এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ১৫৯৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.181.43.28 | ১৫ জুন ২০১৩ ২০:২৮614736
  • ব্যপারটাকে একটু স্ট্রিম লাইন করলে ভালো হয়। এত জায়গায় এত থ্রেড, এত কিছু তাল রাখা মুশকিল।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২০:৩৫614737
  • হ্যাঁ, এটা আমি বারবার বলছি। এই প্যারালাল আলোচনাটা বন্ধ করে একজায়গায় করলে অনেক সুবিধে হয়। প্লিজ সবাই ঐ গুগল গ্রুপটায় জয়েন করুন, একেকটা পয়েন্টে আলাদা করে সাবজেক্ট হেডিংএ কথা চলুক। এইভাবে বিভিন্ন জায়গায় আলোচনা চালালে পরে খুব অসুবিধে হবে।

    গ্রুপ - https://groups.google.com/forum/#!forum/confrontviolence

    যোগ দিতে মেইল পাঠান - [email protected]
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২০:৪৫614738
  • খসড়া সম্বন্ধে -

    ১) পৌনঃপুনিক বানান।
    ২) প্রথম লাইনে ২০১২ NCRB ডেটা অনুযায়ী পঃবঃ যে নারী নির্যাতনে প্রথম এখন, সেত ঢোকানো যায়?
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ২১:০১614739
  • ২) এর টা বিতর্কিত। রিপোর্টেড কেস বেশি নাকি কেস বেশি। তাছাড়া, কে যেন বলছিল, ওটা জনসংখ্যা দিয়েও নর্মালাইজড নয়। ওটা না দেওয়াই ভালো।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২১:২৭614741
  • সেটা লেখার সময় রিপোর্টেড কেস বলে লিখলেই হবে। আর জনসংখ্যায়, উঃপঃ, বিহার দুটোই ওপরে, অন্ধ্র ক্লোস সেকেন্ড, তিনটেই ক্রাইম স্ট্যাটে পঃবঃ'র নীচে, কাজেই নর্মালাইজ করলেও মেজর স্টেটগুলোর থেকে ওপরেই থাকছে।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২১:৩৮614742
  • ফোজ্জি, এইটে - মানে ঐ কোথায় পিটিশন ফ্লোট করা যায় নিয়ে কিছু বলতে পারবে? মানে ইমেইল বেচাকেনার সম্ভাবনা কম এমন যদি কোনো সাইট থাকে?
  • pi | 118.12.167.200 | ১৫ জুন ২০১৩ ২২:০৩614743
  • একউ চটপট জানাও , ফোজ্জি বা অন্যেরা।

    আর change.org এ ইমেইল ভেরিফিকেশনও চায় না।
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২২:১৩614744
  • পিটিশন কি ফাইনালাইজড হয়েছে? ফাইনাল ড্রাফটটা কোথায়?
  • a x | 86.31.217.192 | ১৫ জুন ২০১৩ ২২:১৬614746
  • Avaazএর ফাউন্ডার রিকেন প্যাটেল, জর্জ সোরেসের সাথে ছিল ঃ-)
  • siki | 132.177.17.203 | ১৫ জুন ২০১৩ ২৩:৫৫614747
  • এই আপডেটটুকু না দিয়ে পারা গেল না যে, আজ রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা কী-যেন, অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, পশ্চিমবঙ্গে নারীরা দেশের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত।
  • pi | 118.12.167.200 | ১৬ জুন ২০১৩ ০০:০২614748
  • আপডেটটা নির্মল আনন্দে যেত ।
  • প্রচার | 69.93.205.194 | ১৬ জুন ২০১৩ ০০:১০614749
  • নারীদের সবচেয়ে বেশী সুরক্ষার মাপকাঠি যে রাজ্যে নারী মুখ্য ও আইন মন্ত্রী ।
  • প্রচার | 69.93.205.194 | ১৬ জুন ২০১৩ ০০:২৭614750
  • [পিটিশনে বরং যোগ করা যেতে পারে, এই বিল অনুযায়ী শাস্তি এনশিওর করা হোক।]

    ১) শাস্তির বিধান যদি থাকে তো তা তো স্বাভাবিক ভাবেই এন্সিওর হবে । তা আবার এনসিওর কে করবে আর কি করে ?
    ২) শাস্তি যে দেবে আর যে এনসিওর করবে এরা কি একই ব্যাক্তি বা প্রতিষ্ঠান ? যদি হয় তবে কে ? যদি না হয় তবে কে কোনটা ?
    ৩) যদি সরকারকে বলা হয় তবে সরকার কি তা জানে না ?
    ৪) যদি জেনেও না জানার ভান করে , তবে কি তাকে জানান যায় ?
    ৫) যে বা যারা পিটিসানে বলবে তার কি নিজের বলা এন্সিওর করার জোর আছে ?
    ৬) সরকার ছাড়া অন্য কাউকে কি পিটিসান দেবার কথা ভাবা হচ্ছে ?
    ৭) সরকারের কাছে কি এ রকম পিটিসান এখনই গাদা গাদা নেই ?

    আমি খুব বেশীভাবে মনে করি যা হচ্ছে তা ন্যক্কারজনক , চাই উপযুক্ত প্রতিকার হোক আর তাই সবাই মিলে প্রতিবাদ জানাই । কিন্তু ওপরের প্রশ্নগুলো খালি মনের ভিতরে ভিড় করে বলে " যার কম্ম তার ই সাজে , অন্য লোকের লাঠি বাজে " । সত্যি কি কোন কাজ হবে ? আমাদের বা বর্তমান অবস্থায় কারুর কি সত্যি প্রতিবাদ করার মতো জোর আছে ? আর জোর না থাকলে কি প্রতিবাদ করা যায় ?
  • aka | 34.181.43.28 | ১৬ জুন ২০১৩ ০০:৪১614751
  • বিল বিলই সেই দিয়ে শাস্তি দেওয়া যায় না যতক্ষণ না সংবিধানের অন্তর্ভুক্ত হচ্ছে। এই দাবীসকলের মানে হল, প্রথমেই ঠিক করে নেওয়া যে দাবীগুলো ওয়েস্ট পেপার বক্সে যাবে।

    পিটিশন ওয়ান অফ দা ফর্ম, আরও অনেক ফর্ম আছে। মূলত কিসুই হবে না হয়ত, তাও ক্রমাগত চাপ তৈরি করে যাওয়া।
  • কৃশানু | 213.147.88.10 | ১৬ জুন ২০১৩ ০০:৫২614752
  • আরেকটা ব্যাপার মনে হয়। এর মাধ্যমে কিছুটা হলেও তো কিছু মানুষের সচেতনতা বাড়তে পারে।
  • riddhi | 74.134.24.16 | ১৬ জুন ২০১৩ ০২:৪২614753
  • তাতিনের এই পয়েন্ট টা রাজনৈতিক দুবৃত্তায়নের সাথে জুড়ে দিলে ভাল হবে। পয়েন্ট টা আর একটু স্পেসিফিক হলে ভাল।
    "চোরাচালান, প্রোমোটারি, জমি ও নির্মাণের বেআইনি দালালির টাকা হাতে এসে যাওয়া; অবৈধ মদ-ড্রাগের ঠেক; প্রকাশ্য মদ্যপান - এরকম কিছু জিনিস এই ঘটনাগুলির সঙ্গে সম্পৃক্ত। সেগুলোকেও অ্যাড্রেস করা হোক।"

    একটু ওপর ওপর কাগজ দেখে মনে হয় বারাসতের স্থানিক ব্যাপারটা খুব বড় ইস্যু। এটা নিয়ে একটু হই-চৈ হলে ভাল। আবার এটাকে হাইলাইট করলে হয়্তো অনেকে আগ্রহী হবেন না রিস্পন্ড করতে। আলাদা ভাবে এই নিয়ে কেউ কিচু রিসার্চ করলে বা লিখলে ভাল হয়। এই, সীমান্ত এলাকা, চোলাই ঠেক, প্রোমোটারি সব মিলিয়ে।
  • cb | 41.6.142.13 | ১৬ জুন ২০১৩ ০৩:০১614754
  • মমতার প্রোফাইলে খুব সম্ভবতঃ কেউ পোস্ট করতে পারবে না। অ্যাডমিন ছাড়া কারুকে কিছু পোস্টাতে দেবে না মনে হয়
  • aka | 80.193.131.105 | ১৬ জুন ২০১৩ ০৩:৪৯614755
  • এবং সব সমস্যা একটি পিটিশনে সমাধানের চেষ্টা না করাই ভালো। পিটিশনটি সই করার বন্দোবস্ত হল কি?
  • Abhyu | 118.85.89.109 | ১৬ জুন ২০১৩ ০৩:৫৬614757
  • পিটিশনটা হলে এখানেও লিঙ্ক দিও।
  • Abhyu | 118.85.89.109 | ১৬ জুন ২০১৩ ০৩:৫৭614758
  • দাবি
  • bb | 127.195.182.202 | ১৬ জুন ২০১৩ ০৭:৪৯614759
  • আমি আবার আকার মতই বলছি, এই সব দুর্বিত্তায়ন -টায়ন ছেড়ে শুধু নিরাপত্তাটার দাবীটা রাখা হোক আগে। এইগুলি খুবই গুরুত্বপুর্ণ- কিন্তু যখন নিরাপত্তা আর আইনের শাসনই সুনিশ্চিত করা যাচ্ছেনা তখন আরও বড় জিনিষের পিছনে ছুটলে আসল জিনিষটা হারিয়ে যেতে পারে।
  • aka | 34.181.43.28 | ১৬ জুন ২০১৩ ০৮:০৮614760
  • পিটিশন সই করার বন্দোবস্ত কি হল?

    আমি টেকনলজি নিয়ে একটু ঘেঁটে গেছি। ঠিক করতে পারলেই আমাদের ভিডিও আপিয়ে দেব।

    আর সকলেও যাতে সহজে আপাতে পারে তার বন্দোবস্ত করব।
  • pi | 118.12.167.200 | ১৬ জুন ২০১৩ ০৮:১১614761
  • আকাদা কি গুগলগ্রুপটা দেখছে না ?
  • siki | 132.177.17.203 | ১৬ জুন ২০১৩ ০৮:২১614762
  • আকা, গুগলগ্রুপ জয়েন করো।
  • aka | 34.181.43.28 | ১৬ জুন ২০১৩ ০৮:২৭614763
  • গুগুল গ্রুপে মেইল আসে না দেখি। দেখলাম, বক্তব্যও জানিয়েছি, কনটেন্ট ইস নট দ্যাট ইমপর্ট্যান্ট, বাট টাইম ইজ। আমার মতে যা হয়েছে হয়েছে লেটস সেন্ড ইট।
  • pi | 118.12.167.200 | ১৬ জুন ২০১৩ ১০:৫২614764
  • পিটিশন ক্যাম্পেনের নাম নিয়ে কোন সাজেশন ?
  • প্রচার | 69.93.198.53 | ১৬ জুন ২০১৩ ১০:৫৮614765
  • @ কৃশানু

    [এর মাধ্যমে কিছুটা হলেও তো কিছু মানুষের সচেতনতা বাড়তে পারে।]

    না না , মন্তব্য না , সমালোচনা না , ইন ফ্যাকট বিরুদ্ধতাও না , শুধু আরও একটু বোঝার চেষ্টা -

    কোন মানুষের সচেতনতা বাড়বে - সব মানুষ , না কিছু মানুষ , যারা করেছে তাদের মতো , না যারা অত্যাচারিত তাদের মতো ? কিছু তো এখনই সচেতন তবে অনেকেই নন , তাদের কি এভাবে সচেতন করা যাবে বা করা গেলেও কোন লাভ হবে ?

    আমাদের উদ্দেশ্য কি সচেতনতা বাড়ান না প্রশাসনের থেকে সঠিক কাজের অঙ্গীকার ?

    দাবী আদায় আর সচেতনতা বৃদ্ধি কি এক রাস্তায় হয় ?
  • siki | 132.177.22.200 | ১৬ জুন ২০১৩ ১২:১৬614766
  • পিটিশন আপলোড হচ্ছে আর এক ঘণ্টার মধ্যে।

    শেষ প্রশ্ন। এটা কি মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে লেখা হবে? নাকি রাজ্যপালকে? নাকি অ্যানোনিমাস পিটিশন হবে?
  • | 24.97.225.88 | ১৬ জুন ২০১৩ ১২:৩৭614768
  • আমার মতে মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তো শোপিস, কিছু বললেও বা চাইলেও খুব কিছু করতে পারবে না। মুখ্যমন্ত্রীর ওপরেই প্রশাসনিক ব্যপার স্যপারের জন্য চাপ বাড়ানো দরকার।

    দ্যাখো আর সবাই কী বলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন