এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.157.24 | ২০ জুলাই ২০১৩ ০৯:৩১614902
  • একটা সত্যিকারের ভালো কাজ হচ্ছে। এটা কি সারা দেশেই হচ্ছে? ছেলেদেরও যে এর মধ্যে নেওয়া হয়েছে, ভীষন ভালো। সত্যি কথা বলতে কি মেয়েদের থেকে ছেলেদের এই বোধটা জাগানো বেশী জরুরী। নিজের ও অন্যের শরীরকে সম্মান করতে শেখা।
  • sri | 127.194.3.70 | ২০ জুলাই ২০১৩ ১১:১৪614903
  • হুম সেটাই।। আমি তো তাই শুনলাম যে সারা দেশেই হচ্ছে। সত্যি কথা বলতে মেয়েদের পাশাপাশি ছেলেরাও খুব একটা নিরাপদ নেই।। বেশ কিছু জায়গায় অনেক কম বয়সী বাচ্চা ছেলেরাও শিকার হয়েছে।। আর সেই কারণেই মেয়েদের পাশাপাশি ছেলেদের সচেতন করাটা দরকার।।
  • কল্লোল | 111.63.190.105 | ২১ জুলাই ২০১৩ ০৭:২৯614904
  • আমি অবশ্য অন্য একটা কথা ভেবে ছেলেদের সচেতন করার কথা বলছিলাম। এখনো পর্যন্ত ছেলেরাই ধর্ষণকারী, তাই.....................
    তবে, বাচ্চা ছেলেদের সচেতনতার ব্যাপারটাও জরুরী।
  • pi | 118.12.172.75 | ৩০ জুলাই ২০১৩ ১৯:৫২614905
  • pi | 172.129.44.87 | ৩১ আগস্ট ২০১৩ ০১:০৯614907
  • হরিয়ানার ধর্ষণের কেসটা নিয়ে কাল বিকেল পাঁচটার সময় বেকবাগান রো এ প্রতিবাদ সভা/মিছিল আছে।
  • Shewli | 24.99.138.163 | ৩১ আগস্ট ২০১৩ ০১:২৩614908
  • Protest against Gross apathy and negligence in the investigation of the rape and murder of Dalit Girl in Haryana.

    On 25th August a dalit girl in Jind, Haryana, was abducted, mercilessly tortured and killed. The SP and DC of Jind have issued a statement saying the girl consumed poison. Dr. Gupta of AIIMS denies any such findings in the autopsy conducted by him. AIIMS has not released the report too. Friends, we have to protest this very strongly Please come and join us at Beckbagan Row, at 5.00 pm on 31st August.
  • aranya | 154.160.226.53 | ৩১ আগস্ট ২০১৩ ০৩:৫৭614909
  • জঘন্য, মিডিয়ায় হাইলাইটেড হয় না, প্রতিবাদ, বিক্ষোভ হয় না বললেই চলে, কারণ ভিক্টিম দলিত। এর পর কিছু দলিত রাষ্ট্রের বিরুদ্ধে ,উচ্চ বর্ণের অত্যাচারীদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেবে, তখন অবশ্য সরকার, মিডিয়া সবাই যথোচিত কনসার্ণড হবে, অ্যাকশন নেবে..
    মেরা ভারত মহান!!
  • siki | 127.192.24.18 | ৩১ আগস্ট ২০১৩ ১০:১৯614910
  • হয় তো অন্য রকম শোনচ্ছে কথাটা। কিন্তু হরিয়ানার ঘটনার প্রতিবাদে বেকবাগানে সভাসমিতি হয়ে বিশেষ কিছু যাবে আসবে কি? সভায় আগত লোকজনেদের ব্যক্তিগত সন্তুষ্টি ছাড়া? হরিয়ানার দোষী পুলিশ অফিসার বা ধর্ষকদের একটা চুলও ছেঁড়া যাবে কি?

    তা হলে কেন এই এনার্জির অপচয়?
  • pi | 118.22.237.164 | ৩১ আগস্ট ২০১৩ ১০:২৪614912
  • দিল্লির ধর্ষণকাণ্ডের জন্য কোলকাতায় সভা, মিছিল ক'রে কী হয়েছিল ? তখন তো এই প্রশ্নটা ওঠেনি !
  • pi | 78.224.201.112 | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৮614914
  • ভাট থেকে।

    name: মতি mail: country:

    IP Address : 120.227.228.234 (*) Date:02 Sep 2013 -- 12:09 PM

    আজ আবার কামদুনির কেসের ডেট। ওরা আসে। aipwa'র কয়েকজন যায়। কামদুনি থেকে আসা মানুষদের সাথে পুলিশ দুর্ব্যবহার করে। আরো বেশী মানুষ যাওয়া দরকার।

    ৭ সেপ্ট কামদুনিতে প্রতিবাদ সভা। সব মাসেই ওই তারিখে হয়। এই তারিখে যাব সম্ভবত। কলকাতায় একটি ধিক্কার মিছিল প্রয়োজন, উকিলরাও বলছল যে বাইরে রাজনৈতিক চাপ না তৈরী করলে সরকার পক্ষ কোর্টেও নেগেটিভ ভুমিকাই চালিয়ে যাবে। চেষ্টায় আছি।

    এক বান্ধবি সব ডেটেই যায় কোর্টে, আজ যাব এখন ওর সাথে।
  • aranya | 154.160.98.31 | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৩614915
  • কামদুনির কেস তো এখন কলকাতার কোর্টে, চেষ্টা করতে হবে যাতে গ্রামবাসীদের সমর্থক অনেক লোক কেসের দিন কোর্টে যায়। যাদবপুর, প্রেসিডেন্সি, আরও সব কলেজের ছাত্রছাত্রীদের যদি মোবিলাইজ করা যায়..
    অপরাধীদের সাথে মনে হয় শাসক দলের ভালই আঁতাত, তাই সরকারের কোর্টে 'নেগেটিভ ভূমিকা'।
    মতি-র মত মানুষজন আজকের দিনে বড় দরকার ..
  • মতি | 233.180.161.132 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫614916
  • গতকালও সিটি সেসন কোর্ট(ব্যাঙ্কশাল)-এ কামদুনির কেসের শুনানি শুরু হল না, ১০ তারিখ আবার ডেট। দুটো নাগাদ গিয়ে দেখি কামদুনির মানুষেরা তখনও এসে পৌঁছয়নি, দুটো পিক-আপ ভ্যানে আসছিল ওরা, পুলিশ মাঝপথে ডাইভার্ট করে দেয়, আগের ডেটেও নাকি রাস্তায় পুলিশ হয়রানি করেছিল।। প্রায় তিনটা নাগাদ এসে পৌঁছে কোর্টের মধ্যে পুলিশের বেরিকেডের সামনে মহিলারা রাগে ফেটে পড়ল। আগের দিন যদ্দুর গেছিলাম আজগে তাও যেতে দিবানা, তোমরাকি আমাদের ঠেলতে ঠেলতে কামদুনিতেই ফেরত পাঠাতে চাও নাকি! বারাসত থেকে এখানে আনিছ ভাবছ আসতি পারবনা! ভিক্ষা করি হলিও আসফ, তোরা কত ঘুষ খাবি খা! এইসব বলছিল উত্তম খিস্তি সহ কেউ কেউ। ওদের পিক-আপ ভ্যান দুটো অনেক দূরে রাখতে হয়েছে কাছাকাছিতে পুলিশ পয়সা চাওয়ায়, ঘুষের প্রসঙ্গটা তাই বারবার আসছিল বোধ হয়। দূর থেকে আসামীদের গাড়িতে তোলা দেখে মেয়েরা ধেয়ে যেতে চাইলে পুলিশের সাথে সামান্য ধাক্কাধাক্কি হয়।

    মেয়েটির ভাই এসে দেখা করে যায়। ওরা ক্ষুব্ধ পিপি-র ভূমিকায়। নিজস্ব উকিলকে গৌণ করে দেওয়া হচ্ছে, সরকার ডিলে-ডালিং করে যতটা সম্ভব লঘু করার চেষ্টায় আছে।

    অপরাধীদের সুরক্ষা আর আন্দোলনকারীদের হয়রানি, সিআইডির ভূয়ো চার্জশীট, সিবিআই তদন্ত, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ধিক্কার, কামদুনি বিচার চায়ছে, আন্দোলন চলছে--এইসব বিষয় শ্লোগানে আসে, চত্বর ও বাইরের রাস্তায় মিছিল করে ওরা ফিরে যায়। ১০ তারিখ আবার কামদুনি থেকে আসবেন ওরা, তার আগে ৭ তারিখে কামদুনিতে আমরা যাবো।
  • pi | 118.22.237.164 | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪614917
  • '7TH SEPTEMBER , SATURDAY, AT 2 -3 PM , PRESS CLUB -----A PRESS MEET ABOUT MUMBAI RAPE INCIDENT AND KAMDUNI, PARK STREET ,AMINUL , NALIKUL ETC INCIDENT . WE DEMAND JUSTICE . PLZ COME AND JOIN--- SAMIR AICH, MIRATUN NAHAR, BOLAN GONGOPADHYAY , SWASWATI GHOSH, ASIMGIRI AND OTHERS.'
  • pi | 118.22.237.164 | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫614918


  • 'কামদুনি বিচার চাইছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে, আর কামদুনির মানুষকে দিচ্ছে হয়রানি। বারাসত থেকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে কেস সরিয়ে আনা হয়েছে, তবু প্রতি ডেটেই কামদুনির মানুষ আসছেন, নজরদারি শিথিল করতে চাননা তাঁরা। গত ২সেপ্টেম্বরও শুনানী শুরু হলনা, সরকারী উকিল যতটা সম্ভব লঘু করার চেষ্টাতে আছে। আন্দোলনের চাপ তৈরী না করলে সরকার কোর্টেও নেগেটিভ ভূমিকাই চালিয়ে যাবে। তাই নাছোড়বান্দা কামদুনির মানুষ। ১০সেপ্টেম্বর আবার কোর্টের ডেট আবার আসবেন তাঁরা, তার আগে ৭ সেপ্টেম্বর আমরা যাবো কামদুনি, সেখানে বিকেলে মিছিল ও সভা।বন্ধু,এই সময় আর বসে থাকার নয়।।।এই সময় রুখে দাঁড়াবার সময়।।।।।'

    https://www.facebook.com/events/205312246304062/
  • মতি | 116.199.76.118 | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮614919
  • কামদুনি যেতে পারছেননা বলে ৭ তারিখেই প্রেস ক্লাবে নিজেদের বক্তব্য তুলে ধরার আয়োজন করেছেন সাস্বতিদিরা, কামদুনির কয়েকজনও আসবেন হয়ত। মৌসুমি ও কামদুনির অন্যান্যরা জানিয়েছেন যে ঘটনার তিন মাস হচ্ছে ওইদিন, তাই ওইদিন কামদুনির প্রতিবাদী মিছিল ও সভাকে জোরালো করতে সবাই আসুন।
  • aranya | 154.160.226.53 | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:২০614920
  • স্টেট পুলিশ, প্রশাসন অসহযোগিতা করছে - তার মানে অপরাধীদের সাথে তিনোমূলের ভালই যোগাযোগ । এই কেসটা সিবিআই-কে দেওয়া গেলে ভাল হত।
  • pi | 118.22.237.164 | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১614921
  • ফেসবুক গ্রুপে অসীম গিরি এই পোস্টটা দিয়েছেন ঃ

    AAJ KAMDUNI TE APARAJITA R KHOON O DHORSONER 3 MONTH PURNO HOLO. EKHONO BICHAR KICHUI EGOYNI, CID TODONTE CHURANTO CONTROVERSY , AR BARASAT THEKHE CASE SORIE NEOA HOECHE KOLKATAY, JEKHANE KAMDUNIR GRAMER LOK BICHAR SUNTE GELE PRATIDIN JON PROTI 100 TAKA KHOROCH HOBE, JE GARI GULOTE KORE ONARA JACHCHEN, SEI GARI GULOKE PARTY NETADER NIRDESHE BOLA HOCHCHE, TARA JENO GARI NIE KAMDUNIBASHIDER NA NIE ASHEN, EEI PORISTHITEI AAJ PRESS CONFERECE HOECHE SOMAJER GONNYO MANNYO EKHONO JADER MOSTOK BONDHOK NOI TYARA KORECHEN PRESS CONFERENCE KOLKTA PRESS CLUB E, GURUCHANDALITE SWEI PRESS RELEASE PATHlam,
    aaj kamduni schhol mathe kamduni pratibadi mancher dake prothom meeting hoi, meeting e ami charo upostit chilen samir aich, bolan ganguli, saswati ghosh , ex police officer sisir bandyopadhay, meher enginner, sutia pratibadi mancho, khorjuna r adhibashi, aminul hottar birodhi commitee, kapdr, isa, pragatisil mohila samitir pratinidhira, mumbai bengalurute jekhane 15 days er modhey charge sheet die jabojibon kara dondo hote pare, delhite alredy 2 joner saja hoeche ar badd bakira sajar opekhay, sekhane e rajje je sorkari ukil deo HOECHE SE ADOUU edoroner mala porichalonar avigata nei ar jara aprajitar hoe swal korchen tadero badha deoa hochche, fale suprem courte appeal janieche,9th sei date, sekhaneo sorkar pokher ukil er cheye aporadhiderukil strong, eei holo west bengal still. aaj 600 lok aparajita jekhane mra geche sekhane michil kore jay, doshider sastir dabite o duson mukto dolbaji hin prosahoner dabite sochaar hoi, ektimichil aprajitar bediporjonnto gie mombati jwalie srodhya nibedon kore, aporadhider araler birudhey ghrina ugre daay,neritto den priyo mastermosai pradip babu, savapoti bhaskar mondol . sectratray mousumi koyal. rajnitir tokma lagachche sorkar etao somalochito hoi, eti modhey ami samir aich o miratun nahar humkir mukhe porechi eei holo west bengaler haalhokikot.
  • pi | 172.129.44.87 | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০১:২১614924
  • হিন্দোল ভট্টাচার্যের একটা লেখা। বা বলা ভালো আবেদন। সবার প্রতি।





  • pi | 172.129.44.87 | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০১:২২614925
  • 'নপুংসক পুলিশ ' ফ্রেজিংটা নিয়ে যদিও আপত্তি রইলো। যাই হোক।
  • pi | 172.129.44.87 | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৭614926
  • অসীম গিরি ফেসবুক গ্রুপে এই পোস্টটা করেছেন। সাইটে করতে পারছেন না। তাই পেস্ট করে দিলাম।

    BAIRER MOVEMENT NA UTTLE COURT E BICHAR HOBENA KARON PRESSURE DICHCHE POLITICS O PROSASON, KHELATA ONEK OPORER LOKHYO 2014R MUSLIM VOTE, KINTU ORA BUJHCHENA JE EEI VABE MUSLIM JONTOTAKE POA JABENA NATOK BAJI KORE JONOTA VOLANO JAAYNA, AMINUL TOH MUSLIM, MEYEDER BANCHATE GIE POLICE O PROMOTER GUNDAR JOGSAJOSHE OKE DAKAAT BOLAY THANAR SAMNE ATTOHOTMA KORECH!!!!!!!!!!!!BICHAR PEYECHE? SUJAT TOH BANGALI O HINDU KONOTAI NOI ULTE O PROSATITUTE BOLE PROCHAR PEYECHE, DAMAYANTI SEN RATARAI BODLI HOECHEN, EKHON SUNCHI JAVED SAMIM KEO SORANO HOECHE KARON ERA SOTTIE VALO KAJ KORCHILEN, FALE KAMDUNITE MUSLIM JONOTAR PROTI SORKAR JODI VABE JE TATE TADER RAPE NIE SOMORTHON PABE SETA HOBE NA, HINDU-MUSLIM BIVAJON TA AAJKAL LOKE BOJHE, ONTOTO WESTBENGAL E. IMAM VATA NIE EI MODHEY GORIB DALIT MUSLIMDER MODHEY SORKARER PROTI FEELING NOSTO HOECHE, SOHORE AAJ I EK TAXIWALABOLCHILEN JE TADER OPOR POLICER JULUMER KATHA, HISTORY KI BOLE? BESH DHOREI NILAM APARAJITAR DHORSON O TAKE HOTTA JARA KORECHE TARA CHARA PABE. KINTU KOTODIN THAKBE TAHOLE GOVT? SRTA KENO BUJHCHEN NA GOVT? TAPASHI MALIKER HOTTA KARIRAO CHARA PEYECHILO TATE CPM SORKAR TIKECHE? KENO MANONIA ETA BUJHCHEN NA JANINA, RABINDRANATH BOLECHILE, '' HATE TAROBARI THAKHILE TA SECHCHACHARI HOIYA UTTIEBEI ''(LOKOHITO PROBONDHO). KEE CHARA PABE? SARADA RHEKE PIYALI HOTTA, KAMDUNI THEKHE RNALIKOOL, KHORJUNA GHEDE KATWA, AMINUL, BARUN BISWASH SOB MANUSH VULE JABE VOTER BOXE??? HOI NAKI? 5 BOCHOR ACHCHA DHORLAM 10 BOCHOR TARPOR EKHON JEMON PURBOTONO SORKARER LOKJON HAAT KAMRACHCHEN TEMNIE HOBENA KI? AR JODI KEU VABEN 1972 ER MOTO OPERATION KORBEN SETAO 2013TE SOMVOB? CONGRESS JE CHOLE GECHILO 1977 O 1979 E ESECHE AR KI? KEE MONE REKHECHE SIDHARETHA ROY EKJON CHIEF MINISTER CHILEN. KEE TAR MRITTUR POR EKBARO SOK KORECHEN WEST BENGALE? HISTORY ETAI VOI, JAIL, HOTTAr rajniti die esob ki hoi naki? barier gorjon i pare obosthake narate.
  • pi | 118.22.231.245 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪614927
  • ---------------------------------------------------------------------------
    আপডেট ঃ

    বেলঘরিয়ার ধর্ষণ কেসের ফলোআপ নিয়ে confrontviolence গ্রুপ থেকে একটি RTI ফাইল করা হয়েছিল। শমীক করেছিল। রঞ্জনদা ও দেবজ্যোতিদা অনেক সাহায্য করেছিলেন। অনলাইন RTI এর আজ উত্তর এসেছে।
    ---------------------------------------------------------------------------
  • aranya | 154.160.226.53 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৮614928
  • আরে বাঃ, ভাল ব্যাপার তো। উত্তর-টা শেয়ার করা যাবে?
  • pi | 118.22.231.245 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৫614929
  • RTI এর বয়ান ও প্রশ্নঃ

    According to the news published in Times of India and some other news papers on __26.02.2012______, Ms. Munia Debi Das w/o Ramkrishna Das, aged 37, resident of a slum on Belgharia Expressway, was abducted and gang -raped in a car during the night of 25 February, 2012. Afterwards, she was thrown out of the vehicle near toll-plaza, Bally Bridge to die. It was reported that in her dying statement she had mentioned the name of a suspect. Her son Ratan Das lodged a complaint in Baranagar police station. It was also reported that you had informed TOI about the case being probed by one special investigation team.
    (ii) The period to which the information relates:
    From 25/2/2012 till date.

    (iii) Description of the information required:
    Subsequently, more than one year and four months have elapsed but we, the concerned citizens, are yet to know about the development in the aforesaid case. We, the undersigned, therefore, under the proviso of section 6(1) and 6(2) of RTI Act, 2005, request you, Sir, to provide us the following information at the earliest:
    (a)Whether the perpetrators of the aforesaid heinous act have been apprehended?
    (b) If so on which date and number of arrested persons.
    (c) Have one or more of such arrested persons been enlarged on bail?
    (d) If so the dates of such enlargements.
    (e)Whether the vehicle used in abducting Late Munia Debi has been confiscated?
    (f)Whether the owner of the vehicle has been identified?
    (g)Whether the culprits have been charge sheeted?
    (h) if so the dates of filing of chargeseets and the name of the Court where they have been filed.
    (i)Whether all the culprits could be arrested?
    (j) If no, how many culprits are yet to be arrested?
    (k)What is the present status of the case?
    (l) Has the government given any compensation to the family of the victim?
    (m) If so detais thereof.
    --------------------------------------

    RTI এর উত্তরঃ

    ia)
    Yes.
    b) 02 parsons were arreste d on26.A2.12 andon 02.03. t2
    c) Custody,trial isgorqg on.
    d) Does not arise.
    e) No.
    D No.
    g) Yes.
    h) Date of filing charge sheet on 09.05.12, i) before Ld. ACJMBarrackpore courr. Yes.
    j) Does not arise.
    k) The case is under trial.
    l) There is nothing on record.
    m) There is nothing on reord.
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:৪০614930
  • এই ক্রমবর্ধমান দুর্বৃত্তায়ন, নিরাপত্তার অভাব, বেড়ে চলা অপরাধ, যৌন অপরাধের পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে পুলিশ প্রশাসনকে চাপ দিতেই সামনের সোমবার, ১০ ই মার্চ স্টুডেন্টস হলে একটা গণকনভেনশন হচ্ছে, ৩ঃ০০-৭ঃ০০। কামদুনি , সুটিয়া, আরো দূর দূর থেকে লোকজন আসবেন, তাঁদের ফিরতে হবে বলে দুপুরেই শুরু করা হবে। নাগরিক কমিটি তৈরি, লিগাল সেল তৈরি, আর টি আই,এলাকায় এলাকায় সমীক্ষা, এসব নিয়েও কিছু নির্দিষ্ট কর্মসূচী নেওয়া হবে। যে যে পারবেন, চলে আসুন। বোলানদি আজ কাগজে যে ঘটনাগুলোর কথা লিখেছেন, তাই নিয়েও কী কী ব্যবস্থা নেওয়া যায়, আলোচনা করা হবে। রেপ ভিক্টিমের জন্য বাংলায় গাইডলাইন তৈরি করে সেটা প্রচার করা নিয়েও কথা হবে। কারুর আর কোন মতামত থাকলে দিতে পারেন, কনভেনশনে এসে বললে সবচেয়ে ভালো হয়।
  • ** | 30.139.67.50 | ০৪ মার্চ ২০১৪ ১৪:৪৬614931
  • খেজুরে আলাপ
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৫:৪৭614932
  • কেন বলুন তো ?
  • π | ০৬ এপ্রিল ২০১৪ ২২:৪৮614934
  • প্রতি মাসের সাত তারিখে কামদুনিতে একটা স্মরণসভা হয়। ওখানকার মানুষের অনুযোগ ছিল, গত বেশ কয়েক মাস ধরে সেটা কেবল তাঁরাই করছেন, গ্রামের বাইরের লোকজন তাতে সেভাবে অংশ নিচ্ছেন না। কালকের প্রোগ্রামে নারী নির্যাতন ও দুর্বৃত্তায়ন বিরোধী যে মঞ্চ তৈরি হল তার উদ্যোগে অনেকে যাবেন। কালকে ৩ঃ০০ থেকে মিটিং। মধ্যমগ্রাম চৌমাথায় আড়াইটের সময় জমায়েত আছে। যে যে পারবেন, চলে আসতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন