এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৮২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.193.41.20 | ১৬ আগস্ট ২০১৩ ১০:২৮616775
  • এই আলোচনাটা এখানে চাইছিলাম না তবু বলে ফেলাই ভাল। দেখুন ভাষা ধর্ম এ সব ই হচ্ছে জনতার অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা। আমরা স্পষ্টতই সেই টোপে পা দিচ্ছি।
  • cm | 127.193.41.20 | ১৬ আগস্ট ২০১৩ ১০:৩১616776
  • কতবার বলব যে আমি ভাষা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী। তখন আবার আপনি যুক্তরাষ্ট্রীয় গপ্পো আনবেন। হঠাৎ করে স্বাধীনতা পাওয়ার পরে শুরু করবার জন্য একটা কিছুর দরকার ছিল। এখন তা নিয়ে আবার ভাবা যেতেই পারে। আমি নিজে জমিদার হব না তাই কারু সেই ধরনের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দায় কেন নেব।
  • a x | 86.31.217.192 | ১৬ আগস্ট ২০১৩ ১০:৩৫616777
  • পাহাড়ে বাংলা বাধ্যতামূলক ছিল কিছুদিন আগে অবধি। সেটাকেও আন্দোলন করেই বদলান হয়। খুব বেশিদিন আগের কথা না।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১২:০২616778
  • এত যখন যা মনে আসে লেখা চলছে। বাঙালী আবার কবে "বড়দা" হল? তার নিজের রাজ্যেই সে কোনঠাসা -কলকাতা ৬০-৭০% বাঙালী। কস্মিন কালে "কলকাতা বাঙলীদের জন্য" বলে তারা রাস্তায় নামেনি, "আমরা বাঙালী" বেঁচে আছে ধুসর পান্ডুলিপি হয়ে, কলকাতাই বোধহয় একমাত্র শহর যেখানে দোকানের সাইনবোর্ডেও বাংলা খুঁজে পাওয়া যায় না। বাঙালী মা-বাবা ছেলেপুলেদের বাংলা না জানাটাকে গর্বের সঙ্গে প্রচার করে- একটা সরকার আনপপুলার হয়ে গেল প্রাইমারিতে বাংলায় পঠন-পাঠন করাতে গিয়ে। এমন কি বাচ্চা মাছের বদলে চিকেন বা সাউথের খাদ্য বেশী পছ্ন্দ করছে সেই গর্বিত উচ্চারণও হামেসাই শুনছি-কজন তামিল তার খাদ্য ছেড়ে মাছ, এমনকি নিরামিষ উত্তর ভারতীয় খাবার খাওয়াচ্ছে তার সন্তানদের সেটা অণুবেক্ষণে দেখতে হবে.....

    তার পরেও বাঙালী নাকি "বড়দা"? এই আট-ভাট লিখ্ছেন যিনি তিনি কি একাই ইতিহাস, ভুগোল জানেন আর চক্ষে দেখেন? বাকি সব মূর্খ আর অন্ধা?
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১২:০৫616779
  • ***কলকাতায় ৬০-৭০% অবাঙালী।
    ***অণুবীক্ষণে
  • sg | 135.20.82.164 | ১৬ আগস্ট ২০১৩ ১২:২৮616780
  • কলকাতাটাই কেবল বাঙ্গলা! বাকি বঙ্গে কারা গরিষ্ঠ?
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১২:৪৯616781
  • রাজধানী তো রাজ্যের মুখ-সেটা দেখে তো খানিকটা রাজ্যের হাল-হকিকত সম্বন্ধে ধারণা করা যায়। ডিস্ট্রিক্ট টাউন গুলোতে পুজো-পাব্বনে বলিউডের ধামাকা শুনলে মনে হয় বাংলায় কোন দিন গান তৈরি হয়নি।

    আর কত অস্ট্রিচপনা করতে হবে তক্ক চালানোর জন্য?
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:০০616782
  • PT 12:02 PM
    ক্কয়েক্কয়েক্কয়েক্ক।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:০২616783
  • ডকু ডকু আর ডকু। ডকুতে কী আছে যা থেকে গোর্খাল্যান্ডের দাবি জাস্টিফায়েড হয়?
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:০৮616785
  • পিটি কি বলতে চাইছেন? গোর্খারা রাজ্য চাইলে উপদেশ - "বাঙ্গালীর সাথে এডপ্ট করে নাও না বাপু", বাঙ্গালীর নিজস্ব সরকারী ছাপওয়ালা স্পেস আছে সেটা মনে করিয়ে দিলে - "বাঙ্গালীরা তো নিজেদের কালচার মেন্টেন করতে পারে নি তো বাকিদের দিয়ে আর কি হবে?" পেন্ডুলাম একবার এদিক তো একবার ওদিক।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:১৮616786
  • ডকু ১৯৫৫ Reorganisation of States: The Approach and Arrangements http://www.epw.in/system/files/pdf/1955_7/42/reorganisation_of_statesthe_approach_and_arrangements.pdf

    The Commission has insisted that no change should be made unless the advantages which result from it in
    terms of the welfare of the people of 'each constituent unit', as well as the nation as a whole are such as
    to compensate for the heavy burden on the administrative and financial resources of the country, which reorganisation must entail.
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:২১616787
  • @ম্যাক্সিমিন

    মিউচুয়াল এগ্রিমেন্ট বলা হয়েছে সেকারণেই। প্রস্তাবিত গোর্খাল্যান্ডের বাঊন্ডারীটা বিমলবাবুরা যা ঠিক করে দেবেন সেটাই মেনে নেওয়া হবে এমন ভাবার কোন কারণ নেই। এগ্রিমেন্ট মানে দুপক্ষই 'খুশি' মনে মেনে নেবেন নাও হতে পারে। কমপ্রোমাইজ থাকতে পারে।

    বাংলাদেশী মাইগ্র্যান্ট নিয়ে প্রশ্নটা শুধু এনাদের নয়। ত্রিপুরা বা বোড়োল্যান্ডেও আছে। পশ্চিমবঙ্গেও। সেটাতে গোটা দেশে যা সিদ্ধান্ত নেওয়া হবে এদের ক্ষেত্রেও সেটাই খাটবে।
  • মাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:৩৫616788
  • It is neither possible nor desirable to reorganise States on the basis of a single test of either
    language or culture.

    If political and administrative considerations favour composite States, continue them with the necessary
    safeguards to ensure that all sections enjoy equal rights and opportunities; assure, in particular, that educational and cultural needs of the different language groups are adequately met.

    Repudiate the "home land" concept, which negates one of the fundamental principles of the Indian
    Constitution, namely, equal opportunities and equal rights for all citizens throughout the length and breadth of the Union.
  • maximin | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:৪৬616789
  • @দেব
    বাংলাদেশী মাইগ্র্যান্ট ব্যাপারটা ওদের কাছে অন্যভাবে দেখা দিয়েছে। বাংলাদেশীরা মূলনিবাসী আর গোর্খারাই বিদেশী? এই প্রশ্নটা ওরা করেছে।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৪:০০616790
  • দেব

    আপনাদের কথা শুনে মনে হচ্ছে একটা দেশে বা রাজ্যে integration ব্যাপারটা খুবই লজ্জার। কিন্তু শুধু গা জোয়ারী করে সংস্কৃতি বাঁচানো যায় না-সংস্কৃতির বাঁচার মত নিজস্ব জোরও থাকা দরকার। - বাংলা শিখলে নেপালী ভাষা কি উবে যাবে? আবার যেতেও পারে কেননা One language dies every 14 days. By the next century nearly half of the roughly 7,000 languages spoken on Earth will likely disappear, as communities abandon native tongues in favor of English, Mandarin, or Spanish. http://ngm.nationalgeographic.com/2012/07/vanishing-languages/rymer-text।

    ..as communities abandon native tongues...-উপস! তারমানে এইসব জাতি-উপজাতিরা তাদের ভাষা পরিত্যাগ করতে চায়? তাহলে কি আমাদের দেশী পন্ডিতেরা জাতি-উপজাতিদের ভুলভাল কাজে মদত দিচ্ছে? যাতে পন্ডিতদের ব্যক্তিগত রাজনৈতিক বোধ ও স্বার্থের বিকাশ হতে পারে? এই একই কারণে কি ভোটের আগে মমতা আর তার সহচরেরা একবারও মুখ ফুটে বলেনি যে বাংলা ভাগ হবেনা যেটা দিনে পঁচিশ বার করে এখন বলছে?

    এই ভাষা-সংস্কৃতি বাঁচানোর জন্যে আলাদা রাজ্যের চেয়েও আর্থিক, প্রশাসনিক ও শিক্ষার জোর লাগে বেশী। সেটা ইউরোপের অ-ইংরিজিভাষী দেশগুলো করে দেখিয়েছে। কেন্দ্রীয় সরকার একটা IIT খুলে দিল হিজিবিজবিজল্যান্ডে আর সেটার ডিরেক্টর করে নিয়ে এল একজন তামিল বা বাঙালীকে সেটা হিজিবিজবিজদের পক্ষে লজ্জার ব্যাপার-কেননা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হিজিবিজবিজদের ভাষা-সংস্কৃতি একটা IIT-র ডিরেক্টরও তৈরি করতে পারেনি। তার পরে অবশ্যই সংস্কৃতি বাঁচানোর জন্য শুরু হয় কোটার খেলা আর সাথে সাথে বঙ্গালী খেদাও বা তামিল খেদাও-এর মত হিংস্রতা।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৪:১৪616791
  • পশ্চিম বাংলার রাজ্যসীমা নির্ধারণ করার সময় প-ব'র একটা বিশেষ অসুবিধার কথা মাথায় রাখতে হয়েছিল। উত্তরবাংলাকে যদি বাংলার মধ্যে রাখতে হয় তাহলে উত্তর ও দক্ষিণ বাংলার মধ্যে যোগাযোগের ব্যাবস্থা করা প্রয়োজন। বিহার থেকে অল্প দু-একটু জায়গাকে পশ্চিম বাংলায় এনে দিতে হল।

    এইবার আসল প্রশ্নটা আসে। উত্তরবাংলাকে কি বাংলার মধ্যে রাখতেই হল কেন? কেন নয়? উত্তর বাংলা কি বাংলার শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে কিছুই কন্ট্রিবিউট করে নি? ওপার বাংলা থেকে বহু লোক কি উত্তরবাংলায় এসে সেটল ক'রে সুখে শান্তিতে ঘর করতে চায় নি?
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৪:৪৬616792
  • @পিটি

    সেই এড়িয়েই গেলেন। আবার বলছি বাঙ্গালী সমেত ভারতের অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির স্পেসিফিক্যালি নিজেদের ভাষার নামে অন্তত একটা করে রাজ্য আছে। সেটা নিজেরা পেয়ে যাওয়ার পর অন্যদের বারণ করা কি ভাবে সম্ভব? এই প্রশ্নটার এক কথায় উত্তর দিন।

    @ম্যাক্সিমিন

    ঠিক বুঝলাম না। আপনার কথা শুনে মনে হয়েছিল ওনারা রাজ্য পেয়ে গেলে বাঙ্গালী খেদাও শুরু করবেন এই রিস্কটার কথা বলছেন।

    উত্তরবাংলার উদাহরণটাও ঠিক বুঝলাম না। যদি উত্তরবাংলাকে একসাথে রাখার জন্য বিহার থেকে একটা স্ট্রিপ কেটে ঢোকাতে হয় (যেটা এখন উত্তর দিনাজপুর) সেটাতো বাঙ্গালীদের নিজেদের এ্কটা টেরিটোরিয়াল স্পেসের দাবীটা যে জোরালো সেটাই তো প্রমাণ করে।
  • pinaki | 148.227.189.9 | ১৬ আগস্ট ২০১৩ ১৪:৫০616793
  • আমি যা বুঝলাম মূল আতঙ্কটা হল গোর্খারা নিজেরা রাজ্য পেয়ে গেলে যদি সেখানকার বাঙালিদের তাড়িয়ে দেওয়া শুরু করে? তাই তো?

    তা এই আতঙ্ক তো এখনকার গোর্খাদেরও থাকতে পারে। বাঙালির যদি হঠাৎ মনে হয় গোর্খাদের বাংলা থেকে তাড়িয়ে দেব? গোর্খারা তাড়ালে তো তাও বাঙালিরা বাংলায় ফিরতে পারবে। গোর্খাদের তাড়ালে তারা কোথায় ফিরবে? তাদের নিজেদের রাজ্য দিন, তারপর প্লেয়িং ফিল্ডটা সমান সমান হলে যাতে মারাঠারা নন-মারাঠিদের, গুজরাটিরা নন গুজরাটিদের, বাঙালিরা নন বাঙালিদের, গোর্খারা বাঙালিদের না তাড়ায় তার জন্য সওয়াল করুন। এটা অনেকটা এরকম বক্তব্য হয়ে যাচ্ছে - নিজে সাতমহলা প্রাসাদে বসে থেকে বলছেন হোমলেসদের নিজেদের বাড়ি দরকার নেই, বাড়ি হয়ে গেলে যদি আমাদের ঢুকতে না দেয়?

    চমৎকার।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:০৬616794
  • বলতে চাইছি জোর করে রাজ্যভাগ করলে শিলিগুড়িবাসীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে কি?
  • pinaki | 148.227.189.9 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:০৯616797
  • শিলিগুড়িকে বাদ দিয়ে করা যায় তো। সমতলের যতটা ক্লেম করছে ততটাই যাবে এমন তো নাও হতে পারে। সেটাতো একটা নেগোশিয়েসন পয়েন্ট।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:২০616798
  • পিনাকী আমি পুঁজিবাদী ব্যাবস্থায় আস্থা রাখি। লোক উচ্ছেদ হলে আমার কীসের আপত্তি? নতুন রাজ্য হলে শিলিগুড়ি হয়তো প্রস্পার করবে, আমি তাতে খুশি হব।
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:২১616799
  • আচ্ছা বুঝলাম। না রাজ্যভাগ মানে বর্তমান যে সীমানাগুলো আছে সেগুলোই নয়, ইউনিটটা আরো ছোট। জিটিএর ক্ষেত্রে যেমন মৌজা ছিল। শিলিগুড়ির একটা সামান্য অংশই জিটিএর মধ্যে গেছে। সেরকমই।
  • pinaki | 148.227.189.9 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:২৪616800
  • সে তো ভালো কথা। কিন্তু কে কেন উচ্ছেদ হবে সেইটা বুঝলাম না।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:৩৩616801
  • পাহাড়ী রাজ্য সমতলের ওপরে যতটা নির্ভরশীল, অন্য রাজ্য ততটা নয়। বাকি পাহাড়ী রাজ্যগুলোর কথা ভাবুন -- উত্তরাখন্ড, হিমাচল। দেরাদুন জাংশন স্টেশনকে উত্তরাখন্ডের মধ্যে রাখা হয়েছে। প্র্যাক্টিকাল সুবিধা-অসুবিধাগুলো ভাবার চেষ্টা করছি। হয়তো ভুলই ভাবছি।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৫:৪২616802
  • @দেব
    উত্তরবাংলার উদাহরণ ডকু প্রসঙ্গেও এসেছে। যে ডকু ইশান সকলকে পড়িয়েছে তাতে ঐ কথাগুলো ছিল।
  • ম্যাক্সিমিন | 69.93.211.154 | ১৬ আগস্ট ২০১৩ ১৬:২০616803
  • পিনাকী, শিলিগুড়ির লাগোয়া অঞ্চল থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা উচ্ছেদ হতেই পারে। গোর্খা রাজ্য হলে।
  • RM | 129.226.173.2 | ১৬ আগস্ট ২০১৩ ১৬:৩৫616804
  • finally, to the extent that the realisation of unilinguism at state level would tend to breed a particu-larist feeling, counter-balance that feeling by positive measures calculated to give a deeper content to Indian nationalism
    এই কাউন্টার ব্যালান্সিং পজিটিভ মেজারটা ঠিক কি আর "বড়দার চাপ" থেকে আদৌ কতোটা আলাদা? কেউ আলোকপাত করতে পারেন?
  • PT | 213.110.240.200 | ১৬ আগস্ট ২০১৩ ১৬:৪০616805
  • "সেই এড়িয়েই গেলেন। আবার বলছি বাঙ্গালী সমেত ভারতের অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির স্পেসিফিক্যালি নিজেদের ভাষার নামে অন্তত একটা করে রাজ্য আছে। সেটা নিজেরা পেয়ে যাওয়ার পর অন্যদের বারণ করা কি ভাবে সম্ভব? এই প্রশ্নটার এক কথায় উত্তর দিন।"

    "অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির" মানে কি "বড়" এবার একটা নতুন শর্ত আরোপিত হল? কত বড় হলে তাহলে রাজ্য পাওয়ার জন্য বিবেচিত হবে?

    বাঙালীরা রাজ্য "পেয়ে" যায়নি সেটা ছিল-হাজার বছারের আগেও ছিল। ছিল ঐতিহাসিক ও ভৌগোলিক কারণেই-কারও ইচ্ছা অনিচ্ছার জন্য নয়। শুধু ভাষার জন্যেই যদি আন্দোলন হয়, তাহলে আবার বলতে হয় যে গোর্খা ভাষার জন্য তো আলাদা দেশই আছে - ভারতের মধ্যে আবার আলাদা রাজ্যের দরকার কি?

    তাহলে বাঙালী মুসলমানেরা আলাদা রাজ্য চাইলে কি বলব?এই দাবীটা এখনো ওঠেনি বলে অবান্তর প্রশ্ন বলে বিবেচিত হবে? নাকি গোপনে মনের মধ্যে উত্তরটা রেডিই আছে-তোমাদের জন্য তো আলাদা দেশই আছে-ওখানেই চলে যাওনা বাপু। একবারের বেশী একটা ভাষার জন্য আর আমরা ম্যাপের ওপরে কাটাকুটি খেলতে পারব না?
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৭:৪৭616806
  • @পিটি

    এতক্ষণে কিছুটা সরাসরি উত্তর পাওয়া গেল। নেপালী ভাষার জন্য একটা গোটা দেশই আছে সেটা তাদের নিজেদের তো এখানে আবার নতুন করে কেন? এতে ভুলটা কোথায় সেটা আপনিও জানেন। নেপাল দেশটা ভারতের অংশ নয়। এখানে ভারতের রাজ্য নিয়ে কথা হচ্ছে। "পাকিস্তানে উর্দূ রাষ্ট্রভাষা তো ভারতে আবার উর্দূকে সংবিধানে স্বীকার করা কেন?" টাইপের প্রশ্ন হয়ে গেল।

    বাঙ্গালীর মত গোর্খাদেরও নিজস্ব দেশই ছিল। এরা স্বেচ্ছায় সেখান থেকে আলাদা হননি। ব্রিটিশদের করা কাজটার দায় আমরা নিয়ে চলবই বা কেন সেই প্রশ্নটাও উঠতে পারে।

    'বড়' হওয়ার শর্তটা আমি কখন আরোপ করলাম? আমার পজিশনটা ক্লিয়ার। ভাষার ভিত্তিতে রাজ্যের/অটোনমির দাবী উঠলে সেটাতে প্রিন্সিপ্যালি সাপোর্ট করছি সে বোলনেওয়ালা যে কয়জনই হোক না কেন।

    আর বাঙ্গালী মুসলমানের ব্যাপারে মতটা আগের পোষ্টেই লিখেছি। বারবার জিজ্ঞেস করলেও সেটা একই থাকবে।
  • চান্দু মিঁঞা | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৮:০২616808
  • দেব Date:16 Aug 2013 -- 02:46 PM

    "আবার বলছি বাঙ্গালী সমেত ভারতের অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির স্পেসিফিক্যালি নিজেদের ভাষার নামে অন্তত একটা করে রাজ্য আছে। "

    একটু বুঝিয়ে বলবেন এর মানে কি? ভাষার নামে একটা রাজ্য চাই এই তো? সেখানে সেই ভাষা বললে কোন বিশেষ ভাতা চাই কি। তা যদি না হয় আমার পরামর্শ প ব র নাম গোর্খাল্যান্ড করে দিন। এতে চলবে কিনা বলুন। আর যদি বলেন গোর্খাল্যান্ডে গোর্খাদের বিশেষ ভাতা দেওয়া হবে তাহলে মশাই আমার বাঙালি হিসেবে অনেক পেন্ডিং ভাতা পাওনা সেটা কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আপনারা মশাই ল্যাজ নিয়েই খেলা করে যাবেন শিকার আর ধরা হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন