এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ১৫ জুন ২০১৩ ১২:১০614702
  • ইয়ে, কিছু মন্তব্য করি।
    ঈশানবাবু দ্বিতীয় খসড়ায় লিখেছেন,
    "যেহেতু পুলিশের সমস্ত রাস্তা ও স্থানের উপর সর্বসময় নজরদারি সম্ভব নয়, তাই এর জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। এর জন্য,
    ক) যেখানে পুলিশি ব্যবস্থাই অপ্রতুল, সেখানে প্রয়োজনমতো পুলিশ সংখ্যা/থানা/চৌকি বাড়ানো হোক।
    খ)পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য পশ্চিমবঙ্গব্যাপী একটি কার্যকরী হটলাইনের ব্যবস্থা করা হোক। সেখানে প্রতিটি ফোন কলকে এবং তৎপরবর্তী পুলিশি ব্যবস্থাকে নথিভুক্ত করা হোক। যাতে করে পরবর্তীতে তথ্যের অধিকার সংক্রান্ত আইনানুসারে এই পুরো তথ্যটি জনতা জানতে পারে।"

    একদমই সহমত। কিন্তু যদি পুলিশের পক্ষে সবসময় নজরদারি সম্ভব না হয়, তাহলে দ্রুত বিকল্প ব্যবস্থা কি? পুলিশ ব্যবস্থা তো পুরো পঃ বঃ জুড়েই অপ্রতুল। আরো পুলিশ বাড়াতে গেলে আবার কোষাগারে টান পড়বে এই অজুহাত চলে আসবে। আমি একটা প্রস্তাব দিতে পারি। উদ্ভট হতে পারে, তবু বলেই ফেলি। উপদ্রুত, এবং কম পুলিশি নজরদারী রয়েছে এমন এলাকায় নজরদারীর জন্য আনম্যানড এয়ার ভেহিকল (মতান্তরে ড্রোন) ব্যবহার করা যেতে পারে। ক্রমাগত এটি ভিডিও লিংক পাঠাতে থাকবে পুলিশ স্টেশনে মনিটরিং রুমে। খুব অল্প সময়ে বেশ বড়ো এলাকা জুড়ে সার্ভে করা যাবে। কম বেশী আধঘন্টা এগুলো উড়তে সক্ষম। ব্যাটারীর চার্জ শেষ হয়ে গেলে নেমে আসবে বেস স্টেশনে রিচার্জিং এর জন্য। রিপ্লেসমেন্ট উড়তে থাকবে ততক্ষণ। ভিডিও মারফত গন্ডগোলের আঁচ দেখলে থানার র‍্যাপিড অ্যাকশন টিম পৌঁছে যাবে ।

    এই টেকনোলজি ভারতেই রয়েছে, এবং খুব কম খরচে এটি করা যায়।

    হাসবেন না।
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১২:২৩614703
  • অক্ষদা আমায় একবেলার জন্য ইয়াহুগ্রুপের অ্যাডমিন করে দাও। সব ট্রান্সফার করে দিচ্ছি।
  • | 24.97.134.51 | ১৫ জুন ২০১৩ ১৩:০০614704
  • বোঝো!!
    আমি খুব কষ্ট করে হাসি চাপলাম টি। রয়েছে যদি তো সরকার মাওবাদি অধ্যুষিত অঞ্চলে ব্যবহার করে না কেন? মানে কম খরচ বলছেন যখন।
  • T | 24.139.128.15 | ১৫ জুন ২০১৩ ১৪:৫১614705
  • আপনি কষ্ট করে হাসি চাপতেই পারেন দ। তবে আমি যেহেতু ব্যাপারটার আগাপাশতলা জানি (হ্যাঁ, এ টু জেড) তাই হাসি না। হাজার পঁচিশ মতো খরচ পড়ে (মানে উড়বে, নির্দিষ্ট ওয়েপয়েন্টে যাবে, ভিডিও তুলবে, চক্কর কাটবে, আবার সময়মতো নেমে আসবে), সফটওয়্যার ডেভেলপমেন্টের খরচা বাদই দিলাম।
    কেন ব্যবহার করে না, আমি জানি না। করলে মাওবাদীরা লুটে যাবে অবশ্য।
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১৪:৫৬614706
  • খরচের কথাটা জানি না, টি ভালো জানবেন হয়ত।

    তবে প্রস্তাবটা মোটেও হাসার মত নয়। ভবিষ্যতে এরমই হতে চলেছে। তবে পঃবঙ্গে লোকের চাকরি যাবে বলে জমি-জীবিকা-জল-হন্তু-জঙ্গল কমিটি এসব ইম্প্লিমেন্ট করতে হার্গিস দেবে না।

    আর মাওবাদী অধ্যুষিত অঞ্চল তো ঘন বনে ঢাকা। ওখানে ড্রোন অপারেট করা যাবে ঠিকঠাক?
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১৪:৫৭614707
  • হন্তুটা জন্তুর স্প্যানিশ উরুশ্চারণ।
  • T | 24.139.128.15 | ১৫ জুন ২০১৩ ১৫:৩৬614708
  • জঙ্গলে ঢাকা জায়গায় ভিডিও চলবে না, কিন্তু অন্য সেন্সর ইউজ করতে হবে। তাতে দাম বাড়তে পারে। মানে যদি বেশ দামি হিট সেন্সর, রাত্রের জন্য আই আর সেন্সর ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই দাম বাড়বে। [কিন্তু সর্বদা ওপর থেকেও ছবি তোলার দরকার নেই। :) ]

    দেখুন, বেসিক কার্বন ফাইবার এয়ার ফ্রেম এর দাম খুব কম। ইপিপি ব্যবহার করলে আরো কম। কমার্শিয়াল জিপিএস রিসিভার চিপের দামও হাজার চারের বেশী নয়। বড়জোর পনেরো থেকে কুড়ি মিটার ইনঅ্যাকুরেসি থাকবে। তো তাতে কি? অ্যাকসিলারোমিটার/রেট জাইরো ইত্যাদির লো স্পেক ইউজ করলেও দাম কমে। মেন অটোপাইলট বোর্ড হিসেবে আরডুইনো চলে যাবে। অ্যাটমেগা ৮ উইথ ফ্ল্যাশ মেমরি ইত্যাদি। কত পড়বে? বড়জোর হাজার আড়াই বা তিন। এরপর বাকি থাকে সার্ভো আর লিথিয়াম পলিমার ব্যাটারী। এসবেরও খুব কম দাম, হাজার, পাঁচশো এই রেঞ্জে । অবশ্য এই সবই চাইলে বিরাট উচ্চ মানের ব্যবহার করতে পারেন। পারফরম্যান্সের ত্যামোন সাংঘাতিক কিছু হেরফের হবে না। (কারণ রোবাস্ট কন্ট্রোল লজিক)। একমাত্র ভালো দেখে মোডেম ইউজ করতে হবে, যাতে ভিডিও ট্রান্সমিশন এ কোনো প্রবলেম না হয়। এই সমস্তই পাওয়া যায় যাতে সেই পাপারাৎজি অটোপাইলট বানাতে হাজার সতের আঠারো মত পড়ে। গ্রাউন্ড স্টেশন বানাতে আরো হাজার পাঁচেক। আর সফটওয়ার মানে কন্ট্রোল লজিক লেখার কিস্যু কঠিন ব্যাপার নয়। ওর খরচ বাদ দিলে লো এন্ড ভার্সনের দাম ঐ পঁচিশের আসে পাশে থাকবে। এই লো এন্ড ভার্সন একটি নির্দিষ্ট জায়গা থেকে টেক অফ করতে পারে, নির্দিষ্ট জায়গায় গিয়ে চক্কর কেটে আবার ফিরেও আসতে পারে। কোনো ম্যানুয়াল হেল্প ছাড়াই।

    আর যদি আপনি একজন পাইলট রাখেন যে ওড়াতে পারে, তাহলে এই এতকিছুও লাগবে না। প্রতি ভেহিকলের কস্ট নেমে আসে সাত হাজারের আশে পাশে। প্রতি ভেহিকলে থাকবে একটি রিসিভার ও সার্ভো। পাইলটের কাছে থাকে একটি ট্রান্সমিটার। একশোটা ভেহিকলের জন্য একটাই ট্রান্সমিটার লাগে। মার্কেটে এই ট্রান্সমিটারের দাম প্রায় হাজার বাইশের আশে পাশে। কিন্তু জিনিসটা বেসিক্যালি পোটেনশিওমিটার উইথ এ আরএফ সার্কিট। কাস্টম মেড বানালে অনেক কমে নেমে আসে। কি ক্যামেরা, কত রেজোলিউশনের ক্যামেরা লাগাবেন তা আপনার ব্যাপার। মোটামুটি একটা ৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে একটু বেশী ব্যান্ডউইথের ভিডিও ট্রান্সমিটার ইউজ করলে যা ভিডিও পাওয়া যাবে তা এনাফ।

    এবং এটাও সত্যি যে, বেশ দামী সেন্সর, অটোপাইলট আই আর, হিট সেন্সর গ্রাউন্ড স্টেশন ইত্যাদি ব্যবহার করলেও সেটা লাখ ছাড়াবে না। সেটাও অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা নিশ্চয়ই আছে।

    আই আই টি কেজিপির এরো ডিপার্টমেন্টের কেউ নেই যে, এগুলো সাজেস্ট করবে?

    যাই গে, টই তার নিজের পথেই চলুক।
  • Ekak | 125.115.139.226 | ১৫ জুন ২০১৩ ১৫:৫৬614709
  • টি বাবু ,
    ইন্ডিয়া তে সব সমাধান টেকনোলজি দিয়ে হয়না । ইভেন মিলিটারী তে দ্রোন ইউস করা নিয়ে এন্টনি আর চিদু র ঝামেলা আছে । ইটা অনেক ওপর থেকে আসা ইচ্ছাকৃত গা ঢিলেমি । নিলে ইন্ডিজেনাস দ্রোন আছে তো ।আপনার সাবজেক্ট যখন অবশ্যই জানেন ।
  • Ekak | 125.115.139.226 | ১৫ জুন ২০১৩ ১৬:০০614710
  • UAV নিয়ে হোম আর ডিফেন্স মিনিস্ট্রির রিপোর্ট চালাচালি গুলো খোঁজ নিন । এই সেই দেশ যাখানে দিশি মাল ফেলে দিয়ে ইস্রায়েল থেকে মিলিটারী যন্ত্রপাতি কেনা হয় পয়সা খাবে বলে :|
  • T | 24.139.128.15 | ১৫ জুন ২০১৩ ১৬:১৪614712
  • হ্যাঁ একক, একদম ঠিক। বেশ কিছু এমন ঘটনাও জানি। তবে স্টেট পুলিশ ফোর্স লেভেলে, প্রোটেকশনের ইত্যাদির কাজে কোন স্টেট ইউজ করতে পারে কিনা, সেই সংক্রান্ত আইন কানুন জানি না। আসলে প্রস্তাব তো, তা দেওয়াই যায়। কেউ না মানলে কি করা যাবে।
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১৬:৪৫614713
  • সিক্স থিঙ্কিং হ্যাট নিশ্চয়ই অনেকেই জানেন। ছোটবেলায় পড়েছিলাম। খসড়াটা দেখে একটুখানির জন্য আমার ইচ্ছে হল মাথায় লাল টুপিটা চড়ানোর। ক্রিটিকাল অ্যানালিসিস। মানে, ধরা যাক, আমি রাজ্যের স্বরাষ্ট্রসচিব, আমার হাতে মেমোরান্ডামটা তুলে দেওয়া হল। আমি কী কী পয়েন্টে এই মেমোরান্ডাম বাতিল করতে পারি।

    খিল্লি করবেন না, একে হেয় করার উদ্দেশ্যও আমার নেই, কেবল কিছুক্ষণের জন্য আমি সরকারের তরফে খসড়াটা দেখব।

    ১।ক) পুলিশ সংখ্যা বাড়ানোঃ রাজ্যের কাছে পয়সা নেই। নতুন পুলিশ রিক্রুট করলে তাদের মাইনে দেবে কে?
    খ) আমরা পাড়ায় পাড়ায় পুলিশের সঙ্গে ফুটবল খেলার বন্দোবস্ত করি তো। এর চেয়ে বেশি জনসংযোগ কী চান?
    আর পুলিশের তরফ থেকে সমস্ত তথ্য, নিরাপত্তার কারণেই পাবলিক করা যাবে না।
    ৩। গ) এবং ঘ) অকুস্থলে পুলিশের পৌঁছতে দেরি হবার বিভিন্ন কারণ হতে পারে। অনেক সময়ে অন্য পার্টিকে হ্যারাস করার জন্যেও অনেকে এফআইআর করতে আসে। সুতরাং সবদিক বিবেচনা না করে পুলিশ কোনও স্টেপ নিতে পারে না। আর পুলিশের বিরুদ্ধে দেরির অভিযোগ বা তার জন্য শাস্তিপ্রদানের ব্যবস্থা চালু করলে তার মিসইউজ হতে পারে। অনেকেই পুলিশের সঙ্গে ব্যক্তিগত খার মেটানোর জন্য পুলিশের নামে কমপ্লেন করতে পারে।

    ৫। ভারতের পুলিশ সিস্টেম চলে ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে পুলিশকে নিয়ে আসার প্রভিশন নেই। এটা ব্রিটিশ আমলের নিয়ম এখনও চলছে, পাল্টাতে গেলে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা রাজ্যের হাতে নেই। আমরা প্রস্তাব পাঠাতে পারি (অনেকবারই প্রস্তাব উঠেছে) কিন্তু সেই প্রস্তাব যারা স্যাংশন করবে, সেই রাজনীতিকরাই পুলিশকে তাদের কন্ট্রোল থেকে বাইরে বের করতে দিতে চায় না। সিবিআইকেই পলিটিকাল কন্ট্রোল থেকে বাইরে বের করা যায় না, তো পুলিশ।

    মোটামুটি এই রকমই রেসপন্স হতে পারে সরকারের তরফে। কিন্তু তার আগেও একটা জিনিস আমার বোঝা দরকার, সরকারের কাছে রোজই এ রকম কিছু না কিছু মেমোরান্ডাম জমা পড়ছে। কোনও না কোনও টপিকে। সেই মেমোরান্ডামগুলোর কী হয়? সরকার কি তার রিপ্লাই দিতে দায়বদ্ধ? নাকি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেও সেটা আর জানার কোনও উপায় থাকে না? আমাদের দেবার কথা, দিলাম, কিন্তু তাতে কার কী এসে গেল সেটা কি জানা যায়?
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১৬:৫৭614714
  • একটা প্ল্যান মাথায় এসেছে। কাল দেখলাম, একজন পোস্ট করেছে গুরগাঁওয়ের এক ট্রাফিক পুলিশের ছবি। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিল। গাড়ির ভেতর থেকে একজন তার ছবি তোলে, ফলে পুলিশটি গাড়িটাকে সাইড করায় এবং ছবিটা ডিলিট করে দিতে ইনসিস্ট করে, বলে নইলে ফলস কেস চড়াবে। যে ছবি তোলে সে ভয় না খেয়ে তর্ক করতে থাকে, পুলিশ তখন ফোন করে তার সুপিরিয়রকে ঘটনাস্থলে ডাকে। সুপিরিয়রও ঘটনা শুনে একই হুমকি দেয়, ছবি ডিলিট করতে বলে, নইলে ফলস কেস লাগাবে বলে জানায়।

    যেভাবেই হোক, ছবি সমেত লোকটি বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং ফেবু পোস্ট থেকে যা বুঝলাম, লোকটা পুরো ঘটনাটার সঙ্গে ছবিটা গুরগাঁও ট্র্যাফিক পুলিশের ফেবু পেজে পোস্ট করেছিল। আমি গুরগাঁও ট্র্যাফিক পুলিশের সাইটে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম ঐ পোস্টটা নেই।

    স্বাভাবিক। নিজেদের আগেইনস্টে যায় এমন কিছুই তারা তাদের ফেসবুকে রাখবে না, ফেসবুক প্রোফাইল হচ্ছে নিজের ইমেজ স্বচ্ছ ত্রাখার এবং দেখানোর জায়গা। সেখানে কেউ তার সম্বন্ধে ঠিক, কিন্তু খারাপ ইমেজ পোস্ট করলে সে সেটা ডিলিট করবেই।

    এটা গুরগাঁও ট্র্যাফিক পুলিশের পেজ, কুণাল ঘোষের পেজ বা মমতা ব্যানার্জির পেজ, সমস্ত ক্ষেত্রেই সত্যি। কেউই চাইবে না, এই ধরণের জিনিস তার ওয়ালে পোস্ট হোক।

    এইখন থেকেই প্ল্যানটা মাথায় এল। ধরা যাক, আমরা ভিডিও ক্লিপিং জুড়ে একটা সাইজেবল ভিডিও বানিয়ে ইউটিউবে তুললাম। মিছিল করলাম, সমাবেশ করলাম, তার ছবি তুললাম। মেমোরান্ডামের কপি, সেটা জমা দেওয়া হয়েছে তার প্রুফের স্ক্যানড কপি। সমস্ত কিছু আমরা তুলব তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির ফেসবুক পেজে। তার নিচে পোস্ট করতে থাকব, কী স্টেপ নেওয়া হল এর বেসিসে? রেগুলারলি।

    অবভিয়াসলি, দুদিনের মধ্যে মমতা বা তিনোমুল ঐ পোস্ট ডিলিট করবে।

    আমরা একটা প্যারালাল ফেবু পেজ বানাবো। নাম দেব "Rejected by WB Government" বা "Rejected by the CM"। যে মুহূর্তে ওটা মমতা বা তিনোমুলের পেজে পোস্ট হচ্ছে আমরা তার স্ক্রিনশট নিয়ে রাখব। ডিলিট হলেই ঐ স্ক্রিনশট সমেত প্রপার মেসেজ দিয়ে আমরা এই প্যারালাল রিজেক্টেড বাই পেজে সেইটা আপডেট করে দেব। সম্ভব হলে কনসার্নড লোকেদের ট্যাগ করে দেব, যে দ্যাখো, সরকার উত্তর দিতে ভয় পায়, তাই ডিলিট করে দিয়েছে। (আমাদের মধ্যেই কার যেন ফেবু লিস্টে ব্রাত্য বসুর নাম দেখলাম)। ট্যাগ করে দেওয়াই যায়। মেসেজ লাগাতার পৌঁছে দিতে হবে। চাপ তৈরি করতেই হবে। নইলে শুধু মেমোরান্ডাম দিয়ে হাত ধুয়ে ফেললে আমার মনে হয় না তার পরে আর কিছু হবে।

    জাস্ট থিংকিং লাউডলি।

    মিডিয়াকে ইনভলভড করতে হবে। যেভাবে সম্ভব।
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ১৮:০১614715
  • সিকি, ৩ এর গ , ঘ নিয়ে যেটা বল্লে, নতুন অ্যান্টি রেপ বিলে তো এর জন্য শাস্তি নির্ধারিত হয়েছে !

    The bill lays down punishment for police officers who fail to record the initial complaint, known as the first information report, of a woman who alleges she was attacked with acid, assaulted by a man who intended to molest her or “outrage her modesty,” stripped naked or raped. Such officers can receive jail terms of six months to two years.

    পিটিশনে বরং যোগ করা যেতে পারে, এই বিল অনুযায়ী শাস্তি এনশিওর করা হোক।
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ১৮:০৪614716
  • খসড়ার রাজনীতির দুর্বৃত্তায়নের পয়েন্টটা বাদ গেছে। তাতিন যেগুলো বললো, ওগুলোও কিছুটা আসা দরকার।

    সিকি, কাল ইয়াহু গ্রুপের লোকজনের মেইল আইডি পাঠিয়েছিলুম তো, ইনভাইটশন পাঠানো যায় নি ?
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১৮:১১614718
  • কমপেয়ার করে দেখলাম, ইয়াহুগ্রুপে ৪৪ জন মেম্বার, সেখানে গুগলগ্রুপে ৫২ জন। আর মোটামুটি ইয়াহুগ্রুপের সক্কলেই গুগলগ্রুপের থেকে ইনভিটেশন পেয়ে গিয়ে থাকবেন। আমি আবার রিমাইন্ডার পঠাতে পারি, অথবা ডিরেক্টলি তাদের গুগলগ্রুপে জয়েন করে দিতে পারি।

    ইয়াহুগ্রুপে নতুন কেউ জয়েন করে থাকলে জানি না। আমি ইয়াহুগ্রুপ থেকে বেরিয়ে এসেছি এইমাত্র। অক্ষদা গ্রুপটাকে ডিসেবল করে দিলে ভালো হয়। আর গত দুদিনে যে যে ইয়াহুগ্রুপকে প্রোমোট করে ফেবুতে মেসেজ শেয়ার করেছে, সে সে যেন নিজেদের পোস্টগুলোকে মুছে দেয়। শুধু গুগলগ্রুপকে প্রোমোট করে।

    গুগলগ্রুপে পাই আর অক্ষদাকে অ্যাডমিন বানিয়ে দিলাম। তোমরাও কাউকে অ্যাড করতে পারো বা ইনভিটেশন পাঠাতে পারো।
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ১৮:১৬614719
  • গুগলগ্রুপে অনেক নতুন সদস্য আছেন, যাঁরা ইয়াহুগ্রুপে ছিলেন না।

    কিন্তু ইয়াহুগ্রুপের লোকজন তো ইনভিটেশন পায়নি বলছে।
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১৮:১৮614720
  • আমি তা হলে সরাসরি অ্যাডিয়ে দিচ্ছি।

    বাজার যাচ্ছি, এসে করে দেব।
  • Ekak | 125.115.139.226 | ১৫ জুন ২০১৩ ১৮:২৩614721
  • প্রথমটা থেকে বেশি পিটিশন আসে দেখি ।
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ১৮:২৪614724
  • এখানে গুগলগ্রুপের ঠিকানা আরেকবার রইলো। কেউ চাইলে চলে আসুন।

    The web address of the group is:
    https://groups.google.com/forum/#!forum/confrontviolence

    To enter this group, simply send a mail to
    [email protected]
  • তাতিন | 127.197.72.254 | ১৫ জুন ২০১৩ ১৮:৪১614725
  • োই স্কেলের Micro AirVehicle এখনো রিসার্চের স্টেজে রয়েছে। শহরের রাস্তায় নামাতে আরও কয়েক বছর লাগবে/
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ১৯:১২614726
  • casues.com এ বোধহয় অন্যদের পিটিশন পাঠানোরও একটা অপশন আছে।
  • প্রচার | 69.93.246.169 | ১৫ জুন ২০১৩ ১৯:২৪614727
  • [ইন্ডিয়া তে সব সমাধান টেকনোলজি দিয়ে হয়না ]

    একদম ঠিক । এখানে পেট্রোলিয়াম মিনিস্টার বলে যদিও দেশটা তেলে ভাসছে তাও অয়েল-ইমপোর্ট লবি তার আর তার মত আরও মন্ত্রীদের উড়িয়ে দেবে ভয় দেখিয়ে বছরের পর বছর তেল - খোঁড়ার কাজ করতে দেয় না আর ডলার - বিল বাড়িয়ে যায় ।
  • শ্রী সদা | 127.194.206.159 | ১৫ জুন ২০১৩ ১৯:৩৭614728
  • T দা saikat.cpp জিমেলে একটা মেল করতে পারেন ? আরডুইনো, অ্যাটমেগা মাইক্রোকন্ট্রোলার শুনে মনে হল এই আলোচনাটা অফলাইন আরেকটু চালিয়ে গেলে মন্দ হয়না ঃ)
  • প্রচার | 69.93.246.169 | ১৫ জুন ২০১৩ ১৯:৪০614729
  • [আমরা একটা প্যারালাল ফেবু পেজ বানাবো। নাম দেব "Rejected by WB Government" বা "Rejected by the CM"। ]

    আমি এই সব ব্যাপার প্রায় কিছুই বুঝিনা । তবে কাল না পরশু টিভিতে দেখছিলাম সিবিজি বলে একটা ফেবুর গ্রুপ নালিস জানাচ্ছে তাদের পুরো পেজটাকেই নাকি ডিলিট করে দিয়েছে । যদিও পুরো সিওর না তবে খোঁজ নিয়ে জেনেছি গ্রুপটার পুরো নাম " চ্যালেঞ্জ বেঙ্গল গভর্নমেন্ট " ।

    তাহলে কি আর ওপরের পেজ রাখা যাবে ?
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ জুন ২০১৩ ১৯:৪২614730
  • নাম ছিল 'চেঞ্জড বেঙ্গল গভর্মেন্ট' ;-)
  • তাতিন | 132.252.251.244 | ১৫ জুন ২০১৩ ১৯:৪৫614731
  • ্নুনির আনসাইক্লোপিডীয়া পেজটাও ডিলিট করে দিয়েছিল
  • T | 24.139.128.15 | ১৫ জুন ২০১৩ ২০:০৩614732
  • তাতিন, না রে ভাই। আমরা অলরেডি নামিয়ে দিয়েছি। তাও প্রায় চার বছর আগে। :). ১৫ সেমি রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁক, সেই সাইজের। যা যা বললাম (অটোনমাস টেক অফ ছাড়া ), সেই সবই করতে পারে। এছাড়া বড়গুলো (১ মিটার উইং স্প্যান) তো পারেই।

    সদা, ডিটেলস দিয়ে কাল সকালে তোকে মেল করবো। :)
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২০:২৫614733
  • সিকি, সরি ঐ পোস্টের পর আর কম্পু খোলা হয়নি, এই মাত্র দেখলাম, আমার ধারণা ছিল তোমাকেও অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে। ফোর্জি, দ, মিঠু, সৈকত, পাই আরো কাকে কাকে অ্যাডমিন করা ছিল, পুরো মনে নেই - ব্যাং এলে ওকেও অ্যাডমিন করে নিও। ব্যপারটাকে সাস্টেইন করতে হবে, ছোট ছোট গ্রুপ করে ফলো আপ করতে হবে - ইয়াহু গ্রুপটাকে ডিলিট করে দিচ্ছি আধঘন্টার মধ্যে।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২০:২৬614735
  • পাই, এমন জায়গায় পিটিশন আপলোড কর যেখানে ইমেইল ভেরিফাই করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন