এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৭৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 127.194.238.183 | ১৭ আগস্ট ২০১৩ ১৩:৪৪616909
  • কিন্তু গণভোট নিয়ে কি হবে, যেখানে একজন গোর্খা বা নেপালীভাষী বা উত্তরবংগের লোকজন নাই।
  • h | 127.194.238.183 | ১৭ আগস্ট ২০১৩ ১৩:৪৯616910
  • আরে পিটি দা, ফাইন। জাস্ট পেছনে লাগছিলাম।
  • h | 127.194.238.183 | ১৭ আগস্ট ২০১৩ ১৪:০৯616911
  • তবে পিটি দা, এই 'আনরিলেটেড'/'অ্যাবস্ট্রাক্ট' প্রশ্ন টার কিন্তু মীমাংসা জরুরী, এখানে না হলেও, অন্যত্র। যে সিপিআই এম, যে কিনা অন্ধ্র রাজ্যের দাবী সমর্থন করেছিল, সিপিআই যারা মহারাষ্ট্রের দাবী সমর্থন করেছিল, তার আন্দোলন টা 'গোর্খা ল্যান্ড' এর দাবী না হয়ে, 'পূর্ব পার্বত্যাঞ্চল' হলে সমর্থন করত কিনা। প্লাস বাঙালী ন্যাশনালিজম এর রেটোরিকে তারা ঠিক কবে থেকে কথা বলা আরম্ভ করলো। কারণ কন্ট্রারি টু পপুলার বিলিফ, জ্যোতিবাবু, সরকারি স্টেটমেন্ট এ অন্তত এই বাঙালী জাতীয়তাবাদ কে পাত্তা দেন নি। তবে কেস টা কবে থেকে। সেটার খানিকটা উত্তর অশোক ভট্টাচার্য্য দিয়েছেন। পুরোটা দেন নি। দেওয়া সম্ভব নয় বলে।
  • cm | 127.216.46.188 | ১৭ আগস্ট ২০১৩ ১৪:২৩616912
  • সি পি এম কি বাঙালী জাতীয়তাবাদী ভাষা বলছে? তথ্য সূত্র?

    তবে পিটিদা বোধ হয় এরকম কিছুই বলছিলেন।
    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIM/2013/08/17&PageLabel=15&EntityId=Ar01500&ViewMode=HTML

    "Made up of eight states and accounting to about 4% of India’s population, the northeast region is better known for its separatist movements and incendiary ethnic conflicts. It has 25 Lok Sabha members, 14 of them from Assam, and so, does not draw serious attention from political parties involved in the national sweepstakes. The region receives huge funds from the central government that prop up the local economies. But simmering under the surface is a question that haunts everybody — what about jobs?"
  • দেব | 127.194.11.131 | ১৭ আগস্ট ২০১৩ ১৫:৩৫616913
  • পিটি বহুক্ষণ ধরে আই আই টি নিয়ে একটি কুৎসিত ইঙ্গিত দিয়ে চলেছেন। IIT Kharagpur এ অনেক অবাঙ্গালীই ডিরেক্টর/ডিন/চেয়ারম্যান থেকেছেন। সেটা ছাড়াও ঠিক পশ্চিমবঙ্গের বহু প্রতিষ্ঠানে অনেক উচ্চপদে অবাঙ্গালীরা আছেন, বাঙ্গালীরাও রাজ্যের বাইরে অনেক বড় প্রতিষ্ঠানের মাথায়।

    আপনার মত শিক্ষিত বাঙ্গালীদের এই জাতিবিদ্বেষটাই গোর্খাল্যান্ডের দাবীর পেছনে যথেষ্ট এটা বলতে বাধ্য হলাম।
  • পেন্সিল | 56.23.68.178 | ১৭ আগস্ট ২০১৩ ১৬:২৯616914
  • কিন্তু হে দেব, গোর্খাল্যান্ড রাজ্যসভা আর বিধানসভায় কটা করে সিট দেবে? নাহলে তো হাতে পেন্সিলটাও থাকছে না!
  • PM | 233.223.152.108 | ১৭ আগস্ট ২০১৩ ১৬:৩৯616915
  • দেব কি PT যতক্ষন না বলছেন "আপনার কথা মেনে নিলুম" ততক্ষন তর্কটা চালিয়ে যাবেন? আমার তো মনে হয় এই বিষয়ে দু-পক্ষই নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি সম্যক ভাবে তুলে ধরেছেন। যেহেতু কোনো পক্ষই সরকার বা GJM কাউকেই প্রভাবিত করতে পারবেন না সরাসরি, এর বেশী আর কিছু করা সম্ভব কি? এর পরে তক্কোটা চালিয়ে গেলে ব্যক্তি আক্রমন ছাড়া আর নতুন কিছু পাওয়া যাবে বলে মনে হয় না।
  • PT | 213.110.243.23 | ১৭ আগস্ট ২০১৩ ১৬:৫৭616916
  • ইঙ্গিতটা কুতসিৎ নয়-অবিশ্যি নির্ভর করে কে কি ভাবে দেখছে। তবে আরেকটু বড় ছবি দেখলে বোঝা যাবে যে IIT Kharagpur-এ যেমন অবাঙালী Director এসেছেন সেরকমই Kanpur IIT-র Director একজন বাঙালী। NCL -এর Director-ও তাই। আর এরা দুজনেই পব থেকে গিয়েছেন। যেটা বোঝার সেটা হচ্ছে যে শুধু ভাষা, সংস্কৃতি নিয়ে আলাদা রাজ্য পেলেই হবে না - সেই জাতিসত্ত্বা (যদিও আমি এই ভাবে দেখি না)-কে কোন একটা জায়গায় উন্নীত করতে হবে। নাহলে ৫০ বছর বাদেও দেখা যাবে যে গোর্খা, সাঁওতাল এমনকি বিহারিরাও বাঙালীদের "বাবু" বলছে। আমি ভারতীয় হিসেবে সে কারণে লজ্জিত। তাই আলাদা রাজ্য পাওয়ার চাইতেও এই বাবু কালচারের অবসান হওয়াটা বেশী জরুরী আমার কাছে।
  • PT | 213.110.243.23 | ১৭ আগস্ট ২০১৩ ১৬:৫৯616917
  • *কুৎসিত
  • দেব | 127.194.11.131 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:২২616919
  • রাজ্য পেলেই হবে না মেনে নিলাম, কিন্তু না পেলে কোনদিনই হবে কি? তেলেঙ্গানা ফর এক্সামপল।
  • cm | 127.208.215.43 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৩৭616920
  • ইহারে কয় সমগতি বা কোরিলেশন। অর্থাৎ কিনা X নাম্নী রাজ্যের সাথে Xভাষীদের উন্নতির বিশেষ সমগতি নাই। এতদ্বারা বলা যাইতে পারে যে Xভাষীদের উন্নতিকল্পে এক ভূমিখন্ডের নামকরণ Xল্যান্ড কার্যকর নহে। অবশ্য এ যদি শুধুমাত্র আবেগতাড়িত লড়াই হইয়া থাকে তাহা হইলে কিছুই কহিতে চাহিনা। নিজস্ব ভাষার নামে রাজ্য পাইয়া কেহ যদি অর্ধপাত্র খাইয়া বা অর্ধনগ্ন থাকিয়া আহ্লাদিত হয় সে তাহার ব্যাপার।
  • PT | 213.110.243.23 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৪১616921
  • সন্দেহ আছে। একবার কয়েকজন বন্ধু মিলে একটা তালিকা বানিয়েছিলাম ভারতের বিভিন্ন institute-এর অধিকর্তাদের। দেখা গেল যে এত reservation ইত্যাদির পরেও প্রায় সব অধিকর্তারাই উচ্চবর্ণের!! আসলে অনেক "পরিবর্তন"-এর গপ্প হয়েছে, ভৌগোলিক কাটাকুটিও হয়েছে গত ৬৬ বছর ধরে-কোন আসল "সমাজ বিপ্লব" (বন্দুক হাতে নয়) হয়নি। তাই এই অবস্থা বদলানোর কোন সম্ভাবনা দেখিনা।
  • RM | 192.64.40.129 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৫৯616922
  • আরো তিন পাতা তর্ক বিতর্ক হয়ে গেল কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। ম্যাক্সিমিনও জানতে চেয়েছেন দেখলাম। পুরোন পোস্টটা কপি করে আবার নীচে দিলাম। গোর্খাল্যান্ড এর পক্ষে বা বিপক্ষে যে কেউ যদি এটার ব্যাপারে কিছু বলেন।
    ..................
    finally, to the extent that the realisation of unilinguism at state level would tend to breed a particu-larist feeling, counter-balance that feeling by positive measures calculated to give a deeper content to Indian nationalism
    এই কাউন্টার ব্যালান্সিং পজিটিভ মেজারটা ঠিক কি আর "বড়দার চাপ" থেকে আদৌ কতোটা আলাদা? কেউ আলোকপাত করতে পারেন?
  • দেব | 127.194.11.131 | ১৭ আগস্ট ২০১৩ ১৮:০১616923
  • @পিএম

    পিটির একাধিক পয়েন্ট আমি স্বীকার করেই নিয়েছি। উনি আমার কথা না মানলেও চলবে। কিন্তু বিশেষ ইঙ্গিতে আপত্তি আছে। সেটা গুরুতে প্রকাশ করা আপনার খারাপ লেগে থাকলে দুঃখিত।

    আর গুরুর পাতায় তর্ক তো বাই নেচার পাতাতেই সীমিত। তার বাইরের জগৎএ প্রভাব নিয়ে আমার কোন চিন্তা নেই।
  • cm | 127.208.215.43 | ১৭ আগস্ট ২০১৩ ১৮:০৬616924
  • আমিও RM এর প্রশ্নের উত্তরে আগ্রহী। আর যে যে জানতে চান হাত তুলুন। আর উত্তর জানা থাকলে আলোকিত করুন।
  • PT | 213.110.243.23 | ১৭ আগস্ট ২০১৩ ২০:১৫616925
  • হাত তুললাম!

    দেব
    আমার মতামত কেউ গ্রহণ করবেন বা মেনে নেবেন সেই প্রত্যাশায় আমি কিছু লিখছি না। বরং উল্টোটাই প্রত্যাশিত। আর আমার কোন বিশেষ জনজাতির প্রতি বিরাগ নেই। আমি খুশীমনেই কোন গোর্খা বা সাঁওতালী কিংবা বিহারি Director বা HoD-র "নীচে" আনন্দের সঙ্গে কাজ করব। দুঃখের বিষয় যে দুটো কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানে, ভারতের দুই প্রান্তে, দুই দশক যুক্ত থাকার পরেও boss-তো দুরস্থান, সহকর্মী হিসেবেও এরকম কাউকে পাইনি। এর মধ্যে কোন ইঙ্গিত নেই-কঠিন সত্য আছে। এবং আমি অবশ্যই প্রশ্ন করতে চাই যে রাজ্য গঠন হোক বা না হোক এই সব জনজাতির মানুষেরা কি উচ্চশিক্ষা থেকে নিজেরাই দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নাকি system তাদের মূলস্রোতে আসতে দিচ্ছে না। আজকাল অবিশ্যি "মূলস্রোত" শব্দটিকে কেউ কেউ সন্দেহের চোখে দেখেন।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:১১616926
  • "IP Address : 213.110.240.200 (*) Date:16 Aug 2013 -- 07:58 AM

    "বাংলা আইডেন্টিটিকে বিদেশের বাঙালিরা রক্ষা করতে পারেনি। চায়ওনি হয়তো।"

    হিপোক্রেসি এবার হিমালয়ের মাথায়। স্থানীয় ভাষা না বললে সেরেফ ঘারধাক্কা খাবে সেইজন্য বিদেশে বাঙালী সেইদেশের ভাষা রপ্ত করেছে।"

    -- এইটা পিছন পাকামির একটি উদাহরণ। হিপোক্রেসি নামক ব্যক্তি আক্রমণটি ফাউ। আমি হিপোক্রিট না জোচ্চোর, তাতে নাক গলিয়ে পিছন পাকামো আপনাকে কে করতে বলেছে মশাই?

    ওদিকে আমাকে বুড়ো বলে ব্যক্তি আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানালাম।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২০616927
  • RM একটা জিনিস কোট করেছেন। অনেকেই বোঝার জন্য হাত তুলেছেন। না বোঝার কি আছে জানিনা। যে লিংকটি আমি দিয়েছিলাম, তাতে এরকম আরও প্যারাগ্রাফ আছে। আমিই তুলে দিইঃ repudiate the "home land"
    concept, which negates one of the fundamental principles of the Indian Constitution, namely, equal opportunities and equal rights for all citizens throughout the length and breadth of the Union;

    এগুলো তো ঠিকই আছে। বিহার "শুধু" বিহারীদের নয়। মুম্বাই "মারাঠা"দের নয়। হোমল্যান্ড কনসেপ্টটাকে কাউন্টার ব্যালেন্স করতে বলা হয়েছে।

    আরও একবার বলছি। "ভাষা" একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। কিন্তু একমাত্র নয়। আর xyz জাতির রাজ্য মানে সেখানে বাকিরা সব সেকেন্ড ক্লাস সিটিজেন, তা একেবারেই নয়। এখানে "ন্যাশানালিজম" শব্দটাই আমার অসুবিধে আছে, কিন্তু শব্দ বাদ দিয়ে কনসেপ্ট তো একেবারেই গোলমেলে নয়।

    ওদিএক চান্দুবাবু অমার কোচ্চেনের উত্তর দিলেন না।
  • dd | 132.167.45.76 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২২616928
  • "ওদিকে আমাকে বুড়ো বলে ব্যক্তি আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানালাম।"

    বুরো একটি নিতান্তো স্বাভাবিক বয়সজনিত অবস্থান। বুরো না হলে অল্টারনেটিভ টা কি একবারো ভেবেছেন মশাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো। স্রেফ মরে যাবেন। তখোন কি করবেন?

    "বুরো" বল্লে অপোমানিতো বোধ করে এই মনোভাবের প্রতি আমি আমার সুতীক্ষ্ণ ঘোর গাঢ় ও ঘননিবদ্ধ প্রতিবাদ ডকুমেন্টেড করে রাখলেম।

    যত্তোসব কাঁচা ছেলেমানুষের দংগোল।
  • aka | 34.214.145.19 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২৫616931
  • সবকিছু মিলিয়ে এক গভীর হাসি ডকুমেন্টেড রাখলাম। ঃ)))))
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২৫616930
  • কোন কোচ্চেন? নতুন রাজ্য?
  • Iahan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২৮616932
  • খিল্লি করবেন্না। ডিডিকে যতখুশি বড়ো বলে আহ্লাদ করুন, আমি জাস্ট যুবক। ব্যস। :)

    হ্যাঁ, চান্দুমামাকে কোশ্নো। রাজ্য পুনর্গঠন পর্ষদের সমস্ত মাপকাঠিগুলিকে আপনি অস্বীকার করছেন। সে ভালো। তাহলে,

    ১। আদৌ রাজ্য বানানোর দরকার আছে কি?
    ২। যদি আদৌ থাকে, তাহলে রাজ্য গড়ার নতুন মাপকাঠি বা মাপকাঠিগুলি কি হবে?
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:২৯616933
  • উফ বড়ো না বড়ো না, বুড়ো।
  • pinaki | 105.195.128.254 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৩৪616934
  • হিপোক্রিট তুমি নও, তোমার অবস্থান হিপোক্রিট। তেম্নি তোমাকেও বলতে হবে পিটিদা নন পিটিদার অবস্থান পেছন পাকা। বলার আগে একবার অবস্থান নামের গঙ্গাজল ছিটিয়ে নিলে দেখবে কোনো চাপ নেই।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৩৯616935
  • হুঁহুঁ বাওয়া। ওসব গঙ্গাজল আগেই ছিটিয়ে নিয়েছি। ওনাকে পিছন-পাকা একবারও বলিনি। পিছন-পাকামি কচ্ছেন বল্লাম। উনিও যেমন জ্যঠা বলেননি, জ্যাঠামি বলেছেন। :)
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৩৯616936
  • আর আমার ১৩ই আগস্ট 8:28 a.m এর কি হবে?

    রাজ্য পুনর্গঠনের প্রশ্নে আমার মনে হয় কস্ট বেনিফিট অ্যানালিসিস করা উচিত। আমি আপাতত ভারতের ধারণার ওপর জোর দিতে চাই। গুরুত্ব পাক ভারতীয়দের ভাল থাকা। ভাষা ধর্ম এই সব নয় আমরা এক দেশের লোক এই ভেবে একাত্ম হই। আসল এজেন্ডায় যাওয়া যাক। আপাতত যেটা সবার মাথায় পাকা ছাদ, পানীয় জল আর খাদ্য।
  • dd | 132.167.45.76 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৪৩616937
  • ভালো পার্মানিন্ট চাকরী আর সস্তায় রাম। এ দুটো ও এজেন্ডায় রাখবেন,হ্যাঁ? প্লীস,খুব প্লীস।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৪৮616938
  • আপনর এই কোচ্চেনের উত্তর দিয়েছি তো কোথায় একটা। বাঙলা বড়ো ভাষা। প্রস্তাবিত গোর্খাল্যান্ডে তাকে প্যাম্পার করা হল কি হলনা, তাতে বাঙালির বিকাশ আটকে যাবেনা (একদম খেদাও শুরু না হলে)। যেমন হিন্দিভাষীদের বিকাশ কলকাতার ভিতরে নতুন রাজ্য হল কি হলনা, তার উপরে নির্ভরশীল নয়। কিন্তু গোর্খা ভাষার জন্য, স্বনিয়ন্ত্রণ একটা নেসেসারি কন্ডিশন।

    কিন্তু আপনি কোচ্চেনটা এড়িয়ে যাচ্ছেন।
    ১। রাজ্য কি আদৌ দরকার আছে?
    ২। থাকলে কিসের ভিত্তিতে তা তৈরি হবে?

    আশা করা যায় সোজাসাপ্টা উত্তর দেবেন।
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৪৯616939
  • কেন চাকরি কেন চাই সবাই ভাতা পাবে তো। তবে রাম মনে হয় লটারি করে দেওয়া হবে। সকলেরি চাই কিনা।
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২২:৫৬616941
  • এটাও জানতে চেয়েছিলাম।

    " এবংজানতচাইব ক িকভােব পিমবর ভতর থাকার দরুণ ওনােদর ক িবকাশ হনা। "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন