এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৮২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.240.200 | ১৬ আগস্ট ২০১৩ ০৭:৫৮616742
  • "বাংলা আইডেন্টিটিকে বিদেশের বাঙালিরা রক্ষা করতে পারেনি। চায়ওনি হয়তো।"

    হিপোক্রেসি এবার হিমালয়ের মাথায়। স্থানীয় ভাষা না বললে সেরেফ ঘারধাক্কা খাবে সেইজন্য বিদেশে বাঙালী সেইদেশের ভাষা রপ্ত করেছে।

    "বিধানসভায় ফ্রেঞ্চ বলতে হলে, বা আকাশবাণীতে সারাদিন উর্দু প্রোগ্রাম হলে অনেক বাঙালিরই আপত্তি থাকবে।"

    অতিকথন আর ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টায় বিরাম নেই। ভারতের পারলামেন্টে যারা ইংরিজি বা হিন্দি বোঝে না তাদের জন্য অনুবাদের ব্যবস্থা থাকে। আর বাঙালী যদি ইংরিজি/হিন্দি শিখতে পারে তাহলে গোর্খারা বাংলা শিখবে না কেন? এর আবার চয়েসের কি আছে? উগ্র জাতীয়তাবাদকে কারা তোল্লাই দিচ্ছে সেটা তো পরিষ্কার। সত্যি বলতে কি বহু আগেই পব-র সব স্কুলে বাংলা ভাষা শেখা বাধ্যতামূলক করা উচিৎ ছিল। আমরাও তো স্কুলে হিন্দি-ইংরেজি পরেছি। কেউ তো কোনদিন আমাদের মাথায় ঢোকায়নি যে আমাদের আইডেন্টিটি চলে যাচ্ছে তার জন্যে।
  • aka | 76.190.160.230 | ১৬ আগস্ট ২০১৩ ০৮:১৭616743
  • আর দ্বিতীয়ত, এইসব জাতিসত্ত্বার ওপরে দাঁড়িয়ে গড়ে ওঠা আন্দোলন ইত্যাদি এককালে অতি জাতীয়তাবাদে পরিণত হয়, যেমন আসাম, যেমন মহারাষ্ট্র, ইত্যাদি।

    তৃতীয়ত ঐসব গাইডলাইনে যা বলা আছে সেই অনুযায়ী সত্যি দেখলে ভারত নামের একটি দেশ না হয়ে n - খানা দেশ হওয়া উচিত ছিল।
  • dd | 132.167.34.149 | ১৬ আগস্ট ২০১৩ ০৮:৪৩616744
  • লুরুতে নেই, কন্নড় ভাষা শেখার আবশ্যিকতা।

    আমার তিন মেয়েই বড়ো হয়ে গেলো এক অক্ষরও কন্নড় না শিখে/পড়ে। আশে পাশের বহু ননকন্নড় বাচ্ছাও এমতি। কন্নড় ভাষা শেখাটা অপশন্যাল, সেটা না শিখে হিন্দি,উর্দু,ফ্রেঞ্চ এমন কি বাংলাও শিখতে পারে। আমার তিন মেয়েই সেকেন ল্যাংগুয়েজ বাংলা নিয়ে পড়েছিলো।

    তবে সাইনবোর্ডে ইংরেজীর পাশাপাশি কন্নড় লিখতেই হয়,ওটা কম্পালসারী।
  • PT | 213.110.240.200 | ১৬ আগস্ট ২০১৩ ০৮:৫৭616745
  • আচ্ছা আপনার মেয়েরা কন্নড় শিখলে কি তার বাঙালী আইডেনটিটি চলে যেত?
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:২৪616746
  • আকা টাইম স্ট্যাম্প দেবে কি, এই নিয়ে এক লাইনও আগে লেখেনি। শুধুই দাবী। :) যাইহোক তাতেও জানা গেলনা, দাবীটা কি। নতুন করে ভেবে পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, আসাম -- এইভাবে ভাঙা ভুল হয়েছে ধরে নেবো তো? সব ঐতিহাসিক ভ্রান্তি? এইটা পষ্টো করে জানা দরকার। সোজাসাপ্টা উত্তর দিবেন।

    আর ১৯৫৫ সালের পর আরও একাধিক দফায় রাজ্য পুনর্গঠন নিয়ে চিন্তাভাবনা হয়েছে, সর্বশেষটা খুবই সাম্প্রতিককালে -- সে নিয়ে কিঞ্চিৎ খোজখবর রাখা হবে, এ আশা অবশ্য ছেড়েই দিয়েছি। উগ্র জাতীয়তাবাদের সঙ্গে কি আর তথ্য নিয়ে তক্কো চলে?
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৩২616747
  • পিটির সঙ্গে একমত হয়ে গেলাম তো। :) খামোখা এত খাটালেন কেন কি জানি। প্রথমে বললেন, বিদেশে বাঙালিরা দিব্যি দুগ্গাপুজো করে আর ইন্ডিয়াকে সাপোর্ট করতে খেলার মাঠে যায়। তার জন্য তাদের নতুন রাজ্য লাগেনি।

    তা, আমি শুনে সরল মনে বললাম, বাঙালিরা বিদেশে নিজের ভাষা, আইডেন্টিটি, এসব রক্ষে করতে পারেনি বা চায়নি। সেইজন্য আলাদা রাজ্য চায়নি।

    পিটি শুনে বললেন, খুব বড়ো হিপোক্রেসি হয়ে যাচ্ছে। বিদেশী ভাষা না শিখলে ঘাড়ধাক্কা খাবে এই জন্য বিদেশের বাঙালিকে অন্য ভাষা রপ্ত করতে হয়েছে।

    তা মশাই ঠিকই তো বলেছেন। এইটাই তো কখন থেকে বলছি। অন্য ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করতেই হবে, নইলে ঘাড়ধাক্কা খেতে হবে -- এটা একটা চাপ। বৃহৎ, ভাষা, সংস্কৃতির চাপ। সেই বড়দার চাপে বিদেশে বাঙালি নিজেকে বদলে ফেলেছে। সেই একই চাপ বাঙালির হয়ে আপনি দিচ্ছেন গোর্খাদের। তারা চাপে বদলাবেনা ঠিক করেছে। সকলের তো মেরুদন্ড বা ফ্লেক্সিবিলিটি একই রকম হয় না।

    একমত যখন হয়েছেন, তখন নিশ্চয়ই বুঝেছেন।
  • aka | 84.82.68.160 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৩৩616748
  • কি জ্বালা ইশান যা নিয়ে পড়াশুনো করে লিঙ্গ খুজে বের করবে সেই নিয়ে বক্তব্য রাখতে হবে? বোঝো!!
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪১616749
  • আর হ্যাঁ, লুরুতে একলাইনও কন্নড় না শিখে চলে যায়, কলকাতায় এক লাইনও বাংলা না বলে চলে যায়, মুম্বইতে সম্ভবত এক লাইনও মারাঠি না বলে চলে যায়। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলেও হিন্দি বলে চালিয়ে দিতে পারবেন, টিভি আর সিনেমার কল্যাণে। কিন্তু লখনৌ গিয়ে এক লাইনও হিন্দি না বলে চালাতে পারবেন না। নেপারভিলে এক লাইনও ইংরিজি না বলে চালাতে পারলে আপনাকে পরমবীরচক্র দেওয়া যেতে পারে। নাঃ ভুল বললাম, একেবারে কেউ পারেনা তা নয়, মেক্সিকানরা ঘেটো বানিয়ে ঠিকা মজদুর হয়ে অনেক ক্ষেত্রে চালিয়েও দেয়, কিন্তু সে বেঁচে থাকা কোনোমতে প্রান্তিক মানুষের ঠিকে থাকা, ওকে চালিয়ে দেওয়া বলেনা।

    এইটা হল বড়ো ভাষার রাজনীতি। ছোটো ভাষা/সংস্কৃতিকে সবসময়েই গিলে নিতে চায়। "আরে ভাই আমাদের ভাষাটা শিখে নাও না, রপ্ত করো আমাদের কালচার, পৃথিবী চ্যাপ্টা হয়ে গেছে, এখন সবই মেল্টিং পট" -- এইসব নানা যুক্তির মোড়কে। কিন্তু কোশ্নোটা হল, সবই যদি সমান তো আমি তোমার ভাষা শিখব কেন হে, আমারটাও তুমি শেখোনা। এই কোশ্নোটা আমরা করতে বুলে গেছি। কারণ রিয়েলিটি এই, যে, ওনারা বড়ো। সায়েবরা বাংলা শিখবে কেন, হ্যা হ্যা হ্যা, গ্লোবাল হতে গেলে আমাদের ইংরিজি শিখতে হবে। হিন্দিভাষীরা বাংলা শিখবে কেন, সর্বভারতীয় হতে গেলে আমাদের হিন্দি শিখে পার্লামেন্টে লেকচার দিতে হবে, নইলে কেউ শুনবেনা। আমরা নেপালী কেন শিখব, গোর্খাদের বাংলা শিখে বাঙালি হতে হবে। এইসব।

    এই বৃহৎ পলিটিক্সটা চোখে না পড়লে ভারি মুশকিল।
  • lcm | 118.91.116.131 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪২616750
  • ধুস, বাঙালীরা কাউকে চাপ দেয় না, বাঙালী বেসিক্যালি কুঁড়ে স্বভাবের, চাপ টাপ অনেক পরিশ্রমের কাজ।
  • lcm | 118.91.116.131 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪৪616753
  • না, না, বাঙালী উদার টাইপের, এই দ্যাখো না, কলকাতায় ৭০% মানুষের প্রথম ভাষা বাংলা নয়, কোনো চাপ টাপ সৃষ্টি করতে দেখেছ, বরং বাঙালী চেটেপুটে ধোসা-বড়া খেয়ে নিচ্ছে।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪৪616752
  • স্ট্যান্ডটা আকা জানাতে পারলনা তো? জানা ছিল। সোজা সাপ্টা উত্তর দেওয়া ভারি শক্ত ব্যাপার। :)

    আর হ্যাঁ, এটা লিংক খুঁজে বার করার ব্যাপার না। ভারতের রাজ্য ভাঙাচোরা নিয়ে কথা বলতে গেলে, এতদিন পর্যন্ত কোন পদ্ধতিতে ভাঙা গড়া হয়েছে, সে নিয়ে একটু জানলে ভালো নয়। নইলে আরবিট এলোপাথাড়ি হাওয়ায় কথা বলা হয়ে যায়। না জানলেও অবশ্য পুলিশে ধরবেনা, বলাই বাহুল্য।
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪৬616754
  • ঠিক আমরা বাঙ্গালি একদম ঠিক ভাশার রাজনীতি, না বুঝলে ভারি মুশকিল।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪৭616755
  • এইটাও প্রশ্নের উত্তর না। আকার কাছে উত্তর নাই তো? :)
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৪৮616756
  • ঈশান বীর, আমরা বাঙ্গালি সাপোর্ট করে। ঃ)
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫০616757
  • কিসের উত্তর?
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫১616758
  • না না, আমি আমরা বাঙালি সাপোর্ট করিনা। কিন্তু এটাও উত্তর নয়।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫২616759
  • কি মুশকিল পোস্ট না পড়েই তক্কো করলে তো ভারি মুশকিল।এই তো প্রশ্ন করলাম দশ মিনিট আগে।

    "আকা টাইম স্ট্যাম্প দেবে কি, এই নিয়ে এক লাইনও আগে লেখেনি। শুধুই দাবী। ঃ) যাইহোক তাতেও জানা গেলনা, দাবীটা কি। নতুন করে ভেবে পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, আসাম -- এইভাবে ভাঙা ভুল হয়েছে ধরে নেবো তো? সব ঐতিহাসিক ভ্রান্তি? এইটা পষ্টো করে জানা দরকার। সোজাসাপ্টা উত্তর দিবেন।"

    -- তক্কো করার আগে একটু পড়া-টড়া প্যাকটিস করো রে বাবা।
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৩616760
  • এই ছোট্টো পায়ে চল্তে চলতে ইশান কোনো একদিন I don't know র মানে জানতে চাইবে। ঃ)
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৪616763
  • আমিও বলেছি দেব না। ঈশান পড়া করবে না তার জন্য আমাকে টাইম স্ট্যাম্প দিতে হবে। Kহুন্তে খান কমরেড।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৪616761
  • এটাও উত্তর হলনা। :)

    আকাকে একটা প্রশ্ন করলে অন্ততঃ কুড়িটা পোস্ট করতে হয়। এর চেয়ে প্রাইমারি ইশকুলের বাচ্চাদের পড়ানো সোজা।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৬616764
  • এ তো ছেলেমানুষী হয়ে যাচ্ছে। ঠিক আছে, আকার স্ট্যান্ড যখন নেই, এই নিয়ে আকার সঙ্গে তক্কো আর করলাম না। :)
  • cm | 127.97.74.216 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৭616765
  • ঈশানবাবু খাসা বলেছেন কি এ সমস্যার সমাধান কি নতুন রাজ্য?

    আমি গিলি গিলি গে ভাষায় নিজের সাথে কথা বলতে পারি আর গান গাইতে পারি। কিন্তু আপনার সাথে ব্যাবসা করতে গেলে নিজের তাগিদেই আপনার ভাষা শিখতে হবে।

    গুরুং কোং এর আসল এজেন্ডা কি? ম্যামি কিছু বলেছেন সে বিষয়ে কি বলেন।
  • aka | 84.82.64.144 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৫৮616766
  • ঈশানের মাস্টার হওয়ার শখও গেল না। ঃ)

    তাও ভালো প্রামারি স্কুলের মাস্টার হওয়ার শ্ল্হ চেগেছে। লোককে ভদ্রতা শেখাতে পারবে। ঃ)
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ১০:০০616767
  • তা হবে। বাঙলার ঘরে ঘরে যত ছেলেমেয়ে হিন্দি সিরিয়াল আর সিনেমা দেখে হিন্দি কালচার রপ্ত করে, সবই নিজেদের ব্যবসার প্রয়োজনে। :)
  • aka | 84.82.64.160 | ১৬ আগস্ট ২০১৩ ১০:০২616768
  • ঈশান সেই ভালো লোকের কথা যখন ধৈর্য্য ধরে পড়ার সময় নেই সেই তক্কো করাই উচিত নয়। বেটার লেট দ্যান নেভার। ঃ)
  • cm | 127.97.74.216 | ১৬ আগস্ট ২০১৩ ১০:০৭616769
  • সে তো বটেই। হিন্দি সিরিয়ালের সাপ্লাই বেশি তাই ঐ এন্টারটেইনমেন্টের মজা নিতে গেলে হিন্দি শিখতেই হবে।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ১০:১৮616770
  • আকা। খুব ভদ্রভাবেই বলছি। আমি এই ডকুর লিংকটা দিয়েছি গতকাল। তারপর থেকে তুমি এমন কোনো পোস্ট করেছ বলে দেখিনি, যাতে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। তুমি যদি দাবী করো দিয়েছ, তাহলে সেটা তোমাকেই দেখাতে হবে।

    চিমটি-চামটার খেলায় নেমে লাভ নেই।
  • cm | 127.193.41.20 | ১৬ আগস্ট ২০১৩ ১০:২০616772
  • আমি যা বুঝেছি ঈশানের বক্তব্য
    ১) গোর্খাদের আলাদা জাতির স্বীকৃতি দিতে হবে।
    ২) আলোচনার টেবিলে বসলে কিছু একটা বের হবে।

    আমি কি ঠিক বুঝেছি? (হ্যাঁ বা না এ উত্তর দিন)

    ১) ভারত সরকারের কি কোন জনজাতির লিস্ট আছে? যদি থেকে থাকে তাহলে সেখানে গোর্খাদের নামের অন্তর্ভুক্তি করা হোক। আমার কোন জাতিগত সার্টিফিকেট নেই। আপনাদের কারু আছে কিনা জানিনা তাই আমার কাছে এই গোটা ইস্যুটাই একটু ভেগ, আবেগ তাড়িত । তাই বার বার করে জানতে চাইছি গোর্খা রা ঠিক কি ভাবে নিপীড়িত? ম্যামি কাল জানালেন যে ওদের স্কুলে বাংলা না পড়লেও চলে। তাহলে আর সমস্যা কোথায়?

    ২) আলোচনার টেবিলে বসার কথা তো জীবেশবাবু বারবারই বলছেন। তবে হ্যাঁ আলাদা রাজ্য চাইলে ভবিষ্যৎ কর্মসূচী খুব স্পষ্ট ভাষায় বলতে পারতে হবে । ঐ যে আসে আসুক পরিবর্তন চাই গোছের বললে হবেনা।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ১০:২০616771
  • সিএমকে। এই সাপ্লাইটা তো অটোমেটিকালি বাড়েনি। সরকারি অর্থে কেয়ারফুলি বাড়ানো হয়েছে।

    কাজেই ব্যবসা, নিজের স্বার্থ, ইত্যাদি নয়, ওটা একটা চাপ। বড়দার চাপ।
  • Ishan | 60.82.180.165 | ১৬ আগস্ট ২০১৩ ১০:২৩616774
  • চান্দুবাবু, আমার কিছু কোচ্চেন পেন্ডিং আছে।

    ১। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ইত্যাদি ভাষাভিত্তিক রাজ্য বানানো কী ভুল?
    ২। ভুল হলে সেটা কি সংশোধন করা উচিত?

    (হ্যাঁ, বা না তে উত্তর দিন, আমো আপনার কোচ্চেনের উত্তর দেব। তবে আজ ঘুম, কাল দেব।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন