এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ০৯:৩৯614669
  • না।
  • b | 135.20.82.164 | ১৫ জুন ২০১৩ ০৯:৪২614670
  • ঈশাণের লেখাটা কোন টই-তে?
  • তাতিন | 127.197.67.143 | ১৫ জুন ২০১৩ ০৯:৪৩614671
  • ক) জনসংখ্যা ও বর্গকিমি প্রতি (ন্যূনতম হার যেটিতে) পুলিশ থানা, চৌকি ও স্টাফের সংখ্যা স্থির করে সেই হিসেবে মোতায়েন করা হোক।
    খ) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাগরিকদের নিরাপত্তা বিষয়ে অভিযোগ ও পরামর্শ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার, ইমেল ও মহকুমা সদরগুলিতে সেল খোলা হোক।
    গ) ধর্ষণ ও নারী নির্যাতনের ব্যাপারে ডায়েরি নিতে অস্বীকার করলে বা নিগৃহীতাকে হ্যারাস করলে সেই অফিসারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস শুরু করার আইন আনুক রাজ্য।
  • aranya | 78.38.243.161 | ১৫ জুন ২০১৩ ০৯:৫৫614672
  • পুলিশের ইনসেন্সিটিভিটি, সারা ভারত জুড়েই, মানুষ ভয় পায় পুলিশের কাছে যেতে, বাঘে ছুলে ১৮ ঘা, পুলিশ ছুলে ৩৬ - এই অব্স্থার পরিবর্তন তো চাইছি, পিটিশনে বিভিন্ন পয়েন্ট থাকছে পুলিশ-কেন্দ্রিক, কিন্তু কাজে কিছু হওয়া খুব কঠিন
  • sosen | 125.242.197.112 | ১৫ জুন ২০১৩ ০৯:৫৮614673
  • একটা নাগরিক কমিটির কথা ভাবা যায়?
  • তাতিন | 127.197.67.143 | ১৫ জুন ২০১৩ ১০:০৪614674
  • সিপিএম আমলে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরি হয়েছিল না?
  • তাতিন | 127.197.67.143 | ১৫ জুন ২০১৩ ১০:০৬614675
  • পুলিশের অকর্মণ্যতা বা নেগেটীভ কাজগুলোর জন্য শাস্তির দাবি করা হোক। কিছু ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবে সেগুলোকে ধরা হোক
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:০৮614676
  • দ্বিতীয় খসড়া
    ---------------------
    সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ও হত্যার ঘটনায় আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী নাগরিক হিসেবে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরণের ঘটনা পৌনপনিকভাবে চলতে থাকলে তা সকল সাধারণ নাগরিকের অধিকারের উপর আঘাত। আমরা অনেকেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বসবাস করিনা, কিন্তু রাজ্যের সামগ্রিক ভাবমূর্তির পক্ষেও এ ধরণের ঘটনা কলঙ্কজনক বলে মনে করি। সর্বোপরি, এ ধরণের নৃশংস ঘটনা শুধু নৃশংসতার কারণেই আমাদের বেদনাহত করেছে, যার দ্রুত সুরাহা প্রয়োজন বলে আমাদের মনে হয়।

    সামগ্রিক ভাবে সরকার ও প্রশাসনের কাছে আমরা নিম্নলিখিত দাবীগুলি পেশ করতে চাই।

    ১। ঘটনা ঘটলে এবং তা প্রচারের আলোয় এলে তবে তার প্রতিক্রিয়া না জানিয়ে, সরকার ও প্রশানকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে ঘটনাটি ঘটার সম্ভাবনাই কমে। প্রতিটি নাগরিকের নিজের শরীরের স্বাধীনতা ও গণ্নতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা একটি সুষ্ঠু প্রশাসনের অন্যতম মুখ্য কর্তব্য। রাজনৈতিক বা অরাজনৈতিক কোনোরকম কারণেই কোনোরকম গাফিলতি বা ঢিলেমি দেখানো চলবেনা।

    যেহেতু পুলিশের সমস্ত রাস্তা ও স্থানের উপর সর্বসময় নজরদারি সম্ভব নয়, তাই এর জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। এর জন্য,
    ক) যেখানে পুলিশি ব্যবস্থাই অপ্রতুল, সেখানে প্রয়োজনমতো পুলিশ সংখ্যা/থানা/চৌকি বাড়ানো হোক।
    খ)পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য পশ্চিমবঙ্গব্যাপী একটি কার্যকরী হটলাইনের ব্যবস্থা করা হোক। সেখানে প্রতিটি ফোন কলকে এবং তৎপরবর্তী পুলিশি ব্যবস্থাকে নথিভুক্ত করা হোক। যাতে করে পরবর্তীতে তথ্যের অধিকার সংক্রান্ত আইনানুসারে এই পুরো তথ্যটি জনতা জানতে পারে।

    ২। পুলিশি ব্যবস্থাকে সামগ্রিকভাবে কার্যকরী ও মানবিক করে তোলার দিকে নজর দেওয়া হোক। পুলিশি অকর্মন্যতা এবং নানাক্ষেত্রে দুর্নীতি ও অমানবিকতার সঙ্গে আমরা পরিচিত। সে কারণে পুলিশের কাজের সীমারেখা ও পদ্ধতি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা কড়া ভাবে অনুসরণ করা হোক। নচেৎ বর্ধিত পুলিশি ব্যবস্থায় সুফলের বৃদ্ধির সম্ভাবনা কম। এ জন্য সুনির্দিষ্টভাবে পুলিশকে মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষার কাজেই কেবলমাত্র নিযুক্ত করা হোক। পুলিশের কাজ মানুষের অধিকার রক্ষা করা, মানুষের নৈতিক বা অন্য কোনো ধরণের অভিভাকত্ব করা নয়। এটি সুনিশ্চিত করতে প্রয়োজনে যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক।

    ৩। বারাসতের মতো প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি হোক। তদন্ত হোক কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। এর জন্য
    ক) ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্তো করা হোক।
    খ) পুলিশ ও প্রশাসনের কাজের পদ্ধতি ও গতি মনিটার করা হোক। যাতে যেকোনো সময়ে তথ্য আইনের সহায়তায় প্রশাসনের প্রতিটি পদক্ষেপ জানা যায়।
    গ) পুলিশের উপর প্রশাসনের নজরদারি বাড়ানো হোক। যেকোনো ঘটনায় এফ আই আর নিতে অস্বীকার করলে কড়া বন্দোবস্তো নেওয়া হোক। সে অভিযোগও হটলাইনে নেবার বন্দোবস্তো করা হোক, এবং সেগুলো তথ্যের আইন অনুসারে জনতাকে জানানো হোক।
    ঘ) অভিযোগ পেলে পুলিশের ঘটনাস্থলে পৌঁছনোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক। এবং তার অন্যথা হলে একই ভাবে সেই অভিযোগও হটলাইনে নেওয়া হোক।

    ৪। মহিলাদের উপর অপরাধের যথাযথ নথিভুক্তির স্বার্থে, এবং মহিলাদের প্রতি মানবিক ব্যবহারের প্রয়োজনে প্রতিটি থানায় মহিলা অফিসারের পোস্টিং বাধ্যতামূলক হোক।

    ৫। পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হোক। যেকোনো অপরাধকে শুধু অপরাধটির গুরুত্ব দিয়েই যেন বিবেচনা করা হয়, প্রশাসন সেটি সুনিশ্চিত করুক। অপরাধকে রাজনীতির কারণে লঘু বা গুরু করে দেখা বা দেখানো, সাম্প্রদায়িক কারণে অপরাধের মাত্রা বৃদ্ধি বা হ্রাস যেন না হয়, প্রশাসনকে তা প্রতিটি ক্ষেত্রে সুনিশ্চিত করতে হবে।

    ৬। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের উপর নির্যাতনের পরিসংখ্যান, সরকার প্রকাশ্যে জানাক। একই সঙ্গে সামগ্রিকভাবে এগুলো রুখতে এবং অবস্থা উন্নত করতে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটিও পরিষ্কার করে জানানো হোক। এবং একটি নির্দিষ্ট সময় অন্তর বিষয়টির অগ্রগতি বা অবনতি বিষয়ে প্রকাশ্যে জনগণকে অবহিত করা হোক।

    এই দাবীগুলিকে আমি সমর্থন করে, সংশ্লিশ্ট কর্তৃপক্ষকে এগুলি বিবেচনা করতে অনুরোধ জানাচ্ছি।
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:১৪614677
  • কারেকশন। ১। খ)পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য পশ্চিমবঙ্গব্যাপী একটি কার্যকরী হটলাইনের ব্যবস্থা করা হোক। সেখানে প্রতিটি ফোন কলকে এবং তৎপরবর্তী পুলিশি ব্যবস্থাকে নথিভুক্ত করা হোক। যাতে করে পরবর্তীতে তথ্যের অধিকার সংক্রান্ত আইনানুসারে এই পুরো তথ্যটি জনতা জানতে পারে। ফোন ছাড়াও ইমেলে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হোক, এবং একই কারণে মহকুমা সদরে অভিযোগ সেল খোলা হোক।

    (তাতিনের বক্তব্য যোগ করে দিলাম)
  • bb | 127.195.184.204 | ১৫ জুন ২০১৩ ১০:১৮614679
  • মূল ব্যাপার হোল পুলিশকে আরএ দায়িত্বশীল করে তোলা। আর এর সঙ্গে কোন রাজনীতি নেই। আপনার বাড়ীতে চুরি হলে থানায় অভিযোগ করতে যান, দেখুন পুলিশ কি রকম আপনাকে হেনস্থা করে। আপনি একজন হোমরাচোমরা কারুর সুপারিশ নিয়ে গেলে অন্য ব্যবহার। এর মধ্যে কোন রাজনীতি নেই। পুলিশ আর আই-এ-এস এরা ক্ষমতার অপব্যবহারের জন্য প্রসিদ্ধ। সাধারণ মানুষ যাতে থানায় যেতে পারে, পুলিশকে অভিযোগ করতে পারে এবং তার ভিত্তিতে অভিযোগ লিপিবদ্ধ করে এবং দ্রুত ব্যব্স্থা নেই এটাই সুনিশ্চিত করতে হবে।
    রাজনীতি আসবে তারপর -যখন অভিযুক্তের কথা উঠবে।
    সাধারণ মানুষকে নিরপত্তা দেওয়ার মত সামান্য ব্যাপরটাই সুনিশ্চিত করতে হবে তার লিঙ্গ-জাত-রাজনীতি নিরপেক্ষ ভাবে।
  • aranya | 78.38.243.161 | ১৫ জুন ২০১৩ ১০:২৭614680
  • ক্রিমিনালরা যেন কোন রাজনৈতিক দলের আশ্রয় না পায় - এটা অবশ্য ৫ নং পয়েন্টে মোটামুটি অ্যাড্রেসড।
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:২৮614681
  • এবার আমি ঘন্টা চোদ্দো থাকবনা। যেগুলো করতে হবেঃ

    ১। খসড়ার ইংরিজি। করে ফেকা হোক। পটকে/রিতেন/পিটি। কো-অর্ডিনেশন করছে পাই।

    ২। খসড়ার মাইনর কিছু মডিফিকেশন। খুব গুরুতর কিছু পরিবর্তন করার দরকার না হলে আমাকে জানানোর দরকার নেই। আলোচনা করে কেউ একজন দায়িত্ব নিয়ে করে ফেলুক। ঘন্টাখানেকের মধ্যে কেউ দায়িত্ব বা হ্যাপা না নিলে, যেটা লিখেছি সেটাই ফাইনাল। তাতে কিছু বাদ গেলে যাবে।

    ৩। ইংরিজি হলে পিটিশন ফ্লোট করে দিতে হবে। অক্ষদা/পাই/অন্য কেউ দায়িত্বে।

    ৪। পিটিশন ছাড়া অন্য কিভাবে সই করানো যায়, সেগুলো ফাইনল করে ফেলতে হবে। এবং লোককে সেই অনুযায়ী পিডিএফ বা অন্য কিছু পাঠাতে হবে। দায়িত্ব কে নেবেন, হাত তুলুন।

    ৫। পিটিশনকে প্রচার করতে হবে। জনতাকে দিয়ে সই করাতে হবে। দয়িত্ব সবার। হাজার তিরিশ সই এক্সপেক্ট করছি। অবাস্তব বলবেন না। ওইটাই টার্গেট। নচেৎ দুয়ো। বন্ধুকে বলুন, বন্ধুর পিসিকে ফোন করে জ্বালিয়ে মারুন, ফেসবুকে শেয়ার করুন, বন্ধুদের গাল দিয়ে বলুন সবাই যেন সই করে এবং তাদের বন্ধুদের জ্বালিয়ে মারে, নইলে মুখ দেখবেন না... ইত্যাদি যা খুশি করুন। দায়িত্ব সক্কলের কে কতটা করেছেন, একটু জানাবেন। আমিও জানাব।

    ৬। মিডিয়ায় খবর করা। দায়িত্ব নেবার জন্য হাত তুলুন।

    ৭। মুখ্যমন্ত্রী।রাজ্যপালের কাছে সইসাবুদ পোউছনো। নিজেরা করা যায়। বা মানবাধিকার সংগঠনগুলিকে দিয়ে দেওয়ানো যায়। অক্ষ/পাই/কল্লোলদা/অন্য কেউ?

    অনেকেই জানতে চাইছিলেন কি কি করার আছে। ৩, ৪, ৬, ৭ করার লোক চাই। কে কি করবেন কমিট করে ফেলুন। আর ৫ তো করতেই হবে।

    বাকি সংখ্যাগুলিতেও হাত লাগাতে পারেন। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী বিশ্রম্ভালাপে মন দেব।
  • তাতিন | 127.197.67.143 | ১৫ জুন ২০১৩ ১০:৩১614683
  • চোরাচালান, প্রোমোটারি, জমি ও নির্মাণের বেআইনি দালালির টাকা হাতে এসে যাওয়া; অবৈধ মদ-ড্রাগের ঠেক; প্রকাশ্য মদ্যপান - এরকম কিছু জিনিস এই ঘটনাগুলির সঙ্গে সম্পৃক্ত। সেগুলোকেও অ্যাড্রেস করা হোক।
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:৩১614682
  • এবং হ্যাঁ, এই এক থেকে সাত মোটেও বাইবেল না। আর কিছু করার কথা মাথায় এলে ঝপ করে লিপিবদ্ধ করে ফেলুন। এবং কারো ঘাড়ে (নিজের হলেই ভালো হয়) চাপিয়ে দিন।
  • তাতিন | 127.197.67.143 | ১৫ জুন ২০১৩ ১০:৩৩614684
  • আর উপদ্রুত এলাকাগুলিতে মাঝেমধ্যে যেতে পারে, স্থানীয় লোকেদের আন্দোলনে সামিল হতে পারে এরকম টিম দরকার। শুধু অনলাইন দিয়ে হবেনা।
  • sch | 126.202.198.100 | ১৫ জুন ২০১৩ ১০:৩৫614685
  • প্রত্যেকটা action point এর একটা টাইম লাইন দিতে হবে। তা না হলে দেখছি বলে প্রশাসন ছেড়ে দেবে। আমাদের উদ্দেশ্য থাক এই খসড়া থেকে সরকার যাতে একটা কম্প্রিহেন্সিভ রেগ রেগুলেটারি আমেন্ডমেন্ট আনে ফর বেটার সিকিউরিটি অফ ঊইমেন এবং সেটার টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশান হয়।
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১০:৪০614686
  • " প্রতিটি নাগরিকের নিজের শরীরের স্বাধীনতা ও গণ্নতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা একটি সুষ্ঠু প্রশাসনের অন্যতম মুখ্য কর্তব্য। "

    - "শরীরের স্বাধীনতা" কথাটা ভুল কিছু নয়। কিন্তু এখানে যে কনটেক্ষটে পিটিশন ড্রাফট হচ্ছে তাতে "শরীরের নিরাপত্তা" বা শুধু "নিরাপত্তা" মনে হয় সঠিক প্রয়োগ হবে।

    সরি, নিটপিকিং উদ্দেশ্য নয়। আরো কিছু পয়েন্ট মাথায় আসলে লিখছি।
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:৪১614688
  • সরি আরেকটা। ইয়াহু গ্রুপটা বাতিল করে গুগল গ্রুপ খোলা হয়েছে দেখছি। কিন্তু আমি কোনো নেমন্তন্ন পাইনি। নিজেই জয়েন করলমা। অতএব আন্দাজ করছি বাকিরাও পায়নি। গুগল গ্রুপের নেমন্তন্নটা শমীক বাকি সক্কলকে পাঠাক।
  • sch | 126.202.198.100 | ১৫ জুন ২০১৩ ১০:৪১614687
  • এখানে preventive measure বলেছি আমরা - এই খসড়ায় কি proactive measure নিয়ে কিছু বলা যায়? যাতে ইভ টিজিং, নিয়ে স্পেশিফিক কিছু মেজার থাকবে
    ইভ টিজিং-য়ের দুটো ভাগ থাকবে -
    ১) ভারবাল আবিউজ
    ২) ফিজিক্যাল আবিউজ
    ইভ টিজিং শক্ত ভাবে আটকালে বারাসাতের মটো ঘটনা কম ঘটবে - ওখানে কিন্তু এই ব্যাপারটা অনেক দিন ধরে চলছে
  • | 24.97.134.51 | ১৫ জুন ২০১৩ ১০:৪৪614690
  • অন্য টইতে আকা যে ভিডিও ক্লিপিঙের আইডিয়া দিয়েছে ওটাও হোক। ইংরিজি বাংলা দুইয়েতেই।
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ১০:৪৮614692
  • দুই বিষয়েই কিছু বক্তব্য আছে। ভিডিও ক্লিপিং আপলোড আর খসড়া। ঘরের কাজ সেরে দুপুরে লিখছি।
  • Ishan | 73.250.242.210 | ১৫ জুন ২০১৩ ১০:৪৮614691
  • হ্যাঁ, ওটা তো আকা দায়িত্ব নিচ্ছে। কিন্তু সইসাবুদ আগে। তারপর ভিডো। প্রথমে হেলে তারপর পাইথন। এই টইয়ের বাকি দায়িত্বগুলো আগে নিয়ে ফেলুন তো।

    আচ্ছা, আমি আর পারছিনা, মাথা কটকট করছে। এবার আজ্ঞা দিন ঘুমোতে যাই। আপনারা আলোচনা করুন।
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১০:৫০614693
  • নাগরিক কমিটির প্রস্তাবে ক। এলাকার তরুণ ছেলে ও মেয়েদের নিয়ে উপদ্রুত এলাকাগুলিতে প্রশাসনের সহায়তায় একটি টহলদার বাহিনী গঠন করা হোক। প্রশাসন থেকে নিয়মিত প্রশিক্ষণ ও ন্যূনতম ভাতার ব্যবস্থা করা হোক। ঘটনার ঘটে যাবার পরে ক্ষতিপূরণ কোন সমাধান নয়, সেই অর্থে নজরদারি বাহিনীর ব্যবস্থা করা হোক।

    এইটা লিখতে পারলে ভালোই হত। কিন্তু পঃবঙ্গে যা ভয়াবহ রাজঐতিক মেরুকরণ - এইভাবে প্রশাসনের মদতে গুরপথে হার্মাদ বা জল্লাদবাহিনীর পথ সুগম না হয়ে যায়। তবুও যেখানে প্রশাসনের ব্যান্ডউইডথ সীমিত, প্রয়োজনের তুলনায়, সেখানে এর বিকল্প কিছু এই মুহূর্তে মাথায় আসছে না।
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১০:৫২614694
  • * রাজনৈতিক, ঘুরপথে
  • | 24.97.134.51 | ১৫ জুন ২০১৩ ১০:৫৫614695
  • এই নাগরিক কমিটিটায় ঠিক সায় দিতে পারছি না। আজ বারাসত রাজনৈতিক মেরুকরণ ভুলে একসাথে আছে দুই মাস পরেই আবার হার্মাদ জল্লাদ-এ আলাদা হয়ে যাবে।
    তবে একদম টিনেজ ছেলেমেয়েদের নিয়ে শুরু করলে হয়ত হতেও পারে।
    কি জানি!

    ভিডিও আপলোডের আগে একসাথে কম্পাইল করতে হবে বস। ঐটা সবচেয়ে চ্যালেঞ্জিং। এইটা অজ্জিত দায়িত্ব নিলে ভাল হয়। অজ্জিতের ঐ মমতার বিভিন্ন ক্লিপিংস নিয়ে কম্পাইল করা জিনিষটা আমার বেশ পছন্দ হয়েছিল।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ১১:০২614696
  • নাগরিক কমিটি দিয়ে কিস্সু হবেনা, পুরো উল্টো। সিপিএম আমলে নাগরিক কমিটি গুলো লোকাল সিপিএমের দখলে ছিল, পাড়ার কোনো ঝামেলাতে কাজেই রং দেখে সাব্যস্ত হত। এই বারাসতের মত কেসে তো পুরো উল্টো ব্যপার হবে!
  • ppn | 190.215.116.40 | ১৫ জুন ২০১৩ ১১:০৩614697
  • হুঁ, লাস্ট প্যারাতে তো সেই ভয়টাই লিখলাম।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ১১:১১614698
  • সিকি ইয়াহু গ্রুপের একটা সাইজেবল সংখ্যক লোক গুগুল গ্রুপে নেই, একটু মেইল আইডি গুলো দেখে দেখে ইনভাইট পাঠিয়ে দিও।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ১১:১৭614699
  • খসড়া একটা ফাইনাল ফর্ম কালকের মধ্যে করে বিভিন্ন গণ সংগঠন, নারী সংগঠনে পাঠানো যায়?

    আর একটা কথা, খসড়াটা সব পয়েন্ট কভার করেছে, কিন্তু আরেকটু ক্রিস্প হলে ভালো হত, আর মানুষের অ্যাটেনশন স্প্যান মাথায় রেখে প্রথম পাঁচলাইনের মধ্যে মোদ্দা কথাগুলো বলে ফেলতে হবে - ধরে নিতে হবে পুরোটা বেশিরভাগ লোক পড়বেনা।
  • bb | 127.195.184.204 | ১৫ জুন ২০১৩ ১১:৪২614701
  • নাগরিক কমিটি হলেই রাজনীতি আসবে, একটু ভেবেচিন্তে প্রস্তাবটা করবেন।
    নইলে বামেদের সময়ে নাগরিক কমিটি অনেক ছিল, যা পরে পার্টিরই একটি শাখা -সংগঠ্ন হয়ে গিয়েছিল।
    আমার মতে কম এবং সোজা দাবীগুলি আগে করা হোক যাতে রাজনীতি বর্জিত রেখে করা যায়, নইলে সরকার যেগুলি করলে ওনাদের সুবিধা হয় সুগুলি করবেন অন্যগুলি ঠান্ডাঘরে পাঠিয়ে দেবে।
    ঐ চোরা-চালান ইত্যাদি বাদ দিয়ে শুরু করলে ভাল হয়, কারণ সব্কিছু ধরতে গেলে কাজ শুরু হবে না। IMHO
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন