এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৮২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৮:০৫616809
  • ও তাহলে অতি শীঘ্র হিন্দুস্থান আর উর্দুস্থানের কথাও ভাববেন? ঐ ভাষা দুটোর নামে কোন রাজ্য নেই বোধ হয়। আর আমার আব্দার রইল ইংল্যান্ডের। হয় নেপালের যুক্তি হজম করুন আর নইলে এসবের বিলি ব্যবস্থা করুন।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৮:২৬616810
  • "আবার বলছি বাঙ্গালী সমেত ভারতের অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির "

    এই বাক্যের "বড়" শব্দটি আপনার লেখা নয়?

    "পাকিস্তানে উর্দূ রাষ্ট্রভাষা তো ভারতে আবার উর্দূকে সংবিধানে স্বীকার করা কেন?"

    না একদমই সেরকম কিছু বলিনি। উর্দু J-K- আর দিল্লীতে অফিসিয়াল ভাষা আর Andhra, bihaar, UP-তে other officially recognised language। এ নিয়ে কোন সমস্যাই নেই।

    তবে, Nepali is the lingua franca of Sikkim। তার মানে নেপালী ভাষাভাষী প্রচুর লোক সিকিমে থাকে এবং তারাই গরিষ্ঠাংশ। ভাষার জন্যই যদি এত কামড়াকামড়ি তাহলে সিকিমের লোকেরা গোর্খাল্যান্ড চাইছে না কেন? সিকিমকে নাম বদলে গোর্খাল্যান্ড করে অবিলম্বে সমস্যার সমাধান করা হোক।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৮:৩৫616811
  • .... আর দার্জিলিংবাসী গোর্খাদের বলা হোক যে তোমাদের ভাষা ভিত্তিক একটা রাজ্য তো আছে-সেখানেই যাওনা বাপু! এই বাণীর জন্য পিটিকেও কেও "বড়দা"দের এজেন্ট বা পুঁজ-রক্ত মাখা উগ্র জাতীয়তাবাদীও বলবে না। কেননা আমাদের অতি প্রিয় গোর্খা ভাই বোনেরা আমাদের দেশের মধ্যেই রইল আর তাদের ভাষা-সংস্কৃতিরও চর্চা জারি রাখল। শুধু নতুন IIT হলে আমায় একটু খপর দেবেন.....
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:১৭616812
  • @সিএম

    ভাষার ভিত্তিতে রাজ্যগঠনের সুবিধা আমার কাছে কি সেটা আগেই লিখেছি। কেন্দ্রীয় সরকার কেন এই পথে হেঁটেছিল সেটা নিয়েও লেখা হয়েছে। আপনি যদি ভাষাভিত্তিক জাতিসত্বা পুরোপুরিই অগ্রাহ্য একটা ক্রাইটেরিয়া বলে ধরেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা এপ্ল্যাই করেন তাহলে আপত্তি নেই। কিন্তু এই পথে এতদূর এসে এবার শুধু গোর্খাদের ক্ষেত্রে এটাকে কি করে প্রয়োগ করবেন সেটা বলুন। মানে যদি তারা জানতে চায় যে এতগুলো জনগোষ্ঠী পেয়ে গেল আমরা পাব না কেন সেটার কি উত্তর হবে?

    না উর্দূস্থান, হিন্দুস্থান বা ইংলিশস্থান নিয়ে আমার কোন আগ্রহ নেই। কেউ যদি শুরু করেন তিনি আমার সাপোর্ট পাবেন।

    @পিটি

    "আবার বলছি বাঙ্গালী সমেত ভারতের অন্যান্য বড় ভাষাভাষী জাতিগুলির " - হ্যাঁ 'বড়' শব্দটা ব্যবহার হয়েছে। তাতে 'বড়' না হলে অটোনমি পাওয়া যাবে না এই সেন্সটা কি করে ইমপ্লাই হয়?

    উর্দূ নিয়ে আপনার যদি আপত্তি না থাকে তাহলে নেপাল নামক দেশটির উপস্থিতির জন্য গোর্খাল্যান্ডএও আপত্তি থাকার কথা নয়।

    কে কি চাইবেন সেটার উত্তর দিতে পারছি না। আর সিকিমের আড়াইগুণ গোর্খা বাস করেন দার্জিলিং এ।
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:২১616813
  • না ন আমি ভাষার ভিত্তিতেই এখন উর্দুস্থান, হিন্দুস্থান আর যাদের প্রথম ভাষা ইংরাজি তাদের জন্য ইংল্যান্ড চাইছি। আপনি কিন্তু গোর্খাদের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাচ্ছেন।

    আর পিটিদাতো বললেনই যে গোর্খাভাষীদের অন্য রাজ্য আছে। আপনি মশাই ঘুরিয়ে বললে জন বিষ্ফোরনে উৎসাহ দিচ্ছেন। এই যেমন কর্ণাটকে বাঙালিরা ফুলে ফেঁপে উঠুন যাতে প ব র আড়াইগুণ হয়ে উঠতে পারেন।
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:২৬616814
  • ".... আর দার্জিলিংবাসী গোর্খাদের বলা হোক যে তোমাদের ভাষা ভিত্তিক একটা রাজ্য তো আছে-সেখানেই যাওনা বাপু! এই বাণীর জন্য পিটিকেও কেও "বড়দা"দের এজেন্ট বা পুঁজ-রক্ত মাখা উগ্র জাতীয়তাবাদীও বলবে না। কেননা আমাদের অতি প্রিয় গোর্খা ভাই বোনেরা আমাদের দেশের মধ্যেই রইল আর তাদের ভাষা-সংস্কৃতিরও চর্চা জারি রাখল। শুধু নতুন IIT হলে আমায় একটু খপর দেবেন....."

    চলে যাওয়া মানে কি দার্জিলিং ছেড়ে সিকিমে যেতে বলছেন। সেটাই হলে আবার পুঁজরক্তের দেখা পাওয়া যাচ্ছে। আর যদি না হয় তাহলে দার্জিলিং কেটে সিকিমে ঢোকান হলে (সেটা সম্ভব নয় অন্য একটা কারণে) আপনার আপত্তি থাকার কথা নয়। বিহারের অংশ কেটে পশ্চিমবঙ্গে ঢোকান হয়েছিল।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৩৫616815
  • সিকিম
    With 610,577 inhabitants as of the 2011 census,[1] Sikkim is the least populous state in India and the second-smallest state after Goa in total area, covering approximately 7,096 km2 (2,740 sq mi).[3]

    দার্জিলিং
    Darjeeling district has a length from north to south of 18 miles (29 km), and a breadth from east to west of 16 miles (26 km). According to the 2011 census Darjeeling district has a population of 1,842,034.

    সিকিমে যা জায়গা খালি পড়ে আছে সেখানে দার্জিলিং-এর লোকেরা দিব্যি সেঁটে যাবে। তবে আমি কিন্তু তাদের চলে যেতে বলছি না। তারা যেখানে আছে সেখানেই থাকুক-শুধু সিকিমের নাম বদলে গোর্খাল্যান্ড করে দেওয়া হোক।
  • Ishan | 202.43.65.245 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৩৮616816
  • সিএম অন্যকে হ্যাঁ বা না তে উত্তর দিতে বলেন, নিজে দেন না। :)
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪১616819
  • Name: cm

    IP Address : 127.193.41.20 (*) Date:16 Aug 2013 -- 10:31 AM

    কতবার বলব যে আমি ভাষা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী। তখন আবার আপনি যুক্তরাষ্ট্রীয় গপ্পো আনবেন। হঠাৎ করে স্বাধীনতা পাওয়ার পরে শুরু করবার জন্য একটা কিছুর দরকার ছিল। এখন তা নিয়ে আবার ভাবা যেতেই পারে। আমি নিজে জমিদার হব না তাই কারু সেই ধরনের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দায় কেন নেব।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪১616817
  • হ্যাঁ, হ্যাঁ তাতেও আপত্তি নেই। কিন্তু কি আশ্চর্য সিকিম কেটে দার্জিলিং-এ জোড়ার কথা তারা বলছে না কিন্তু, যদিও সিকিম নেপালী ভাষী। চাইছে সমতল কেটে দার্জিলিং-এর সাথে জোড়া হোক!! মানে long-term কোন রাস্তা খোলা রইল কি যে আজ থেকে ৫০/১০০ বছর বাদে আবার একটা নতুন দাবী তোলা যাবে যে গোর্খাল্যান্ড (যদি হয়) আর সিকিম জুড়ে আবার আরেকটা কিছু হোক?
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪২616820
  • এই একই উত্তর আগেও কবার বলেছি এটাকে কি হ্যাঁ বা না এ কনভার্ট করে দেব?
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪৩616821
  • ১) ভাষাভিত্তিক রাজ্য চাইঃ না
    ২) পুনর্গঠন ঃ করা যেতেই পারে
  • Ishan | 202.43.65.245 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪৪616823
  • থ্যঙ্কু। এবার পেয়ে গেছি। বাকি পরে লিখছি।
  • Ishan | 202.43.65.245 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৪৪616822
  • ও মা। আপনার মতো আমিও তো হ্যাঁ-না তে উত্তর চাইলাম। এরকম ধোঁয়াভরা লিখলে কিকরে হবে? আম্মো এরকমই দেব তাইলে।
  • a x | 86.31.217.192 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৫১616824
  • বাঙ্গালীদের তো একটা গোটা দেশই আছে। পশ্চিমবঙ্গ ছেড়ে তারা সেখানে যাচ্ছে না কেন?
  • Ishan | 214.54.36.245 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৫৫616825
  • হ্যাঁ, চান্দুমামাকে কোশ্নো। রাজ্য পুনর্গঠন পর্ষদের সমস্ত মাপকাঠিগুলিকে আপনি অস্বীকার করছেন। সে ভালো। তাহলে,

    ১। আদৌ রাজ্য বানানোর দরকার আছে কি?
    ২। যদি আদৌ থাকে, তাহলে রাজ্য গড়ার নতুন মাপকাঠি বা মাপকাঠিগুলি কি হবে?
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৫৭616826
  • এ কি আপনি সাম্প্রতিক খবর রাখেন না আমি উত্তরবঙ্গভূমির ধান্ধায় চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন ইংল্যান্ডের দাবী তুলেছি। দেববাবুও সাথে আছেন। ( দেব Date:16 Aug 2013 -- 07:17 PM "না উর্দূস্থান, হিন্দুস্থান বা ইংলিশস্থান নিয়ে আমার কোন আগ্রহ নেই। কেউ যদি শুরু করেন তিনি আমার সাপোর্ট পাবেন।")
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৫৯616827
  • আমার পেন্ডিং প্রশ্নগুলোর উত্তর না দিলে আমি উত্তর দেব কেন?
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১৯:৫৯616828
  • পবর বাঙালীরা আলাদা রাজ্য/দেশ চায়নি তো। গোটা কলকাতা অবাঙালীদের হাতে, দার্জিলিং গোর্খাদের হাতে তুলে দিয়ে, ছেলেপুলেদের বাংলা ভোলার শিক্ষায় শিক্ষিত করে শান্তিতেই ভারতের মধ্যে আছে। যারা চেয়েছিল আলাদা রাজ্য/দেশ তারা তো চলে গিয়েছে-সেই ১৯৪৭-এ।
  • a x | 86.31.217.192 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০১616831
  • যারা চেয়েছিল!! আপনার খুড়ে খুড়ে দণ্ডবৎ!
  • Ishan | 214.54.36.245 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০১616830
  • ও মা বাঙালিরা আলদা রাজ্য চায়নি? পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য। বিহারের সঙ্গে জুড়ে দেবার পরিকল্পনা হলে বাঙালি "পুঁজ-রক্ত" সম্বল করে রুখে দাঁড়িয়ে "নিজেদের" রাজ্য নিজেদের হাতে রেখেছে। বাঙালি নাকি নিজের রাজ্য চায়নি। পিটি এত ভুলভাল ইনফো দেন কেন?
  • pi | 118.22.237.164 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০২616832
  • তাহলে গোর্খাল্যাণ্ডের দাবি নস্যাৎ করতে হলে আপনাদের যুক্তি অনুযায়ী, অন্য রাজ্যগুলোরও পুনর্গঠন (কীসের ভিত্তিতে সে আপনারা বলবেন) হওয়া জরুরি, তাই না ? দরকার হলে দেশ পুনর্গঠনও ?
    আর নইলে আগে যে যুক্তিতে এই রাজ্যগুলি হয়েছে, তাই দিয়ে গোর্খাল্যাণ্ড হবে না কেন এটা সহজ ভাষায় বুঝিয়ে দ্যান।
  • দেব | 127.194.4.183 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০২616833
  • "হ্যাঁ, হ্যাঁ তাতেও আপত্তি নেই।"

    যাক। শেষ পর্যন্ত মিলল।

    সিকিমের জনসংখ্যার একটা বড় অংশ লেপচা ও ভুটিয়া। নেপালীদের সাথে এদের সম্পর্কটা আদায় কাঁচকলায়। বাঙ্গালীদের সামনে নেপালীরা যতটা কমজোর, নেপালীদের সামনে এরাও তেমনি। সিকিম রাজ্যটাই এদের প্রোটেকশন।
  • Ishan | 214.54.36.245 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০৩616834
  • চান্দুমামাকে।

    "আমি যা বুঝেছি ঈশানের বক্তব্য
    ১) গোর্খাদের আলাদা জাতির স্বীকৃতি দিতে হবে।
    ২) আলোচনার টেবিলে বসলে কিছু একটা বের হবে।

    আমি কি ঠিক বুঝেছি? (হ্যাঁ বা না এ উত্তর দিন)"

    --ঠিকই বুঝেছেন। এবার আমার কোচ্চেনের উত্তর।
  • pi | 118.22.237.164 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০৬616835
  • যাই হোক, অনেক কিছু জানলাম পিটিদার কল্যাণে।
    জাতিসত্বার দাবি পুঁজরক্ত।
    গোর্খাদের গোর্খা বা চাষীদের চাষী হয়ে থাকতে চাওয়াটা মোটে ভাল কথা নয়।
    বাঙালী নিজের রাজ্য চায়নি।
    যারা চেয়েছিল আলাদা রাজ্য/দেশ তারা তো চলে গিয়েছে-সেই ১৯৪৭-এ।

    এবার ওভারডোজ হয়ে যাবে।
  • Ishan | 202.43.65.245 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০৭616837
  • পিটি বেসিকালি কিসুই খোঁজ রাখেন না। আবার কোচ্চেন করেছেন বাঙালি আবার কবে বড়দা হল? বাঙালি আমেরিকানদের কাছে কেঁচো, হিন্দিভাষীদের সামনে নতজানু, কিন্তু সাঁওতাল আর গোর্খাদের কাছে "বাবু" -- এ আপনি জানেন না? চোখ কতটা বন্ধ রাখলে পিটি হওয়া যায়? :)
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০৭616836
  • আর আপনাদের যুক্তি অনুযায়ী গোর্খাল্যান্ড গড়তে হলে উত্তরবঙ্গভূমি, উত্তরোত্তরবঙ্গভূমি এসব কেন হবেনা বুঝিয়ে দিন?
  • Ishan | 214.54.36.245 | ১৬ আগস্ট ২০১৩ ২০:০৯616838
  • চাঅন্দুমামা যদিও উত্তর দেননি। তবু এইটা কমন কোচ্চেন পড়ে গেছে। উত্তর দিয়েই দিই। যদিও কিছু জায়গায় সমালোচনা আছে, কিন্তু মোটের উপর রাজ্য পুনর্গঠন পর্ষদের মাপকাঠিটি আমি সমর্থন করি। সেই মাপকাঠি অনুযায়ী উত্তরবঙ্গভূমি হওয়া সম্ভব নয়। সেইজন্য ওটা বাতিল।

    এবার আমার কোচ্চেনের উত্তরগুলো।
  • cm | 127.216.43.117 | ১৬ আগস্ট ২০১৩ ২০:১২616841
  • এগুলো কদিন ধরে পেন্ডিং।

    "Name: cm

    IP Address : 127.193.53.64 (*) Date:12 Aug 2013 -- 08:24 AM

    যদি জাতির ভিত্তিতে গোর্খাল্যান্ড গড়ে ওঠে তাহলে সেখানে কি অন্য জাতির লোকেরা স্থান পাবে?

    যদি পায় তাহলে কি প্রমাণ হবেনা যে X জাতির রাজ্যে Y জাতি থাকতে পারে?

    তাই যদি হয় তাহলে জাতিসত্তার ভিত্তিতে গোর্খাদের দাবী কিভাবে টেঁকে?

    আর যদি ঐ নবগঠিত গোর্খাল্যান্ডে অন্য জাতির লোকেদের স্থান না হয় তাহলে কি মেনে নেওয়া হচ্ছেনা যে তাদের জন্য আবার সাবগোর্খাল্যান্ড গড়ে দিতে হবে?

    নেন এইবার ধরে ধরে উত্তর দেন।"

    ঈশানকে বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন