীর খসড়ার সাপ্লিমেন্ট হিসেবে।
  • তাতিন | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:১৩614619
  • ্সৈকতদা, ওখানকার স্থানীয় দাবিও পুলিশ পোস্টিং বাড়ানো
  • a x | 138.249.1.202 | ১৪ জুন ২০১৩ ২৩:১৩614618
  • আমার মতেও কটা পুলিশ, কতগুলো থানা তা একেবারেই এই ক্ষেত্রে পয়েন্ট না, এক তো যথেষ্ট আছে, দুই, যেটুকু আছে, সেটাই একেবারে ইনেফেক্টিভ, সেটাকে এফেক্টিভ করা দরকার। তিন, আরো থানা আরো পুলিশ বললেই প্রশাসন বলবে পয়সা নেই - সেটা একটা সাইড পয়েন্ট হিসেবে আসতে পারে, মূল না আমার মতে।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:১৭614621
  • ঋদ্ধি, ভাল প্রস্তাব। শুরু করা হোক। দরকর মনে হলে এই টই খুলে ফ্যাল। এক জায়গায় থাকুক।
  • a x | 138.249.1.194 | ১৪ জুন ২০১৩ ২৩:১৯614622
  • এরকম প্যারালাল কথা চালাচালি অসুবিধের। কতবার কপি পেস্ট করব? ঋদ্ধি ইয়াহু গ্রুপে জয়েন করে লিখে ফেল।
  • শ্রী সদা | 127.194.198.120 | ১৪ জুন ২০১৩ ২৩:২১614624
  • আমার পরিচিত একটি ছেলে বারাসতে থাকে, ওর মতে বারাসতে ক্রাইম রেট হাই হওয়ার পেছনে একটা বড় ফ্যাক্টর হল অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রমরমা, সম্পূর্ণ প্রশাসনিক এবং পুলিশি মদতে।
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:২২614625
  • অক্ষকে ক। বললেই বলবে সীমিত সামর্থ্য, ইত্যাদি। যেটুকু আছে ঠিকঠাক করে ব্যবহার করুন, গগনচুম্বী কোনো দাব করা হচ্ছেনা, এই তো কথা।

    আর বারাসাতের একদম স্থানীয় খুচরো যে ব্যাপার, যেমন এখানে একটা চৌকি দরকার, সেটা তো আমরা বলে দিতে পারবনা। আমরা সামগ্রিকভাবে জিনিসটা নিয়ে উদ্বিগ্ন। রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে তো বটেই। কিন্তু চৌকি দরকার বা সেখানে দুজন অতিরিক্ত পুলিশ দরকার, সে দাবীগুলি স্থানীয় লোকেদের উপরে ছেড়ে দেওয়াই ভালো।
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:২৪614626
  • http://www.telegraphindia.com/1130612/jsp/calcutta/story_16995985.jsp#.UbtWTevEmH8
    এখানে বলছেঃ
    A senior officer, who had played a key role in initiating measures to make Barasat safer for women, found that the local police did not do the basics, such assetting up a kiosk at a strategic location,getting police constables to patrol the area on bicycles,parking a police vehicle in a well-lit, prominent place so that everyone could see it,deploying constables in the area for at least six hours in the evening, when women return home from work.conducting regular raids on nearby hooch dens.
    এগুলো খ)-ঘ) র সাথে রিলেটেড-এফেক্টিভ পুলিস একশান।
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:২৫614627
  • ওকে জয়েন করছি।
  • r2h | 172.136.192.1 | ১৪ জুন ২০১৩ ২৩:২৮614628
  • রাজ্যপাল/মুখ্যমন্ত্রী কে চিঠি তো একটা ব্যাপার। পরীক্ষিত, হয়তো এফেকটিভও।

    একেবারে সাধারন মানুষের মধ্য, জাস্ট এই চিন্তাটা উস্কে দেওয়া, যে কিছু একটা ভুল হচ্ছে, এরকম কিছু করা যায়? এই যেমন পরিবেশ সচেতনতার জন্যে এক ঘন্টা আলো নিবিয়ে রাখা এরকম? যেটা খুব সহজে বাড়ি বসে একা একাও করা যায়। কিন্তু ওয়ান টাইম কিছু হলে হবে না, এমন কিছু যেটা রোজ হবে, দিনের পর দিন, একজনকে দেখে আরেকজন প্রশ্ন করবে, এগিয়ে আসবে, আগেকার দিনের চেন লেটার টাইপের কি একটা হতো সেরকম; সেই হাতে গড়া রুটির মত?

    এমন কিছু যেটা নিজের সচেতনতা জাগিয়ে তুলতে সাহাজ্য করবে। বাড়াবাড়ি হচ্ছে কি? জানিনা। শুধু, রাষ্ট্রযন্ত্র যা করবে করবে, আমার নিজের কিছু করার আছে, যাতে রাষ্ট্রযন্ত্রকে খোঁচানোর কাজটাও পড়ে, সেরকম কিছুর লাগাতার রিমাইন্ডার।

    একটু পথভ্রষ্ট মন্তব্য হলো, কিন্তু আর কোথায় লিখবো ঠিক করতে পারলাম না।
  • Ishan | 214.54.36.245 | ১৪ জুন ২০১৩ ২৩:৩১614630
  • এই প্রথম ইনিশিয়েটিভটা হয়ে গেলে মেলগ্রুপটা দাঁড়িয়ে গেলে সব অপশনই ভাবা যেতে পারে।

    আপাততঃ এইটা শেষ করি। বিটিডাব্লু ইয়াহু গ্রুপ নিয়ে কারো কোনো অসুবিধে এখনও আছে কি? থাকলে পাই ও অক্ষর মতো সহৃদয় লোকরা একটা গুগল গ্রুপও বানিয়ে দিতে পারে। :)
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:৩১614629
  • ফেসবুক গ্রুপ থেকে কিছু সাজেশন ঃ

    Rezaul Karim : Eisab ghatonar tadante lady officerder dayitto deya howk. Kono porjaye purush officerder jukto kora jabe na. First track court a mohila bicharpati diye bichar korate hobe. Two finger test bandho korte hobe. Rape r ghatonay nirjatitar boyaner cross examination r namey humiliation bandho korte hobe. J kono molestation r ghatanai obhijog paoar sathe sathe ovijukto k arrest korte hobe. Bicharporbo 1maser madhye sesh korte hobe.

    Kaushik Bhattacharya FIR jobanbondi audio recording mandatory kora howk ..... future e ogulo RTI route e retrieve kora sombhob ...
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:৩৮614632
  • আমার জিমেল আছে। সিকির ঐ সাবস্ক্রাইব মেলের এলগো টা ফলো করে হয়ে গেল এক মিনিটে। সিকিকে ধন্যবাদ!
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:৩৮614631
  • ইয়াহুগ্রুপ নিয়ে অনেকেই অসুবিধে হচ্ছে বলে জানাচ্ছেন ঃ(

    গুগল গ্রুপ করলে একটা সুবিধা গুগল ডকের।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:৪০614635
  • এসব ঘটনার তদন্ত মহিলা অফিসারদের দেওয়া হোক, এটা জোড়া যেতে পারে। টু ফিংগার টেস্ট বন্ধ করা নিয়ে বাকিদের কী মত ?
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:৪০614633
  • এইটা নিচে দিলাম , প্রথম যে রিপ্লাই মেল আসবে, তাতে লিন্কে ক্লিক করলে আবার ইয়াহু আইডি চাইছে মনে হল। কিন্তু সেসব না করে, যাস্ট ব্ল্যান্ক রিপ্লাই পাঠিয়ে দিন ঐ মেলটার। তাহলেই হবে।

    IP Address : 132.177.146.208 (*) Date:14 Jun 2013 -- 12:03 PM

    সোজা উপায় আছে।
    যে ইমেল অ্যাড্রেস থেকে সাবস্ক্রাইব করতে চাও, সেখান থেকে একটা মেল করো, /রৌপ্ণমে/-সু্রিবে অ্যাট ইয়াহুগ্রুপস ডট কম। সাবজেক্টে লেখো সু্রিবে।
    সাথে সাথে একটা রিপ্লাই মেল আসবে।
    কিচ্ছু করতে হবে না, ঐ রিপ্লাইটা জাস্ট রিপ্লাই করে সেন্ড করে দাও। তুমি অ্যাড হয়ে যবে। ইয়াহুতে লগিন করতে হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন