এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পিট সীগার - একটি যুগ

    s
    গান | ২৯ জানুয়ারি ২০১৪ | ৪৪৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.147.88.10 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩৪628256
  • আমার ক্ষেত্রে, গুরুর বাইরের বহু বন্ধুও শোনে। লিখেছেও প্রচুর। বাকী গুলো আর কিছু বলব না, উত্তরগুলো জানিও না।
  • Tim | 12.135.61.46 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩৮628257
  • ডিঃ লেডী গাগা প্লেসহোল্ডার।

    আদৌ কোনদিন তরুণ প্রজন্ম (গত কুড়ি বছরের মধ্যে) পীট সীগারের ফ্যান ছিলো কিনা জানতে ইচ্ছে করছে। তাই এত কথা। ব্যক্তিগতভাবে আমার মনে হয় গানের বিষয়ের (যা কথার উৎস) বেশ খানিকটা পরিবর্তন এসেছে। অন্তত পপ মিউজিকের ক্ষেত্রে। এত কম বুঝি আর পড়াশুনো যে শিওর নই, কিন্তু টপ টেন চার্টের গানের মধ্যেও তফাৎ বেশ অনেকখানি (কুড়ি বছর আগের আর পরের গানের)। সাধারণ মানুষের জেবন বেশি স্ট্রেসফুল হয়ে গেল বলে তার প্রভাব? রিলেশনশিপ ওরিয়েন্টেড গান বেশি হওয়ার মূল কারণ কি তাই? ইন্ডিভিজুয়ালিজমের প্রভাব? মানে সবাই দ্বীপের মত জেবন কাটাচ্ছে, তাই সমষ্টির গান টানছে না কাউকে?

    আমার মাথায় এইসব থিওরি আসছে। শুনি এবার বাকিরা কি বলে।
  • Tim | 12.135.61.46 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৪১628258
  • আমি মূলত যাদের কথা বলছি তারা ভারত এবং ভারতের বাইরে থাকা লোক (আম্রিকা ধরে)। বিদেশীরাও ইনক্লুডেড।
  • a x | 138.249.1.194 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৪৬628260
  • পিট সিগার তো গত প্রজন্মেরই, এই প্রজন্ম শুনবে কেন? আমার মেয়ে শোনে, আমি শোনাই বলে। আমি রোবসন, সিগার এসব শুনেছি আমার বাবা মা শুনিয়েছে বলে। কিন্তু ইন জেনেরাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক গানের পরিধিই তো সীমিত। হেমাঙ্গ বিশ্বাসই বা কজন শোনে? তাও যদি দেশভক্তি টক্তি হয় তাহলে একরকম, ইউনিয়ান ইত্যাদি নিয়ে গান হলে তো খুবই মুশকিল। বাঙ্গালীদের মধ্যে সিগারকে পরিচিতি দেবার জন্য সুমনের কিছুটা কৃতিত্ব আছে বোধহয়? আর এদিকে আমার গুরুর বাইরের বন্ধুরাই বেশি লিখেছে/বলেছে সিগারকে নিয়ে ;-)
  • রোবু | 213.147.88.10 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৪৬628259
  • পিট সীগারের কোনোদিনই তেমন প্রচুর ফ্যান ছিল না।
    তবে আজও কোলকাতায় এলে যে কোনো অডিটোরিয়াম ভর্তি হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বলতে পারি।
  • Tim | 12.135.61.46 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৫৩628261
  • আমার অগুরু বন্ধুভাগ্য ভালো নয় দেখছি ;-)
  • Ekak | 132.178.207.172 | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:২৭628262
  • পীট সীগার একজন খুঁজেপেতে শুনবে কেন ? খুঁজেপেতে আন্ডার লাইনড ।
  • Ekak | 132.178.207.172 | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৩৮628263
  • আর লেডি গাগা র বেপারটা বুঝলুম না । কন্ত্রালত সিঙ্গার হিসেবে ওরকম থার্ড অক্টেভ -এ গাওয়ার ক্ষমতা শুধু নয় , গাগা র জীবন এবং সঙ্গীত ও একটা তীব্র রাজনৈতিক আখ্যান । সে আখ্যান আমদের পছন্দ না হতে পারে সেকথা আলাদা ।
  • a x | 138.249.1.206 | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:১২628264
  • গাগা'র ব্যাপারে একককে ক।
  • Bhagidaar | 216.208.217.6 | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৪০628266
  • গাগা'র ব্যাপারে আমিও ক দিলাম।
  • riddhi | 146.165.223.61 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৩:০৬628267
  • কলেজ ফাংশান ছাড়া এসব কোনকালে শোনা হয় নি। বাড়িতে মিউসিকাল এন্টারটেনমেন্টের তিনটে ধারা ছিল- ১) দাদুসঙ্গীত ২) দাদুসঙ্গীত ৩) দাদুসঙ্গীত। তাই সিগার, রোবসন, লেনন প্রায় গুলিয়ে যেতঃ( তিনজনেরি এক পিস করে গান ঠিকঠাক জানি, লেননের- ইমাজিন, সিগারের উই শাল ওভারকাম, আর রোবসনের- ওরা জীবনের গান গাইতে দেয় না। (এটা রোবসনকেই লেখা!! আরেকটা ছিল, ভুলে গেছি) এদেরমধ্যে লেনন সবথেকে পছন্দের। ওনার একটা ভালমানুষ দেখতে জাপানী বৌ ছিল।
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ০৩:১৩628268
  • আমার ব্যক্তিগতভাবে মনে হয় গান-কে, শুধু গানকে কেন যেন আর্ট ফর্মকেই ছবি, সাহিত্য, নাটক, সিনেমাকে আগে সেই ফর্মের ভাল স্পেসিমেন হয়ে উঠতে হবে। শুধু পলিটিকাল পশ্চারিং দিয়ে কোন আর্টকে জাস্টিফাই করা শক্ত। এই ফর্মগুলো তো বাহন। গাড়িতে বিস্তর ভাল জিনিস ভরে দিলাম, কিন্তু গাড়ি গন্তব্যেই পৌঁছল না - সেরকম হলে এদিকও গেল, ওদিকও গেলে। না হল গান, না হল পলিটিক্স।

    এখন মুশকিল হচ্ছে সীগার, গাথরি, ডিলান, বায়েজ - এনারা আইকন। কিন্তু এনারা যে ফর্মের গান করেন সেটা আজকের দিনের লোকের কাছে খুব আকর্ষণীয় নয়। কটা লোক আর ফোক শোনে? আমি নিজেই অ্যামেরিকান ফোক তিন-চারটের বেশি শুনতে পারিনা। আমার সঙ্গীতিক ধৈর্য খুব কম নয়, তবুও। সীগার যখন সীগার হয়েছেন, গাথরি যখন গাথরি হয়েছেন, ডীলান বা বায়েজ যখন আইকন হয়েছেন তখন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অন্য। সে গান এখন নতুন কোন বার্তা আনেনা।

    আর একটা ব্যাপার লোকগানে একটা "লোক"-এর ব্যাপার আছে। এগুলো অ্যাব্স্ট্র্যাক্ট রাজনীতি নয়, প্রত্যক্ষ ব্যাপার। সীগার "হোয়্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ারস গন" গাইছেন, সেটা তখন লোকের একটা র-নার্ভকে স্পর্শ করছে। ম্যাকার্থারিজমের সময় যখন গাইছেন "হোয়্যাট হ্যাভ ইউ লার্নট টুডে" - সেটা লোকের র নার্ভকে স্পর্শ করছে। ডীলানের গান, বায়েজের গান, গাথরির গান এগুলো দেশকালের গান। সর্বজনীনতা খুঁজে পেতে চাইলে পাওয়া যায়, কিন্তু তার জন্যে এই গান নয়। আমাদের কাছে সে গানের কনটেক্স্ট কোথায়? আমাদের বন্ধু-পরিবারের কে কবে যুদ্ধে গিয়ে আর ফেরেনি যে "হোয়্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার" আমাদের ইন্টালেকচুয়াল লেভেলের বাইরে গিয়ে গাটে ধাক্কা মারবে? মিউজিকোলজির দিক দিয়েও গানগুলো প্রায়-বিরক্তি-উৎপাদনকারী-রকম সরল এবং ভারতীয় কানে বিজাতীয়।

    বাঙালীদের কথা ছাড়। চিরকাল পুরোন ঘি আর অন্যের মুখে ঝাল খেয়ে গেলাম। ডিলান, সিগার, রোবসন প্রমুখের নাম তাও জানা ছিল হয়তো। সুমন বলার আগে কটা লোক গাথরির নাম শুনেছে? ঠিক আছে সুমনের মাধ্যমে শুনল ঠিক আছে। গানও শুনল। কিন্তু সেখানেই থেমে যাচ্ছে কেন? আমি খুব কারুকে জ্যাজ নিয়ে কথা বলতে শুনিনা - যা তর্কযোগ্যভাবে সঙ্গীতে সর্বশ্রেষ্ঠ মার্কিনি অবদান। কিছু লোক নিশ্চয়ই বলে, কিন্তু তুলনায় অনেক কম।

    এর থেকে আমার মনে হয় এই ডিলান-সীগার-অমুক-তমুক অনেকটাই হুজুগ। সাঙ্গীতিকভাবে এ গান অধিকাংশ বাঙালীকেই - যে কোন জেনেরেশানই হোক - সেরকম উদ্বুদ্ধ করে না, যেরকম করে না এর রাজনীতি। যেকোন আর্ট ফর্ম কোন একটা জায়গায় আবেগে ঘা না দিলে, ইন দ্য লং রান, দাঁড়ায় না। শুধু ইন্টালেকচুয়ালিজম দিয়ে আর্ট হয় না। গান-বাজনা আদতে একটি আর্ট ফর্ম।
  • a x | 138.249.1.198 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৪:১০628269
  • অ্যাঁ? ডিলান, বায়েজ তো প্রচুর প্রেমের গান, এক্সিস্টেনশিয়াল অ্যাংস্টের গান গেয়েছে। বরঞ্চ ডিলান যুদ্ধের গান তেমন গাইলেন না বলেই তো লোকে খচে গেল!

    অন্যদিকে সিগার প্রচুর প্রচুর বাচ্চাদের গান লিখেছেন, গেয়েছেন।

    আর আম্রিকায় ফোক শোনার লোকের অভাব আছে বলে মনে করিনা। নিউপোর্ট ফোক ফেস্টিভালে প্রতিবছর রেকর্ড অ্যাটেন্ডেন্স হয়।

    দেশকালের বাইরে গিয়ে সিগার গাথরি শুনতে হবে এমন তো না, সিগার গাথরি আমাদের না, IPTA আমাদের, হেমাঙ্গ বিশ্বাস আমাদের, সেই গানগুলোর কনটেক্স্ট প্রবল ভাবে আছে।
  • a x | 138.249.1.202 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৪:১২628270
  • আর সার্বিক ভাবে পপ মিউজিক ছাড়া কোন গানেরই বা বিশাল রিসেপশন, দেশ, প্রজন্ম জুড়ে?
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ০৪:৪২628271
  • ঠিক কথা। পপ ছাড়া সব গানই প্রজন্ম-থেকে-প্রজন্ম পপুলার থাকে না। তাহলে আর এই প্রজন্ম সীগার শুনল বলে হাহুতাশ করা কেন?

    অবশ্য পপ, সত্যি বলতে সঙ্গীতের দিক থেকে তো কোন বিশিষ্ট জঁরা নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটা বদলায়। সব জঁরার মতন ফোকেরও একটা ক্যাপটিভ অডিয়েন্স আছে। অ্যামেরিকান ফোকের অ্যামেরিকায়, দিশি ফোকের দেশে। যদিও পৌষমেলার ভিড় দিয়ে রাঢ়ের গানের পপুলারিটি আমি মাপব না। তাও বাংলায় (মেকি) ফোকের একতা বড় অডিয়েন্স আছে। যদিও কলকাতায় যে মেকি ফোক চলে - সে স্বাগত থেকে ভূমি - সেও তো পপ। কিন্তু তাতে ফোকের কিছু এলিমেন্ট আছে। রবীন্দ্রসঙ্গীতও সেই হিসেবে আদতে পপ গান।

    সীগার-ডিলানের যা আইপিটিএ, হেমাঙ্গ বিশ্বাসে সেই একই কিছু অসুবিধে আছে। মিউজিকোলজিকালি রিচ নয় হেমাঙ্গর গান, আর প্রাসঙ্গিকতাও বা কী? "মাউন্টব্যাটন সাহেব" শুনে কার কী মনে হবে? ইপ্টাও তাই। তাও ইপ্টায় মিউজিকোলজিকালি রিচ গান তৈরি হয়েছিল। কিন্তু তারও আজকে ঐতিহাসিক ছাড়া মূল্য কী?
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ০৪:৫০628272
  • মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি মিডিয়া পাম্প না করলে এ গানের সময় ফুরিয়েছে, অর্গ্যানিকালি মৃত্যু যেটা ঘটছে সেটা মেনে নিতে হবে। তার মানে কী এ গান আর কেউ শুনবে না? খুব ছোট ছোট পকেট থাকবে যারা তাদের নিজস্ব ও ব্যক্তিগত কারণে এ গান শুনবে। কিন্তু সে পকেটও ক্রমশঃ ছোট ছোট হবে। আমাদের জেনেরেশন তো অমর নয়।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:০৬628273
  • পিট সিগার যতটা না গায়ক হিসেবে বিখ্যাত তার থেকে বেশী অ্যাক্টিভিস্ট হিসেবে। কোল্ড ওয়ারের যুগে অ্যামেরিকান কম্যুনিস্ট - এক বিরল প্রজাতি। জন ডেনভার বা বেলাফন্টের নাম যেভাবে পশ্চিমি ফোক গানের আলোচনায় আসেই, সিগার ঠিক সেভাবে নয়।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:১৯628274
  • তবে টিম একটা কথা ঠিক বলেছে, পিট সিগার কেউ খুব একটা শোনে না, পঞ্চাশের দশকে কিছু গান জনপ্রিয় হয়েছিল ... আমেরিকান-দের মধ্যেও অনেকেই জানে না, মিডিয়ায় সেরকম খবরই নেই, যারা ফিফ্টিজ-সিক্সটিজ বা সিভিল রাইট্‌স মুভমেন্টের সময়কার গানবাজনার কথা মনে রেখেছে এমন মুষ্টিমেয় কিছু...
  • aranya | 78.38.243.161 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:২৫628275
  • প্রেমের গান হিসাবেই শুনি পিট সিগার-এর গান, 'প্রেম' একটু বৃহত্তর অর্থে, সব মানুষের জন্য ভালবাসা। সুরের ভাল মন্দ বুঝি না, কিন্তু কনটেন্টের দিক থেকে তো এমন গানের আবেদন কালজয়ী হওয়ার কথা..
    অন্যের কথা না ভেবে ব্যক্তি মানুষ যদি শুধু নিজের কথা বা বড়জোর নিজের পরিবারের কথা ভাবে - 'আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি' - সে বড় দুর্দিন
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩৪628277
  • মিউজিকলজিকালি রিচ কিনা তা বিচার করার আমার ক্ষমতা নেই, কিন্তু সিগার, ডিলার এদের গান শুধু একটা সীমিত অডিয়েন্সের মধ্যে থেকেছে একথা ভুল। জেনেরশনস অফ মিউজিশিয়ান এদের দ্বারা প্রভাবিত ও অনুপ্রাণিত এবং তারা ফোকের লোকও না। এছাড়া আর কারো গান এতদিন ধরে এত প্রাসঙ্গিক হয়েছে বলে তো আমার জানা নেই। আজও সারা পৃথিবীতে বিক্ষোভে, প্রতিবাদে এই এতবছর ধরে পিট সিগারের গান গেয়েছে ও গাইছে লোকে। একেবারে মিডিয়ার কোনো সাহায্য ছাড়াই। ইনফ্যাক্ট মিডিয়া ব্লকেডের মুখে দাঁড়িয়ে।

    শুধু উই শ্যাল ওভারকামের কথা বলছিনা। এই ভিডিওটা দেখতে বলব। দুই বছর আগে, নরওয়ে। একটা উদাহরণ মাত্র।

  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩৭628278
  • কালজয়ী গান তো শুধুমাত্র মানবতাবাদী লিরিক্‌স, বা, সার্বজনীন প্রেমের কথা দিয়ে হয় না।
    কিছু সিলেক্টেড গান হয় - উই শ্যাল ওভারকাম হয়েছে (সিগার নিজেও এই গানটি বহুবার গেয়েছেন, লিরিক্‌স বদল করেছেন), ব্লোয়িং উইথ দ্য উইন্ড হয়েছে। খেয়াল করলে বোঝা যাবে, কথা বাদ দিলেও, এই দুটি গানের সুর কিন্তু ঠিক ফ্ল্যাট নয়, মানে বেশ মিউজিক্যাল।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪১628280
  • এটা ঠিক, প্রতিবাদের ভাষা হিসেবে সিগার/ডিলান/বায়েজ...দের গান -- অনেককে প্রভাবিত করেছে। এ নিয়ে তক্কো নেই। কিন্তু, তা বাদে স্রেফ সঙ্গীতের জাদুতে অনেকে প্রভাবিত হয়েছে, এতা একটু...
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪১628279
  • একটা লোক একা কি গেয়েছে, এবং এখন কীভাবে রিসিভড হচ্ছে শুধু সেটাই দিয়ে তো তার মূল্যায়ন হবেনা, তার জন্য পরবর্তী প্রজন্মর গুলো কী হয়েছে সেটাও দেখা দরকার। গোদার লোকে দেখেনা, নাম শোনেনি। তারান্তিনো লোকে হেবি জানে টানে ও দেখে। কিন্তু গোদার না থাকলে হয়ত তারান্তিনোই হতনা।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪৩628281
  • এটাতে পুরোপুরি একমত নই। গোদার না থাকলে ট্যারান্টিনো হত না, বা, সিগার না থাকলে ডিলান হত না --- এগুলো এভাবে বলা যায় না।
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৪628282
  • ঠিক আছে। তাহলে এটাতে সবাই একমত যে পিট সিগারের আবেদন মূলত বিগত প্রজন্মের কাছে। এতে পিট সিগারের কৃতিত্ব কিছু ছোট হয়ে যাচ্ছে বলে আমি করি না। কিন্তু আমার প্রশ্ন হল তাহলে বর্তমান প্রজন্ম কি শুনছে? এই প্রজন্মের সচেতনতা কম এমনটা আমি মানি না। নিশ্চয়ই এমন কিছু কাছে যা শুধুই পপ নয়, কিন্তু তাদের অ্যাপিল করছে। কালজয়ী হতে হবে না। আপাতত শুধু সমকালীনই হোক। সেটা কি? হদিস পেলে আমিও একটু শুনতাম!
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৯628283
  • বর্তমান প্রজন্মকে শোনালেই হয়তো শুনবে। হাওয়ায় তো আগ্রহ তৈরী হয় না - আগে স্বাদটা পেতে হয়। আমার ছেলে দিব্যি পছন্দ করে পীট সীগার - কারণ আমি ওকে শুনিয়েছি।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪২628285
  • হুচে কোন দেশের প্রজন্মের কথা জিগাচ্ছে? আম্রিকান? র‌্যাপ, হিপ হপ, মেটালকোর, পোস্ট পাংক এসবও শোনে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪২628284
  • ব্যাপারটা ঠিক প্রজন্ম নয়, কোন প্রেক্ষিতে এই গান মানুষ গাইছে/শুনছে। প্রতিবাদের ভাষা হিসেবে যখনই গানের ব্যবহার হবে, তখনই এইসব গান আসবে। আর, প্রতিবাদ/প্রতিরোধ ব্যাপারটা তো চিরকালীন, সুতরাং সেই হিসেবে এসব গানো চিরকালীন।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৬628286
  • খুব কম। খুব কম শোনে।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৮628288
  • সব গান প্রতিবাদী কোথায়? স্কিপ টু মাই লু বা মেইল মাইসেল্ফ টু ইউ - সাধারণ জীবনযাত্রা নিয়ে গান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন