এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পিট সীগার - একটি যুগ

    s
    গান | ২৯ জানুয়ারি ২০১৪ | ৪৪৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫২628289
  • এসব গান তো আরো ...
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৩628290
  • আমি আম্রিকান বর্তমান প্রজন্মের কথাই বলছি। আম্রিকার বর্তমান প্রজন্মের প্রতিবাদের গান/ সচেতনতার গান তৈরী হয়নি কিছু?
    বর্তমান প্রজন্মকে শোনালেই শুনবে কিনা সেই তর্কে আমি যেতে চাইছি না। বর্তমান প্রজন্ম নিজে থেকে হাতে কি তুলে নিচ্ছে সেটা জানতে চাইছি।
    রবীন্দ্রনাথ আমাদের আইকন নিশ্চয়ই। তাঁর গানে বারবার ফিরে যাচ্ছি এটাও ঠিক। কিন্তু এই প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এই প্রজন্মের কোন কবি দরকার। বাংলা নিয়ে আমার খুব একটা আশা-ভরসা নেই। বাংলা ভাষা অন্তত ভারতে মরে যাচ্ছে। কিন্তু ইংরিজি তো তা নয়। সেই ভাষায় কেন এই সময়ের প্রতিবাদের গান তৈরী হবে না।
    (ওপরের লাইনটা লিখে মনে হল - প্রতিবাদের গান টার্মটা আমি ঠিক পছন্দ করছি না। মানবিক গান/ পৃথিবীর গান বললে হয়ত পিট সিগারের প্রতি জাস্টিস করা হয়। তবে বেটার টার্মের অভাবে 'প্রতিবাদের গান' আপাতত চলতে পারে ঃ-))
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৯628292
  • সেগুলো কিছুটা হিপ হপ বা র‌্যাপে হয়। এক্ধরণের খালি বেবি বেবি সেক্স ও ড্রাগের গল্প, আরেকটা সামাজিক ইস্যু ইত্যাদি নিয়ে। লুপে ফিয়াস্কোর গান উল্লেখ করা উচিৎ। আরো আগে লোকে ট্রেসি চ্যাপমান শুনত বোধহয় ঃ-)

    কিন্তু সময়টাও তো অন্যরকম। '৬০স তো সবদেশেই একটা অন্যসময় ছিল।
  • কল্লোল | 125.242.154.136 | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৯628291
  • এই কথাবার্তাগুলোকে আর একটু টেনে নিলে বোধহয় বোঝা যাবে।
    পল রোবসন। কতজন শুনেছে? ৮০র দশকে বহুশ্রুত ওরা আমাদের গান গাইতে দেয় না / নিগ্রো ভাই আমার পল রোবসন - শুনে আগ্রহ তৈরী হয়েছিলো কারুর কারুর। কিন্তু তারাও মূলতঃ রাজনীতির বা তার আশেপাশের লোক। ঐ সময়েই বিস্তির্ণ দুপাড়ে রেকর্ড হয় ও আরও কিছু লোকের মধ্যে অগ্রহ জন্মায়। কিন্তু এরা সংখ্যালঘু।
    তেমনই উই শ্যাল ওভারকাম শুনে আগ্রহ তৈরী হল পিট সিগার শুনবার। কিন্তু এই আগ্রহীরাও সংখ্যালঘু। এমনকি তখন ডিলান শোনার লোক ও বেশ কম।
    যারা বিটলস, রোলিং স্টোন বা অ্যাবা কি বনি এম শুনতো তারাও পিট সিগার, পল রোবসন বা জোন বায়েজে আগ্রহী ছিলো না। তবে ডিলান শুনতো। কেন শুনতো জানিনা।
    এই বছর খানেক আগে হেভি মেটাল শোনা বন্ধু পুত্র বিটলস শুনে "বোর" হয়েছে। ডিলানের গলা শুনলেই মনে হয় "লোকটার কি গান গাইলে পটি পায়?"। পিঙ্ক ফ্লয়েড চলেবল। এমিনেম ইজ দ্য হিরো।
    সে এখন প্রেসিতে বাম রাজনীতি করে। সচেতন? তাই তো মনে হয়।
    এসব দিয়ে কোন কিছুরই কি বিচার হয়?
  • রোবু | 213.147.88.10 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০০628294
  • 'ব্রিং মি লিল ওয়াটার সিলভি', 'উইমোহে', 'আবি ইয়োইয়ো', 'স্যুইট পোট্যাটোজ' - দিব্যি সুন্দর সাধারণ জীবনযাত্রা নিয়ে গান বা ছোটদের গান।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০০628293
  • আগের পোস্ট হুচেকে। আর এই অকুপাই মুভমেন্টেও ব্লোইং ইন দ্য উইন্ডই কিন্তু বেশি শোনা গেছে।
  • Sectumsempra | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৩628295
  • কল্লোলদাকে এই ব্যাপারে ক। আমার এক বন্ধু সেদিন সাতকোশিয়া থেকে ফেরার সময় আমার পেন ড্রাইভটা নিয়ে গেলো গান শুনবে বলে - তাতে ডিলানের একটা কালেকশন আছে - শুরু "ইট এইন্ট মি বেব" - পরে ড্রাইভটা ফেরৎ দেওয়ার সময় বল্ল "কে একটা অসুস্থ লোক খ্যানখ্যানে গলায় কীসব গান গাওয়ার চেষ্টা করছিলো" ঃ-)

    এরকম লোক এখন অনেক। এই ছেলেটা আমার সাথে প্রচুর ডিসকাস করে - অমুক বইটা কেন পড়বো - আমার মুজতবা আলী পড়ে কী লাভ, বা পীট সীগার শুনে কী লাভ ইঃ
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৪628296
  • কল্লোলদা বলে দিয়েছে। অরিজিৎ/রোবু দিয়েছে সেগুলো কেউ খুব একটা শোনে না, জানে না।
    সুন্দর জীবনযাত্রার গানের বা ছোটোদের গানের অভাব কিছু নাই, প্রচুর আছে বিভিন্ন গায়কের। সেজন্যে কেউ সিগার শোনে না।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৫628299
  • অকুপাই ওয়াল স্ট্রীটের সময় খুব পপুলার হয়েছিল হাওয়াইএর গায়ক, মাকানা -
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৫628297
  • অরিজিৎ, আগেও এমন লোকই বেশী ছিল।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৮628300
  • হ্যাঁ, এখনকার প্রতিবাদী গান হল র‌্যাপ। সব নয়।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১০628301
  • লুপে ফিয়াস্কোর গান -
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১২628303
  • ষাট অন্যরকম ছিল, সত্তর অন্যরকম ছিল, আরো আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পৃথিবী অন্যরকম ছিল, দেশভাগ অন্যরকম ছিল। তাদের ইমপ্যাক্ট এখনও চলছে। কিন্তু এই সময় - দুহাজার সাল ও তৎসংলগ্ন সময় - আম আদমী স্তরে এতো বেশি ইন্টার কালচারাল মিক্সিং আগে কখনও হয়নি। সেদিক দিয়ে দেখলে এই সময়টাও তো অনন্য। এই সময়টারও তো একটা দাবী আছে। কি গান লেখা হচ্ছে এই সময়টা নিয়ে? অক্ষদা, এলসিএম, ন্যাড়াদা, কল্লোলদা (এখানেই থামলাম, লিস্ট করতে গেলে ব্রতীনদার কেস হয়ে যাবে ঃ-)) - মোটকথা আপনারা যারা গান শোনেন তারা এই সময়ের গান নিয়ে কিছু বলুন। আমরা যারা জানি না তারাও একটু রসাস্বাদন করতে পারি তাহলে।
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১২628302
  • আমার নিজের ডিলান শুনতে ভাল লাগে না। সীগার কিছু গান ভাল লাগে, তবে বেশিক্ষণ নয়। তার কারণ আমি ডিলানের গানে সেরকম কোন মিউজিক এসথেটিক্স পাই না। আমার দোষ হতে পারে। অন্যদিকে সীগারে সেরকম কোন অসুবিধে নেই, কিন্তু ফোক বেশিক্ষণ শুনতে পারি না। আমো তো আর ওদের ফোক নই।

    আর আমার মিউজিকোলজিকাল রিচনেস নিয়ে মন্তব্য অফ দ্য কাফ করা। সিরিয়াসলি নেবেন না। আমি যেন বিরাট মিউজিকোলজিস্ট এসেছি রে!

    সীগারের একটা দুটো গান রেলেভ্যান্ট থাকতে পারে ঐতিহাসিক কারণে। তবে গানের গতি যে কী হবে, সে দেবা না জানন্তি। একটা উদাহরণ দিই। আশির দশকে স্বপন বসু বলে একজন লোক ফোক গেয়ে খুব পপুলার হল। হাল্কা বেসুরো তিনি নাকি ফোক সংগ্রহ করেন। হবেও বা। তাঁর যে ফোক গান কলকাতা ফাটিয়ে দিল "থাকিলে ডোবাখানা"। এখন এটা ইপ্টার গান। গুরুদাস পাল বলে একজনের লেখা। তো সেই বলে কী বলতে পারি গুরুদাস পাল আশির দশক অব্দি কী রেলেভ্যান্ট ছিলেন দেখ, কলকাতা মাতিয়ে দিয়েছিলেন।

    যারা "উই শ্যাল ওভারকাম" গায় তাদের কজন ওটা সীগারের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারে, বা আদৌ সীগারের নাম জানে আমার সন্দেহ আছে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৬628304
  • একদম কারেন্ট শুনবে, তাইলে, এই যে,
    ক্যাঙ্গারু কোর্ট --
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৭628305
  • স্বপন বসুর একটা ক্যাসেট এখানো আছে এখানে ঃ-)) কিন্তু তুলনাটা ঠিক হলনা। রি-ইনভেন্ট বা রি-ডিস্ট্রিবিউশন করতে হয়নি উই শাল ওভারকামকে। সিগারকে চিনল কিনার চেয়েও সিগারের গান চিনছে সেটাই তো বড় ব্যাপার বলে মনে হয়।
  • Tim | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২০628306
  • র‌্যাপ, পপ, কান্ট্রি-পপ এইসব এফেমের কল্যানে আম্রিকায় থাকতে শুনেছি। এমিনেম, টেইলর সুইফ্ট, গাগা। ওয়ান রিপাবলিক। আরেকটা জনরার কথা বছরকয়েক আগে পড়লাম (গান শুনে তারপর উইকি করে) ইলেকট্রনিকা। আউল সিটি। হেভি মেটাল সম্পর্কে আগ্রহ তৈরী হয়নি, কিন্তু দেখেছি লোকে দল বেঁধে শুনতে যায়।
    কিন্তু আমার সীগার বা ডিলানের জনরার নতুন প্রজন্মের গান কিছু শোনা হয় নি। মানে খোঁজ পাইনি আর কি। অনুমান করি, সেই জনরার কোন গায়ক/গায়িকা এখন জনপ্রিয় হলে নাম শুনতাম।
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২১628307
  • সে ব্যাপারে তো কিছু বলার নেই। সীগারের খান দুত্তিন আগে সারা পৃথিবীতে লোকে শুনে চলেছে, গেয়ে চলেছে। সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু সেগুলো বিশেষ কনটেক্সট আছে। তাই টিম যে প্রশ্নটা করেছিল সেটার উত্তর হল সীগারের গান এখনকার প্রজন্ম শোনেনা তার কারণ অধিকাংশই সমসময়িকও নয় আর কালোত্তীর্ণও হতে পারেনি। এদুটোর একটা না হলে গান সার্কুলেশনে থাকে না।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৩628308
  • এগজ্যাক্টলি, বিশেষ কনটেক্স্‌ট আছে
  • রোবু | 213.147.88.10 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৭628310
  • আধুনিক ইংরেজি গান নিয়ে একটা টই ছিল তো। শঙ্খ, ভাগিদা, কেকেদি এরা লিখত তাতে। সেখানেই অ্যাডেলে-র নাম শুনি। প্রথম।
  • hu | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৮628311
  • এলসিএমদা, গানটা শুনে নিলাম। তবে ভিডিওটা ছাড়া গানটার একই ইমপ্যাক্ট থাকবে কিনা বুঝতে পারছি না।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৯628313
  • ঠিক, ওটা ভিডিও গান।
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৯628312
  • আমাকে ধরা ঠিক নয়। আমার তিনকাল গেছে। কোনদিনই বিশেষ ইংরিজি গান শুনিনা, এখন তো পুরোন গানই কেবল শুনি। আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবনা। হুচিকে বললাম।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৮628314
  • এটা যদি ক্রিটিসিজম হয়, পয়েন্টটাই বুঝতে পারছিনা। প্রোটেস্ট সং এর কনটেক্স্ট তো থাকতেই হবে। এখনও যারা প্রোটেস্ট করে, দেখা যাচ্ছে সিগার ডিলান এখনও তারা শুনছে, এই প্রজন্মেই। প্রোটেস্ট সংএর বাইরে? কবে একটা দেখলাম লিটল বক্সেস কোন গাড়ির অ্যাডে ব্যবহার হচ্ছে - আয়রনি।

    প্রোটেস্ট সং এর বাইরে? লিটল বক্সেস, ওয়াট ডিড ইউ লার্ন ইন স্কুল - সমসাময়িক না?

    আর আমাদের পরবর্তী প্রজন্ম সলিল শোনে? রফি শোনে? নিজের বৃত্তের বাইরে দেখে বলতে হবে।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪০628315
  • জেনারেল হিন্দি গানে রফি যেখানে, জেনারেল ইংরিজি গানে সিগার সেখানে নয়।
  • Tim | 188.91.253.21 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪২628316
  • সলিল মনে হয় শোনেনা।
  • a x | 86.31.217.192 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৩628317
  • জেনেরাল ইংরেজি গানে বিটলসও সেখানে না। তার থেকে কী বুঝব?
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৫628319
  • খাইসে - বিট্‌ল্‌স ভার্সেস সিগার !
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৫628318
  • আমার দিক থেকে কোন ক্রিটিসিজম নেই। আমি নিজেই টিমের অবজার্ভেশনটা এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম। থিংকিং অ্যালাউড।

    সলিল শোনে না। আর্ডি শোনে। তবে রিমেক। কিশোরও শোনে না। মান্না শোনে। আর শোনে অনুপম। আমার ছোট গন্ডির কথা বললাম।
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৬628321
  • আইটিউন্‌স-এ কটা বিট্‌ল্‌স ডাউনলোড হয়, আর কটা সিগার হয় দেখলেই বোঝা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন