এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পিট সীগার - একটি যুগ

    s
    গান | ২৯ জানুয়ারি ২০১৪ | ৪৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 176.147.72.159 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৭:৪৪628147
  • পিট সীগার ৯৪ বছর বয়সে চলে গেলেন। একটি যুগের অবসান হল। সেই ভালোলাগা গানগুলো আবার মনে পড়ছে নতুন করে।
  • s | 176.147.72.159 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৭:৫০628243
  • <
  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৮:০৭628254
  • Pete Seeger : Turn Turn Turn , If I Had A Hammer, We Shall Overcome
  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৮:০৯628265
  • Where have all the flowers gone?

  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৮:৩০628276
  • উইকি বলছে ১৭ বছর বয়সে ১৯৩৬ সালে ইয়ং কমউনিস্ট লিগে যোগ দেন আর ১৯৪২ সালে কমঊনিস্ট পার্টি ইউএস এর মেম্বার হন। অ্যালম্যানাক সিংগার্স গ্রুপে এর পরের কবছর সাড়া জাগানো সঙ্গীত পরিবেশন করেন। তখনকার রাজনৈতিক আবহাওয়া, নাজি জাগরণ, রুসভেল্টের ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যাক্ট, সিভিল রাইট্স মুভমেন্ট এবং সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পিট সীগারকে পুরোদস্তুর রাজনীতির মধ্যে টেনে আনে। তারপর স্প্যানিশ সিভিল ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ প্রভৃতি নানা ঘটনায় পিট জরিয়ে পড়েছেন গান দিয়ে। তবে কমিউনিস্ট পার্টির সঙ্গে সরাসরি যোগাযোগ বোধহয় ১৯৫০ নাগাদ ক্ষীণ হয়ে আসে।
    কিভাবে পিট সীগারের মুল্যায়ন করা হবে রাজনীতিক হিসাবে না গায়ক হিসাবে? শুধু পপ গায়ক বা ফোক সং গায়ক হিসেবে না আমাদের ভাষায় জীবনমুখী গায়ক হিসেবে?
    আলোচনা চলুক।
  • aranya | 78.38.243.161 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১১628287
  • শুনছি এখন - Where have all the flowers gone?
  • lcm | 118.91.116.131 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৪628298
  • এইখানে দিয়ে দিই - ক্যুইজ -
    পিট সিগার, কবি রবার্ট ফ্রস্ট এবং বিল গেট্‌স - এদের মধ্যে কমন কী?
  • কল্লোল | 125.242.148.93 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৬628309
  • ওনার সাথে পরিচয় কতো কতো কালের। আমরা করবো জয়, গাইছি যবে থেকে।
    তখন রেকর্ডের যুগ। কুল্লে একখানা রেকর্ড পেয়েছিলাম পল রোবসনের। তাও ঝেড়ে দেওয়া। যাদবপুরের সানাইএর থেকে আমি আর একজন যদুপুরিয়া (সে এখন নিম বিখ্যাত, তাই নাম নিলুম না) যৌথভাবে ঝেড়ে দিলুম। তখন সবই যৌথভাবে হতো। শুনছি ওল ম্যান রিভার, সামটাইমস আই ফিল লাইক আ মাদারলেস চাইল্ড, জো হিল, সুইং লো সুইট চ্যরিয়ট, ভোলগা বোট সং, ফোর রিভারস, উই আর অন দ্য সেইম বোট ব্রাদার................. আর ক্ষিদে বেড়ে যাচ্ছে। এমন সময় হাতে এলো (ততোদিনে রেকর্ড যাবো যাবো, ক্যাসেট এসেছে) গোল্ডেন ফোকস। তাতে পিট সিগারের গাওয়া উই শ্যাল ওভারকাম, ইফ আই হ্যাড আ হ্যামার আর হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন।

    যদি থাকতো একটা মাদল
    আমি বাজাতাম সারাদিন
    আমি বাজাতাম সারারাত
    সারা দেশ জুড়ে
    দূর হয়ে যেতো যতো ভয়
    আর দূর হতো সংশয়
    ফিরে আসতো ভালোবাসা সবার বুক জুড়ে
    #
    যদি থাকতো একটা বাঁশি
    আমি বাজাতাম সারাদিন
    আমি বাজাতাম সারারাত
    সারা দেশ জুড়ে
    দূর হয়ে যেতো যতো ভয়
    আর দূর হতো সংশয়
    ফিরে আসতো ভালোবাসা সবার বুক জুড়ে
    #
    যদি থাকতো একটা গান
    আমি গাইতাম সারাদিন
    আমি গাইতাম সারারাত
    সারা দেশ জুড়ে
    দূর হয়ে যেতো যতো ভয়
    আর দূর হতো সংশয়
    ফিরে আসতো ভালোবাসা সবার বুক জুড়ে
    #
    আছে সেই মাদল আছে
    আর আছে সেই বাঁশি
    আর আছে সেই গান
    সারা দেশ জুড়ে
    বাজে মুক্তির মাদল
    বাজে ন্যায়ের বাঁশি
    গাই ভালোবাসার গান
    সবার বুক জুড়ে

    এরকম একটা অক্ষম অনুবাদ করেছিলাম।
    এখানে থাক তাঁর প্রতি সামান্য শ্রদ্ধাঞ্জলি হিসাবে
  • Tim | 188.91.253.21 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৫628320
  • কাল রাতে শুনলাম টার্ন টার্ন টার্ন।
    প্রথমবার বইমেলায় এসেছিলেন যখন, কাগজে ওনার কথা পড়েছিলাম (নাকি তার আগেই, মনে পড়ছেনা)। অনেক পরে গান শুনেছি ভালো করে। জলসায় সবাইকে দিয়ে গান গাইয়ে নিতে পারতেন অবলীলায়। সবাই সুরে বেসুরে মেঠো গান গাইছে, অপূর্ব্ব অনুভূতি। উইভার্স এর অনুষ্ঠানের যে ছিঁটেফোঁটা নেটে পাওয়া যায়, খুঁজে খুঁজে দেখেছি। স্রেফ গেয়ে যাওয়ার আনন্দ, বন্ধুত্বের আনন্দকে বাড়িয়ে দিচ্ছে গান। হাঁ করে ইউটিউবে ওঁর লাইভ পারফরম্যান্স, টিভিতে করা অসাধারণ সাক্ষাৎকারগুলো দেখতে দেখতে একাকীত্বের সপ্তাহান্তগুলো কেটে যেত। কি চমৎকার প্রাঞ্জল কথাবার্তা, কত গল্প, ইতিহাস, মানুষের জন্য ভালোবাসা, জীবনকে ভালোবাসা এই মানুষটির মধ্যে।
    ফর এভরিথিং.....
  • a x | 86.31.217.192 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৩628148
  • কল্লোলদা! সানাইদাদারা আমাদের পাশের বাড়ি ছিল। ছোটবেলার অনেক সময় ওদের বাড়িতে।
  • কল্লোল | 125.242.148.93 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৮628159
  • অক্ষ।
    এই রে! বলে দিস না আবার। ও এখনো জানে না।
  • a x | 86.31.217.192 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৯628170
  • ওর ভাইএর সাথে ভালোমত যোগাযোগ আছে এখনও ঃ-))
  • Sectumsempra | 125.112.74.130 | ২৯ জানুয়ারি ২০১৪ ১১:০৪628181
  • এই আর্টিকলটা দিয়ে যাই -

    http://ithink-therefore-iam.blogspot.in/2006/07/article-from-new-yorker.html

    কয়েক বছর আগে নিউ ইয়র্কারে বেরিয়েছিলো, কিন্তু এখন পড়তে চাইলে সাবসক্রিপশন লাগবে। আমি আমার ব্লগে তুলে রেখেছিলুম, কাল রোবুর জন্যে খুঁজে বের করেছি। এখানেই পড়েছিলুম - অন্ধকার বর্ষার রাতে আশি বছরের ওপর বয়সের লোকটা একলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যুদ্ধবিরোধী একটা প্ল্যাকার্ড নিয়ে - গাল্ফ ওয়ারের সময়। পীট সীগারের কথা ভাবলে সবার আগে এইটা মনে পড়ে।
  • শিবাংশু | 127.197.245.147 | ২৯ জানুয়ারি ২০১৪ ১১:৩৭628192
  • পীট সীগর একটা ধারণা । ঐ রকম এক-আধটা ধারণার জোরেই স্বার্থসন্ধ মার্কিন সভ্যতা এতো অন্যায়-অবিচারের ইতিহাস নিয়েও মাটির উপর এখনও টিকে রয়েছে ।
    তাঁর পুত্র ড্যান সীগর বলেছিলেন তাঁর পিতা একজন 'ট্রু পেট্রিয়ট'। সম্ভবতঃ ইদানিং কালের একমাত্র 'পেট্রিয়ট' মার্কিন, যিনি সারা পৃথিবীর ভালোবাসা পেয়েছিলেন ।

    আমরা আরো একটু গরিব হয়ে গেলুম ।

  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ১১:৪২628203
  • লসাগুদাঃ হারভার্ট ড্রপাউট?
  • শ্রাবণী | 127.239.15.117 | ২৯ জানুয়ারি ২০১৪ ১১:৪৪628214
  • দাদা একটা ওয়াকম্যান কিনে আনল প্রথম ( পুরোটা না হলেও কিছুটা সত্ত্ব ছিল) আর একটা রেকর্ডেড ক্যাসেট, অনেক গানের ভিড়ে "হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ারস গন) .......তারপরে আরো অনেক গান এসেছে কিন্তু কিছু গানের সাথে এই গান কেমন যেন সঙ্গে রয়ে গেছে। এখনো রেকর্ডেড সিডিতে, গাড়িতে বাড়িতে , কম্পুতে সর্বত্র! :(
    পিট সীগারের গান, দুশ্যন্তকুমারের কবিতা, কিছু না বুঝেই "জোর জুল্ম কে টক্কর মে" "হেই সামালো" আওড়ানো, দাদার চুলের মত সব কিছু সাদা হয়ে আসছে.....................সাদা ক্যানভাস! :(
  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৪628225
  • পিকস্কিলের বামবিরোধী ও বর্ণবৈষমী দাঙ্গার বিবরণ। পিট সিগারের নিজের ভাষ্যও আছে।


    পিট সীগার - This land is your land এই দেশ তোমার


    কলেজের র‌্যাগিং পিরিয়ডে একদিন দুপুরবেলা হোস্টেলের ৪ তলায় একজন বিশেষ দাদার ঘরে ডাক পড়ল। একটু এদিক সেদিক আলাপ হবার পর, 'তুই নাকি ভালো নাচতে পারিস?'।
    আমি সলজ্জ মুখে 'এই আর কি।'
    'তাহলে শুরু কর।'
    'নাচ?'
    'ইয়েস'
    'কিন্ত গান কই?'
    'ঐ যে বিছানার ওপর ক্যাসেট আছে, চালা'
    'এতো পিট সিগার।'
    'তাতে কি হয়েছে, ওর সঙ্গেই নাচ। সারা দুনিয়া নাচছে তুই কোন বাল।'
    অগত্যা পিট সিগারের এই গানটার সঙ্গে একটু রবিন্দ্রনাচ, একটু বাউল, একটু ব্রেক আর একটু ভাসান মিলিয়ে ৫ মিনিটের অভিনব কোরিয়োগ্রাফি।
  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৯628236
  • কল্লোলদা - তোমার ভাষায় টুপি খুলে সেলাম। ইফ আই হ্যাড এ হ্যামারের এর থেকে সুন্দর অনুবাদ বোধহয় সম্ভব নয়।
  • রোবু | 213.147.88.10 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১২628242
  • অনুবাদটা ভালো হয়েছে। হেমাঙ্গ বিশ্বাস এর একটা ছিল না? 'আমার যদি সেই হাতুড়িটি থাকত'?
  • lcm | 118.91.116.131 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৪628244
  • অনুবাদটা ভালো।
    এস, হ্যাঁ পিট সিগার-ও ছিলেন হার্ভার্ড ড্রপ আউট।
  • s | 182.0.249.87 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৯628245
  • অজ্জিতের লিংকটা পড়লাম। দারুন আর্টিকেল। উইকির বাইরে সীগারকে জানতে হলে অত্যন্ত দামী লেখা।

    এখানে অংশবিশেষ তুলে দি।
    Seeger is eighty-six—he was born in May of 1919. He and his wife, Toshi, who is half Japanese, live in Beacon, New York, about sixty miles north of Manhattan. They have been married for sixty-three years. Their house is remote and surrounded by woods. Seeger chops wood almost every day and complains when he can't. The woods around the house are so clean that it is as if someone had gone through them with a broom. Trying to recall a name or a fact, he sometimes places his hand over his forehead and closes his eyes. When he speaks at any length, he tends to look into the middle distance, as if reading the words there. He has a sharp nose and full, round cheeks. His eyes are blue and heavily lidded and so small that he seems to be regarding a person from some remove. His conversation passes quickly from one subject to another, as if many things were occurring to him at once. He never aspired to a career as a singer, and he dislikes being so well known. Celebrity, he thinks, comes for most people at the expense of others, whose accomplishments are more practical and serious.

    শেষের দুটো লাইন কোনো সেলিব্রিটি মনে করতে পারে সেটাই আশ্চর্য্য, তাও আজকের যুগে, তাও আমেরিকায় যেখানে বিখ্যাত আমেরিকান ড্রিমের এত জয়জয়কার। যেখানে ১৫-১৮ বছরের গায়িকারা মাল্টি বিলিয়নিয়র হয়ে যাচ্ছে।
    আর তোশী দেখলাম গত বছর মারা গেছেন। সেই একাকিত্বের জন্যই পিট চলে গেলেন কিনা কে জানে।
  • Ekak | 24.99.233.21 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৪৮628246
  • আমার এক বন্ধু কে লেখা পীট-এর একটা চিঠি শেয়ার করব যদি তার অনুমতি পাই । সে নিজে শিল্পী । একগুচ্ছ মানসিক বিষাদ নিয়ে লিখেছিল । উত্তরে পীট সংক্ষিপ্ত কিন্তু ভীষণ টাচি একটি চিঠি লেখেন ।
  • AP | 24.139.222.45 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৭:৫৬628247
  • কবীর সুমনের স্মৃতিচারণ ঃ এখানেই থাক। সেই অনুষ্ঠানের কথা কাগজে পড়েছিলাম তবে তার পেছনে এত ঘটনা ছিল জানতাম না !
    http://ebela.in/paper/16-9-29@[email protected]
  • b | 24.139.196.6 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৮:৫৭628248
  • সেক্টুসেম্পেরা, আপনার লিংকটি শেয়ার করা যাবে? ফেবু ইত্যাদিতে?
  • Sectumsempra | 192.66.15.202 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৯:২৯628250
  • স্বচ্ছন্দে
  • S | 118.28.80.109 | ২৯ জানুয়ারি ২০১৪ ২০:৪০628251
  • মনে রাখার মত একটা অবিচুয়ারি - There Was No ‘I’ in Pete Seeger.
    লেখাটার শেষে একটা অসাধারণ ভিডিও আছে। পিট সিগারের গলায় To my old brown earth

    http://www.vulture.com/2014/01/rosen-there-was-no-i-in-pete-seeger.html
  • anirban | 208.128.201.208 | ২৯ জানুয়ারি ২০১৪ ২৩:৫০628252
  • এইখানে অনেক্গুলো দারুন ইন্টারভিউ আছে।
    http://www.democracynow.org/special/pete_seeger_on_democracy_now

    আরেকটা পডকাস্ট ছিল - যেখানে পুরো ইতিহাসটা ছিল (অ্যালম্যানাক সিঙ্গারস-এর শুরু, ম্যাকার্থি-এরার সময়কার কথা, ইউনিয়ন-আন্দোলনের গান - সমস্ত নিয়ে দারুন প্রোগ্রাম) - খুঁজে পেলে দিয়ে দিচ্ছি এখানে।
  • Tim | 12.135.61.46 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৮628255
  • গতকাল থেকেই কয়েকটা প্রশ্ন উঁকি দিচ্ছে। আজ একচোট তক্কোও হয়ে গেল।
    আধুনিক প্রজন্মের কাছে পিট সীগার কতটা জনপ্রিয়? আমার পরিচিত যারা অ-ভারতীয় তাদের কাউকেই দেখলাম না তেমন হেলদোল আছে। তাই দেখে আমার মনে হচ্ছে অনূর্দ্ধ ত্রিশ প্রজন্ম পীট সীগার শোনেনা। সত্যি?
    একজনের সাথে আজ এই নিয়ে তক্কো। তাতে সে দাবি করলো এই প্রজন্ম এমনিতেই যথেষ্ট সচেতন, তাই তাদের গান শুনে চেতনা আনার দরকার নেই। গান গেয়ে বা শুনেও অনেকেরই চেতনা আসেনা।
    আরেকটা দাবি হলো, এখন সব কিছুই এমন বহুস্তরীয় এবং ধূসর, যে পীট সীগারের মত সরল রাজনীতির মানুষ প্রাসঙ্গিকত হারিয়েছেন।

    আমার গুরুর বাইরের বন্ধুরা কেউ কিছু লেখেননি পীট সীগার নিয়ে। শুনেছে বলেও জানিনা এইসব গান। কারুর কারুর ক্ষেত্রে জানি তাদের বাবা-মা শুনতো, তারা শোনেনা। উত্তর খুঁজছি। আরো বড়ো প্রশ্ন, যারা শিক্ষিত, পীট সীগার শোনেনা, এদিকে সেনসিটিভ, সচেতন, তারা কি শোনে? অন্য কোন অপশন আছে, নাকি দরকার নেই বলে কাটিয়ে দিয়ে লেডি গাগা শুনছে? আমার স্যাম্পল সেট ছোট, জাজমেন্টাল হয়ে যাবার আশংকা, তায় আমি বায়াস্ড বলে গাল খাচ্ছি। সবার অভিজ্ঞতা কী এই বিষয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন