এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 209.7.156.146 | ১৮ জুন ২০১৩ ০৪:৫৫614836
  • spam folder চেক করতে বলুন।
  • s | 182.0.249.87 | ১৮ জুন ২০১৩ ১১:২৬614837
  • পিটিশনে সই করে দিয়েছি। আর প্রায় ৫০০ জনকে ফরোয়ার্ড করে দিয়েছি (তার মধ্যে দেশি, বিদেশি, বাঙালি, চাইনিজ সব আছে)।
    প্রবল চাপে ছিলাম বলে কিছুদিন আসিনি। কিন্তু পিটিশনে ফার্স্ট পয়েন্ট যেটা হওয়ার ছিল যে ২৪ ঘন্টার মধ্যে মুল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।
    ২। যে যে মন্ত্রী সান্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা (বর্তমান ও অতীত) সব কটার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে (সেটা গ্রেফতার হতে পারে, পার্টি থেকে বহিষ্কার হতে পারে, জনতা লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের পিছনে দুটো করে লাথি মারবে এরকমও হতে পারে)।
    ৩। এক মাসের মধ্যে চার্জশিট পেশ করা (এটা অবশ্য মুম প্রতিশ্রুতি দিয়েছেন)
    ৪। মুমকে ঐ অঞ্চলে গিয়ে সরাসরি জনতার সঙ্গে কথা বলতে হবে।
    এছাড়া কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি সবসময়েই মৃত্যুদন্ডের সমর্থক। ইভটিসিং/ মোলেস্টেশন - ৫ বছর, রেপ - কেমিক্যাল ক্যাস্ট্রেশন, মার্ডার - ফাঁসি। সোজা হিসেব হওয়া উচিৎ।
  • quark | 24.139.199.12 | ১৮ জুন ২০১৩ ১১:৩৭614838
  • মুখ্যমন্ত্রী তো বলেছেন ফাঁসি আর মৃত্যুদন্ড, দুইই হবে!
  • cb | 41.6.142.13 | ১৮ জুন ২০১৩ ১১:৫০614839
  • মুম র পেজে কিন্তু পোস্টাতে পারবেন না
  • প্রচার | 69.93.197.175 | ১৮ জুন ২০১৩ ১২:০৩614840
  • [মুখ্যমন্ত্রী তো বলেছেন ফাঁসি আর মৃত্যুদন্ড, দুইই হবে!]

    ঠিক তা বলেননি । বলেছেন এ দুটোর মধ্যে একটা হবেই । তবে যদি কোন আইনগত কারণে তা না করা যায় - অন্ততঃ ফাস্ট কোর্টে - তাহলে " লাইফ সেন্টেন্স " হতে বাধ্য । :D

    কি রকম যেন মনে হচ্ছিল টিভিতে দেখে - ওনার তখনকার অবস্থায় - এই সব সাজাগুলোর কোনটার মানে কি কিছুই ওনার মাথায় রেজিস্টার করছিল না ।
  • quark | 24.139.199.12 | ১৮ জুন ২০১৩ ১২:০৮614841
  • না,না - উনি শেষ করেছেন "লাইফ সেন্টেন্স আর ডেথ সেন্টেন্স, দুটোই হবে" এইটে ব'লে।
  • maximin | 69.93.218.66 | ১৮ জুন ২০১৩ ১৩:০৩614842
  • না স্প্যাম ফোল্ডারেও যায় নি। রিমাইন্ডার ট্রাই করতে হবে।
  • ম্যাক্সিমিন | 69.93.218.66 | ১৮ জুন ২০১৩ ১৪:৪১614843
  • হ্যাঁ পাই, যারা 'রিক্রুটেড' , তারাও বলছে পায়নি। যেমন স্যান।
  • jhumjhumi | 127.194.253.55 | ১৮ জুন ২০১৩ ২০:৫১614844
  • change এ সই করলাম, দেখাল না তো কিছু !
  • প্রচার | 69.93.215.4 | ১৯ জুন ২০১৩ ১৫:২০614846
  • [না,না - উনি শেষ করেছেন "লাইফ সেন্টেন্স আর ডেথ সেন্টেন্স, দুটোই হবে" এইটে ব'লে।]

    এগ্রিড । ওনার তখন যা অবস্থা কোথায় কখন কি বলছেন তার কোনটার মানে হচ্ছে কোনটার হচ্ছে না তিনিও জানছেন না , অন্যরাও বুঝছেন না । বেশীর ভাগ সময়টাই সর্ষের মধ্যে ভূত খুঁজেই কাটিয়ে দিচ্ছেন ।
  • de | 190.149.51.69 | ১৯ জুন ২০১৩ ১৮:০৩614847
  • কজে করলাম -- ফেসবুকে শেয়ার করিনি কারণ >95% এখানেরই সবাই আছে আমার ফেবুতে!
  • pi | 172.129.44.120 | ২০ জুন ২০১৩ ০০:৪৩614848
  • পিটিশন নিয়ে একটা অফলাইন ড্রাইভ ঃ
    --------------------------------------------------------

    আমরা, যারা সই করেছি, সবাই নিজেদের আত্মীয়, বন্ধু, পাড়াপ্রতিবেশী, সহকর্মী - এঁদের দিয়ে পিটিশনটাতে সই করাতে পারি কি ?
    এখান থেকে কপি করে পিটিশনের প্রিন্টাউট বানিয়ে নেওয়া যেতে পারে ঃ
    http://www.change.org/en-IN/petitions/chief-minister-west-bengal-confront-violence-against-women-2 অথবা, কারো পিডিএফ লাগলে মেইল করুন।

    সই নেবার পরে সেই কাগজগুলো স্ক্যান করে আমাদের পাঠিয়ে দিলেই হবে।
  • pi | 118.22.233.235 | ২২ জুন ২০১৩ ০৩:৪৩614849
  • আই এস আই তে এরকম একটা অফলাইন ড্রাইভ হচ্ছে। খড়গপুরেও গান্ধীরা চেষ্টা করবে বলেছে। বাকিরা, অন্য কোন ইন্স্টিটিউট বা আপিসে ?
  • pi | 118.22.233.235 | ২২ জুন ২০১৩ ২০:৩১614850
  • রেপ কেস নিয়ে RTI , রেপ ওয়াচ জাতীয় কিছু করতে আগ্রহী হলে এখানে জানান, গ্রুপে লিখুন।
    গ্রুপে আসতে হলে, এখানে একটা মেইল করুন ঃ [email protected]
  • pi | 118.22.236.173 | ২২ জুন ২০১৩ ২২:৫৮614851
  • পিটিশনটাকে সেক্টর ফাইভের আপিসগুলোতে ঘোরানো যায় কি ?
  • কৃশানু | 213.147.88.10 | ২৩ জুন ২০১৩ ০১:৩৭614852
  • ব্ল্যান্কিদা, অন্যরা - আপিসে এটা করা যায়?
  • Ishan | 60.82.180.165 | ২৩ জুন ২০১৩ ০৩:৪৬614853
  • এদিকটা তো পাই সামলে নিচ্ছে, কিন্তু আরটিআই আর ভিডোর কি হল?
  • pi | 118.12.169.134 | ২৫ জুন ২০১৩ ২২:২৪614854
  • এই শনিবার বিকেল ৪ঃ০০-৭ঃ৩০ , নন্দন আকাডেমি চত্বরে এই পিটিশন (http://www.causes.com/actions/1754934-confront-violence-against-women?) নিয়ে একটা সিগনেচার ড্রাইভ হবে। যে যে পারবেন, চলে আসুন। কৃশানুর সাথে যোগাযোগ করুন, ও কোঅর্ডিনেট করছে।
  • aka | 34.107.170.109 | ২৫ জুন ২০১৩ ২২:২৯614855
  • ভিডিও নিয়ে আপডেট দিই, অবশেষে আমি গতকাল কিছু করেছি।

    আজি সম্ভবত বাকিটা জানাতে পারব। দেরি হচ্ছে, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি খুব খারাপ।

    পিটিশন নিয়ে শেষমেষ পরিকল্পনা কি? মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছবে? মুখ্যমন্ত্রীর ফেবু পেজে কে আপলোড করবে?
  • Ishan | 214.54.36.245 | ২৫ জুন ২০১৩ ২৩:৩৩614857
  • গ্রুপে এটা নিয়ে কথা হয়েছে। আপাততঃ সই সংগ্রহ গুলো জোর কদমে চলছে। সেগুলো শেষ হলে পৌঁছনোর ব্যাপার/পদ্ধতিটা নিয়ে ভাবা হবে। সই সংগ্রহে এত জোর দেওয়া হচ্ছে, কারণ সই সংগ্রহ নিজেই মানুষকে ইনভলভ করার একটা অ্যাকটিভিটি। অন্য লোকে যে এটা নিয়ে ভাবছে, এবং সিরিয়াসলি ভাবছে, সেটা নিয়ে মানুষকে সচেতন করারও একটা পদ্ধতি। তাছাড়া সই সংগ্রহ নিজেই একটা চাপ দেওয়া। তাতে আরও মানুষ গ্রুপেও যোগদান করবেন, এবং নানা দিকে আরও কিছু নতুন অ্যাকটিভিটির দরজা খুলে যাবে, এমনটাই আশা। ফলে, এই মুহূর্তে, চেনা-পরিচিতদের দিয়ে সই করানো এবং তাদেরকে গ্রুপে নিয়ে আসাটা একটা সিরিয়াস অ্যাকশন আইটেম হিসেবে নিতে অনুরোধ করছি। এটা একেবারেই নয়, যে, সই তো কালেক্ট করা হয়ে গেল, এবার জমা দিয়ে চ্যপ্টার ক্লোজ করি। যার কাছ থেকে সই নিচ্ছি, তাঁকে ইনভলভ করানোর চেষ্টা করুন, এবং পারলে গ্রুপে নিয়ে আসুন। এটা প্রত্যেককেই বলছি।

    ভিডিও বিষয়ে পরিকল্পনাটা কি? ভিডিওর বক্তব্য, বানানো, কো-অর্ডিনেশন, কোলেট, প্রচার ইত্যাদি নিয়ে? বিশদে জানিও। আলোচনা করা যাবে।
  • pi | 118.12.169.134 | ২৫ জুন ২০১৩ ২৩:৪৪614858
  • সই সংগ্রহ ড্রাইভ মানে অন্য লোককেও কিছুটা ভাবানো। এই ড্রাইভগুলো আরো বেশি ক'রে নিতে হবে। লুরুতে তো আবার হবে। কোলকাতায় এই শনিবারের পর আপিসপাড়া, কলেজ, ইউনি , এসব জায়গায়ও করতে হবে।
  • aka | 34.107.170.109 | ২৫ জুন ২০১৩ ২৩:৫৮614859
  • সে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পিটিশন মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে না?
  • pi | 118.12.169.134 | ২৬ জুন ২০১৩ ০০:০১614860
  • কেন হবেনা ?
  • Ishan | 214.54.36.245 | ২৬ জুন ২০১৩ ০০:০২614861
  • "আপাততঃ সই সংগ্রহ গুলো জোর কদমে চলছে। সেগুলো শেষ হলে পৌঁছনোর ব্যাপার/পদ্ধতিটা নিয়ে ভাবা হবে।"

    পদ্ধতিগত খুঁটিনটি ব্যাপার নিয়ে আলোচনার জন্য একটা গ্রুপ আছে। সেখানে বাকিটা আকা আলোচনা করতে পারে।
  • aka | 34.107.170.109 | ২৬ জুন ২০১৩ ০০:০৬614862
  • না গ্রুপে অনেক ইমেল আসে। আমার ছোটখাটো প্রশ্ন এখানেই করব। ঐ থ্রেড ফলো করা সম্ভব নয়।

    ভিডিও র ব্যাপারে আমি যা ভেবেছিঃ

    ১। ব্যক্তিগত মুখ দেখানো - যেমন আমি কোন রাজনৈতিক বা কোন কোম্পানির মুখপাত্র নয়।

    ২। সেন্স অফ আর্জেন্সি আর হতাশা শো করা

    ৩। কাউকে গাল না দেওয়া - নারী ও শিশুদের প্রতি ধর্ষণের প্রতিবাদ এবং সলুশন (যদি থাকে)

    ৪। ব্যক্তিগত সলিউশন যদি কিছু কেউ ভাবে - যেমন আমি ভেবেছি ডিফেন্স পার্টির মতন পাড়ার ছেলেদের নিয়ে তৈরি দলবল।

    এইটা ব্রড আউটলাইন, এরপরে ব্যক্তিগত ভাবে যে যা বলতে চায়।

    সবটা হলে ক্রিয়েটিভ লোকজনের সাহায্যে কোলেট করা।

    ইনফ্যাক্ট আমার বাংলা ভিডিওটা ডিলিট হওয়াতে মুশকিল হয়েছে।

    এবং সিকিউরিটির জন্য একটা জিমেল অ্যাকাউণ্টে সবাইকে জমা করতে বলব বলে ঠিক করেছি।

    অবিশ্যি এতে একটু বেশি পার্টিসিপেশন না পেলে কিছুই লাভ নেই।
  • Ishan | 214.54.36.245 | ২৬ জুন ২০১৩ ০০:৪৪614863
  • প্রথমতঃ দু জায়গায় আলোচনা করার একটা পদ্ধতিগত সমস্যা আছে। এখানকার সাজেশন ওখানে এবং ওখানকার সাজেশন এখানে নিয়ে এসে আলোচনা কো-অর্ডিনেট করা ঝামেলা। আমি সেটা পারবনা। অন্য কেউ দায়িত্ব নিলে নিতেই পারে।

    দ্বিতীয়তঃ ভিডিও বিষয়ে প্রথম দিনের চেয়ে কিছু এগিয়েছি বলে তো মনে হচ্ছে না। কো-অর্ডিনেট, প্রচার, কিভাবে হবে? কে দায়িত্ব নিচ্ছে? উদ্যোগটা নিয়ে কোথায় আলোচনা হবে (যেমন কনটেন্ট নিয়ে অন্য কারো কিছু বক্তব্য/ভিন্নমত থাকতে পারে, আইডিয়া থাকতে পারে)? এগুলোর প্ল্যান কি?

    খুব সোজা ভাষায় আউটকাম চাই। টইয়ের পাতায় শুরু এবং শেষ নয়। সেটা কিভাবে হবে?
  • aka | 34.107.170.109 | ২৬ জুন ২০১৩ ০০:৫৩614864
  • সরি গুগুল গ্রুপ ফলো করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। অন্য কোন কারণে নয়, অনেক ইমেল, বেংলিশে লেখা।

    প্রচারঃ যেমন ভাবে পিটিশন হয়েছে, উদ্যোগী লোকজন বাকিদের জানাবেন, তাঁরা উৎসাহী হলে ভিডিও সাবমিট করবেন।

    আর আলোচনা প্লিজ এখানেই করুন।
  • aka | 34.107.170.109 | ২৬ জুন ২০১৩ ০০:৫৫614865
  • আউটকামের আশা রেখেই তো করা। তবে ক্রিটিকাল মাস না পেলে লাভ নেই।
  • aka | 34.107.170.109 | ২৬ জুন ২০১৩ ০৩:৫৮614866
  • গুগুল গ্রুপেও পোস্ট করলাম। আলোচনা করুন, দয়া করে একটি থ্রেডে।
  • aka | 79.73.12.107 | ২৭ জুন ২০১৩ ০৭:৩৫614868
  • গুরুতে বা গুগুল গ্রুপে কোথাঐ কোনো রেসপন্স পেলাম না। এটা একটা কালেক্টিভ এফর্ট, ক্রিটিকাল মাস না পেলে কিছু হবার নয়। ধরে নেওয়া যেতে পারে কিছু একটা কারুরই পছম্দ হয় নি। অতএব টইতেই শুরু এবং টইতেই শেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন