এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:৪১614637
  • [email protected]
    এই মেল আইডিতে সাবজেক্ট subscribe লিখে পাঠাতে হবে।
  • Ekak | 24.99.58.223 | ১৪ জুন ২০১৩ ২৩:৪১614636
  • ১ )পুলিশ প্রশাসনে টেক সাপোর্ট দেওয়া দরকার । কোনো দীর্ঘসুত্রী প্রজেক্ট নয় ।একদম বেসিক জিনিস । সিকি যেরকম উদাহরণ দিল । ফোন কলের পর কতক্ষণের মধ্যে কী ব্যবস্থা হচ্ছে তার লগ মেন্টেন করতে বিশাল কিছু হাতি-ঘোড়া লাগে না ।

    এই সার্ভায়ল্যানস সিস্টেম তা যারা খতিয়ে দেখবেন এমন একটা কমিটি দরকার ।সেখানে যেন পুলিশের কেও না থাকেন । প্রাক্তন বিচারপতি + টেক টিম মিলিয়ে একটা টাস্ক ফোর্স ইটা দেখবে । রিপোর্ট করবে সিএম কে । নো আইপিএস ।

    ২) থানা-চৌকি যথেষ্ট আছে ।বাড়াতে বলে লাভ নেই । যেটানেই সেটা হলো তত্পরতা ।সেটা নেই তার কারণ সার্ভায়ল্যানস এর অভাব ।

    ৩) পুলিশ ডিউটি তে থাকা অবস্থায় আদৌ চৌকি দিচ্ছে না গাড়ি দাঁড় করিয়ে ঘুমোচ্ছে সেটা দেখার জন্যে গাড়িতে জিপিএস লাগানো হোক । কারণ যেটা ঘটে তা হলো এক চক্কর দিয়ে গাড়ি দাঁড় করিয়ে চা বিড়ি খাওয়া আর ঘুম ।

    ৪) পুলিশ দের কড়াভাবে ট্রেনিং দেওয়া হোক এবং ওয়ার্কশপ নিয়ে বোঝানো হোক যে তাদের কাজ জনগনের শরীরের স্বাধীনতা রক্ষা করা । জ্ঞান দেওয়া না মরাল মেস-মাসিমা গিরি নয় । ইটা একটা বিরাট সমস্যা । পুরুষ পুলিশ তো বটেই । পশ্চিমবঙ্গে মহিলা পুলিশ রা যে হারে বিষয়বহির্ভূত জ্ঞান দেন এবং নারী-নিগ্রহের কেস ঘোরাবার চেষ্টা করেন সে কথা সব ভুক্তভোগী জানে । এরকম অপমানজনক ব্যবহার পুলিশ করলে করা হাতে দমন করা হোক । একাধিকবার রিপর্টেদ হলে সাসপেনশন ।
  • chosegu | 125.187.37.80 | ১৪ জুন ২০১৩ ২৩:৪৪614638
  • todonto shuru howar age othoba cholakalin (mukkhyo)montrider montobyo on victim and/or perpetrator, eisob bondho hok.
  • Ekak | 24.99.58.223 | ১৪ জুন ২০১৩ ২৩:৪৭614639
  • আমি আমার ভাষায় লিখলুম । অন্তর্ভুক্ত করার মত মনে হলে ভদ্রস্থ করে নেবেন । শেষের পয়েন্ট তাকে সেন্সিতায়সেষণ ওয়ার্কশপ বলে । সব সভ্য দেশে পাবলিক সাভ্য়ান্তদের করা হয় । পশ্চিম্বন্গ্য পুলিশের খুব খুব দরকার।
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:৪৮614640
  • চসেগুকে ক।
  • তাতিন | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:৪৯614641
  • একটা অদ্ভুত কথা উঠছেঃ পুলিশ চৌকি যথেষ্ট আছে ইত্যাদি। সারা রাজ্যে যথেষ্ট আছে আর বারাসতে যথেষ্ট আছে এই দুটো বক্তব্য কোরিলেটেড নয় লোকে বুঝছেনা।
    আর, আমার বরাবরই মনে হয় বাকি অঞ্চলের নারী নির্যাতরন আর বারাসতে ঘপ্টনাটার মধ্যে পার্থক্য আছে। বারাসতের সমস্যা মূলতঃ স্থানিক।
  • তাতিন | 127.197.71.151 | ১৪ জুন ২০১৩ ২৩:৫০614643
  • ্থ্রেড পড়ে অপর থেকে অনে হচ্ছে 'পুলিশ স্টেট' গোছের শব্দবনফহ লোকের অবচেতনে ভয় ধরাচ্ছে
  • potke | 132.172.227.223 | ১৪ জুন ২০১৩ ২৩:৫০614642
  • ঈশেনের লেখাটা পাঠালে অনুবাদ করে দিতে পারি, কাল খালি আছি,পাই আমার মেল-আইডি জানে। পিটিদা তার আগেই করে দিলে কোনো কথা নাই ঃ)
  • pi | 118.12.167.200 | ১৪ জুন ২০১৩ ২৩:৫৩614644
  • বারাসাতে স্পেসিফিকালি পুলিশ চৌকি কম, এই নিয়ে কোনো খবর পাওয়া যাবে, তাতিন ?
  • Ekak | 24.99.58.223 | ১৪ জুন ২০১৩ ২৩:৫৫614646
  • তাতিন

    চাঁপা ডালি ,কলোনি মোর , ডাকবাংলো এসব মেইন জায়গাগুলো তে দাঁড়িয়ে পুলিশ পেট্রল এর গাড়িগুলো পাতি গ্যাজায় । গলি তে ঢুকে গেলে কাওকে পাওয়া যায়না । ইটা দেখেছি বলেই বলছি । পুলিশ যদি তত্পর না হয় ,কাজে ফাঁকি দেয় তাহলে আরও দুটো চৌকি বানিয়ে তো ঘুমনোর জায়গা ছাড়া কী হবে ?
  • riddhi | 118.218.136.234 | ১৪ জুন ২০১৩ ২৩:৫৯614647
  • হ্যাঁ, স্থানিক আমারো মনে হয়। ঐ লিন্কটায় একজন অফিসার বলছেন .. found that the local police did not do the basics, such as setting up a kiosk at a strategic location
    কিওস্ক মানে কি চৌকি এখানে?
  • + | 69.93.246.115 | ১৫ জুন ২০১৩ ০০:০০614648
  • ফেবুতে গুরুর গ্রুপে একটি মেয়ে লিখছিল, যার বাড়ি বারাসাতে। মেয়েটি অন্য কোথাও থাকে। এরকম স্থানীয় কাউকে পেলে হয়না?

    কাল-পরশু দুদিন কোথাও কিছু আছে?? কোনো জমায়েত বা মিছিল?
  • ranjan roy | 24.99.172.17 | ১৫ জুন ২০১৩ ০০:০১614649
  • কাল কোন পুলিশ অফিসার কমিশনার পুরকায়স্থ বা ডিজি নপরাজিত বললেন যে সরকার বারাসতের বিশাল এরিয়ার তুলনায় পুলিশ শক্তির অপ্রতুলতা স্বীকার করে একটা কে ভেঙে চারটে কমিসারিয়েট করছে। প্রশাসনিক নির্দেশ বেরিয়ে গেছে নাকি!
    --অ্যাদ্দিন কী করছিল?
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ০০:০৩614650
  • বারাসাত স্পেসিফিক কিছু সমস্যা ঃ

    The administration doesn’t seem interested in reflecting on why such incidents are repeatedly taking place in a particular area. There are several schools, colleges and a university in Barasat, where many students are first-generation learners. We have interacted with students and teachers and found that there is no electricity in many places, let alone street lamps. Local toughs have been employed as watchmen in large plots of land meant for future commercial purposes.

    Local girls say they are petrified of returning home after evening tuitions....

    http://kractivist.wordpress.com/2013/06/14/kolkata-lock-up-for-protest-songs-vaw/
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ০০:০৫614651
  • গান্ধী, রোববার বারাসাতে আছে। মেয়েটির বাড়ি যাওয়া হবে। অন্য টইতে বিশুদার পোস্ট দ্যাখ।

    পোটকেদা, থ্যাংকু ! কিন্তু আজকেই রাত মানে দেশে কাল সকালের মধ্যে হলে ভাল হয় যে। পিটিদা না করলে ঋতেনও করতে পারে বলে জানিয়েছে।
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ০০:০৭614652
  • গুরুর গ্রুপে সোনালী লিখেছিল, ওখানে ল এন্ড অর্ডারের অব্স্থা খুব খুব খারাপ। মেয়েরা একটুখানি একলা হাঁটতেই খুব ভয় পায়। দেখছি, পোস্টটা খুঁজে, বা ওকে পেলে লিখতে বলছি।
  • maximin | 69.93.192.250 | ১৫ জুন ২০১৩ ০০:০৮614653
  • জয়েন তো করলাম। তারপর?
  • potke | 132.172.227.223 | ১৫ জুন ২০১৩ ০০:১০614654
  • সকাল ১১টার মধ্যে হলে হবে, ঘন্টা খানেকের নোটিস দিয়ে জানাস! ফোন-ও করতে পারিস--মেলাচ্ছি #
  • ranjan roy | 24.99.172.17 | ১৫ জুন ২০১৩ ০০:১৩614655
  • প্রয়াত গণশিল্পী অজিত পান্ডেঃ কিছু ভাবনা, কিছু স্মৃতি
    -----------------------------------------------------
    [ আজকের 'এইসময়ে' অমিতাভ মালাকারের লেখাটিতে উঠে এসেছে কয় দশক আগে বাম সরকারের সমস্ত রাজনৈতিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীতের মডেল হিসেবে নিয়মিত হাজিরা দেয়া এক গায়কের কথা। যাঁর গলায় তেমন সম্পদ ছিল না, হয়ত খেটে খাওয়া মানুষদের জন্যে দরদ ও প্যাশন ছিল। তার চেয়ে বেশি ছিল শাসক দলের পৃষ্ঠপোষকতা। আর বদলে যাওয়া সময়ে ভেতরের আগুন নিভে গেলেও একটি রাজনৈতিক দলের জন্যে ব্যবহৃত ব্যবহৃত হতে হতে ক্রমশঃ শুয়োরের মাংস হয়ে যাওয়ার একটি খন্ডিত ছবি। ছবিটি ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ। অমিতাভ তাঁর ছোটবেলার দিনে যেমন দেখেছেন , তেমনটাই লিখেছেন।

    কিন্তু পরিপ্রেক্ষিত যে আলাদা! একজন প্রতিবাদী শিল্পী যদি মনে করেন
  • ranjan roy | 24.99.172.17 | ১৫ জুন ২০১৩ ০০:১৪614657
  • সরি, ভুল পোস্ট হয়েছে।ঃ((((
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ০০:১৭614658
  • এই হল বারসাত সম্পর্কে স্ট্যাট।

    http://www.anandabazar.com/14pgn1.html

    সরকারি সূত্রের খবর, কামদুনির ঘটনার পরে বারাসত থানা ভেঙে চারটি থানা গড়ার সিদ্ধান্ত রূপায়ণে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এ দিন সংশ্লিষ্ট ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অর্থ দফতরে। এক মুখপাত্র জানান, বারাসতে একাধিক থানা তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার। কিন্তু তখন অর্থ দফতর তাতে অনুমোদন দেয়নি। তাঁর মন্তব্য, “পরিস্থিতির গুরুত্ব বিচার করে আশা করা যায়, এ বার দ্রুত ফাইলের অনুমোদন দেবে অর্থ দফতর।”

    http://www.anandabazar.com/archive/1130613/13pgn4.html
    বারাসত থানাকে ভেঙে চারটি থানা তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসন সূত্রে বুধবার জানা যায়, বারাসত থানা ভেঙে মধ্যমগ্রাম, শাসন এবং বারাসত রেললাইনের দু’দিকে দু’টি পৃথক থানা তৈরি করা হবে। এ দিন তার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। যত শীঘ্র সম্ভব থানা তৈরির কাজ শেষ হবে।
    বারাসত থানা এলাকায় ১৫ লক্ষেরও বেশি মানুষের বাস। দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ এই থানার আওতায় রয়েছে ২৮৬ বর্গকিলোমিটার এলাকা। রাজ্য পুলিশের একাংশের বক্তব্য, কলকাতা পুলিশের ২৪৪ বর্গকিলোমিটার এলাকার জন্য আছে ২৬ হাজারেরও বেশি পুলিশ। কিন্তু বারাসতের বিস্তীর্ণ এলাকার নিরাপত্তা দেখার জন্য পুলিশ মাত্র ৩৫০! এই স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে আধা-শহর, আধা-গ্রাম ঘেরা বারাসতের বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালানো সম্ভব নয় বলে স্বরাষ্ট্র দফতরকে দীর্ঘদিন ধরেই বলে আসছে পুলিশের একাংশ।
    মহাকরণের খবর, সরকার বারাসত এলাকায় নতুন থানা তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল আগেই। ফাইলও তৈরি হয়। কিন্তু সেই ফাইল নড়াচড়া করেনি। কামদুনির ঘটনার পরে এ বার নতুন চারটি থানা করার সিদ্ধান্ত নিল সরকার।
  • maximin | 69.93.192.250 | ১৫ জুন ২০১৩ ০০:২৪614659
  • বারাসাতের ঘটনার একটা বৈশিষ্ট্য হল, হ্যারাসমেন্ট যে চলছে, কারা করছে, সেগুলো আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল। মেয়েটির বাবা জানিয়েছিলেন। তা সত্বেও ঘটনা আটকানো গেলনা। এক একটা জায়গায় ল এন্ড অর্ডারের অব্স্থা কেন এতটাই খারাপ?
  • ম্যাক্সিমিন | 69.93.192.250 | ১৫ জুন ২০১৩ ০০:২৬614660
  • 'বারাসতের বিস্তীর্ণ এলাকার নিরাপত্তা দেখার জন্য পুলিশ মাত্র ৩৫০'। কিন্তু এখানে তো পুলিসকে জানানো হয়েছিল। সংখ্যা কম বললে হবে কেন?
  • Ishan | 202.43.65.245 | ১৫ জুন ২০১৩ ০০:৩৩614661
  • লিখতে থাকুন, এখানে বা গ্রুপে। আমি আপাততঃ আর নেই। রাতে সব দেখে কমপাইল করে ফেলব।
  • ম্যক্সিমিন | 69.93.192.250 | ১৫ জুন ২০১৩ ০০:৪২614662
  • গ্রুপে লিখলে ইংরেজিতে লিখতে হবে কি?
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ০০:৫৭614664
  • Dears,

    As many of us opposed to maintaining a yahoogroup for this forum, and as we have witnessed that archived messages in yahoogroup does not show Bengali fonts, I suggest to move the activity to googlegroups as it's unicode compliant, and easy to use. Moreover we'll get integreted support to google docs for storing our files.

    I have already created a group in googlegroups with the same name: ConfrontViolence.

    To enter this group, simply send a mail to [email protected]
    After you are added, post your views to [email protected]
    To unsubscribe, send a mil to [email protected]

    Samik
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ০০:৫৭614663
  • না। বাংলায় লিখলেও চলবে। যদিও ইয়াহুগ্রুপের আর্কাইভে শুধু ইংরেজি পড়া যায়।

    তবে আমি একটা গুগলগ্রুপ বানিয়ে দিয়েছি। আমরা সবাইই ওটায় শিফট করে যেতে পারি। ওতে বাংলা ইংরেজি উর্দু যে কোনও ভাষায় লেখা যেতে পারে।

    আমি বিস্তারিত পাঠাচ্ছি।
  • aranya | 154.160.226.53 | ১৫ জুন ২০১৩ ০২:৪৬614665
  • পোস্ট গুলো পড়লাম, সব পয়েন্টই কভার করা হয়েছে মনে হচ্ছে, আর কিছু মাথায় এলে লিখব।
  • aranya | 78.38.243.161 | ১৫ জুন ২০১৩ ০৯:১৮614666
  • এই পয়েন্টগুলো ই যথেষ্ট মনে হয়, পিটিশনের জন্য।
    অন্য টইতে আকা একটা ভাল আইডিয়া দিয়েছে, ছোট ভিডিও ক্লিপ বানিয়ে মমতার ফেবু পেজে আপলোডান।
    লং টার্মে - অম্বিকেশ এবং আরও বিভিন্ন ঘটনায় আমরা দেখছি যে মানবাধিকার বা মহিলা কমিশনের নির্দেশ-কে প্রশাসন পাত্তা দেয় না। তাই, আরটিআই -এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জনস্বার্থ মামলা করাই মোস্ট এফেক্টিভ উপায় মনে হয়
    , সরকারকে চাপ দেওয়ার জন্য। তার সাথে মেন স্ট্রীম মিডিয়ায় খবর বের করাতে হবে।
  • sosen | 125.242.197.112 | ১৫ জুন ২০১৩ ০৯:২৭614668
  • আমার দুটো দিন একটু চাপ আছে। কিন্তু আছি, আর গুগলগ্রুপ এ জয়েন করতে গেলে কি গুগল আই ডি লাগবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন