এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৬৯৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 152.176.84.188 | ০৬ নভেম্বর ২০১৩ ২২:৫৬623862
  • sch, আরে না না। প্রদীপ্ত স্যারের চেনা লোকেদের আমি এই ব্র্যাকেটে কখনোই রাখব না। স্যারের বন্ধুরা স্যারের মতই হবে।
  • sch | 126.203.215.99 | ০৬ নভেম্বর ২০১৩ ২৩:০৯623863
  • আরে ছি ছি আপনার প্রদীপ্ত স্যারকে আমি চিনি মাত্র - আমি তার বন্ধু হবার যোগ্য নই - তার বন্ধু আমার গুরুদেব স্থানীয়। প্রদীপ্তকে আমি শ্রদ্ধা করি
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৭ নভেম্বর ২০১৩ ০৫:২২623864
  • নাঃ আর ভদ্রতার মুখোশ রেখে লাভ নেই। এই টই এ প্রথম ব্যাক্তি আক্রমণ ৩১ অক্টোবর সকাল ১১ঃ৩০ করেছেন sch । যদি আমি ভুল হই দেখিয়ে দিন আর নইলে sch কে নিন্দা করুন। ও বাদেও উনি আগে বলেছেন আর শুরু থেকেই অসহিষ্ণুতা দেখান যা নিন্দনীয় মনে করি।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১৫623865
  • এটা কি "আর ওনার যৌন জীবন খুব সুখের না।" এই লাইনটার জন্য ব্যাক্তি আক্রমণ বলছেন?
    আমি কিন্তু তা মনে করি না, কারণ এটা একটা হাইপথেটিকাল কেস, আগে "ধরুন যদি আমি" আছে।
  • lcm | 118.91.116.131 | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:১০623866
  • হাতুড়ে কেনো হবে!
    আমার ভাই ড্যালাসে থাকে, মাঝে একদিন সাংঘাতিক শরীর খারাপ। সোজা হাসপাতাল। সেখানের ঘরের মধ্যে কম্পুটারে স্কাইপে সাহেব ডাক্তারের আবির্ভাব, এবং, ভিডিও-তেই ট্রিটমেন্ট। এমন হচ্ছে।
    কোথাও আবার ডাক্তার স্কাইপে চিকিৎসা করেছে বলে সু করে দিয়েছে - কোথায় যেন খবরে দেখলাম।
  • b | 135.20.82.164 | ০৭ নভেম্বর ২০১৩ ১২:২০623867
  • কাইল আমারেও এক হুমোপ্যাথিক ডাক্তার স্কাইপে দেখে ওষুধ দেছেন। তবে ক্লাশ এইটের হাফইয়ার্লির অংকের নম্বর জিজ্ঞাসা করলেন, আর আমি দয়ালু কিনা, বাংলা সিনেমা দেখলে কাঁদি কিনা এইসব জানতে চাইলেন।
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ১২:২৭623869
  • কেন জানিনা হারবার্ট সিনেমার সেই সীনগুলো মনে পড়ছে। সেই চ্যালেঞ্জ জানিয়ে চিঠি, সেই ভীড়, সেই ক্যামেরা নিয়ে ফোটো তোলা, সেই ভিডিও করা, নিষ্ঠুরতা-আনন্দ, সমস্ত।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৩১623870
  • আরে থ্রি ইডিয়টসে স্কাইপ দিয়ে দেখে করিনা কাপুর তার দিদির নর্মাল ডেলিভারি করিয়ে দিল পর্যন্ত!
  • kabya | 24.194.49.216 | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৭623871
  • সিকি কে এক টা বড় করে 'ক'।

    কি সব হচ্ছে এই টই তে। বাবা রে বাবা। প্রচুর হাসি পাচ্ছে কিন্তু টই এর নাম টার দিকে গেলে মন টা খারাপ হয়ে জাচ্ছে। যত ই হোক বাচ্ছা টা আজ আর নেই। এর থেকে গরুর দুধ নিয়ে একটা টই খুলে যত ইচ্ছা মিনিময় হোক না।
  • Bhagidaar | 218.107.71.70 | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫৩623872
  • সে ওনাকে খুলে দেওয়াহয়েছিল। কিন্তু উনি ঘুরেফিরে এখানেই আসেন।
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১২623873
  • ঐ যদি আমি হল শিক্ষিত লোকের ধাপ্পাবাজি। পালিয়ে যাবার জন্য তৈরী পাছদুয়ার। তা আপনি আমি সবাই বুঝি। সবাই
  • kamalendu chakrabarti | 24.99.120.202 | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:২২623874
  • ফিরে ফিরে ঐন্দ্রিলা
    আমার মনে হচ্ছে যে আমার উত্তরের অপেক্ষায় আপনারা একটু অধৈর্য হয়ে পড়েছেন। দেরির একটা কারণ তো আগেই বলেছি টাইপ করার যান্ত্রিক সমস্যা। আর কারণগুলোর মধ্যে হল ভয়। আপনাদের কে ভয়। এই বয়সে যা বলতে যাবো তাতেই আপনারা রই রই করে উঠবেন। কথাকার জল কথায় গিয়ে যে দাঁড়াবে এই বুর ব্রেইন সামলাতে পারবে না। যে ভাবে এ্কঝাক গুরু শুরু হয়ে যাবে, বুড় ঘেব্রে যাবে। যাক, আমি একটু গুছিয়ে লিখতে ভালবাসি। এক লাইনে সেরে দিতে পারি না। সব শেষে আমি এ কদিন নিজের কাজ ফেলে জব্বর কিছু প্রমানের খোঁজে ছিলাম। তবে যুতসই কিছু পাই নি।এবার সোজা কাজের কথায় আসি।
    আমার লেখার বিশয়ঃ
    আমার লেখার মূল কথা ছিলঃ
    ১। র্যা গিং এর জন্য ঐন্দ্রিলার মৃত্যু হয় নি।
    ২। ঐন্দ্রিলার শরীর আগে থেকেই খারাপ ছিল।
    ৩। ঐন্দ্রিলা মানসিক ভাবে দুর্বল ছিল।
    ৪। প্রথম থেকে বাবা-মা সঠিক ভাবে মানুষ করতে পারেনি।
    আমার এই লেখাতা যে এ ভাবে মোড় নেবে আমি ভাবি নি।

    আপনদের মত এবং অভিযোগঃ
    ১। একটি পারিবারিক বিশয়কে টেনে এনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে পরিবারকে কলঙ্কিত করেছি।
    ২। নিজের প্রচার এবং পশার বাড়ানোর জন্য দালাল ধরে এনেছি।
    ৩। আমি বিনা কারণে মৃতার পিতামাতার প্রতি সহনাভুতি না দেখিয়ে অসম্মান করে অমানবিকতার পরিচয় দিয়েছি।
    ৪। মৃত্যু র্যারগিং এর জন্য হয় নি, একথা আমি কি করে বললাম।
    ৫। মুখ দেখে কারো পক্ষে রোগ বোঝার কথা বলে আমি অত্যান্ত ভুল করেছি। এ ভাবে কেউ বুঝতে পারেই না।
    ৬। এখানে parenting ব্যাপারটা আমি টেনে হিঁচড়ে এনেছি।
    ৭। আর? যার যেমন খুশি আমার পেশা, পরিবার, ব্যাক্তি গত ভাবে মন্তব্য ও গালাগাল। খুনের আসামিকেও বোধহয় একসঙ্গে এত লোক জেরা করেনা।

    আমার কথাঃ
    ১। এর পক্ষে আমি আমার মত দিয়েছি। তবু বলছি তিন ঘণ্টা বা কয়েকদিন বাথরুমে বন্ধ রাখলে কেউ মরতেই পারে না। এবার বিশ্বাস করা না করা আপনাদের হাতে। তবে আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। প্রিন্স গড়তে পড়ে মনে হয় ৭২ ঘণ্টা বেঁচে ছিল। কারণ ওর শরীরে ভারি রোগ ছিল না এবং মনের দিক থেকে শক্ত ছিল। আর এখানেই ছলে আসে শরীর আর মনের সুস্থতার কথা।
    ২। মুখ দেখে রোগের কথা আমি নিজেই লিখেছি। আর তাতেই গণ্ডগোলের শুরু। অবশ্য যারা “কিছু একটা পেলেই হল” স্বভাবের তাদের যুক্তির দরকার হয় না।
    এর আগেই আমি কি ভাবে মুখ দেখে অনুমান করতে পারি সেটা লিখে বোঝনোর চেষ্টা করেছি। কিন্তু অনেকে বুঝে উঠতে পারেন নি। আচ্ছা এক টুকরো গাছের কাণ্ড দেখে অনেকেই গাছটির নাম, আন্দাজ-বয়স, পাতা দেখতে কেমন, ফুল কি রকম দেখতে, ফল কত বড়, খাবার উপযুক্ত কিনা, বাজারে এই কাঠের দাম কেমন ইত্যাদি বলতে পারে। আমি পারিনা। মেয়েরা শাড়ি দেখেই বলে দেয় সুত কেমন। আমি পারি না। আমি অনেক কিছই পারিনা। সামান্য ভাত ফুটিয়ে খেতে পারিনা। কিন্তু মানুষের মুখ দেখে রোগের অনুমান করতে পারি, তাও চল্লিশ বছহর ডাক্তারি করার পরে। এতে এত অসুবিধা কোথায়?
    একই কথা বারবার লিখতে ভালো লাগছে না। তাই আমার আগের পোস্ট থেকে কপি পেস্ট করে দিলাম।
    আচ্ছা আমরা তো প্রতিদিন কতনাকত মানুষকে প্রায় অসম্ভব কাজ করতে দেখে থাকি, তাদের কি আপনারা চ্যালেঞ্জ করেন ? না ভেবেছেতা এই একটা দুর্বল লোক পাওয়া গেছে এইটাকে মুর্গী (আপনদের ভাষায়) বানাই। এতে লাভ হবে না। কোণেক বছর বেয়াড়া ছাত্রদের সঙ্গে কাটিয়েছি, কিন্তু আমাকে ঠাণ্ডা করতে পারেনি। আপনারাও বৃথা চেশটা করছেন। যাজাঈহো আপনারা কবে ছবি পাঠিয়ে আমার পরীক্ষা নেবেন তার অপেক্ষা না অরে নেট থেকে randomly কিছু আপলোড করছি।
    ১।
    ছেলেটির মুখের কোণে হাসি থাকলেও ওর মানসিক অবস্থা ভালো নয়। শরীর মোটামুটি ঠিক আছে।
    ২।
    এই মেয়েটি অসুস্থ। ওড় মূখের ভাব এবং বসার ধরণ একটু লক্ষ্য করুন।
    ৩।
    কোলের বাচ্চা বা মা কেউই খূব ভালো নেই।
    ৪।
    শরীর মনে সুস্থ শিশু।
    এ সব বলতে কিন্তু সবাই পারবে। আপনারা সবাই।

    এবার ঐন্দ্রিলার ছবির পাশে অন্য একটা ছবি রেখে দেখি।
    Fig.1

    Fig. 2.
    Taken from Net
    ১।লক্ষণীয় দুজনার বয়স মোটামুটি ধারে কাছে। যদিও ডান দিকের মেয়েতে কয়েক বছহর বড়।

    ২। চামড়ার অবস্থা—দুজনার চামড়াই মড়া মড়া (dull). ভিতর থেকে সুস্থ্য বাচ্চার চামড়া সব সময় সতেজ থাকে, অল্প বিস্তর অসুখ বা পরিশ্রমে চামড়া dull হয়ে পড়ে না। আপনারা জানেন যে skin is the largest organ of the body. কাজেই যখন ভিতরের গোলমাল অসুস্থতা বাড়তে বাড়তে চামড়ার উপর ছরিয়ে পড়ে, সেটা সাধারণ মানুষ বলতে পারে। ডাক্তারের চোখে না পড়াটাই অস্বাভিক। আমাকে সমালোচনা না করে একটু ভেবে দেখবেন, আপনাদেরও চোখে পড়বে, খেয়াল করে দেখুন। প্রায়ই আপনারা বোলেও থকেন তোর চাম্রাতা কেমন শুকনো লাগছে। এখানে দুটো বাচ্চার (গায়ের রং যেমনি হোক) চামড়াই মড়া মড়া।

    ৩। কাঁধ -- যদিও ঐন্দ্রিলার কাঁধ দেখা যাচ্ছে না। তবে খেয়াল করলে দেখা যাবে যে দু দিকের কাঁধ is slanting upwards from neck. সাধারণ ভাবে এই বয়সের মেয়েদের কাঁধ অনেকটা গোলাকার হয়। pointing ভাব থাকে না। ভালো করে দেখা না গেলেও, শরীরের গঠনের অনুমান করা যায়।


    Fig 3. Shape of average should. Taken from Meherban Singh’s Pediatrics Clinical Method, 1992


    Fig. 4. rounded shoulder. Taken from Meherban Singh’s Pediatrics Clinical Method, 1992

    Fig. 5. pointed shoulder. Taken from Meherban Singh’s Pediatrics Clinical Method, 1992

    ৪। গলা-- ছোটবেলা থেকে অপুষ্টি নিয়ে বড় হলে গলা লম্বাতে এবং সরু হয়। ঐন্দ্রিলার গলা যে সরু এটা কারই চোখে না পড়ার কথা নয়। বাচ্চা কোলে নেওয়ার মা-এরও গলা সরু।


    ৫। থুৎনি -- (lower jaw) ছোটবেলা থেকে অপুষ্টিতে ভোগা বাচ্চারা বড় হলেও অনেক সময় থুৎনি ছুঁচলো হয়। আমরা এটাকে মুখের গরন বলে মেনে নি। ঐন্দ্রিলার থুৎনির গরন দেখুন।
    ৬। মুখের কোণা (angle of the mouth) – ঐন্দ্রিলার(Fig.1) এবং Fig 2- দুজনার মুখের কোণ ঝোলানো। এটা স্বাভিক gothic type of angle বলে চালান যাবে না। এটাকে ইংরাজিতে বলে drooping বাংলায় ঝুলে যাওয়া। ঐন্দ্রিলার ঠোঁটের কোণ ঝুলে গেছে।
    ৭। মুখের নিচের অর্ধেক—দুটো ছবি দেখুনঃ A and B


    Fig. A. The lower half of Oindrila


    Fig. B. The lower half of a street child clicked and edited by Dr.Kamalendu

    If we look at the Fig. A and B, we can easily say that Fig, B is more active and healthy face.
    এখন নিচের ছবি গুলো দেখুনঃ Fig. C and Fig. D.


    Fig. C. The upper face of Oindrila


    Fig. D.

    উপরের ছবি ডূটো দেখলে অনেক কিছুঁই বোঝা যায়। কে Chronically sick আর কে নয়।
    তবে একটা সিদ্ধান্তে আসার আগে কয়েকটা কথা জানতে হবেঃ

    ১। আমাদের ডাক্তারি তে একটা কথা আছে, Eyes do not see what mind does not know. যে বিষয় আপনি জানেন না, সেটা আপনার চোখে পড়বে না।
    ২। হাতি দর্শন করলে কিছুই বঝা যায় না। সমস্ত নজর একত্রিত করে মনে একটা পুর ছবি তইরি করে চিন্তা করতে হয়।
    ৩। intution এর দরকার হয় ঠিকই, কিন্তু শুধু intuition দিয়ে বিশেস কিছু হয় না। নিয়মিত অভ্যাস করতে হয়।
    ৪। সম্ভব হলেই নিজের নিজেকে পরীক্ষা দিতে হয়
    ৫। পরীক্ষায় ফেল করলেই হাল ছেড়ে না দিয়ে, কোথায় ভুল হচ্ছে, সেটা ঠিক করে এগিয়ে যেতে হয়।
    ৬। নিজের উপর আস্থা রাখতে হয়।
    ৭। যে বিষয় নিয়ে কাজ করি তার উপর ভালবাসা রাখতে হয়। ভালবাসা না থাক্লেকনই কাজই ভালো ফল হয় না।
    ৮। আত্মানুসন্ধান করতে হয়।
    ৯। চালাকি করে লোকের আছে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে নেই।
    ১০। সব চাইতে গুরুত্বপূর্ণ হল বিশয়ের উপর সম্পূর্ণ দখল থাকা।

    ar parchhi na 12 ghota legechhe. janina apnader khushi korbe kina. 2nd paet coming. please refrain from commenting till it is completed. To be continued.
  • রামখেলতিলকসিং | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৩623875
  • আর থাকা গেলো না।

    "চামড়ার অবস্থা—দুজনার চামড়াই মড়া মড়া (dull)"

    ক্যামেরার ছবি দেখে চামড়ার অবস্থা আপনি বুঝলেন কী করে? ছবির প্যারামিটারগুলো ধরেছেন কী? মানে ছবিটার রেজোলিউশন কী, আপনি যে মনিটরে ছবি দেখছেন তার রেজোলিউশন কী, ক্যামেরার ISO কী ছিলো বা কোনো রকম পোস্টপ্রসেসিং করা হয়েছে কিনা? এই সব কিছু (এবং আরো অনেক) প্যারামিটারের ওপর ছবিটা নির্ভর করে।
  • sosen | 24.139.199.11 | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৬623876
  • আরে রিফ্রেইন রিফ্রেইন
  • kamalenu chakrabarti | 24.99.114.154 | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:৪৮623877
  • Name: রামখেলতিলকসিং

    আর না আপনাদের সেসুলাতীয়ন নিয়ে আপনারা থাকুন। এটাই আমার শেষ পোস্টিং। গুরু যেখানে চন্ডালদের মত ব্যবহার করে তাদের সঙ্গে থাকার ক্ষমতা আমার নেই
  • রামখেলতিলকসিং | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:৫৬623878
  • অ্যাজ ইউ প্লীজ স্যার।

    যদিও আমার কোশ্চেনটা এই টইতে আমার একমাত্র পোস্ট এবং শুধুমাত্র টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ছিলো। টেকনিক্যাল উত্তর এক্সপেক্ট করেছিলাম।
  • রোবু | 177.124.70.1 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:০০623880
  • সেসুলাতীয়ন টা কি অচলায়তন গোছের কিছু?
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:০১623881
  • ওটি মনে হয় রেজোলিউশন।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:০৮623882
  • আর জাস্ট সহ্য করা যাচ্ছে না। এইবার সরাসরি বুজরুক বলেই দিলাম। ন্যান কী করবেন করুন।
  • de | 69.185.236.54 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:০৯623883
  • সোস্যালাইজেশান?
  • khilli | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৪০623884
  • কোনো mbbs ইত্যাদি পাশ করা ডাক্তারের মতামত সমালোচনা তর্ক পেলাম না । আশা করেছিলাম পাব , কিন্তু পেলাম মূল্যহীন খেউর ।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৪৩623885
  • মূল্যযুক্ত কিছু এক্সপ্ল্যানেশন কি দেওয়া হয়েছে এখানে?
  • Blank | 180.153.65.102 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৪৯623886
  • দুদিন পরে কোনো ওঝা এসে বলবেল ঝাড় ফুঁক করে সাপে কাটা মড়া বাঁচিয়ে দিয়েছি আর লোকের এক্সপেকটেশান থাকবে যে এম্বিবিএস রা সেখানে এসে তর্ক করে যাবে !!!
  • kumu | 192.68.31.108 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৫২623887
  • আহা শেষ না হওয়া অবধি কমেন্ট করতে মানা করলেন তো।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৫৪623888
  • শেষ তো হয়েই গেছে। আরও কিছু লিখবেন নাকি?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৫৫623889
  • সকালে ভদ্রলোককে ওঝা বলেছিলাম বলে হেব্বি রেগে গেছিলেন।
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৭ নভেম্বর ২০১৩ ১৮:৫৬623892
  • আপনারা কেউ মনে করেন এটা সম্ভব? যারা তা মনে করেন না খামোকা ওনাকে খোঁচাচ্ছেন কেন? এভাবে আনন্দ হচ্ছে?
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ১৯:০০623893
  • মানুষকে খুঁচিয়ে আনন্দ। অথচ এম্বিবিয়েসরা সব লুকিয়ে রইলেন। কী আর বলব!
  • π | ০৭ নভেম্বর ২০১৩ ১৯:০৬623894
  • একমত নাই হতে পারি, আমারই অনেক প্রশ্ন আছে। কিন্তু তাই বলে বুজরুক বলারও পক্ষপাতী নই, একেবারেই।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৯:১৪623895
  • আমি পক্ষপাতী।

    জানি সময় নষ্ট, তবু একটু সময় নষ্টই করি।

    চাওয়া হয়েছিল সায়েন্টিফিক এক্সপ্ল্যানেশন। সেই জায়গায় কী পেলাম?

    "
    এই মেয়েটি অসুস্থ। ওড় মূখের ভাব এবং বসার ধরণ একটু লক্ষ্য করুন।

    কোলের বাচ্চা বা মা কেউই খূব ভালো নেই।

    আমাকে সমালোচনা না করে একটু ভেবে দেখবেন, আপনাদেরও চোখে পড়বে, খেয়াল করে দেখুন।

    ছোটবেলা থেকে অপুষ্টি নিয়ে বড় হলে গলা লম্বাতে এবং সরু হয়। ঐন্দ্রিলার গলা যে সরু এটা কারই চোখে না পড়ার কথা নয়।

    ছোটবেলা থেকে অপুষ্টিতে ভোগা বাচ্চারা বড় হলেও অনেক সময় থুৎনি ছুঁচলো হয়।

    উপরের ছবি ডূটো দেখলে অনেক কিছুঁই বোঝা যায়। কে Chronically sick আর কে নয়।
    "

    এইগুলো সায়েন্টিফিক অবজার্ভেশন? সায়েন্টিফিক তথ্যপ্রমাণ? এর জন্য এম্বিবিয়েস ডাক্তার ডাকা হচ্ছিল?

    এগুলো যদি বুজরুকি না হয়, তা হলে বুজরুকি কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন