এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পিট সীগার - একটি যুগ

    s
    গান | ২৯ জানুয়ারি ২০১৪ | ৪৪৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.242.154.136 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫০628322
  • আমার এখনকার বিদেশী গান খুব শোনা হয় না। তবু ঐ বন্ধু পুত্রের দৌলতে র‌্যাপ শুনছিলাম। বেশ কিছু র‌্যাপের কথা ভালো লেগেছে। এরা নিজেদের অ্যান্টি ক্রাইস্ট বলে। নিঃসন্দেহে প্রতিবাদী গান। তবে এ প্রতিবাদ আমার মতো ৬০এর পাব্লিকের প্রতিবাদ নয়, অন্যরকম। ৬০এ বা ৭০এ আমরা যেমন ফ্লাওয়ার চিল্ড্রেন মুভমেন্ট নিয়ে মুখ বেঁকাতাম (হিপি কালচার ইঃ), বুঝতেই পারিনি ওটাও প্রতিবাদ। এখন মুস্কিল হলো পৃথিবীর এই অংশে (ভারতীয় উপমহাদেশে) বড় চুল দাড়ি রাখা, গাঁজা চরস খাওয়ার সাথে যে ছবি আসে তা সন্ন্যাসী-বাউল-ফকির-যোগীর, যাদের সাথে আমরা প্রতিবাদ বলতে যা বুঝি আর কোন সম্পর্ক নাই। কিন্তু সেই চিহ্নগুলোই পাশ্চাত্যে প্রতিবাদের ধারক হয়ে উঠেছে। আবার আমার মতো কিছু বেঁড়ের সেটা বদহজম হয়েছিলো। ছেঁড়া জিনস আর পাঞ্জাবির ওপর খুব চওড়া চামড়ার বেল্ট পড়ে ঘুরে বেড়াচ্ছিলুম। পাড়ার এক দাদা বল্লে এরকম পরেছিস কেন? আমি বল্লুম - ফ্রাস্ট্রেশন। পাড়ার দাদাটি আর কথা বাড়ান নি, তাই বেঁচে গেছিলাম। কেন ফ্রাস্ট্রেশন জিগালে তানানানা হয়ে যেতো।
    এখন অবশ্য ধারনার ফারাকগুলো প্রায় নেই। তাই হয়তো বাংলা র‌্যাপও খুব প্রতিবাদী ভূমিকা নিচ্ছে (বাংলাদেশে)। আবার মজা হলো এবাংলায় বাংলা র‌্যাপ - আমি তো শুনিনি। কেউ কি হদিশ দিতে পারে এবাংলার র‌্যাপের?
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৩628324
  • সিগার ভার্সেস বিটলস বলিনি। জেনেরালি হিন্দি গানে রফি যেখানে জেনেরালি ইংরেজি গানে বিটলস সেখানে না বলেছি। সিগার ভার্সাস বিটলস বলব কেন, সিগার কি কখনও বিলবোর্ড চার্ট টপ করেছে/করবে?
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৩628323
  • আমার চেনা গন্ডির আমেরিকান (সাদা/কালো) ৯৯% --- কেউই সিগার শোনে না... অনেকে জানেও না.... ডিলান দু একটা শুনেছে...
    একজন কালো মধ্যবয়স্ক আমেরিকান বলেছিল --- সিগার/ডিলান... দে আর কাল্ট সিঙ্গার, ডিফারেন্ট ব্র্যান্ড, নট ফর এভরিবডি --- এই বলে সে জ্যাজ আর ব্লুজ নিয়ে লম্বা ভাট দিল।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৫628325
  • কাপ্‌ল অফ্‌ সিগার সংজ সোল্ড টপ ইন দ্য ফিফটিজ।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৮628326
  • উইচ ওয়ান্স? টপ ২০তে গুয়ান্তনামেরা ছিল কিছুদিন। প্রথম ১০টা গানের মধ্যে ককহনো এসেছে বলে আমি জানিনা।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৯628327
  • সেটাও ৬০'স-এ।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০১628328
  • এনিওয়ে বক্তব্য হল সিগার চিরকালই কম পরিসরে ছিলেন, আজ না। কিন্তু সেটা তো গানের জনরার জন্যই বিশেষ করে। আমার চেনা যারা অকুপাই মুভমেন্টে আছে তারা (আম্রিকানরা) ডিলান সিগার সবই শুনেছে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৫628329
  • সব কথা এত বাংলা করে লিখতে হয় !
    হিন্দি গানে রফি=জনপ্রিয়তা
    ইংরেজি গানে বিট্‌ল্‌স=জনপ্রিয়তা
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৬628330
  • ঠিক, অকুপাই মুভমেন্ট না হলে, কে আর শুনছে সিগার
  • Ekak | 24.99.146.189 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৭628149
  • ফোক বিষয়ে একটা কথা : পাশ্চাত্যে ফোক শুধুমাত্র সীগার বা দিলান-এ সীমাবদ্ধ নয় । প্রচুর অন্য ধারার গানে ফোক রয়েছে । একটার পর একটা গান ওরা তিন চার প্রজন্ম ধরে গেয়েছে, আলাদা আলাদা জন্রার শিল্পী রা এবং মিউসিকালি তাকে এনহ্যান্স করেছে । শিল্পবিপ্লব ওদের সঙ্গীত ও শ্রুতি কে দারুন ভাবে অভিযোজিত করেছে । তবেই লোকে শুনছে । এটা আমাদের বাঙালি শ্রোতা নয় যে থাকিলে ডোবাখানা একটু গীটারে বাজালেই আহ্লাদে গলে যাবে । পীট-দিলান এরা একটা প্রজন্ম যাঁরা গান দিয়ে শুরু করে এক্তিভিস্ম এ বেশি চলে গ্যাছেন । বাকিরা কিন্তু থেমে নেই । মোদ্দা কথা পাশ্চাত্য সঙ্গীত -এর জগত সমুদ্রের মত । বাঙালি একটিভিসম -এর দৌলতে কিছু সংখ্যক গায়কের প্রতি অভার্রেতেদ ভাবে ইন্ক্লায়ন্দ বলে তার বাইরে কিছু নাই ......এটা কেমন একটা লাগছে :/
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৮628150
  • মানে গান যখন প্রতিবাদের ভাষা
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১০628151
  • একক, অফ কোর্স। সিগার/ডিলানের বাইরের ফোক টাই বিশাল, সেটাই লোকে বেশী জানে ফোক বলে।
  • Tim | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১২628152
  • আইরিন মনে হয় যেন ছিলো চার্ট এ। উইভার্সের রেকর্ডিং।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১২628153
  • এলসিমের মনে হয় ঘুম পেয়েছে। বাংলা করে তো লিখতে হতনা, যদিনা সিগার ভার্সাস বিটলস লিখতেন।

    আম্মো তো বললাম একটা লোকের গান আজ কজন শুনছে শুধু সেই দিয়ে মাপা যায়না, সে আর কজন আজকের মিউজিশিয়ানকে ইনস্পায়ার করেছে সেগুলোও দেখতে হয়। ট্যারান্টিনোর বক্তব্যটা আমার না। ট্যারান্টিনোর নিজের।

    আর ব্যাপারটা এইভাবেও দেখা যায়, মুভমেন্ট হচ্ছে, হবে। তখন সিগার ডিলান ছাড়া ঐ একদুজন মাকানা। এবং এই প্রসেসে যারা থাকে, তাদের কাছে সিগার থাকেন। সিগারের থাকা, বা তার গান থাকা এই প্রসেসটার পার্ট।
  • কল্লোল | 125.242.154.136 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৬628154
  • আরে দূর সিগার-বায়েজ তো বহুদূর। কজন রণেন রায়্চৌধুরীই বা শুনেছে। কাঙ্গালিনী সুফিয়া, দিল আফরোজ রেবা, জিলা খান এসব কজন শোনে এই ভারতেই। সুফি শুনলে শোনে আবিদা পারভিন বা বড়জোর নুসরৎ ফতে আলি। জিলা বা সুজাৎ কজন শোনে। বাংলা লোকসংগীত বল্লে নির্মলেন্দু বা তার পোলারে ছাড়িয়ে বড়জোর স্বপন বসু। এখন তো আনুশা বা অর্ণবই লোকসঙ্গীত। আবদুর রহমান বয়াতী, কাঙ্গালিনী সুফিয়া, দিল আফরোজ রেবা কে শোনে।
    কিছুটা দেশ-কাল, কিছুটা মিডিয়া এই নিয়েই তো গান শোনা। সিগার-ডিলান-বায়েজ এখন কেউ শোনে কি না, তা দিয়ে এদের (সেই অর্থে কারুরই) সৃষ্টির বিচার হয় না। রবীন্দ্রনাথ, কিছুটা নজরুল শোনে আজও "কিছু" লোক। তাও মিডিয়ার একটা বড় ভুমিকা আছে। রজনীকান্ত, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল কে শোনে আজকাল?
    তাই নিয়ে হাহুতাশেরও মানে নেই।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৭628155
  • একক আর কল্লোলদা দুজনের সাথেই একমত।
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৮628156
  • আমার দিক থেকেও ক্রিটিসিজমের কিছু নেই। আমার শুধু এটা জানতে ইন্টারেস্ট - অকুপাই মুভমেন্টে (প্লেসহোল্ডার - যেকোন মুভমেন্ট হলেই চলবে) সিগার/ডিলান ছাড়া নতুন প্রজন্মের কার কার গান চলছে।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৯628157
  • ওপরে দুটো গান দিলাম যে!
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৩628158
  • অক্ষদা উইনার।

    এবার আপনার প্রতিপাদ্যটি বলে দিন। শুতে যাই।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৫628160
  • এবার বেলতলাতেও ঢুকতে দেবেনা। মানে মানে কেটে পড়ুন।
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৫628162
  • ফিয়াস্কো, মাকানা? রোবু বলছে গানের টই আছে নাকি। পারলে ওখানে তোমার পছন্দের কিছু তুলে দিও।
  • Tim | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৫628161
  • একক আর ভাগীদার কে, গাগার ব্যাপারে আমি যতদূর জানি এলজিবিটি মুভমেন্ট আর ফিলান্থ্রপিস্ট কাজকর্ম। আর কিছু আছে রাজনীতির দিক থেকে?
  • Ekak | 24.99.146.189 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৬628163
  • আর সত্যি কথা বলতে "প্রতিবাদ " একটা ভীসন লোকাল ব্যাপার । চিরকাল ছিল এবং থাকবে । কিন্তু তার সাঙ্গীতিক আবেদন কোনকালেই বিশেষ থাকে কিনা সন্দেহ । এটা ঠিক আজকে যে "প্রতিবাদী " গান টি রচিত হলো তার ক্ষেত্রেও সত্যি । অন্যদিকে একজন সামান্য শ্রোতা হিসেবে সঙ্গীতে প্রতিবাদ-বিপ্লব সব কিছু শুনতে আগ্রহী । কিন্তু সেটা সাঙ্গীতিক । মানে গানের ফর্ম ভেঙ্গে দেখাও , মেলোডি কে ছুরি দিয়ে চিরে চিরে খুন করো , প্যাটার্নে উদমা অভিনবত্ব আনো । বা এটলিস্ট জন ম্যাক্লাফেন গোত্রের কেও হও জেথ্র টুল না হলেও । লিরিক লিখবে ? কথা - কথা ? বেশ তাহলে অন্তত কোহেন হও । মানে ব্যাপারটা এই যে তোমাকে একতাল মাটি দিয়ে বলেছি প্রতিবাদী শিল্প গড় । আলটিমেটলি একটা স্কাল্পচার দাঁড় করিয়ে দেখাতে হবে যা প্রাথমিকভাবে শিল্প হিসেবেই রেবেল । যে ঘর ভাঙ্গতে পারেনি সে পর কি ভাঙবে ? এবার ওই মাটি তাল পাকিয়ে দর্শকের দিকে ছোঁড়া যায় । সাময়িক খুব খাবে । গঙ্গায় গা ধুয়ে ফেললে ধুয়ে বেরিয়ে যাবে । সময় ।
  • Bhagidaar | 218.107.71.70 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৭628164
  • - এলজিবিটি তো এখন বড় সোশাল ইস্যু!
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৯628165
  • ওকল্যান্ড ডাউনটাউনে আপিসের একদম কাছেই ছিল অকুপাই মুভমেন্টের অনেক তাঁবু। নো সিগার, নো ডিলান ---- মার্লে-র ছবি, মার্ভেন গাই, স্টিভি ওয়ান্ডার-দের গান।
    এলিট প্রতিবাদীরা গায় সিগার/ডিলান, আর বাকী ৯৯% এর জন্যে মার্লে।
  • Tim | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩০628166
  • আরে সে তো আমিও জানি, আমার ধারণা ছিলো তোমরা এমন কিছু বলছো যা আমি জানিনা। ঃ-)
    আমি গাগার অনেক গান শুনেছি। ল্যাবে লাগাতার চালিয়ে শুনেছি, খুবই ভালো লাগে কিছু গান। বললামই তো এফেমের কল্যানে আমার ২০১২ অবধি এইসব শোনা হত নিয়মিত। এখন একটু আউট অফ টাচ।
  • Bhagidaar | 218.107.71.70 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩২628167
  • - ডিক্সি চিকস এন্টি ওয়ার গান কি করেছে জানিনা, কিন্তু স্টেটমেন্ট রেখেছিল, বেচারীদের কেরিয়ার্টাই শেষ হয়ে গেল। আর ওদিকে চেলি ( না কি শেলী) রাইট লেসবিয়ান কান্ট্রি সিঙ্গার ছিল তার ও কামিং আউটের পর কেরিয়ার ফুটুরদুম।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৩628168
  • এটা ভালো দিল এলসিএম ঃ-)) আমার চেনা লোকজন নিউ ইয়র্কে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৮628169
  • ইয়ার্কি না, সিরিয়াসলি।
    আমি ঠিক জানি না কালো লোকজনদের মধ্যে ডিলান/সিগার-দের গ্রহণযোগ্যতা কতটা।
    স্টিভি ওয়ান্ডার বা মার্লে বা হেন্ড্রিক্স-রাই ওদের প্রতিবাদী ভয়েস...
  • Bhagidaar | 218.107.71.70 | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৮628171
  • - টিম আমার লেডি গাগার গান ভালো লাগে আর তাছাড়া সোশাল ইস্যুতেও কনশাস। ওখানে প্লেস হোল্ডার হিসেবে হয়ত মাইলি সাইরাসের নাম দিলে আমি কিছু বলতামনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন