এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৭৯০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:০৬616942
  • "হিপোক্রেসি এবার হিমালয়ের মাথায়।"-কোন বা কারো বক্তব্য সম্পর্কে "দ্বিচারিতা" শব্দটি প্রয়োগ করা "পিছন-পাকামি"? আর "হিপোক্রিট" শব্দটি আমি ব্যবহার মোট্টে করিনি। তাহলে এটা আমার বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া কেন? ইচ্ছকৃত তথ্য-বিকৃতি?

    ইশান কি তবে আমেরিকায় থাকেন? তাইলে অবিশ্যি "পড়ল কথা হাটের মাঝে......." প্রবচন অনুসারে ব্যক্তি আক্রমণ বলে ধরলেও ধরতে পারেন। এটা অবিশ্যি আমার অনুমান মাত্র, কেননা আমি কারো IP address দেখে কোন বক্তব্য রাখিনা। কিন্তু "পিছন-পাকামি"?-নাঃ-শব্দের (অপ) প্রয়োগটি "কতিপয় পিতা"-র মত শোনাচ্ছে।
  • cm | 127.208.214.152 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:০৮616943
  • মোবাইল থেকে ঠিক কাট পেস্ট হয় না।

    "এবং জানতে চাইব ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের ভেতরে থাকার দরুণ ওনাদের ঠিক বিকাশ হচ্ছেনা।"
  • Sibu | 183.60.205.153 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:২০616944
  • নাঃ, রামের লটারী মোট্টে মানা যায় না। সেরকম হলে আমার আলাদা রাজ্য চাই (যোজনা কমিশনের টাকায় আখের খেত আর ব্রুয়ারী শুদ্দু)। আমার দাবী শক্ত করার জন্য আমি কাল থেকে D বলব। C-র পরে যুগান্তকারী ভাষা D।
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:২৭616945
  • RM এর প্রশ্নটা আমরা সবাই বুঝেছি কিন্তু ওর উত্তর কোথায়?

    কাউন্টার ব্যালান্সিং মেজার কি তবে হিন্দি সিরিয়ালের ফান্ডিং? এ কি তবে বড়দার চাপ নয়?
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৩১616946
  • আমার হিপোক্রিসি মনে হয়নি। আপনার হয়েছে। আপনার পিছন পাকামি মনে হয়নি আমার হয়েছে। মিটে গেল।

    কিন্তু কথা হচ্ছিল বিদেশ/ইংল্যান্ড নিয়ে, আপনার হঠাৎ আমি আমেরিকায় থাকি এরূপ "অনুমান" কোথা থেকে এল জানতে পারি কি? আকাশ থেকে? আমার কেমন সন্দেহ হচ্ছে, এটি ন্যাকামি।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৩৭616947
  • সিএমকে। মশাই, লিখলামই তো। ওই "ন্যাশানালিস্ট" শব্দটায় আমার আপত্তি আছে। ওটায় বড়দা-বড়দা গন্ধ। কিন্তু আদর্শ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ব্যালেন্সিং মানে বড়দার চাপ নয়।

    আর গোর্খা ভাষার উন্নতি ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের ভিতরে থেকে হচ্ছিলনা, তার হিসেব গোর্খারা ভালো করে দিতে পারবেন। আমি শুধু চাট্টি এক্সাম্পল দিতে পারি। দীর্ঘদিন পর্যন্ত গোর্খাদের বাংলা পড়া মাস্ট ছিল। বিধানসভায় এখনও "কার্যক্ষেত্রে" গোর্খা বলা যায়না। মেজর টিভি-রেডিও চ্যানেলে বাংলা/হিন্দির আধিপত্য। ইত্যাদি।

    এবার আমার কোচ্চেনের উত্তর গুলো। রাজ্যগঠনের মাপকাঠি। ইত্যাদি।
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৩616948
  • কাউন্টার ব্যালান্সিং পজিটিভ মেজার কি কোথায় বললেন?
  • aka | 34.214.145.19 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৪616949
  • কমরেড পিনাকি বিবির অবস্থানকে পিটির ঘাড়ে চাপিয়ে নিজ পলিটিকাল পশ্চারিংয়ের জাস্টিফিকেশন খুঁজছেন। জ্জিও পাগলা।
  • aka | 34.214.145.19 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৭616950
  • তবে হ্যাঁ সভ্য আচরণ দেখে শিখছি প্রামারি স্কুলে শিখি নাই।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৭616952
  • কাউন্টার ব্যালান্সিং কি হতে পারে, আমি আমার মতো করে বলতেই পারি।

    ১। রাজ্যে ভাষাগত মাইনরিটিদের ভাষার অধিকার সুনিশ্চিত করা।
    ২। সাংঅস্কৃতিক মাইনরিটিদের নিজস্ব সংস্কৃতির অধিকার সুনিশ্চিত করা।
    ৩। বৃহৎ ভাষা সংস্কৃতিতে মাইনরিটির উপর চাপিয়ে না দেওয়া।
    ৪। "হোমল্যান্ড", মানে "এই রাজ্য শুধু আমাদের, বাকিদের খেদাও" -- এই মানসিকতাকে প্রশ্রয় না দেওয়া।

    এগুলো ফেডারাল গভর্নমেন্টের দেখা উচিত।

    তবে এগুলো আমার ব্যাখ্যা। ভারত সরকার একমত নাও হতে পারেন।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৮616953
  • আকাকেও একটু শিক্ষাদান প্রয়োজন মনে হচ্ছে। পরে আরেকদিন হবে। :)
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৪৯616954
  • রাজ্য গঠনের মাপকাঠি হওয়া উচিত জনসংখ্যা।
    এটিই প্রাথমিক নির্ধারক তবে ভৌগোলিক অবস্থানের ও গুরুত্ব আছে।

    আর আমার প্রশ্নটা ছিল গোর্খাদের বিকাশ নিয়ে। ওদের ভাষার নয়।
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫০616955
  • হ্যাঁ, চান্দুবাবু, রাজ্যগঠন সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর এবার দেবেন তো?
  • Ishan | 60.82.180.165 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫১616956
  • ওহো দেইয়ে দিয়েছেন। বুঝলাম না। ভারতের জনসংখ্যা ধরুন ১০০ কোটি। এবার ভারতকে কিভাবে ভাগ করা উচিত? জনসংখ্যা মাপকাঠিটা কিভাবে কাজে লাগবে?

    আর গোর্খাদের বিকাশের মধ্যে উহাদের ভাষা ও সংস্কৃতির বিকাশও আছে।
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫৩616957
  • রাজ্যে ভাষাগত মাইনরিটির ভাষার অধিকার সুনিশ্চিত করা বলতে কি বোঝাচ্ছেন? স্কুলে প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি? সেগুলো কি অলরেডি করা হচ্ছেনা?
  • cm | 37.57.244.48 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫৭616958
  • এই ৪ কোটি লোকের জন্য একটা রাজ্য।

    গোর্খা ভাষার বিকাশ আর গোর্খাদের বিকাশ সমার্থক নয়। উদাহরণ হিসেবে যে বাঙালিরা এই মুহুর্তে বিকশিত হচ্ছেন তাদের বৃহত্তর অংশেই বাঙলা ভাষা বিকশিত হচ্ছেনা।
  • Ishan | 60.82.180.165 | ১৮ আগস্ট ২০১৩ ০০:০৬616959
  • "বাঙালি"রা বিকশিত হচ্ছেন মানে কি? এই কনসেপ্টটাই তো গোলমেলে। ধরুন এক ভদ্রলোক বেঙ্গালুরুতে থাকেন। তাঁর নম সুভাষচন্দ্র বোস। তিনি এক লাইনও বাংলা বলতে বা পড়তে পারেন না। বা খুব ভাঙাভাঙা এক আধটা শব্দ বলেন। এবং তাঁর অনেক পয়সা। পয়সার হিসেবে তিনি "বিকশিত" হয়েছেন।

    ইনি কোনোভাবে কি বাঙালির বিকাশের উদাহরণ হতে পারেন? "বাঙালি"র "বিকাশ" তখন বলব, যখন অর্থনীতির পাশাপাশি ভাষা সংস্কৃতিরও বিকাশ হচ্ছে। নইলে "বাঙালির বিকাশ" কথাটাই অর্থহীন।

    আর ৪ কোটি লোকের জন্য একটা রাজ্য, -- এইটা যে কতটা অবাস্তব নিশ্চয়ই বুঝছেন। ওটা ভারতবর্ষের ফেডারাল স্ট্রাকচারটিরই সম্পূর্ণ উল্টো দিকে। করতে গেলে রক্তগঙ্গা বইবে, অনৈতিহাসিক -- এসব নাহয় বাদই দিলাম।
  • cm | 37.57.244.48 | ১৮ আগস্ট ২০১৩ ০০:১৯616960
  • আমি বলেছিলুম আপনি ফেডেরাল স্টাকচার আনবেন। আর এত হাইপোথেটিকাল সমাধান মশাই। তা আমাদের বর্তমান জনসংখ্যাকে রাজ্যের সংখ্যা দিয়ে ভাগ করলে ওরকমি হয়।

    আর আমরা সাবসাহারান গরিবী নিয়েই থাকব তাও কারু অজানা নয়।
  • aka | 34.214.145.19 | ১৮ আগস্ট ২০১৩ ০০:২০616961
  • aare hok naa. aar ekaTu khoraaka laabh kari. shubhasya sheeghrama. ঃD
  • cm | 37.57.244.48 | ১৮ আগস্ট ২০১৩ ০০:২২616963
  • দেশ রাজ্য এসবের উদ্দেশ্য তার মানুষ মুষ্টিমেয় কারু জমিদারি নয় কিন্তু কেন যেন মনে হয় আমরা পরোক্ষে ঐ জমিদারিতেই মদত দি।
  • cm | 37.57.244.48 | ১৮ আগস্ট ২০১৩ ০০:২৬616964
  • আর আমি ভাষা সংষ্কৃতির বিকাশ হিসেবেই নেবনা যতক্ষণ ওদের পরিমাপযোগ্য হিসেবে আনতে পারব।
  • Ishan | 60.82.180.165 | ১৮ আগস্ট ২০১৩ ০০:২৭616965
  • না এখন মাস্টারি করার মুড নেই। সিরিয়াস কথা কইছি। এখন একটু খেলে এসো যাও। পড়া পরে হবে।
  • aka | 34.214.145.19 | ১৮ আগস্ট ২০১৩ ০০:৩০616966
  • নানা এখনই হোক, এখনই।
  • Ishan | 60.82.180.165 | ১৮ আগস্ট ২০১৩ ০০:৩৭616967
  • হ্যাঁ, চান্দুবাবুকে যা বলছিলাম।

    আপনার সমাধানটি একেবারেই হাইপোথেটিকাল। এবং অবাস্তব। রাজ্য বানানোর যে বর্তমান মাপকাঠিটি আছে, তাকে প্রয়োজনে একটু মাজাঘষা করে নিয়ে ব্যবহার করা ছাড়া ফিসিবল কোনো সমাধানসূত্র আছে বলে দেখিনি। পেলে জানাবেন।

    আর আপনার বাকি বক্তব্যটা খুবই ইন্টারেস্টিং। "আমরা" সাবসাহারান গরীবি হয়েই থাকব কিনা এই নিয়ে একটা বাক্য লিখেছেন। কোচ্চেন হল, এই "আমরা" কে? এর মধ্যেই কিন্তু ভাষা আর সংস্কৃতি "আমরা" হয়ে ঢুকে আছে। উন্নতি করতে হলে এই "আমরা"র উন্নতি প্রয়োজন। বিচ্ছিন্নভাবে শুধু ব্যক্তি বা অর্থনৈতিক উন্নয়ন দেখে লাভ নেই।

    এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলেন বারাক ওবামা। বাবার সূত্রে তিনি কেনিয়া বংশোদ্ভূত। সেদেশের ভাষা এক লাইনও বলতে পারেন না। যদিও "উন্নতি" করেছেন প্রচুর। প্রেসিডেন্ট হবার পরে তাঁর "গ্রাম"এ নাকি উৎসবও হয়েছিল। কেনিয়া গিয়ে এবার নাকি "নিজের" গ্রামে বেড়িয়েও এসেছেন। কিন্তু তাতে করে কেনিয়ার কী উন্নতিটা হয়েছে? গরীবি থেকে এক পাও এগিয়েছে? দুধের বন্যা বয়েছে? আন্তর্জাতিক মর্যাদা একটুও বেড়েছে?

    সেইজন্যই বলি, ভাষা, সংস্কৃতি, জাতি বাদ দিয়ে "আমাদের" উন্নতি মাপা অবস্তব। বিদেশে যদি গাদা-গাদা কল্পনা চাওলা তৈরি হয়, এবং তারা বা তাদের দ্বিতীয় প্রজন্ম এই "আমরা" তে বিলং ই না করে, তাহলে "উন্নতি" হবে ঠিকই, কিন্তু "আমাদের" নয়। হ্যাঁ, কিছুদিন কিছু টাকা-পয়সা আসতে পারে। কিন্তু সেও ততদিনই, যতদিন তাঁরা "আমরা"তে বিলং করবেন। সুতোটি হাল্কা হয়ে গেলেই উন্নতিটা "ওদের" উন্নতি হয়ে যাবে। "আমাদের" না।
  • Ishan | 60.82.180.165 | ১৮ আগস্ট ২০১৩ ০০:৩৯616968
  • আচ্ছা। প্রথম শিক্ষা হল, বড়দের মধ্যে কথা বলেনা। এই লাইনটা মুখস্থ করো, আমি দোকান বাজারে যাই।
  • aka | 34.214.145.19 | ১৮ আগস্ট ২০১৩ ০০:৪১616969
  • সেই ভালো আমিও একটু সিরিয়াসসিনেমা দেখে আসি -যমালয়ে জীব্ন্ত মানুষ। এসে কিন্তু একটু শিক্ষা চাইই চাই। এমন নন সিরিয়াস ল্যাবেঞ্চুস নয়।
  • cm | 116.213.150.109 | ১৮ আগস্ট ২০১৩ ০০:৫১616970
  • আমার চার কোটির সমাধান শুধু মাত্র নীতিগত দিকটি দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই ভাবছেন না যে আমি কোন তথ্য ছাড়াই এরকম একটা সমস্যার সমাধান বাতলে দেব। তাকিয়ে দেখছি জনসংখ্যার ভারে ভারাক্রান্ত বিমারু এবং নোটেই চমকিত হচ্ছিনা। কি জিনিস অগ্রাধিকার পাবে সেটাই জরুরী যথা গোর্খা ভাষার বিকাশ না দার্জিলিং এর লোকের শীতকালের হিটিং?
  • pinaki | 105.195.128.254 | ১৮ আগস্ট ২০১৩ ০১:৪৮616971
  • ৪ কোটির হিসেবে রাজ্য ভাগ হলে কিভাবে দার্জিলিঙ্গ এর হীটিঙ্গ নিশ্চিত হবে?
  • PT | 213.110.243.23 | ১৮ আগস্ট ২০১৩ ০৯:১৪616972
  • "আমার কেমন সন্দেহ হচ্ছে, এটি ন্যাকামি।"

    অশালীন ভাষা প্রয়োগ কি তখনই শুরু হয় যখন কাউকেই যুক্তি দিয়ে বোঝানো যায় না আর সত্য ধামাচাপা দেওয়ার প্রয়োজন হয়?

    আসলে গোর্খাদের সর্বাঙ্গীন উন্নতি নিয়ে গোর্খাল্যান্ডের সমর্থকদের কোন মাথাব্যথা নেই। এটি শুধুই একটি রাজনৈতিক অবস্থান-ঐ "সিপিএম যাক যে আসে আসুক"-এর মত। এমনকি ঝাড়খন্ড হয়ে সাঁওতালদের জীবনে বা বিহার হয়ে বিহারিদের জীবনে যে ইতর-বিশেষ হয়নি কিংবা নেপালীভাষী একটি রাজ্য তো ভারতে আছেই এইসব ঐতিহাসিক সত্য জ্বলজ্বল করার মত চোখের সামনে ঝুলে থাকলেও, সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে, ঘোড়ার আগে গাড়ী লাগিয়ে গোর্খাল্যান্ড গঠনের (কু)যুক্তির রথ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেই থাকবে।
  • Sibu | 183.60.205.153 | ১৮ আগস্ট ২০১৩ ০৯:৪১616974
  • পিটি এইত্তো করলেন। এবারে ক্ষমতার পোষা জন্তুরা আপনার ওপর আরো ঝাঁপিয়ে পড়বে, আর হাত পা নেড়ে বোঝাতে লেগে যাবে আপনিই অভদ্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন