এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৬৯৭৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bhagidaar | 106.2.241.35 | ০৪ নভেম্বর ২০১৩ ২৩:৪৮623729
  • নাও সামলাও,যাই হবে দুধ খেয়েছে বলে!
  • siki | 132.177.153.230 | ০৪ নভেম্বর ২০১৩ ২৩:৫৪623730
  • ইশান হাম্বা থার্ড রিপ্রিন্টে আপডেট করে দিও। গরুর আরেক নাম নন্দ ঘোষ। মতান্তরে কমুনিস্টি।
  • bhagidaar | 106.2.241.35 | ০৪ নভেম্বর ২০১৩ ২৩:৫৯623731
  • কিন্তু কমলেন্দুবাবু এরম পাবলিক ফোরামে অন্য লোকের ফোন নং দিচ্ছেন কেন?
  • achena | 127.194.204.117 | ০৫ নভেম্বর ২০১৩ ০০:১৩623732
  • এটা খুবই সোজা ট্রিক। কমলেন্দু চক্রবর্তীর ডাইরেক্ট অ্যাডভাইস ও সুপারভিশনে না থাকলে সাধারণত মানুষ ও মানুষের বচ্চা দুধ ও দুধের থেকে তৈরি খাবার খায়। এবং ফলতঃ কোনো অচেনা মানুষের বা বাচ্চার যেকোনোরকম শারীরিক মানসিক সমস্যায় দুদুকে আসামি বানানো সহজতম। এইটে স্পেকুলেশন শুধু নয় দুধের প্রতি ব্যক্তিগত ঘৃণা চরিতার্থ করার জিহাদ।

    আমি একজন ডাক্তার কে চিনি যিনি যেকোনো সর্দি জ্বর এ প্রথমেই বলেন বাড়ি থেকে সিলিং ফ্যান সব খুলে ফেলতে। হাতপাখা দিয়ে বাচ্চাকে হাওয়া করতে, দরকারে। সমস্ত শারীরিক সমস্যায়, বাচ্চাদের, তিনি ফ্যানের হাওয়া খাওয়া কে দোষী সাব্যস্ত করেন। বলা বাহুল্য, যেকোনো অসুস্থ বাচ্চা নিশ্চয়ই বাড়িতে প্রচুর ফ্যানের হাওয়া খায় এই প্রেডিকশনটি করার জন্য কোনো নকুলদানা দাবি করা উচিত নয়।

    কমলেন্দুবাবু তার মতামত ও দুধবিরোধী অবস্থানের সপক্ষে কোনো প্রামান্য স্টাডি বা রিসার্চের রেফারেন্স দেননি এখনো, হোয়াইটওয়াশ নামক একটি বই বাদে। ওটিকেই কি প্রথম ও ঻্রধান বা একমাত্ঠ রেফারেন্স ধরে হেবো? তাহলে ঐ বইঞির বিরুদ্ধ সমাল৛চনাগুলি একত্র কঠলেই কাজ শেষ আশা!করা যায়।
  • a x | 138.249.1.206 | ০৫ নভেম্বর ২০১৩ ০২:১৪623733
  • মানে? পেটের গন্ডগোল হলে সবসময় বাচ্চাদের আগে দুধ বন্ধ করে। কেননা দুধ ডাইজেস্ট করা অপেক্ষাকৃত কঠিন। কার্ব দিতে বলে, যাতে পেট আঁটে। এত আমিও জানি, আমার মা-ও জানে।
    ধরছি ৯০% বাচ্চা দুধ খাবে। এদের ৫০% এর পেট ব্যাথা হলেই ঐ তো দুধ খেয়েছে বল্লে মিলে যাবে। কিন্তু বাকি যাদের পেট ব্যাথা হলনা, তাদের কেন হলনা? এতে কীভাবে কো-রিলেশন এস্টাব্লিশড হচ্ছে?

    আর কমলেন্দু, আমি একটা প্রশ্ন করেছিলাম, আবার করছি, উত্তর দিলেই ছবি পাঠাব।

    Date:04 Nov 2013 -- 08:11 PM
    কমলেন্দু বাবু জানান স্পেসিফিক কোনো বয়সের ছবি লাগবে না যেকোনো বয়সের ছবি দেখেই বলে দিতে পারবেন।

    বেসিকালি আমি আপনাকে গোতা পাঁচেক বাচ্চার ছবি দেব, মুখ সুধু। রঙ্গীন ও সাদা কালো মিশিয়ে। আপনি বলবেন কে কে ব্রেস্ট ফেড এবং কে কে কৌটর দুধ খেয়েছে। ওকে?
  • Atoz | 161.141.84.239 | ০৫ নভেম্বর ২০১৩ ০২:২৪623734
  • এই টইটা কেমন যেন সেই জ্যোতিষের টইয়ের কেস হয়ে যাচ্ছে! কিংবা প্র রা চৌ কেস! ঃ-(
    আচ্ছা, সেই প্ররাচৌ আর আসেন্না???
  • sosen | 111.63.224.133 | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৪৯623736
  • বিরক্তিকর।
  • কল্কেকাশি | 167.82.16.42 | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:১৪623737
  • তারচেয়ে বরং পেরেন্টিং এর গপ্পো শুনুন। একটি বাচ্চা ছেলে আশৈশব একটি গপ্পো শুনেছে যা এই রকম। একদিন সে তার বাবাকে সিগারেট হাতে বাড়ি ঢুকতে দেখে বললে বাবা আমি বড় হয়ে তোমার মতন সিগারেট খাবো। বাবার তাৎক্ষণিক উত্তর আর আমি যদি সিগারেট না খাই তাহলে তুমিও বড় হয়ে খাবে না। খোকা নাকি রাজী হয়েছিল। খোকাকে সারা শৈশব কৈশোর গপ্পোটি শুনিয়েছে তার মা আর সে তার বাবাকে সে জীবনে সিগারেট ফুঁকতে দেখেনি। অতএব বড় হয়ে খোকার সিগারেট কি জিনিস জানা হলনা। বড় হয়ে সে জেনেছে বাবা সিগারেট খেতই ন মাসে ছ মাসে একটা। আমি এরে বলি পেরেন্টিং। এ হল শিল্প, মানুষ গড়ার শিল্প একে তত্ত্বে বাঁধার চেষ্টা করতে হলে উদাহরণ দেখুন।
  • Bhagidaar | 218.107.71.70 | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৯623738
  • কিছু কিছু লোক, যারা টইতে কিছু না লিখেও আপনার উত্তর পেয়ে যায়। আর আমাদের মত দুর্ভাগা কিছু পাবলিক, যারা বার বার কমেন্ট করেও আপনার কাছ থেকে কোনো উত্তর পায়না!
    কিন্তু আমিও ছেড়ে দেবার পাবলিক নই, হেঁ হেঁ , আজ না ছোড় দেঙ্গে তুঝে দম দমা দম!

    আপনার কয়েকটা উত্তর (নম্বর ধরে লেখা) বেশ হয়েছে:-
    পাঁচ নম্বর- আপনাকে কে গালাগাল দিয়েছে? দেখান দেখি?
    বারো নম্বর- আহা কি উত্তর!
    পনের নম্বর- নিন্দা না প্রশংসা তাই বুঝলাম না কিছুটা!
    কুড়ি নম্বর (দেখেন দেখেন সিকির ভাগেই কুড়ি নম্বর পল্লো!)- বেচারা কিছু না বলেই ধমক খেয়ে গেল! শুধু বলেছিল ওর বাক্যই হরে গেছে! না জানি বক্তব্য রাখলে কত ধমক জুটত !
    একুশ নম্বর- ক্লাসিক উত্তর!
    তেইশ নম্বর- ফল্টি লজিক। নাইস ট্রাই।

    তারপরে বলি, আপনি ডাক্তার? এই বিষয়টা আপনার জীবনে এতটাই সর্বগ্রাসী এক রূপ ধারণ করেছে যে আপনার এক পরিচিত লোকের /বন্ধুর বাচ্চা নাতনি হাসপাতালে ভর্তি শুনে সেখানেও আপনি আপনার এজেন্ডা পুশ করতে যান? সেম অন ইউ! (কমল মিত্তিরের মত চিবিয়ে চিবিয়ে) আমার মতে, আপনি ডাক্তারি পরীক্ষাটাই পাশ করেছেন, ডাক্তার হননি!
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ১০:২০623739
  • কুড়ি সিকি কো নেহি ছোড়েগি। মুহাহাহাহা।
  • sinfaut | 131.241.218.132 | ০৫ নভেম্বর ২০১৩ ১৪:২০623740
  • দুধের প্রতি এমন রিয়াকশন এর কোনো ফ্রয়েডীয় ব্যাখ্যা হয় নিশ্চয়? ;-)
  • গরু | 132.164.187.39 | ০৫ নভেম্বর ২০১৩ ১৫:১২623741
  • ডাক্তারের পো, তোমায় দিলাম একরাশ বেদনা ভরা হাম্বাআআআআ
  • kamalenduchakrabarti | 24.99.244.200 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:০১623742
  • my email [email protected]. ph no debo
  • sosen | 120.227.131.202 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:১১623743
  • কিন্তু গরুকে মেইল আই ডি দিয়ে কি কিছু লাভ হবে?
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ২০:১৩623744
  • সোসেন, আমার মনে হয় উনি ছবি পাঠানোর জন্য মেইল আইডি দিয়েছেন।
  • a x | 86.31.217.192 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:২৬623745
  • সোসেন ঃ-))))

    আর কমলেন্দু, আপনাকে জিগালাম যে কত বয়সের ছবি চাই এরকম কোনো স্পেসিফিকেশন আছে কিনা?
  • aka | 80.193.134.60 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৩৭623747
  • আচ্ছা সিলিং ফ্যানের গপ্পো শুনে মনে হল ডাক্তাররা যে মাঝে মাঝে কিছু জিনিষের ওপর বায়াস তৈরি হয় এই নিয়ে কি কোন স্টাডি আছে। আমার বন্ধু অল্প বয়স সে ডাক্তার হয়ে এমন বিধি নিষেধ জারি করে তজ্জব হয়ে যাই যেমন ঠান্ডা লাগলে চান করবেন না। বয়স একটু বেশি হলে যেকোন অসুখে মাংস বন্ধ মাটন তো বটেই পারল্র চিকেন ও বন্ধ করে দেয়। শুধু মাছ তাও কিনা শিঙ্গি, মাগুর হলেই ভালো হয়। রাতে ফল খাবে ন ইত্যাদি প্রভৃতি।
  • jhiki | 149.194.247.213 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৪৮623748
  • জ্বরের মুখে শিঙ্গি/ মাগুরের ঝোল দিয়ে ভাত!! এমন বন্ধু থাকলে শত্রুর কোন দরকার নেই।
  • kumu | 132.161.235.146 | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫২623749
  • আমি একজন অতিবিখ্যাত ডাক্তারকে চিনতাম, তিনি বাচ্চার যেকোন অসুখের জন্য মায়ের চাকরি করাক্র দায়ী করতেন।
  • sosen | 125.241.34.176 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০৬623750
  • পাই , অ। :)

    আমার দু- একটি প্রশ্ন আছে কমলেন্দুবাবুকে। আপনার এখানে উল্লিখিত বসু এবং চক্রবর্তী, ২০১১ র পেপারটি আমি পড়লাম। উনিশ জন মায়ের উপর স্টাডি এটসেট্রা এসব নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। পেপারটি দেখতে গেলাম পেশেন্টের এনোনিমিটি রাখা হয়েছে কিনা দেখতে।আমার প্রশ্ন, আপনি এখানে যে বাবা মায়ের নাম, ছবি ইত্যাদি তুলে দিয়েছেন সে কি পেশেন্টের কনসেন্ট- এ ? পাবলিক ফোরামে এভাবে কি পেশেন্টের নামধাম ডিসক্লোজ করা উচিত? যেখানে পেশেন্ট এ / বি বললেও আমাদের বুঝতে অসুবিধা হত না? এক-ই ভাবে রামকৃষ্ণ বাবুর নাম ও ফোন নং দেওয়া হয়েছে।

    দ্বিতীয়ত: সদ্যজাত শিশুর মাতৃদুগ্ধের প্রয়োজন, মায়ের শারীরিক অসুবিধা এবং তার চিকিত্সা, এর সঙ্গে toddler থেকে বড়দের অন্য প্রাণীর দুধ খাওয়ার এবং তার ফলে অসুস্থ হয়ে পড়ার(যা নিয়ে এই টই শুরু হয়) বা, মুখ দেখেই তা বুঝতে পারা, কিভাবে রিলেটেড ? সদ্যোজাত শিশুর মাতৃদুগ্ধের প্রয়োজন কেউ অস্বীকার করেছে বলে মনে হয়না। প্রত্যেক গো-দুগ্ধপায়ী ব্যক্তির স্বাস্থ্যে ঘাটতি রয়েছে, এবং ঘাটতিগুলো এক-ই রকম, এইটা দেখানো কোনো পেপার আছে আপনার? সিগনিফিক্যান্ট কোনো স্টাডি?

    না হলে নেহাত-ই এগুলো আপনার ডাক্তারির বিজ্ঞাপন বলে মনে হচ্ছে। ল্যাম্প পোস্টের বদলে ফোরামে সাঁটা, এই যা ফারাক।
  • kamalendu chakrabarti | 24.99.85.118 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৮623752
  • Name: sosen
    আমি কি এতই অজ্ঞ যে পেপার পাবলিশ করতে হলে কি কি করতে হয়। কার পের্মিস্সিওন নিতে হয়। নিজের কি চরকা কম হয়েছে। না হলে বলুন পাঠিয়ে দেব। আপনার বয়স আর কাজের খতিয়ান তা একটু দেবেন। আমিও আপনাকে একটু জ্ঞান দিতাম
    আর আপনদের হরিদাস পালের কাছে বিজ্ঞাপন করতে জব কেন। আমি নিজেই নিজের কাজের জন্য যথেষ্ট বিজ্ঞাঁও
    একটু সামলে সুমলে কথা বলুন বিপদে পড়বেন।
  • kamalendu chakrabarti | 24.99.85.118 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৮623751
  • Name: sosen
    আমি কি এতই অজ্ঞ যে পেপার পাবলিশ করতে হলে কি কি করতে হয়। কার পের্মিস্সিওন নিতে হয়। নিজের কি চরকা কম হয়েছে। না হলে বলুন পাঠিয়ে দেব। আপনার বয়স আর কাজের খতিয়ান তা একটু দেবেন। আমিও আপনাকে একটু জ্ঞান দিতাম
    আর আপনদের হরিদাস পালের কাছে বিজ্ঞাপন করতে জব কেন। আমি নিজেই নিজের কাজের জন্য যথেষ্ট বিজ্ঞাঁও
    একটু সামলে সুমলে কথা বলুন বিপদে পড়বেন।
  • sch | 126.203.184.53 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২০623753
  • @সোসেন দিদি, ওই লেখাটার সাথে একটা পেশেন্ট কন্সেন্ট ফর্ম আছে, যাতে এই কথা কটা লেখা

    "(1) The Information will be published without my name attached and the BMJ will make every attempt to ensure my anonymity. I understand, however, that complete anonymity cannot be guaranteed. It is possible that somebody somewhere - perhaps, for example, somebody who looked after me if I was in hospital or a relative - may identify me."

    কাজেই নাম প্রকাশ পেলে কিছু করা যায় না মনে হয়, যেখানে "complete anonymity cannot be guaranteed" মেনে নিচ্ছে। তবুও বাচ্ছাটির ছবিই হয়তো যথেষ্ট ছিল। মা এর না। কি জানি। আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমি অন্য টইতে ওনাকে করেছিলাম যে কন্ট্রোল গ্রুপ করে এফেক্ট অফ কাউ মিল্ক দেখা হয়েছে কি না - যে কোনো মেডেক্যাল সায়েন্সের স্টাডিতে এই ধরণের হাইপোথেসিস টেস্টিং খুব কমন বলে জানি। আকা, অভ্যু - এঁরা ভালো বলতে পারবেন। তো তাতে জানলাম আমি একটি "আকাট মূর্খ"...এখন আপনি কি শোনেন দেখুন
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২১623754
  • বাপ রে। কী দাপট!
  • kamalendu chakrabarti | 24.99.85.118 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২৩623755
  • যে কোনো বয়সের ৪/৫ থেকে onward
    কিন্তু জজ করবে কে। কি তার criteria
    পরীক্ষায় পাস বা ফেল করার পর কি
    জানাবেন
  • sosen | 125.241.34.176 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২৬623756
  • পেপার পাবলিশ করার জন্য কি করতে হয় তা বোধহয় বলিনি। আপনার পড়ার ধৈর্য্য একটু কম, স্বতই, কপি পেস্ট করার বেশি । যাই হোক, আপনি যে প্রকৃত বিজ্ঞাপন সে নিয়ে আমার কোনই সন্দেহ নেই। ধন্যবাদ, প্রচুর লোকজন আশা করি এই বিজ্ঞাপনী সতর্কবার্তা পেয়েছেন।
    আর সামলে সুমলে কথা বলার নতুবা বিপদে পড়ার হুমকিটিকে বয়সোচিত প্রলাপ বলে ইগনোর করব কি? জানাবেন।
  • sosen | 125.241.34.176 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:৩০623758
  • সচ। না।
    (1) The Information will be published without my name attached and the BMJ will make every attempt to ensure my anonymity. I understand, however, that complete anonymity cannot be guaranteed. It is possible that somebody somewhere - perhaps, for example, somebody who looked after me if I was in hospital or a relative - may identify me.
    আইডেন্টিফায়ার বিইং দ্য ডক্টর হিমসেলফ, এটা এথিক্স এর বিরুদ্ধে যায়, যদি না আলাদা একটি কনসেন্ট ফর্ম থাকে।
  • sch | 126.203.184.53 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:৩১623759
  • না সামলালে কি বিপদ হবে সেটা তো জানা হলো না।
  • a x | 86.31.217.192 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:৩৪623760
  • জাজ কে করবে? আমি করব। আমি জানি তারা কী খেয়েছে। আপনাকে পাঠাব, আর আনরিলেটেড এখানের দুজনকে পাঠাব। কিন্তু আমি ছাড়া কেউই জানবেনা (মানে আমি জানাবনা, কেননা প্রাইভেসি আমার কাছে ইম্পর্ট্যান্ট ফ্যক্টর) ছবি গুলো ১ ২ ৩ ৪ করে নাম্বারড করে দেব। একই মেইল আপনাকে ও এখানের আরো দুজনকে একসাথে পাঠাব। এমন দুজন যারা কস্মিনকালে এই বাচ্চাদের চেনেনা। তারপর আপনি কটা ঠিক/ভুল এবং বাকি দুজনেরও ঠিক/ভুলের রেট কীরকম বলব।
  • sosen | 125.241.34.176 | ০৫ নভেম্বর ২০১৩ ২১:৩৫623761
  • রিসার্চার নিজে সাবজেক্টকে উইদাউট কম্পেলিং রিজনস অবশ্যই আইডেন্টিফাই করতে পারেন না, লিখিত অনুমতি ছাড়া। সেই অনুমতি-ও স্পেসিফিক হতে হবে। যদি না সাবজেক্ট নিজেকে বিজ্ঞাপনী কারণে ব্যবহার করতে চান। আগের কনসেন্টটি যেমন জার্নাল স্পেসিফিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন