এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পিট সীগার - একটি যুগ

    s
    গান | ২৯ জানুয়ারি ২০১৪ | ৪৪৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 79.73.9.7 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০628205
  • পিট সিগারের গাওয়া যে গানগুলো ভালো লাগেঃ

    ১) উই শ্যাল ওভারকাম

    ২) লিটল বক্সেস

    ৩) হুইচ সাইড আর ইউ অন

    ৪) দিস ল্যান্দ ইজ ইওর ল্যান্ড

    ৫) হোয়াট ডিড ইউ লার্ন ইন স্কুল টুডে?

    এর বাইরে খুব বেশি ভালো লাগে নি।

    ডিলান, সিগার আর জন বঁয়েজের মধ্যে বাঁয়েজ মিউজিকালি সেরা।
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১628206
  • তাহলে যে গুলো অবশ্য শুনে ফেলা উচিত আকাদার তা হল,
    ১) হোয়ার অল দা ফ্লাওয়ারস হ্যাভ গান
    ২) পিট এর গলায় হার্ড রেন
    ৩) আই ওয়ান্না বি অ্যান ইঞ্জিনিয়ার
    ৪) জন হেনরী
    ৫) গুয়ান্তানামেরা - যেখানে পিট শ্রোতাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন
    ৬) ইফ আই হ্যাড আ হ্যামার
    ৭) লাস্ট নাইট আই হ্যাড দা স্ট্রেঞ্জেস্ট ড্রিম
    ৮) টার্ন টার্ন টার্ন - যদিও বার্ড এর ভারশনটা আমার বেশী পছন্দ

    - ছোটদের গান গুলো দিলাম না। তবে এগুলো সবই হয়তো শুনেছ আর ভালো লাগেনি। সে হতেই পারে।
    আর পিট সিগার শোনার আসল মজা লাইভ শোনায়। সে তো সম্ভব না। কিন্তু প্রচন্ড মজা পাওয়া যায় যখন কোনো অনুষ্ঠানের রেকর্ডিং দেখা বা শোনা যায়। বা কোনো ইন্টারভিউতে কথা বলতে বলতে যখন গান করেন। শ্রোতাদের মেস্মেরাইজ করার অসম্ভব ভালো ক্ষমতা ছিল। যার কিছুটা পেয়েছিলেন সুমন।
    সিগার বা সুমন - এদের গানের আলোচনা, লাইভ প্রোগ্রাম বাদ দিয়ে করা মুশকিল বলেই মনে করি।
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৬628207
  • শিবাংশু ক্লিয়ার করে দিয়েছেন - গানের বিষয় এবং শ্রোতা - দুটি আলাদা জিনিস...

    আকা সিগারের যে গানগুলো দিয়েছে, সেগুলোর লিরিক্‌স বা কম্পোজিশন ঠিক অরিজিন্যালি সিগার-এর নয়। ফোক গানের সুর তো প্রচলিত হয় বেশীর ভাগ সময়ই, তবু একটা কম্পোজিশন প্রথম কেয় একজন করেন যেটা চালু হয়ে যায় -

    ১) উই শ্যাল ওভারকাম - সিগার লেখেন নি, জিলফিয়া হর্টন-এর লেখা ছিল 'উই উইল ওভারকাম', সিগার সেটাকে পাল্টে করেছিলেন - উই 'শ্যাল' ওভারকাম - মিউজিক্যালি বেটার ফিট বলে। এই গানের সুর এবং কম্পোজিশন-ও সিগার-এর নয়। তবে এই গানটিকে একটি আইকনিক গানে পরিণত করবার পেছনে সিগার-এর ভূমিকা ছিল অনস্বীকার্য।

    ২) লিট্‌ল বক্সেস, টিকি ট্যাকি -
    এটা স্যান ফ্র্যানসিস্কোর এক মহিলার লেখা, মালভিনা রেনল্ড্‌স। এই গানটিও বহু গায়ক গেয়েছেন।

    ৩) হুইচ সাইড আর ইউ অন -
    এটিও লিখেছিলেন এক মহিলা - ফ্লোরেন্স রিস। উনি সুরটা নিয়েছিলেম একটা ব্যাপ্টিস্ট গান থেকে।

    ৪) দিস ল্যান্ড ইস ইয়োর ল্যান্ড -
    এটি খুব বিখ্যাত গান, এবং, এটিও সিগার-এর লেখা বা কম্পোজিশন নয়, এটি লিখেছিলেন এবং সুর করেছিলেন লিজেন্ডারি - উডি গাথরি

    ৫) হোয়াট ডিড ইউ লার্ন ইন স্কুল টুডে -
    এটা টম প্যাক্স্‌টন-এর।

    (তথ্য - উইকি এবং বিভিন্ন সাইট)
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২১628208
  • মালভিনা রেনল্ড্‌স - সীগারের অ্যানেকডোট অনুযায়ী, উনি রোজ ব্রেকফাস্ট করার আগে একটা গান লিখতেন :-)
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১628209
  • রোবুর লিস্টের বশীর ভাগ গানই সিগার-এর লেখা নয়, কিছু গান তো বহু শিল্পী গেয়েছেন, যেমন লোকগীতিতে হয়ে থাকে। এই ধরো 'সাধের লাউ' যেমন অনেকে গেয়েছেন।
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪628211
  • তবে আকা একটা কথা ঠিক লিখেছে, বাঁয়েজ সেরা ওদের তিনজনের মধ্যে, কারণ বাঁয়েজ সুকন্ঠী এবং সুগায়িকা।
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪628210
  • সে তো জানিই!!
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭628212
  • তুলনামূলক-ভাবে ডিলান-এর নিজের লেখা এবং সুর দেওয়া গান বোধহয় বেশী। মনে হয়, সঠিক জানি না।
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৫628213
  • সবাই জানেন, সবাই দেখেছেন, তাওঃ


    আর ইয়ে, আমার মনে হয় পরিসংখ্যান, অরিজিনাল কম্পজিশন, এসব দেখে আজকে দাঁড়িয়ে সিগারকে মাপা চাপ আছে। নিউ সং মুভমেন্ট এর অন্যতম কান্ডারী যিনি, তাঁর হাত ধরে যে কতজন বৈতরণী পার হলেন। কত গান সীগার না গাইলে কেউ মনেই রাখতো না হয়ত। শুধু সীগার এর জন্যই দেশে বিদেশে এক সময় কত জন অনুপ্রাণিত হয়েছেন, গান বাঁধতে শিখেছেন, বিশ্বাস করতে শিখেছেন - তার খবর কেই বা রাখে।
    এই বিশাল বটগাছ, তার শিকড় বাকড়, তার থেকে বেড়ে ওঠা আরো গাছ, তার আরো বাকড়, এ মহীরূহকে তার প্রথম গোড়া দিয়ে বিচার করা যায়না বলেই মনে হয়।
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৭628215
  • এটা পুরো ঠিক নয়। ইন ফ্যাক্ট এখানে যে দুটো লিস্ট রয়েছে, তার অনেক গানই অন্য শিল্পীদের কন্ঠে সিগারের আগেই জনপ্রিয় হয়েছে।
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০১628217
  • দিস ল্যান্ড ইস ইয়োর ল্যান্ড, হার্ড রেন , গুয়ান্তানামেরা বাদে আর কোনটা?
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০১628216
  • সিগার-এর জন্যে দেশবিদেশে অনেকে গান বাঁধতে শিখেছেন - এটাও ঠিক ইয়ে... (বিশ্বাসের কথা বলছি না...)
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০২628218
  • পরিষ্কার করে বললে কথা বলি। ইয়ে... দিয়ে শেষ করলে ঠিক কিছু বলার থাকে না।
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৩628219
  • প্রায় সব কটাই
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯628220
  • ভুল জানেন।
  • lcm | 118.91.116.131 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪০628221
  • হে হে, ফ্যানেদের নিয়ে হল এই মুশকিল। ঠিক আঅছে, ভুল, নো তক্কো।

    বস্‌ ছিল, উডি গাথরি, যাকে বলে মহীরুহ - সিগার, ডিলান, প্যাক্স্‌টন থেকে ব্রুস স্প্রিংসটিন - মেজর ইন্‌ফ্লুয়েন্স।
  • Ekak | 132.178.207.194 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪০628222
  • হার্ড রেইন তো ফোক । দু ছত্র অনুবাদ করেছিলুম একবার । তাপ্পর ল্যাদ লেগে যায় । বড় বেশি নিয়তিবাদ।
  • ম্যামি | 69.93.210.20 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৬628223
  • নিয়তিবাদের ইংরেজি কী? ডিটারমিনিজম না অন্য কিছু?
  • aka | 79.73.9.7 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৩628224
  • রোবু সিগারের বিরাট কালেকশন আমার। সবকটা শোনার পরে সুচিন্তিত মতামত। মিউজিকালি সিগারের সব থেকে বড় অবদান হল ফাইভ স্ট্রিং ব্যাঞ্জো।
  • aka | 76.190.163.87 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৭628226
  • জন হেনরির বেস্ট ভার্সনটা রোবুকে শুনতে দিলাম। ঃ)

    অনবদ্য হেমাঙ্গ বিশ্বাস।

  • TaCh | 183.74.217.230 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৮628227
  • আপনাদের কারও কাছে পিট সিগার এর Where have all the flowers gone.. এর বাংলা গান টা আছে ? (আমি গান টা চাইছি, lyrics নয়।) যদি থাকে তবে প্লিজ এখানে লিন্ক টা দিন।
  • রোবু | 213.147.88.10 | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৮628228
  • আকাদা, হ্যাঁ, সেটাই বললাম, শুনেও খারাপ লাগতেই পারে। সে নিয়ে কোনো বক্তব্য নাই।
  • a x | 86.31.217.192 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৯628229
  • সবই তো বুঝলাম কিন্তু বায়েজের চন্দ্রবিন্দু প্রাপ্তিটা বুঝলাম না।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৫628230
  • গুরুদের ন্যাসাল টোনের এফেক্ট বায়্জের নিজের গানে পড়ে নি, কিন্তু নামে তো পড়তেই পারে ঃ-)
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৬628231
  • *সঙ্গীতগুরুদের ন্যাসাল....
  • শিবাংশু | 127.201.162.224 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৪628233
  • পীট সীগর বিষয়ে একটা কথা বারবার ঘুরে আসছে । গায়ক হিসেবে তাঁর স্থান কোথায় অথবা 'মিউজিক্যাল' মাত্রায় তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। তার পর আর একটু নির্দিষ্টভাবে প্রশ্ন উঠছে, 'প্রতিবাদে'র গান না লোকগান, তিনি কোথায় সফল? তার পরেও রসিক শ্রোতারা তাঁর নানা গান শুনে নিজেদের পছন্দের গানগুলিকে তালিকাবদ্ধ করছেন। এ কথাও বলা হয়েছে, বস্তুতঃ উডি গাথরির ছত্রছায়াতেই অন্যরা, সীগরসহ.... মেজর ইনফ্লুয়েন্স । এটা ঠিক বুঝলুম না । এখানে উডি না পীট , কার গভীর প্রভাবের কথা বলা হচ্ছে ?
    -----------------------------------------
    পীটের কথা বলতে গেলে উডির কথাও আসবে । কোনও সন্দেহ নেই ওকলাহোমা কাউবয়, একজন কু ক্লাক্স ক্ল্যান সদস্যের ছেলে, প্রায় মধ্য যৌবন থেকে হান্টিংটন রোগে বিপর্যস্ত, প্রবল রাজনৈতিক বিশ্বাস আর নিজস্ব সৃজনশীলতার শক্তিতে বলীয়ান উডি শুধু মার্কিন দেশেই নয়, এক সার্বভৌম মানুষের জগতে চিরকালীন স্থান করে নেওয়া মানব । তাঁর ক্ষমতা বা প্রতিভার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকেও বলা যায় পীট কিন্তু উডির সহযোগী ছিলেন, শিষ্য নয়। উডির শিষ্য ছিলেন জ্যাক এলিয়ট, তার থেকে বব ডিলান বা আর্লো গুথরি । আর্লো উবাচ, তিনি বাবার গান জ্যাকের তালিমেই শিখেছিলেন। উডি ছিলেন সৃজনশীলতার উত্তাপে জর্জর সব্যসাচী । কিন্তু তাঁর ছিলোনা প্রতিভার বা ব্যক্তিজীবনের গৃহিনীপনা ও অন্তর্মুখী ধ্যানের অবসর। পীট ছিলেন অন্যপথের যাত্রী । উইভার্সপর্বে, যেসময় পীট ও উডি দুজনেই আর্থিক অনটনে জর্জরিত ছিলেন, তামাক কোম্পানির লোভনীয় আর্থিক টোপ উডি গ্রহণ করেন, পীট প্রত্যাখ্যান করেন । পীট উইভার্স থেকে বেরিয়ে আসেন। তাঁর নিজের কথায়, "টাকার দরকার তো ছিলো, কিন্তু ততোটা নয় যে আমি তামাক কোম্পানির জন্য বিজ্ঞাপনের গান গাইবো।"
    ---------------------------------------------
    'কমি' হবার অপরাধে উজ্জ্বল ছাত্র হয়েও হার্ভার্ডের জলপানি পান'নি । ফিকির নেই । ম্যাকার্থির জুজুর ভয়ে বিবেকের বিরুদ্ধে শপথ নেন'নি। শ্বাসরোধী মার্কিন সাম্রাজ্যবাদী ব্যবস্থার মধ্যে আজীবন বসবাস করে ক্রমাগত প্রতিবাদ করে গেছেন । অনেকের মতো ব্যবস্থা থেকে পালিয়ে যাননি বা স্তব্ধতার আশ্রয় নেননি । যা সত্য মনে করেছেন, তার জন্য কোনও কিছুর সঙ্গে আপোস করেননি । উডি যতোদিন সৃজনক্ষম ছিলেন, তিনি ছিলেন প্রতিবাদযুদ্ধের অক্লান্ত সেনাপতি । কিন্তু জীবনের একটা পর্বে এসে পীটের উডির থেকে মহত্তর উত্তরণ ঘটে যায়। তিনি হয়ে যান স্বদেশের শুভবুদ্ধি ও মূল্যবোধের সিপাহি, শুধু প্রতিবাদী চারণকবি নয় । মদগর্বী, স্বার্থান্ধ, মনুষ্যত্বহীন মার্কিন রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে লাল নিশান উড়িয়ে লড়ে যাওয়া বিশ্বমানবিকতার মাতাদোর ।

    তিনি শুধু একজন গায়ক ছিলেন না।
    ----------------------------------------------
    একজন বিবেকী, সৃজনশীল, বোধিসুন্দর মানব ছিলেন পীট। তাঁর 'মিউজিক্যাল' এলেম কতোটা ছিলো তা প্রশ্নের ঊর্দ্ধে নয়। লোকায়ত যন্ত্র ব্যান্জোতে পাঁচটি তার বেঁধে নিজের গানের সঙ্গে সঙ্গত করতেন। তাঁর কণ্ঠস্বরের ( ব্যাকরণের বিচারে 'টেনর') সঙ্গে উঁচু পিচের তারবাদ্যের দ্রুত ঝংকার অনেক সময় পরস্পর পরিপূরক সুরসংস্থান তৈরি করতো। হয়তো সেটাই অন্যতম কারণ হবে। অন্য কারণ লোকসঙ্গীতের সুরকংকাল আশ্রয় করে গান বাঁধলে ব্যান্জো বেশি প্রভাবী সহায়তা দেয়। তবে এই "সমাধান''টি আমার ধারণায় বস্তুতঃ টেকনিক্যাল, খুব একটা উল্লেখ্য কোনও কীর্তি নয় । তাঁর সঙ্গীতযাত্রাকে যদি সামগ্রিকভাবে বিচার করা যায় তবে দেখি গান ছিলো তাঁর বিবেকের বাহন । তাঁর 'মিউজিক্যাল' ক্ষমতার বিচার আমি এইভাবে করি, যদি তাঁর বিবেকের দায়ভার একটি মারুতি ৮০০ বয়ে নিয়ে যেতে পারে, তবে তাঁর কোনও বি এম ডব্লিউয়ের দরকার নেই। তবে তা বলে তাঁর 'মিউজিক্যাল' তাকত অতো হেলাফেলা করার মতো ছিলোনা। লক্ষণ ধরে ধরে টেকনিক্যাল আলোচনা করাই যায়, কিন্তু এই মূহুর্তে প্রয়োজন বোধ করছি না।
    ---------------------------------------------
    পীট গান'কে গ্রহণ করেছিলেন একজন সন্ন্যাসীর সদাব্রতের মতো। একটা উপমা মনে পড়ছে । দক্ষিণেশ্বরের একজন পুরোহিত ব্রাহ্মণকে যখন সিমলেপাড়ার উজ্জ্বল ছেলেটি বলেছিলো যে সে গভীর তপস্যা করে সিদ্ধি পেতে চায়, তখন সেই ব্রাহ্মণ তাঁকে বলেন, আমি চাই তুই একটা বটবৃক্ষের মতো হবি । সবাই এসে তোর ছায়ায় আশ্রয় পাবে। তা নয় তুই স্বার্থপরের মতো শুধু নিজের সিদ্ধি চাইছিস। ছেলেটি আর নিজের সিদ্ধি চায়নি, বাকিটা ইতিহাস । 'মিউজিক্যাল' ক্ষমতায় বলীয়ান গায়কদের কোনও অভাব নেই পৃথিবীতে, কিন্তু পীট সীগর কতোজন হতে পেরেছেন। বনস্পতি হতে পারার গৌরব সবার অধিগত হয়না।
    --------------------------------------------------

    আমার প্রথম লেখাতে বলেছিলুম ২০১৪ সালে পীট সীগর একজন 'প্রতিবাদী' কণ্ঠশিল্পীমাত্র ন'ন, তিনি আজ একটি ধারণা । তা তাঁর গান আজকের কালো বা ফর্সা 'ইয়াং জেনারেশন' যদি না শোনে, যদি তাঁর গানের আবেদন শুধু 'কমি' বা নিও-লিবের‌্যালগোছের 'ডায়নোসর'দের জন্যই তোলা থাকে, তবু এই শাশ্বত উক্তি, 'মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়', এখনও তর্কাতীত সত্য ।
  • ম্যামি | 69.93.254.91 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১২628234
  • শিবাংশুর বক্তব্য ভালো লাগলো।
  • ম্যামি | 69.93.254.91 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৫628235
  • পীট সীগার, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম

  • ম্যামি | 69.93.254.91 | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৮628237
  • Little Boxes

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন